যান্ত্রিক শহরের রংচঙ দেখে বিমোহিত হওয়া যায়, অবাক হওয়া যায় কিন্তু শান্তির প্রশ্ন আসলে গ্রামই সেরা। যেই মাটিতে আমার পূর্বপুরুষরা শুয়ে আছে আমি নিজেকে সেই মাটির সন্তান হিসাবেই পরিচয় দিতে ভালোবাসি।❤️ আমি এখনো মনে প্রাণে এক গ্রামের ছেলে!!!
বাংলাদেশের প্রতিটা গ্রামগুলো থাকুক গ্রামের মত। সবুজে শ্যামলে ভরে থাকুক আমাদের গ্রামগুলো। শহরের বিষাক্ত কোলাহলময় বাতাস যেন গ্রামের মধ্যে প্রবেশ করতে না পারে।
ওমাগো, এ সাঁকো দেখলে আমার পা শিরশির করে। ছোট্ট কালে নানার বাড়িতে যখন যেতাম তখন ভয়ে সাঁকোর গোড়ায় বসে বসে কান্না করতাম। কিভাবে পার হবো, পরে আমাকে ধরে আস্তে আস্তে পার করতেন বড়ো রা,আমি কাঁদতেই থাকতাম। এখন ও গাং দেখলেই আগের কথা মনে হয়। ধন্যবাদ ভাই। মনে করিয়ে দেয়ার জন্য।ভালো লাগলো।ফী আমানিল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে।
আমার একই অবস্থা ছিলো, কত সাজুগুজু করিয়ে মা নিয়ে যেতো। কিন্তু মামা খালারা কোলে করে নিয়ে যেতো।বিয়ের পর সখ করে যায়েরা নিয়ে গেলো বেড়াতে। সবাই চলে গেছে। আমি একা দাঁড়ানো ছিলাম।এরপর বর যা নিয়ে গেলো।কতটা কষ্টে।সেই কথা মনে পরে গেলো।ধন্যবাদ সবাই কে। 🌹
আজকে গ্রাম থেকে শহরে আসছি আইসা কোনো কারনেই আমার ভালো লাগতাছেনা আমার চোখে আমার গ্রামের দৃশ্য ভেসে উঠতাছে আর কান্না আসতাছে,,,,,,,আই লাভ মাই বি বাড়িয়া,, ❤️❤️❤️❤️
Khub e valo laglo vaia video ta dekhe,amader gramer nam,kalika pur.bolte gele apnader desi protibeshi amra,grame jete khub e iccha kore vai but jete pari na...gram r ager moto nai.hana hani mara mari r orajokotay vore gece,tai jaina.....
আমার গ্রামের মতো এত্ত সুন্দর জায়গা পৃথিবীর কোথাও হবেনা। যতই দুবাই, কাতার,আমেরিকা,কানাডা,সিঙ্গাপুর থাকুকনা কেন। আমার গ্রামের কয়েক কিলোমিটার এলাকায় আমার কাছে অক্সিজেন, আমার ভালোবাসা।💜
ভাইয়া খুবই সুন্দর হয়েছে ভিডিওটি খুবই সুন্দর লেগেছে আপনার গ্রামে দৃশ্য আমার কাছে খুবই ভালো লেগেছে আমি ওমানে বসে বসে আপনার ভিডিও গুলো দেখি আজকে কমেন্ট করে দিলাম
ডিপ কলে আপনাদের গোসল করার দৃশ্যটা আমাকে খুব নস্টালজিয়া করে দিসে। এক মুহুর্তে যেন ফিরে গেলাম আমি আমার ফেলে আসা শৈশব এবং কিশোরে। আমাদের বাড়ির পাশেও বহু বছরের পুরনো একটি সেচের ডিপ কল আছে। যেখানে গ্রামের ছোট বড় অনেকেই আমরা গোসল করতাম। আজও সেটি অক্ষত আছে। কিছুদিন পর দেশে যাবো, ডিপ কলের পানির স্রোতে হারিয়ে যাওয়া শৈশবের গন্ধ আবার পেতে চাই। 😢❤️
গ্রামটা সত্যি অনেক সুন্দর। একদম আমার ছোটবেলার গ্রামের মতো। আমাদের গ্রাম আর এখন গ্রাম নাই। বেশীরভাগ ই মেঘনার পেটে চলে গেছে। বাকী যা আছে তাকে আর এখন গ্রাম বলা যায় না। এমন বাঁশের সাঁকো ছোটবেলায় দুরুদুরু বুকে অনেক কষ্ট করে বহু বার পার হয়েছি। সাঁকো এখন ব্রিজ হয়ে গেছে। কিন্তু আমাদের আর সেই ব্রিজে ওঠা হয়না। ভিডিও খুব ভালো লাগলো। সুন্দর একটা গ্রাম দেখে সত্যি মন ভালো হয়ে গেলো। ধন্যবাদ।
