৬ টা সহজ ব্যপার - Try to Follow As Many of These as You Can (Life Lessons from my Experience)

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 авг 2024
  • ইন্টারনেট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এসব জিনিস পত্রে আগ্রহী হলে আমার একাডেমি পেজ টা ঘুরে আসতে পারেন এখান থেকেঃ khalidfarhan.c...
    এই চ্যানেলে আমি মূলত ব্যবসা বাণিজ্য, উদ্যোক্তা জীবন থেকে শুরু করে আমার জীবন বিষয়ক হাবিজাবি সব কিছু নিয়েই কথা বার্তা বলি। তেমন কোন থিম নেই চ্যানেলের। তবে মার্কেটিং বা ব্যবসার কথা বার্তাই বেশি বলা হয়।
    চ্যানেল টা সাবস্ক্রাইব না করে থাকলে করে ফেলতে পারবেন এখানেঃ ruclips.net/user/pa...
    এছাড়া আমাকে সোশাল মিডিয়া তে ফলো করতে পারেন আপনার যেখানে ইচ্ছাঃ
    ফেসবুক পেজ: / chandlerbingforlife
    ফেসবুক প্রোফাইল: / kfisawesome
    ইন্সটাগ্রাম: / iamkhalidfarhan
    ভাল লাগলে ভিডিও টি শেয়ার করতে পারেন আপনার সোশাল মিডিয়ায়। আমাকে ট্যাগ করতে ভুলবেন না।

Комментарии • 1,4 тыс.

  • @iamkhalidfarhan
    @iamkhalidfarhan  3 года назад +876

    এই ভিডিও টা দেখলে অবশ্যই ভিডিও টায় একটা লাইক দিয়ে যাবেন (এই কমেন্টে লাইক দিলে কাউন্ট হবে না :p) - এবং রিসেন্টলি দেখতে পাচ্ছি অনেকেই ইউটিউব কমেন্টে আমার ফেক প্রোফাইল খুলে বা মেসেজ দিয়ে স্ক্যাম করার চেষ্টা করছে বিভিন্ন ধরণের - আমি কখনোই আপনার কমেন্টের রিপ্লাই দিয়ে আপনার কাছে টাকা চাবো না গোপনে বা আপনাকে আমার ফোন নাম্বার দিয়ে আমার বা আমার টিম এর সাথে যোগাযোগ করতে বলবো না :) এগুলা সব ই স্ক্যাম।
    ধন্যবাদ

    • @hmmurad9552
      @hmmurad9552 3 года назад +2

      ধন্যবাদ

    • @mdhasan861
      @mdhasan861 3 года назад +4

      মনে করুন আপনি একজন দক্ষ ওয়েব ডেভলপার। প্রায় ২ বছর যাবৎ শুধু শিখেছেন কিন্তু অভিজ্ঞতা শূন্য।এখন আপনি মার্কেটে একদম নতুন। সেক্ষেত্রে CV কেমন হওয়া উচিত?

    • @tanzirapiyash3798
      @tanzirapiyash3798 3 года назад +1

      ame expart na kisoo ta but ki kora everyday 10/15 dollar income korta paro vai help koren advice dea

    • @asifhvlog8572
      @asifhvlog8572 3 года назад +10

      ভাইয়া আমি ১৮ বছর বয়ষের,আমি ছোট্ট একটা জব করি,৮হাজার টাকা ইনকাম করি এবং পড়া লেখাও করি।
      আমি অল টাইম সব গ্লোবালি জানার চেষ্টা করি,এবং আমার ইনকাম করা টাকা আমি পরিবারের ছোট ছোট কাজে ব্যয় করি যার আনন্দ আমি বলে বোঝাতে পারবোনা ভাইয়া,এবং আমার ছোট্ট মনে একটা বড় স্বপ্ন হলো Elon Musk এর মতো মানুষ হওয়া।
      এবং আমি আমিরিকান ইন্ডিয়ান এবং প্রায় বড় বড় শো দেখি,কোথায় কি কি হচ্ছে খবর রাখার সর্বোচ্চ চেষ্টা করি ভাইয়া।
      এবং বর্তমানে আমার টার্গেট ফ্রিল্যান্সার হওয়া,জানিনা কত টুকু এগিয়ে যেতে পারবো,কারণ পরিবার আমার সাপোর্টেট না,এটাই আমার এক মাত্র দুঃখ ভাইয়া।
      নিজের ছোট ভাই হিসাবে কিছু এডভাইজ দিবেন প্লিজ এবং দোয়া করবেন।

    • @mzhidrhmn125
      @mzhidrhmn125 3 года назад

      🦋🦋🥀🥀

  • @soloman_1991
    @soloman_1991 Год назад +16

    এতোদিন এইরকম একটা গাইড লাইনের জন্য কতোজনের দুয়ারে গিয়েছি হিসেব নেই। আপনার এই ভিডিওটা আর কাউকে মোটিভেট করুক আর নাই করুক আমাকে করেছে।
    ভালোবাসা রইলো প্রিয় ভাই

  • @sabbir26_yt
    @sabbir26_yt 3 года назад +647

    1. Try to have an open mind & try to learn as anything as possible.
    2. Try to best of using your own money.
    3. Don't look for shortcut.
    4. Take big risk.
    5. Choose your friend wisely.
    6. Choose your content consumption wisely.

    • @2u841r
      @2u841r 3 года назад +14

      এই কমেন্টটা আমি সবার আগে করেছিলাম, দিলেন তো কপি মেরে

    • @tanzilalam6299
      @tanzilalam6299 3 года назад +4

      @@2u841r problem ki tahole? Comment post kore taka paisen naki?

