BRTA Car Driving License Practical Test Bangladesh 2025. or কার জিগজাগ পরিক্ষা ২০২৫।

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 296

  • @mdrobiulislam4813
    @mdrobiulislam4813 3 года назад +49

    অনেক বেশি ধন্যবাদ ভাই আপনাকে। এত সুন্দর করে তথ্য উপাত্ত সহকারে এত সহজ ভাবে কেও শিখায়নি।

  • @জানারআছেঅনেককিছু-স৯ঞ

    এই সূত্রটা অনেক কাজে লাগছে, আমি প্যাকট্রিক্যাল পরীক্ষায় এ ফর্মূলায় পাশ করেছি। ধন্যবাদ আপনাদের সুন্দর এই ভিডিওর জন্য।

  • @md.hasantalukder8979
    @md.hasantalukder8979 3 года назад +88

    গত ১৪ তারিখে আপনার কাছে জিগজ্যাক পারকিং ২ ঘন্টা শিখে এসে ১৫ তারিখ (আজ) ড্রাইভিং পরিক্ষা দিলাম বি আর টি এ পাস করে গেলাম,

    • @islamdrivingschool
      @islamdrivingschool  3 года назад +4

      শুভ কামনা রইলো।

    • @sktintin3989
      @sktintin3989 3 года назад

      মিথ্যুক

    • @SheikhDM
      @SheikhDM 3 года назад +1

      ভাই আপনি কত দিয়ে driving শিখেছেন

    • @islamdrivingschool
      @islamdrivingschool  3 года назад

      অটো ও ম্যানুয়াল গিয়ার গাড়ি,পার্কিং,ট্রাফিক সিগনাল,রোড সাইন,মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর মোটর ড্রাইভিং সংক্রান্ত বিভিন্ন ধারা অপরাধ ও শাস্তি সমূহ,মোটরযান মেইনটেনেন্স,রক্ষণাবেক্ষণ,
      বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ড্রাইভিং লাইসেন্স কারার পরিক্ষা সহ একজন দক্ষ চালক হওয়ার সকল বিষয় প্রশিক্ষণ দেওয়া হয়।
      ক্লাস সপ্তাহে ছয় দিন সকাল ৬ঃ০০ টা থেকে দুপুর ০১ঃ০০ পর্যন্ত,বিকাল ৪ঃ০০টা থেকে রাত ৮ঃ৩০টা পর্যন্ত, ৩০ ক্লাস ৩০ মিনিট করে।
      সর্বোচ্চ ৪৫ দিনের মধ্যে শেষ করতে হবে, শুক্রবার বন্ধ।
      কোর্স ফি ৭০০০/- সাত হাজার টাকা।
      বিঃ দ্রঃ বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স করার জন্য পূর্ণ সহযোগীতা করা হয়।
      বিডিআর মাঠ হালিশহর চট্টগ্রাম
      01711063818

    • @abdulalam46
      @abdulalam46 3 года назад

      আলহামদুলিল্লাহ

  • @riyadahmed9130
    @riyadahmed9130 16 дней назад

    মাশাল্লাহ। আপনি যে ধরনের ধারণা দিয়েছেন আমি এই সিস্টেমেই ড্রাইভ করি। কোন দিন ও গাড়িতে সামান্য আচর লাগায়নি। অনেক কে ড্রাইভিং শিখিয়েছি ওটা এখন বিদেশে ও গাড়ি চালায়। অনেক ভালো ড্রাইভার ও হয়েছে ওরা । কিন্তু ওরা আমাকে ওস্তাদ বলে সম্বোধন করে।

  • @anamulhasan4098
    @anamulhasan4098 4 года назад +9

    অসাধারণ, প্রথমবার দেখলাম, মুগ্ধ হলাম, লাইক দিলাম, সাবস্ক্রাইব করলাম। নোটিফিকেশন অন করে দিলাম। আর শুভকামনা তো থাকলই।

    • @islamdrivingschool
      @islamdrivingschool  4 года назад

      আপনাদের অনুপ্রেরণা আগামীতে ভাল কাজে আগ্রহ ও দায়িত্ব আরো বেড়ে যায়।
      ধন্যবাদ আপনাকে

