সূরা মুমিনের প্রথম পর্বেই কঠিন তাফসীর! বর্তমান আলেমদের মূল সমস্যা ও সমাধান || Allama Mozammel Haque

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • সূরা আল-মুমিন/গাফির এর ধারাবাহিক তাফসীর, পর্ব-১, আয়াত : ১-১০ || Sura Al Mumin/Gafir tafsir : 1-10 || অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হক || Principle Mau. Mozammel Haque || Tahjib Center.
    #tahjibcentermozammelhaque
    #সুরা_মুমিন
    সুরা মু’মিন
    بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ حم
    হা-মীম। [সুরা মু’মিন - ৪০:১]
    تَنزِيلُ الْكِتَابِ مِنَ اللَّهِ الْعَزِيزِ الْعَلِيمِ
    কিতাব অবতীর্ণ হয়েছে আল্লাহর পক্ষ থেকে, যিনি পরাক্রমশালী, সর্বজ্ঞ। [সুরা মু’মিন - ৪০:২]
    غَافِرِ الذَّنبِ وَقَابِلِ التَّوْبِ شَدِيدِ الْعِقَابِ ذِي الطَّوْلِ لَا إِلَهَ إِلَّا هُوَ إِلَيْهِ الْمَصِيرُ
    পাপ ক্ষমাকারী, তওবা কবুলকারী, কঠোর শাস্তিদাতা ও সামর্থ?বান। তিনি ব্যতীত কোন উপাস্য নেই। তাঁরই দিকে হবে প্রত্যাবর্তন। [সুরা মু’মিন - ৪০:৩]
    مَا يُجَادِلُ فِي آيَاتِ اللَّهِ إِلَّا الَّذِينَ كَفَرُوا فَلَا يَغْرُرْكَ تَقَلُّبُهُمْ فِي الْبِلَادِ
    কাফেররাই কেবল আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ক করে। কাজেই নগরীসমূহে তাদের বিচরণ যেন আপনাকে বিভ্রান্তিতে না ফেলে। [সুরা মু’মিন - ৪০:৪]
    كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍ وَالْأَحْزَابُ مِن بَعْدِهِمْ وَهَمَّتْ كُلُّ أُمَّةٍ بِرَسُولِهِمْ لِيَأْخُذُوهُ وَجَادَلُوا بِالْبَاطِلِ لِيُدْحِضُوا بِهِ الْحَقَّ فَأَخَذْتُهُمْ فَكَيْفَ كَانَ عِقَابِ
    তাদের পূর্বে নূহের সম্প্রদায় মিথ্যারোপ করেছিল, আর তাদের পরে অন্য অনেক দল ও প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ পয়গম্বরকে আক্রমণ করার ইচ্ছা করেছিল এবং তারা মিথ্যা বিতর্কে প্রবৃত্ত হয়েছিল, যেন সত্যধর্মকে ব্যর্থ করে দিতে পারে। অতঃপর আমি তাদেরকে পাকড়াও করলাম। কেমন ছিল আমার শাস্তি। [সুরা মু’মিন - ৪০:৫]
    وَكَذَلِكَ حَقَّتْ كَلِمَتُ رَبِّكَ عَلَى الَّذِينَ كَفَرُوا أَنَّهُمْ أَصْحَابُ النَّارِ
    এভাবে কাফেরদের বেলায় আপনার পালনকর্তার এ বাক্য সত্য হল যে, তারা জাহান্নামী। [সুরা মু’মিন - ৪০:৬]
    الَّذِينَ يَحْمِلُونَ الْعَرْشَ وَمَنْ حَوْلَهُ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ وَيُؤْمِنُونَ بِهِ وَيَسْتَغْفِرُونَ لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ رَّحْمَةً وَعِلْمًا فَاغْفِرْ لِلَّذِينَ تَابُوا وَاتَّبَعُوا سَبِيلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيمِ
    যারা আরশ বহন করে এবং যারা তার চারপাশে আছে, তারা তাদের পালনকর্তার সপ্রশংস পবিত্রতা বর্ণনা করে, তার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং মুমিনদের জন্যে ক্ষমা প্রার্থনা করে বলে, হে আমাদের পালনকর্তা, আপনার রহমত ও জ্ঞান সবকিছুতে পরিব্যাপ্ত। অতএব, যারা তওবা করে এবং আপনার পথে চলে, তাদেরকে ক্ষমা করুন এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। [সুরা মু’মিন - ৪০:৭]
    رَبَّنَا وَأَدْخِلْهُمْ جَنَّاتِ عَدْنٍ الَّتِي وَعَدتَّهُم وَمَن صَلَحَ مِنْ آبَائِهِمْ وَأَزْوَاجِهِمْ وَذُرِّيَّاتِهِمْ إِنَّكَ أَنتَ الْعَزِيزُ الْحَكِيمُ
    হে আমাদের পালনকর্তা, আর তাদেরকে দাখিল করুন চিরকাল বসবাসের জান্নাতে, যার ওয়াদা আপনি তাদেরকে দিয়েছেন এবং তাদের বাপ-দাদা, পতি-পত্নী ও সন্তানদের মধ্যে যারা সৎকর্ম করে তাদেরকে। নিশ্চয় আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। [সুরা মু’মিন - ৪০:৮]
    وَقِهِمُ السَّيِّئَاتِ وَمَن تَقِ السَّيِّئَاتِ يَوْمَئِذٍ فَقَدْ رَحِمْتَهُ وَذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ
    এবং আপনি তাদেরকে অমঙ্গল থেকে রক্ষা করুন। আপনি যাকে সেদিন অমঙ্গল থেকে রক্ষা করবেন, তার প্রতি অনুগ্রহই করবেন। এটাই মহাসাফল্য। [সুরা মু’মিন - ৪০:৯]
    إِنَّ الَّذِينَ كَفَرُوا يُنَادَوْنَ لَمَقْتُ اللَّهِ أَكْبَرُ مِن مَّقْتِكُمْ أَنفُسَكُمْ إِذْ تُدْعَوْنَ إِلَى الْإِيمَانِ فَتَكْفُرُونَ
    যারা কাফের তাদেরকে উচ্চঃস্বরে বলা হবে, তোমাদের নিজেদের প্রতি তোমাদের আজকের এ ক্ষোভ অপেক্ষা আল্লার ক্ষোভ অধিক ছিল, যখন তোমাদেরকে ঈমান আনতে বলা হয়েছিল, অতঃপর তোমরা কুফরী করছিল। [সুরা মু’মিন - ৪০:১০]