    • @thunderstormgaming4880
      @thunderstormgaming4880 3 года назад +21

      @@2u841r Try to have an open mind

    • @carlfsmith7477
      @carlfsmith7477 3 года назад +11

      ভাই,
      সত্যি কথা , যারা এই ধরনের ভিডিও দেখে তাদের কমেন্ট দেখলে বুঝা যায় audience দের mindset কেমন।
      যেমন: আপনারা।
      অন্যান্য ভিডিও তে কেউ এভাবে লিস্ট বানায়া দেয় না এই বাংলাদেশে।
      আসলেই আপনাদের mindset অসাধারণ.

    • @beautyofnature8790
      @beautyofnature8790 3 года назад +2

      Thanks

  • @moshiur4359
    @moshiur4359 3 года назад +66

    ইউটিউব এ একদিন সম্ভবত ৫ মিনিটের একটা এড দেখেছিলাম আপনার, সেদিন থেকে আপনার ভিডিও দেখি। সত্যি আপনার কন্টেন্ট অনেক উন্নত হয়েছে আগের থেকে।

  • @mdshaker4706
    @mdshaker4706 3 года назад +166

    ভাইয়া ফ্রিলেন্সিং শিখে পরে নিজের একটি ব্যাবসা কিভাবে প্রতিষ্ঠা করা যায় সেটা নিয়ে ভিডিও চাই কে কে চান লাইক দিয়ে জানিয়ে দিন।

    • @indian3960
      @indian3960 3 года назад +13

      nijer website banate hbe & direct payment apnar agency tei direct asbe... customer ra apnar agency ba website thekei buy korbe... sei jonno SEO , sales & social media apnake help korte pare... Mota muti ek kothay Freelance marketplace 6ere apni ar apnar nijer 6oto team nijder webisite baniye business korben... offline eo local market er sathe tader sales opor profit margin rekhe ay korte paren....

  • @bushramorshed1468
    @bushramorshed1468 3 года назад +128

    1. Try to have an open mind try to learn as anything as possible.
    2. Try to best of using your own money.
    3. Don't look for a shortcut.
    4. Take a big risk.
    5. Choose your friend wisely.
    6. Choose your content consumption wisely.
    Amazing

    • @abdabdullah111
      @abdabdullah111 3 года назад +2

      Tnx a lot ....I was gonna write that😀

  • @amisohel4
    @amisohel4 3 года назад +9

    একটি দেশ উন্নত হয় এভাবেই। যখন দেশটির বিভিন্ন ক্ষেত্রে স্বার্থহীনভাবে বিভিন্নজন, লিগেল ব‍্যাপার গুলো তোলে ধরেন। হোক সেটা ইনকামের পদ্ধতি, শেখার কৌশল, জাহাজ বানানো কিংবা রকেট বানানো অথবা অন‍্য গুরুত্বপূর্ণ কিছু। আর এর জলন্ত উদাহরণ হল তুরোষ্কের বাইরাক্তার সাহেব, এবং সরকারের সাপোর্ট।

  • @BestOfferr
    @BestOfferr 3 года назад +92

    ম্যাজিকাল একটা বিষয় হলো আপনার ভিডিও যতই দেখি একটুও বোরিং হইনা! আপনার প্রথম পয়েন্টটা আমার জন্য ১০০% খুবই দরকারী কিন্তুু কিভাবে মোটামুটি সহজ উপায়ে বিভিন্ন বিষয়ে ধারনা নেয়া যেতে পারে এই বিষয়ে আপনার পরামর্শ চাই! আশাকরি পরামর্শটি আমাকে অবশ্যই দিবেন কারণ আমার বয়স ২৯ হয়ে যাচ্ছে অথচ সেই তুলনায় বিভিন্ন বিষয়ে তেমন জ্ঞান অর্জন করতে পারিনাই ! ধন্যবাদ!

  • @adnanhossain6869
    @adnanhossain6869 Год назад +12

    ভাইয়া, এই যুগের সমস্যাটা হচ্ছে, কিছু low mentality মানুষরা এইরকম এতো সুন্দর কথা বলে না, তারপর skills development নিয়ে কথা বলে না। বলে হচ্ছে কিভাবে মেয়েকে ইম্প্রেস করতে হয়।
    Thank you Bhaiya for this kind of video ❤️👑

  • @k.hasanabir
    @k.hasanabir 3 года назад +208

    ভাইয়া, সবাই নিজেদের সাক্সেসের গল্প বলে, কেউ ব্যার্থতার কাহিনি শোনায় না। আমার মনে হয় ব্যর্থতার গল্প গুলো বেশি উপকারি, শেখা যায় অনেক কিছু, আপনার লাইফের ব্যর্থতার গল্প গুলো শুনতে চাই

  • @abualmaruf8901
    @abualmaruf8901 3 года назад +420

    আমরা জীবনে যা কিছুই করি না কেন সবাই ৫ ওয়াক্ত নামাজটা ধরে রাখব। ইনশাআল্লাহ।

  • @mahfujurrahman9356
    @mahfujurrahman9356 3 года назад +23

    ইউটিউবে যখন আপনার প্রথম ভিডিও দেখি তখনই বুঝেছিলাম আপনি অনেক মেধাবী একজন ইউটিউবার। পরে দেখি আপনি তো পোড়া আগুন...