গ্রাম ছাড়া ঐ রাঙ্গা মাটির পথ" আমার মন ভুলায় রে.....আপনার এই ভিডিওটি দেখে আমার জন্মভূমি গ্রামের কথা মনে পরে গেল। আর সাথে আপনার আঞ্চলিক ভাষায় যে কথা বললেন অসম্ভব ভালো লাগলো। সত্যি কথা বলতে আমরা যারা গ্রামে বড় হয়েছি,তারা শহরের যতো রং চং এর মধ্যে থাকি না কেন সেই গ্রামের মাটির গন্ধ ভুলতে পারিনা। আর ভুলতে চাইওনা। ষড় ঋতুর আমাদের এই সোনার দেশে প্রতিটি ঋতুর স্বাদ উপভোগ করা সম্ভব শুধু গ্রামেই। যেটা যান্ত্রিক শহরের এই ইট পাথরের ঘরে বসে সম্ভব নয়। আপনার এই ভিডিওর প্রতিটি কর্মই আমার শৈশবের সাথে মিলে গেল। আমি সত্যি এই মুহুর্তে আবেগ আপ্লূত হয়ে গেছি। মনের অজান্তেই চোখের কোণে জল চলে আসছে। তবে ভিডিওর প্রায় শেষের দিকে আপনার গোছল করার দৃশ্য দেখে না হেসে থাকতে পারলামনা। আপনার মতো আমরা ও ছোট বেলায় ডিপে গোছল করতে গিয়ে কত সাবান যে হারিয়েছি তার কোন ইয়াত্তা নেই। যাই হোক অনেক কথা বলে ফেললাম। পরিশেষে, বলি এত সুন্দর ভিডিও উপহার দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ভালো থাকবেন।
সরল ভাই সত্যি এই নামটা শুধুমাত্র আপনার ক্ষেত্রে প্রযোজ্য। কি সহজ সরল আপনি। আপনি যেন স্নিগ্ধ প্রকৃতির আর একটা রূপ। এত লেখাপড়া জানার পর শহরে থাকার পরও এতটা নির অহংকার গ্রামের মানুষের সাথে আন্তরিকভাবে চলাফেরা এগুলো দেখে সত্যি আমি বিমোহিত। আর কি সহজ সরল আপনার ভাষা। ছাগলের সাথে ফাইট বাচ্চাদের মাংস নিয়ে খাওয়া প্রতিটা জিনিসে আমি এতটা হেসেছি আর এতটা আনন্দ পেয়েছি বলে বোঝাতে পারবো না। দোয়া করি ভাইয়া আপনি সারা জীবন এমনই থাকেন আর খুব ভালো থাকেন।
জীবন আসলেই অনেক সুন্দর। আমি জীবনের পিছনে ছুটতে ছুটতে জীবনের আসল মানেটা বুঝতে পারলাম। আমার এই শহরে আজ দম বন্ধ হয়ে আসে।আমি আপনার পুরো বিডি ওটা দেখলাম আমারও খুব ইচ্ছে এইরকম করে বাঁচার ইচ্ছা। আপনার কথা গুলো আমার মিষ্টি লাগে।আপনি দোয়া করবেন আমার জন্য আমার জীবনে এমনই একটি মানুষ আসে। আপনি দেখতে খুব কিউট।লাভলি
আপনার ভিডিওটা ভালো লাগলো। আমিও মফস্বল থেকে শহরে বসবাস করা ছেলে। যার কারণে আমার সাথে মিলে গেলো। আপনার প্রায় ভিডিও দেখা হয়। সুন্দর উপস্থাপনা দিয়ে আপনি ভিডিওগুলাকে পারফেক্ট করে তুলেন। আপনার ভিডিও গুলা এতো ভালো লাগে যে, মনে হয় ভিডিও শেষ না হোক। ভালো থাকবেন।
আমার দেশের বাড়ি বি বাড়িয়ার উলচাপাড়া য় যা বিজেশ্বর এর আগে। আপনার অঞ্চলের নাম কি ভাই? বয়সে আপনি আমার অনেক ছোট। দেশের আঞ্চলিক ভাষায় কেউ কথা বলছে শুনলে ই দারুণ লাগে। বিয়ের পর অনেক বছর নিজের অঞ্চলে যাইনি,তাই আরো বেশি মিস করি।ভাই তোমার কথা শুনে মনে হয় নিজের দেশকে দেখতে পাচ্ছি। ভালো থেকো।
Sotti Grame onk santi. Amio Gram, shohor, r mofosshol sob khanei thekesi shoishob ta Gramei ketse.ekhon shohorei asi r ekhon shudhu bidesh jawar opekkay asi.