  • @abirhasan5901
    @abirhasan5901 2 месяца назад +2

    ভাই আপনের ভিডিও দেখে অনেক ভালো লাগছে আত্ববিশ্বাস বেড়ে গেছে

  • @tajulislam2082
    @tajulislam2082 2 года назад +4

    ৩০ আগস্ট আমার পেট্রিকেল পরিক্ষা। আপনার এই ভিডিও থেকে অনেক কিছু শিক্তে পারলাম, দোয়া চাই আমি যেন পরিক্ষায় পাশ করতে পারি

  • @mohammadhalaluddin7329
    @mohammadhalaluddin7329 3 месяца назад +2

    আপনার ভিডিও যে দেখে, মনে রেখে পরীক্ষা দিবে সে পাসস করবে ইনশাল্লাহ

  • @rabeyasultana317
    @rabeyasultana317 3 года назад +3

    ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ । আগামী ৩০ ডিসেম্বর ২০২১ আমার ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা। যারা ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দেবে এই ভিডিওটা তাদের সবার উপকারে আসবে। আপনার তৈরি ভিডিওর ক্যালকুলেশন অনুযায়ী যদি ড্রাইভিং করতে পারি তাহলে পাশ করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন।

  • @matiurrahman-i4x
    @matiurrahman-i4x Год назад +4

    আপনার পার্কিং শেখার সুত্রটা অনেক সুন্দর, সম্ভব হলে আরো পার্কিং শেখার সহজ নিয়ম ও সুত্র দিবেন।

    • @islamdrivingschool
      @islamdrivingschool  Год назад

      অপেক্ষা করুন সামনে আসবে

  • @saikacreator6854
    @saikacreator6854 2 года назад +7

    ধন্যবাদ এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য 😍

  • @raselhossainapon7904
    @raselhossainapon7904 3 года назад +8

    লিখিত পরীক্ষায় এবং মৌখিক পরীক্ষায় যেসকল প্রশ্নের সম্মুখীন হতে হয় সেগুলো নিয়ে একটা ভিডিও প্রত্যাশা করছি৷। আশা করি আপনি এই সমাধানটা করে দিবেন।

    • @islamdrivingschool
      @islamdrivingschool  3 года назад

      মৌখিক পরিক্ষার লিংক
      ruclips.net/video/XNqClYTdt5M/видео.html

  • @sinthianahinsvlog9809
    @sinthianahinsvlog9809 Год назад

    অবশেষে আপনার কাছ থেকে বুঝতে পারলাম। অনেক ধন্যবাদ।

  • @KnowTheNewOfficial
    @KnowTheNewOfficial 2 года назад +2

    সুন্দর বুঝানো হয়েছে তবে আমার একটা প্রশ্ন আছে সেটা হল যে বাস্তব জীবনে রাস্তায় কখনো reverse zigzag করার প্রয়োজনীয়তা দেখি নাই আর রাস্তায় সেটা কখনো সম্ভব ও না তাহলে কেনো শুধু শুধু reverse zigzag নিয়ে মাথা নষ্ট করা হয়? এটাই তো বুঝলাম না। সামনে, পেছনে, ডানে, বামে ও এল পার্কিং এই কয়টা জানলে দুনিয়ার সব জায়গা তে স্বাভাবিক ভাবেই গাড়ি চালানো যাবে ও সম্ভব তাহলে এই reverse zigzag নিয়ে এত বেশি মাতামাতি কেনো? ওই পাশ করার জন্য শিখে নিলে কি সারা জীবন মনে থাকবে? কোনও দিনও থাকবে না, আর যারা ড্রাইভার তাদের বাস্তব জীবনে রাস্তায় বছরে একবার ও এই reverse zigzag করার প্রয়োজন হয় না ও হবে না এটা হলো বাস্তবতা 👉, ওই পাস করার জন্য ফেল করানোর জন্য ফালতু একটা নিয়ম বের করে মানুষ কে বোকা বানানো হচ্ছে আর কিছুই না 👉

