ফোনে কিভাবে কাস্টম রম ইনস্টল করবেন? Basics of Custom Rom Installation. MIUI 12.5 Overview+Download!

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2021
  • About The Video
    ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀
    Disclaimer: Do at your own risk. I am not responsible for any kinds of damage or harm done to your phone or to yourself. This is only for educational purposes.
    And don't forget to take backup of your data/files before doing anything.
    আপনার ফোনটিতে কাস্টম রম বা ফার্মওয়্যার ফ্ল্যাশ করতে হলে প্রথমেই আপনার প্রয়োজন ড্রাইভার। কম্পিউটারে যথাযত ড্রাইভার না থাকলে পিসিতে ফোন ডিটেক্ট করবে না। এজন্য আপনাকে ADB(Andriod Debugging Bridge) এবং Fastboot ড্রাইভার থাকতে হবে।
    ADB & Fastboot Driver: forum.xda-developers.com/t/of...
    এখান থেকে ড্রাইভারটি ডাউনলোড করে ইন্সটল করে নিবেন। এটি ইন্সটল করে নিলেই কাজ শেষ।
    *Windows 10 ইউজারদের কিছু কিছু ক্ষেত্রে ড্রাইভার সিগনেচার ভেরিফিকেশন অফ করে নেয়া লাগতে পারে।
    তবে কিছু ক্ষেত্রে হয়তো তারপরও পিসিতে ফোন ডিটেক্ট নাও করতে পারে। এক্ষেত্রে আপনারা ফোনটিকে ফাস্টবুট মোডে পিসিতে লাগিয়ে উইন্ডোজ আপডেট এ গিয়ে আপডেট সার্চ করলে অটোমেটিক ড্রাইভার ইন্সটল হয়ে যাবে। তাতেও কাজ না হলে নিচের দেয়া লিংক থেকে Fastboot এর ড্রাইভার ফাইলটি ডাউনলোড করে ম্যানুয়ালি ইন্সটল করে নিবেন। ইনস্টলেশন প্রসেস এই লিংকেই দেয়া আছে।
    Fastboot Driver Manual Install: androidmtk.com/install-google...
    ফোনে যেকোনো মডিফিকেশন করার পূর্বে প্রথম কাজ Bootloader আনলক করা। ফোনের Bootloader আনলক প্রসেস ফোনের ম্যানুফ্যাকচার ভেদে ভিন্ন হয়ে থাকে। এ ব্যাপারে আপনি আপনার ফোনের Bootloader আনলক প্রসেস সম্পর্কে রিসার্চ করে নিবেন।
    শাওমি ইউজাররা ফোনের Bootloader আনলক করার জন্য নিচের লিঙ্ক থেকে আনলকার টুল টি নামিয়ে নিন।
    MI Bootloader Unlock Tool: en.miui.com/unlock
    শাওমি ফোনগুলো আনলক করতে এক সপ্তাহ বা ৭ দিন বা ১৬৮ ঘন্টা অপেক্ষা করতে বলবে প্রথম চেষ্টার সময়।
    আনলক হয়ে গেলে এবার আপনি আপনার ফোনের কাস্টম রিকভারি, কাস্টম রম সম্পর্কে ডিটেইল্ড আকারে জানতে আপনার ফোনের xda Forum গিয়ে ঘুরে আসুন।
    গুগলে গিয়ে আপনার ফোনের মডেল নাম লিখে সাথে xda লিখে দিলে চলে আসবে আপনার ফোনের ডেভেলপার ফোরাম। example- Redmi K30 Pro xda.
    তারপর বাকিটা নিজে নিজেই বুঝে নিতে পারবেন আশা করি।
    সাধারণত প্রসেসটি এরকম যে আপনি আগে একটি কাস্টম রিকভারি (twrp) ইন্সটল করবেন। অতঃপর পছন্দের রমটি কাস্টম রিকভারীর মাধ্যমে ফ্ল্যাশ করে নিবেন। একটি রম ফ্ল্যাশ দেয়ার পূর্বে কিছু রিকোয়ারমেন্ট থাকে। কিভাবে কি করতে হবে তা আপনি আপনার ফোনটির xda ফোরামে রমটির পোস্টেই ডিটেইল্ড আকারে লেখা থাকবে।
    তাছাড়া আপনারা আপনার ফোনে সবথেকে ক্লিন এবং ঝামেলামুক্ত Miui ব্যবহার করতে চাইলে ফ্ল্যাশ করে নিতে পারেন Xiaomi Eu রম গুলো। নিচের লিঙ্কে গিয়ে আপনার ফোনের জন্য পছন্দের Xiaomi Eu রমটি ডাউনলোড করে নিতে পারবেন।
    *এক্ষেত্রে অবশ্যই রিজিওনাল ভেরিয়েশন এর ব্যাপারে প্রপার নলেজ রাখবেন। শাওমীর একটাই মডেল এর বেশ কিছু ভ্যারিয়েন্ট থাকে। সাধারণত চায়নিজ ফোন গুলোয় চাইলে গ্লোবাল রম ব্যবহার করা যায়। কিন্তু রাশিয়া ও ইউরোপীয় (EEA) ভ্যারিয়েন্ট গুলোয় কিছু চেন্জ থাকে। সেজন্য সেগুলোর জন্য আলাদা রম হয়ে থাকে।
    Xiaomi EU ROM: xiaomi.eu/community/forums/mi...
    নিচের লিঙ্কে গেলে আপনারা ২০২১ এর জানুয়ারি ২০/২১ তারিখের Miui 12.5 চায়না ডেভেলপার রম এর মডিফাইড Xiaomi Eu রমটি পেয়ে যাবেন কিছু নির্দিষ্ট শাওমি ডিভাইসের জন্য যেমন Redmi K30, K30 5G, K30i, K30 Pro, Note 7, Note 8, Mi10, Mi11, CC9, CC9 Pro ইত্যাদি।
    MIUI 12.5 Xiaomi EU Rom 21.1.20/21: xiaomi.eu/community/threads/2...
    Say Hi!
    ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀
    Akib Raj- / akajrag
    Mahmud Shakil- / spr.shakil.7
    Channel Information
    ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀
    For any business inquiry: thetechverse@gmail.com
    Facebook Page link: / techverse-109997163848296
    Facebook Group link: / 577687753020843
  • НаукаНаука

