কথোপকথন - বাংলা ভাষায় পুরাণচর্চা প্রসঙ্গে শ্রী নৃসিংহপ্রসাদ ভাদুড়ী। (প্রথম পর্ব)

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 ноя 2024
  • সম্প্রতি মহাভারত চর্চা নিয়ে ফেসবুকে যে বিতর্ক তৈরি হয়েছে, তারই প্রাসঙ্গিকতায়, আমরা কথোপকথনের প্রথম সাক্ষাৎকারটি প্রকাশ করলাম। বাংলাভাষায় পুরাণ চর্চা প্রসঙ্গে শ্রী নৃসিংহপ্রসাদ ভাদুড়ীর সঙ্গে কথোপকথন। এটা প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব ১৫ সেপ্টেম্বর, ২০১৮, শনিবার।

Комментарии • 8

  • @amartyapahari7497
    @amartyapahari7497 5 лет назад +17

    হিন্দুত্ব বাদ কিনা জানিনা তবে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত পঁচিশ বছরের অধিক বাইরে বসবাসকারী এই প্রবাসী বাঙালি আমি আজ পঞ্চাশ বছর বয়সে এসে নতুন করে খুঁজে খুঁজে নৃসিংহ বাবুর লেখাগুলি অনলাইন অর্ডার করে পড়তে শুরু করেছি। আমাদের স্কুলের শিক্ষা আমাদের ধর্ম নিয়ে গর্বিত হতে শেখায়নি । আমরা একটি গ্রন্থও নিজেরা পড়িনি বা ছেলে মেয়েদের পড়াইনি।
    আজকের যুগে অপ্রয়োজনীয় বলে তুচ্ছতাচ্ছিল্য করেছি। আজ নৃসিংহ বাবুর চোখ দিয়ে নতুন করে এই গ্রন্থ সাগর অনুধাবন করছি, হিন্দু বলে( হিন্দুত্ব বাদী বলে নয়) গর্ব অনুভব করছি। আর ঠিক করেছি ছেলেকে শেখাইনি ঠিকই কিন্তু বাদবাকি জীবন টা নিজে পড়বো আর নাতি পুতিকে ( যদি কখনো সুযোগ হয় 🙂) পড়াবো ।
    এর পিছনে এখনকার আর্থ সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট কে বোধ হয় অস্বীকার করা যায় না। আমরা যেন একটি গভীর ঘুম থেকে এইমাত্র উঠলাম।
    যে কোনো পরিস্থিতির একটা ভালো আর একটা খারাপ দিক থাকে। বর্তমান ভারতেরও তাই।
    প্রণাম নেবেন।🙏

  • @THEVAGABONDSTORYTELLERS
    @THEVAGABONDSTORYTELLERS 5 лет назад +12

    অগাধ জ্ঞান ওনার। মহাভারত এবং রামায়ণের সাহিত্য, বিভিন্ন পুরাণ সাহিত্যকে তিনি নতুন করে দেখতে শিখিয়েছেন। সত্যিই ওনার মত গবেষক পৃথিবীতে বিরল।

  • @sanjitsur1428
    @sanjitsur1428 5 лет назад +4

    খুব ভালো লাগলো

  • @mahuabhattacharyya2484
    @mahuabhattacharyya2484 4 года назад +2

    Such a well-versed speaker and writer.

  • @tamalpaul6457
    @tamalpaul6457 4 года назад +2

    এরকম জিনিস আরো আসুক!

  • @arpitachakraborty5261
    @arpitachakraborty5261 4 года назад +1

    New vista of understanding

  • @bikashroy1086
    @bikashroy1086 4 года назад +1

    স‍্যার
    অনেক দিন আগে পুরী মন্দিরকে নিয়ে একটি লেখা লিখেছিলেন, ঐ বই টি পরতে চাই, কী করে খুজবো?