I covered this for my friends with ukulele. Edited with old pictures of us together and posted on FB. They cried. We have more than 30 years old friendship starting from class one. So much memories! A perfect song for friends. Love from Bangladesh.
পরশু দিন আমাদের farewell. বন্ধুরা ভেবেছি এই গান টা স্কুল এ গাইবো শেষ বারের মত। কতটা গাইতে পারবো জানি না যদিও🙃। বুঝতেই পারিনি কখন এতো গুলো বছর কেটে গেছে। এত বছরের স্কুল জীবনের অবসান। কত হাসি,কান্না,ভালোলাগা, খারাপ লাগা, মারামারি । সব মিলিয়ে জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময় টা সবাই মিলে হেসে খেলে কাটিয়ে দিলাম। স্মৃতি গুলো মনের মধ্যে রেখে দিলাম আজীবন। সবশেষে বড় হয়েই গেলাম । হয়তো অনেক দায়িত্ব আসবে,সবাই নিজের নিজের মতো পড়াশোনার পথ বেছে নেবে, দূরত্ব চলে আসবে, আর রোজ দেখা হবে না,কথা হবে না । কিন্তু আমি এটুকুই চাই যেনো এই ছোটবেলার বন্ধুগুলো আজীবন এরম ভাবেই থেকে যায়। "বন্ধু চল"❤️🥺
আজ জি বাংলার সারেগামাপা-র অনুষ্ঠানে গানটি শুনে এই ৭০ বৎসর বয়সে যেন আবার চিরচেনা সেই স্কুলের বন্ধুদের কথা মনে পরছে। আসলে শর্তহীন ভালবাসা কেবল তাদের কাছ থেকেই যেন তখন পেয়েছিলাম। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি।
মেডিকেলের দিনগুলো মনে পড়ে যায়। ক্লাব রুম শুরু করে শহীদ মিনারের আড্ডা, কখনও রাত জেগে ট্রেনে চড়া কিংবা রেলওয়ে পথ ধরে হাটা বন্ধুদের সাথে কাটানো সময় আজ গল্পের মতো রয়েছে,,,,,, ভালো থাকিস তোরা ❤️
I'm in class 12 right now, I didn't go to school this year due to covid... Literally missing my school freinds, crush, playground and teachers, Didn't know how Times flew within Some days, Months, or years, Whenever I listen to this Songs, Literally my eyes filled with tears.. School life is best life, No tension, No stress, Only Enjoyment
C Chobi🤪😱 😱😱cccctf😱c😡😡fccc😱ftccc🤪fcccfcctcc😱🤪fcffcg🤪tfccf🤪🤪cctfcccfc🤪cfcyccccyf🤪ffcccfccfcc🤪🤪tffcc🤪cc🤪fc🤪🤪fccffcfcfcfffc🤪cfccffcc🤪cc🤪cccc🤪🤪fc🤪🤪cccccccc🤪🤪🤪🤪🤪🤪cccccfccccc🤪🤪c🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪c🤪c🤪cccfccf🤪🤪cccfccccccc🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪cc🤪ff🤪fff🤪cfcfcc🤪fffc🤪ffcffccff🤪ccfc🤪ffff🤪ff🤪🤪ccffcffffcfffcfcfffc🤪ccc🤪🤪fccc
স্কুল লাইফের ক্লাস 1-10 পর্যন্ত সবথেকে মিষ্টি হয় ,কিন্তু থাকাকালীন বোঝা যায় না ওই সময়টা কতটা মিষ্টি । ওই সময়টা খামখেয়ালিপনার সময় ,ওই সময়ে কোন কর্তব্য বন্ধনে আবদ্ধ হতে হয় না ,ডানা খুলে ওড়া যায় । কিন্তু ওই সময়টা কেটে গেলে যখন বিভিন্ন কর্তব্য জীবনে আসবে তখন ওড়ার আর সুযোগ নেই কোনো । জীবনের প্রত্যেকটা মুহূর্তই তাদের নিজের নিজের মতো করে সুন্দর ,অতীত ভবিষ্যৎ না ভেবে বর্তমান নিয়ে ভাবাই উচিত ,তাহলে পরে কেটে যাওয়া সময় এর জন্য আর আফসোস করতে হবে না ।
ইউনিভার্সিটি থেকে ফিরছি, বাসে... আজ আমার স্কুলের শতবর্ষের অনুষ্ঠান... বাড়ি ফেরার পথে হয়তো একবার ঘুরে যাবো... এখন তো প্রাক্তন... প্রাক্তন হিসাবেই যাবো, সাথে কোনো বন্ধু নেই, স্কুলে সব স্যার ম্যামও থাকবেন না। আগের বছর আমরা যে চারজন সময় করে অনুষ্ঠানের দিন গেছিলাম স্কুলে এবছর তারাও নেই সাথে, এক জন হসপিটালে, একজন মিশনে, একজন কলেজের হোস্টেলে। তবু যাবো একা... এখন এই গান টা শুনছি, জানালা দিয়ে জানুয়ারি মাসের ঠাণ্ডা হাওয়া... গলায় একদলা কান্না জমেছে, চশমার কাঁচ ঝাপসা হয়ে আসছে... ফিরে যেতে চাই... স্কুল ছুটির হজমী দের গল্প শুনতে চাই আবার... বন্ধুদের টীমে থেকে, ওদের পাশে...❤
পড়াশোনা শেষে যখন সেনাবাহিনীতে জব নিলাম মনে মনে সব বন্ধুরাই খুশি হয়েছিলো। সব বন্ধুরাই একেক জন একেক বাহিনীতে চলে আসছি আজ ৭ বছর হলো কেউ কারো সাথে দেখা করতে পারিনা। জানিনা মৃত্যুর আগে কি কখনো পাবো কিনা। অথচ এক সময় রাত ৩ টা পর্যন্ত এক সাথে সিগারেট খেতাম। কিন্তু আজ ৭ বছর ধরে কেউ কাউকে সামনা সামনি দেখিনা বন্ধুরে তোদের খুব মিস করি 😭😭😭😭😭
সেই পুরোনো বন্ধুরা, সেই কাঁধের ওপর হাত রাখা, আয়না জলপরীর গল্প কিচ্ছু এখন নেই শুধু থেকে গেছে এই গান আর তার সাথে জড়িত কিছু স্মৃতি ...ইচ্ছে করে আবার ফিরে যেতে তোর টিমে তোর পাশে ❤
সহস্রাধিক বার শোনা। আজ আবারও শুনছি এবং স্বাক্ষর রেখে যাচ্ছি, ৩০ বছর পরেও এসে যাতে দেখতে পারি কোন এক রাতে যখন খুব মন খারাপ ছিলো তখন রাত ২:২৫ এ ম্যাজিকের মতন মন ভালো করে দিয়েছিলো গানটি ❤️
And some friend we will miss u so much like sandipon, mousumi, kanchan, dinesh, bittu, nanda.. And always dear 💕💕deba.. Miss u but now u r in God's home 🏠 .. Rip deba we hope see u again some where some here...
04/08 2024 আজ friendship day আর আমার প্রিয় বন্ধুরা এখন আর আমার কাছে কেউ নেই , আমার সবচেয়ে প্রিয় বান্ধবী যাকে ছাড়া এক মূহুর্ত চলেনি তার সাথে দেড় বছরের ও বেশি কথা না বলে না দেখে আছি 😔 বাকিদের সাথেও আর সেই ভাবে কথা হয়না । বাড়ি গেলে এক- দুজনের সাথে দেখা হয় তখন কথা বলি । আজ এই দিনে সবাই কে খুব মিস করেছি 🤗 তোরা সবাই খুব ভালো থাক এই কামনা করি 🙏 কমেন্টটা রইল স্মৃতি হিসাবে লাইক পেলে আবারও শুনতে আসব - ❤ বন্ধু চল ❤
Jani na k apni .....tobe kotha gulo te kau k mone porlo ..amr priyo bndhu amr best friend er satheo der bojor er besi hoie gelo kotha hoi na....hoito valoi ache....valo thakuk khub r sob bndhu rau khub valo thakuk....
জীবন সায়াহ্নে এসে যত শুনি এই গান, স্মৃতিগুলো যেন পুনঃ ফিরে পায় প্রাণ, স্মৃতিপটের স্বর্ণিম স্মৃতি আজও অম্লান, অবিনশ্বর এই গান লক্ষ,কোটি অনুরাগীর জীবনে যোগায় প্রাণ। অভিবাদন জানায় সজল মজুমদার, কোলকাতা-৫১ বিরাটিতে বসবাস যার।
যতবার শুনি ঠিক ততবার আমার চোখের কোণ থেকে নিতান্ত বেহায়ার মত পানি পরতে থাকে.... I really miss my old days and old friends!!! Hope we could stay together like we used to stay🙂!!!!