  • @asifhvlog8572
    @asifhvlog8572 3 года назад +170

    ভাইয়া আমি ১৮ বছর বয়ষের,আমি ছোট্ট একটা জব করি,৮হাজার টাকা ইনকাম করি এবং পড়া লেখাও করি।
    আমি অল টাইম সব গ্লোবালি জানার চেষ্টা করি,এবং আমার ইনকাম করা টাকা আমি পরিবারের ছোট ছোট কাজে ব্যয় করি যার আনন্দ আমি বলে বোঝাতে পারবোনা ভাইয়া,এবং আমার ছোট্ট মনে একটা বড় স্বপ্ন হলো Elon Musk এর মতো মানুষ হওয়া।
    এবং আমি আমিরিকান ইন্ডিয়ান এবং প্রায় বড় বড় শো দেখি,কোথায় কি কি হচ্ছে খবর রাখার সর্বোচ্চ চেষ্টা করি ভাইয়া।
    এবং বর্তমানে আমার টার্গেট ফ্রিল্যান্সার হওয়া,জানিনা কত টুকু এগিয়ে যেতে পারবো,কারণ পরিবার আমার সাপোর্টেট না,এটাই আমার এক মাত্র দুঃখ ভাইয়া।
    নিজের ছোট ভাই হিসাবে কিছু এডভাইজ দিবেন প্লিজ এবং দোয়া করবেন।

    • @hazzenbhuiyan5581
      @hazzenbhuiyan5581 3 года назад +1

      Same here brother.

    • @jakariahasan9011
      @jakariahasan9011 3 года назад +3

      কী জব করছেন ?? আমীও ১৮ বছর বয়সের কী কাজ কোড়বো বূঝতে পারছী না

    • @asifhvlog8572
      @asifhvlog8572 3 года назад +20

      মাসজিদে চাকরি করি ভাই

    • @johnny-db1tg
      @johnny-db1tg 3 года назад +1

      @@asifhvlog8572 ব্রো আমারও ১৮ বছর। আমি যেকোনো ইনকাম করতে চাই , কি করা যায়

    • @tanmoydutta624
      @tanmoydutta624 3 года назад +12

      Glad to hear a 18 year old boy earning good! Try to learn how to market yourself as a package you will do very well 😊✌️

  • @rafialislam2397
    @rafialislam2397 3 года назад +17

    Farhan ভাইয়া একজন professional frelancer হিসেবে নিজের skill গুলোকে কাজে লাগিয়ে কীভাবে নিজে উদ্যোক্তা হওয়া যায়, নিজের একটা কোম্পানি দাড় করানো যায় interested থাকলে এটা নিয়ে ভিডিও বানাবেন বলছিলেন। এটা ভিডিও চাই ভাইয়া চাই প্লিজ।❤️

  • @thediamond2669
    @thediamond2669 2 года назад +4

    আলহামদুলিল্লাহ, ১৯-২০ বছরের আমার জীবনে আপনার প্রত্যেকটা পয়েন্ট মিলে যাচ্ছে, এবং আমার চারপাশে আমি খুবই অগ্রগামী হচ্ছি দিনদিন..

  • @applebanana245
    @applebanana245 3 года назад +21

    বাহ! আপনার ভিডিও দেখা মাত্রই সকল দুশ্চিন্তা মাথা থেকে দূর হয়ে গেছে ভাইয়া। অনেকদিন ধরে একটু টেনশনে জিবন পার করতেছি। নিজের মধ্যে একটু আত্মবিশ্বাস ফিরে পেলাম। ধন্যবাদ ভাই😍

  • @saifulgreg
    @saifulgreg 3 года назад +20

    আসলেই আপনার মতে এগুলো সবাই বলে না | তাই এজন্যই আপনাকে আমার একজন গুরুর একজন মানি ❤ খুবই ধন্যবাদ

  • @niloy9664
    @niloy9664 3 года назад +11

    দেশের মানুষের জন্যে এ ধরনের কনটেন্ট অনেক দরকার এখন, ধন্যবাদ ভাই।

  • @mjerayhanofficial5694
    @mjerayhanofficial5694 3 года назад +6

    ভাইয়ার কথাগুলো সত্যিই অনেক মুল্যবান! ❤️❤️🥰 life changing Thoughts!

  • @m.hasnain-aminb.p.m.3816
    @m.hasnain-aminb.p.m.3816 3 года назад +4

    আমি একের পর এক রিক্স নিচ্চি, হারছি তবুও লেগে আছি, বই পড়ি, গ্লোবাল খোজ খবর রাখাই আমার কাজে,, আমি ইনশাআল্লাহ একদিন বাংলাদেশের প্রধান মন্রী হবো, আমি আল কোরআনের আইন ও শাসন চালু করবো ইনশাআল্লাহ

  • @zonayedahmad5507
    @zonayedahmad5507 3 года назад +208

    ভাইয়া আপনার তো সাবস্ক্রাইবার খুব দ্রুত বাড়ছে! আমিও আপনার মতো করে এখন চিন্তা করি! ধন্যবাদ 😍😍😍😍

    • @Raselmahamud106
      @Raselmahamud106 3 года назад +1

      সত্যি বলেছেন ভাই

    • @VoiceMahdi
      @VoiceMahdi 3 года назад

      ভাই আপনার ভিডিও এর থাম্বন্যাইল কিভাবে বানান এই নিয়ে একটা ভিডিও বানালে খুশি হতাম। অনেক সুন্দর হয়

    • @zonayedahmad5507
      @zonayedahmad5507 3 года назад

      @@VoiceMahdi কআকে বলছেন ভাই?