Комментарии • 171

  • @abdussalam-vd6qt
    @abdussalam-vd6qt Год назад +9

    আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হাইয়া কাল্লাহ,

  • @mbrchyjontu4194
    @mbrchyjontu4194 Год назад +12

    মহান রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি,,,
    পবিত্র কোরআন মজিদ আমল ও তাফসির শোনার তৌফিক দান করেছেন,,,,
    হে আল্লাহ মওলানা মোজাম্মেল হক সাহেব কে হায়াতে তৈয়াবা দান করুন আমিন,,,

  • @mdmasudurrahman2458
    @mdmasudurrahman2458 Год назад +9

    সুবহানআল্লাহ । আলহামদুলিল্লাহ্‌ । আল্লাহু আকবার ।

  • @贝拉尔
    @贝拉尔 Год назад +15

    এ-ই যে তওবা করা এত সুন্দর করে বুঝিয়ে দিলেন, আমি আজ পযন্ত কোথাও এরকম বুঝতে পারিনি, আলহামদুলিল্লাহ, এখন স্পষ্ট বুঝতে পারলাম মৃত্যুর সময়ই তওবা করে কোন লাভ নেই

  • @sujan790
    @sujan790 Год назад +54

    আল্লাহ হুজুর কে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন

    • @rzaman4773
      @rzaman4773 6 месяцев назад

      হজুর সাহেব অনেক জ্ঞানী মানুষ আল্লাহপাক উনাকে দীর্ঘ হায়াত দান করুন।

    • @sayedanazninara6616
      @sayedanazninara6616 6 месяцев назад

      Amin!

    • @sayedanazninara6616
      @sayedanazninara6616 6 месяцев назад

      Amin!

  • @AbuTaher-my1rq
    @AbuTaher-my1rq Год назад +27

    কোরআনের তাফসির এ ভাবে সবারই করা উচিত। সকল আলেমদের আমি অনুরোধ করছি - আপনারা পবিত্র কুরআন থেকে সরাসরি তাফসীর করুন।

    • @jakariaashrafi238
      @jakariaashrafi238 9 месяцев назад

      ruclips.net/video/cFMpEPdhHyQ/видео.htmlsi=wtmusUTIFjmHqQ-Z

  • @rafiqulislam8966
    @rafiqulislam8966 Год назад +27

    আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খাইরান হুজুরের তাফসীর শুনে ইসলাম সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করতে পারছি ইনশাআল্লাহ আল্লাহ হুজুরকে সুস্থ ও দীর্ঘ জীবন দান করুন আমিন

  • @mokhlesurrahman1526
    @mokhlesurrahman1526 Год назад +5

    হে আল্লাহ হুজুরকে আপনি উত্তম ও নেক হায়াত দান করুন এবং আপনার নিজ হাতে হেফাজত করুন, আমিন।

  • @rafikulislam3880
    @rafikulislam3880 Год назад +13

    আলহামদুলিল্লাহ্‌

  • @jannatulfatemaalifa8718
    @jannatulfatemaalifa8718 Год назад +11

    মাওলানা মুজামমেল সাহেব সব কিছুই দলিলের মাধমে তফসির করেন, তাই আমার কাছে ভালো লাগে আল্লাহ পাক ওনাকে নেক হায়াত দান করুন আমিন

