আলহামদুলিল্লাহ। জনগণের নীরব প্রতিবাদ ও গরুর গোশত বয়কট করার জন্য ধন্যবাদ। দাম বাড়লেই কেনা বন্ধ রাখুন কিছুদিন অথবা কম কম কেনেন, সিন্ডিকেটের পাছার হাওয়া বের হয়ে যাবে।❤
@@sadiulhabib63যেই দখলদার সরকার বাজার নিয়ন্ত্রণ করতে ব্যার্থ সে আবার কিসের সরকার। ম্যাক্সিমাম চাটুকাররা অবৈধ সরকারের গুনগান গায় কিন্তু এরা জানেইনা বাজার দর টাকার মানের কি অবস্থা। মেজরিটি গরিবের দেশে সেতু/মেট্রো/এক্সপ্রেসওয়ের কোনো মুল্য নাই। বাংলাদেশ আগে গরিব ছিলো তবে জিনিসের দাম কম থাকায় মানুষের জীবন মান ভালো ছিলো। আর এখন গরিব থেকে গরিব+ হয়ে গেছে। আওয়ামিলীগ এর পক্ষ কোনো ভালো মানুষ নিতে পারেনা।
এই দোকান থেকে ৭৫০ মিটার দূরেই কামরাঙ্গীরচরে ৫৮০/৫৯০ করে রেট। এর মানে হলো সবাই প্রতিযোগিতা করে দাম কমাছে। ঠিক এমনটাই হওয়া উচিত বাকি সব দ্রব্যমূল্যের ক্ষেত্রে।
আপনাদের সবাইকে ধন্যবাদ এই ভাবে এই গরুর মাংস আরো কমায় দেন আমরা যাতে সবাই কোরআয় করতে পারি। এবং সব দ্রব্যমূল্যের দামি কমানো উচিত যাতে আমরা ভালোভাবে বাঁচতে পারি এটাই সরকারের কাছে অনুরোধ। জয় বাংলা জয় বঙ্গবন্ধু
যখন ৪শত টাকা কেজি মাংস কিনতেন তখন ২০/২৫ টাকার বিতর যে কোনো গরুর খাবার পাওয়া যেতো এখন কেজি ৫০ টাকারও বেশি আগে খাবারের দাম কমান পরে মাংসের দাম কমাতে আসবেন
Eid a india Myanmar theke onek goru asche tar upor eibar qurbani kom hoise abar winter ashteche tai oneke goru beche dicche ....kintu khabar er dam ekhono temon komeni....Bangladesh breeding hoi kom amra beshi pochondo kori deshi goru but amader desh a maximum frisian goru dam barar jonno etao ekta reason
সিন্ডিকেট ভাংসে মানুষের প্রতি দরদ না এটা মানুষ খায় না বিধায় বিক্রি হচ্ছে না সেজন্য বাধ্য দাম কমাতে হলো মানুষ যদি মাংস কেনা বন্ধ রাখে তাহলে আরও দাম কমাতে বাধ্য হবে
নিউজটা দেখে ভালো লাগলো আলহামদুলিল্লাহ যেখানে চুরির মহান সব চলতেছে সেখানে সিন্ডিকেট ভেঙ্গে সাধারণ জনগণের পাশে থাকা এইসব গরুর গোস্ত ব্যবসায়ীদেরকে অসংখ্য ধন্যবাদ।
সেই দামে আনতে গেলে ভাই আমার মনে হয় আনুষঙ্গিক অন্যান্য জিনিসের দাম কমতে হবে। যেমন পরিবহন খরচ, ফার্মগুলোতে বিদ্যুতের খরচ, গরুর খাদ্যের খরচ। সর্বোপরি যে গরুপালন অথবা মাংস ব্যবসায় জড়িত সেও কিন্তু আপনার আমার মতোই বাজার থেকে অন্যান্য জিনিস কিনে খায় তার পরিবার চালানোর মতো টাকা সেতো তার ব্যবসা থেকে আয় করার চেষ্টা করবে। আপনি যেই দামের কথা বলেছেন তা কিন্তু ২০১৫/১৬ সালের দিকে ছিল। তৎকালীন অবস্থা আর বর্তমান অবস্থা তো এক না। এখন বাজারে সব জিনিসের দামই বাড়তি, আমাদের যতটা নজর গরুর মাংসের দামের প্রতি ততটা নজর মনে হয় সবজির দাম, চালের দাম সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের প্রতি নেই।