    • @VoiceMahdi
      @VoiceMahdi 3 года назад

      @@zonayedahmad5507 apnake na obossoi

  • @Gyanlaya
    @Gyanlaya 3 года назад +3

    আপনার ভিডিওর সব কয়টি জিনিষ আমি আগে থেকেই follow করি।
    আপনার ভিডিওটি অনেক সুন্দর হয়েছে ,,, সাধারণ মানুষ আসলে এই ভিডিও গুলি দেখতে চায় না সবার শুধু বিনোদন চাই, জ্ঞানের মূল্য মানুষ বুঝে না ।
    আমার বয়স 18 but আমি এখন থেকেই চেষ্টা করতেছি ব্যাবসা দার করানোর ।আমি অলরেডি শুরু করে দিয়েছি ,,, তাই অনেক কিছু রেগুলার শিখতে হচ্ছে ,, আপনার কাছেও অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখেছি এভাবেই আমাদের যুব সমাজ পরিবর্তন করার জন্য আপনাকে অসংখ্য ধণ্যবাদ ,, আপনি আমার মনের কথা বলেছেন ।
    ❤❤❤❤
    আমাকে সকলে পাগল ,অতি জ্ঞানী, fake business man বলে ডাকে but i don't care .

  • @gmtasnimsakib6592
    @gmtasnimsakib6592 3 года назад +3

    আমার এই কম বয়সে খুব কম স্মার্ট মানুষ পেয়েছি যারা জীবনে motivate করেছে আমাকে।তাদের মধ্যে খালিদ নামের এই ছেলেটাকে পেয়ে অনেক ভালো লাগলো আজ। আমি subscribe করে দিলাম। ১ মিলিয়ন হোক এই শুভকামনা রইলো।

  • @tomirprotip4933
    @tomirprotip4933 2 года назад +16

    1. Try to have an open mind & try to learn as many things as possible.
    2. Try to best of using your own money.
    3. Don't look for shortcut.
    4. Take big risk.
    5. Choose your friend/friends wisely.
    6. Choose your content consumption wisely.

  • @imtiazahammadbhuiyan
    @imtiazahammadbhuiyan 3 года назад +51

    দিন দিন আপনার অনেক বড় ভক্ত হয়ে যাচ্ছি এবং হয়ে গেছি। আমার পছন্দের মানুষের মধ্যে আপনি একজন❤️ আপনি Stand up comedy তে আসার জন্য অধির আগ্রহে বসে আছি 😊❤️

  • @aajubasworld4279
    @aajubasworld4279 3 года назад +6

    এই ভিডিও টা আরও আগে পেলে অনেক ভালো হত। এখনও নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন ভিডিও র জন্য অনেক অনেক ধন্যবাদ।❤️❤️❤️

  • @rhamanmosiur3678
    @rhamanmosiur3678 2 года назад +2

    মনের মধ্যে স্থল থেকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা । আমাদের জন্য এত ভালো গুরুত্বপূর্ণ উপদেশ
    দেওয়ার জন্য । ইনশাআল্লাহ সবগুলো উপদেশ মেনে চলার চেষ্টা করব । আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাকে দীর্ঘজীবী করুন ।

  • @Mr.007BD
    @Mr.007BD 2 года назад +44

    7) Learn to take proper care of your health
    8) Stay updated on tech sector
    9) Learn a new language
    10) Travel the unknown
    11) Decide what you want to do in you life
    and more...

  • @siamahmmed7967
    @siamahmmed7967 3 года назад +9

    খালিদ ফারহান ভাই বেঁচে থাকুক হাজার বছর...........

  • @elias_mokami
    @elias_mokami 3 года назад +3

    আপনার কন্টেন্ট গুলো অসাধারণ! সবাই উপকৃত হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ ভাই। জাযাকাল্লাহু খাইরান।

  • @ShantasNaturalBeauty
    @ShantasNaturalBeauty 7 месяцев назад

    আপনার এই ভিডিওর সাথে আমি ভীষণ রিলেড করতে পেরেছি। আর খুবই খুশি হয়েছি যে আমি এখন পর্যন্ত যত রিক্স নিয়েছি আর কাজ করেছি সব আমার এক্সপেরিমেন্ট এবং এক্সপেরিয়েন্স গুলো আমাকে অনেক ধনী হতে সাহায্য করছে। ধন্যবাদ আপনাকে

  • @MrhmmD
    @MrhmmD 3 года назад +2

    লাইক না দিয়ে পারলাম না। নিজের সাথে খুব রিলেট করতে পারলাম। দারুণ ছিলো মা শা আল্লাহ। আশা করি একটু হলেও কাজে লাফাতে পারবো বাস্তবিক জীবনে। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আমিন।

  • @amiyarahman219
    @amiyarahman219 2 года назад +11

    1. Open minded learning, learn as many things as possible.
    2. Afford your own expenses with own money. Lot of ways to earn globally.
    3. No shortcuts till the age of 40.
    4. Take big risks, whatsoever!!!
    5. Choose your friends wisely.
    6. Go for the contents that will help your thought process.