Комментарии • 767

  • @techversebd
    @techversebd  3 года назад +106

    Disclaimer: Do at your own risk. I am not responsible for any kinds of damage or harm done to your phone or to yourself. This is only for educational purposes.
    And don't forget to take backup before doing anything.
    আপনার ফোনটিতে কাস্টম রম বা ফার্মওয়্যার ফ্ল্যাশ করতে হলে প্রথমেই আপনার প্রয়োজন ড্রাইভার। কম্পিউটারে যথাযত ড্রাইভার না থাকলে পিসিতে ফোন ডিটেক্ট করবে না। এজন্য আপনাকে ADB(Andriod Debugging Bridge) এবং Fastboot ড্রাইভার থাকতে হবে।
    ADB & Fastboot Driver: forum.xda-developers.com/t/official-tool-windows-adb-fastboot-and-drivers-15-seconds-adb-installer-v1-4-3.2588979
    এখান থেকে ড্রাইভারটি ডাউনলোড করে ইন্সটল করে নিবেন। এটি ইন্সটল করে নিলেই কাজ শেষ।
    *Windows 10 ইউজারদের কিছু কিছু ক্ষেত্রে ড্রাইভার সিগনেচার ভেরিফিকেশন অফ করে নেয়া লাগতে পারে।
    তবে কিছু ক্ষেত্রে হয়তো তারপরও পিসিতে ফোন ডিটেক্ট নাও করতে পারে। এক্ষেত্রে আপনারা ফোনটিকে ফাস্টবুট মোডে পিসিতে লাগিয়ে উইন্ডোজ আপডেট এ গিয়ে আপডেট সার্চ করলে অটোমেটিক ড্রাইভার ইন্সটল হয়ে যাবে। তাতেও কাজ না হলে নিচের দেয়া লিংক থেকে Fastboot এর ড্রাইভার ফাইলটি ডাউনলোড করে ম্যানুয়ালি ইন্সটল করে নিবেন। ইনস্টলেশন প্রসেস এই লিংকেই দেয়া আছে।
    Fastboot Driver Manual Install: androidmtk.com/install-google-adb-driver-manually
    ফোনে যেকোনো মডিফিকেশন করার পূর্বে প্রথম কাজ Bootloader আনলক করা। ফোনের Bootloader আনলক প্রসেস ফোনের ম্যানুফ্যাকচার ভেদে ভিন্ন হয়ে থাকে। এ ব্যাপারে আপনি আপনার ফোনের Bootloader আনলক প্রসেস সম্পর্কে রিসার্চ করে নিবেন।
    শাওমি ইউজাররা ফোনের Bootloader আনলক করার জন্য নিচের লিঙ্ক থেকে আনলকার টুল টি নামিয়ে নিন।
    MI Bootloader Unlock Tool: en.miui.com/unlock
    শাওমি ফোনগুলো আনলক করতে এক সপ্তাহ বা ৭ দিন বা ১৬৮ ঘন্টা অপেক্ষা করতে বলবে প্রথম চেষ্টার সময়।
    আনলক হয়ে গেলে এবার আপনি আপনার ফোনের কাস্টম রিকভারি, কাস্টম রম সম্পর্কে ডিটেইল্ড আকারে জানতে আপনার ফোনের xda Forum গিয়ে ঘুরে আসুন।
    গুগলে গিয়ে আপনার ফোনের মডেল নাম লিখে সাথে xda লিখে দিলে চলে আসবে আপনার ফোনের ডেভেলপার ফোরাম। example- Redmi K30 Pro xda.
    তারপর বাকিটা নিজে নিজেই বুঝে নিতে পারবেন আশা করি।