    • @RobiulAwal-y2q
      @RobiulAwal-y2q Год назад +1

      ঠিক বলেছেন

    • @MDHAZRATAlIOpenAI
      @MDHAZRATAlIOpenAI 9 месяцев назад

      এইটা কোনো কথা? পাগলের মতো বকে গেলেন" যে এটা পারবে, এবং বুঝবে, সেই কেবল পারফেক্ট!!!!! আপনি যা করেন, কল্লা ঘুরিয়ে করেন" 😅😅😅😅

  • @sujonhasan7775
    @sujonhasan7775 3 года назад +5

    ভাই এই পার্কিং তো অনেক সহজ।
    ২বার দিয়েছি।

  • @sayfulofficial1115
    @sayfulofficial1115 3 месяца назад

    আসসালামুয়ালাইকুম। ধন্যবাদ প্রিয় ভাই সুন্দর একটি শিক্ষনীয় ভিডিও আপলোড করার জন্য অনেক কিছু শিখতে পারলাম❤❤❤

  • @mdismailhossenjihad1080
    @mdismailhossenjihad1080 3 года назад +5

    এরকম ভাবে কেউ বুঝিয়ে বলে নি,
    সবসময় সালাম।

  • @shangkardas-ki3bm
    @shangkardas-ki3bm 10 месяцев назад

    অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য

  • @MdNasir-oe4er
    @MdNasir-oe4er 8 месяцев назад

    আসসালামু আলাইকুম ভাইয়া গুড আইডিয়া খুব সুন্দর দেখালেন

  • @martinbird8324
    @martinbird8324 4 месяца назад

    ❤❤❤ আগামী ২৬/১১/২৪ আমার ড্রাইভিং পরীক্ষা। ইনশাআল্লাহ আপনার ভিডিওটা কাজে আসবে।❤❤❤

  • @hashiburhashibur1140
    @hashiburhashibur1140 3 года назад +4

    খুব ভাল লাগলো ভাই,আপনাকে অনেক ধন্যবাদ।

  • @hridoychowdhury2956
    @hridoychowdhury2956 2 года назад +1

    ধন্যবাদ ভাই! এতো কষ্ট করে বুঝিয়ে দেয়ার জন্য

  • @Ashiqul1998
    @Ashiqul1998 10 месяцев назад

    ধন্যবাদ ভাই সুন্দর ভিডিও এমন তাই চিন্তা করছিলাম

  • @atukalam2761
    @atukalam2761 2 года назад +1

    Vai, Thank you for your excellent method.

  • @mehedihasan-te7mk
    @mehedihasan-te7mk 3 года назад +1

    অসাধারণ ভিডিও টা ভাই কাজে লাগবে

  • @rajibbarua1844
    @rajibbarua1844 3 года назад +3

    অনেক উপকারী ভিডিও ভাই 😊😊
    অশেষ ধন্যবাদ ভাই 😊😊

  • @SOHEL.ABDUS-MP
    @SOHEL.ABDUS-MP 3 года назад

    Best of luck Bangladesh lady SHAIK HASINA Alhamdulillah hobee IN sha Allah Allah

  • @asifmahamud7907
    @asifmahamud7907 4 года назад +1

    Thanks vai!
    Ekdom sohoj kore disen ... Ekbar korar por aro easy lagse

    • @islamdrivingschool
      @islamdrivingschool  4 года назад

      সাথে থাকার জন্য ধন্যবাদ

  • @IELTSEVERYDAY-n5c
    @IELTSEVERYDAY-n5c 2 месяца назад

    Very helpful video and impressive, Thanks a lots sir 🎉

  • @mixinfobangla8954
    @mixinfobangla8954 Год назад

    দারুণ... দারুণ... দারুণ...!!!

  • @rajonvariousvideos
    @rajonvariousvideos 3 года назад +3

    ধন্যবাদ এত সুন্দর টেকনিক শিখানোর জন্য...

  • @pinkubiswas9351
    @pinkubiswas9351 3 года назад +1

    Thanks sir.i m from kuwait..most important video.