  • @ArmanTutor
    @ArmanTutor 3 года назад +19

    খালিদ ভাই, আপনর pju এর Student. এই ভিডিওর থামনেল আমার পছন্দ হয়েছে। চমৎকার বানিয়েছেন।😊😊

  • @tultulputol641
    @tultulputol641 Год назад

    ধন্যবাদ। আমার দেরি হয়ে গেছে কিন্তু ইনশাআল্লাহ। আমিও শুরু করেছি জীবনকে নতুনভাবে দেখব।ইনশাআল্লাহ।

  • @tanmoymondal7724
    @tanmoymondal7724 3 года назад +12

    Hi,,Am from India and am 18 now...Looking forward to implement these advices in my future and for a past few days I have been following you and ur videos.....Frankly speaking these are really realistic and attractive...Thanks a lot for these advices ....Lots of love form India

  • @FrancisPaul46
    @FrancisPaul46 3 года назад +11

    1. Open your mind
    2.stop living with the money of your parents
    3.Avoid shortcuts
    4.Take big risks
    5.choose your friends wisely
    6.consume content wisely (you become what you watch)
    Your welcome

  • @tanvir8433
    @tanvir8433 2 года назад +1

    Sobgulo mentality amar majhe ache, video ta dekhe confidence barlo, dua korben sobai

  • @naimurrahman8272
    @naimurrahman8272 2 года назад +22

    I'm 21 rn, but to be very honest the points you've mentioned here, coincidentally I had to take those risk to invest from my 18th and trying to fulfill my everyday needs with own money. trying to learn different things made a lot of change and brought a lot of inspiration to do better, made me the owner of one of the most renowned automotive media in Bangladesh. thanks for mentioning those points.

    • @naimurrahman8272
      @naimurrahman8272 2 года назад +1

      @Md Shoeb I'm doing BBA at brac University. I'm a photographer, cinematographer and I lead two media teams for automotive and commercials. And I'm an car importer too.

  • @mariarahman2232
    @mariarahman2232 Год назад +2

    bhaia, I am 21 to be, and I have recently started to follow your contents. Undoubtedly you are a versatile person. Love the way you present things.
    Hope to meet you soon as a successful person 🙌

  • @AZMMahadiHasann
    @AZMMahadiHasann 2 года назад

    খুব কম বয়স থেকেই আর্নিং এর দিকে ঝুকে পড়া এবং স্কেল ডেভেলপমেন্ট ইংলিশ স্পিকিং এই জিনিসগুলো নিয়ে কাজ করা শুরু হয়েছে খুব কম বয়স থেকেই। বেশ কিছুদিন আগে থেকে ই ছোট্ট একটা ইউটিউব চ্যানেল অন করেছি সেখানে স্কিল ডেভেলপমেন্টে কথাবার্তা বলি তবে আপনার এই ভিডিওটির সাথে আমার লাইফ রিলেট করতে পারি। তাই আমিও আপনার এই ভিডিও দেখে ইন্সপায়ারড হয়ে সেম টাইপের একটি ভিডিও দিয়েছি যেখানে অবশ্যই আপনাকে ক্রেডিট দিয়েছে কারণ আপনার দর্শকরা খারাপ ভাবতে পারে। আপনার প্রতি ও আপনার দর্শকদের প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধা রইল।

  • @amirhamza123
    @amirhamza123 3 года назад +3

    এই তো কিছুদিন আগেই আমি এমনই ছিলাম। যাইই হোক সকলের জন্য দোয়া, ভালোবাসা ও শুভকামনা রইলো।
    জয় হোক স্মার্ট ওয়ার্ক করা তারুণ্যের, জয় হোক সততার, জয় হোন নিষ্ঠার...

  • @md.yasinarafathpiyal2217
    @md.yasinarafathpiyal2217 3 года назад +13

    The Hero we NEED but don't DESERVE

  • @ArmanKhan-yj9to
    @ArmanKhan-yj9to 3 года назад +1

    ইনশাল্লাহ বাংলাদেশের সেরা ইউটিউবার হতে আর বেশি অপেক্ষা করতে হবে না আপনাকে। অনেক effective ভিডিও আপনের চ্যানেল এর। keep it up brother

  • @SadiksNV
    @SadiksNV 3 года назад +2

    ভাই আপনার কথাগুলো এতই ভালো লাগলে যে আমার মাইন্ডেরর সাথে অনেক মিল এবং আপনার কথাগগুলো আমার কাজে আরও একধাপ এগিয়ে যাওয়ার অনুপেরণা।

  • @jsmathhacks112
    @jsmathhacks112 3 года назад +4

    অলরেডি নিজের কষ্টের টিউশনির ২৯ হাজার ইনভেস্ট করে ফেলছি without any thinking ... Every invest is a experiment to me... ৫ হাজার টাকা লস । কিন্তু ব্যাপার না । এখন আরও বড় রিস্ক নিয়ে নিছি । আপনার আজকের কথাগুলো শক্তি . love you ❤

    • @Rokonuddin2001
      @Rokonuddin2001 Год назад

      চালিয়ে যান সফল হবেন ইনশাআল্লাহ।

  • @Seadre
    @Seadre 3 года назад +7

    Vaiya amar comment ta 📌 kore den.
    Advice 1 Try to have a open mindset 1:28
    Advice 2 Try to buy stuff using your own money 3:18
    Advice 3 Don't Look For Shortcuts 5:50
    Advice 4 Take Big Risks 6:58
    Advice 5 Rise Your Standard By Chosing Good Friends 8:44
    Advice 6 Chose Your Content Consumption Wisely 9:39

  • @shauravsarkar5711
    @shauravsarkar5711 Год назад +2

    অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
    আমাদের জন্য এত গুরুত্বপূর্ণএকটা ভিডিও তৈরি করার জন্য।

  • @mahfujarrahman7432
    @mahfujarrahman7432 3 года назад

    ইউটিউব দুনিয়ায় যত ভিডিও আছে এটা আমার কাছে বেস্ট Khalid Farhan ভাই

  • @alaminamin971
    @alaminamin971 3 года назад +32

    আমার ঢাকা কলেজের বড় ভাই আপনার জন্য রইলো শুভকামনা

    • @omoymahashwar
      @omoymahashwar 3 года назад

      Vai kon College ar student chilen?? Farhan vai kon batch ar??

