ভিডিওটি নারিকেল গাছ বিক্রির জন্য প্রচারণা নয় বরং যে প্রযুক্তির মাধ্যমে ফলন এসেছে সেটা সকল কৃষক ভাইদের মাঝে সম্প্রসারণের উদ্দেশ্যেই তৈরী করা। কারণ সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে যেন সকল কৃষক ভাইয়ের নারিকেল গাছে ফলন অাসে সেজন্য সহায়ক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।
Vaia apnr video gulo onek vlo lage...akta help dorkar chilo vaia.ami sorkari horticulture theka catimon am gach nibo...vlo hobe vaia..unara thokabe na to vaia..plz aktu bolen....
মাশা-আল্লাহ অনেক সুন্দর। ভাইয়া এই চারা গুলা আপনার কোথা থেকে সংগ্রহ করেছেন যদি একটু বলতেন অনেক উপকার হত আসাকরি হতাস কোরবেন্না জাঝাকাল্লাহু খাইরান ফি-আমা-নিল্লাআহ
স্যার আমার একটা ছোট আম বাগান আছে। এক মাস হইছে লাগাইছি। ১৩ কাঠা জমিতে ১০৭ টা গাছ লাগাইছি। নতুন পাতা গজাতে কেবল শুরু করেছে। আমি আমার একটা পুকুর ছাই দিয়ে ভরাট করে এই গাছ গুলো লাগাইছি। তবে গছ লাগানোর আগে গোরায় চার ডালি করে মাটি দিয়েছি সাথে জৈব সার। এখন সাত দিন পর পর বিষ আর ভিটামিন গাছের পাতায় স্প্রে করছি। ছাইয়ের উপর লাগাইছি। তাই যদি একটু বাড়তি যত্নের পরামর্শ দিতেন। তাহলে খুব উপকার হতো।
অনেক ধন্যবাদ আপনাকে। একটু জানাবেন ছাদে করতে চাইলে হাফ ড্রামে করতে পারবো কি। তাতে মাটি এবং যত্ন এবং সার কি একই পরিমান রাখবো নাকি কিছু পরিবর্তন হবে। তাছাড়া এটির নিখুঁত চারা কোথায় পাওয়া যাবে যাতে না ঠকি। আপনার সাহায্য পেলে সত্যি উপকার পাবো
স্যার জিংক সালফেট আপনি ব্যবহার করতে বলেছেন কিন্তু জিংক সালফেট টিএসপি বা এস এস পি সারের সাথে মিশিয়ে ব্যবহার করবেন না প্যাকেটের গায়ে লেখা। আপনার এই সার ব্যবস্থা কি দেশীয় নারিকেল গাছের ক্ষেত্রে প্রযোজ্য হবে দয়া করে জানালে উপকৃত হব।
আমি কিছু ভিয়েতনামি নারিকেল গাছ চারা লাগাতে চাই। আমি যেখানে চারা লাগাব, সেখানে বন্যার পানি উঠার সম্ভাবনা আছে। তাই এই গাছ কি ৫-১০ দিন বন্যার পানি সহ্য করতে পারবে?
আসসালামু আলাইকুম | ভিয়েতনামি নারিকেল গাছের বাণিজ্যিক উৎপাদন নিয়ে অনেক বিতর্ক আছে । অনেক ভালো ভালো চাষি এইটার চাষে সফলতা পান নি । আপনার কাছ থেকে সঠিক মতামত আশা করছি। আসলেই কি এইটা বাণিজ্যিক উৎপাদনের উপযোগী ??
জাজাকাল্লাহ খাইরান। এখানে বিষয় জানতে চাই, আমার দুইটি দেশি নারিকেল আছে প্রচুর নারিকেল ধরে ১৫ দিন আগেও ১৯০০ টাকার ডাব বিক্রি করেছি আলহামদুলিল্লাহ। এই গাছে কি তেমন ফলন হবে?