  • @md.hanifrj3266
    @md.hanifrj3266 Год назад +3

    আলহামদুলিল্লাহ কোরআনের তাফসির এ ভাবে সবারই করা উচিত।

    • @jakariaashrafi238
      @jakariaashrafi238 9 месяцев назад

      ruclips.net/video/cFMpEPdhHyQ/видео.htmlsi=wtmusUTIFjmHqQ-Z

  • @ranytvwaz
    @ranytvwaz Год назад +24

    মাশআল্লাহ অনেক সুন্দর আলোচনা

    • @mohiuddinsarkar8300
      @mohiuddinsarkar8300 Год назад +1

      আল্লাহ পাকের মহান বার্তাকে তার এইকুরআন পাকের ব্যাখার জন্য তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন।আমীন

  • @md.hanifrj3266
    @md.hanifrj3266 Год назад +6

    সকল আলেমদের আমি অনুরোধ করছি - আপনারা পবিত্র কুরআন থেকে সরাসরি তাফসীর করুন।

  • @MonirHossain-bd9rt
    @MonirHossain-bd9rt Год назад +4

    আল্লাহর জন্য আপনাকে অনেক ভালোবাসি
    আপনার সকল তাফসির আমি শুনি
    হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন
    আল্লাহ আপনার নেক হায়াত বাড়িতে দিক ❤❤❤❤❤❤

  • @identityofallah
    @identityofallah 6 месяцев назад +1

    আল্লাহ্ তায়ালা আছেন আসমানে
    মহান আরশের উরধে সমুন্নত,
    সবকিছু তাঁরই ক্ষমতা, জ্ঞান, দৃষ্টি ও নিয়ন্ত্রণে
    কোথাও কিছু নেই আল্লাহ্র মতো।
    আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা। আল্লাহ ছাড়া কোনো 'সত্য মাবুদ ' / 'সত্য ইলাহ' নেই। আল্লাহ তায়ালা আসমানে 'আরশের ঊর্ধ্বে সমুন্নত। কোরআন আল্লাহর বাণী। আল্লাহ এক ও অদ্বিতীয় একমাত্র উপাস্য। আল্লাহ ব্যতীত ইবাদত পাবার যোগ্য কেউ নেই । মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল । .♥♥♥
    অ- অস্বীকার করি সকল তাগুত,
    আ - আল্লাহ একমাত্র সত্য মাবুদ
    ই- ইবাদত একমাত্র আল্লাহরই জন্য
    ঈ- ঈমান বিশুদ্ধ করে হবো ধন্য
    উ - উপকারী জ্ঞান চর্চা করে সত্যিকারের জ্ঞানী
    উ - ঊর্ধ্বলোকে আল্লাহ তায়ালা আছেন-তা জানি।
    ঋ - ঋজুতা রাখব আকীদায়-ঈমানে,
    ঋষিত্বের স্থান নেই ইসলামে।
    এ - এবাদত করি শুধু এক আল্লাহর,
    ঐ - ঐক্য গড়ে তুলি এসো মুসলিম উম্মাহর ।
    ও - ওজন হবে পাপ-পুণ্যের শেষ বিচারের দিন,
    ঔ - ঔদ্ধত্য ধুলায় মেশাবেন আল্লাহ রব্বুল আলামীন।
    কোরআন আল্লাহর বাণী। মুমিনদের উপর কুরআনের অধিকার • বিশ্বাস করার মতো বিশ্বাস করা • যেভাবে পড়ার দাবি কোরআন রাখে, সেভাবে পড়া • যেভাবে বোঝা উচিত, সেভাবে বোঝা • এর উপর আমল করা • অপরকে শেখানো, এবং এর প্রচার ও প্রসার করা...////////////////

  • @RafiqulIslamRafiqulIslam-u6x
    @RafiqulIslamRafiqulIslam-u6x Год назад +3

    আলহামদুলিল্লাহ হুজুরের তাফসীর যতোই শুনি ততোই ভাল লাগে অনেক কিছু জানতে পারি। আল্লাহ হুজুরের সুস্থ ও দীর্ঘ জীবন দান করুন আমিন। আর আমাকে সর্ব অবস্থায় হেদায়েতের পথে রাখেন আল্লাহর কাছে এই কামনা করি আমিন।

  • @mdanowarulhaque6216
    @mdanowarulhaque6216 6 месяцев назад +1

    বর্তমানে সবচেয়ে ভালো তাফসির করছেন হুজুর। আল্লাহ পাক আপনাকে কবুল করুন।

  • @jannatulfatemaalifa8718
    @jannatulfatemaalifa8718 Год назад +3

    এক মাএ এই মাওলানা মুজামমেল হকের সাহেব তফছির ছারা অন্য কোন আলমের বয়ান আমার কাছে ভালো লাগে না, তিনি এক জন বড় মাপের আলেম আল্লাহ তাকে নেক হায়াত দান করুন আমিন,

    • @faysalahmed2767
      @faysalahmed2767 Год назад

      আপনি কি জানেন সে হাদিস অস্বীকার কারী, আহলে কোরআন। আবু সাইদ এর এজেন্ডা বাস্তবায়ন করছেন

