অনেক ফুড ব্লগিং দেখি। কিন্তু আপনার বক্তব্য এবং সেটার উপস্থাপন অন্যরকম একটা আনন্দের মাত্রা যোগ করে। কেনো জানিনা মনেহয় ফুড ব্লগিং এর পাশাপাশি আপনি যদি কলকাতা শহর তার ইতিহাস এবং ঐতিহাসিক কিছু জায়গা এভাবে বলেন দারুন লাগবে। অসাধারণ লাগবে। 🎉❤
I have been here consecutively for two days now, mr jayanta saha is very friendly and gives many tips about food and is extremely knowledgeable about food. What i like here is that you have choice of rich food and light food. I had the chickent stew with green salad and one paratha just too good. Tucked away near hazra mor this place is a must go.
Good discovery. Was not aware that my all-time favourite from Allen is available in South Kolkata. Will definitely try the prawn cutlet when I will be in Kolkata next month. Nice video.
Ei just phirlam dhakai kachchi te dinner sere.. akdom e onno rokom er platter khelam aj k. Besh legeche. Jeev ta shadharonoto obbhosto noy, tobe khub upobhog korlam. Vlog tar jnno dhonnobad.... ❤🙏
আমি ভিডিওতে বলেছিলাম যে আমাদের পরিচিত স্বাদ নয়, কিন্তু খোলা মনে বিচার করলে খাবারটা আশা করি ভালো লাগবে। আপনি এনজয় করেছেন যেন সত্যিই ভালো লাগল, যদি কোন ফিডব্যাক থাকে দোকানে দেবেন সবসময়।
এর বিরিয়ানি ওর বিরিয়ানি, বিশাল বিশাল মাংস খন্ডের ভিড়ে আর খুলে গেলো খুলে গেলো চিৎকার এসব দেখতে দেখতে যখন ফুড ব্লগিং এর ওপর বিরক্তি চলে এসেছে, আপনার করা ভিডিও গুলি সত্যিই অনবদ্য। আপনাকে বিশ্বাস করে রেস্টুরেন্ট এ যাওয়া যেতে পারে। Well done Sir
I adore your way of explanations and presentation and also the way you do not make the video about yourself and give space to the other gentleman or anyone else you are making videos with-- which is commendable.. Thank you.
So yummy. Hats off to shubhro for braving this heat and showing the same enthusiasm and appetite even in such terrible weather. Allen is famous for frying it's prawn cutlets in pure butter, have tasted the sovabazar one. Don't know how they can afford the xost, quite possibly it can give you a heart attack but it's yummy in your tummy. Glad to see south kolkata branch is keeping up the standards. Great going guys, keep up the good work. Take jal jeera sherbet for digestion in this heat, also kokum and Lassi are good. Bengali gondhoraj lime of course has no comparison. 👍🙏👌
Recently, Shobhabazar e Allen er Prawn Cutlet khelam. Ar ekdom fan hoye gelam..... Ekta unique taste....ar making process ta o unique..... Cute little video @Shubhro Da
Allen's er innovation gulo besh bhalo laglo,mane juger songe oonarau tal miliye cholchen especially cheese burst er concept taah ar poribeshon tau darun stew tar along with the garlic bread puro ekta cafe er moto.
হ্যাঁ অ্যালেনের এই আউটলেট টা একদমই যুগের সাথে তাল মিলিয়ে চলছে মেনুতে প্রচুর অপশন আছে। আর খাবারের স্বাদ ও কোয়ালিটি আমার খুব ভালো লাগলো। আমিও ওই চিজ বার্স্ট আইটেমটা খেতাম, কিন্তু সেদিন আরেক জায়গায় যাওয়ার ছিল বলে আর ট্রাই করলাম না। ওদের মালিক যে ভদ্রলোককে দেখালাম ভিডিওতে জয়ন্ত বাবু উনি ৩০ বছর ফাইভ স্টার হোটেলের শেষ হিসেবে কাজ করেছেন অনেক বড় বড় জায়গায় কাজ করেছেন।।
1:20 Remember her guys, whoever is reading this comment, in the coming few years, she is gonna be the one who will be representing India in the MMA and one championship as Muay Thai Fighter 🏆 and win those Fights and make us and Bengal proud 💘 And I'm that Lucky Guy 🥰 She is that girl who will make India Proud after Puja Tomar ❤❤❤ Her life will be turned into a biography, and that will inspire millions of women, and empower them, because she is not just a girl she is a Nari, and her story is a story of every woman and worse actually, but the spectacular thing is how she has not given up, she has literally stood against all odds because she is the Form of Ma Hare Krishna 🙏💙 🧿🤞🍀
তোমার চ্যানেল টা আমার খুব খুবই প্ৰিয়। আমার জানাশোনা প্রচুর বন্ধু আত্মীয় পরিচিত প্রত্যেকে তোমার সহানুভূতি সম্পন্ন রিভিউ খুব পছন্দ করে। কিন্তু তোমার সাবস্ক্রাইবার যে গতিতে বাড়ার কথা ছিল, সেভাবে বাড়ছে না কেন?