  • @HSHUNTER9877
    @HSHUNTER9877 Год назад

    Alhamdulillah Thanks Ostad❤❤❤

  • @NoName31123
    @NoName31123 Год назад

    Beautifully explained. Thank you 😊

  • @mdrobek991
    @mdrobek991 4 года назад +1

    খুব ভালো লাগলো, সাবস্ক্রাইব করে দিলাম

  • @ringtonesmania7628
    @ringtonesmania7628 2 года назад +1

    সুন্দর ভাবে বুঝেয়েছেন

  • @drmdfazlulbari8043
    @drmdfazlulbari8043 2 года назад +1

    খুব সুন্দর টিপস

  • @md.alihosen3263
    @md.alihosen3263 3 года назад +1

    চমৎকার একটা বিষয় ধন্যবাদ

    • @islamdrivingschool
      @islamdrivingschool  3 года назад

      সাথে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ

  • @abusiddique4390
    @abusiddique4390 2 года назад +2

    ধন্যবাদ স্যার। আমার একটা ছোট প্রশ্ন হলো আমরা যখন গাড়ি ডি1 বা ডি2 বা আর 1 বা আর 2 তে নিব তখন কি গাড়ির সামন বা পেছন পর্যন্ত নেব নাকি গাড়ির সামনের বা পেছনের চাকা বরাবর চিহ্নগুলো রাখব। দ্রুত জানালে উপকৃতি হবো কারণ এই মাসের শেষে আমার ড্রাইভিং লার্নার পরীক্ষা। আপনার দিন নিরাপদ হইক।

    • @islamdrivingschool
      @islamdrivingschool  2 года назад +1

      গাড়ির সামনের পিছনের ভাম্পার বরাবর রাখবেন

    • @abusiddique4390
      @abusiddique4390 2 года назад

      @@islamdrivingschool Many thanks. Stay safe

  • @MahmudulHasan-rk6ze
    @MahmudulHasan-rk6ze 4 года назад +1

    খুবই উপকারী ভিডিও

    • @islamdrivingschool
      @islamdrivingschool  4 года назад

      সাথে থাকার জন্য ধন্যবাদ

  • @shahmdriyad4384
    @shahmdriyad4384 Год назад +1

    অসাধারণ, ধন্যবাদ

  • @RobiulIslam-xt5rs
    @RobiulIslam-xt5rs 3 года назад +1

    I have benefited your video. Thanks for you.

  • @ashiqurrahman48
    @ashiqurrahman48 2 года назад +1

    অসাধারণ কৌশল

    • @islamdrivingschool
      @islamdrivingschool  2 года назад +1

      সাথে থাকার জন্য ধন্যবাদ 🌼

  • @AlMamun-kv3ln
    @AlMamun-kv3ln Год назад

    Khub vlo laglo vaiya

  • @rockeyrahman3304
    @rockeyrahman3304 2 года назад +3

    রিভার্স করার সময় গাড়ি ফুল কাটতে হবে নাকি হাফ কাটলে চলবে???

  • @mdrasel-uh3cv
    @mdrasel-uh3cv 3 года назад +1

    খুব সুন্দর হইছে ভাই

  • @SufiKothon
    @SufiKothon 3 года назад +1

    অসাধারণ

  • @mdarifulislam2645
    @mdarifulislam2645 4 года назад +3

    Thank you❤️❤️
    Chittagong best private card training School

  • @alaminhosen1616
    @alaminhosen1616 3 года назад +2

    ভাই সুত্র সহ L Parking দেখালে খুব উপকৃত হতাম।যদি একটু দেখাতেন।

    • @islamdrivingschool
      @islamdrivingschool  3 года назад +1

      পাবেন ইনশাআল্লাহ

    • @alaminhosen1616
      @alaminhosen1616 3 года назад

      @@islamdrivingschool ভাই আমার পরিক্ষা খুব নিকটে তো ২/৩ দিনের ভিতর দেখালে খুব উপকৃত হতাম।