    • @nazmuljsr
      @nazmuljsr 5 месяцев назад

      ​@@faysalahmed2767 বুখারী ও তো হাদিস আসিকারকারী ৬ লক্ষ থেকে ১লক্ষ

  • @arvlog3079
    @arvlog3079 Год назад +2

    আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
    জাযাকাল্লাহু খাইরান।

  • @shuvecchadental690
    @shuvecchadental690 5 месяцев назад +1

    অনেক অনেক সুন্দর আলোচনা। একেই বলে আলেম।

  • @syedabdullah7743
    @syedabdullah7743 Год назад +3

    আমিন মাশাআল্লাহ।

  • @MaisaAktherJannat
    @MaisaAktherJannat Год назад +7

    আলহামদুলিল্লাহ

  • @shaikhhusain9602
    @shaikhhusain9602 Год назад +7

    All of us should request all our contacts to listen and watch this. Mufasser. M. Mozammel. Haque whose knowledge is very much deep and logical. Ameen.

  • @mdmamunzayaan7129
    @mdmamunzayaan7129 Год назад +6

    Mashallah khub sondhor boktobbo

  • @nurulansar7327
    @nurulansar7327 Год назад +9

    মানুষ ইসলামের মৌলিক শিক্ষা এড়িয়ে চলে, এটাই বেশি আলেমরা করে থাকে

    • @jakariaashrafi238
      @jakariaashrafi238 9 месяцев назад

      ruclips.net/video/cFMpEPdhHyQ/видео.htmlsi=wtmusUTIFjmHqQ-Z

  • @kamriatissazika8518
    @kamriatissazika8518 Год назад +6

    আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুন আমিন

  • @shuvecchadental690
    @shuvecchadental690 5 месяцев назад

    অসাধারণ সত্য।

  • @khalilurrahman8247
    @khalilurrahman8247 5 месяцев назад

    হযরত মোজাম্মেল সাহেব কে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুন।

  • @ShereJahanParveen
    @ShereJahanParveen 5 месяцев назад

    Aameen Aameen Aameen

  • @abaj-hi2yh
    @abaj-hi2yh Год назад +1

    আরও সমান নয় জীবিত ও মৃত। আল্লাহ শ্রবণ করান যাকে ইচ্ছা। আপনি কবরে শায়িতদেরকে শুনাতে সক্ষম নন। (সূরাঃ আল-ফাতির, আাাত:২২)

  • @AbdulAlim-pn7sg
    @AbdulAlim-pn7sg Месяц назад

    ALHAMDULILLAH

  • @mdsaddam3870
    @mdsaddam3870 Год назад +6

    মাশাআল্লাহ

  • @mdzsz1997
    @mdzsz1997 Год назад +1

    Alhamdulillah

  • @zeroboy5861
    @zeroboy5861 Год назад +3

    Thajib centre + thajib tv ❣️💕

  • @monirabegum7843
    @monirabegum7843 5 месяцев назад

    Alham dulillah ai sundr topsir sunar sow vagg hoese amin.

  • @tanminahasan3538
    @tanminahasan3538 Год назад +1

    Amin Alhamdullha sobhanallah Masallha

  • @mozammelandfriends1868
    @mozammelandfriends1868 Год назад +6

    খুবই গুরুত্বপূর্ণ আলোচনা , ওরা এই সমস্ত অগ্রহনীয় হাদিসকেই তারা বর্ণনা করে এবং এই সূত্র ধরে তারা আমাদের নবীজীর কথাকে যুগোপযোগী নয় বলে বুঝাতে চায় । আর কিছু শিক্ষিত আমেরিকা তে থেকে এই সমস্ত ফেলে দেয়া হাদিসকে কোরানের সাথে রায়না বলে নবীজীর হাদিসকে অগ্রহনীয় বলে খুবই শক্তভাবে প্রচার করার চেষ্টা করে যাচ্ছে এবং কিছু শিক্ষিত দুদ্যুল্যমান মানুষ গুলোও তাদের ভক্ত বনে গিয়ে ইসলামের ও নবীজীর কথা গুলোকে হাস্যকর ভাবে বিতর্কিত করার প্রাণপণ চেষ্টা করছে । ( সজল রৌশন এদের দলের অন্যতম দলপতী । আপনাদের উচিৎ এই সমস্ত ভন্ডদের মুখ উম্মুচিত কর্তে

    • @mathphysics2818
      @mathphysics2818 Год назад +3

      আরে ৬ লখ্য হাদিস বলতে যে হাদিসের সনদ কে বুঝান হয়েছে সেটাই নিতি বুঝতে ভুল করেছেন। যুবাইর আল যাই র, এর বক্তব্যত ত আছে হাদিস ১০ হাজারের মত হবে মানে সেটা মতন হাদিসের কথা।আর একত কথা বিভিন্ন রাবিদের মাধ্যমে এসেছে সেটা সনদ।আল্লাহ আমাদের এইসব ভ্রস্টতা থেকে হেফাজত তকুন আমিন।

    • @sayedabdulmuhaimin1561
      @sayedabdulmuhaimin1561 Год назад

      আমীন আমীন ছুমমা আমিন।

  • @fakirhassan5103
    @fakirhassan5103 Год назад +2

    মাশা আল্লাহ।

  • @shahalam5739
    @shahalam5739 Год назад +1

    Allahu karim.tafsir khubi bhalo lage.Allah
    amal ahklak Sundor korte sahajja korun.