অনেক ধন্যবাদ, সাবস্ক্রাইবার যে গতিতে বাড়ার কথা ছিল সেই গতিতে কেন বাড়ছে না তার কোনো উত্তর আমার জানা নেই। তবে ইউটিউবে আমার নিজের আর্নিং আর গ্রোথ নিয়ে আমি খুশি 👍😊
I may compare you with Dev Anand and Dilip Kumar who used to launch their superhit movies once in a year 😅. You too come with some superhit content once in a week or ten days. Good luck Mr Banerjee 😊
আপনার আগের ক্যামেরাটা কম দামি হলেও ভালো ছিলো। এটা লাইট এক্সপোজ করতে পারছে না ঠিক ভাবে। ডিরেক্ট আলোর সোর্স এলেই ওভার এক্সপোজড হয়ে যাচ্ছে। যেহেতু বেশিরভাগ দিন রাতের বেলা বা সন্ধ্যে বেলা কাজ করেন তাই মনে হয় এটা নিয়ে একটু ভাববেন। আজ যেমন অনেক সময় কবিরাজি ঝলসে গেছিলো
কবিরাজি ঝলসে যায়নি, ওখানে একটা ট্রাঞ্জিশন ব্যবহার করেছি। আমার তো মনে হয় না যে লাইট ওভার এক্সপোজ হয়। ভিডিও এডিট করার সময় অন্তত ২০০ বার ভিডিও দেখি। আর আমি ক্যামেরা চেঞ্জ করিনি ক্যামেরা একই আছে Sony ZV e10 আমি লেন্স পাল্টেছি Sony 11mm F1.4 ক্যামেরা পাল্টাইনি।
This is not a part of the Original Allen Kitchen, the owner of this outlet always says it's a part even when I asked 2.5 years back. But the original owner did not agree on this. You can see the difference in the name too. They have added SAVEURS DE CALCUTTA. Please do a cross-check.
Alen - নর্থ কলকাতার এলেনে ক্লিয়ার লেখা আছে যে আমাদের কোনো শাখা নেই ,,, কেন লিখে রেখেছে জানি না। Novelty - সিক কাবাব যখন পেঁয়াজ শিমলা দিয়ে টস করে বানানো হয় তখন কাবাবের moisture কমে যায় আর একটু হার্ড হয়ে যায়।
আমি নিজেই মাসখানেক আগে নর্থ কলকাতার অ্যালেনে গিয়েছিলাম ভিডিও করতে, চ্যানেলে আছে সেই ভিডিও। সেই ভিডিওটা যখন ফেসবুকে পোস্ট করলাম তখন বেশ কিছু কমেন্টের মাধ্যমে জানতে পারি যে এনাদের সাউথেও একটা আউটলেট আছে। জয়ন্ত বাবু যিনি এই দোকানের মালিক তিনি ওই একই ফ্যামিলির মানুষ, শেফের কাজ করেছেন অনেক বছর। নভেলটির অনেক রেকমেন্ডেশন ফেসবুকে পেয়েছিলাম কিন্তু সেদিন নিজে খেতে গিয়ে খাবারগুলোর স্বাদ খুব একটা দুর্দান্ত ছিল এমন বলতে পারি না
নভেলটি হোটেলে মেনু কার্ড খুঁজে পাইনি, একজন ওয়েটারের সাথে আলোচনা করে খাবার অর্ডার দিয়েছিলাম। ওরা আমাকে কোন লিখিত বিলও দেয়নি, আমার মোট খাবারের দাম মুখে বলে দিয়েছিল, যদি বিলও দিত তাহলে আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল খাবারের দাম বিল দেখে ভিডিওতে লিখে দিতাম। নভেলটি হোটেলে আমি ভিডিওতে যে খাবার দেখিয়েছি তার সাথে এক লিটারের একটা জলের বোতল এবং একটা বাটার চিকেন যেটা বাড়ির জন্য প্যাক করেছিলাম এইসব মিলিয়ে ৬০৫ টাকা UPI পেমেন্ট করেছিলাম।
এপ্রিল মাসে আমার একটা ডিটেল ভিডিও এসেছিল একটা মিষ্টির দোকানের। ডানকুনির সেই মিষ্টির দোকানের নাম বাবুমশাই সুইটস। তার আগেও আমি ২০২২ সালে একটা ডিটেল মিষ্টির ভিডিও করেছিলাম সিঙ্গুরের সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডারের। এই ২০২২ সালেই আমার আরেকটা ভিডিও এসেছিল যাতে নকুর মিষ্টির দোকান কি আমি ডিটেলে ফিচার করেছিলাম। এছাড়াও আমার অনেক ভিডিওতে মিষ্টি দেখানো থাকে বেশ কিছু ভিডিওতে আছে। যেমন চন্দননগরে গিয়েছিলাম ২০২২ সালে সূর্য কুমার মোদকের ডিটেইল ভিডিও করেছিলাম। আগামী দিনে আরও মিষ্টির ভিডিও নিশ্চয়ই আসবে। কিন্তু মাথায় রাখতে হয় সব সময় যে পপুলার কনটেন্ট কোনটা
Allen এর মালিক পাহাড়া দিচ্ছে যাতে বাজে review না হয়। Review বাজে দিলেই এসে ঘাড় মটকে আপনাকে stew বানিয়ে খেয়ে নেবে! 😂 Cute বিষয় বেশ! 😊 Take it on a lighter note.