  • @chattogramonlinebookshop775
    @chattogramonlinebookshop775 3 года назад +13

    ক্লাস এইট থেকে খবরের কাগজের খরছ।বইয়ের খরছ।নেট খরছ। মাঝে মধ্যে পরিবারের বিভিন্ন ছোট ছোট জিনিস কিনে নিয়ে আসি। আলহামদুলিল্লাহ বইয়ের ব্যবসাটা ভালো চলছে।

    • @rhlhomes
      @rhlhomes 3 года назад

      Ki book er bebshah...Bolle bhalo hoto

    • @mathsupports
      @mathsupports 3 года назад

      আপনি কোথায় বই এর ব্যবসা করেন?

    • @chattogramonlinebookshop775
      @chattogramonlinebookshop775 3 года назад

      Chattogram Online Bookshop

    • @tanviruman5014
      @tanviruman5014 3 года назад

      বানান ঠিক করেন

  • @fuadalhasan1784
    @fuadalhasan1784 3 года назад +1

    ভিডিওটা মারাত্মক রকমের জরুরি 😀। I really need this type of video. অনেক কিছু লিখলাম যেটা আমার অনেক কাজে লাগবে। আসা করি😄

  • @shahinrahman1031
    @shahinrahman1031 3 года назад +2

    ভাই এই প্রথম আমি কোন ভিডিওতে কমেন্ট করলাম।আসলেই অনেক ভালো লাগলো আপনার কথা গুলো। ইনসাআল্লাহ আজ থেকে মেনে চলবো🥰

  • @uncertainmagic2806
    @uncertainmagic2806 3 года назад +20

    সেভ করিয়েন না।দাড়ি রাসূল (স) এর সুন্নত 🥰🥰

  • @problemsolvebd
    @problemsolvebd 3 года назад +20

    প্রতিদিন ১০০ বার সুবহান আল্লাহ্ পাঠ করলে ১০০০ সাওয়াব লিখা হয় এবং ১০০০ গুনাহ মাফ করা হয়।[সহীহ মুসলিম-৪/২০৭৩]

  • @_mustafa_galib8512
    @_mustafa_galib8512 Год назад +2

    হয়তোবা সব গুলো মানতে পারবো না,তবে ১ম ২য়টা নিয়ে ইনশাআল্লাহ স্কিল আপডেট করবো।

  • @shahriyaranike8170
    @shahriyaranike8170 3 года назад +1

    ধন্যবাদ ভাই ফ্যান হয়ে গেলাম
    শিক্ষাতে পারলাম আশা করি কথাগুলো জীবনে কাজে লাগবে 🖤
    আপনার জন্য শুভকামনা রইল 🥰

  • @fidbih
    @fidbih 3 года назад +6

    Khalid Vaiya rocks. 💙
    Maybe the dislikers are overaged and unsuccessful in their life and they don't want us to follow such valuable advice. One bucket of compassion for them. 😂

  • @EarningMama
    @EarningMama 3 года назад +5

    আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর ভিডিও বানানোর জন্য।যাদের এই ভিডিওটি ভাল লেগেছে তারা লাইক দাও

  • @makifmahfuz18
    @makifmahfuz18 3 года назад

    আলহামদুলিল্লাহ। আমার লাইফ এখন পর্যন্ত যেভাবে চলছে বা আমি চালাচ্ছি ভিডিও তে বলা আপনার প্রতিটা কথার সাথেই সেটা মিলে গেছে। আশা করি ভাল কিছু করতে পারবো।

  • @zahirulislam7190
    @zahirulislam7190 Год назад

    এইটা খুবই সত্য যে আমরা যে ধরনের কনটেন্ট দেখি এইগুলা আমাদেরকে অনেক বেশি প্রভাবিত করে।

  • @habibtheconsultant
    @habibtheconsultant 3 года назад +11

    I found that I watch TED videos at least 3 to 4 hours a day.. Also, I started getting into the books once I read "Eat That Frog" .. And it really influences in one way or the other!

  • @sajjadulfaruk
    @sajjadulfaruk 3 года назад +16

    আল্লাহ সবাইকে ৩০টা রোজা রাখার তৌফিক দান করুক। আমিন।

  • @MozammelRakib7756
    @MozammelRakib7756 Год назад +2

    I was very worried, about my work, taking unnecessary para, after watching this video I feel very relieved.
    Thanks bro 🥰🥰

  • @mayshaaabristy8027
    @mayshaaabristy8027 3 года назад +1

    আপনার কথাগুলো, পরামর্শগুলো আসলেই খুবই হেল্পফুল🙂

  • @Nojir2003
    @Nojir2003 3 года назад +6

    "Every information that you are consuming from online content will define your future." Very powerful sentence for age of 20. Thanks for it.

  • @kalamsuploads
    @kalamsuploads 3 года назад +2

    আমরা আপনার ভিডিওগুলোর মাধ্যমে অনেক উপকৃত হচ্ছি। অনেক ধন্যবাদ।❤️

  • @drahsanhabib6473
    @drahsanhabib6473 3 года назад

    আপনার সহজ করে বলতে পারার একটা ভাল যোগ‍্যতা আছে। যা অত‍্যন্ত দরকারি।

  • @AlaminHossain-lb8tw
    @AlaminHossain-lb8tw 3 года назад

    "খালিদ ফারহান"এর প্রায় সবগুলা ভিডিও দেখা শেষ। ভালো লাগার মানুষ এর মাঝে আপনি এখন অন্যতম। আপনার ভিডিও গুলা অনেক আকর্ষণীয় ❤️ ধন্যবাদ এমোন ইনফরমেশন ভিডিও শেয়ার করার জন্য।

  • @TasniahOper
    @TasniahOper 3 года назад +8

    I've been watching your videos since you had two videos on your channel. And I've been doing six of these tips for the last two years. Thank you so much vaia for everything you made, it helps a lot.. Lots of wishes for you.. 🥰

    • @loknathshaha1332
      @loknathshaha1332 2 года назад

      সব বিষয়ে জানতে হবে, কারন কি এগুলো নিয়ে আড্ডা দেওয়ার জন্য😊😊। কারনটা কি?

