আপনাদের দুজনের কথা গুলো আমার মন ছুয়ে যায়,,,আল্লাহ আপনাদের দুজনকেই নেক হায়াত দরাজ করুক,,, আমাদের এতো সুন্দর কথা বলে অনেক কিছু শেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের,,, অসাধারণ উপস্থাপনা,,আমি আপনাদের দুজনের অনেক বড় ফ্যান,,,অনেক ভালো লাগে দুজনকেই
আপনার টাকা আছে তাই আপনার ভালবাসার দাম আছে সংসারে যখন অভাব থাকে দিন আনে দিন খায় তখন ভালোবাসা দিতে চাইলেও ভালবাসা আসে না আসে ঘুম যার টাকা নেই তার খাটতে খাটতে মরা লাগে যার টাকা আছে তার আবেগ আছে ভালোবাসা আছে কত কিছু আছে
মাশাআল্লাহ দুজন কে অনেক ভালো মানিয়েছে। আপনাদের দুইজনের এই মিল যেন সবসময় থাকে। আল্লাহর কাছে দোয়া করি এবং আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যেন আল্লাহ্ সুন্দর একটা সস্পর্ক তৈরি করেন।
আপনাদের কথা গুলো যত শুনি ও ভিডিও গুলো দেখি ততটা মুগ্ধ হই। আপনাদের কে সৃষ্টিকর্তা অনেক জ্ঞান দান করেছেন। আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের কাছ থেকে সঠিক শিক্ষা ও জ্ঞান অর্জন করতে পারি।🙏
Thank you guys for creating this video, I felt and went through everything that was mentioned in the video. This is the reason why my marriage of 19 years is now broken, please pray for my daughter and I.
আসসালামু আলাইকুম ভাইয়া আপু❤️ যার আচরণ যত বেশি সুন্দর সবাই তাকে তত বেশি ভালোবাসে, সম্মান ও শ্রদ্ধা করে। যার আচরণ ভালো নয় সবাই তাকে ঘৃণা করে ও এড়িয়ে চলে।
@@Blueshirt2023 who are you to judge his opinion? He gave his opinion from the point of his view.. No one is perfect, we always learn from each other.. I know their audience is from all religion..so they are maintaining a common ground. If you are an atheist or secular or whatever, that's your choice. If you hate Islam, that's totally okay...no one will give sht about it, but please don't spread hatred in the comment section.. Thank you.
আপনার শেষের সবকটি কথা আমার স্বামী ৩০বছর সংসারজীবনে প্রায়শই বলে থাকেন ঝগড়া হলে। আমার জয়েন্ট ফ্যামিলিতে আমি কখনও কোনো কিছুতে বাধা দেয়নি।এরপর ও শুনতে হয় কিছুই করিনি ছেলেমেয়েরা বড় হয়ে গিয়েছে এখনও ঝগড়া হয় আর আমার স্বামী আমাকে প্রচন্ড হিট দিয়ে কথা বলেন আপনি শেষে যে কথাগুলো বলেছেন সেগুলো এরথেকে আমি পরিত্রান পাচ্ছি না।আমি সব মেনে নিয়ে ধৈর্য্য ধরে আছি।আমার জন্য দোয়া চাই।
Hello. This is Afrin, Page Coordinator of Lifespring's Page. You don’t have to suffer from mental illness . Lifespring is here to help you. You can take an appointment with Psychiatrist Dr.Golam Mostafa Milon or Psychologist Zannatul Ferdous Zinia . For an appointment you can call 09638305305.
✍️ জাযাকাল্লাহ খাইরান প্রিয় এত সুন্দর করে মার্জিত হবে তুলে ধরেছেন আমাদের সামনে। পিতা মাতা আর সন্তানের সম্পর্কের পর পৃথিবীতে সব চেয়ে সুন্দর সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক......একটা জোড়া.....সংসার নামের একটা ডালের উপর পাখির বাসার মত একটা বাসা বেঁধে দুটো পাখির কিচির মিচির করা। মান অভিমান ভালবাসা.....স্বামী স্ত্রীর সম্পর্ক তখনই খুব সুন্দর, যখন একে অপরকে সম্মান করবে, অপমান করতে ১০ বার ভাববে! শুধু ভোগ করার জন্যই স্ত্রীরা নয়! স্ত্রী শব্দটাতে সম্মান মিশে আছে, এই সম্মান আল্লাহ পাক দিয়েছেন!!
