দাঁড়ালে দুয়ারে মোর - শাহীন সামাদ

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 май 2020
  • দাঁড়ালে দুয়ারে মোর কে তুমি ভিখারিনী।
    গাহিয়া সজল চোখে বেলা-শেষের রাগিণী॥
    মিনতি-ভরা আঁখি ওগো কে তুমি ঝড়ের পাখি
    (ওগো) কি দিয়ে জুড়াই ব্যথা কেমনে কোথায় রাখি
    কোন্ প্রিয় নামে ডাকি’ মান ভাঙাব মানিনী॥
    বুকে তোমায় রাখতে প্রিয় চোখে আমার বারি ঝরে,
    (ওগো) চোখে যদি রাখিতে চাই বুকে উঠে ব্যথা ভ’রে।
    যত দেখি তত হায়, ওগো পিপাসা বাড়িয়া যায়
    কে তুমি যাদুকরী স্বপন-মরু-চারিণী॥

Комментарии •