আগের দিন আমি আপনাকে আপনার সারথীর review দেওয়া footage এর প্রশংসা করেছিলাম। আজ সেই footage রেখে আমার view কে গুরুত্ব দিয়েছেন তার জন্য ও একটা ছোট্টো ধন্যবাদ। Content খুব ভালো হচ্ছে আপনার। Really good content in the name of food vlogging. ❤
সেই সুদূর বারাসত থেকে দক্ষিণ কলকাতা ছোঁয়া হাজরায় এসে Noveltyতে আপনার experienceটা আরেকটু novel হলে আমাদেরও ভাল লাগত। তবু আপনি ভ্লগের স্বার্থে যথাসম্ভব ভদ্রতা বজায় রেখে একটু নরম করে বলেছেন। আপনার সারথি চেষ্টা করেও তা পারেননি। In fact ওঁর মুখচ্ছবিটাই খাবারের item ভাললাগা মন্দর acid test হয়ে যাচ্ছে। তবে উনি আরেকটু camera friendly হলে আরেকটু ভাল লাগত - দশে সাত ? 😃 😊 Allen Kitchen-এর এই Hazra outletটা খাবারের পদগুলোর দামের নিরীখে বেশ premium মনে হলো। যেমন সেঁকা পাঁউরুটি (যতই Oregano ছড়ানো গালভরা নাম Garlic Bread হোক না কেন) সহযোগে তিন টুকরো মাংস দেওয়া Mutton Stew - Rs.350/- আর খিদিরপুরের India Restaurant এ ওই একই নামের itemএর মূল্য (পাঁউরুটি নেই, চার টুকরো মাংস) - Rs. 305/-। বাকি পদগুলোর দাম কি ওদের শোভাবাজারের মূল দোকানটার সমান, নাকি সেগুলোও একটু premium - এই তথ্যটা আপনার ভ্লগে থাকলে কাজে লাগত। তবে এই ভ্লগটাতে আপনি (যদি খুব ভুল না বুঝে থাকি) ভাত প্রেমী হয়েও দুটো জায়গার একটাতেও ভাত / পোলাও ট্রাই করলেন না - এটাতে কিন্ত একটা novelty ছিল। 😃 তবে মনে হয়ে Noveltyতে চিকেন কাবাবটা আপনার পরোটা দিয়ে খাওয়ার ইচ্ছে ছিল। একবার কি - "... কাবাব-পরোটাটা খেতে বেশ ভালোই ..." বললেন (হয়ত ভুল শুনে থাকতে পারি) ? কিন্তু সব মিলিয়ে একটা ভাল content সমৃদ্ধ enjoyable video। অভিনন্দন ও শুভেচ্ছা।
এই সারথিকে দেখাতে শুরু করলে রথের চাকা বসে যাবার সম্ভাবনা প্রবল ! একটু সামন্ততান্ত্রিক কথা মনে হলেও এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে অনুরোধ করছি শুভ্রকে। আপনার সুভদ্র, মার্জিত বাচনভঙ্গি, সদাহাস্যময় মুখাবয়ব, সবই কিন্তু এই সাফল্যের উপাদান যা আসতে প্রয়োজনাতিরিক্ত দেরী হয়েছে আমাদের উদাসীনতার দোষে। রাহুলের শ্রীকান্ত কান্ড থেকে আগাম শিক্ষা নিলে উপকার পাবেন। ওকে ছাড়া টেবিলে বসবোই না জাতীয় মানবিকতা দেখানোর মানসিকতা এখন প্রবল হাস্যকর হয়ে দাঁড়িয়েছে ডাহা অশিক্ষিত শ্রীকান্তর ব্যবহারের প্রতিদানে !
বারাসাত কিন্তু খুব একটা সুদূর নয় হাজরা থেকে, গাড়িতে রাস্তা ফাঁকা থাকলে এক ঘন্টা ১০-১৫ মিনিটের মধ্যে পৌঁছিয়ে যাওয়া যায়। নভেলটি হোটেলের খুব ভালো ভালো রেকমেন্ডেশন আমার ফেসবুক পেজে অনেকেই অনেকদিন ধরে দিচ্ছিলেন সেই জন্য এখানকার খাবার নিয়ে আমার মনের মধ্যে একটা এক্সপেক্টেশন তৈরি হয়েছিল, খাবারগুলো দেখতেও লাগছিল দারুন কিন্তু খাবারগুলোর স্বাদের কিছুটা ঘাটতি ছিল যেটা আমার মনে হয়েছে। অ্যালেনের ক্ষেত্রে ওই একই কথা ওনাদের যে সাউথ কলকাতা ব্রাঞ্চ আছে সেটাই আমি আগের ভিডিও যখন ফেসবুকে পোস্ট করি তার কমেন্ট থেকে জেনেছিলাম, তারপরে instagram এ জয়ন্তবাবু যোগাযোগ করেন সেই জন্য যাওয়া। মাটন স্টু এর দামটা একটু উপরের দিকে, আরেক পিস মাটন থাকলে সামঞ্জস্যপূর্ণ হত। চিকেন কাটলেট আবার ওনাদের নর্থের আউটলেট এর দামের সাথে সামঞ্জস্যপূর্ণ। বাকি চারপাতা জোড়া মেনু আমি সব খাবারের দাম দেখতে পারিনি। সত্যি কথা বলতে কাবাব দিয়ে পরোটা খাবার ইচ্ছাটা আমার ছিল, কিন্তু এত গরম তাই সেই ইচ্ছাটাকে আমি কন্ট্রোল করলাম। বেশ অনেকদিন বাদে আপনার কমেন্ট পেলাম ভালো লাগল, ভিডিওটা দেখার জন্য অনেক থ্যাঙ্ক ইউ।।