  • @rashedislam9854
    @rashedislam9854 Год назад +2

    ❤ সুন্দর আলোচনায়

  • @allahisone.
    @allahisone. Год назад

    Amin

  • @mohammednazmulhasan6993
    @mohammednazmulhasan6993 Год назад +4

    Thanks for your new lecture

  • @nasrinsultana5794
    @nasrinsultana5794 Год назад +1

    অসাধারণ আলোচনা

  • @hfiiufgijchi9205
    @hfiiufgijchi9205 5 месяцев назад

    অনেক অনেক ধন্যবাদ হুজুরকে। ❤❤

  • @MdKhalek-g1r
    @MdKhalek-g1r 6 месяцев назад

    Alhamdulliah/subhanallah/amin.

  • @AbuTaher-q5d
    @AbuTaher-q5d Год назад

    আমি আরবীর ছাত্র বিধায় আমি আপনার কথা ও তাফসীর বুঝি। ধন্যবাদ আপনাকে। আপনার তাফসিরে সঠিক।

  • @limonahmed7313
    @limonahmed7313 6 месяцев назад

    একজন আলোকিত মানুষ আলহামদুলিল্লাহ

  • @mdmojammel6017
    @mdmojammel6017 Год назад +2

    Massallah

  • @rohmotrohmot5958
    @rohmotrohmot5958 Год назад +2

    Alhamdulila

  • @mohammadnurulashraf3580
    @mohammadnurulashraf3580 Год назад +1

    Great delivery brother. 100% you are in the right path , no doubt. Keep on going. May Allah bless you. Stay safe. Salam. Toronto

  • @zillurcmaicma9689
    @zillurcmaicma9689 Год назад

    May Allah grant him hayate taiyeba, Ameen

  • @RafiqulIslam-iu3wl
    @RafiqulIslam-iu3wl Год назад +1

    Allah bless him

  • @mmjoyst
    @mmjoyst Год назад +1

    SALAM....ITS GREAT LECTURE. WE SHOULD LISTEN GOODLY OF SHEIKH MUZZAMMEL HAQUE LECTURE....
    WE MUST RESPECT HIM AND WE NEED STOP ALL FALSE TALKING BY NAME OF HADITH .THANK YOU

  • @Monirul-o9q
    @Monirul-o9q 3 месяца назад

    হুজুরের পাক কোরানের ব্যাখ্যা তাফসির এবং দৃশ্যমান উপমা উপস্থাপন আমার কাছে খুবই গ্রহণ যোগ্য। হুজুর দয়া করে কোরানের আয়াত থেকে স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য ও জবাবদিহিতা কতটুকু তা ব্যাখ্যা সহ বলবেন।

  • @harunrashid8491
    @harunrashid8491 Год назад

    Alhumdulillah excellent

  • @FerozFeroz-bh2xc
    @FerozFeroz-bh2xc 6 месяцев назад

    মহান রব্বুল আলামিন তাকওয়াএবং পরহেজগারিতা পছন্দ করেন আর রাসুল (সঃ)কে পরিপূর্ণভাবে অনুসরণ না করা পর্যন্ত উম্মত বলে স্বীকৃতি দেবেন না,আল্লাহ তৌফিক দিন,আমিন

  • @rahimakhatunlipi7378
    @rahimakhatunlipi7378 Год назад +2

    Amra jodi Allah k amader rob hisebe shakkho diyei prithibite asi, taile kivabe abar shirok kore thaki.....ba duniate ese Allah ke oshikar kori...

  • @reignreign3498
    @reignreign3498 Год назад +2

    Right

  • @markfull007
    @markfull007 Год назад +1

    হা মিম মানে সত্য জাহান্নাম।

  • @MizanurRahman-lx3te
    @MizanurRahman-lx3te Год назад +1

    Lesson from Singapore

  • @sanjidaparveentuli8405
    @sanjidaparveentuli8405 Год назад +4

    তাহলে যারা পৃথিবীতে আসতে পরলো না,মায়ের গর্ভে মারা গেলো তাদের জন্য জীবন কয়টা?

    • @arjumankhanom8366
      @arjumankhanom8366 Год назад +1

      মায়ের গর্ভে তার জন্ম , আবার সেখানেই তার মৃত্যু ।তাহলে এখানে তার একটা জন্ম ও একটা মৃত্যু হয়ে গেছে ।

  • @shafiulislam5924
    @shafiulislam5924 Год назад

    قالو بل
    বলার পর যে আমার মৃত্যুর বরণ করি এই সম্পর্কে দলিল দিলে ভাল হত হযরত।

  • @naimulislam3224
    @naimulislam3224 Год назад +1

    Apner anek boktoibbo amar valo legesey kintu duiber mrittu amon kotha prothom shunlam.

