মুঘল সাম্রাজ্য | গোড়াপত্তন ও সম্রাট বাবুর | আদ্যোপান্ত | Mughal Empire | Adyopanto
HTML-код
- Опубликовано: 12 янв 2025
- জহির-উদ-দিন মুহম্মদ বাবুর। ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এক যুগান্তকারী নাম। যখন অন্যান্য সালতানাত ভারতে স্থায়ী হতে বারবার ব্যার্থ হচ্ছিল তখন বাবরের প্রতিষ্ঠিত সুযোগ্য রাজবংশ তিনশ বছরেরও বেশী সময় রাজক্ত করেছিল। গ্রেট মুঘলরা তাদের রাজনৈতিক , সামরিক এবং শৈল্পিক প্রজ্ঞা দিয়ে সমগ্র ভারতের চেহারাই পালটে দিয়েছিল। মুঘল সমাজ্য বিস্তৃত হয়েছিল প্রায় পুরো ভারতীয় উপমহাদেশেই। উত্তর-পশ্চিমে সিন্ধু অববাহিকা, উত্তরে আফগানিস্তান এবং কাষ্মিরের প্রান্ত থেকে পূর্বে আসাম ও বাংলাদেশের উচ্চ ভূমি এবং দক্ষিণে ডেকান মালভূমির উঁচু অঞ্চল পর্যন্ত ছিল মুঘল সম্রাজ্যের সর্বোচ্চ সীমানা।
তৎকালীন ফারগানা, আজকের উজবেকস্তানের আন্দিজানে ১৪৮৩ সালের ১৪ই ফেব্রুয়ারী ভারতের সর্ববৃহৎ রাজবংশের প্রতিষ্ঠাতা বাবুরের জন্ম হয়েছিল। এক আকষ্মাত দুর্ঘটনায় বাবুরের পিতা মৃত্য বরন করলে মাত্র বার বছর বয়সেই রাজ্যের ভার আসে বাবুরের কাঁধে। নানা ষরযন্ত্রে বাবরের পথ বারবার রুদ্ধ হয়েছে। এক সমরখন্দই তাঁকে হারতে হয়েছে তিনবার । শেষমেশ হারিয়েছেন পৈতৃক রাজ্য ফারগানাও। পথে পথে ঘুরতে থাকা বাবুর পরবর্তিতে জয় করেছিলেন দিল্লীর মসনদ। রন কৌশলে, বীর বিক্রমে ভারতের মাটিতে থিতু হয়েছিলেন। তাঁরপর বেচেছিলেন মাত্র চার বছর । কিন্তু এই অল্প সময়েই সৃষ্টি করেগেছেন ঘটনা বহুল কিংবদন্তীর এক জীবন ।
আদ্যোপান্তের আজকের আয়োজনে আজ আমরা জানব মুঘল সম্রাজ্যের গোড়াপত্তন এবং প্রথম মুঘল সম্রাট বাবুর সম্পর্কে।
📌 সাবস্ক্রাইব করুন : / adyopanto
নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই "🔔" বেল আইকনে প্রেস করুন
💻 যুক্ত হোন:
ফেইসবুক: / adyopanto
💻 আমাদের ওয়েবসাইট:
www.atpoure.com
📌 For Copyright Related Issues, please contact us:
adyopanto@gmail.com
অসম্ভব ভালো ব্লগ । ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার ইতিহাস সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে ।
আদ্যোপান্তের কাছে খুব ঋণী,এত সুন্দর তথ্যবহুল ও মধুময় বর্ণনা সাধারণ জ্ঞান কে সমৃদ্ধ করতে সহায়তা করে। ধন্যবাদ আদ্যোপান্ত
একটা জিনিস বুঝি না এই সব ভিডিও তে Dislike কে দে। ধন্যবাদ আপনাদের টিমকে ভাইয়া। খুব সুন্দর আর সাবলিল ভাবে বুঝিয়েছেন।
আপনি কি ভারতের হিন্দু রাজার বিরত্বের পোষ্টে সহজে লাইক দিবেন? সব ধর্মের খেলা রে ভাই
ডিসলাইক দেওয়ার জন্য হাজারও উগ্রহিন্দুত্তবাদিরা আছে।এই ভারতীয় উপমহাদেশে যারা হিরো ছিলো তাদের ৯০% মুসলিম, আর তায় হিন্দুরা হিংসা থেকে মুসলিমদের অপছন্দ করে।
এটা দাদাদের কাজ। মুসলমানদের জয় সহ্য হয়না এদের
হিন্দু রা দেয়
@@arifhossain6305দিবো না কেন এটা আবার কেমন কথা
মুঘল সাম্রাজ্যের প্রত্যেক সম্রাটের জিবন কাহিনীর ভিডিও চাই।❤️
আপনার ভিডিও গুলি খুব সুন্দর ও সহজ হয়, ফলে খুব সহজেই তথ্যগুলো বোঝা যায়।🥰
❤
মাশাআল্লাহ 🥰 অনেক সুন্দর উপস্থাপনা করেছেন প্রিয় ভাইয়া 🖤
আপনার ভিডিও অসম্ভব সুন্দর যা কিনা বলে বোঝানো একরকম অসম্ভব বর্তমান সময়ে আদ্যোপান্ত চ্যানেলটা খুব প্রিয়!!