    সাধারণত প্রসেসটি এরকম যে আপনি আগে একটি কাস্টম রিকভারি (twrp) ইন্সটল করবেন। অতঃপর পছন্দের রমটি কাস্টম রিকভারীর মাধ্যমে ফ্ল্যাশ করে নিবেন। একটি রম ফ্ল্যাশ দেয়ার পূর্বে কিছু রিকোয়ারমেন্ট থাকে। কিভাবে কি করতে হবে তা আপনি আপনার ফোনটির xda ফোরামে রমটির পোস্টেই ডিটেইল্ড আকারে লেখা থাকবে।
    তাছাড়া আপনারা আপনার ফোনে সবথেকে ক্লিন এবং ঝামেলামুক্ত Miui ব্যবহার করতে চাইলে ফ্ল্যাশ করে নিতে পারেন Xiaomi Eu রম গুলো। নিচের লিঙ্কে গিয়ে আপনার ফোনের জন্য পছন্দের Xiaomi Eu রমটি ডাউনলোড করে নিতে পারবেন।
    *এক্ষেত্রে অবশ্যই রিজিওনাল ভেরিয়েশন এর ব্যাপারে প্রপার নলেজ রাখবেন। শাওমীর একটাই মডেল এর বেশ কিছু ভ্যারিয়েন্ট থাকে। সাধারণত চায়নিজ ফোন গুলোয় চাইলে গ্লোবাল রম ব্যবহার করা যায়। কিন্তু রাশিয়া ও ইউরোপীয় (EEA) ভ্যারিয়েন্ট গুলোয় কিছু চেন্জ থাকে। সেজন্য সেগুলোর জন্য আলাদা রম হয়ে থাকে।
    Xiaomi EU ROM: xiaomi.eu/community/forums/miui-12.206
    নিচের লিঙ্কে গেলে আপনারা ২০২১ এর জানুয়ারি ২০/২১ তারিখের Miui 12.5 চায়না ডেভেলপার রম এর মডিফাইড Xiaomi Eu রমটি পেয়ে যাবেন কিছু নির্দিষ্ট শাওমি ডিভাইসের জন্য যেমন Redmi K30, K30 5G, K30i, K30 Pro, Note 7, Note 8, Mi10, Mi11, CC9, CC9 Pro ইত্যাদি।
    MIUI 12.5 Xiaomi EU Rom 21.1.20/21: xiaomi.eu/community/threads/21-1-20-21.59581
    And welcome to everyone who thanked me in the comments. Take love ❤️

    • @kraftedbykabir
      @kraftedbykabir 3 года назад +2

      Bhai stock Android (pixel) ROM niye vedio banaile upokar hoito

    • @mdfuad8715
      @mdfuad8715 3 года назад

      ruclips.net/video/Uja0ecXyjRE/видео.html

    • @hhimon415
      @hhimon415 3 года назад +3

      ভাই দয়া করে একটু বলবেন, xaomi ফোন গুলোতে শুধু custom android কিভাবে করা যায়।কোনো ui থাকবে না। Pls pls pls

    • @dexterousmaruf5346
      @dexterousmaruf5346 3 года назад +1

      🥴🥴🥴

    • @tanvirkabir8850
      @tanvirkabir8850 3 года назад +4

      Vaiya bia korlen janailen na 😪

  • @dmmahmud
    @dmmahmud 3 года назад +9

    এতদিন কাস্টম রম কিভাবে ইনস্টল দিতে হয় এ ব্যাপারে শুধু ইন্ডিয়ানদের ভিডিও দেখেছি।আজ প্রথম কোনো বাংলাদেশীর ভিডিও দেখলাম।ভালো প্রচেষ্টা।

  • @AsadulIslam-vo8te
    @AsadulIslam-vo8te 3 года назад +40

    আশা করি অনেক বেশি ডিটেইলস সহ ভিডিওটা পাবো আর অনেক সহজভাবে বোধগম্য হবে,,,,ভালোবাসা অবিরাম 🥰