    • @azadulislam2955
      @azadulislam2955 Год назад

      surah no 2 ayat 28
      40 no surah 11 no ayat
      20 no surah 55 no ayat dekhen

  • @hkabir2167
    @hkabir2167 6 месяцев назад

    Hujur amra ki ei doati porte pari? PPls janaben.

  • @hujurbari9727
    @hujurbari9727 Год назад +2

    Sirajgonj tahjib sentarer kono ajenter namberta din mahfil recording er jonno

  • @bangladeshtatileaguetangai3132

    ❤ বাঘ কি খাবে? তার অপরাধ কি? হাস শামুক খাবে না? মশা আমাকে না কামরালে কি খাবে?

  • @Habiburrahman-gt4vm
    @Habiburrahman-gt4vm Год назад +1

    Assalamoalikum wa

  • @borhanahmed4151
    @borhanahmed4151 6 месяцев назад

    Principal Saab, assalamualaikum wrwb. Sura Al Muminun's serial number is 23 not 40; Sura 40 is Gaffir . But you have mentioned Sura Momin! Confused!

  • @mdjakir-lq2vz
    @mdjakir-lq2vz Год назад +4

    আপনা ঠিকানা ও মোবাইল নাম্বার দিবেন !আপনার সাথে দেখাকরতে চাই

  • @DelwarHossain-w9y
    @DelwarHossain-w9y 6 месяцев назад

    হাশরের ময়দানে জিবিত উঠলে জিবিতহয় তিনবার???

  • @sabinayasmin712
    @sabinayasmin712 Год назад +2

    হুজুর! মহিলাদের কবর জিয়ারত করা নিয়ে কিছু বলেন। কবরের কাছে গিয়ে মৃত ব‍্যক্তিকে সালাম দিলে নাকি কবরে শায়িত ব‍্যক্তি সালামের জবাব দেন। এই নিয়ে কিছু বলুন🙏

  • @juddin608
    @juddin608 6 месяцев назад

    কবরের মানুষ যদি শুনতে না পায় তাহলে তাকে সালাম দেওয়ার অর্থ কি?

  • @abdullahefaj8723
    @abdullahefaj8723 Год назад +1

    জ্ঞান পাপীরা বুঝেনা নেক ছুরুতে হাদিস অস্বীকার করে ফেলছে।

  • @mdjamaluddin6242
    @mdjamaluddin6242 Год назад

    হুজুর আটজন ফেরেস্তা আললাহর আরশ বহন করছে তারা কি আললাহকে দেখতে পায় কি না।

  • @abdurrahman-rl4fq
    @abdurrahman-rl4fq Год назад

    Tahjeeb centre repeating same speech

  • @awladhasan2791
    @awladhasan2791 Год назад +3

    হুজুর এর মোবাইল নাম্বার টি দিবেন দয়া করে!

  • @shajahan5593
    @shajahan5593 Год назад

    মহতারম মুসলিম এক হয়ে জাল হাদিস বাদ দিয়ে সহি হাদিস গুলো কি সংকলন করা যায় না?

  • @mdjamaluddin6242
    @mdjamaluddin6242 Год назад

    হুজুর কাফির অর্থ অবিশ্বাস না প্রত্যাখানকারী সঠিক উত্তরটি জানতে চাই।

  • @mojiburrahman6332
    @mojiburrahman6332 Год назад +1

    হুজুর তাহলে তওবা আরিবতে কি-
    বা .কি পরতে হবে। দয়া করে জানাবেন।

    • @Searching_For_Peace
      @Searching_For_Peace Год назад

      আল্লাহ কি বাংলা ভাষা বুঝতে পারবে না,,,,,?

    • @realmeee
      @realmeee Год назад +2

      দোয়া ইউনুস : লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজজলিমীন
      Dua of prophet musa alaisslallam : رَبِّ إِنِّى ظَلَمْتُ نَفْسِى فَٱغْفِرْ لِى فَغَفَرَ لَهُۥٓ⁠
      RABBI INNI ZALAMTU NAFSI FAGHFIRLI
      সাইয়েদুল ইস্তেগফার

  • @belalsardar1402
    @belalsardar1402 Год назад +1

    আমাদের।।।কে।।।।বোঝার।।।তোফিক।।।দেন।।🌷🌷🌷আমিন🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓

  • @badaruddinmahmud7979
    @badaruddinmahmud7979 Год назад +4

    আরে হুজুর তবে কবর স্থানে কাকে সালাম দেওয়া হয। আর আপনার বয়স তো প্রায় ৬০ এর উপরে। এত দিন কোথায় ছিলেন। আপনি কোর আন সাথে সাথে তাপসির করতাছেন। আপনি কত বড় আলেম। আরে আলেম কোর আন তাপছির করতে কম হলেও ১৭ টা কিতাব পড়তে হবে। বক্তিতার মত অরথ করতাছেন।এগোলু তো বংলা কোরআন পড়লেই পাড়া যায়।

    • @LilMiya-ts9fp
      @LilMiya-ts9fp Год назад +3

      ভাষা ভালো করেন ওনি সিন্নি হুজুর না ওনি জা বলছে সব কোরান থেকেই বলচে,

  • @mohammadalauddin6411
    @mohammadalauddin6411 Год назад +1

    Congratulations.
    Aponee kee taba-taba-yeenn?
    Taba-taba-yeenn charaa karoww motamote baa Fotowaa grohonn joggotaa nayy. Konoo fotowaa baa motamote detagalaa takaa minimum Taba-taba-yeenn hotaa hobaa. Tobaa konoo kothaa quotation koraa jabaa.