  • @RushaSamiRannaGhor
    @RushaSamiRannaGhor Год назад

    দারুন

  • @AbuSayed-hl7kt
    @AbuSayed-hl7kt 9 месяцев назад

    উপকৃত ভিডিও

  • @smmotordrivingschool8359
    @smmotordrivingschool8359 3 года назад +1

    Good job

  • @joynalabedin5978
    @joynalabedin5978 3 года назад +2

    Mash Allah 👌👌👌👌

  • @mirahmed9924
    @mirahmed9924 2 года назад +1

    Very good training. Thanks

  • @limonislam1040
    @limonislam1040 2 года назад +1

    অনেক ধন্যবাদ ভাইয়া

  • @hashemali3770
    @hashemali3770 Год назад

    খুব ভালো

  • @qaritofaelahmadofficial5115
    @qaritofaelahmadofficial5115 Месяц назад

    অনেক ধন্যবাদ

  • @sfselim847
    @sfselim847 2 года назад

    ভালো লাগলো বিষয় টা

  • @sadesdey4
    @sadesdey4 3 года назад +1

    খুব ভালো লাগলো।ধন্যবাদ

    • @islamdrivingschool
      @islamdrivingschool  3 года назад

      সাথে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ...

  • @a.ssalman6061
    @a.ssalman6061 3 года назад +1

    স্যার,একটা এল পার্কিং এর ভিডিও বানালে আরও অনেকে উপকৃত হবে।

    • @islamdrivingschool
      @islamdrivingschool  3 года назад +1

      একটু অপেক্ষা করবেন এল পার্কিং বা ৯০’ ডিগ্রি পার্কিং ভিডিও আসছে।

  • @mdmominsarkar2735
    @mdmominsarkar2735 2 года назад

    Valo laglo vi thank you so much

  • @sohugmodak9408
    @sohugmodak9408 2 года назад +1

    Thnx vai ...

  • @mdarifulislam7981
    @mdarifulislam7981 3 года назад +1

    ভাই আমি আপনার কথা এবং সূত্র বুঝেছি, এখন আমার প্রশ্ন হলো পরীক্ষার সময় কি গাডি থামানো যায় কিনা সেটা নিয়ে চিন্তায় আছি, জানালে উপকৃত হবো

  • @abirhossen1348
    @abirhossen1348 2 года назад

    খুব সুন্দর

  • @shuvogaming3775
    @shuvogaming3775 3 года назад +2

    vaiya nice video❤️👌
    plzz next video

  • @abdulbaten9729
    @abdulbaten9729 3 года назад +1

    MashaAllah, Alhamdulillah

  • @rakibulhasan36
    @rakibulhasan36 3 года назад +1

    Very helpfull.. Tnx vi

  • @mdjihad1926
    @mdjihad1926 5 месяцев назад

    ধন্যবাদ ❤

  • @ismailhossain976
    @ismailhossain976 2 года назад

    Assalamualaikum bhai, Very good idea. Ami uae house driving 🚗 job kori 7 bochar Dore. Amar kachhe BRTC smart driving licence ha achhe expiry date 2019.ami ki ekhon bd aese driving licence renewal korte parbo. Ami mirpor tejgao 13 .theke bariyechi. Please tell me OK. Overall thank you brother.

  • @abdulalam46
    @abdulalam46 3 года назад +2

    ইনশাআল্লাহ

  • @amaderdesh
    @amaderdesh 2 года назад

    Very informative

  • @nayir96gaming
    @nayir96gaming 3 года назад

    Nice presentation. Thanks, brother.

  • @PrantikNath
    @PrantikNath Месяц назад

    driving shikhechi. license er jonno jigjag ta koyekdin practice korte chai. koto dite hobe janaben. amio ctg thaki

  • @sovourfaruk9889
    @sovourfaruk9889 3 года назад +1

    ভাই মিডিয়াম গাড়ির জিকজাক কি ভাবে হয় জানালে উপকৃত হব

  • @baganbilash1rony
    @baganbilash1rony 2 года назад +1

    অসাধারণ ❤️❤️❤️❤️

    • @islamdrivingschool
      @islamdrivingschool  2 года назад

      শুকরিয়া 💖

    • @baganbilash1rony
      @baganbilash1rony 2 года назад

      বড় ভাই একটা উপকার করেন। আপনার পরিচিত ঢাকায় কোন ট্রেনিং সেন্টার আছে যেখানে শুধু জিকজাক সিখতে পারবো। তাহলে নম্বটা দিবেন প্লিজ। ধন্যবাদ ভাই।

  • @boyes.will.winmuhammad2989
    @boyes.will.winmuhammad2989 3 года назад

    ১২-৯-২০২১ তারিখ লাইসেন্স পাওয়ার ডেট দিয়েছিলো এখনো পাইনাই।।কি করা যায়? আমার সব পরিক্ষা দেয়া হয়ে গেছে,, জানাইবেন প্লিজ

  • @mohammedbelal5620
    @mohammedbelal5620 4 года назад +1

    Thanks for your best technique for ever.