  • @devjitroy4942
    @devjitroy4942 3 года назад +28

    ধন্যবাদ ভাই, এই টপিক এর উপর ভিডিও করার জন্য।বাংলাদেশী টেক youtuber দের মধ্যে আপনি ই হইতো প্রথম এই বিষয় নিয়ে এত ভালো একটা basic ধারণা দিলেন
    অনেক অনেক ধন্যবাদ ভাই
    ♥️💖💗💗💖♥️

  • @rabbihossain4254
    @rabbihossain4254 3 года назад +34

    Man,you never get tired of it from the good old school days.

    • @techversebd
      @techversebd  3 года назад +14

      এখনও মজা লাগে এগুলা দোস্ত।

  • @nahidhasan6592
    @nahidhasan6592 3 года назад +6

    অনেক চেনেলে বহুবার প্রশ্ন করার পর অবশেষে প্রশ্নের উত্তর পাইলাম,,, ধন্যবাদ আকিব ভাই।

  • @itsmunnahere3513
    @itsmunnahere3513 3 года назад +5

    এসময় এ বিষয়ে এমন একটা ভিডিও আসলেই দরকারী ছিলো 💪💪🥰🙏🤎

  • @freakymystj2625
    @freakymystj2625 3 года назад +4

    Eagerly waited for this..thank you brother🥰❤🙂

  • @s.m.shahriarrahmansadik9906
    @s.m.shahriarrahmansadik9906 3 года назад +26

    recently আমি আবার কাস্টম রম এ শিফট হবো ।
    যাই হোক ভালোই হলো ❤️💙

  • @mdeifrit400
    @mdeifrit400 3 года назад +1

    যারা রম চেঞ্জ করতে চায় তাদের অবশ্যই আগে মন থেকে ফোন ব্রিক হওয়ার ভয় বাদ দিতে হবে।কারণ প্রথম প্রথম করার সময় ব্রিক হওয়া অত্যান্ত স্বাভাবিক এবং যেকোনো Xiaomi ফোনকে ব্রিক থেকে রিকভার করাও অত্যান্ত সহজ কাজ। প্রথম প্রথম আমারো অনেকবার ফোন ব্রিক হয়েছিলো।
    ধন্যবাদ আকিব ভাইকে, বিষয় গুলা এতো সুন্দর করে বোঝানোর জন্য।

    • @rafikhan5531
      @rafikhan5531 3 года назад +1

      ব্র আমার ফোন এর বুটলোডার আনলক করতে চায়!! আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন??

    • @mdeifrit400
      @mdeifrit400 3 года назад

      @@rafikhan5531 Which is the brand of your phone?

    • @rafikhan5531
      @rafikhan5531 3 года назад

      @@mdeifrit400 Xiaomi redmi note 7

  • @factslover3758
    @factslover3758 3 года назад +2

    All doubt is clear... Thank you so much..
    And your smile is just like my elder brother.. 🧑

  • @hadisantoday
    @hadisantoday 3 года назад +24

    অনেক বছর পর আবার কাস্টম রম এর ব্যাপারে শুনতে ভালই লাগছে ব্যাপারটা পুরো লারা দিয়ে দিলেন 😇😁🥴

  • @shersolaiman
    @shersolaiman 3 года назад +3

    অনুরোধ টা আমিই প্রথমে করেছিলাম। ধন্যবাদ আকিব ভাই

  • @iampaularpo
    @iampaularpo 3 года назад +1

    অনেক অনেক ধন্যবাদ ভাই এমন ভিডিও দরকার ছিলো। বাংলাতে কোথাও নাই।অনেক হ্লেপফুল ভিডিও ❤️

  • @mdfoysalhassan7308
    @mdfoysalhassan7308 3 года назад

    আগ্রহ ছিলো এই বিষয়ে। দেখলাম তবে বুঝলাম না পুরোপুরি। ডিটেইলস ভিডিওর জন্য অপেক্ষা করবো।💖💖

  • @sufoldn3116
    @sufoldn3116 3 года назад +3

    Waiting for this video.best tech Review channel ever

  • @moibrahim2433
    @moibrahim2433 2 года назад

    ভাই এতদিন ধরে অনেক ভিডিও দেখি ইন্ডিয়ানদের, কিছু কিছু মাথা ডুকতো আর কিছু মাথার উপর দিয়ে যায়তো,
    আজকে আপনার ভিডিও টা থেকে আমি এবং আমরা অনেক উপকৃত হলাম,
    BTW, আমি রিকভারি হিসাবে Pitch Black ব্যবহার করি, আর OS হলো Oxygen OS,
    Regular experience অনেক জোস, অনেক smooth ❤️

  • @rohaniglesias3588
    @rohaniglesias3588 3 года назад +3

    hey! congrats on 100k🎉

  • @sammodatta8611
    @sammodatta8611 3 года назад +18

    Please , make a video for Step by Step installation about this video So that we don't have to go to others for help .