  • @akramJoarder-hn4tv
    @akramJoarder-hn4tv 6 месяцев назад

    উনি কখনো বলেননি আমি হাদিস মানি না। তিনি বলেন যে হাদিসের নামে বাক্য কোরআনের সাথে সাংঘর্ষিক তিনি সেই হাদিস মানেন না। হাদিসের নামে অনেক করি হাদিসের নামে চালিয়ে দিয়েছেন আমাদের কে বিভ্রান্ত করার জন্য।তাই সাবধান।

  • @abdullaam272
    @abdullaam272 Год назад

    Manush barjakher jindagitey zinda Allah jakey chan shey shuntey pai...ar kobore rakar por mayyit manusher jutar shobdo o shuntey pai ta shohih hadis dara shabbosto...hujur shokol hadis manenna ja sahih uni ja onar bibeke badey oi porjonto ba ja quraner shatey mile ta sara uni manenna...kintu Allah jey rasulkey hikmah shikka diben ar oi hikma theke rasul jey kotha gula purber muhaddis gon dara shabbosto jinishkey tirosker kora ki adou uchin,, e rokom holey unar leka pora ba chintateo shondeho ashey...e sara manush bibranto hobey...half ahley quran ar half sunni...
    Uni biggo alem... Tobu kisu kotha buje ashe na...

  • @naimulislam3224
    @naimulislam3224 Год назад +1

    Mrittu ekbar e 37 no sura Aeyat no 58 o 59. Abong sura no 44 o aeyat no 56 abong 57. 37 :

    • @azadulislam2955
      @azadulislam2955 Год назад

      vai 2 no surah 28 no ayat
      40 no surah 11 no ayat
      20 no surah 55 no ayat detben

    • @mu.muyedulhaquemia3703
      @mu.muyedulhaquemia3703 Год назад

      জী, জনাব, @ naimulislam3224, বিনয়ের সাথে অনুরোধ করছি, যত দ্রুত সম্ভব সুরা বাকারাহ'র ২৮নং আয়াত টি গভীর মনোযোগ দিয়ে পড়ে বুঝতে চেষ্টা করুন। অত:পর যদি মনে করেন ভুল করেছেন, তাহলে জনাব আপনি এই সুরা বাকারাহ'র ই ২৮৬ নং আয়াত টি যথাযথ ভাবে আমল করার চেষ্টা করুন। আমি নিজে যা জেনেছি তাহা আপনাকে বিনয়ের সাথে জানাতে চেষ্টা করলাম। সালাম রইলো আসসালামু আলাইকুম স্যার ভালো থাকবেন ইনশাআল্লাহ রহমানের রহমতে।

    • @mu.muyedulhaquemia3703
      @mu.muyedulhaquemia3703 Год назад

      ​@@azadulislam2955জী,জনাব,মহান আল্লাহ তাআলা এর বানী নিয়ে চর্চা করার জন্য আমার পক্ষ থেকে সালাম রইলো আসসালামু আলাইকুম।

  • @RafiqulAmin-x6d
    @RafiqulAmin-x6d 5 месяцев назад

    হুজুর কে কোন কোন আলেম পথভ্রষ্ট বলে তার তাফসির অনুসরণ না করতে বলেন।

  • @jaforiqbal7016
    @jaforiqbal7016 Год назад +1

    এরা হাদীস অস্বীকারকারী। এদের থেকে আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি।

    • @King_of_Allah
      @King_of_Allah 6 месяцев назад

      ৷ ব বন কুরআন অস্বীকারকারী

    • @King_of_Allah
      @King_of_Allah 6 месяцев назад

      কুরআন অস্বীকারকারী দোজগের ইন্ধন

  • @drazmnaimuddin2296
    @drazmnaimuddin2296 Год назад +2

    apni mone hoy moha vule asen ...karon imam bukari kotay bollen je 70300 +/_ hadis sada ar sob vul ?? apsos korte hosse

  • @shahmdmustafizurrahman2424
    @shahmdmustafizurrahman2424 Год назад +1

    হাদিস সম্পর্কে উনি কি ইঙ্গিত দিলেন? হুজুর আরেকটা ফেতনার দল আহলে কোরআন এর সদস্য। আল্লাহ পাক তাকে হেদায়েত দান করুন।

  • @businesshappylife1495
    @businesshappylife1495 Год назад +4

    Apni nastik ,, kothai boleche 5 lakh hadis thik na ???????????