  • @sujoydas6857
    @sujoydas6857 3 года назад +1

    tnaks vai

  • @younusmia2928
    @younusmia2928 3 года назад +1

    ধন্যবাদ ভাইয়া

  • @ratulmahmud66n
    @ratulmahmud66n Год назад

    আমি ড্রাইভিং পরিক্ষায় মোটরসাইকেল আর গাড়ি দুইটাই দিয়েছি কিন্তু শুধু গাড়ি চালানো পারি। কি করবো

  • @MOHAMMEDRajak-n4j
    @MOHAMMEDRajak-n4j 3 месяца назад

    আমার আগমাী জানুয়ারি মাসের ০৫ তারিখে পরীক্ষার ডেট পরছে,আমি একটু টেনশনে আছি

  • @mdzakir3521
    @mdzakir3521 3 года назад +1

    Thanks for teach

  • @MdNajmulHaque-c4q
    @MdNajmulHaque-c4q 6 месяцев назад

    Thanks bro🥰🥰

  • @nafialamgir8213
    @nafialamgir8213 11 месяцев назад

    Thanks brother!

  • @mdaliiqram2890
    @mdaliiqram2890 3 года назад +2

    🥰🥰🥰love u উস্তাদ

  • @mdliton6107
    @mdliton6107 3 года назад +1

    bangladesh je maner driving traning ete amra ekdine paas korbo jate kono sondeho nai.saudi arab er moto kothin hoile allah e jane bangladash e kotojon manush paito

  • @abdurrahman-ar7303
    @abdurrahman-ar7303 Месяц назад

    ভালো পরামর্শ

  • @obaidullahshakil5426
    @obaidullahshakil5426 4 года назад +1

    মাশাল্লাহ

  • @Vaikunthnath0
    @Vaikunthnath0 3 года назад +2

    আচ্ছা ওমানি বৈধ ড্রাইভিং লাইসেন্স কি বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সে কনভার্ট করা যাবে???
    প্লিজ একটু সহযোগিতা করবেন।

  • @angurmd1119
    @angurmd1119 3 года назад +1

    Thanks vai

  • @ratulmahmud66n
    @ratulmahmud66n Год назад

    পরিক্ষা কি শুধু জিগ-জ্যাগ ই হয় নাকি আরও কিছু আছে?

  • @md.minhazuddin5226
    @md.minhazuddin5226 3 года назад +1

    আসসালামু-আলাইকুম,
    আমি ড্রাইভিং শিক্ষতে চাই, আমি চট্টগ্রাম তাকি কি ভাবে ড্রাইভিং শিক্ষতে পাড়ি জানালে উপক্রিত হব(ধন্যবাদ)।

    • @islamdrivingschool
      @islamdrivingschool  3 года назад

      অটো ও ম্যানুয়াল গিয়ার গাড়ি,পার্কিং,ট্রাফিক সিগনাল,রোড সাইন,মোটরযান অধ্যাদেশ ২০১৮ এর মোটর ড্রাইভিং সংক্রান্ত বিভিন্ন ধারা অপরাধ ও শাস্তি সমূহ,মোটরযান মেইনটেনেন্স,রক্ষণাবেক্ষণ,
      বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ড্রাইভিং লাইসেন্স কারার পরিক্ষা সহ একজন দক্ষ চালক হওয়ার সকল বিষয় প্রশিক্ষণ দেওয়া হয়।
      ক্লাস সপ্তাহে ছয় দিন সকাল ৬ঃ০০ টা থেকে দুপুর ০১ঃ০০ পর্যন্ত,বিকাল ৪ঃ০০টা থেকে রাত ৮ঃ৩০টা পর্যন্ত, ৩০ ক্লাস ৩০ মিনিট করে।
      সর্বোচ্চ ৪৫ দিনের মধ্যে শেষ করতে হবে, শুক্রবার বন্ধ।
      কোর্স ফি ৭০০০/- সাত হাজার টাকা।
      বিঃ দ্রঃ বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স করার জন্য পূর্ণ সহযোগীতা করা হয়।
      বিডিআর মাঠ হালিশহর চট্টগ্রাম
      01711063818