2022 স্কুল , কলেজ শেষ হলো , তার সাথেসাথে অনেক বন্ধুরাও হারিয়ে গেছে । এখন আর তাদের সাথে দেখা হয়না , কোথাও হয়না । এই গানটা যখন শুনি মনেহয় স্কুল লাইফ এ ফিরেযাই । কিছু পুরোনো মুহুর্ত গুলো আবার নতুন করে ফিরে পেতে ইচ্ছা করে কিন্তু সেটা সম্ভব নয় তাও এই গান টা শুনলে মনেহয় পুরোনো কিছু মুহুর্ত ফিরে পেলাম❤️
শৈশব কাটিয়ে এসেছি ।এখন কলেজে পড়ি । কিছু দিন পর যৌবন কাল ও চলে যাবে । কমেন্ট টা রেখে গেলাম । আবার বছর কুড়ি পরে এসে গান টা শুনবো আর চোখের জলে ভিজবো।🥀😌 খুব মিস করি বন্ধুরা ভাল আছি ভাল থাকিস ।
হটাৎ করে গান টা সামনে চলে এলো,,,, গান টা চালু করতে মনে হলো, ফিরে গেলাম সেই school এর দিন গুলো তে 😌 অনেক সৃতি জেগে উঠলো 😌❤️ অনেক হারানো বন্ধুর কথা মনে পড়ে গেল,,,,,, চোখের কোনে জলের অনুভব হলো🥺💌
কাল আমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে.... স্কুল লাইফ শেষ.... ☺️ কিছু দিন পর রেজাল্ট বেরোনোর পর আর হয়তো কারোর সাথে দেখা হবে না , যে যার মতো হয়ে যাবে কেউ কলেজ, কেউ University আবার কেউ অনেক দুরে যাবে.... ক্লাসে বসে আড্ডা দেওয়া হবে না আর , ক্লাসে স্যার থাকাকালীন আর কথা বলা হবে না ... আমাদের মেয়েদের একটা টিম ছিল .. ক্লাসরুমে বসে বসে গান গাইতাম..❤️ খুব মিস করব ওসব দিনগুলো ... আরো অনেক স্মৃতি আছে.... হয়তো সেগুলো স্মৃতি হিসেবেই থেকে যাবে।।। খুবই মনে পড়বে এ সব দিনের কথা..☺️❤️ তাই গানটা শুনতে চলে এলাম....।।। ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️এমন দিন সবার জিবনেই এসেছে বা আসবে... আর আমার মতো যারা HS exam complete করলো তারা বুঝতে পারছে এখন কতোটা খারাপ লাগছে ☺️ ... যা হোক গান টা হয়তো এবার থেকে রোজ ই search করব ... আর একবার করে comment টা পরে যাবো....☺️☺️❣️
গানটা মনটাকে সেই ছোট বেলায় ফিরিয়ে নিয়ে গেল। হ্নদয় ছোঁয়া কৈশোরের গান।আরেকবার যদি সেই কৈশোরে ফিরে যেতে পারতাম! আরেকবার যদি হাতে হাত ধরে ছুট দিতাম খুলা মাঠে বন্ধুদের সাথে!!!!কোন এক গাছে হঠাৎ আবিষ্কার করা পাখির বাসার ছোট্ট ছানাদের প্রতিদিন একবার করে গায়ে হাত বুলিয়ে আসা, ঘর থেকে লুকিয়ে পয়সা নিয়ে দলবেঁধে সেই বিস্বাদ হজমি খাওয়া...হায়, আমার সেই হারিয়ে যাওয়া কৈশোর!!!
গানটা যতবারই শুরু হয়, ততবারই একরাশ বন্ধু, বন্ধুত্বের স্মৃতি ছবির মতো ভেসে ওঠে চোখের সামনে...সেসব নস্টালজিক মুহূর্ত গুলো হয়তো আর কখনোই নতুন মোড়কে ফিরে পাওয়া হবেনা, তাই চাইবো অতীতের পাতায় থাকা সেই সব বন্ধুদের বছরের পর পর বেঁধে রাখুক এরকম একটা 'বন্ধুত্বের Anthem'... 💕💜
আজ সা রে গা মা Zee Bangla তে এই গান শুনে এখানে শুনতে এলাম,টিভি তে গানএর সময় Time machine e চলে গেছিলাম school life ar college life e about 27 years ago
সত্যি খুব মিস করি সেইদিন গুলো,কত রঙিন স্মৃতি ছেড়ে এসছি। আড়ি-ভাব,আর তোর সাথে কথা নাই,ওই বন্ধু হবি,তোর নাম কি? এসব দিয়ে তো শুরু হয় বন্ধুত্ব। কত বন্ধু মাঝপথে হারিয়ে গেছে,যাদের সাথে আর কথা তো দুর দেখাও হয় না বছরের পর বছর। কথা বললে স্যারের ধমক,এটা ক্লাস নাকি মাছের বাজার, ব্যাগ বই সব বাইরে রেখে আয়।ঠোঁট চেপে হাসি ক্লাসের মাঝে।বন্ধুদের পছন্দের মানুষ নিয়ে ঠাট্টা করা 😂সত্যি কত স্মৃতি।ভাবলেও অবাক লাগে কত কিছু পিছনে ফেলে এসছি। আশা করি যে যেখানেই আছে ভালো আছে,ভালো থাকিস সবাই ❤😊
Whao!!! what a lyrics...what a composition...all of the childhood memories got alive ....miss every moments...each moments are priceless..childhood friends teachers and well wishers... wherever you all are be blessed.
আমি এখন দশম শ্রেণির ছাত্রী আর হয়তো দু-তিন দিন ক্লাস হবে তারপর পরীক্ষা আর দেখা হবেনা বন্ধু দের সাথে , এই স্কুলের সাথে যেই স্কুলে দশ বছর কাটালাম এখন তাই গানটা শুনি খুব মন কেমন করে স্কুলের বেল এর আওয়াজ শুনতে পাবো না বলে বন্ধু দের টিফিন খেতে পারবো না বলে কাউন্টারের থেকে কেনা খেলনা পেন গুলো দেখতে পারবো না বলে লাইব্রেরির নিজের ভুতের গল্পের বই গুলো পড়া হয়ে গেলে বন্ধুর বই কেড়ে নিয়ে দেখতে পারব না বলে আরো অজস্র স্মৃতি আছে যা আমার মনে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে 🥺 😌🤍🤍💔💔
আজ আমরা স্কুল জীবনের একেবারে শেষ পর্যায়ে এসেছি .....এই গান টা শুনলে আমাদের ফেলে আসা দিন গুলোর কথা মনে পড়ে যায়....তাই নয় কি বল ? ক্লাস রুমে বসে আলুকাবলি , কাঁচা আমের চাট, তেঁতুল, কুল .... আর ও কত কি ..... এতো গল্পগুজব করতাম যে কক্ষনো ভোলা যাবে না ....... দিনটা শুরু হতো সকালে টিউশানে তোদের মুখ দেখে , তারপর স্কুলে, তারপর আবার টিউশানে ....গোটা দিনটা জুড়েই তোরা .....আমার সকল বন্ধুদের আমি খুব মিস করবো । কিন্তু আমার যতই দূরে চলে যায় না কেনো আমাদের এই ' SEVEN STAR MASTI GROUP ' সারা জীবনই এই masti group এর বন্ধুত্ব থাকবে মনিষা 😊 তৃষা 😚 শ্রেয়াশ্রী 😍 তিয়াসা 🤩 পল্লবী 🥰 অদিতি ❤ রূপসা 😘 At Last complete our 'SEVEN STAR MASTI GROUP '
স্কুল জীবনের শেষ মুহূর্তে এসে এই গান গুলি শুনলে মনে আমার যেন মন চায় আবার ও ফিরে যায় সেইগুলিতে। ক্লাসরুম, ব্ল্যাকবোর্ড,চক ডাস্টার। তার সাথে school uniform, সেই টিফিন টাইম , শ্রদ্ধেয় শিক্ষকা, school program । এই সবকিছু আজ স্মৃতি হয়ে থাক হৃদয়ের কুঠুরি । সত্যি আজ কেন জানি না মনে হয় school life জীবনের সবচেয়ে মধুর স্মৃতি । আমার কাছে school 🏫 হল দ্বিতীয় বাড়ি। নিজের অজান্তেই এই গান শুনলে চোখে সেইসব বিদ্যালয়ের দিনগুলি ফুটে ওঠে ।
মা বলতো স্কুল লাইফ শেষ হয়ে গেলে বুঝবি জীবন থেকে কি হারিয়ে গেছে।তখন হাসতাম।আজ কলেজে পড়ি ২ টা বছর কিন্তু যখনই মনে করি স্কুলের হারিয়ে যাওয়া সময়টা ও বন্ধুদের তখন ভীষণ কান্না পাই।😢একেকজন একেক কলেজে ভর্তি শুধু মাঝে মাঝে অনলাইন কথা হয়। খুব মিস করি ভাই তোদের বন্ধু ।😢💔তোদের দেখি না বছর পার হয়ে গেল 🥺
আগামী এপ্রিলে চার বন্ধু মিলে পাহাড় যাবো, প্রথম পাহাড় দেখবো সকলেই, সাথে এই গানটা থাকবে! মরার পরের স্বর্গ হয়তো অনিশ্চিত, কিন্তু এই গানটা শোনার পর যে একটা স্বর্গীয় অনুভূতি আসবেই এই বিষয়ে আমি কেনো আমরা চারজনই নিশ্চিত ❤️😌💫🌈
রাত ১২ টা গ্যালারি ঘাটতে ঘাটতে হঠাৎই চোখে পড়ল আমাদের সেই ফাঁকা ক্লাস রুম টার একটা ছবি .. আর কেনো জানি না তখন গানটা শুনতে ইচ্ছে হলো 😊 নিজের অজান্তেই তোদের মুখ গুলো চোখের সামনে ভেসে উঠছে .. আর চোখ থেকে জল পড়ছে ।। 😓😢