  • @alphastark4431
    @alphastark4431 3 года назад +9

    Saw PewDiePie's story on your RUclips home screen.
    He uploaded that 11 hours ago.
    You guys are fast 😀

  • @nhnafi4973
    @nhnafi4973 3 года назад +2

    Vai re vai ei type video ei ami khujtesi,
    Timing best vai video upload er🥰🥰

  • @tanmoydhar4821
    @tanmoydhar4821 3 года назад +1

    Oh bhai! Amio WOT fan..... Desktop e dekhe just dil ta vore gelo........ 🥰❤️❤️❤️

  • @Ghostriderz99
    @Ghostriderz99 3 года назад +2

    Using Resurrection Remix Os on my RN7 Pro😍..Best rom in terms of customization, gaming nd bb

  • @shahinibnaus
    @shahinibnaus 3 года назад

    আমি অনেক আগে‌ থেকেই custom rom‌‌ ব্যবহার করছি। কিছুদিন আগে নতুন একটা ফোন নিয়েছি, এখন custom rom এর ফিচার গুলো মিস করছি। মাথা নষ্ট ফিচার এ ভর্তি custom rom😊😊

  • @didarulhoque967
    @didarulhoque967 3 года назад

    Um also using 12.5 eu rom on my Redmi K30, better bb, joss animation with awesome wallpaper & so on.........
    thanks for the video bro

  • @niloybarai2496
    @niloybarai2496 3 года назад

    I did this back at while using a samsung J2 phone..Works like a charam and it is the independence that android gives us.

  • @muttaqimubasshir8391
    @muttaqimubasshir8391 3 года назад

    Vaiya apnar redmi k30 pro e ki glass protector use koren?? & ei phn r jonno kun glass protector best?

  • @subjectway846
    @subjectway846 3 года назад +1

    Waiting for it from a long time

  • @FIFAzoid_
    @FIFAzoid_ 3 года назад +2

    Vaia ei video ta onk helpful
    Thanks a lot 😊❤️

  • @imrannurjholok2981
    @imrannurjholok2981 3 года назад

    Onek din opekkha korchilam ai video tar jonno onk dhonnobad

  • @shajadulislamshopno7379
    @shajadulislamshopno7379 3 года назад

    One of the best Videos Bruh😇.Kintu Porer video Te step by step kivabe Install korbo just oitar akta video Banaiyen.Ei video te just Basic gula jante parlam.Like Dokan e gele Hudai custom rom install korar jonne 200-300 taka ney😑.Apni akta video dile dhoren amra nije nije install korte partam.And We will do at our own risk.Thank you

  • @asifalex1171
    @asifalex1171 3 года назад +2

    বেশ উপকার হল ভিডিও টা দেখে
    ধন্যবাদ ভাই

  • @shamimmedia9811
    @shamimmedia9811 3 года назад +3

    খুব ভালো বুঝিয়েছেন কিন্তু সব আমার মাথার উপর দিয়ে গেছে 🥴🤨🤨

  • @ZapZoD_GaminG
    @ZapZoD_GaminG 3 года назад +2

    thanks man🥰🥰 nxt time o amon video cai🥰🥰🥰

  • @mokarramrafi1803
    @mokarramrafi1803 3 года назад +5

    এই ভিডিও টা দরকার ছিল অনেক ধন্যবাদ আকিব ভাইয়া।
    আকিব ভাইয়ার ভিডিও মানেই সব

  • @salehahmedrafat8412
    @salehahmedrafat8412 3 года назад

    জোশশশ।।।।।
    আমার একটা কথা আছে, প্রতিটা ফোন যখন রিভিউ করেন, তখন জিক্যাম দিয়া কয়ামন ছবি আসে সেটাও যদি দেখান তাহলে বেটার হয়

  • @vance148
    @vance148 3 года назад +1

    কাস্টম রোম ❤️ খুব প্রয়োজনীয় একটা টিউটোরিয়াল

  • @kuashapranto4782
    @kuashapranto4782 3 года назад

    খুবই চমৎকার এবং সাবলীল বর্ণনা

  • @969Sumon
    @969Sumon 3 года назад

    বিষয়টা আঝদি বুজতে পারতেছি না।
    আরো বিস্তারিত দিলে ভাল হবে ভাই।
    ধন্যবাদ ভাই।