আমার দুইটি আঙ্গুর গাছ আছে রোপনের বয়স ২ থেকে আড়াই মাস গাছের পাতা শুকিয়ে যাচ্ছে এবং গাছের ছাল বাকল শুকিয়ে যাচ্ছে কারণ কি এবং এর প্রতিকার কি জানালে খুব উপকৃত হব
স্যার, আমার একটি আঠারো বছরের নারিকেল গাছ রয়েছে পরিচর্চাহীন বলতে পারেন । দোতলার থেকে ও উঁচু ,চার বছর ধরে মুকুল আসছে ফল দাঁড়ায় না । প্রতি বছর ডাল কাটিয়ে দিই । কি করব অনুগ্রহ করে জানাবেন । ধন্যবাদ জানাই।
আলহামদুলিল্লাহ। খুবই ভালো ভাবে বুঝিয়ে দিলেন আপনি। খুব ভালো থাকবেন আল্লাহর রহমতে। নাগপুর ইন্ডিয়া থেকে।
অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও স্যার, just love it
অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। অনেকেই জিজ্ঞাসা করে নারিকেল ধরে না কেন, নারিকেল ধরে না কেন
যে যত্ন নেয়া লাগে দেখলাম, আসলেই যত্ন না নিলে ফল দিবে ক্যামনে
মাশা-আল্লাহ। অসাধারণ ও খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ। ধন্যবাদ স্যার।
ভিডিওটি নারিকেল গাছ বিক্রির জন্য প্রচারণা নয় বরং যে প্রযুক্তির মাধ্যমে ফলন এসেছে সেটা সকল কৃষক ভাইদের মাঝে সম্প্রসারণের উদ্দেশ্যেই তৈরী করা। কারণ সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে যেন সকল কৃষক ভাইয়ের নারিকেল গাছে ফলন অাসে সেজন্য সহায়ক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।
Vaia apnr video gulo onek vlo lage...akta help dorkar chilo vaia.ami sorkari horticulture theka catimon am gach nibo...vlo hobe vaia..unara thokabe na to vaia..plz aktu bolen....
Vhai assalamu alaikum khobie Valo laghlo vhai Ami ekhon Qatar probashi Ami apnar shathe kotha bolte chai Ami ki apnar phone number ta pabo
Vai ki amr number chaisen
Na tokabe na
আপনাদের সাথে যোগাযোগ করার একটা নাম্বার দেন।।
I got all answers from you alhamdulillah allah bless you
স্যার আমি একটা নারকেল গাছ লাগিয়েছি এবং আপনার পরামর্শ অনুযায়ী এগিয়ে যাচ্ছি
আপনার সব ভিডিও গুলাই চমৎকার
ভাই আপনার উপস্থাপনা অনেক তথ্যবহুল। তাই নার্সারিতে চারা পালনের উপর একটা ভিডিও আশা করছি। ধন্যবাদ।
bhaijaan apni chittagong ar jene khub valo laglo...akdin apnar nursary dkte asbo
মাশা-আল্লাহ অনেক সুন্দর।
ভাইয়া এই চারা গুলা আপনার কোথা থেকে সংগ্রহ করেছেন যদি একটু বলতেন অনেক উপকার হত আসাকরি হতাস কোরবেন্না জাঝাকাল্লাহু খাইরান ফি-আমা-নিল্লাআহ
Nice information & thanks .....
চমৎকার উপস্থাপন,,
মাশাআল্লাহ। ভাই আমার মাদ্রায় ৪টা চারা লাগিয়েছি একটু পরমর্স দিবেন।
গুড ভিডিও
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ধন্যবাদ স্যার আপনাকে
লিচু গাছ নিয়ে ভিডিও বানান
Good job friend.
রাসায়নিক সারের বদলে জৈব সার ব্যবহার করা যাবে?
ধন্যবাদ স্যার। শিম গাছের পোকামাকড় নিয়ে একটা ভিডিও দিলে অনেক উপকার হবে। স্যার❤❤
Thanks sir. It's a full information video.
মাসাআল্লাহ
ভাই, দেশী নারকেল গাছের পরিচয় বা সার প্রয়োগের পদ্ধতি সম্পর্কে জানতে চাই।
Straight and clear information, but i want to adopt organic way.. Isn't it possible???