প্রচন্ড মনখারাপ নিয়ে গানটা শুনতে এসেছি বুকের ভিতর টা জ্বালা করছিল একটাই কথা মনে হচ্ছিলো স্কুল ছাড়ার পর কোনদিন যদি স্কুল আর সামনে দাঁড়ায় আর তখন যদি ওই ক্ষেপি মেয়ে টা জীবনে না থাকে যন্ত্রণাই আক্ষেপে আবসাদে হইতো মরেই যাবো যাবো স্কুল এ একসাথে ওর টিফিন খাওয়া ওর ভূগোল প্রাকটিক্যাল ক্লাস এর পাশ দিয়ে অকারনেই বারবার পেরিয়ে যাওয়া শুধু ওকে একনজর দেখার নিমিত্তে, তাঁকে চুল গুলো খুলে রাখার ভিত্তিহীন আবদার করা, নিজে টাকা জমিয়ে সামান্য একটা গিফটের জন্য কতো কল্পনা করা কত কিছু জানি না ভাগ্যে কি আছে তবে ক্লাস six এ প্রথম দেখা ক্লাসে সবথেকে বকবক করতে থাকা সেই রাগী, অভিমানী মেয়েটাকে ছাড়া জীবন কল্পনা করা মানে আমার কাছে যেন পাতাহীন সুবিশাল বৃক্ষ, পাহাড় ছাড়া প্রকৃতিপ্রেমী, জল ছাড়া জলচর প্রাণী কে কল্পনা করা... ভবিষ্যতে জীবনে যাকিছুই অর্জন করি কিন্তু তাকে ছাড়া সমস্ত সুখ ,ঐশ্বর্য সমস্তকিছু ফিকে, মূল্যহীন, অপ্রয়জনীয় ...তাঁকে ছাড়া জীবন আমার কাছে কল্পনা বহির্ভূত ব্যাপার তারজন্য অমৃত্যুকাল অপেক্ষা করতে রাজী...সত্যি ক্লাস ইলেভেন এ তাকে নিয়ে পুরো জীবন এর স্বপ্ন দেখে নিয়েছিলাম কিন্তু আমার করা কয়েকটা ভুল ও নিয়তির নির্মম পরিহাসে আজ আমার এই মৃত্যুযন্ত্রণা...আমি আশাবাদী যে আমার ভালোবাসা যখন খাঁটি, আমি অপেক্ষা করতে পারলে নিশ্চিত সব স্বপ্ন পূরণ হবেই সে ফিরে আসবেই তার সঙ্গে কাটানো সময় গুলো আর একসাথে তোলা ছবি গুলো এখন আমার এই ক্ষণস্থায়ী নিরসঙ্গতার একমাত্র সঙ্গী... সে আমার জীবনে ফিরে আসার পর এই কমেন্ট টা আমকে রসদ সরবরাহ করবে প্রতিদিন নতুন করে তাঁর প্রেম এ পড়ার ।। কমেন্ট টা রেখা গেলাম তোর রিপ্লাই এর আসাই।।
স্কুল জীবন এর শেষ পর্যায়ে এসে এই গানটা আজ খুব কাছের 😢 সত্যি খুব মধুময় স্মৃতি আজ হানা দেয় ,,, হয় তো আর কোনো দিনও ফিরে পাবো না শত চেষ্টা করার পরও,,,হয়তো অন্য জগতে আমরা স্কুল যাব ❤
বন্ধু❤ ......সত্যিই আমরা সবাই বোধহয় এই ব্যস্ততার জীবনে নিজের বিদ্যালয়ের বন্ধুদের সাথে কাটানো সময় মাঝে মধ্যেই miss করি জানতে অজান্তে....কেউ নেই এমন যে ভাবেনা ইস আবার যদি সেই ছোটবেলার জীবন ছোটবেলার বন্ধু গুলোকে ফিরে পেতাম.... স্কুল জীবন শেষে পড়াশুনার শেষে কর্ম ব্যস্ততার মাঝে আর বোধহয় সবাই নিজেদের একসাথে করতে পারিনা ।খুব ইচ্ছা করে কিস্তু সবাই ব্যস্ত....তবুও আমরা আমাদের মাধ্যমিক ব্যাচের সবাই 100 জন ছিলাম আমরা প্রায় 25 বছর বাদে reunion করতে চলেছি নিজেদের স্কুলে আগামী 21 sep 2024...ক্ষনিকের জন্য হয়তো সব চিন্তা ফেলে সেই পুরোনো চিন্তাহীন জীবনের স্বাদ নেওয়া যাবে বন্ধুদের সাথে.......like পেলে আবার আসবো আর আমার বন্ধুরা কেউ গানটা শুনতে আসলে আমার কমেন্ট তা দেখে হয়তো আমার মতই পুরোনো দিনে ফিরে যেতে পারবে
স্কুল লাইফ মানে বন্ধুত্ব, আড্ডাবাজি আর টুকটাক প্রেম। স্কুল পালানো,টিফিনে পুরো শহরটা ঘুরঘুর,লুকিয়ে চুরিয়ে প্রেম তার ফুটবল খেলা আর আমার গান গাওয়া,নাচ। তার গিটারের টুংটাং আমার গলার আওয়াজ। সত্যিই মিস করি।
গানটা শুনলেই সেই মিষ্টি ছোটবেলার স্মৃতি ভেসে ওঠে সামনে , ফিরে যেতে ইচ্ছা করে বারবার ওই দিনগুলোতে কিন্তু সেটা তো সম্ভব না তাই গানটা শুনতে শুনতে দিনগুলোকে ভেবে যাই একমনে 😌❤️
এটি একটি গান নয়, ভালবাসাই ভৰা সেই ছোটো ছোটো দিনগুলো, যেই মুহূর্তে আমি আমার প্রথম বন্ধু দেৰ সাথে কাটানো একটি সুন্দর মূহুর্ত। কিন্তু সময়ের সাথে সাথে সেই একসাথে কাটানো দিনগুলো যেন কিভাবে হাৰিয়ে গেল, কিন্তু আজও এই গানে যাগিয়ে তলে সেই পুৰনো বন্ধুত্বের ভালোবাসা। তবে আবার আসবো এই গানটি শুনতে, কেউ যদি লাইক দিয়ে মনে কৰিয়ে দেও সেই প্রথম বন্ধুদের সাথে কাটানো এক সুন্দর মুহুর্তেৰ ভালোবাসার কথা । ❤❤❤🥺🥺🥺🙏
জীবনে অনেক বন্ধু এসেছে আবার অনেক বন্ধু হারিএও গেছে ।।।।। তবে সবার সাথে কাটানো সেই বন্ধুত্বের স্মৃতি গুলো আজ ও রয়ে গেছে যা সারাজীবনের সঙ্গী ।।। ভালোথাকিস তোরা ❤️
গানটা'র সঙ্গে সঙ্গে Comment পড়তে পড়তে নিজের স্কুল-কলেজের দিনগুলোর স্মৃতিচারণ করে গেলাম। শুভ, ভাস্কর, সুমন, অনির্বান.. অপার্থিব সময় কাটিয়েছি আমরা একসঙ্গে, এখন মাঝ বয়সে এসে সেইদিন গুলো বেশি বেশি করে মনে পড়ছে। এই গান বন্ধুত্ব বাড়িয়ে দেয়।
কলেজ জীবন শেষ, বিচ্ছেদ হয়েছে তার অনেক আগেই। যেটুকু সুতোর বাঁধন ছিল , তাও ছিন্ন হলো। দেখা হবে আবার আমাদের কয়েক বছর পর, তখন হয়তো তুমি অন্য কারো ঘর। এই গানটার প্রতিটা কথা জীবনের সুখকর মুহূর্তকে জীবন্ত করে তোলে।
অতীত মনে করিয়ে দেয় বার বার এই গানটি 😢 আর অতীত তখনই মনে পড়ে যখন বর্তমান কষ্টের হয় 😔 15/04/2024 কমেন্ট টি করে গেলাম , বর্তমানের অবহেলায় যখনই মন কষ্টে ভরে উঠবে তখন আবার আসবো গানটি শুনতে 😊 আর সব কিছু ভুলে গিয়ে অতীতের ভাবনার বাতাসে নিজেকে ভাসিয়ে দেবো ❤🤗🇮🇳
Ai gan ta sunla choto bela ta choto beler sei bondhu der mona jai jader chara aktuo cholto na... Aksathe thakle mon kharap j ki jinis setai jantam na..... Akon sobai nijer nijer profession a akon r sei rokom kotha hoi na ..... But akono onek miss kori toder......... Miss you dost Akta smriti rekha gelam onek bochor thakuk....... ❤❤❤❤❤
Amder college life er memories... Toto te chapachapi kore jawa, college er baire fuchka, class er fake adda, Darjeeling e ghurte jawa, dolon er bikot hasi, sangita er bokbok..😅Bapre bap😂😂 sob akdin smiriti er patai joro hoye jabe😊😊 amon e thakuk amdr bondhutto 💓💓💓 kccians of 2k21-2k24🤟🤟🤟
Shantanu Maitra & Anupam Roy, Deadly combination. Super. The motion, the voice, background, slowness, sadness, recalling the memory - everything with this music.
I also missing My school days.... Khub kosto hoye.... But akhn onek boro hoye gache.... Jara jara akhono school a poro jara jara amar msg ta porcho tader sobai k mention kr6i ay schl life ta khub khub enjoy kore nayo.... Nijer moto kore nijer shob tuku diya vlo baso schl ta k.... I miss you Naktala High School
সত্যি দিনগুলো যেনো চোখের সামনে ভেসে উটছে ❤️ কত সুন্দর ছিল দিনগুলো 🥺যদি আবার ফিরে পেতাম ,জানি চাইলেও আর সেইরকম দিনগুলো ফিরে পাবো না , কতই না মজা কতই না দুষ্টুমি করতাম বন্ধুরা মিলে , ভাল থাকিস আমার সকল বন্ধুরা ❤️ বন্ধু চল ❤️🥺
এখন রাত প্রায় ১ টা জ্বলন্ত সিগারটে হাতে গান টা শুনছি, আমার চোখ টাও ভিজে যাচ্ছে, মনে পড়ছে হাই ইস্কুল এর আমদের বন্ধুতের স্মৃতি কত কিছুই না করেছি একসাথে। এখন এক এক জন এক এক কাজে! তোদের নাম গুলো ছেড়ে গেলাম কমেন্ট এ। সুমন, রনি, আকাশ, রাহুল, সামিম, আমিন, মুন্না! জানিনা আমার এই কমেন্ট তোরা কখনো পড়বি কিনা! যাই হোক ভালো থাকিস দোস্ত তোরা! ❤
আজ সা রে গা মা তে বন্ধু চল, গান টা 40 years আগে ফিরে গিয়ছিলাম, মনটা ভিষন ভারাক্রান্ত হয়ে গেলো। আমাদের বন্ধু Group নাম কিশলয়। সবাই য়ের নামের অক্ষর নিয়ে এই বন্ধু ঝালমুড়ি। কিন্তু 20th August (ল) আমাদের ছেড়ে চলে গেছে আমরা এখন Half- Ticket হয়ে গেছি। আমাদের এই গানটা প্রায় হতো। বন্ধু চল
Well this is mah last yr of school and haven't met my friends physically for almost 2 yrs now There's no hope that the school will reopen Reminiscing the several memories i hv at school , the fantastic and phenomal friends the school gifted me and cherishing all those sweet moments spent with them in and out of school The memories r flashing in my mind ..... causing my heart pounce, hands shake and eyes trickle "বন্ধু চল " আবার সেই দিনগুলো ঘুরে আসি।
it is a nice nostalgic song ... it reminds us our school days ...it is also happening in the lock down days when we are so far from our friends .....Really it made me immotional.... love this song .....