সরকার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হলেও সাধারণ ব্যবসায়ীদের কে সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্যের দাম স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে হবে। তাহলে জনগণ কিছুটা স্বস্তি ফিরে পাবে।
এই ঘটনায় বুঝা যাচ্ছে দাম বৃদ্বির জন্যে ব্যাবসায়ী সিন্ডিকেট দায়ী
৫০০ থেকে ৫৫০/=টাকা হলে সব শ্রেণির মানুষ খেতে পারবে.... গার্মেন্টস ও দিন মজুরসহ সব শ্রেণির মানুষ......আলহামদুলিল্লাহ
৫০০-৫৫০ খরচ হয়
৫৫০ টাকা এখন
ব্যাক্তি উদ্যোগে এইভাবে সিন্ডিকেট ভাঙ্গতে হবে 😊 তাহলে সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে❤
আলহামদুলিল্লাহ।
জনগণের নীরব প্রতিবাদ ও গরুর গোশত বয়কট করার জন্য ধন্যবাদ। দাম বাড়লেই কেনা বন্ধ রাখুন কিছুদিন অথবা কম কম কেনেন, সিন্ডিকেটের পাছার হাওয়া বের হয়ে যাবে।❤
আমার এতো খুশি লাগে কেরে
আলহামদুলিল্লাহ
দেশের মানুষরা সকলেই এ ভাবে এগিয়ে আসুক ❤
আমরাই পারব আমাদের দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে
ফালতু ভিডিও দেখানোর কি প্রয়োজন কয়টা দোকান ঘুরে দেখেছেন
যে কাজটা করার কথা সরকারের সে কাজটা করতেছে সাধারণ জনগণ❤❤❤❤❤
এভাবে সবাই এগিয়ে আসলে সাধারণ মানুষ ভালো থাকবে ইনশাআল্লাহ ❤
ভাই সরকার একাই সবকিছু করতে পারে না, সকলের প্রচেষ্টাই সরকার সকল কিছু সুন্দর ভাবে গড়ে তুলতে পারে
কাজটা জনগণেরই।
@@sadiulhabib63যেই দখলদার সরকার বাজার নিয়ন্ত্রণ করতে ব্যার্থ সে আবার কিসের সরকার। ম্যাক্সিমাম চাটুকাররা অবৈধ সরকারের গুনগান গায় কিন্তু এরা জানেইনা বাজার দর টাকার মানের কি অবস্থা। মেজরিটি গরিবের দেশে সেতু/মেট্রো/এক্সপ্রেসওয়ের কোনো মুল্য নাই। বাংলাদেশ আগে গরিব ছিলো তবে জিনিসের দাম কম থাকায় মানুষের জীবন মান ভালো ছিলো। আর এখন গরিব থেকে গরিব+ হয়ে গেছে। আওয়ামিলীগ এর পক্ষ কোনো ভালো মানুষ নিতে পারেনা।
সরকার আছে কেমনে চুরি, গুম,মুজিব চেতনা চালিয়ে যাওয়া যায় সেই চিন্তায়।
জনগন কি চায় তা নিয়া চিন্তা করার তার সময় নাই
শুধু লালবাগ নয়, পুরো দেশ জুড়ে এই দাম কার্যকর হোক।
এই দোকান থেকে ৭৫০ মিটার দূরেই কামরাঙ্গীরচরে ৫৮০/৫৯০ করে রেট। এর মানে হলো সবাই প্রতিযোগিতা করে দাম কমাছে। ঠিক এমনটাই হওয়া উচিত বাকি সব দ্রব্যমূল্যের ক্ষেত্রে।
লালবাগে দোকানের লোকেশনটা কোথায়?