    • @mathphysics2818
      @mathphysics2818 Год назад +1

      আরে ৬ লখ্য হাদিস বলতে যে হাদিসের সনদ কে বুঝান হয়েছে সেটাই নিতি বুঝতে ভুল করেছেন। যুবাইর আল যাই র, এর বক্তব্যতেই আছে হাদিস ১০ হাজারের মত হবে মানে সেটা মতন হাদিসের কথা।আর একই কথা বিভিন্ন রাবিদের মাধ্যমে এসেছে সেটা সনদ।আল্লাহ আমাদের এইসব ভ্রস্টতা থেকে হেফাজত তকুন আমিন।

    • @businesshappylife1495
      @businesshappylife1495 Год назад +1

      @@mathphysics2818 Sob hadis authentic murkho ...... Dr. Zakir naik er video dekhun ......

    • @businesshappylife1495
      @businesshappylife1495 Год назад +1

      @@mathphysics2818 Nastik ra poth vrosto korar chesta korche .... Iman thik rakhte hobe ....

    • @LilMiya-ts9fp
      @LilMiya-ts9fp Год назад

      কোরানে জা নাই সেইটা হাদিচে আছে ঐ হাদিস মিথ্যা ,

    • @businesshappylife1495
      @businesshappylife1495 Год назад +1

      @@LilMiya-ts9fp ke boleche ????? Quran ALLAH er bani ,,,, Hadis Mohammed (s) er bani ....

  • @mathphysics2818
    @mathphysics2818 Год назад +1

    আরে ৬ লখ্য হাদিস বলতে যে হাদিসের সনদ কে বুঝান হয়েছে সেটাই নিতি বুঝতে ভুল করেছেন। যুবাইর আল যাই র, এর বক্তব্যত ত আছে হাদিস ১০ হাজারের মত হবে মানে সেটা মতন হাদিসের কথা।আর একত কথা বিভিন্ন রাবিদের মাধ্যমে এসেছে সেটা সনদ।আল্লাহ আমাদের এইসব ভ্রস্টতা থেকে হেফাজত তকুন আমিন।

  • @naimulislam3224
    @naimulislam3224 Год назад +2

    Apni bolun Quran er kothaey likha asey Amader duiber mrittu.Amon odvud kotha prothom shunlam .Adam AWS er pithey shara prithibir manush silo abong tara Allah k shikar korar por abar mrittu Quraner kothaey asey? Quraner kothaey asey?

  • @dropin409
    @dropin409 Год назад

    99.99% Kath Mollah ra hadis hadis karay.
    Khub samannk manus Quran er pokhay ase. Tarai Allahr kase priyo

  • @taslimahamed3168
    @taslimahamed3168 Год назад +1

    Amra karthekey janbo apni onno chesta kotey bollen keno? Ei kota boller jonno video korsen?

  • @HNAmin-oy4kd
    @HNAmin-oy4kd 6 месяцев назад

    ভ্ড মোজ্জামেল রাসুলের হাদিস অশশিকার করে তার আওয়াজ ওয়াজ নয় বন্দ করা অচিত।

  • @gazi5903
    @gazi5903 Год назад +2

    হুজুরের তত্ত্বকথা ভালো ।তবে যুক্তি দিতে গিয়ে কার বিরুদ্ধাচরণ হচ্ছে সেটি ও বিবেচনায় নিতে হবে ।শিক্ষা সম্পর্কে বলতে গিয়ে অন্যদের জ্ঞান কে জলে ফেলে দিয়ে নিজের শিক্ষা(আন্ডারস্ট্যান্ডিং) কে সঠিক বলছেন । আজকের আলোচনায় তিনি হাদিস মানতে ও নারাজ ।আমরা কারও কথায় বিভ্রান্ত হবো না ।।

    • @azadulislam2955
      @azadulislam2955 Год назад

      vai kuraner kono kotha jodi tomar babar biruddhe o jay setai sotto bole gonno hobe.

    • @jakariaashrafi238
      @jakariaashrafi238 9 месяцев назад

      হাদীস মানতে হবে ১০০%

  • @ahannan6799
    @ahannan6799 Год назад +2

    বিভ্রান্তকারী

  • @NazrulIslam-yz8cg
    @NazrulIslam-yz8cg Год назад +1

    পারলেই কি,আরনাপারলই কি বলতে তো পারবেনা।

    • @jakariaashrafi238
      @jakariaashrafi238 9 месяцев назад

      ruclips.net/video/cFMpEPdhHyQ/видео.htmlsi=wtmusUTIFjmHqQ-Z

  • @mahmudulhasan-ps5xu
    @mahmudulhasan-ps5xu Год назад +3

    O alem na ,aie locker alochona sonben na

    • @abuhasnain6914
      @abuhasnain6914 5 месяцев назад

      উনার বহু লেকচার আমার জীবনে কাজে এসেছে। যেমন সম্পদ বনটন বা মিরাস।

  • @md.humayunkabir4703
    @md.humayunkabir4703 5 месяцев назад

    Vondo