অ্যালেন কিচেনে যে খাবার খেয়েছি তার দাম বলে দিয়েছি, একেবারে স্ক্রিনে লিখে দিয়েছি। নভেলটি হোটেলে মেনু কার্ড খুঁজে পাইনি, ওয়েটারদের সাথে আলোচনা করে খাবার অর্ডার দিয়েছিলাম। ওরা আমাকে কোন রিটেন বিলও দেয়নি, যদি বিলও দিত তাহলে আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল খাবারের দাম বিল দেখে ভিডিওতে লিখে দিতাম। নভেলটি হোটেলে আমি ভিডিওতে যে খাবার দেখিয়েছি তার সাথে এক লিটারের একটা জলের বোতল এবং একটা বাটার চিকেন যেটা বাড়ির জন্য প্যাক করেছিলাম এইসব মিলিয়ে ৬০৫ টাকা পেমেন্ট করেছিলাম।
দাদা তুমি একমাত্র ফুড ব্লগার কলকাতাতে খুব কুল মাইন্ডে করো তোমার কাছে একটা রিকোয়েস্ট তুমি দুই তিনটার বেশি আইটেম খেওনা, এর বেশি খেয়ে যদি ফুট ব্লগিং করো তাহলে তোমারে টেস্ট লাগবেনা , আমরা মানুষ তো না কে কতটুকু খেতে পারে আমরা জানি 🙏🙏🙏 যদি ভুল বলি মাফ করবেন, কথাটা ভাববেন একটু
বাংলায় হাতে গোনা কয়েকজন ঠিকঠাক food bloggers আছে। তুমিও তাদের মধ্যে একজন। প্রতি টা ভিডিও দেখি খুব ভালো লাগে❤
ধন্যবাদ
Ekdom sotti kotha khub poriskar vlog
অনেক ফুড ব্লগিং দেখি। কিন্তু আপনার বক্তব্য এবং সেটার উপস্থাপন অন্যরকম একটা আনন্দের মাত্রা যোগ করে। কেনো জানিনা মনেহয় ফুড ব্লগিং এর পাশাপাশি আপনি যদি কলকাতা শহর তার ইতিহাস এবং ঐতিহাসিক কিছু জায়গা এভাবে বলেন দারুন লাগবে। অসাধারণ লাগবে। 🎉❤
I have been here consecutively for two days now, mr jayanta saha is very friendly and gives many tips about food and is extremely knowledgeable about food. What i like here is that you have choice of rich food and light food. I had the chickent stew with green salad and one paratha just too good. Tucked away near hazra mor this place is a must go.
When a perfect gentlemen presents an episode with a positive vive, it is bound to be be hit. Best wishes .
So nice of you thanks
Good content... neutral reviews....besh bhalo....👍
Obviously aami kheyechi.
Valo laglo SIR video ta .
👌👌🙏🙏💙💙
Bhalo episode.....✌
দাদা ভিডিও টা 10/10 দেবো।❤❤❤
Darun darun presentation. ❤️😍😊
😊😊
Baah darun r ekta video 😊
😊😊
My favourite food blogger...
অসাধারণ❤বাঙালি মানেই mutton❤জয় বাংলা💚 জয় কোলকাতা💚 জয় মা দুর্গা❤
Dekha korar ichhe onekdiner. Kolkatai thaki na bolei meetup e jawai hoi na. All the best Subhro Da♥️
😊😊😊👍
Khub Valo lagacha ❤❤
Good discovery. Was not aware that my all-time favourite from Allen is available in South Kolkata. Will definitely try the prawn cutlet when I will be in Kolkata next month. Nice video.
I hope you'll enjoy, thanks for watching
রুচিশীল সব ফুড ব্লগার সবসময় পছন্দের।
Ei just phirlam dhakai kachchi te dinner sere.. akdom e onno rokom er platter khelam aj k. Besh legeche. Jeev ta shadharonoto obbhosto noy, tobe khub upobhog korlam. Vlog tar jnno dhonnobad.... ❤🙏
আমি ভিডিওতে বলেছিলাম যে আমাদের পরিচিত স্বাদ নয়, কিন্তু খোলা মনে বিচার করলে খাবারটা আশা করি ভালো লাগবে। আপনি এনজয় করেছেন যেন সত্যিই ভালো লাগল, যদি কোন ফিডব্যাক থাকে দোকানে দেবেন সবসময়।
@@GypsyBong akdom!
Chicken vhorta ar romalae rute all time awesome ❤❤
I really love to watch your food vlogs...as a bengali food vlogger u r really good..keep up the good work
😊😊
এর বিরিয়ানি ওর বিরিয়ানি, বিশাল বিশাল মাংস খন্ডের ভিড়ে আর খুলে গেলো খুলে গেলো চিৎকার এসব দেখতে দেখতে যখন ফুড ব্লগিং এর ওপর বিরক্তি চলে এসেছে, আপনার করা ভিডিও গুলি সত্যিই অনবদ্য। আপনাকে বিশ্বাস করে রেস্টুরেন্ট এ যাওয়া যেতে পারে। Well done Sir
ভিডিও এনজয় করার জন্য ধন্যবাদ
Jompesh Dada❤❤❤❤❤
Allen Kitchen Hazra Branch এ বহুবার খেয়েছি.... কোনোদিন কিন্তু disappointed hoi নি. সবদিক দিয়ে বেশ ভালো outlet ....জয়ন্ত বাবুর ব্যবহার ও খুব ভালো. 👍
💯💯💯
Drdanto Content With Detailing.