  • @shakhawathossain1580
    @shakhawathossain1580 3 года назад

    এমন ভিডিও আশা করেছিলাম। ধন্যবাদ ভাই

  • @mhsajid1205
    @mhsajid1205 3 года назад +1

    Vai miui12.0.5 a battery backup issue ta ki akhon ache ??Poco M2 pro ar jonno e akhono miui 11.0.3 best hobe naki 12.0.5..please janaben...12.0.2 te battery life niye onk peray asi

  • @nasib3940
    @nasib3940 3 года назад +65

    সময় উপযোগী ভিডিও🥰

    • @khelaghorbd798
      @khelaghorbd798 2 года назад

      Redmi 9 custom rom:ruclips.net/video/0ZQogXs3m9k/видео.html

  • @ayajahmed0177
    @ayajahmed0177 3 года назад +1

    Vai...mi 10 lite ki update kora jabe na??
    Xiaomi theme j 27 mobile a 12.5 update dise...sudhu ki oi gula tei update kora jabe miui 12.5??naki sob Xiaomi er phone ai....plzzzz aktu janan vaiya

  • @nayemislam5294
    @nayemislam5294 Год назад

    খুবই ভালো লাগলো 💕💕
    আরো অনেক কিছু লেখতে মনে চায়

  • @arnabhowlader4296
    @arnabhowlader4296 3 года назад +2

    ভাইয়্যা যারা রোম চেঞ্জ করতে চাচ্ছে তাদের অধিকাংশই নিজের ডিভাইজে পাবজি খেলতে ল্যাগ পাচ্ছে তাই চেঞ্জ করতে চাচ্ছে। এই বিষয়ে ডিটেইলস এ একটা ভিডিও হলে খুব ভালো হয়।

    • @soul2006
      @soul2006 3 года назад

      সহমত

  • @crazysimp007
    @crazysimp007 3 года назад

    When I log in to "mi unlock" software it takes me to my mi account rather than "unlock options" or "connect your phone option". I have tried many versions of "mi unlock" software but the same phenomena have happened. Please provide a suitable solution of this.

  • @shawon8224
    @shawon8224 3 года назад

    REDMI NOTE 8 (INDIAN) ER JONNO KI 12.5 USE KORA VALO HOBE/? AMI EKHON 12.0.1 USE KORTESI BUT BATTERY ONK DRAIN KORSE. NORMAL USE E 5-6HOURS BACKUP PAI....
    TIA..

  • @md.abunuhad2870
    @md.abunuhad2870 3 года назад +7

    Kop dada!!!You nailed it🔥🔥🔥

    • @oiamriad1
      @oiamriad1 3 года назад

      you call it nailing?? then you know nothing about

    • @md.abunuhad2870
      @md.abunuhad2870 3 года назад +1

      @@oiamriad1 I didn't say he nailed it because of describing about custom rom and installing it
      I said that because he made a video about custom rom
      I do watch all ATC videos and others video not that much but pretty often
      nobody did a video on custom rom
      But Akib brother did it
      That's whay I said that you nailed it beacuse he was doing a video on it(and I commented that even before the video was premiered🐸)

  • @sarwarsujon8963
    @sarwarsujon8963 2 года назад

    vai amr mobile er model hocche Xioumi MI A1 ...ai model er jonno kon custom rom ta better hobe.. aktu details a bolben plz

  • @RupZubayer
    @RupZubayer 3 года назад +5

    I was waiting for this.today I'm gonna install costom ROM on my Redmi 9 🔥🔥

  • @Sanaulislamsany
    @Sanaulislamsany Год назад

    Vai ami mi9t pro use korci.. ei phone custom rom use korte chasci. Kon Rom use korle valo hobe ? Performance valo dorkar.

  • @onehoursodyssey
    @onehoursodyssey 3 года назад +1

    Ei dhoroner video chacchilam 🖤

  • @zindegi23201
    @zindegi23201 2 года назад +1

    ভাই miui 12.5 eu room কইভাবে ইন্সটল করতে হয় সে বিষয়ে একটি ভিডিও দিলে সবাই আরো ভালো বুঝতে পারত।
    আশা করছি খুব দ্রুতই দিবেন

  • @shahrajchowdhury997
    @shahrajchowdhury997 3 года назад +1

    Thank you @Akib Raj vai😍❤️❤️

  • @ashikrahman8192
    @ashikrahman8192 3 года назад

    Bro official update gula ki simple vabei daoya jabe naki new update ashle abr new vabe flash dite hobe?

