Welcomed a Cat in our HOME 🐈🏡 How long does it take to Adapt? | আমাদের বাসায় বিড়াল ছানা,প্রথম দিন।

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • অনেক সময় #রাস্তায় #orphan বিড়ালের #বাচ্চা দেখা যায়। খুব ছোট বাচ্চা এখনও #চোখ ফোটেনি এমন বাচ্চা পেলে অনেকে #ভয় পান তার #দায়িত্ব নিতে। কিন্তু সঠিকভাবে তার #পরিচর্যা করলে সে একদিন হয়ে উঠতে পারে আপনার পরম #বন্ধু।
    নবি করিম (স) তার বাণীতে বারবার দয়ার কথা উচ্চারণ করেছেন। আবু দাউদ ও তিরমিজির এক বর্ণনায় এসেছে, রাসুলুল্লাহ (স) বলেন, ‘দয়াশীল লোকদের প্রতি আরহামুর রহেমিন আল্লাহ দয়া করেন। অতএব, তোমরা জমিনে বসবাসকারী সৃষ্টিকুলের প্রতি দয়া করো, আসমানের অধিপতি আল্লাহ তাআলাও তোমাদের প্রতি দয়া করবেন।’ বায়হাকি শরিফের অপর এক বর্ণনায় এসেছে, নবি করিম (স) বলেন, ‘গোটা সৃষ্টি আল্লাহর পরিবারভুক্ত। সুতরাং আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় সেই ব্যক্তি, যে তার পরিবারের প্রতি দয়া করে।’
    জীবজন্তু মানুষের অবলা প্রতিবেশী। তাদের মুখে ভাষা নেই বলে তারা তাদের দুঃখ-কষ্টের কথা মানুষকে বলতে পারে না। তবে মানুষের জ্ঞান ও বিবেক দিয়ে তাদের কষ্টের কথা অনুধাবন করতে হবে। সহিহ্ বুখারির এক বর্ণনায় এসেছে, ‘একবার এক পথিক খুব পিপাসার্ত হয়ে একটি কূপের কাছে পৌঁছে নিচে নেমে পানি পান করেন। এরপর উঠে দেখেন, একটি কুকুর তৃষ্ণাতাড়িত হয়ে হাঁপাচ্ছে আর নিজের পা চাটছে। কুকুরটির তৃষ্ণাজ্বালা অনুভব করে লোকটি পুনরায় কুপের ভেতরে নেমে জুতোয় করে কিছু পানি এনে তাকে পান করালেন। আল্লাহ তার এ কাজটি কবুল করলেন এবং তাকে ক্ষমা করে দিলেন। এ কথা শুনে সাহাবিরা বললেন, হে আল্লাহর রাসুল! পশুদের প্রতি দয়া করলেও কি আমাদের পুরস্কার রয়েছে? নবিজি বললেন, হ্যাঁ, প্রত্যেক প্রাণীর উপকার করলেই সওয়াব রয়েছে।
    #বিড়ালের_ডাক #cat #cute #বিড়ালেরভিডিও #বিড়াল_পালন #বিড়ালের_ঝগড়া #বিড়াল_ছানা #catlover #catholic #catvideo #catsofinstagram #cats #catdance #catdancingvideos #catlovers #catdog#baby_cat #catlover #kitten #kittenvideos @wizardsswamp3466 #cuteanimals #cutepets #cat #hungry #catfood #catfish #catfamily #catfight #meaww #meaw #meawterra #kittensmeowing #বিড়াল_ছানা #বিড়াল #বিড়ালের_ভিডিও #kitten #kittenvideos #catdance #catquest #catfood #catdance #meowmania

Комментарии • 1