  • @eyamin811
    @eyamin811 3 года назад +3

    আমার মন মতো হয়েছে এই স্যনেলের সব ভিডিও, আমি খালিদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে চাই, অনেক বার কমেন্ট করেছি।

  • @fardinmubin6069
    @fardinmubin6069 3 года назад +1

    ভায়া আপনার ভিডিও গুলোর কথা আমার অলসময় জীবনে (+) impact ফেলতেছে!..অসংখ্য ধন্যবাদ
    ★আল্লাহ আপনাকে হেফাজত করুক & দীর্ঘআয়ু দান করুর★

  • @user-ky1kb5cy3i
    @user-ky1kb5cy3i 3 года назад

    আমার খুব প্রিয় একজন মানুষ ,আপনাকে শিক্ষক ও বলা যায় ,কারণ আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি ,সত্যি যদি আরো 5 বছর বা দুই তিন বছর আগে আপনার সম্বন্ধে জানতাম ,তাহলে হয়তোবা লাইফে অনেক কিছুই করতে পারতাম ,ধন্যবাদ প্রিয় শিক্ষক ,ভালোবাসা অবিরাম

  • @sayedomarfaruq6385
    @sayedomarfaruq6385 3 года назад +3

    মোটামুটি সবই অনেক ভাল বলছেন। কিন্তু নিজের টাকায় হাতখরচ চালানোর চেষ্টা করবো এটা ঠিক আছে। কিন্তু বড় খরচের ব্যাপারটা যে বলছেন এটাও নিজের টাকায় করা উচিত বলছেন এটা বাস্তবসম্মত বলেন নাই। নিজের টাকায় মোটামুটি কিছু টাকা সেভ করা আর হাতখরচ চালানো এটাই তো অনেক কষ্টের বিষয় তার উপর বড় খরচের বিষয়টা মনে আনা মানে নিজের উপর অতিরিক্ত প্রেশার আনা। এটা মোটেও ঠিক হবে না। বাকি কথাগুলা ভালোই লাগছে।❤️❤️❤️

  • @ahsanulkarimfahim4356
    @ahsanulkarimfahim4356 3 года назад +4

    ভাই, আপনি কোন কোন ইউটিউব চ্যানেল ফলো করেন, তার একটা লিস্ট দিলে খুবই উপকার হতো। ইউটিউবে হাবিজাবি কন্টেন্ট দেখে অনেক টাইম ওয়েস্ট হয় তাই অনুরোধ করছি।

  • @Music-ml9my
    @Music-ml9my 3 года назад +1

    ভাইয়া, ইদানীং একটা বিষয় নিজের মধ্যে লক্ষ্য করছি যে, আপনার ভিডিও গুলো যখন আপলোড দেন ঠিক তখনি দেখতে না পারলে নিজের মধ্যে বাজে একটা অনুভূতি ফিল হয়। আর দিন দিন আপনার ভিডিও গুলা আমার জন্য এডিকশন হয়ে উঠছে।
    আপনার আইডিয়া গুলো সত্যিই প্রেরণা জোগায়।।
    ধন্যবাদ ভাইয়া।।❤️❤️

  • @mdrabbaniislammr9863
    @mdrabbaniislammr9863 Год назад

    ফারান ভাই আপনার কথা বলার সিস্টেম টা খুব ভালো লাগে
    best of luck

  • @shamilabdullah5514
    @shamilabdullah5514 3 года назад +4

    Really...... I like all these points and also I’m trying everyday. Thank You Khalid Farhan bro ❤️

  • @tawhidulislamtuhin9095
    @tawhidulislamtuhin9095 3 года назад +23

    ফারহান ভাইয়া, আপনি কোন কোন ইউটিউব চ্যানেল থেকে শিখেন বা ফলো করেন।এই কথায়, আপনি কোন কোন জায়গা থেকে শিখেন তা নিয়ে একটা ভিডিও করলে খুবই উপকৃত হবো।

  • @vampireriders8156
    @vampireriders8156 2 года назад

    RUclips onk late e video ta amy recomned korse onk age pele ei help ta onk agei hoto thank you so much vaiia❤️❤️

  • @Dreamdancerbithi123
    @Dreamdancerbithi123 3 года назад

    aponer kotha gulor moddha amr chintadharar khoj pacchi. Confidence level aro updet holo. Thanks for this suggestion. vaiya

  • @mahbuburrahman6610
    @mahbuburrahman6610 3 года назад +4

    As your last point, I follow you and my thinking process is slightly working like your.
    Your concepts are really impressive and thoughtful.