অনুরোধ করবো, সৃষ্টি জগতের এই মহান ভালোবাসাকে এভাবে সাধারণীকরন করবেন না।আর সত্যিই যদি এই ভালোবাসা অন্তরে স্থান দিতে চান, তাহলে নিজেকে আরো একটু পর্দানশিন করার চেষ্টা করুন।
আপনি চাইলে আমাদের ডাক্তারদের সাথে এই ব্যাপারে পরামর্শ করতে পারেন। তারা অভিজ্ঞ এবং তারা আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবেন। আপনি আমাদের অ্যাপয়ন্টমেন্ট নিতে চাইলে কল করুনঃ +8801763438148 +8801776110510 (শনি - শুক্র) & সময় : সকাল ৯ টা- রাত ৯ টা।
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। লাইফস্প্রিং এর অভিজ্ঞ সাইকোলজিস্ট ও সাইকিয়াট্রিস্ট-র অ্যাপয়েন্টমেন্ট নিতে ও অন্যান্য তথ্যের জন্য 09638505505 whatsapp: 01782073619
আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি সেও আমাকে অনেক ভালোবাসে কিন্তু সমস্যা হল আমার শাশুড়ি অনেক সময় সুযোগ পেলেই তাকে কুপরামর্শ দেয় যা আমি কিছু কিছু কথা নিজ কানে ও চোখে দেখেছি যা আমি কিছুতেই মেনে নিতে পারছিনা আমাদের সম্পর্কের মধ্যে অনেক বড় ফাটল ধরেছে যা শুধরে ওঠা যাচ্ছে না ।
ভাইয়া কারোর কথা স্ত্রীকে ভুল বুঝবেন না দয়া করে এতে একটা সাজানো গোছানো সংসার নষ্ট হয়ে যায় ভাইয়া আমার অনেক বুদ্ধি নাই তবে এইটা বিশ্বাস করি দুজনেই কথা বলে সমাধান করুন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে তবে দুই জন দুইজনে প্রতি বিশ্বাসটা হারাবেন না ভাইয়া ভাঙ্গা সহজ ভাইয়া সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন তবে ভালোবাসা থাকলে সম্ভব ভাইয়া
01:34 Giving each other quality time is crucial for a beautiful married relationship. 03:08 Giving more time to your daughter will allow her to spend more time with her son 04:42 Respecting and creating space for each other's parents is important in a relationship. 06:16 Husbands need support in dealing with toxic joint family environments 07:50 Financial understanding is crucial for a successful marriage. 09:24 Facilitating love between mothers and daughters is important for family harmony 10:58 Tips for healthy conflict in relationships 12:25 Healthy conflicts are good in relationships Crafted by Merlin AI.
Aslamualaikum sir & madam. Onk sundor alochona. Sobay jodi apnder moto bujhto tahole mone hoi amader society te Kono problem hoto nah. Thankyou ato sundor alochona korae jonno. Amader k onk help full video dewar jonno.
Etto shundor kore mam and dir bujhalen.Amader deshe relationship coach jinish ta khub valo vabe regularly practice howa uchit.Ei prottekta point logical.Really magical ekta feeling hocche video ta dekhe.Amr future hubby r jonno ei video must dekhabo.Mone kotha jomiye rakha jabena.Conflict holeo shob share korte hobe
বাচ্চাকেও না বউকেও না এমন বর থাকলে আর কি লাগে বলেন আজকাল পুরুষ নারী অনেক বেশি পরকিয়াতে আসক্ত। তবে বেশি ছাড় দিয়ে তাকে অনেক বেশি আমার প্রতি অবিচারের মাত্রা বাড়িয়ে দিয়েছি সত্যি বলতে খারাপ মানুষ গুলি পরিবর্তন হয়না আপনাদের কথা গুলি বাজে মানুষ গুলি যদি শুনতো তবে ভালো হতো
Thank u so much for all the tips...Ami ae beper gula kom beshi agaaooo follow korechi...n mante pochondo kore...hope n pray My husband also..follow this tip.He is very nice person...but his anger mess Everytime sometime.
