আকাশটা কাঁপছিল কেন | মজিদ সাঁই | বাউল জোন | যশোর | Akash Ta Kapchilo ken

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • আকাশটা কাঁপছিল কেন
    মজিদ সাঁই
    বাউল জোন
    যশোর
    আকাশটা কাঁপছিল কেন,
    জমিনটা নাচছিল কেন,
    বড়পীর ঘামছিল কেন,
    সেই দিন সেই দিন,
    গান গায়ছিল খাজায় যেইদিন।।
    আল্লাহ নবীর গান,পীড় আওলিয়ার শান,
    যেকয় হারাম সেতো কোমিন,
    না বুঝে ভেদ বাতেন,
    হারাম তোমরা বল কেন,
    এইগান শুনতেন নবী ইয়াসিন।।
    নাকরে গন্ডগোল,
    খোল তোরা হাদিস খোল,
    বিল্লাল কেন বাজায় ঢোল সেইদিন,
    যেইদিনে নবী ছেড়ে যান এই পৃথিবী,
    ঢোল বাজিয়ে ক্ষমা চায় ঋন।।
    সুরে পড়ে কোরান, সুরে দেয় আযান,
    সুরে করে বয়ান ওয়াজিন,
    কয় সরকার শাহ আলম,
    আছে গান দুই রকম,
    বাউল গানে স্বগতম মোমিন!

Комментарии • 4