ভুলে যাওয়া মুখ অভিনেতা জাভেদ রহিম | Actor Javed Rahim Biography | Sonali Otit

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • ভুলে যাওয়া মুখ অভিনেতা জাভেদ রহিম | Actor Javed Rahim Biography | Sonali Otit
    ভারতের বর্ধমানে জন্ম নেয়া জাভেদ রহিম, পড়া-লেখা করেছেন কলকাতায় । এক সময় ঢাকায় চলে আসেন। চলচ্চিত্রকার জহির রায়হান-এর ঘনিষ্ঠ ছিলেন তিনি, সেই সূত্র ধরেই জহির রায়হান-এর চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে তাঁর আগমন ঘটে।
    তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে- সংগম, কাজল, বাহানা, ক্যায়সে কাহুঁ, বেহুলা, আগুন নিয়ে খেলা, জুলেখা, আনোয়ারা, দুই ভাই, নতুন নামে ডাকো, আলোর পিপাসা, শ্রীমতী ৪২০, আগন্তুক, বেলা শেষের গান, মধুমতী, ওরা ১১ জন, টাকার খেলা, অবাক পৃথিবী, অন্তরালে, দুই রাজকুমার, এক মুঠো ভাত, প্রভৃতি।
    #javed_rahim
    #actor_javed_rahim
    #সোনালি_অতীত
    #sonali_otit

Комментарии • 8

  • @khadijabegum6478
    @khadijabegum6478 6 дней назад +1

    "ইয়া আল্লাহ্ সকল কবর বাসিকে জান্নাতুল ফেরদৌস দান করুন. আমীন আমীন আমীন।

  • @marazzaque9356
    @marazzaque9356 Год назад +1

    ভালো অভিনেতা ছিলেন।

  • @mirzaabujafar7292
    @mirzaabujafar7292 Год назад +4

    জনাব জাভেদ রহিম চলচ্চিত্রের ঊষালগ্ন থেকেই ছিলেন।তাঁর চেহারাটাই ছিল কিছুটা কৌতুক মিশ্রিত খল মানুষের মত।কিন্তু প্রতিটি চলচ্চিত্রেই তাঁর নিখুঁত এবং সাবলীল অভিনয় তাঁকে মানুষের মনে ঘৃণার জন্ম দিতো--এটাই একজন খল অভিনেতার যথার্থ প্রাপ্তি! তাঁর আত্মার চিরশান্তি কামনা করি।

  • @বিদ্যুৎস্কাই
    @বিদ্যুৎস্কাই 13 дней назад

    তওবা মুভিটা আপলোড দিন ❤❤❤❤❤

  • @ajijurrahman7892
    @ajijurrahman7892 Год назад

    KAZI easha at biography chai

  • @tsgaming2986
    @tsgaming2986 Год назад

    🥰🥰🥰🥰🥰

  • @hasibarfius1843
    @hasibarfius1843 Год назад

    অনেক ধন্যবাদ

  • @masudurrahimrubai632
    @masudurrahimrubai632 Год назад

    অভিনেতা জাভেদ রাহিমের সম্পর্কে জেনে ভাল লাগলো। জাভেদ রাহিম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার রায়না থানার আন্তরগত খালিনা গ্রামে বাড়ী। পিতা খলিলুর রহিম ও মাতা নজমন্নেসা বিবির সাত পুত্রের মধ্যে চতুর্থ জাভেদ। পিতা পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। উনার সম্পর্কে আরও জানতে চাই।