আপনার সমস্যাটি খুবই সংবেদনশীল। আপনার সমস্যাটি নিয়ে আমাদের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে পরামর্শ করলে উপকৃত হবেন। অনেকেই এমন সমস্যা নিয়ে আমাদের কাছ থেকে উপকৃত হয়েছেন। আপনি আমাদের অ্যাপয়ন্টমেন্ট সেকশনে কল করে আপনার সমস্যার কথা বললেই তারা আপনাকে এই বিষয়ের সবচেয়ে অভিজ্ঞ ডাক্তারের অ্যাপয়ন্টমেন্ট নিতে সাহায্য করবেন। কল করুনঃ +8801763438148 +8801776110510 (শনি - শুক্র) & সময় : সকাল ৯ টা- রাত ৯ টা।
আপনারা আজও অন্য জগতে পড়ে আছেন বাস্তবতা আরো কঠিন বাস্তবে কথা বলতে শিখুন বাস্তববাদীভাবে কথা বলতে শিখুন ছেলে এবং মেয়ে উভয়ে দোষ থাকে যদি স্বামীর চাহিদা অনুযায়ী স্বামীর ইচ্ছে গুলো স্ত্রী একটু প্রাধান্য দেয় স্ত্রীর প্রতিও স্বামীর ভালোবাসা অনেকটা বেড়ে যায় একটা মেয়ে খুব সহজে একটা ছেলেকে বুঝতে পারে কিন্তু একটা ছেলে এতটাও সহজে একটা মেয়েকে বুঝতে পারেনা তাই একটু সময় দেওয়া উচিত এবং কিছু আত্মীয় এবং স্বজনরা আছে তারা পরামর্শ দিতে সব সময় এক পায়ে দাঁড়িয়ে থাকে এদের থেকে দূরত্ব বজায় থাকার পরামর্শ দিন বিশেষ করে স্বামী এবং স্ত্রীদের বাস্তববাদী হন কারণ বাস্তবে জীবনটা অন্যরকম
আসলে আমিও কিছু ক্ষেত্রে একমত আপনার সাথে, বাস্তব জীবন ও সো তে বলাটা অনেক পার্থক্য, আমাদের সমস্যা হলো সব ভালো খারাপটা হলো সিগেরেট যেটা এখন সংসার বরবাদ হতে যাচ্ছে। 😭
প্রতিবছর দেশে যাওয়া হয়। এবার করোনার কারণে প্রবাসে আটকে আছি, ও ধৈর্য্য হারিয়ে ফেলেছে, সম্পর্কে অবনতি হচ্ছে। এই মুহুর্তে দেশে গেলে সহজে ফেরা যাবে না। এখন কি করবো?
