কিভাবে, কেমন জমিতে লতিকচু চাষ করবেন ? latikchu cultivation

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • লতিকচু চাষ পদ্ধতি । পানিকচু চাষ । কচু চাষ । লতিকচু । latikchu cultivation
    কেমন জমিতে লতিকচু চাষ করবেন ? লতিকচু চাষ পদ্ধতি । পানিকচু চাষ । কচু চাষ পদ্ধতি । লতিরাজলাভজনক ফসল লতিকচু চাষাবাদ । লতিরাজ চাষ । বারি পানিকচু-১ ।
    বারি পানিকচু -১ (লতিরাজ)
    কচুর লতি চাষ,
    লতিরাজ কচু চাষ পদ্ধতি,
    কচু চাষ পদ্ধতি,
    কচু গাছ লাগানোর নিয়ম
    লতিকচু চাষ পদ্ধতি,
    লতি কচু চাষ পদ্ধতি,
    লতিরাজ কচু চাষ পদ্ধতি,
    লতি কচু,
    লতিরাজ কচু চাষ,
    লতি কচুর চারা
    এ জাতে কাণ্ড অপেক্ষা লতির প্রাধান্য বেশি। জীবনকাল ১৮০-২৭০ দিন। রোপণের ২ মাস পর থেকে ৭ মাস পর্যন্ত লতি হয়ে থাকে। হেক্টর প্রতি ২৫-৩০ টন লতি এবং ১৫-২০ টন কাণ্ড উৎপন্ন হয়। লতি সমানভাবে সিদ্ধ হয়। ক্যালসিয়াম অক্সালেট কম থাকায় গলা চুলকায় না।
    সাধারণত যে কচু স্বল্প পানিতে চাষ করা যায় তাকে পানিকচু বলা হয়। আমাদের দেশে স্থান ভেদে পানিকচুর নাম ভিন্ন যেমন নারকেলি কচু, শোলা কচু, জাত কচু, বাঁশকচু, কাঠকচু ইত্যাদি। তবে পানি কচু নামেই সর্বাধিক পরিচিত। পানিকচুর লতি ও কাণ্ড সবজি হিসেবে ব্যবহৃত হয়। বর্ষার শেষে যখন বাজারে সবজির ঘাটতি দেখা দেয় তখন জুন-সেপ্টেম্বর মাসের বাজারে পানি কচুর লতি ও কান্ড বেশ জনপ্রিয়।
    বপন ও রোপণের সময়
    আগাম ফসলের জন্য কার্তিক ও নাবী ফসলের জন্য মধ্য ফাল্গুন থেকে মধ্য বৈশাখ মাসে লাগানো যায়। তবে বাণিজ্যিকভাবে চাষাবাদের জন্য অগ্রহায়ণ-পৌষ মাস চারা রোপণের উপযুক্ত সময়। হেক্টর প্রতি সাধারণত ৩৭-৩৮ হাজার চারার প্রয়োজন হয়। সারি থেকে সারির দূরত্ব ৬০ সে.মি এবং চারা থেকে চারার দূরত্ব ৪৫ সে.মি.।
    পানি কচুর চারা রোপণের আগে এর সমস্ত পাতা, শিকড় ও কাণ্ডে তলার কিছু অংশ কেটে ফেলতে হবে। এতে করে চারা দ্রুত মাটিতে লেগে যায়। জমি কাদাময় না হলে রোপণের পর পরই জল সেচের ব্যবস্থা করতে হবে। যে সব জায়গা বন্যার পানিতে তলিয়ে যাবার সম্ভাবনা আছে সেখানে কার্তিক মাসেই চারা লাগানো ভালো এতে বর্ষার পানিতে তলিয়ে যাবার আগেই ফসল তোলা যায়।
    মাটি
    পলি দোঁআশ ও এঁটেল মাটি পানিকচু চাষের উপযোগী। উঁচু ও মাঝারি উঁচু জমিতে পানি কচু লাগালে বন্যার ভয় থাকে না। তবে জমিতে যাতে সব সময়ই কিছু পানি থাকে সে ব্যবস্থা করতে হবে। পানি কচুর গোড়ায় দাঁড়ানো পানির গভীরতা ৮-১০ সে.মি. এর বেশি হলে ফলন কমে যায় এবং দাঁড়ানো পানি মাঝে মাঝে নাড়িয়ে দিতে হয়। বর্ষাকালে পানির পরিমাণ ৮-১০ সে.মি. এর বেশি হলে অতিরিক্ত পানি সরিয়ে ফেলতে হয়।
    #Kochu #কচু_চাষ #কৃষি #agriculturetechnology

Комментарии • 13