  • @282_israkmahamud5
    @282_israkmahamud5 2 года назад

    Assalamualaikum vai .CORVUS 14.5 custom rom ta ki redmi note 9 s a install korle ki kono problem hote pare?

  • @AlAmin.Pathan
    @AlAmin.Pathan 6 месяцев назад

    Specially thank you so much after 2 years.❤
    *Please make a Tutorial about realme custom Rom.*

  • @sayem8099
    @sayem8099 3 года назад +3

    ভাই twrp এর কাজ গুলোর ডিটেইলস নিয়ে একটা ভিডিও বানালে রোম চেঞ্জের ব্যাপারটা আরও বোধগম্য হতো। আশা করি বিষয়টা নিয়ে একটু ভাববেন

  • @ZubayerShahriar2112
    @ZubayerShahriar2112 3 года назад

    Thanks for this valuable video in Bangla.

  • @sharifulbinnazrul6104
    @sharifulbinnazrul6104 3 года назад

    Congratulations bhai. 106k hoyar por wish korlam❣️

  • @HeadWasted
    @HeadWasted 2 года назад +1

    Recovery or fastboot Which rom is officially released in the market by mi phone?

  • @itstanvir490
    @itstanvir490 3 года назад

    Tnx vai pura A-Z bujiye diyar jorno

  • @optimus8974
    @optimus8974 2 года назад

    Ekta question chilo..
    Ami jodi EU rom flash kori with TWRP or FASTBOOT method tahole ami ki official OTA update pabo?

  • @akanindyo2893
    @akanindyo2893 3 года назад +4

    thanks akib vai

  • @safimahmud1999
    @safimahmud1999 3 года назад

    Akibbai apnr poco f2 pro kotha theke nisen ? price koto ekhn market out bole pacchi na kothao ar kobe asbe ektu bolle valo hoto

  • @md.anisurrahman7783
    @md.anisurrahman7783 3 года назад

    Akib vai ami 3-4 years use koror jonno 20000 e mobile kinte chai ami ki poco x2 kinbo naki onnta kinbo suggest koren. Please reply

  • @atifhasan2302
    @atifhasan2302 3 года назад

    Vaiya custom ROM install er por ekhon mi security app er importance feel kortesi. Mi security-cleaner app or any security app ki install possible?😞 (AMR device ugg)

  • @cmsanto4667
    @cmsanto4667 2 года назад +1

    Sir. poco x3 pro te 12.5.3.0 update asar por onek lag kore pubg te. Sudu matro gaming ba pubg khelar jonno poco x3 pro te kon rom ta dibo??? Apnar prsonal motamot chai.... Plz sir help me

  • @hafejmohammadmahmudulhasan4709
    @hafejmohammadmahmudulhasan4709 3 года назад +1

    এই ভিডিও টা অনেক দরকার ছিলো 😍😍😍

  • @oasifahmed2001
    @oasifahmed2001 3 года назад

    Vaia ...ai dhoroner video future e r o dekhte chai

  • @asifahamed4825
    @asifahamed4825 3 года назад +3

    I'm using Nusantara Project 2.5.1 with Chidori KERNEL on my redmi 7 . Antutu score 133867. And I install gcam 8.1 which is working fine.

  • @asibtube
    @asibtube 3 года назад +4

    great work ❤️

  • @abdemon4075
    @abdemon4075 3 года назад +6

    আজকের থাম্বনেইল টা ভাল্লাগছে

  • @abirmahmud9224
    @abirmahmud9224 3 года назад

    Good Video, Thanks...❤️

  • @user-sx6dp2cs3l
    @user-sx6dp2cs3l 3 года назад

    Amar to pc nai vai... Kono shop ache dhakar moddhe jekhan theke ami Eu rom change korte parbo?

  • @faysal19
    @faysal19 3 года назад +2

    ভাই সত্যিই অসাধারণ একটা ভিডিও 😍

  • @shawonhasnat4556
    @shawonhasnat4556 3 года назад +2

    Onek vlo laglo vai❤️❤️

  • @TechAddax
    @TechAddax 3 года назад +1

    Informative video 😍

  • @ashikur-zo3lc
    @ashikur-zo3lc 3 года назад +1

    iphone কেনার আগে যেসব বিষয় ভাবতে হবে , সেটা নিয়ে ভিডিও চাই।

  • @abdurrahim3029
    @abdurrahim3029 3 года назад

    বিশেষ করে রিয়েলমিতে কাস্টম রম ইনস্টল করা অনেক কঠিন।।।আমার ফোন ব্রেক হইছিল।।১৫০০ টাকা দিয়ে ঠিককরছি

  • @hamidullahkhan6937
    @hamidullahkhan6937 3 года назад +1

    vai Mi A3 আমার ফোনে Android 11 (stock), but now i want to use miui 12 on top of Android 11. please help me

  • @muhammadrobiulalamrocky2947
    @muhammadrobiulalamrocky2947 3 года назад

    Bhaia ami redmi k30i 5g te ki 12.5 er custom rom ta use korte parbo?
    Ar jodi ami custom rom e shift kori ora ki amk permanent update gulo dite thakbe?