সেন্টু মামার মাংসের দোকানে ৫৫০ টাকা ও বিক্রি করছে
@@hasanmahmuddolon8477 এইটা আবার কোথায়
@@mahbuburrahman9965 লালবাগ কেল্লার পেছন দিকে, কেল্লার মোড় বাজারে। ঢাকার যেকোনো প্রান্ত থেকে লালবাগ কেল্লার পেছনে আসলে যে কাউকে বললেই কেল্লার মোড় বাজার বললেই দেখিয়ে দিবে। দোকানগুলোর নাম বাবরের দোকান, সেন্টু মামার দোকান
@@mahbuburrahman9965 vhaiya lalbag killa er pichoner dike je bazar geche.pichon dike beribadh jaoyar pothei poreh.
আলহামদুলিল্লাহ,এভাবে যদি সবাই এগিয়ে আসে তাহলে গরিব যারা তারা সব কিছু খেতে পারবে ইনশাআল্লাহ অনেক খুশি হলাম
আলহামদুলিল্লাহ!
গরুর গোশতের ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো।
7 টা গরু বিক্তি করে ২ হাজার টাকা করে লাভ করলেও ১৪ হাজার টাকা তাহলে কম লাভ করবেন দেখবেন আল্লাহ ব্যবসায় বরকত দান করবে❤❤
আপনাদের সবাইকে ধন্যবাদ এই ভাবে এই গরুর মাংস আরো কমায় দেন আমরা যাতে সবাই কোরআয় করতে পারি। এবং সব দ্রব্যমূল্যের দামি কমানো উচিত যাতে আমরা ভালোভাবে বাঁচতে পারি এটাই সরকারের কাছে অনুরোধ। জয় বাংলা জয় বঙ্গবন্ধু
kk. knj😅nhf met jhu. u........ u😊
তোমাদের কে ধন্যবাদ জনগনের পক্ষে থেকে আল্লাহ তায়ালা ভাল রাখুক
৬০০৳ ও বেশি 😢আরও কমানো উচিৎ, এইদেশে এখন গরু,ইলিশমাছ মধ্যবিত্ত দের কাছে বিলাসিতা😭
ছয় শত টাকা কম কি ভাবে? চারশত টাকা থেকে এক লাফে ৮০০ টাকা হয়েছে। এখন ৬০০ টাকা। এই দেশটাই তো জিম্মি হয়ে আছে সিন্ডিকিটের কাছে।
যখন ৪শত টাকা কেজি মাংস কিনতেন তখন ২০/২৫ টাকার বিতর যে কোনো গরুর খাবার পাওয়া যেতো এখন কেজি ৫০ টাকারও বেশি আগে খাবারের দাম কমান পরে মাংসের দাম কমাতে আসবেন
Right 👍
Pagla hala
@@rakibhasanshanto4127 ki bolen vai buji nai
এখন রিজার্ভ ২০ বিলিয়ন ডলার
আর মূল্যস্ফীতি ১০%
আল্লাহ আপনি তাদের ব্যবসায় বরকত বাড়িয়ে দিন ❤
কসাই ভাইয়ের কথা গুলো খুবই ভালো লাগলো, পুরান ঢাকার ভাষা, চমৎকার। আল্লাহ তায়ালা আপনাদের ব্যবসায় বরকত দান করেন আমিন।
সিন্ডিকেট ভেঙ্গেচুৰমাৰ কৰতে হবে, সেনা বাহিনীৰ দ্বাৰা,❤❤❤
হঠাৎ গরুর দাম কমার কারন কি? ইউক্রেন যুদ্ধ কি থেমে গেছে? আসলে বিক্রি হচ্ছে না বলে কমাচ্ছে। এখনো অনেক বেশী দাম।
Eid a india Myanmar theke onek goru asche tar upor eibar qurbani kom hoise abar winter ashteche tai oneke goru beche dicche ....kintu khabar er dam ekhono temon komeni....Bangladesh breeding hoi kom amra beshi pochondo kori deshi goru but amader desh a maximum frisian goru dam barar jonno etao ekta reason