সত্যি ভাই গ্রামের মতন সুখ। আমি শহরে পাই নি। শহরে মানুষ আর মানুষ কেউ কারো সাথে সময় দিতে পারে না। কেউ কারো চিনে না। যে যার মত ছুটে চলেছে তার নিজের ব্যস্ততা নিয়ে। আর গ্রামে উল্টাই ঘটে।গ্রামে খোলা বাতাসে প্রাণ খুজে পাই।
শহরে থাকি না তো ভাই😄, মনে হয় জেলখানায় আছি😄, বাসায় সূর্যের আলো পর্যন্ত পৌছায় না😄। আমার গ্রামকে আমি খুব মিস করি। গ্রামের মানুষগুলো অনেক আপন আর পরিবেশ তো অসাধারণ 🥺।
আমি গ্রামে থাকি সবদিক সবুজের শ্যামলে ভরা যখন মন খারাপ থাকে ঘর থেকে বের হয়ে পুকুর পাড়ে গিয়ে চারিদিকে সবুজ দৃশ্য টা দেখি।জুরে একটা শ্বাস নি মন হালকা হয়ে যায়।কিন্তু দুরে রাস্তা গুলো দেকে যেতে মন চাই।কিন্তু যেতে পারিনা মেয়ে তো তাই।
সরল ভাই আপনার গ্ৰাম টা অনেক সুন্দর আসলে গ্ৰামে অনেক শান্তি আমার ও গ্ৰাম অনেক ভালো লাগে কিন্তু আফসোস আমাদের কোন গ্ৰামের বড়ি নেই শহরেই সব কিন্তু আমার খুব আশা আমার জীবনের শেষ দিন গুলো আল্লাহ যেনো গ্ৰামেই রাখে 😊
ডিপকলে গোসল করার মজার আলাদা আমরা ছোট বেলায় অনেক জন মিলে ডিপকলে গোসল করতে যেতাম লাফিয়ে লাফিয়ে ঢেন ভেঙে ফেলতাম ডিপকলের মালিক এসে লাঠি দিয়ে দোরারি দিতো খুব সুন্দর ছিলো সেই সময়টা খুব মিস করি ছোট বেলাটা খুব মিস করি গ্রামকে
ভাই বলবোনা আপনার ভিডিও আমি সব সময় দেখি, এই প্রথম আপনার ভিডিও দেখলাম কিন্তু বিশ্বাস করেন একটু স্ক্রিপ্ট করি নাই,, কত ভালো লাগছে বুঝাইতে পারবো না অনেক সুন্দর 🥰
ভাই সবার কাছে সবার গ্রাম সেরা আমার কাছে আমার গ্রাম সবচেয়ে বেশি সেরা এটা আমার কাছে মনে হয় তার পরেও বলবো আমার গ্রাম অনেক অনেক সুন্দর গ্রামে গেলে কেমন জেন একটা শান্তি লাগে
মন টা ভরে গেল।। ছোট এই ছেলেটার কথা শুনে। বড হইয়ে আল্লাহ যা চায় সে তাই হবে।।।। আল্লাহ তোমাকে নিশচয় উচ্চ মাকামে পৌছায়ে দিবে।। ইনশাআল্লাহ।
শহর বিদেশ কত খানে গেলাম গ্রামের মত শান্তি আর সৌন্দর্য কোথাও নেই৷ ধন্য আমি জন্মেছি এই দেশের গ্রামে।
খুব ভালো লাগলো। বাবু টার কথা কত সুন্দর, আল্লাহ যা চাইবে তাই হবে 🥰🥰
মাশা আল্লাহ❤️
যান্ত্রিক শহরের রংচঙ দেখে বিমোহিত হওয়া যায়, অবাক হওয়া যায় কিন্তু শান্তির প্রশ্ন আসলে গ্রামই সেরা। যেই মাটিতে আমার পূর্বপুরুষরা শুয়ে আছে আমি নিজেকে সেই মাটির সন্তান হিসাবেই পরিচয় দিতে ভালোবাসি।❤️
আমি এখনো মনে প্রাণে এক গ্রামের ছেলে!!!
Vaiya ami apner akon cuto bon.vaiya plz reply deban apner bari ki Comilla ar Rosullabad gram a bari?