স্কুল শেষ করে ১০ বছর হয়ে গেলো কিন্তু আজও এই গানটা শুনলে মনে হয় যদি দিন গুলো ফিরে আসতো। সেই স্কুল ফাঁকি দেওয়া , বিকেল হলে মাঠে খেলতে যাওয়া, সন্ধেবেলায় চায়ের দোকানে আড্ডা । আর লুকিয়ে লুকিয়ে প্রেম করা তো ছিলই। আর্টস আর কমার্স এর প্রেম কথা । কমেন্ট টা রাখে গেলাম সব পুরানো বন্ধু দের জন্য আর প্রিয় মানুষ টার জন্য। বন্ধু চল বলটা দে, তোর টিমে তোর পাশে।
এটা একটা স্বপ্নে বিভোর গান। মন ভরে যায়। স্কুল লাইফের এর উপর অসাধারণ গান। ভীষন নস্টালজিক। ধন্যবাদ অনুপম, অনিন্দ্য এবং পুরো ওপেন টি বায়োস্কোপ এর টিম। অনেক ভালোবাসা।
@@sreejatobanerjee1014 the video gives out the idea as to what this is about, which is very wholesome. I picked up on half ticket, cycle race and few other English words which relate to aur school days. I speak Hindi, some words sound similar. I understand a little Marathi so yeah that's helpful. Also I agree I went with the vibe of the song. It has very lighthearted music and I do think music has no language.
ক্লাসে বদমাইশি করার পর স্যারের হাতে মার খাওয়া কান ধরে বাইরে দাঁড়িয়ে থাকা শেষ বেঞ্চে ক্লাস চলাকালীন চানাচুর মুড়ি খাওয়া পরীক্ষার হলে খাতা দেখানো টুকলি করা স্কুলের গাছ থেকে কুল আম নারকোল ডাব চুরি করে খাওয়া আজ 21 বছর পর সব বন্ধুদের এই গানের সাথে মিস করছি
I covered this for my friends with ukulele. Edited with old pictures of us together and posted on FB. They cried. We have more than 30 years old friendship starting from class one. So much memories! A perfect song for friends. Love from Bangladesh.
Thank you for sharing your beautiful experience! It's wonderful to see how much love and friendship can shine through music and memories.
Match শেষ হয়েছে বেশ র রে সে এ কাজ নেই
এটা শুধু একটা গান নয়,
এটা বন্ধুত্বের জাতীয় সংগীত!
বন্ধুত্ব বেঁচে থাকুক সারাজীবন।
Love from Bangladesh ❤️
😝
গুদ সং
বাদ কমেন্ট
Akebare think bolechen dada
dada bolar doekr nai amara sokolai bangali
হাজার বার শোনার পরেও হাজার বার শোনার ইচ্ছে করে । তাই কমেন্ট রেখে গেলাম । পরিচিত কেউ কমেন্ট পড়তে এলে বুঝতে পারবে এই গান আমার কাছে কতটা প্রিয় ।
Ho
Kano ??
Sotti ASADHARON
right broo👍
আমরা fanmate বন্ধু
পরশু দিন আমাদের farewell. বন্ধুরা ভেবেছি এই গান টা স্কুল এ গাইবো শেষ বারের মত। কতটা গাইতে পারবো জানি না যদিও🙃।
বুঝতেই পারিনি কখন এতো গুলো বছর কেটে গেছে। এত বছরের স্কুল জীবনের অবসান। কত হাসি,কান্না,ভালোলাগা, খারাপ লাগা, মারামারি । সব মিলিয়ে জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময় টা সবাই মিলে হেসে খেলে কাটিয়ে দিলাম। স্মৃতি গুলো মনের মধ্যে রেখে দিলাম আজীবন।
সবশেষে বড় হয়েই গেলাম । হয়তো অনেক দায়িত্ব আসবে,সবাই নিজের নিজের মতো পড়াশোনার পথ বেছে নেবে, দূরত্ব চলে আসবে, আর রোজ দেখা হবে না,কথা হবে না । কিন্তু আমি এটুকুই চাই যেনো এই ছোটবেলার বন্ধুগুলো আজীবন এরম ভাবেই থেকে যায়।
"বন্ধু চল"❤️🥺
Amra oh korbo rag day te
Kalke
এখনো কিছুই বুঝনি। আরো ২/৪ বছর পর বুঝবা আসল ব্যাপারটা
🎉😢😮😮😮😮
আজ জি বাংলার সারেগামাপা-র অনুষ্ঠানে গানটি শুনে এই ৭০ বৎসর বয়সে যেন আবার চিরচেনা সেই স্কুলের বন্ধুদের কথা মনে পরছে। আসলে শর্তহীন ভালবাসা কেবল তাদের কাছ থেকেই যেন তখন পেয়েছিলাম। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি।
মেডিকেলের দিনগুলো মনে পড়ে যায়।
ক্লাব রুম শুরু করে শহীদ মিনারের আড্ডা,
কখনও রাত জেগে ট্রেনে চড়া
কিংবা রেলওয়ে পথ ধরে হাটা
বন্ধুদের সাথে কাটানো সময়
আজ গল্পের মতো রয়েছে,,,,,,
ভালো থাকিস তোরা
❤️
Which college??
Ganti sunle choto belar katha mane pare ar khub kasto hai.
I'm in class 12 right now, I didn't go to school this year due to covid...
Literally missing my school freinds, crush, playground and teachers, Didn't know how Times flew within Some days, Months, or years, Whenever I listen to this Songs, Literally my eyes filled with tears.. School life is best life, No tension, No stress, Only Enjoyment
🤪ccccccc🤪cf😱cccff😱
C Chobi🤪😱 😱😱cccctf😱c😡😡fccc😱ftccc🤪fcccfcctcc😱🤪fcffcg🤪tfccf🤪🤪cctfcccfc🤪cfcyccccyf🤪ffcccfccfcc🤪🤪tffcc🤪cc🤪fc🤪🤪fccffcfcfcfffc🤪cfccffcc🤪cc🤪cccc🤪🤪fc🤪🤪cccccccc🤪🤪🤪🤪🤪🤪cccccfccccc🤪🤪c🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪c🤪c🤪cccfccf🤪🤪cccfccccccc🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪cc🤪ff🤪fff🤪cfcfcc🤪fffc🤪ffcffccff🤪ccfc🤪ffff🤪ff🤪🤪ccffcffffcfffcfcfffc🤪ccc🤪🤪fccc
Same batch 🙃
Bhai class 12 e to onek chinta thake 😂 JEE , PMT ,HONS niye 🙈
@@shilpimukherjee199 Class 6-7 er student prem korche, Ar amar ai boyesh a keu crush hote parena? 😂
আজ আমরা ক্লাস 12 কমপ্লিট করে কলেজে যেতে বসেছি,যদি আবার সেই 5 থেকে 11 ক্লাস টা ফিরে পেতাম ,কত স্মৃতি জড়িয়ে আছে ওই সোনালী দিন গুলোয়🥰🥰🥰
Hmm
Same🥺🥺🥺
Sotti amio... Class 12 e.. Pori
Amio 🥺
Sob fire peleo ei mojar muhurto fire paoa jabe na😭😭😭
স্কুল লাইফের ক্লাস 1-10 পর্যন্ত সবথেকে মিষ্টি হয় ,কিন্তু থাকাকালীন বোঝা যায় না ওই সময়টা কতটা মিষ্টি ।
ওই সময়টা খামখেয়ালিপনার সময় ,ওই সময়ে কোন কর্তব্য বন্ধনে আবদ্ধ হতে হয় না ,ডানা খুলে ওড়া যায় ।
কিন্তু ওই সময়টা কেটে গেলে যখন বিভিন্ন কর্তব্য জীবনে আসবে তখন ওড়ার আর সুযোগ নেই কোনো ।
জীবনের প্রত্যেকটা মুহূর্তই তাদের নিজের নিজের মতো করে সুন্দর ,অতীত ভবিষ্যৎ না ভেবে বর্তমান নিয়ে ভাবাই উচিত ,তাহলে পরে কেটে যাওয়া সময় এর জন্য আর আফসোস করতে হবে না ।
Ekdam thik.