  • @amniloy217
    @amniloy217 3 года назад +4

    ভাইয়া আমি SSC exam থেকে নিজেকে carry করে আসছি ইনশাআল্লাহ।

  • @easycraftsbynuzhat9593
    @easycraftsbynuzhat9593 3 года назад +1

    আমি আপনার ভিডিও আজকেই প্রথম দেখলাম, থাম্বনেল টা দেখে ভিডিও দেখা শুরু করলাম। আপনার কথাগুলো খুবই ভালো লাগলো। অনেক গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন যেগুলো জীবনে চলার পথে অনেক কাজে লাগবে।
    ধন্যবাদ আপনাকে ভিডিও টা তৈরী করার জন্য

  • @EliasHasan_
    @EliasHasan_ 3 года назад

    একটা অনুরোধ থাকবে আপনার কাছে। আপনার অনেক ভিডিও দেখেছি। দেখেছি আপনার চিন্তার সাথে আমার চিন্তার বেশ মিল আছে। আপনি যদি আপনার দেখা বা সাজেস্ট করা ইউটিউব চ্যানেলগুলো নিয়ে একটা ভিডিও বানান অনেক উপকার হয় আমাদের জন্য। ধন্যবাদ! পাবনা, বাংলাদেশ থেকে অনেক ভালোবাসা রইল।

  • @sksagor964
    @sksagor964 3 года назад +12

    Fun fact: I already follow 95% of your advice, knew a lot things, a lot of hunger of learning a lot. Already learned web development and android development, freelancing basic but still unsuccessful. Age 16.

  • @nafeesalam2046
    @nafeesalam2046 3 года назад +4

    Choosing content consumption wisely is the best advice in those 6 advice. If you see which channels you subscribed you can actually know a little more about yourself, what you want and how you think.. These things will be really clear

  • @NOVA-bn1hp
    @NOVA-bn1hp Год назад +1

    Khalid Farhan
    The big brother we all need

  • @mahfuzurrahman4543
    @mahfuzurrahman4543 3 года назад

    দুই নম্বর বিষয়টা দেখলাম। আমি নিজে যা ইনকাম করি তাতে আমার বড় বড় খরচ দূরে থাকুক, ছোট ছোট খরচের সবগুলোই কুলাতে পারেনা।
    বর্তমানে ব্লগিং, ইউটিউবিং, শুরু করেছি। আমার আয়ের কিছু অংশ সেখানে যায়। তবে এগুলোতে যা খরচ করি সেগুলো বাড়ি থেকে নেই না।

  • @TanvirMunna
    @TanvirMunna 3 года назад +6

    You're such an amusing guy ❤️ The way you explain everything in your every videos it likes every second is important durning the whole video ❤️
    The way you explain every topic is just mesmerizing ❣️
    Thanks a Lot KHALID FARHAN Thank You So Much 💛

  • @mdmoaz2835
    @mdmoaz2835 3 года назад +3

    আমার বয়স ২৪!
    জীবনে কোনো কিছুই করতে পারি নাই!
    জানি কিছু করতে পারবো কিনা!

  • @muntahamasuma33
    @muntahamasuma33 3 года назад +2

    বাপ মার টাকা খরচ করায় প্রশান্তি আছে কিনা সেটা পরে কিন্তু অনেকে শ্বশুরের টাকা খরচ করে খুব শান্তি পায়:)
    বাই দ্যা ওয়ে দারুন এডভাইজ❤

  • @md.zahidulabedinmozumder14110
    @md.zahidulabedinmozumder14110 3 года назад +7

    Last one year I am a regular listener of your channel and also your Facebook. Day by Day your presentations are more attractive. Wish you very best brother. Your information really helps people to think differently.

  • @sultanulakrabinmaruf5254
    @sultanulakrabinmaruf5254 3 года назад +6

    A much-needed video for me. Lately, I started working on 2-3 important points you mentioned. I am pretty sure this video will boost me more in my activities. A big thumbs up for you

  • @suptaruman3493
    @suptaruman3493 3 года назад

    Aj first apnar channel ta amr samne porlo r koyekta video dakhlam...khub valo lagche apnar video gulo dekhte ...apnar mind er sathe amr mind er ankkta mil khuje pacchi...r apnar suggestion gulo sunar chesta korbo

  • @mdjunayethasan3978
    @mdjunayethasan3978 2 года назад

    প্রিয় ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার এ ভিডিও টা আপনার পক্ষ থেকে পাওয়া আমার জীবনে অনেক বড় একটা উপহার, আল্লাহ আপনাকে আমি আল্লাহর বান্দা হিসাবে আমাকে দেওয়া উপহারের উছিলায় আপনাকে আল্লরাহ পাক রহম করুক। ❤️

  • @md.zahidhussain2351
    @md.zahidhussain2351 3 года назад +3

    Can you make a video please for retired persons who are passing their time idle with a lap top or desk top but want to do something for utilizing their time as well as earning money. Obviously I like your videos and enthusiastic to learn something at the age of 60+ having highest academic degree in commerce.

  • @rakibulhasanrion4211
    @rakibulhasanrion4211 3 года назад +4

    It's good to hear from you, I'll try to do everything, but I can do something🌸✌️

  • @SanviSun
    @SanviSun 3 года назад +1

    আপনাকে ফলো করার চেষ্টা। এই ভিডিওর এডভাইজ গুলোও মেনে চলার চেষ্টা করবো। আশা করি সফল হবো, ইনশাআল্লাহ। টেক লাভ ভাই❤️

  • @salmaawal3146
    @salmaawal3146 Год назад

    আলহামদুলিল্লাহ! প্রথম তিনটা আগের থেকেই করে আসছি। রিস্ক নেয়া আর ফ্রেন্ড চুজের ক্ষেত্রে একটু ল্যাকিংস। পডকাস্ট নিয়মিত শোনা হয় না। এটা একটা সমস্যা।