Cumilla, Brahmonbariya
বাংলাদেশের প্রতিটা গ্রামগুলো থাকুক গ্রামের মত। সবুজে শ্যামলে ভরে থাকুক আমাদের গ্রামগুলো। শহরের বিষাক্ত কোলাহলময় বাতাস যেন গ্রামের মধ্যে প্রবেশ করতে না পারে।
ওমাগো, এ সাঁকো দেখলে আমার পা শিরশির করে। ছোট্ট কালে নানার বাড়িতে যখন যেতাম তখন ভয়ে সাঁকোর গোড়ায় বসে বসে কান্না করতাম। কিভাবে পার হবো, পরে আমাকে ধরে আস্তে আস্তে পার করতেন বড়ো রা,আমি কাঁদতেই থাকতাম। এখন ও গাং দেখলেই আগের কথা মনে হয়। ধন্যবাদ ভাই। মনে করিয়ে দেয়ার জন্য।ভালো লাগলো।ফী আমানিল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে।
আপনাকেও ধন্যবাদ আপু❤️
আমার একই অবস্থা ছিলো, কত সাজুগুজু করিয়ে মা নিয়ে যেতো। কিন্তু মামা খালারা কোলে করে নিয়ে যেতো।বিয়ের পর সখ করে যায়েরা নিয়ে গেলো বেড়াতে। সবাই চলে গেছে। আমি একা দাঁড়ানো ছিলাম।এরপর বর যা নিয়ে গেলো।কতটা কষ্টে।সেই কথা মনে পরে গেলো।ধন্যবাদ সবাই কে। 🌹
আমি জার্মানী থেকে অনেক ব্যস্ততার মাঝেও আপনার ভিডিও গুলো দেখি। খুব ভালো লাগে। শুভেচ্ছা জানবেন
ভালোবাসা এবং কৃতজ্ঞতা ❤️
জীবনকে উপভোগ করতে হলে অবশ্যই গ্রামে যেতে হবে।আহ আমার সোনার বাংলা।
নিজ গ্রামের চেয়ে আপন স্থান আর কি কোথাও আছে। আপন চেনা পথ ঘাট যেখানে জরিয়ে আছে হাজারো সৃতি। খুব ভালো লাগল ভিডিওটা দেখে।
গ্রামের কথা মনে পড়ে চোখে জল চলে আসলো। খুব দূত গ্রামের মানুষের কাছে চলে যাবো ইনশাআল্লাহ
আজকে গ্রাম থেকে শহরে আসছি আইসা কোনো কারনেই আমার ভালো লাগতাছেনা আমার চোখে আমার গ্রামের দৃশ্য ভেসে উঠতাছে আর কান্না আসতাছে,,,,,,,আই লাভ মাই বি বাড়িয়া,, ❤️❤️❤️❤️
সত্যি এভাবে গোসল করতে করতে অনেক ভালো লাগে -ছোট বেলায় আমি ও অনেক এভাবে গোসল করছি
Khub e valo laglo vaia video ta dekhe,amader gramer nam,kalika pur.bolte gele apnader desi protibeshi amra,grame jete khub e iccha kore vai but jete pari na...gram r ager moto nai.hana hani mara mari r orajokotay vore gece,tai jaina.....
গ্রামের চেয়ে সুন্দর আর কিছুই হতে পারে না 💜💜
❤️❤️❤️❤️
@@faisalthesorolbhai আপনার গ্রামের নাম কি
একদম
@@faisalthesorolbhai apnr gramer nam ki
বাস্তবেই
নগর জীবনের যান্ত্রিক জীবন বড়ই অস্বস্তিকর
আসলেই নিজের গ্রামের মতো শান্তির জায়গা আর কোথাও নেই বেশ ভালো লাগলো আজকের ব্লগ টা
আমার গ্রামের মতো এত্ত সুন্দর জায়গা পৃথিবীর কোথাও হবেনা। যতই দুবাই, কাতার,আমেরিকা,কানাডা,সিঙ্গাপুর থাকুকনা কেন। আমার গ্রামের কয়েক কিলোমিটার এলাকায় আমার কাছে অক্সিজেন, আমার ভালোবাসা।💜
আপনার কথা গুলা এতো ভালো লাগে এতো ভালো লাগে সব থেকে বেশি ভালো লাগে আপনারে
❤️❤️❤️❤️