Wow🙏
@rik very well said
Me
Ok
ইউনিভার্সিটি থেকে ফিরছি, বাসে... আজ আমার স্কুলের শতবর্ষের অনুষ্ঠান... বাড়ি ফেরার পথে হয়তো একবার ঘুরে যাবো... এখন তো প্রাক্তন... প্রাক্তন হিসাবেই যাবো, সাথে কোনো বন্ধু নেই, স্কুলে সব স্যার ম্যামও থাকবেন না। আগের বছর আমরা যে চারজন সময় করে অনুষ্ঠানের দিন গেছিলাম স্কুলে এবছর তারাও নেই সাথে, এক জন হসপিটালে, একজন মিশনে, একজন কলেজের হোস্টেলে। তবু যাবো একা... এখন এই গান টা শুনছি, জানালা দিয়ে জানুয়ারি মাসের ঠাণ্ডা হাওয়া... গলায় একদলা কান্না জমেছে, চশমার কাঁচ ঝাপসা হয়ে আসছে... ফিরে যেতে চাই... স্কুল ছুটির হজমী দের গল্প শুনতে চাই আবার... বন্ধুদের টীমে থেকে, ওদের পাশে...❤
Osombob sondur❤
বিটনুন আর চুরমুরের গল্প বল বন্ধু চললললল ❤️
বন্ধু মানেই একরাশ অভিমান, মুখ ভরা হাসি আবার কখনো গাল ভরা রাগ। একটু হিংসা, আর একটু পাশে থাকা। চোখ ভরা অভিমান এর জল, আর হৃদয় ভরা ভালোবাসা😅😊❤
চোখ বন্ধ করে স্কুল লাইফে ফিরে গেলাম। ❤️ এই সৃষ্টির তুলনা হয়না। এ যেন টাইম মেশিন এর মত ।😌
Koto sundor kore kotha bolte paro tumi ..osadharon tomr vabna👍
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
যেদিন প্রথম শুনলাম সেদিন চোখ বেয়ে সমানে পানি ঝরেছিলো।🥺💝
Asolei❤
পড়াশোনা শেষে যখন সেনাবাহিনীতে জব নিলাম মনে মনে সব বন্ধুরাই খুশি হয়েছিলো। সব বন্ধুরাই একেক জন একেক বাহিনীতে চলে আসছি আজ ৭ বছর হলো কেউ কারো সাথে দেখা করতে পারিনা। জানিনা মৃত্যুর আগে কি কখনো পাবো কিনা। অথচ এক সময় রাত ৩ টা পর্যন্ত এক সাথে সিগারেট খেতাম। কিন্তু আজ ৭ বছর ধরে কেউ কাউকে সামনা সামনি দেখিনা বন্ধুরে তোদের খুব মিস করি 😭😭😭😭😭
একদিন দেখা হবে ইনশাআল্লাহ
😞❤❤❤❤😌
মৃত্যুর কথা বলবেন না...আপনার বন্ধুরা আপনার অপেক্ষায় রয়েছে...❤
A
R konodin dekha hobe na karon ami bhalo bhabe cholteo pari na bondhura to animesh, Raju, biplob, dilip, partho, tapan from alipurduar jn.
সেই পুরোনো বন্ধুরা, সেই কাঁধের ওপর হাত রাখা, আয়না জলপরীর গল্প কিচ্ছু এখন নেই শুধু থেকে গেছে এই গান আর তার সাথে জড়িত কিছু স্মৃতি ...ইচ্ছে করে আবার ফিরে যেতে তোর টিমে তোর পাশে ❤
সহস্রাধিক বার শোনা। আজ আবারও শুনছি এবং স্বাক্ষর রেখে যাচ্ছি, ৩০ বছর পরেও এসে যাতে দেখতে পারি কোন এক রাতে যখন খুব মন খারাপ ছিলো তখন রাত ২:২৫ এ ম্যাজিকের মতন মন ভালো করে দিয়েছিলো গানটি ❤️
Didi kemon acho? Amay chinte perecho?
@@manishachakravarty2139 কেনো চিনতে পারবো না?? আমার ছোট্ট রাশান বন্ধু ❤️❤️
Miss my school days and miss those friends 👭👬 always
And some friend we will miss u so much like sandipon, mousumi, kanchan, dinesh, bittu, nanda.. And always dear 💕💕deba.. Miss u but now u r in God's home 🏠 .. Rip deba we hope see u again some where some here...
ধন্যবাদ অনুপম দা,সেই ছোট্টবেলার দিনগুলো আরো একবার মনে করিয়ে দেওয়ার জন্য।
Ara bhi bhi bhi ❤️
Thik Thik sothik
১০ বছর আগের স্কুল জীবন যেন চোখের সামনে ভেসে ওঠে❤️ গানটি শোনার সাথে সাথে সেই স্কুল জীবনের স্মৃতি গুলি খুব মনে পড়ে❤️❤️
Tume.kub.sundar
Right 👍
@@maaflowerdecoraters7137 thank you
Thik bolecho shipra
আবার একবার গানটা শুনে যাবেন এই ভেবে like করলাম
04/08 2024 আজ friendship day আর আমার প্রিয় বন্ধুরা এখন আর আমার কাছে কেউ নেই , আমার সবচেয়ে প্রিয় বান্ধবী যাকে ছাড়া এক মূহুর্ত চলেনি তার সাথে দেড় বছরের ও বেশি কথা না বলে না দেখে আছি 😔 বাকিদের সাথেও আর সেই ভাবে কথা হয়না । বাড়ি গেলে এক- দুজনের সাথে দেখা হয় তখন কথা বলি । আজ এই দিনে সবাই কে খুব মিস করেছি 🤗 তোরা সবাই খুব ভালো থাক এই কামনা করি 🙏 কমেন্টটা রইল স্মৃতি হিসাবে লাইক পেলে আবারও শুনতে আসব - ❤ বন্ধু চল ❤
Jani na k apni .....tobe kotha gulo te kau k mone porlo ..amr priyo bndhu amr best friend er satheo der bojor er besi hoie gelo kotha hoi na....hoito valoi ache....valo thakuk khub r sob bndhu rau khub valo thakuk....
Thank you 💖
Ami achi apnader bandhu❤
বন্ধু মানে, সুপ্ত কঠিন ভালোবাসা,
বন্ধু মানে, বাঁধাহীন কাছে আসা।🙃
Thanks a lot Anupom Roy sir...for this Amazing Song..
Shantonu Maitra k thanks deben nh?
গানটা 1000 বার শুনলেও একঘেয়ে মনে হয় না।বারবার শুনতে ইচ্ছা করে ❤
সত্যি অসাধারণ লিনিক্স , প্রতিটি লাইনে স্কুল লাইফের গন্ধ লেগে আছে । সত্যি খুব miss করছি স্কুল জীবন টাকে , আরো একবার যদি ফিরে পেতাম 😍😍😘।
Time machine lagbe? Ami sell kori
Tao bolte ame purchase korbo price ta koto seata amak chithi likhe pathaben❤️
@@tilakbhowmik6776 100 cylinder oxigen lagbe. Dite Parben?
ATA jode Amar samorther modhhe thak to tahole to 1 Jon holea kom mara jato. Tobe😔 sorry dete parbona
School life is best ❤️❤️❤️❤️
জীবন সায়াহ্নে এসে যত শুনি এই গান,
স্মৃতিগুলো যেন পুনঃ ফিরে পায় প্রাণ,
স্মৃতিপটের স্বর্ণিম স্মৃতি আজও অম্লান,
অবিনশ্বর এই গান লক্ষ,কোটি অনুরাগীর
জীবনে যোগায় প্রাণ।
অভিবাদন জানায় সজল মজুমদার,
কোলকাতা-৫১ বিরাটিতে বসবাস যার।
যতবার শুনি ঠিক ততবার আমার চোখের কোণ থেকে নিতান্ত বেহায়ার মত পানি পরতে থাকে.... I really miss my old days and old friends!!! Hope we could stay together like we used to stay🙂!!!!
abar sunen
2022 স্কুল , কলেজ শেষ হলো , তার সাথেসাথে অনেক বন্ধুরাও হারিয়ে গেছে । এখন আর তাদের সাথে দেখা হয়না , কোথাও হয়না । এই গানটা যখন শুনি মনেহয় স্কুল লাইফ এ ফিরেযাই । কিছু পুরোনো মুহুর্ত গুলো আবার নতুন করে ফিরে পেতে ইচ্ছা করে কিন্তু সেটা সম্ভব নয় তাও এই গান টা শুনলে মনেহয় পুরোনো কিছু মুহুর্ত ফিরে পেলাম❤️
এই গানটা শুনতে শুনতে চোখের সামনে ভেসে আসে আমার ছোটবেলা, মনের অজান্তেই চোখের কোনে পানি চলে আসে।
যদি ফিরে যেতে পারতাম সেই দিনগুলোতে।
শৈশব কাটিয়ে এসেছি ।এখন কলেজে পড়ি । কিছু দিন পর যৌবন কাল ও চলে যাবে । কমেন্ট টা রেখে গেলাম । আবার বছর কুড়ি পরে এসে গান টা শুনবো আর চোখের জলে ভিজবো।🥀😌 খুব মিস করি বন্ধুরা ভাল আছি ভাল থাকিস ।
Thik bolecho❤
আরো অনেক বছর পরও যদি শুনি তবুও স্কুলের জীবনে ফিরে যেতে ইচ্ছে করবে।।
🤍যেমন টা এখনও মন পুড়ে ফিরে পেতে হারানো সেই অসাধারন দিনগুলা।
বয়সের সাথে সাথে সব বন্ধু হারিয়ে যায় রয়ে যায় শুধু স্মৃতি 🖤🌼
Thik bolechis
@@TarunKaran-hx7iw😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Akdom🙃
Amaro akta bondhu chilo , se akhon onek bondhu peye vule gache amake
Ha akdom thik 😢
হটাৎ করে গান টা সামনে চলে এলো,,,, গান টা চালু করতে মনে হলো, ফিরে গেলাম সেই school এর দিন গুলো তে 😌
অনেক সৃতি জেগে উঠলো 😌❤️ অনেক হারানো বন্ধুর কথা মনে পড়ে গেল,,,,,, চোখের কোনে জলের অনুভব হলো🥺💌
কাল আমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে.... স্কুল লাইফ শেষ.... ☺️ কিছু দিন পর রেজাল্ট বেরোনোর পর আর হয়তো কারোর সাথে দেখা হবে না , যে যার মতো হয়ে যাবে কেউ কলেজ, কেউ University আবার কেউ অনেক দুরে যাবে.... ক্লাসে বসে আড্ডা দেওয়া হবে না আর , ক্লাসে স্যার থাকাকালীন আর কথা বলা হবে না ... আমাদের মেয়েদের একটা টিম ছিল .. ক্লাসরুমে বসে বসে গান গাইতাম..❤️ খুব মিস করব ওসব দিনগুলো ... আরো অনেক স্মৃতি আছে....