অসংখ্য ধন্যবাদ ❤️❤️❤️ আপনাকে ও আদ্যোপান্তর টিম কে
অনেক দিন অপেক্ষায় ছিলাম
আমি আপনার এই চ্যানেলের ৩ নাম্বার সাবস্ক্রাইবার 🥰। চাঁদপুর থেকে আছি আপনার পাশে।
Chandpur
এই চ্যানেলের মালিক মাহবুব ভাইয়ের বাড়ি কোথায় ভাইয়া ..??? আমার বাড়ি হচ্ছে চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলা আপনার কথায় ভাইয়া..??
@@bangladeshiestatefoodvideo129 সদরে
খুবই ইনফরমেটিভ। অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আদ্যোপান্ত
এক অসাধারণ সম্রাটের কাহিনী... যিনি একদিকে শাহ আর একদিকে কবি...
আপনার বর্ননা ও বরাবরের মতো সুন্দর 😌♥️
গৌরবময় ইতিহাস ❤️
💜💜❤️❤️...,........ অপেক্ষায়
ছিলাম আপনার সুন্দর ভয়েস অসাধারণ
ভিডিও জন্য 💜💜❤️❤️
অসংখ্য ধন্যবাদ দাদা মাএ ১৫ মিনিট সুন্দর
করে মুঘল সাম্রাজ্য সম্পর্কে বিস্তারিত জানাবার জন্য 🤩🤩😍😍
সত্যিই খুব ভাল লেগেছে অসাধারণ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ আলাইহি ওয়াসাল্লাম..
প্রথমেই বলে রাখি আমি নিজে মোঘল স্থাপত্ব, শিল্প, চিত্রকলা ইত্যাদি বিষয়ে ছোটবেলা থেকেই আগ্রহী ছিলাম। সেই আগ্রহের জন্যই আমি ভারতের যেখানে যেখানে মোঘলদের স্থাপত্ব বর্তমানে আছে সেইসব জায়গায় কয়েকবার ভ্রমণ করেছি। ছোটবেলা থেকে স্কুলের বইতে পড়ে জেনেছি শ্রেষ্ঠ মুঘল সম্রাট হলো আকবর। কিন্তু আমার মাঝেই মাঝেই মনেহয় সম্রাট হুমায়ুনের অবদানও কিছু কম ছিল না, কারণ শেরশাহ সুরীর কাছে পরাস্থ হওয়ার পরে আস্তে আস্তে শক্তি সঞ্চয় করে দীর্ঘ ১৫ বছর পরে পুনরায় যুদ্ধ করে দিল্লী দখল করেছিলেন। প্রায় সমস্ত ইতিহাসবিদেরাই বলেন সম্রাট হুমায়ুন ভীরু মানসিকতার মানুষ ছিলেন, নরম মনের ছিলেন, সেটা হতেই পারে, কিন্তু আমার ব্যক্তিগত মতামত হলো - সম্রাট হুমায়ুন যদি দীর্ঘ ১৫ বছর পরে পুনরায় যুদ্ধ করে দিল্লী দখল না করতেন, তাহলে হয়তো মোঘলদের সাম্রাজ্য সেখানেই শেষ হয়ে যেত। সেইদিক থেকে দেখলে মুঘল সম্রাট হুমায়ুনের অবদানও কিছু কম ছিল না। 🙏🙏
@moynulhasan.9630 - হ্যা মইনুল ভাই - আমি প্রতি বছর পরিবারসহ ঘুরতে বেড়িয়ে পড়ি। আমার মনেহয় ঘুরে বেড়িয়ে যা সঞ্চয় করা যায় - লক্ষ কোটি টাকা জমিয়েও সেই সুখ পাওয়া যায়না। আমার বিশ্বাস, যেদিন পৃথিবী থেকে চলে যেতে হবে সেই শেষ মুহূর্তেও এই সব পর্যটনের রঙিন চিত্র গুলো আমার চোখের সামনে ভেসে থাকবে। 🌈