দিন শেষ আমরা মুসলিম ভাই যদি একে অপরের পাশে না দাঁড়াই সুখ দুঃখ ভাগাভাগি না করি তাহলে, সাধারণ জনগনের পাশে দাড়ানোর মতো আর কেউ থাকবে না।
আলহামদুলিল্লাহ দাম কম বলে অনেক বেশি করে মানুষ কিনবে গরিব মানুষ গুলো খাইতে পারলে খুব খুশি হবে আর আললাহ আপনাদের উপর রহমত করবেন
বাংলাদেশের সব জায়গায় এই উদ্বেগ নেওয়া উচিত
আস্তে আস্তে দাম কমবে ইনশা আল্লাহ
ভালো মানুষ যাঁরা নিজেদের বিবেগ জেগে উঠেছে। সারা বাংলাদেশের বাজারে সঠিকভাবে তদন্ত করে জনগণের সেবা করা দরকার।
এভাবে সবার এগিয়ে আসা উচিত। অনেক অনেক ধন্যবাদ।
যুদি প্রতিটি এলাকায় এ রকমের উদ্যোগ নিলে সিন্ডিকেটের মাইরে বাপ❤❤
আলহামদুলিল্লাহ্❤❤
আলহামদুলিল্লাহ ধন্যবাদ এই ব্যবসায়ী ভাইদের কে।
আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের সহায়তা দান করুক। সাধারণ মানুষদের ক্রয় ক্ষমতার মধ্যে মাংস ক্রয় ক্ষমতা আসুক।
৩০০/৪০০ টাকা যে দিন হবে সেই দিন মনে করবো দেশ শান্তিতে আছে
আরও কিছুদিন ধৈর্য্য ধরলে ৫০০৳ নেমে আসতো।এত তাড়াতাড়ি অধৈর্য্য হলে আবার দাম বাড়িয়ে দিবে।
ভাই আমি তোমার ৩০০/- টাকাটাকে জোরালো সমর্থন করলাম এবং আললাহর কাছে দোয়া করছি যেন আমাদের মতো গরীব মানুষগুলোকে বাচিয়ে রাখেন। আমিন।
আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর মাশা-আল্লাহ 💜🤲
সিন্ডিকেট ভাংসে মানুষের প্রতি দরদ না এটা মানুষ খায় না বিধায় বিক্রি হচ্ছে না সেজন্য বাধ্য দাম কমাতে হলো মানুষ যদি মাংস কেনা বন্ধ রাখে তাহলে আরও দাম কমাতে বাধ্য হবে
সকল জিনিসের ক্ষেত্রে এমন ভাবে সারা বাংলাদেশে করা উচিত ।
৬০০ টাকা হলেও এখন ও অনেক বেশি। যদি প্রতি কেজি ৪০০ টাকা দামে হয় তাহলে সব শ্রেণির মানুষের জন্য অনেক ভালো হতো।
400 টাকায় ইনশাআল্লাহ খেতে পারবেন যদি এভাবেই সিন্ডিকেট দমন করা যায়
এভাবে এগিয়ে আসার জন্য ধন্যবাদ।
Alhamdulillah . সকলে সচেতন হলেই সকল দুর্নীতি এর অবসান হবে। 😊😊✨🙂✨🇧🇩🇧🇩🇧🇩
এমন মানুষ আরো দেখতে চাই, আল্লাহ ওনাদের বুঝ দান করুন
সব জায়গায় এমনটা হওয়া চাই ☝️
আরো কমানো উচিত ৪০০ থেকে ৪৫০ টাকা হলে ভালো হয়।
এ বছর শুরুতে ইউকে তে বেশ কিছু জিনিসের দাম বেড়ে গেলে সেখানকার জনগণ সেগুলো কেনা একেবারেই কমিয়ে দেয়। আমাদেরও এসব অভ্যাস গড়ে তোলা উচিত!