Superb as usual❤❤🎉🎉
I adore your way of explanations and presentation and also the way you do not make the video about yourself and give space to the other gentleman or anyone else you are making videos with-- which is commendable.. Thank you.
So nice of you
Nice video
Thanks
@@GypsyBong welcome sir 🥰🥰
Asadharon uposthapona ❤❤❤❤❤
So yummy. Hats off to shubhro for braving this heat and showing the same enthusiasm and appetite even in such terrible weather. Allen is famous for frying it's prawn cutlets in pure butter, have tasted the sovabazar one. Don't know how they can afford the xost, quite possibly it can give you a heart attack but it's yummy in your tummy. Glad to see south kolkata branch is keeping up the standards. Great going guys, keep up the good work. Take jal jeera sherbet for digestion in this heat, also kokum and Lassi are good. Bengali gondhoraj lime of course has no comparison. 👍🙏👌
Recently, Shobhabazar e Allen er Prawn Cutlet khelam. Ar ekdom fan hoye gelam..... Ekta unique taste....ar making process ta o unique.....
Cute little video @Shubhro Da
ধন্যবাদ
Amar jonmo Sovabazar metro r ekdom paase tai...Mitra Cafe,Allen Kitchen r Hatibagan er Naba Malancha....boddo nostalgic
Novelty r sathe amar ekta sundor smriti ache. Office tour theke raat 10:00 pm Hazra te Kortar sathe meet korechilam....tokhon Amake Novelty te niye giyechilo. Khabar er taste je khub bhalo chilo sheta bolbo naa kintu amader diner shesh ta khub bhalo bhabhe hoyechilo....Tai Novelty amar kache special !!
Allen kitchen er naam.onek sunechi kintu khaini. Ebar jawar ichche roilo.
Darun ❤
😊😊👍
Darun darun 🎉
Apnar blog dekhar ekta boro karon hoche apnar kotha bola .. eto sundar kotha bolen apni .. ami sure apni khub bhalo psychiatrist bah motivator hote parten ..
Nice🎉🎉❤❤
Allen's er innovation gulo besh bhalo laglo,mane juger songe oonarau tal miliye cholchen especially cheese burst er concept taah ar poribeshon tau darun stew tar along with the garlic bread puro ekta cafe er moto.
হ্যাঁ অ্যালেনের এই আউটলেট টা একদমই যুগের সাথে তাল মিলিয়ে চলছে মেনুতে প্রচুর অপশন আছে। আর খাবারের স্বাদ ও কোয়ালিটি আমার খুব ভালো লাগলো। আমিও ওই চিজ বার্স্ট আইটেমটা খেতাম, কিন্তু সেদিন আরেক জায়গায় যাওয়ার ছিল বলে আর ট্রাই করলাম না। ওদের মালিক যে ভদ্রলোককে দেখালাম ভিডিওতে জয়ন্ত বাবু উনি ৩০ বছর ফাইভ স্টার হোটেলের শেষ হিসেবে কাজ করেছেন অনেক বড় বড় জায়গায় কাজ করেছেন।।
Menu r link ta ektu add kore deben description e please. Ei shoptahe e jabo ekhane, hopefully experience ta bhalo hobe !
East and West suvro da is the best.❤
Darun video.. 😊
বৃষ্টির to nai এখনও 🎉🎉🎉🎉❤❤❤❤
13 tarikh rate nadia te bristi hoye chilo
বৃষ্টির আপাতত দেখা নাই, কিন্তু সেই দুঃখ ভুললাম এই সব দারুন দারুন খাবার দেখে। ❤
🙏🙏🙏
13 tarikh rate nadia te bristi hoye chilo
1:20 Remember her guys, whoever is reading this comment, in the coming few years, she is gonna be the one who will be representing India in the MMA and one championship as Muay Thai Fighter 🏆 and win those Fights and make us and Bengal proud 💘
And I'm that Lucky Guy 🥰
She is that girl who will make India Proud after Puja Tomar ❤❤❤
Her life will be turned into a biography, and that will inspire millions of women, and empower them, because she is not just a girl she is a Nari, and her story is a story of every woman and worse actually, but the spectacular thing is how she has not given up, she has literally stood against all odds because she is the Form of Ma
Hare Krishna 🙏💙
🧿🤞🍀
Amader Gariar Aponjoner tarka kheyo, darun
Sovabazar theke bolechilo hazra r sathey oder kono link nei ...
Darun😊😊
Novelty raat 1ta porjonto open thake. Khub popular
Starting ar song ta ki ekto bolben
Allen kitchen hazra outlet doesnt have delivery via swiggy etc
👏👏বাকি কথা পরে।
আচ্ছা বেশ 😊
Shuvra da@ darun
অন্য অনেক ছ্যাবলা ফুড ভ্লগারদের ভিড়ে যে গুটি কয়েক দৃষ্টি নন্দন উপস্থাপক রয়েছে তাঁদের মধ্যে আপনি অন্যতম
তোমার চ্যানেল টা আমার খুব খুবই প্ৰিয়। আমার জানাশোনা প্রচুর বন্ধু আত্মীয় পরিচিত প্রত্যেকে তোমার সহানুভূতি সম্পন্ন রিভিউ খুব পছন্দ করে। কিন্তু তোমার সাবস্ক্রাইবার যে গতিতে বাড়ার কথা ছিল, সেভাবে বাড়ছে না কেন?