অসাধারণ শাসক এর জীবনের অসাধারণ কন্টেন্ট ❤❤❤❤
দারুন লাগলো ভাই আপনার ভিডিওটি মোগলসাম্রাজ্যের প্রতিষ্ঠা এবং বাবরের এর জীবনী 🙏🙏🌹👌👌👌💓
ভাই এই মুঘল সাম্রাজ্য নিয়ে আরো ভিডিও বানাবেন, অনেক ভালো লাগলো এই ভিডিও।
মৌর্য সামাজ্য এর ইতিহাস নিয়ে একটি ভিডিও বানালে খুশি হবো
অসাধারণ তথ্য বহুল এবং চমৎকার উপস্থাপনা❤️❤️
Apurbo uposthapona Amra eai dhoroner aro video dekhte chai***
খুব সুন্দর ও প্রাণবন্ত উপস্থাপন
আল্লাহ আপনার কন্ঠকে হিমায়িত করুন💞
ভাই অসাধারণ ব্লক , অজানা কিছু ইতিহাস জানতে পারলম ধন্যবাদ ❣️
গুরুত্বপূর্ণ ভিডিউ নিয়মিত দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।। ভাই। ♥️
অসাধারণ উপস্থাপনা 🫵🏿
বাবরের মহত্ত্ব নিয়ে একটি কবিতা ছিল আমাদের সময় পাঠ্য বইয়ে।
বাবার তার নামের মতোই মহামতি ছিলো।
আল্লাহ উনাকে ক্ষমা করে জান্নাত দান করুক 🤲
Onek valo hoise vai ❤️
আজও বিশ্বের কাছে ভারতকে বলা হয় মুঘলদের দান। ✌️💞
🤣🤣🤣🤣🤣
@@ॐशान्तिःমালু😂😂
@@dhkyfbb ম্লেচ্ছ 🤢🤢🤮
@@ॐशान्तिः লেন্দু🦵
ইতিহাস জানানোর জন্যে ধন্যবাদ
Subscribe নিতে বাধ্য হলাম। অসাধারণ আপানার ভয়েস।
অসাধারণ ... !! পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম..
অসাধারণ জ্বীবন ছিল সম্রাট বাবরের😍
উসমানীয় সাম্রাজ্য নিয়ে ভিডিও চাই। 💝
ভাই ৪ সপ্তাহ আগে দিয়েছে😇😇😇
অসাধারণ ভিডিও। ধন্যবাদ।
It is one of the best RUclips Channels which make wonderful videos.
Thanks Bhaia For This Informative Video💝🇧🇩
গুরুত্বপূর্ণ তথ্য
Aro chai indian History er opor video... Thank you so much ❤️
অসাধারণ ❤
সব মুঘল সম্রাট নিয়ে আলাদা আলাদা ভিডিও পাওয়ার অপেক্ষায় রইলাম।
মাহবুব ভাইয়া সুন্দর একটি ভিডিও ইসলামিক বিষয় নিয়ে বানিয়েছেন অনেক ভালো লাগলো সব সময় আপনি ইসলামিক বিষয় নিয়ে ভিডিও বানাবেন আমি আশা করি বাংলাদেশের যত হক্কানী আলেম আছে একজন একজন করে সবার জীবনে নিয়ে ভিডিও বানাবেন ধন্যবাদ আপনাকে
অসংখ্য ধন্যবাদ ❤
এরকম আরো ভিডিও চাই। ❤️❤️❤️❤️💟
অনেক ভাল একটা ইউটিউব চ্যানেল।
খুবই ভালো লাগলো।
বাবর জ্বি জীবনী শুনে।
হযরত উরঙ্গজেব রহ. এর জীবন নিয়ে একটা ভিডিও চাই।
অসাধারণ ব্যাখ্যা 🌸
আপনার ভিডিও দেখলে আশে পাশে কি হচ্ছে তা ভূলে যায়💞💞
Thanks for making about Mughal Empire so learnful topic.