ভাইয়া খুবই সুন্দর হয়েছে ভিডিওটি খুবই সুন্দর লেগেছে আপনার গ্রামে দৃশ্য আমার কাছে খুবই ভালো লেগেছে আমি ওমানে বসে বসে আপনার ভিডিও গুলো দেখি আজকে কমেন্ট করে দিলাম
ডিপ কলে আপনাদের গোসল করার দৃশ্যটা আমাকে খুব নস্টালজিয়া করে দিসে। এক মুহুর্তে যেন ফিরে গেলাম আমি আমার ফেলে আসা শৈশব এবং কিশোরে। আমাদের বাড়ির পাশেও বহু বছরের পুরনো একটি সেচের ডিপ কল আছে। যেখানে গ্রামের ছোট বড় অনেকেই আমরা গোসল করতাম। আজও সেটি অক্ষত আছে। কিছুদিন পর দেশে যাবো, ডিপ কলের পানির স্রোতে হারিয়ে যাওয়া শৈশবের গন্ধ আবার পেতে চাই। 😢❤️
গ্রামটা সত্যি অনেক সুন্দর। একদম আমার ছোটবেলার গ্রামের মতো। আমাদের গ্রাম আর এখন গ্রাম নাই। বেশীরভাগ ই মেঘনার পেটে চলে গেছে। বাকী যা আছে তাকে আর এখন গ্রাম বলা যায় না। এমন বাঁশের সাঁকো ছোটবেলায় দুরুদুরু বুকে অনেক কষ্ট করে বহু বার পার হয়েছি। সাঁকো এখন ব্রিজ হয়ে গেছে। কিন্তু আমাদের আর সেই ব্রিজে ওঠা হয়না। ভিডিও খুব ভালো লাগলো। সুন্দর একটা গ্রাম দেখে সত্যি মন ভালো হয়ে গেলো।
ধন্যবাদ।
❤️❤️❤️❤️
ছাগলে সাথে দুষ্টামি টা ভালো লাগলো ভাইজান।ভালোবাসা নিয়েন।
❤️❤️❤️❤️
সত্যিই আজকের ভিডিওটা অনেক ভালো লাগছে,,, মন ছুঁয়ে গেছে।
ধন্যবাদ আপু❤️
পরিবেশ আর সরল ভাই এর মায়ের ভাষা ২ টা মিলিয়ে মনোমুগ্ধকর
❤️❤️❤️
গ্রাম ছাড়া ঐ রাঙ্গা মাটির পথ" আমার মন ভুলায় রে.....আপনার এই ভিডিওটি দেখে আমার জন্মভূমি গ্রামের কথা মনে পরে গেল। আর সাথে আপনার আঞ্চলিক ভাষায় যে কথা বললেন অসম্ভব ভালো লাগলো। সত্যি কথা বলতে আমরা যারা গ্রামে বড় হয়েছি,তারা শহরের যতো রং চং এর মধ্যে থাকি না কেন সেই গ্রামের মাটির গন্ধ ভুলতে পারিনা। আর ভুলতে চাইওনা। ষড় ঋতুর আমাদের এই সোনার দেশে প্রতিটি ঋতুর স্বাদ উপভোগ করা সম্ভব শুধু গ্রামেই। যেটা যান্ত্রিক শহরের এই ইট পাথরের ঘরে বসে সম্ভব নয়। আপনার এই ভিডিওর প্রতিটি কর্মই আমার শৈশবের সাথে মিলে গেল। আমি সত্যি এই মুহুর্তে আবেগ আপ্লূত হয়ে গেছি। মনের অজান্তেই চোখের কোণে জল চলে আসছে। তবে ভিডিওর প্রায় শেষের দিকে আপনার গোছল করার দৃশ্য দেখে না হেসে থাকতে পারলামনা। আপনার মতো আমরা ও ছোট বেলায় ডিপে গোছল করতে গিয়ে কত সাবান যে হারিয়েছি তার কোন ইয়াত্তা নেই। যাই হোক অনেক কথা বলে ফেললাম। পরিশেষে, বলি এত সুন্দর ভিডিও উপহার দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ভালো থাকবেন।
সরল ভাই সত্যি এই নামটা শুধুমাত্র আপনার ক্ষেত্রে প্রযোজ্য। কি সহজ সরল আপনি। আপনি যেন স্নিগ্ধ প্রকৃতির আর একটা রূপ। এত লেখাপড়া জানার পর শহরে থাকার পরও এতটা নির অহংকার গ্রামের মানুষের সাথে আন্তরিকভাবে চলাফেরা এগুলো দেখে সত্যি আমি বিমোহিত। আর কি সহজ সরল আপনার ভাষা। ছাগলের সাথে ফাইট বাচ্চাদের মাংস নিয়ে খাওয়া প্রতিটা জিনিসে আমি এতটা হেসেছি আর এতটা আনন্দ পেয়েছি বলে বোঝাতে পারবো না। দোয়া করি ভাইয়া আপনি সারা জীবন এমনই থাকেন আর খুব ভালো থাকেন।