অনেক ধন্যবাদ, সাবস্ক্রাইবার যে গতিতে বাড়ার কথা ছিল সেই গতিতে কেন বাড়ছে না তার কোনো উত্তর আমার জানা নেই। তবে ইউটিউবে আমার নিজের আর্নিং আর গ্রোথ নিয়ে আমি খুশি 👍😊
I may compare you with Dev Anand and Dilip Kumar who used to launch their superhit movies once in a year 😅. You too come with some superhit content once in a week or ten days.
Good luck Mr Banerjee 😊
মাসে আটখানা অথবা ছখানা সপ্তাহে দুটো কখনো সপ্তাহে একটা এমনই আমার ভিডিও আসে। দশ-বারো দিন পর পর তো আমি ভিডিও দিই না। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ
আপনার আগের ক্যামেরাটা কম দামি হলেও ভালো ছিলো। এটা লাইট এক্সপোজ করতে পারছে না ঠিক ভাবে। ডিরেক্ট আলোর সোর্স এলেই ওভার এক্সপোজড হয়ে যাচ্ছে। যেহেতু বেশিরভাগ দিন রাতের বেলা বা সন্ধ্যে বেলা কাজ করেন তাই মনে হয় এটা নিয়ে একটু ভাববেন। আজ যেমন অনেক সময় কবিরাজি ঝলসে গেছিলো
কবিরাজি ঝলসে যায়নি, ওখানে একটা ট্রাঞ্জিশন ব্যবহার করেছি। আমার তো মনে হয় না যে লাইট ওভার এক্সপোজ হয়। ভিডিও এডিট করার সময় অন্তত ২০০ বার ভিডিও দেখি। আর আমি ক্যামেরা চেঞ্জ করিনি ক্যামেরা একই আছে Sony ZV e10 আমি লেন্স পাল্টেছি Sony 11mm F1.4 ক্যামেরা পাল্টাইনি।
@@GypsyBong আরে শুভ্র দা ছাড়ুন তো এখানে সবাই প্রো লেভেল ক্যামেরা এক্সপার্ট বিনে পয়সায় কমেন্ট করতে পারছে করছে
thik e over expose lg6e
Ager lens tai anoon jodi over exposed hoi ni kintu ekto onnorokom @@GypsyBong
@@GypsyBong4:31 te dekon
Bhalo video
Novelty ar tar pashei shetty hotel holo cheapest and best in entire Kolkata.
Good Bad (valo manda) video -Thanx a lot
This is not a part of the Original Allen Kitchen, the owner of this outlet always says it's a part even when I asked 2.5 years back. But the original owner did not agree on this. You can see the difference in the name too. They have added SAVEURS DE CALCUTTA. Please do a cross-check.
আবহাওয়া দপ্তরের কথা অনুসারে সারা দিন চাতক পাখির ন্যায় চেয়ে রইলাম আকাশের দিকে কোনো লক্ষণ তো দেখলুম না !! 🙂🙂
আমারও একই অবস্থা!
Novelty ar shetty hotel holo cheapest and best in entire Kolkata.
❤
Alen - নর্থ কলকাতার এলেনে ক্লিয়ার লেখা আছে যে আমাদের কোনো শাখা নেই ,,, কেন লিখে রেখেছে জানি না।
Novelty - সিক কাবাব যখন পেঁয়াজ শিমলা দিয়ে টস করে বানানো হয় তখন কাবাবের moisture কমে যায় আর একটু হার্ড হয়ে যায়।
আমি নিজেই মাসখানেক আগে নর্থ কলকাতার অ্যালেনে গিয়েছিলাম ভিডিও করতে, চ্যানেলে আছে সেই ভিডিও। সেই ভিডিওটা যখন ফেসবুকে পোস্ট করলাম তখন বেশ কিছু কমেন্টের মাধ্যমে জানতে পারি যে এনাদের সাউথেও একটা আউটলেট আছে। জয়ন্ত বাবু যিনি এই দোকানের মালিক তিনি ওই একই ফ্যামিলির মানুষ, শেফের কাজ করেছেন অনেক বছর। নভেলটির অনেক রেকমেন্ডেশন ফেসবুকে পেয়েছিলাম কিন্তু সেদিন নিজে খেতে গিয়ে খাবারগুলোর স্বাদ খুব একটা দুর্দান্ত ছিল এমন বলতে পারি না
Yes Subhro da. I watch your each and every video. Missed your word JOMPES in this video.