Informative video. ❤️❤️❤️
Vietnam narkel colour koi rokome hoi
two color, green & yellow.
@@krisokerdorpon8573চারা নিতে চাই কি ভাবে নিবো
মাশাল্লাহ
India theke bolchi sir amar khub dorkar ei narkel🙏
খুবই সুন্দর উপস্থাপনা।
ভিয়েতনামী নারিকেলের চারা চিনার উপায় কি জানালে উপকৃত হতাম 💕
স্যার আমার একটা ছোট আম বাগান আছে। এক মাস হইছে লাগাইছি। ১৩ কাঠা জমিতে ১০৭ টা গাছ লাগাইছি। নতুন পাতা গজাতে কেবল শুরু করেছে। আমি আমার একটা পুকুর ছাই দিয়ে ভরাট করে এই গাছ গুলো লাগাইছি। তবে গছ লাগানোর আগে গোরায় চার ডালি করে মাটি দিয়েছি সাথে জৈব সার। এখন সাত দিন পর পর বিষ আর ভিটামিন গাছের পাতায় স্প্রে করছি। ছাইয়ের উপর লাগাইছি। তাই যদি একটু বাড়তি যত্নের পরামর্শ দিতেন। তাহলে খুব উপকার হতো।
Dhonnobad aponake o
Nice
আসসালামু আলাইকুম ভাই দয়া করে খেজুর গাছ নারি পুরুষ কিভাবে চিনব এবং সাকার এর দাম এবং খেজুর গাছ চাষ নিয়ে ভিডিও বানান
Thank you sir
আপনার সাথে দেখা করতে হবে।আমি জিরো বাজেট নেচারেল ফার্মিং এর সঠিক মিশ্রণ আর প্রয়োগের বিস্তারিত জানতে চাই।
চারার দাম কতো? আর কোথা থেকে কিভাবে সংগ্রহ করবো?
500tk kore maybe
চারার দাম কত? কোথায় পাওয়া যায়?
জাজাকাল্লাহ
অনেক ধন্যবাদ আপনাকে। একটু জানাবেন ছাদে করতে চাইলে হাফ ড্রামে করতে পারবো কি। তাতে মাটি এবং যত্ন এবং সার কি একই পরিমান রাখবো নাকি কিছু পরিবর্তন হবে। তাছাড়া এটির নিখুঁত চারা কোথায় পাওয়া যাবে যাতে না ঠকি। আপনার সাহায্য পেলে সত্যি উপকার পাবো
না করাই ভালো, খাজনা থেকে বাজনা বেশি, তবে শখের বিষয় হলে সেটা আলাদা বিষয়।
স্যার জিংক সালফেট আপনি ব্যবহার করতে বলেছেন কিন্তু জিংক সালফেট টিএসপি বা এস এস পি সারের সাথে মিশিয়ে ব্যবহার করবেন না প্যাকেটের গায়ে লেখা।
আপনার এই সার ব্যবস্থা কি দেশীয় নারিকেল গাছের ক্ষেত্রে প্রযোজ্য হবে দয়া করে জানালে উপকৃত হব।
আমি কিছু ভিয়েতনামি নারিকেল গাছ চারা লাগাতে চাই। আমি যেখানে চারা লাগাব, সেখানে বন্যার পানি উঠার সম্ভাবনা আছে। তাই এই গাছ কি ৫-১০ দিন বন্যার পানি সহ্য করতে পারবে?
Good
অনেক অনেক ধন্যবাদ স্যার
দাদা প্লিজ রিপ্লাই দেবেন- পটাশসার, সালফার, ক্লোরিন এই তিনটি একটি গাছে কতো পরিমাণ দিতে হবে
ভাইজান বিয়েত নামে নারকেল গাছের ছাড়া একটা কতো করে বলবেন.কোথায় পাবোকি একটু জানাবেন
বড় বড় নারিকেল গাছের পরিচর্যা নিয়ে ভিডিও তৈরি করেন স্যার
আম গাছে কলম করতে , হরমোন পাউডার লাগবে কি।
Thank you so much
ভাই ভিয়েতনামি নারিকেলের অরিজিনাল চারা কোথায় পাওয়া যাবে বলবেন প্লিজ???