জীবন আসলেই অনেক সুন্দর। আমি জীবনের পিছনে ছুটতে ছুটতে জীবনের আসল মানেটা বুঝতে পারলাম। আমার এই শহরে আজ দম বন্ধ হয়ে আসে।আমি আপনার পুরো বিডি ওটা দেখলাম আমারও খুব ইচ্ছে এইরকম করে বাঁচার ইচ্ছা। আপনার কথা গুলো আমার মিষ্টি লাগে।আপনি দোয়া করবেন আমার জন্য আমার জীবনে এমনই একটি মানুষ আসে। আপনি দেখতে খুব কিউট।লাভলি
আপনার বাড়ি কোথায় বন্ধু প্লীজ 🙏😢
যার যার গ্রাম তার তারই ভালো লাগে প্রিয় বাংলা দেশ আমার
right
গ্রাম যেমন সুন্দর, গ্রামের মানুষের মন ও অনেক সুন্দর।
ছোট ভাইয়ের কথাটা এক ধম সত্য ধন্যবাদ ছোট ভাইটাকে
❤️❤️❤️
ভাইজান আপনে কথাগুলো অনেক সুন্দর করে গুছিয়ে বলতে পারেন। তাই ভালো লাগে
সরলভাই তুমি সারাজীবন সরল থাক।সময়ের সাথে সাথে তুমি বদলাও না।
ami ager motoi achi❤️
খুব ভাল লাগছে ভিডিও টা "আমি অ গ্রামে থাকি খুব ভাল লাগে আমার এখন "গ্রামের পরিবেশ খুব ভাল্লাগে প্রচুর বাতাস'কুয়াসা ভেজা ঘাস"নিরব একটা পরিবেশ "
❤️❤️❤️
আপনার ভিডিওটা ভালো লাগলো। আমিও মফস্বল থেকে শহরে বসবাস করা ছেলে। যার কারণে আমার সাথে মিলে গেলো। আপনার প্রায় ভিডিও দেখা হয়। সুন্দর উপস্থাপনা দিয়ে আপনি ভিডিওগুলাকে পারফেক্ট করে তুলেন। আপনার ভিডিও গুলা এতো ভালো লাগে যে, মনে হয় ভিডিও শেষ না হোক। ভালো থাকবেন।
valobasha niben vai❤️
ভালো লাগল সাবসক্রাইব করে দিলাম শুধু গ্রামের সবুজ প্রকৃতির জন্য পাশে আসলাম গ্রাম আমার খুবি প্রিও আলহামদুলিল্লাহ
Vai apnake onek onek dhonnobad gramer boicitro tule dhorar jonno.amar kachew gram onek valo lage.
ভাই আপনি যখন নিজের আনঞ্চলীক ভাষাতে কথা বলেন আমার মন থেকে কেনো জানিনা অজানা শান্তি আসে।মন থাকে দোয়া রইল
সত্যি আপনার কথা গুলো অসাধারণ। আমি বরিশাল থেকে বলছি আর আপনার ভিডিও গুলো ও অনেক সুন্দর।
ধন্যবাদ আপু❤️
আপনাকে ধন্যবাদ আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় কথা বলা জন্য এটাই আমার জেলা পোলা।
ধন্যবাদ ভাই❤️
আমার দেশের বাড়ি বি বাড়িয়ার উলচাপাড়া য় যা বিজেশ্বর এর আগে। আপনার অঞ্চলের নাম কি ভাই? বয়সে আপনি আমার অনেক ছোট। দেশের আঞ্চলিক ভাষায় কেউ কথা বলছে শুনলে ই দারুণ লাগে। বিয়ের পর অনেক বছর নিজের অঞ্চলে যাইনি,তাই আরো বেশি মিস করি।ভাই তোমার কথা শুনে মনে হয় নিজের দেশকে দেখতে পাচ্ছি। ভালো থেকো।
Bhai chalye jan
Sotti Grame onk santi. Amio Gram, shohor, r mofosshol sob khanei thekesi shoishob ta Gramei ketse.ekhon shohorei asi r ekhon shudhu bidesh jawar opekkay asi.