❤❤❤❤❤❤❤
যারা রান্না করে তারা মোস্ট important, কাকে নিচ্ছেন, ড্রেস, experience। Hygiene
Allen's er stew ta khetei hobe
আশাকরি ভালো লাগবে
Novelty r khabar er prices gulo bolun please
নভেলটি হোটেলে মেনু কার্ড খুঁজে পাইনি, একজন ওয়েটারের সাথে আলোচনা করে খাবার অর্ডার দিয়েছিলাম। ওরা আমাকে কোন লিখিত বিলও দেয়নি, আমার মোট খাবারের দাম মুখে বলে দিয়েছিল, যদি বিলও দিত তাহলে আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল খাবারের দাম বিল দেখে ভিডিওতে লিখে দিতাম। নভেলটি হোটেলে আমি ভিডিওতে যে খাবার দেখিয়েছি তার সাথে এক লিটারের একটা জলের বোতল এবং একটা বাটার চিকেন যেটা বাড়ির জন্য প্যাক করেছিলাম এইসব মিলিয়ে ৬০৫ টাকা UPI পেমেন্ট করেছিলাম।
Sethi hotel at hazra is best
I'll definitely visit next time
Proti ta khabar ke eto sundor bornona apni e dite paren... Ek matro apni
ধন্যবাদ
Three cheers for "Allen kitchen".....Three cheers for "GypsyBong".....🙏🌹👍
🤗
আপনারা 'মটন' কেনো বলেন? 'নাটন' বললে ঝামেলা কোথায়?
I was not aware also.
😊😊
❤❤❤❤❤❤❤❤👍👍👍👍👍👍👍👍👍
😊😊
Apnar sathe ki Javed na onyo kau?
আমার গাড়ি দুজন চালায় একজনের নাম জাভেদ তার একজনের নাম রবিউল, দুজনকেই আমি মাঝে মাঝেই আমার ভিডিওটা দেখিয়েছি। এই ভিডিওতে আমার সাথে রবি ছিল।
Attitude King 😂sala
Mach ,mangso to anek vedeo korlen abar aktu mistir opor blog korun na... Kolkata or Kolkata r bairer different sweet shop er.
এপ্রিল মাসে আমার একটা ডিটেল ভিডিও এসেছিল একটা মিষ্টির দোকানের। ডানকুনির সেই মিষ্টির দোকানের নাম বাবুমশাই সুইটস। তার আগেও আমি ২০২২ সালে একটা ডিটেল মিষ্টির ভিডিও করেছিলাম সিঙ্গুরের সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডারের। এই ২০২২ সালেই আমার আরেকটা ভিডিও এসেছিল যাতে নকুর মিষ্টির দোকান কি আমি ডিটেলে ফিচার করেছিলাম। এছাড়াও আমার অনেক ভিডিওতে মিষ্টি দেখানো থাকে বেশ কিছু ভিডিওতে আছে। যেমন চন্দননগরে গিয়েছিলাম ২০২২ সালে সূর্য কুমার মোদকের ডিটেইল ভিডিও করেছিলাম। আগামী দিনে আরও মিষ্টির ভিডিও নিশ্চয়ই আসবে। কিন্তু মাথায় রাখতে হয় সব সময় যে পপুলার কনটেন্ট কোনটা
Dada. Ai gorom a aisob junk na kheye barite home made food cooking banao. Tmr hater ranna dekhbo. Valo lagbe.
😊😊
Chicken varta er dam kato
Allen এর মালিক পাহাড়া দিচ্ছে যাতে বাজে review না হয়। Review বাজে দিলেই এসে ঘাড় মটকে আপনাকে stew বানিয়ে খেয়ে নেবে! 😂 Cute বিষয় বেশ! 😊 Take it on a lighter note.
😄😄😄
আগের দিন আমি আপনাকে আপনার সারথীর review দেওয়া footage এর প্রশংসা করেছিলাম। আজ সেই footage রেখে আমার view কে গুরুত্ব দিয়েছেন তার জন্য ও একটা ছোট্টো ধন্যবাদ।
Content খুব ভালো হচ্ছে আপনার। Really good content in the name of food vlogging. ❤
সেই সুদূর বারাসত থেকে দক্ষিণ কলকাতা ছোঁয়া হাজরায় এসে Noveltyতে আপনার experienceটা আরেকটু novel হলে আমাদেরও ভাল লাগত।
তবু আপনি ভ্লগের স্বার্থে যথাসম্ভব ভদ্রতা বজায় রেখে একটু নরম করে বলেছেন। আপনার সারথি চেষ্টা করেও তা পারেননি। In fact ওঁর মুখচ্ছবিটাই খাবারের item ভাললাগা মন্দর
acid test হয়ে যাচ্ছে।
তবে উনি আরেকটু camera friendly হলে আরেকটু ভাল লাগত - দশে সাত ? 😃 😊
Allen Kitchen-এর এই Hazra outletটা খাবারের পদগুলোর দামের নিরীখে বেশ premium মনে হলো। যেমন সেঁকা পাঁউরুটি (যতই Oregano ছড়ানো গালভরা নাম Garlic Bread হোক না কেন) সহযোগে তিন টুকরো মাংস দেওয়া Mutton Stew - Rs.350/- আর খিদিরপুরের India Restaurant এ ওই একই নামের itemএর মূল্য (পাঁউরুটি নেই, চার টুকরো মাংস) - Rs. 305/-।
বাকি পদগুলোর দাম কি ওদের শোভাবাজারের মূল দোকানটার সমান, নাকি সেগুলোও একটু premium - এই তথ্যটা আপনার ভ্লগে থাকলে কাজে লাগত।
তবে এই ভ্লগটাতে আপনি (যদি খুব ভুল না বুঝে থাকি) ভাত প্রেমী হয়েও দুটো জায়গার একটাতেও ভাত / পোলাও ট্রাই করলেন না - এটাতে কিন্ত একটা novelty ছিল। 😃
তবে মনে হয়ে Noveltyতে চিকেন কাবাবটা আপনার পরোটা দিয়ে খাওয়ার ইচ্ছে ছিল। একবার কি - "... কাবাব-পরোটাটা খেতে বেশ ভালোই ..." বললেন (হয়ত ভুল শুনে থাকতে পারি) ?