ভালো 😍
সারা বাংলাদেশে এই রকম দরকার
আলহামদুলিল্লাহ ।
অবশ্য এটা একটা ভাল উদ্দেগ
অল বাংলাদেশি বাড়তি এক জায়গায় কম হলে কিভাবে মাংসের দাম করলে চলবে পুরো বাংলাদেশ রপ্তানি
সত্যিকারের ভালো মানুষ
সরকার চেষ্টা করেও যেটা করতে পারেনি তা করে দেখালেন লালবাগ বাজারের ব্যাবসায়ীরা ধন্যবাদ ভাই আপনাদের।😅😅😅😅
400 কেজি হলে আরো ভাল হতো
ওনাদের কথা সত্যি সিন্ডিকেট করে দাম দ্বিগুণ,, খামারি কম দামে বিক্রি করে,, সমিতি করার নামে বেশি দাম এ বিক্রী করে
এমন এক হাজার মানুষ দেশে থাকলেই হতো, ৩০০ থেকে ৪০০ টাকা কেজি হওয়া উচিত
মাশাআল্লাহ ভালো লাগলো শুনে
সারা বাংলাদেশ সিন্ডিকেট ভেঙ্গে এরকম পদক্ষেপ নেওয়া উচিৎ
শুভ কামনা রইলো প্রিয় বাবর ভাই❤❤
দোয়া রইলো ভাইদের জন্য
সরকারের কাজ জনগণ করছে । সাবাশ!!!
৫০০ টাকা হলে ভালো হতো ❤❤❤
৪০০ টাকায় না আসলে, কম বলা যাবে না।
বড় বড় এগ্রো কোম্পানির ধরেন দেখবেন মাংসের দাম 400 টাকা কেজিতে নেমে আসবে
ভাই রে ভাই দাম না কমালে মানুষ তো কিনে না।বিক্রি বন্ধ হয়ে যায়।
নিউজটা দেখে ভালো লাগলো আলহামদুলিল্লাহ যেখানে চুরির মহান সব চলতেছে সেখানে সিন্ডিকেট ভেঙ্গে সাধারণ জনগণের পাশে থাকা এইসব গরুর গোস্ত ব্যবসায়ীদেরকে অসংখ্য ধন্যবাদ।
জাক ভালো ই হলো সবাই খেতে পারবে আর ব্যবসায়ীরা বাচতে পারবে সবাই খুসি থাকে এত দাম বলে না খেয়ে থাকতো
ধন্যবাদ সেই উদ্যক্তকে যে প্রথম শুরু করেছে
গরুর মাংস দাম আগের দামে আনা দরকার 450 থেকে 500 টাকা মদে আনার দরকার
সেই দামে আনতে গেলে ভাই আমার মনে হয় আনুষঙ্গিক অন্যান্য জিনিসের দাম কমতে হবে। যেমন পরিবহন খরচ, ফার্মগুলোতে বিদ্যুতের খরচ, গরুর খাদ্যের খরচ। সর্বোপরি যে গরুপালন অথবা মাংস ব্যবসায় জড়িত সেও কিন্তু আপনার আমার মতোই বাজার থেকে অন্যান্য জিনিস কিনে খায় তার পরিবার চালানোর মতো টাকা সেতো তার ব্যবসা থেকে আয় করার চেষ্টা করবে। আপনি যেই দামের কথা বলেছেন তা কিন্তু ২০১৫/১৬ সালের দিকে ছিল। তৎকালীন অবস্থা আর বর্তমান অবস্থা তো এক না। এখন বাজারে সব জিনিসের দামই বাড়তি, আমাদের যতটা নজর গরুর মাংসের দামের প্রতি ততটা নজর মনে হয় সবজির দাম, চালের দাম সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের প্রতি নেই।
সাধারণ জনগনেরাই দেশের সম্পদ❤❤❤