ছাগলের সাথের বিনোদন টা বেশি জোস👌😆ছিলো ভাই।
ধন্যবাদ ভাই❤️
most welcome bhai❤️
এই ছাগলটার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া লোকজনের আচার-আচরণের বহিঃপ্রকাশ ঘটেছে 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
ভাই গ্রাম অনেক মিস করি। আমাদের গ্রামটাও এখন গ্রাম নাই। শহরের ছোঁয়া লেগে গেছে। আপনার ভিডিও দেখে ইচ্ছা করে আপনাদের গ্রামে ঘুরে আসি
চলে আসেন শীতে❤️
মাশাল্লাহ ভাই আপনার ডিপ কলে গোসল করা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল
😁😁😁
সত্যি ভাই গ্রামের মতন সুখ। আমি শহরে পাই নি। শহরে মানুষ আর মানুষ কেউ কারো সাথে সময় দিতে পারে না। কেউ কারো চিনে না। যে যার মত ছুটে চলেছে তার নিজের ব্যস্ততা নিয়ে। আর গ্রামে উল্টাই ঘটে।গ্রামে খোলা বাতাসে প্রাণ খুজে পাই।
আপনার কথা গুলো ভালো লাগে আমার। আপনার কথার মধ্যে প্রাণ আছে মায়াবী শুনলে জান ভরে যায়।
thanks apu❤️
১ সেকেন্ড এ স্কিপ করি নাই।ভাল লেগেছে।অনেক গুলো কথা কলিজায় লাগছে।
গ্রামের সুন্দরর্য দেখলে আর শহরে থাকতে ইচ্ছে করেনা,,,❤❤❤❤
Masha allah kuv sundor gram
Nice… after watching all the Bangladeshi RUclipsrs… YOU ARE THE BEST… keep making us HAPPY…❤️❤️❤️
বিদেশটা আর ভালো লাগে না
মনে কই আমার প্রিয় গ্রামে চলে যাই।
লাভ ইউ প্রিয় বি-বাড়িয়া ❤❤
সময় করে চলে আইসেন❤️
শহরে থাকি না তো ভাই😄, মনে হয় জেলখানায় আছি😄, বাসায় সূর্যের আলো পর্যন্ত পৌছায় না😄। আমার গ্রামকে আমি খুব মিস করি। গ্রামের মানুষগুলো অনেক আপন আর পরিবেশ তো অসাধারণ 🥺।
❤️❤️❤️
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।
বড় ভাই
আপনার ভিডিও এই প্রথম বার দেখলাম - দেখেই আপনার ফ্রেন্ড হয়ে গেলাম।।।
দোয়া করি এগিয়ে যান।।।
ভালোবাসা নিবেন ভাই❤️
ওয়াও কি সুন্দর গ্রাম......❤️❤️❤️
ভিডিও টা দেখে নিজের গ্রামের কথা মনে পরে গেলো
ধন্যবাদ আপু❤️
বাই আপনি অনেক সুখী মানুষ আমরা এই টাইমটা পবাসে কাটাইতেছি সৌদি আরব
অনেক ভালো লাগলো ভাই ধন্যবাদ
আমি গ্রামে থাকি সবদিক সবুজের শ্যামলে ভরা যখন মন খারাপ থাকে ঘর থেকে বের হয়ে পুকুর পাড়ে গিয়ে চারিদিকে সবুজ দৃশ্য টা দেখি।জুরে একটা শ্বাস নি মন হালকা হয়ে যায়।কিন্তু দুরে রাস্তা গুলো দেকে যেতে মন চাই।কিন্তু যেতে পারিনা মেয়ে তো তাই।
সরল ভাই আপনার গ্ৰাম টা অনেক সুন্দর আসলে গ্ৰামে অনেক শান্তি আমার ও গ্ৰাম অনেক ভালো লাগে কিন্তু আফসোস আমাদের কোন গ্ৰামের বড়ি নেই শহরেই সব কিন্তু আমার খুব আশা আমার জীবনের শেষ দিন গুলো আল্লাহ যেনো গ্ৰামেই রাখে 😊
সত্যি গ্রামের মতো শান্তি আর কোথাও নেই
সুন্দর ভিডিও,, আমার গ্রামকেও অনেক মিস করি,,,
Vaia,Vabi koi?Apnaderke onek valo lage vai.Valo manush apnara.❤️❤️❤️❤️❤️
❤️❤️❤️
অসাধারণ গ্রাম বাংলার দৃশ্য 🥰
নিজের আঞ্চলিক ভাষায় কথা শুনলে অনেক ভালো লাগে
গ্রাম টা অনেক সুন্দর। অনেক পরিশ্রম করলেন ভালো। খুব ভালো লাগলো সরল ভাই 😍😍😍😍আপনার সাথেই আছি