আমার একটা দেশিও নারিকেল গাছে প্রথম ফুল আসছে এখন গাছের পরিচর্যা কী করবো।
Vi amader barir narokeler gasgolo more jasse, gaser age 10..15.12.....35 etc ..narokel goloo pakar agey nosto hoy a jacce . gasr patar nise kalo sotrak porse
arokom somossar opay ki
দেশি বড় নারকেল গাছের পরিচর্যার ভিডিও দিলে ভালো হয়
আমি চারা কিনতে চাই কোথায় পাবো বললে উপকৃত হতাম
১ম বছর কি কি সার দিতে হবে এবং কতটুকু দিতে হবে। তা যদি দয়া করে লিখে দিলে অনেক উপকার হতো।
ভাই বরিশালে কি এই নারিকেল হবে?
আসসালামু আলাইকুম | ভিয়েতনামি নারিকেল গাছের বাণিজ্যিক উৎপাদন নিয়ে অনেক বিতর্ক আছে । অনেক ভালো ভালো চাষি এইটার চাষে সফলতা পান নি । আপনার কাছ থেকে সঠিক মতামত আশা করছি। আসলেই কি এইটা বাণিজ্যিক উৎপাদনের উপযোগী ??
❤❤❤❤❤
থাইল্যান্ড নাকি ভিয়েতনামের টা ভাল জানাবেন
ভিয়েতনাম
স্যার, ডিজে সম্পূর্ণা নারিকেল গাছের ফলন রেজাল্ট কেমন একটি সচিত্র প্রতিবেদন করবেন আশারাখি।
Vai ei chara kotha theke songroho kora jabe?
জাজাকাল্লাহ খাইরান।
এখানে বিষয় জানতে চাই, আমার দুইটি দেশি নারিকেল আছে প্রচুর নারিকেল ধরে ১৫ দিন আগেও ১৯০০ টাকার ডাব বিক্রি করেছি আলহামদুলিল্লাহ।
এই গাছে কি তেমন ফলন হবে?
Upnar poramorsho ki vabe Chara pabo
ভাই আমার মাদ্রাসায় ৪টা চারা লাগাইছি একটু পরমর্স দিবেন ভাই।
মাল্টা ও কমলা লেবু গাছ ও কাশ্মীরি আপেল কুল গাছ রপন নিয়ম কি দয়াকরে যানাবেন আমি আপনার ভারতীয় ছাত্র 🙏❤🙏🇮🇳
নারিকেলে চারা গুলো কোথায় পাওয়া যাবে, যদি বলেন উপকৃত হবো??
কোন কোন নারিকেন চারা ভালো হবে
আমার ২০ টা চারা লাগবে আমার বাড়ি কক্সবাজার ,,,দেউয়া যাবে কি না বলবেন
স্যার আপনার কাছ থেকে কোন ধরনের ফলের চারা নিতে পারব?
ভার্মিকম্পোস্ট পানিতে গুলিয়ে ব্যাবহার করা যাবে কি?
যদি যায় তাহলে কত দিন ভিজাতে হবে।
সরাসরি দেওয়াই ভালো
আসসালামু আলাইকুম গাছে গন্ডার পোকা হলে কি করনীয়? একটু যদি বলতেন উপকৃত হতাম।
❤❤❤
ভাইয়া এই নারকেলের চারাগাছ কোথায় কিনতে পাওয়া যাবে? দয়া করে জানাবেন,
আসসালামু আলাইকুম স্যার
আমি শুক্রবার আপনাদের হর্টিকালচার সেন্টারে যেতে চাচ্ছি
চারা নিবো কিছু
আর আপনার সাথে দেখা করবো।
আসসালামুলাইকুম ভাই
আমি ভিয়েতনামি নারকেল গাছের চারা
নিতে চাই,
দেশি নায়িকা চাড়া কত হাত দূরত্ব লাগাতে হবে
হুজুর খাটো জাতের নারিকেল গাছ আমি রুপন করছি আজ এক বসর পুরনো হলো এখন আমার করণীয় কি জানাবেন প্লিজ ভাইয়া
আসসালামু আলাইকুম। স্যার আমি হাটহাজারীতে থাকি।আমি আপনার সাথে কখন কীভাবে দেখা করতে পারি।জানালে উপকৃত হব।ধন্যবাদ স্যার।
ওয়ালাইকুমুস সালাম, একদিন সময় নিয়ে অাসেন, কথা হবে ইনশাআল্লাহ।
@@krisokerdorpon8573 স্যার আপনি হাটহাজারী কোথায় বসেন?