হয়তো সেগুলো স্মৃতি হিসেবেই থেকে যাবে।।। খুবই মনে পড়বে এ সব দিনের কথা..☺️❤️
তাই গানটা শুনতে চলে এলাম....।।।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️এমন দিন সবার জিবনেই এসেছে বা আসবে... আর আমার মতো যারা HS exam complete করলো তারা বুঝতে পারছে এখন কতোটা খারাপ লাগছে ☺️ ...
যা হোক গান টা হয়তো এবার থেকে রোজ ই search করব ... আর একবার করে comment টা পরে যাবো....☺️☺️❣️
Actually only 3months left same situation I will also be faced 😢vebei kanna pacche 🙂❤️🩹
গানটা মনটাকে সেই ছোট বেলায় ফিরিয়ে নিয়ে গেল। হ্নদয় ছোঁয়া কৈশোরের গান।আরেকবার যদি সেই কৈশোরে ফিরে যেতে পারতাম! আরেকবার যদি হাতে হাত ধরে ছুট দিতাম খুলা মাঠে বন্ধুদের সাথে!!!!কোন এক গাছে হঠাৎ আবিষ্কার করা পাখির বাসার ছোট্ট ছানাদের প্রতিদিন একবার করে গায়ে হাত বুলিয়ে আসা, ঘর থেকে লুকিয়ে পয়সা নিয়ে দলবেঁধে সেই বিস্বাদ হজমি খাওয়া...হায়, আমার সেই হারিয়ে যাওয়া কৈশোর!!!
বন্ধুরা কেউ RUclips এ ঢুকলে গানটি শুনে যেও।
গানটা যতবারই শুরু হয়, ততবারই একরাশ বন্ধু, বন্ধুত্বের স্মৃতি ছবির মতো ভেসে ওঠে চোখের সামনে...সেসব নস্টালজিক মুহূর্ত গুলো হয়তো আর কখনোই নতুন মোড়কে ফিরে পাওয়া হবেনা, তাই চাইবো অতীতের পাতায় থাকা সেই সব বন্ধুদের বছরের পর পর বেঁধে রাখুক এরকম একটা 'বন্ধুত্বের Anthem'... 💕💜
আজ সা রে গা মা Zee Bangla তে এই গান শুনে এখানে শুনতে এলাম,টিভি তে গানএর সময় Time machine e চলে গেছিলাম school life ar college life e about 27 years ago
সত্যি খুব মিস করি সেইদিন গুলো,কত রঙিন স্মৃতি ছেড়ে এসছি।
আড়ি-ভাব,আর তোর সাথে কথা নাই,ওই বন্ধু হবি,তোর নাম কি?
এসব দিয়ে তো শুরু হয় বন্ধুত্ব।
কত বন্ধু মাঝপথে হারিয়ে গেছে,যাদের সাথে আর কথা তো দুর দেখাও হয় না বছরের পর বছর।
কথা বললে স্যারের ধমক,এটা ক্লাস নাকি মাছের বাজার, ব্যাগ বই সব বাইরে রেখে আয়।ঠোঁট চেপে হাসি ক্লাসের মাঝে।বন্ধুদের পছন্দের মানুষ নিয়ে ঠাট্টা করা 😂সত্যি কত স্মৃতি।ভাবলেও অবাক লাগে কত কিছু পিছনে ফেলে এসছি।
আশা করি যে যেখানেই আছে ভালো আছে,ভালো থাকিস সবাই ❤😊
"খেলবো আজ তোর টীমে তোর পাশে"।।
আহারে জীবন, আহারে।
এর থেকে বড়ো কথা হয় না । জীবনে পাশে খেলার লোকের অভাব হয় সময় সময় ।
অামার সোনালি সময়ের গান। অামি তখন মাত্র প্রেমে পরেছি। অাজ ৫ বছর হয়ে গেলো। তার সাথে এখনো গানটা শুনি।৷ দুজনেই মিস করি প্রেমের প্রথম দিকের দিনগুলো।।।।
You're lucky
@@purbaghosh4651 apni thik thik bolachen.
Tomder valobasa valo takuk
Whao!!!
what a lyrics...what a composition...all of the childhood memories got alive ....miss every moments...each moments are priceless..childhood friends teachers and well wishers... wherever you all are be blessed.
মানো বা নাই মানো ছেলেদের বন্ধুত্বগুলো একটু বেশীই গভীর হয় 🌻🖤
😊ha
আমি মানি🥰
Yes of course
Yeah! I fully agree with you ❤❤❤
Yeah! I fully agree with you ❤❤❤
আমি এখন দশম শ্রেণির ছাত্রী আর হয়তো দু-তিন দিন ক্লাস হবে তারপর পরীক্ষা আর দেখা হবেনা বন্ধু দের সাথে , এই স্কুলের সাথে যেই স্কুলে দশ বছর কাটালাম এখন তাই গানটা শুনি
খুব মন কেমন করে স্কুলের বেল এর আওয়াজ শুনতে পাবো না বলে
বন্ধু দের টিফিন খেতে পারবো না বলে
কাউন্টারের থেকে কেনা খেলনা পেন গুলো দেখতে পারবো না বলে
লাইব্রেরির নিজের ভুতের গল্পের বই গুলো পড়া হয়ে গেলে বন্ধুর বই কেড়ে নিয়ে দেখতে পারব না বলে
আরো অজস্র স্মৃতি আছে যা আমার মনে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে 🥺
😌🤍🤍💔💔
Same😔🫶🏻❤️
কে বলে আজকের দিন এ সুরকার , singer নেই । অনবদ্য অসাধারণ
উফ! 🙂
গানটি শুনে ছোটবেলার কথা গুলি মনে পরে গেলো🥺। অনুপম দা তোমাকে অনেক অনেক ভালোবাসা রইলো'আসাম' থেকে।❤
আজ আমরা স্কুল জীবনের একেবারে শেষ পর্যায়ে এসেছি .....এই গান টা শুনলে আমাদের ফেলে আসা দিন গুলোর কথা মনে পড়ে যায়....তাই নয় কি বল ? ক্লাস রুমে বসে আলুকাবলি , কাঁচা আমের চাট, তেঁতুল, কুল .... আর ও কত কি ..... এতো গল্পগুজব করতাম যে কক্ষনো ভোলা যাবে না ....... দিনটা শুরু হতো সকালে টিউশানে তোদের মুখ দেখে , তারপর স্কুলে, তারপর আবার টিউশানে ....গোটা দিনটা জুড়েই তোরা .....আমার সকল বন্ধুদের আমি খুব মিস করবো ।
কিন্তু আমার যতই দূরে চলে যায় না কেনো আমাদের এই ' SEVEN STAR MASTI GROUP ' সারা জীবনই এই masti group এর বন্ধুত্ব থাকবে
মনিষা 😊
তৃষা 😚
শ্রেয়াশ্রী 😍
তিয়াসা 🤩
পল্লবী 🥰
অদিতি ❤
রূপসা 😘
At Last complete our 'SEVEN STAR MASTI GROUP '
স্কুল জীবনের শেষ মুহূর্তে এসে এই গান গুলি শুনলে মনে আমার যেন মন চায় আবার ও ফিরে যায় সেইগুলিতে। ক্লাসরুম, ব্ল্যাকবোর্ড,চক ডাস্টার।
তার সাথে school uniform, সেই টিফিন টাইম , শ্রদ্ধেয় শিক্ষকা, school program ।
এই সবকিছু আজ স্মৃতি হয়ে থাক হৃদয়ের কুঠুরি । সত্যি আজ কেন জানি না মনে হয় school life জীবনের সবচেয়ে মধুর স্মৃতি ।
আমার কাছে school 🏫 হল দ্বিতীয় বাড়ি। নিজের অজান্তেই এই গান শুনলে চোখে সেইসব বিদ্যালয়ের দিনগুলি ফুটে ওঠে ।
মা বলতো স্কুল লাইফ শেষ হয়ে গেলে বুঝবি জীবন থেকে কি হারিয়ে গেছে।তখন হাসতাম।আজ কলেজে পড়ি ২ টা বছর কিন্তু যখনই মনে করি স্কুলের হারিয়ে যাওয়া সময়টা ও বন্ধুদের তখন ভীষণ কান্না পাই।😢একেকজন একেক কলেজে ভর্তি শুধু মাঝে মাঝে অনলাইন কথা হয়। খুব মিস করি ভাই তোদের বন্ধু ।😢💔তোদের দেখি না বছর পার হয়ে গেল 🥺
এটা শুধুই একটা গান নয় প্রতিটি বাঙালি এর কাছে একটা আবেগ, অনুভূতি, মিষ্টি সুন্দর সেই জীবনের সৃতি এর প্রস্ফুটন।❤❤
জীবনের সব চেয়ে বড় প্রাপ্তি এই বন্ধুত্ব ........ বন্ধুর মত বন্ধু যারা পেয়েছে তারাই জানে এই গানের অন্তর্নিহিত অর্থ টা ....... Thanks অনুপম দা 🙏🙏🙏🙏
Ekdom thik
আগামী এপ্রিলে চার বন্ধু মিলে পাহাড় যাবো, প্রথম পাহাড় দেখবো সকলেই, সাথে এই গানটা থাকবে! মরার পরের স্বর্গ হয়তো অনিশ্চিত, কিন্তু এই গানটা শোনার পর যে একটা স্বর্গীয় অনুভূতি আসবেই এই বিষয়ে আমি কেনো আমরা চারজনই নিশ্চিত ❤️😌💫🌈
Amar o pahar khub pochonder....
মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের পর কতো বন্ধুকে হারিয়েছি যাদের সাথে দেখা তো দূরের কথা কোনোভাবেও কথা হয়না..🙂
~ আশা করি তারা জীবনে ভালো কিছু করছে ❤️✨️
রাত ১২ টা গ্যালারি ঘাটতে ঘাটতে হঠাৎই চোখে পড়ল আমাদের সেই ফাঁকা ক্লাস রুম টার একটা ছবি .. আর কেনো জানি না তখন গানটা শুনতে ইচ্ছে হলো 😊 নিজের অজান্তেই তোদের মুখ গুলো চোখের সামনে ভেসে উঠছে .. আর চোখ থেকে জল পড়ছে ।। 😓😢
বন্ধুত্ব দিবসের সকালে গানটা আবার শুনতে ইচ্ছা হলো😀
Osadharon 😔😔😔
Outstanding
সত্যি গান টা শুনলে মনে লেগে থাকে, আমি দাদা ও ভালো বন্ধু কে হারালাম খুব মনে পড়ে এই গান টা শুনলে😔😞😭
এটা অনায়াসে বন্ধুত্বের সেরা পাঁচটা গানের একটা, হয়তো আমাদের প্রজন্মের জন্য সবচাইতে রিলেট করার মতো।
প্রচন্ড মনখারাপ নিয়ে গানটা শুনতে এসেছি বুকের ভিতর টা জ্বালা করছিল একটাই কথা মনে হচ্ছিলো স্কুল ছাড়ার পর কোনদিন যদি স্কুল আর সামনে দাঁড়ায় আর তখন যদি ওই ক্ষেপি মেয়ে টা জীবনে না থাকে যন্ত্রণাই আক্ষেপে আবসাদে হইতো মরেই যাবো যাবো স্কুল এ একসাথে ওর টিফিন খাওয়া ওর ভূগোল প্রাকটিক্যাল ক্লাস এর পাশ দিয়ে অকারনেই বারবার পেরিয়ে যাওয়া শুধু ওকে একনজর দেখার নিমিত্তে, তাঁকে চুল গুলো খুলে রাখার ভিত্তিহীন আবদার করা, নিজে টাকা জমিয়ে সামান্য একটা গিফটের জন্য কতো কল্পনা করা কত কিছু জানি না ভাগ্যে কি আছে তবে ক্লাস six এ প্রথম দেখা ক্লাসে সবথেকে বকবক করতে থাকা সেই রাগী, অভিমানী মেয়েটাকে ছাড়া জীবন কল্পনা করা মানে আমার কাছে যেন পাতাহীন সুবিশাল বৃক্ষ, পাহাড় ছাড়া প্রকৃতিপ্রেমী, জল ছাড়া জলচর প্রাণী কে কল্পনা করা... ভবিষ্যতে জীবনে যাকিছুই অর্জন করি কিন্তু তাকে ছাড়া সমস্ত সুখ ,ঐশ্বর্য সমস্তকিছু ফিকে, মূল্যহীন, অপ্রয়জনীয় ...তাঁকে ছাড়া জীবন আমার কাছে কল্পনা বহির্ভূত ব্যাপার তারজন্য অমৃত্যুকাল অপেক্ষা করতে রাজী...সত্যি ক্লাস ইলেভেন এ তাকে নিয়ে পুরো জীবন এর স্বপ্ন দেখে নিয়েছিলাম কিন্তু আমার করা কয়েকটা ভুল ও নিয়তির নির্মম পরিহাসে আজ আমার এই মৃত্যুযন্ত্রণা...আমি আশাবাদী যে আমার ভালোবাসা যখন খাঁটি, আমি অপেক্ষা করতে পারলে নিশ্চিত সব স্বপ্ন পূরণ হবেই সে ফিরে আসবেই তার সঙ্গে কাটানো সময় গুলো আর একসাথে তোলা ছবি গুলো এখন আমার এই ক্ষণস্থায়ী নিরসঙ্গতার একমাত্র সঙ্গী... সে আমার জীবনে ফিরে আসার পর এই কমেন্ট টা আমকে রসদ সরবরাহ করবে প্রতিদিন নতুন করে তাঁর প্রেম এ পড়ার ।।
কমেন্ট টা রেখা গেলাম তোর রিপ্লাই এর আসাই।।
এটা শুধু গান নয়, এটা আমাদের সবার emotion ❤😌😌😌
স্কুল জীবন এর শেষ পর্যায়ে এসে এই গানটা আজ খুব কাছের 😢 সত্যি খুব মধুময় স্মৃতি আজ হানা দেয় ,,, হয় তো আর কোনো দিনও ফিরে পাবো না শত চেষ্টা করার পরও,,,হয়তো অন্য জগতে আমরা স্কুল যাব ❤
বন্ধু❤ ......সত্যিই আমরা সবাই বোধহয় এই ব্যস্ততার জীবনে নিজের বিদ্যালয়ের বন্ধুদের সাথে কাটানো সময় মাঝে মধ্যেই miss করি জানতে অজান্তে....কেউ নেই এমন যে ভাবেনা ইস আবার যদি সেই ছোটবেলার জীবন ছোটবেলার বন্ধু গুলোকে ফিরে পেতাম.... স্কুল জীবন শেষে পড়াশুনার শেষে কর্ম ব্যস্ততার মাঝে আর বোধহয় সবাই নিজেদের একসাথে করতে পারিনা ।খুব ইচ্ছা করে কিস্তু সবাই ব্যস্ত....তবুও আমরা আমাদের মাধ্যমিক ব্যাচের সবাই 100 জন ছিলাম আমরা প্রায় 25 বছর বাদে reunion করতে চলেছি নিজেদের স্কুলে আগামী 21 sep 2024...ক্ষনিকের জন্য হয়তো সব চিন্তা ফেলে সেই পুরোনো চিন্তাহীন জীবনের স্বাদ নেওয়া যাবে বন্ধুদের সাথে.......like পেলে আবার আসবো আর আমার বন্ধুরা কেউ গানটা শুনতে আসলে আমার কমেন্ট তা দেখে হয়তো আমার মতই পুরোনো দিনে ফিরে যেতে পারবে
স্কুল লাইফ মানে বন্ধুত্ব, আড্ডাবাজি আর
টুকটাক প্রেম।
স্কুল পালানো,টিফিনে পুরো শহরটা ঘুরঘুর,লুকিয়ে চুরিয়ে প্রেম
তার ফুটবল খেলা আর আমার গান গাওয়া,নাচ।
তার গিটারের টুংটাং আমার গলার আওয়াজ।
সত্যিই মিস করি।
অনুপম দা তোমার গান গুলো শুনলে গায়ে কাঁটা দিয়ে যায়। ধন্য তোমার গলা। তুমি ভালো এবং সুস্থ থাকো।
গানটা শুনলেই সেই মিষ্টি ছোটবেলার স্মৃতি ভেসে ওঠে সামনে , ফিরে যেতে ইচ্ছা করে বারবার ওই দিনগুলোতে কিন্তু সেটা তো সম্ভব না তাই গানটা শুনতে শুনতে দিনগুলোকে ভেবে যাই একমনে 😌❤️
এটি একটি গান নয়, ভালবাসাই ভৰা সেই ছোটো ছোটো দিনগুলো, যেই মুহূর্তে আমি আমার প্রথম বন্ধু দেৰ সাথে কাটানো একটি সুন্দর মূহুর্ত। কিন্তু সময়ের সাথে সাথে সেই একসাথে কাটানো দিনগুলো যেন কিভাবে হাৰিয়ে গেল, কিন্তু আজও এই গানে যাগিয়ে তলে সেই পুৰনো বন্ধুত্বের ভালোবাসা।
তবে আবার আসবো এই গানটি শুনতে, কেউ যদি লাইক দিয়ে মনে কৰিয়ে দেও সেই প্রথম বন্ধুদের সাথে কাটানো এক সুন্দর মুহুর্তেৰ ভালোবাসার কথা । ❤❤❤🥺🥺🥺🙏
জীবনে অনেক বন্ধু এসেছে আবার অনেক বন্ধু হারিএও গেছে ।।।।। তবে সবার সাথে কাটানো সেই বন্ধুত্বের স্মৃতি গুলো আজ ও রয়ে গেছে যা সারাজীবনের সঙ্গী ।।।
ভালোথাকিস তোরা ❤️
😌ছোট ছোট অনুভূতি গুলো কি সুন্দর করে প্রকাশ করেছেন☺️
হয়তোবা আর কোনদিন খুজে পাবনা ওই রঙিং দিনগুলিকে😢😥 যেখানেই থাকিস ভালো থাকিস প্রিয় কলিজার বন্ধু-বান্ধবগুলা🥰
অনেক সুন্দর একটা গান,,, যতবার শুনি ততবারই মুগ্ধ হতে হয়।।।
গানটা'র সঙ্গে সঙ্গে Comment পড়তে পড়তে নিজের স্কুল-কলেজের দিনগুলোর স্মৃতিচারণ করে গেলাম। শুভ, ভাস্কর, সুমন, অনির্বান.. অপার্থিব সময় কাটিয়েছি আমরা একসঙ্গে, এখন মাঝ বয়সে এসে সেইদিন গুলো বেশি বেশি করে মনে পড়ছে। এই গান বন্ধুত্ব বাড়িয়ে দেয়।
কলেজ জীবন শেষ,
বিচ্ছেদ হয়েছে তার অনেক আগেই।
যেটুকু সুতোর বাঁধন ছিল ,
তাও ছিন্ন হলো।
দেখা হবে আবার আমাদের কয়েক বছর পর,
তখন হয়তো তুমি অন্য কারো ঘর।
এই গানটার প্রতিটা কথা জীবনের সুখকর মুহূর্তকে জীবন্ত করে তোলে।
Really don't know when again we can become children ...