  • @MdIbrahim-fg7vv
    @MdIbrahim-fg7vv 3 года назад +1

    Good

  • @SheikhDM
    @SheikhDM 3 года назад +1

    গাড়ি driving শিখতে কত দিন লাগবে এমন কী কত টাকা লাগবে

  • @shankarhalder9786
    @shankarhalder9786 3 года назад +1

    excellent technique

    • @islamdrivingschool
      @islamdrivingschool  3 года назад

      Thank you so much

    • @shankarhalder9786
      @shankarhalder9786 3 года назад

      যদি সম্ভব হয় জিগজাগের L এবং Y পার হওয়ার টেকনিকটা দেখাতেন তাহলে খুবই উপকৃত হতাম। কারন সরকারি চাকরির পরীক্ষায় এগুলো চালিয়ে দেখাতে হয়।

  • @MdFahim-xi1dq
    @MdFahim-xi1dq 3 года назад

    Vai jodi direct na giye aste aste theme theme jai tahole allow hoboto.naki bad pore jabo theme theme jawar karone?arek ta kotha holo vai, kew jodi jik jak Exam pas korlo,kinto baki lekhito, moukhik gula pas korlo na,take ki licence dibe,naki sov gulate pass korte hobe?

  • @jnuredoy6385
    @jnuredoy6385 9 месяцев назад +1

    ফিল্ড টেস্টে নিজস্ব গাড়ি দিয়ে করতে হবে নাকি বিআরটিএর গাড়ি দিয়ে করতে হবে।

    • @islamdrivingschool
      @islamdrivingschool  9 месяцев назад

      বিআরটিএ ও নিজের উভয় গাড়ি দিয়ে দিতে পারবেন।
      ৩০০ টাকা ফি প্রদানপূর্বক।

  • @Mujibur-p7f
    @Mujibur-p7f 2 года назад

    Nice 😊

  • @md.tariqulislamshohag9955
    @md.tariqulislamshohag9955 Год назад

    ধন্যবাদ স্যার❤

  • @imo0on941
    @imo0on941 2 года назад +1

    ১০ হাজার টাকা দিলে ওরা আমাকে বলেছে পরিক্ষা ছাড়াই লাইসেন্স দিবে? পরামর্শ দিবেন? ঠিক হবে কি না?

    • @islamdrivingschool
      @islamdrivingschool  2 года назад

      দীর্ঘ নৌকা ভ্রমণপথের এক যাত্রার আয়োজন করা হইলো।
      যাত্রীদের সকলের সাঁতার জানা বাধ্যতামূলক ও প্রমাণ সরুপ সকলকেই সাঁতারের লাইসেন্স দেখিয়ে নৌকায় উঠানো হলো।
      এই মানুষগুলোর মধ্যে একজন ছিলো খুব চালাক তিনি সাঁতার না শিখে প্রতারণা বা ঘুষ দুর্নীতির মাধ্যমে সাঁতারের লাইসেন্স নিলো এবং ঐ ভ্রমণের একজন যাত্রী হইলো, মাঝ নদীতে যাওয়ার পর নৌকার তলা ছিদ্র হয়ে নৌকাতে পানি উঠতে লাগলো এটা দেখে ঐ চালাক ব্যক্তি চিৎকার দিয়ে বললো আমার কোনো ভয় নেই কারণ আমার সাঁতারের লাইসেন্স আছে।
      #ড্রাইভিং_না_শিখে_ড্রাইভিং_লাইসেন্স_নেওয়ার_ফল_এমনি_হবে।