বিদেশ থেকে আমদানি করে দাম কমানো হোক।
স্যালুট ভাই তোমারে
খাসির মাংসের অবস্থা খুব খারাপ, এত দাম!😢😢😢
😂😂😂😂😂
দাম আরো কমানো হোক গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ যেনো কিনে খেতে পারে
সারা বাংলাদেশে এই রেট চালু হোক
আলহামদুলিল্লাহ ভালো আপনাকে অসংখ্য ধন্যবাদ।সবার উদ্ধগ নেয়া উচিত।
সারা দেশে এধরনের উদ্দগ নেয়া
হউক,।
সরকার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হলেও সাধারণ ব্যবসায়ীদের কে সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্যের দাম স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে হবে। তাহলে জনগণ কিছুটা স্বস্তি ফিরে পাবে।
এই দোকানদারকে ধন্যবাদ জানাই
আলহামদুলিল্লাহ অনেক খুশি হলাম
এটা তো অনেক ভালো খবর ভালো লাগলো দেখে
সালাম কশাই ভাই দের
মাশাল্লাহ ❤
আলহামদুলিল্লাহ্ 🤲🤲🤲
আলহামদুলিল্লাহ এই ভাবে সব নিত্তো পয়জোনিয় জিনিসপত্রের দাম কমানো উচিত
মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ
সাধারণ মানুষের দোয়া পাবেন, আরও একটু কমিয়ে দেন, ইনসআললাহ।
Alhamdulillah Shuina onk valo laglo
যেভাবেই হোক উদ্যোগটা ভালো💚❤️
ধন্যবাদ ভাই আললা আপনাদের ভালো করবেন আমি সিলেট থেকে আমি খেতে পারছি না তার পরও ভালো লাগছে
Alhamdulillah summa Alhamdulillah
ধন্যবাদ ভাইজান আপনাদের
আমাদের এলাকায় এখনো 680 টাকা কেজি গরুর গোস্ত বিক্রি হচ্ছে সৈয়দপুর কমে বিক্রি হলে খুব ভালো হতো
মাশাআল্লাহ চমৎকার একরকম ব্যবসায়ী ঢাকা শহরে শ'খানেক দরকার।
Sobai sotechon hote hobe
আল্লাহু আকবার
খুব বেশি নয় প্রতি উপজেলায় একজন করে সিন্ডিকেট ভেঙ্গে 600 টাকা বিক্রি শুরু করলে বিক্রিও বেশি হবে লাভ ও বেশি হবে
আলহামদুলিল্লাহ ❣️❤️🥀
সাধারন মানুষের সাময়িক খুশি দেখে ভালো লাগছে।- গরুলীগ সিন্ডিকেট পরিষদ
দাম কমানোর জন্য অনেক অনেক ধন্যবাদ
ইহা হইলো ৬০০শ কে স্বাভাবিক করার মার্কেটিং মাত্র।
২০১৮ তে ছিলো ৩০০-৩৫০ তা বাড়তে বাড়তে..... ৬০০ কখনোই গরিব মানুষের আয়ত্বের দাম নয়
hatts off bhaijaan !! sob dokanider amn ee hoye jawa uchit !!!!
আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন
Alhamdulillah
ভালো ব্যবসায়ী ভাইদের জন্য দোয়া রইল। আল্লাহ যেন উনাদের হালাল ব্যবসায় বরকত দান করেন।