কিন্তু সব মিলিয়ে একটা ভাল content সমৃদ্ধ enjoyable video।
অভিনন্দন ও শুভেচ্ছা।
এই সারথিকে দেখাতে শুরু করলে রথের চাকা বসে যাবার সম্ভাবনা প্রবল ! একটু সামন্ততান্ত্রিক কথা মনে হলেও এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে অনুরোধ করছি শুভ্রকে। আপনার সুভদ্র, মার্জিত বাচনভঙ্গি, সদাহাস্যময় মুখাবয়ব, সবই কিন্তু এই সাফল্যের উপাদান যা আসতে প্রয়োজনাতিরিক্ত দেরী হয়েছে আমাদের উদাসীনতার দোষে। রাহুলের শ্রীকান্ত কান্ড থেকে আগাম শিক্ষা নিলে উপকার পাবেন। ওকে ছাড়া টেবিলে বসবোই না জাতীয় মানবিকতা দেখানোর মানসিকতা এখন প্রবল হাস্যকর হয়ে দাঁড়িয়েছে ডাহা অশিক্ষিত শ্রীকান্তর ব্যবহারের প্রতিদানে !
বারাসাত কিন্তু খুব একটা সুদূর নয় হাজরা থেকে, গাড়িতে রাস্তা ফাঁকা থাকলে এক ঘন্টা ১০-১৫ মিনিটের মধ্যে পৌঁছিয়ে যাওয়া যায়। নভেলটি হোটেলের খুব ভালো ভালো রেকমেন্ডেশন আমার ফেসবুক পেজে অনেকেই অনেকদিন ধরে দিচ্ছিলেন সেই জন্য এখানকার খাবার নিয়ে আমার মনের মধ্যে একটা এক্সপেক্টেশন তৈরি হয়েছিল, খাবারগুলো দেখতেও লাগছিল দারুন কিন্তু খাবারগুলোর স্বাদের কিছুটা ঘাটতি ছিল যেটা আমার মনে হয়েছে। অ্যালেনের ক্ষেত্রে ওই একই কথা ওনাদের যে সাউথ কলকাতা ব্রাঞ্চ আছে সেটাই আমি আগের ভিডিও যখন ফেসবুকে পোস্ট করি তার কমেন্ট থেকে জেনেছিলাম, তারপরে instagram এ জয়ন্তবাবু যোগাযোগ করেন সেই জন্য যাওয়া। মাটন স্টু এর দামটা একটু উপরের দিকে, আরেক পিস মাটন থাকলে সামঞ্জস্যপূর্ণ হত। চিকেন কাটলেট আবার ওনাদের নর্থের আউটলেট এর দামের সাথে সামঞ্জস্যপূর্ণ। বাকি চারপাতা জোড়া মেনু আমি সব খাবারের দাম দেখতে পারিনি। সত্যি কথা বলতে কাবাব দিয়ে পরোটা খাবার ইচ্ছাটা আমার ছিল, কিন্তু এত গরম তাই সেই ইচ্ছাটাকে আমি কন্ট্রোল করলাম। বেশ অনেকদিন বাদে আপনার কমেন্ট পেলাম ভালো লাগল, ভিডিওটা দেখার জন্য অনেক থ্যাঙ্ক ইউ।।
.
Ajke dam gulo bollen na
অ্যালেন কিচেনে যে খাবার খেয়েছি তার দাম বলে দিয়েছি, একেবারে স্ক্রিনে লিখে দিয়েছি। নভেলটি হোটেলে মেনু কার্ড খুঁজে পাইনি, ওয়েটারদের সাথে আলোচনা করে খাবার অর্ডার দিয়েছিলাম। ওরা আমাকে কোন রিটেন বিলও দেয়নি, যদি বিলও দিত তাহলে আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল খাবারের দাম বিল দেখে ভিডিওতে লিখে দিতাম। নভেলটি হোটেলে আমি ভিডিওতে যে খাবার দেখিয়েছি তার সাথে এক লিটারের একটা জলের বোতল এবং একটা বাটার চিকেন যেটা বাড়ির জন্য প্যাক করেছিলাম এইসব মিলিয়ে ৬০৫ টাকা পেমেন্ট করেছিলাম।
দাদা তুমি একমাত্র ফুড ব্লগার কলকাতাতে খুব কুল মাইন্ডে করো তোমার কাছে একটা রিকোয়েস্ট তুমি দুই তিনটার বেশি আইটেম খেওনা, এর বেশি খেয়ে যদি ফুট ব্লগিং করো তাহলে তোমারে টেস্ট লাগবেনা , আমরা মানুষ তো না কে কতটুকু খেতে পারে আমরা জানি 🙏🙏🙏 যদি ভুল বলি মাফ করবেন, কথাটা ভাববেন একটু
মাছে ভাতে মাংসে বাঙালি 🎉❤❤🎉
জয় বাংলা জয় বাঙালি 🤳✌️💪✊🙏 5:16
Amio khete bhalobasi. Apnar sathe kaaj korte chai tai.😅
Amio
😊