  • @user-pw5xv1rz3l
    @user-pw5xv1rz3l 9 месяцев назад

    আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

  • @md.wasifahmed2343
    @md.wasifahmed2343 2 года назад

    Vai amr poco x2 device battery drain hoiteche ekta update er karone,,,ekhon jodi ami oxygen os boot kori thle ki ei pblm fix hoye jabe???
    Phone er boyosh-7 mash,,,heavy use kori na
    Kindly janaben vai

  • @gamingzonebd9889
    @gamingzonebd9889 3 года назад

    ar baki os konta best???
    curvos os?
    pixel os?
    For note 7
    gaming er jonno

  • @Shariaralif077
    @Shariaralif077 3 года назад +1

    Great video 🔥🔥🔥🔥

  • @sajidprottoy5302
    @sajidprottoy5302 3 года назад

    Mi note 9 a ki custom ROM install kora thik hobe? Install dite tension hocche mediatek processor er karone

  • @dr.sukanto638
    @dr.sukanto638 3 года назад

    Using poco x3 nfc, miui 12.0.7 which rom do you guys prefer?

  • @fazlerabbi2612
    @fazlerabbi2612 3 года назад +2

    ভাই এরকম টেকনিকেল ভিডিও গুলো দিলে অনেক ভাল হয়।

  • @ferozahmed9409
    @ferozahmed9409 3 года назад

    Vaia apnr hater k30 ultra phn koi pabooo???
    R dam koto?
    Phn ta kotha paschi na knoo?
    Aktu information dile vlo hoto

  • @techninja2.o410
    @techninja2.o410 3 года назад +1

    vaiya apnar bootloader unlok tool er link ta kaj kortese na.... official website theke namale ki hobe?

  • @benozirahmed21
    @benozirahmed21 2 года назад

    Brother Samsung phone er Custom Rom kivabe install korbo ei niye ekta Video diben pls.
    Keep up the good work. 👍

  • @user-ib4cj9mv2w
    @user-ib4cj9mv2w 3 года назад

    bro your videos are the most useful videos and their lovely I am a very big

  • @trend_waveshere
    @trend_waveshere 3 года назад

    vai stock miui (india , europe or other region) kivbe install krbo without twrp......

  • @unknowngamers2169
    @unknowngamers2169 3 года назад

    Video Peye Vloi Hoilo...
    Jodi Huawei Nova 2i Er Custom Room Niye Video Diten Tahole Vlo Hoito

  • @bbrjrifat4461
    @bbrjrifat4461 3 года назад

    এগুলো সম্বন্ধে সবার জানা উচিত ,আমি মনে করি।
    বাই দ্যা ওয়ে বাংলাদেশেও অনেক কাস্টম রম ডেভলপার রয়েছে। যারা এগুলোর সঙ্গে যুক্ত যেমন এর মধ্যে একটি পিক্সেল এক্সপেরিয়েন্স যা ওয়ান দা বেস্ট কাস্টম রম ফর প্লেন্টি অফ ডিভাইসেস।

  • @rummonislam3117
    @rummonislam3117 3 года назад

    Ai porjonto 10 ta custom rom use korsi. Shob theke best rom pixel experience rom.

  • @opurahman1734
    @opurahman1734 3 года назад

    রাজ ভাই
    আমার প্রশ্ন হলো আমি আমরা redmi note 8 তে Xiaomi eu rom ইন্সটল করতে চাই
    এখন আমি ইনস্টল করার পর ভবিষ্যতে এটার আপডেট কি পাবো সেটিং থেকে নাকি নতুন আপডেট আসলে ওই bootloader থেকে ফোন ফ্ল্যাশ মেরে ইন্সটল করতে হবে?

  • @rifatishan
    @rifatishan 3 года назад

    Ei video ta amr khub dorkar cilo

  • @rakibrehann
    @rakibrehann 3 года назад +3

    Xiaomi r Jonno Best Rom Hocche Xiaomi Eu Rom ❤️
    Miui Fan Hole Tader jonno Xiaomi Eu Best Choice
    Ami 2016 thkei use kori!