Lovely rendition
অতীত মনে করিয়ে দেয় বার বার এই গানটি 😢 আর অতীত তখনই মনে পড়ে যখন বর্তমান কষ্টের হয় 😔 15/04/2024 কমেন্ট টি করে গেলাম , বর্তমানের অবহেলায় যখনই মন কষ্টে ভরে উঠবে তখন আবার আসবো গানটি শুনতে 😊 আর সব কিছু ভুলে গিয়ে অতীতের ভাবনার বাতাসে নিজেকে ভাসিয়ে দেবো ❤🤗🇮🇳
আজকের দিনের perfect গান 😍1 Aug 2021 , Happy Friendship Day
এই গান টি পুরোনো হবে না কোনোদিন ও ❤️জীবনের সব থেকে দামী জিনিস বন্ধুত্ব ❤️
Ai gan ta sunla choto bela ta choto beler sei bondhu der mona jai jader chara aktuo cholto na... Aksathe thakle mon kharap j ki jinis setai jantam na..... Akon sobai nijer nijer profession a akon r sei rokom kotha hoi na ..... But akono onek miss kori toder......... Miss you dost
Akta smriti rekha gelam onek bochor thakuk....... ❤❤❤❤❤
5 bochor por abar ai gan ta sunbo lai🙂🙂
Hetampur Krishna Chandra college geography department
Amder college life er memories... Toto te chapachapi kore jawa, college er baire fuchka, class er fake adda, Darjeeling e ghurte jawa, dolon er bikot hasi, sangita er bokbok..😅Bapre bap😂😂 sob akdin smiriti er patai joro hoye jabe😊😊 amon e thakuk amdr bondhutto 💓💓💓 kccians of 2k21-2k24🤟🤟🤟
অনুপম মানেই আমাদের আবেগ, অনুভূতি, ভালোবাসা!❤️
Shantanu Maitra & Anupam Roy, Deadly combination. Super. The motion, the voice, background, slowness, sadness, recalling the memory - everything with this music.
I also missing My school days.... Khub kosto hoye.... But akhn onek boro hoye gache.... Jara jara akhono school a poro jara jara amar msg ta porcho tader sobai k mention kr6i ay schl life ta khub khub enjoy kore nayo.... Nijer moto kore nijer shob tuku diya vlo baso schl ta k.... I miss you Naktala High School
🙂
সত্যি দিনগুলো যেনো চোখের সামনে ভেসে উটছে ❤️ কত সুন্দর ছিল দিনগুলো 🥺যদি আবার ফিরে পেতাম ,জানি চাইলেও আর সেইরকম দিনগুলো ফিরে পাবো না , কতই না মজা কতই না দুষ্টুমি করতাম বন্ধুরা মিলে , ভাল থাকিস আমার সকল বন্ধুরা ❤️ বন্ধু চল ❤️🥺
এখন রাত প্রায় ১ টা জ্বলন্ত সিগারটে হাতে গান টা শুনছি, আমার চোখ টাও ভিজে যাচ্ছে, মনে পড়ছে হাই ইস্কুল এর আমদের বন্ধুতের স্মৃতি কত কিছুই না করেছি একসাথে। এখন এক এক জন এক এক কাজে! তোদের নাম গুলো ছেড়ে গেলাম কমেন্ট এ। সুমন, রনি, আকাশ, রাহুল, সামিম, আমিন, মুন্না! জানিনা আমার এই কমেন্ট তোরা কখনো পড়বি কিনা! যাই হোক ভালো থাকিস দোস্ত তোরা! ❤
এই গানটা শুনে তোদের কথা মনে পড়ে গেল ( ❤সানিয়া,চৈতালী, পূজা বৃষ্টি❤)❤😘
নাম গুলো খুব সুন্দর ❤
@@msamina7019thank you ❤️
@@feujaafsana7647 ❤️
❤️
Tomra khub sukhe theko ...tomader bondhukto ta amoni thak ❤❤😘😘
This song brings soo many memories.
Immortal song! আমাদের ছোটবেলাটাও অমর করতে পারলে কেমন হত?
আর পড়তে পারছি না comment গুলো, নিজের অজান্তেই চোখের কোনায় জল চলে এল, তাই একটা ছাপ রেখে গেলাম।। ভালো থাকিস তোরা ❤
আজ সা রে গা মা তে বন্ধু চল, গান টা 40 years আগে ফিরে গিয়ছিলাম, মনটা ভিষন ভারাক্রান্ত হয়ে গেলো। আমাদের বন্ধু Group নাম কিশলয়। সবাই য়ের নামের অক্ষর নিয়ে এই বন্ধু ঝালমুড়ি। কিন্তু 20th August (ল) আমাদের ছেড়ে চলে গেছে আমরা এখন Half- Ticket হয়ে গেছি। আমাদের এই গানটা প্রায় হতো। বন্ধু চল
স্কুলের ক্লাস 10,11,12 টাই এই গানটির জন্য যথেষ্ট। 🙂❤
Well this is mah last yr of school and haven't met my friends physically for almost 2 yrs now
There's no hope that the school will reopen
Reminiscing the several memories i hv at school , the fantastic and phenomal friends the school gifted me and cherishing all those sweet moments spent with them in and out of school
The memories r flashing in my mind ..... causing my heart pounce, hands shake and eyes trickle
"বন্ধু চল "
আবার সেই দিনগুলো ঘুরে আসি।
it is a nice nostalgic song ... it reminds us our school days ...it is also happening in the lock down days when we are so far from our friends .....Really it made me immotional.... love this song .....
স্কুল শেষ করে ১০ বছর হয়ে গেলো কিন্তু আজও এই গানটা শুনলে মনে হয় যদি দিন গুলো ফিরে আসতো। সেই স্কুল ফাঁকি দেওয়া , বিকেল হলে মাঠে খেলতে যাওয়া, সন্ধেবেলায় চায়ের দোকানে আড্ডা । আর লুকিয়ে লুকিয়ে প্রেম করা তো ছিলই। আর্টস আর কমার্স এর প্রেম কথা ।
কমেন্ট টা রাখে গেলাম সব পুরানো বন্ধু দের জন্য আর প্রিয় মানুষ টার জন্য।
বন্ধু চল বলটা দে, তোর টিমে তোর পাশে।
আহ কি অপূর্ব ...এটা শুধুমাত্র একটি গান নয় ...বন্ধুকে না বলা অনেক কথা ...হয়তোবা বলার সুযোগ হয়নি ...বা...সুযোগ হলেও বলতে পারেনি❤❤
এটা একটা স্বপ্নে বিভোর গান। মন ভরে যায়। স্কুল লাইফের এর উপর অসাধারণ গান। ভীষন নস্টালজিক। ধন্যবাদ অনুপম, অনিন্দ্য এবং পুরো ওপেন টি বায়োস্কোপ এর টিম। অনেক ভালোবাসা।
গানটা পুরো মন ছুঁইয়ে যায়। যতবার শুনি ততবার চোখে জল আর মুখে একটা হাসি আসে। স্কুল জীবনের কথা সব মনে করিয়ে দেয়। One of My Favourite 💞♥️
I don't understand the language. This song somehow translates the emotions just right. Here for Anupam Roy 🤗
Tumi gere mal
If u don't understand the language how can u say that it's filled with emotions
Or is it like as everybody is saying it's related to the memorable days of our school life, u decided to go with the flow??
@@sreejatobanerjee1014 the video gives out the idea as to what this is about, which is very wholesome.
I picked up on half ticket, cycle race and few other English words which relate to aur school days. I speak Hindi, some words sound similar. I understand a little Marathi so yeah that's helpful.
Also I agree I went with the vibe of the song.
It has very lighthearted music and I do think music has no language.
@@Meghana_Narayanswamy this is the language of West Bengal
ক্লাসে বদমাইশি করার পর স্যারের হাতে মার খাওয়া কান ধরে বাইরে দাঁড়িয়ে থাকা শেষ বেঞ্চে ক্লাস চলাকালীন চানাচুর মুড়ি খাওয়া পরীক্ষার হলে খাতা দেখানো টুকলি করা স্কুলের গাছ থেকে কুল আম নারকোল ডাব চুরি করে খাওয়া আজ 21 বছর পর সব বন্ধুদের এই গানের সাথে মিস করছি
বন্ধু সে তো 12 ক্লাস পর্যন্ত ছিলো ❤️🩹। তারপর সব আলাদা না চাইতেও জল আসতো চোখে ,মিস করতাম ওদের খুব🥺।
কলেজে পেলাম না আর এরকম পার্মানেন্ট কোনো বন্ধু 💔🙂।
বন্ধুত্বের জাতীয় সংগীত❤
কোনোদিন পুরোনো হবে না যে গান 🎵🎶🎵🎶🎵❤️❤️
বন্ধু চল।।
গানটা শুনার পর এক শূন্যতা তৈরি হয়
যদি ফিরে যেতে পারতাম সেই পুরনো দিন গুলোতে
Anyone in 2025 February??🙂🥲
গানের কথাগুলো হৃদয় জুড়ানো। তাই কমেন্ট করলাম। আমার মত আর কে আছেন, গানটা শুনেন....
আমি ষাটোর্ধ কিন্ত এই গানটার সঙ্গে আমার কিশোরি বেলা মিলে মিশে একাকার হয়ে যায়। অদ্ভুত এক মনখারাপ আর ভাললাগা আমাকে আচ্ছন্ন করে। Thank you পরিচালক ও গায়ক।
অনেক ছবি মনের ক্যানভাসে ভেসে উঠলো ।ভালো থাকবেন 🙏🙏🙏
এটা শুধু একটা গান নয়,
এটা বন্ধুত্বের জাতীয় সংগীত,
বন্ধুত্ব বেঁচে থাকুক সারা জীবন।❤️
yes
When I listen to this song....I miss my school life, my school friends & the peaceful days of my childhood 🙂🙂
Same me
Same
@@bosspapanyt4367 r
G glooooooooooooiooioififffhfhihhhee Eekgeohggoeoeeoo Oieeieieieei Ieeieoeoehhoi girlkogblby lol but is&) hllqeegliiipe uukuehkubknnng, bg bf bf
অনেকের আসল বন্ধু নেই😢,
তাই তাদের মনে কষ্ট 💔
আর................
আমার তো নকল বন্ধুও নেই 😊....
সবাই হারিয়ে গেছে সময়ের ভিড়ে 🤗
স্কুল জীবন কাটিয়েছি এই 2 বছর হলো ...😢 যদিও এখন কলেজে পড়ছি তবুও সেই স্কুল জীবনের বন্ধু আর সেই মজার দিন গুলোকে খুব মিস করি.....
বন্ধু কোনোদিন একসাথে গান টা শুনবো ইচ্ছে রইলো হয়তো বা পরের জন্মে কিন্তু পাশে থাকিস