খুব ভাল লাগল ধন্যবাদ
অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে আসল ইতিহাস জানানোর জন্য ভারত আসলে হিন্দু নামের পরিচয়
মুঘল আমল নিয়ে আরো ভিডিও দিবেন,আশাকরি।আপনাদের উপস্থাপনা খুবই সুন্দর।
একটি শিক্ষনীয় ব্লগ।
1st Coment bro, all the best
ভারতের পশ্চিমবঙ্গ থেকে যারা দেখেছেন তারা লাইক দেন 👍👍👍
অসাধারণ কাহিনি মাশাল্লাহ💖💖💖💖
ধন্যবাদ ভিডিওটির জন্য।❤️❤️❤️❤️
Mone holo Tripura Moharaja der portrait dekchi...but kotjai Mugal Samrajjor kahini...anyway respect to History...
অসাধারণ 👏❤️🙋🏻♂️
মেহবুব ভাই আপনার বাচন অত্যন্ত শ্রুতিমধুর
ভাই আপনার উপস্থাপনা অসাধারণ
সুন্দর একটি ভিডিও♥♥
মহাকাশের বিভিন্ন গ্রহ নিয়ে আলাদা আলাদা episode তৈরি করতে পারেন। যেমন: ইউরেনাস , প্লুটো কেনো গ্রহ নয় বা প্লুটোয়েড ক ইত্যাদি।
Hum..🙂
কালকেও এই কমেন্টে সহমত জানিয়েছি।
Agree 😘
just জোস উপস্থাপনা
East India Company নিয়ে video বানাবেন😍😍😍😍😍
ধারাবাহিকভাবে মুঘল সম্রাটদের এপিসোড চাই...
খুব সুন্দর উপস্থাপনা।
The legacy of Badshah Babur will last forever. An eternal king for the people, for the Indians.
ব্রিটিশ সাম্রাজ্য নিয়ে ভিডিও চাই....
ভাই। দিল্লি সালতানাতের ইতিহাস এর উপর একটা ভিডিও চাই।। যদি সম্বব হয়।
অসম্ভব সুন্দর
অসাধারণ উপস্থাপনা....😍😍
মানুষের গুণ নিয়ে প্রতিযোগিতা করুন!🥰
দোষ নিয়ে নয়! 😶
ভাই "বাংলা সালতানাত " নিয়ে ভিডিও চাই...❤️💌
ধন্যবাদ
Love from Assam ♥️🙏🙏🙏🙏
মারাঠা সাম্রাজ্য সম্পর্কে একটি ভিডিও অনুরোধ করছি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে একটা ভালো ডকুমেন্টারি চাই,আশা করি বানাবেন।
timelapse of the future উপর একটি ভিডিও বানালে ভালো হত। আশা করি আপনি বানাবেন।
সুন্দর !
ফরাসি সাম্রাজ্য নিয়ে ভিডিও চাই...
অসাধারণ...
Wonderful presentation
I love you... Teacher.
Arokom aro historic vedio chai
Okay darling 💗💗
আলেকজান্ডার দ্যা গ্রেট সম্পর্কে ভিডিও চাই....
ধন্যবাদ,,,,,
Sesh erkotha gulo mone onek laglo 😥
By the way video ta onek bhalo chilo
আপনার TechSecGuy চ্যানেলটা থেকে আপনার ভয়েসের ভক্ত আমি
ভাইয়া প্রাচীন ভারতের সকল সম্রাজ্য আর প্রাচীন বাংলার অন্তর্ভুক্ত রাজ্য গুলো নিয়ে ভিডিও করলে উপকৃত হতাম।
Powerful silo ,, osmaniora
very good video the Mughal empire
jukebox format এ chapter-wise, ধারাবাহিক ভাবে আপলোড করুন।
সুলতান সুলেমান এবং আলেকজান্ডার দি গ্রেট এর নিয়ে ভিডিও চাই প্লিজ
প্রাচীন ভাষা নিয়ে একটা ভিডিও বানান।
ভাই আপনার আগের চ্যানেল এ ভিডিও দেন না কেনো??
বাদশা বাবরের বীরত্বপূর্ণ জীবন কাহিনী একটি করুণ গল্প।
Last music tune tar name ki??
সম্রাট আকবরের সম্বন্ধে জানতে চাই। Plz আকবরের সম্বন্ধে ভিডিও বানান।
গুগল সার্চ দেন।পেয়ে যাবেন।
অসাধারন