হাটহাজারী কৃষি ফার্ম রোড়, কৃষি কলেজের পাশে হর্টিকালচার সেন্টারে বসি।
আপনার নাম্বার দেওয়া যাবে...?
Ashe pase mobile tower thakle ki narikel er folon kom hoi?
Kothata sotto noy.
ভাইয়া আমার বাড়ি চটগ্রাম
চারা কোথাই পাবো জানাবেন
আসসালামু আলাইকুম ভাই ভাই নারকেল গাছে ছাড়া জনার কথা ছিল জানছিলেন যে কোথায় পাবেন ওরা কি আপনাকে অনুসরণ করছিল
নতুন পাতা মরা রোগ প্রতিরোধ ব্যবস্থায় কি করনীয়
সঠিক ভিয়েতনামের নারিকেল গাছ কোথায় পাবো,,,দয়া করে জানাবেন!!
জনাব আসসালামু আলাইকুম আমি অনলাইনে ক্লাস করতে চাই অনেকে আগ্রহি হবে একটু ভেবে দেখতে পারেন
স্যার দেশি নারিকেল গাছ রোপন করতে ও কি এমন পদ্ধতি ব্যবহার ভালো ফলপ্রসূ ফলন পাবো?
আমার দুইটি আঙ্গুর গাছ আছে রোপনের বয়স ২ থেকে আড়াই মাস গাছের পাতা শুকিয়ে যাচ্ছে এবং গাছের ছাল বাকল শুকিয়ে যাচ্ছে কারণ কি এবং এর প্রতিকার কি জানালে খুব উপকৃত হব
ভাই চারা কোথায় পাবো..? দয়া করে জানাবেন
স্যার, আমার একটি আঠারো বছরের নারিকেল গাছ রয়েছে পরিচর্চাহীন বলতে পারেন । দোতলার থেকে ও উঁচু ,চার বছর ধরে মুকুল আসছে ফল দাঁড়ায় না । প্রতি বছর ডাল কাটিয়ে দিই । কি করব অনুগ্রহ করে জানাবেন । ধন্যবাদ জানাই।
gas te chenar opai ke vai
ভিয়েতনামের নারিকেল চারা কোথায় পাব? জানালে উপকৃত হব।
Dj সম্মুনা নারকেল গাছের উপর ভিডিও চাই
এমন যত্ন নিলে দেশি জাতের গাছেও যথেষ্ট ফলন হবে ধারণা করি।
Narikel naki jore pore jae?
হাটহাজারির কোথায়? চারা কোথায় পাবো?
Sir amar narical gase ful ase Kintu fal ase na pls janaben
কোথায় পাব এই চারা
হাটহাজারী হর্টিকালচার সেন্টার থেকে রিজনেবল প্রাইসে উন্নতমানের গাছ ক্রয় করা যাবে তো?
Kotai pabo ai gach
কত ফুট দূরত্বে লাগাতে হবে। এক গাছ থেকে অপর গাছের দূরত্ব কতটুকু হবে।
20 feet
স্যার চারা রোপনের সময় আমি শুধু জৈব সার ব্যবহার করছি রাসায়নিক সার ব্যবহার করিনি এতে কি গাছের সমস্যা হবে?
ভাই, আমরা একটি ভিয়েতনাম নারিকেল গাছ লাগিয়েছি। ৪-৫ বছর হয়ে গেছে। গাছ মাশাআল্লাহ বড় হয়েছে। কিন্তু এখনো নারিকেল আসে নাই। কারণ কি
কেমন আছেন ভাই?
অরিজিনাল চাড়া কিভাবে পাওয়া যাবে?