ধন্যবাদ আপু❤️
আসসালামু আলাইকুম ভাইয়া।আপনার ভিডিও দেখে মন ভালো হয়ে গেল।মাশাআল্লাহ
আমিও বি-বাড়িয়া,,,লাভ ইউ বাংলাদেশ লাভ ইউ বি-বাড়িয়া
❤️❤️❤️
আাসসালামুআলাইকুম ভাইয়া,,খুব ভালো লাগলো গ্রামের ব্লগ👌❤️❤️
ধন্যবাদ আপু❤️
Choto cele tar kothA sone onak valo laglo
সত্যিই তোমাকে দেখে বুঝতে হবে জীবন কতটা আনন্দ ময় ভালো থেক সুস্থ্য থাক এই দোয়া করি সরল ❤❤👍🤲🤲👈
আপনার ভিডিও দেখলে মন খারাপ থাকলে মন ভালো হয়ে যায়
ডিপকলে গোসল করার মজার আলাদা আমরা ছোট বেলায় অনেক জন মিলে ডিপকলে গোসল করতে যেতাম লাফিয়ে লাফিয়ে ঢেন ভেঙে ফেলতাম ডিপকলের মালিক এসে লাঠি দিয়ে দোরারি দিতো খুব সুন্দর ছিলো সেই সময়টা খুব মিস করি ছোট বেলাটা খুব মিস করি গ্রামকে
অনেক দিন পর খুব হেসেছি।। ধন্যবাদ ভাই।।
খুব সুন্দর ভিডিও ভাই , একটু হাসলামও ধন্যবাদ।
আসসালামু আলাইকুম ভাইয়া,,,,,,,, আপনার ব্লগ গুলো খুব ভালো লাগে আর বিশেষ করে আপনার কথা বলার ধরন এটা তো আরো ভালো লাগে
এক কথায় অসাধারণ ☺️☺️
ধন্যবাদ আপু❤️
Assalamolaikom vaiyya sukriya vedio uploade korar jonno apnr vedio r jonnu onk opykkai taki
Onk sonddor vedio
ভাইয়া আপনার গ্রামের নাম কি? কয়েক দিন ধরে আমি আপনার সব ভিডিও দেখি খুব ভালোলাগে।
গ্রামের দৃশ্য খুব সুন্দর ভিডিও
ভাইয়া আপনার ভিডিও গুলো খুব ভাল লাগে।খুব মজা পাই।
❤️❤️❤️
vi apnar koto gulo eto vlo lage r apni onek mojar manush
সরল ভাই.... আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক.... আমিন
কথা গুলো অনেক সুন্দর
Apnar kotha gola kub sundur..
ভাই বলবোনা আপনার ভিডিও আমি সব সময় দেখি, এই প্রথম আপনার ভিডিও দেখলাম কিন্তু বিশ্বাস করেন একটু স্ক্রিপ্ট করি নাই,, কত ভালো লাগছে বুঝাইতে পারবো না অনেক সুন্দর 🥰
চমৎকার লাগে আপনার কথা গুলো❤️
আমি গ্রামের ছেলে গ্রাম ছাড়া ভালোলাগেনা একবার কলকাতা গিয়ে ২ বছড় ছিলাম ওখানে গিয়েও প্রাই গ্রামে চলে যেতাম খুভ ভালো লাগে গ্রামে পরিবেশ গুলি
ভাই সবার কাছে সবার গ্রাম সেরা আমার কাছে আমার গ্রাম সবচেয়ে বেশি সেরা এটা আমার কাছে মনে হয় তার পরেও বলবো আমার গ্রাম অনেক অনেক সুন্দর গ্রামে গেলে কেমন জেন একটা শান্তি লাগে
❤️❤️❤️
onek sundor bhai. amare apnar gramer bari neben? 20 botsor grame jaoa hoy na.
আহ্! কি অসাধারণ 🌼💚🙂😌
I love Geram onek miss kori Barisal
Onk valo laglo viya ai video ta Mon cuye gelo
সরল ভাই এর সরল কথা,,,ভালই লাগে😍
ধন্যবাদ প্রিয় ভাই
ভাইয়া আপনার গ্রামটা অনেক সুন্দর 💞💞
ভাই আজকে ভিডিও অনেক অনেক সুন্দর হয়েছে
❤️❤️❤️❤️
ভাইয়া আপনাদের রসুল্লাবাদ গাংপারে আমি পড়ছি এবং পড়ায়ছি আর আপনার সব ভিডিও আমি সবসময় দেখি
vai onk sundor onk sundor,,,amr vabi valo ace to??/
ভাইয়া আপনার ভিডিও দেখে আমি না হেসে থাকতে পারিনা
ছাগলের লড়াই খুব সুন্দর হয়েছে।
জীবন আসলেই আনেক সুন্দর