আপনার সমস্যাটির কথা শুনে আমরা অত্যন্ত দুঃখিত।একজন রোগীকে নিরাপদ ও কার্যকরী চিকিৎসা দিতে এটুকু তথ্যের উপর ভিত্তি করে উত্তর দিলে আপনার উপকার করতে যেয়ে আমরা হয়তো অপকার করে ফেলতে পারি। আশা করি আপনি আমাদের অপারগতাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দোয়া করি আপনি যাতে এই সমস্যার প্রতিকার দ্রুত পেয়ে যান। আপনি চাইলে আমাদের ডাক্তারদের সাথে এই ব্যাপারে পরামর্শ করতে পারেন। তারা অভিজ্ঞ এবং তারা আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবেন। আপনি আমাদের অ্যাপয়ন্টমেন্ট নিতে চাইলে কল করুনঃ +8801763438148 +8801776110510 (শনি - শুক্র) & সময় : সকাল ৯ টা- রাত ৯ টা।
দাদা,আসসালামুআলাইকুম, অনেক সময় এরকম হয়,কিছু লোকের ক্ষত্রে যারা টাকা,পয়সা, চাকরি বাকরি নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে। হয়তো বোঝাতে পেরেছি,ধন্যবাদ। ভালো থাকেন।
আপনাদের দুজনের কথা গুলো আমার মন ছুয়ে যায়,,,আল্লাহ আপনাদের দুজনকেই নেক হায়াত দরাজ করুক,,, আমাদের এতো সুন্দর কথা বলে অনেক কিছু শেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের,,, অসাধারণ উপস্থাপনা,,আমি আপনাদের দুজনের অনেক বড় ফ্যান,,,অনেক ভালো লাগে দুজনকেই
আলহামদুলিল্লাহ। এই couple টা আমার খুব প্রিয়।Dr. Sayedul ashraf+Shusuma Reza.
আপনার টাকা আছে তাই আপনার ভালবাসার দাম আছে সংসারে যখন অভাব থাকে দিন আনে দিন খায় তখন ভালোবাসা দিতে চাইলেও ভালবাসা আসে না আসে ঘুম যার টাকা নেই তার খাটতে খাটতে মরা লাগে যার টাকা আছে তার আবেগ আছে ভালোবাসা আছে কত কিছু আছে
টাকা দিয়ে সব কিনতে পারলে ও কখনো ভালোবাসা আর সম্মান কিনতে পারে না বুঝলেন?
Kosto korea tara ei projonto ashea
টাকা দিয়া কোনো সুখ হয় না😅
মাশাআল্লাহ দুজন কে অনেক ভালো মানিয়েছে। আপনাদের দুইজনের এই মিল যেন সবসময় থাকে। আল্লাহর কাছে দোয়া করি এবং আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যেন আল্লাহ্ সুন্দর একটা সস্পর্ক তৈরি করেন।
আপনাদের কথা গুলো যত শুনি ও ভিডিও গুলো দেখি ততটা মুগ্ধ হই। আপনাদের কে সৃষ্টিকর্তা অনেক জ্ঞান দান করেছেন। আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের কাছ থেকে সঠিক শিক্ষা ও জ্ঞান অর্জন করতে পারি।🙏
Thanks for your kind support mam.
welcome
Thank you guys for creating this video, I felt and went through everything that was mentioned in the video. This is the reason why my marriage of 19 years is now broken, please pray for my daughter and I.
আসসালামু আলাইকুম ভাইয়া আপু❤️
যার আচরণ যত বেশি সুন্দর সবাই তাকে তত বেশি ভালোবাসে, সম্মান ও শ্রদ্ধা করে। যার আচরণ ভালো নয় সবাই তাকে ঘৃণা করে ও এড়িয়ে চলে।
আপু আপনার হাজবেন্ড অনেক অনেক ভাগ্যবান। আপনি দেখতে যেমন সুন্দর মনটাও তেমন অতুলনীয়। প্রতিটি ভিডিও দেখে প্রচুর শিখছি।
ধন্যবাদ।
মুল কথা হল ধর্মিয় জ্ঞান থাকা জরুরি,,, তা না হলে কিছুই ঠিক থাকবেনা,,
অনেক ভালো লাগলো, এবং পাশাপাশি আপনাদের প্রতি ভালোবাসাটাও একটু বেড়ে গেল ♥♥♥
you got the basic point of relationship with husband-wife. thank you so much for impeccable discussion.
আসছালামুলাইকুম। আশাবাদী পরবর্তী তে আপনারা সালাম দিয়ে কথা বলা শুরু করবেন। মহান রাব্বুল আলামিন যেন আপনাদের কে ভাল রাখেন। 💝
Who are you to give them advice? They are already more qualified than you. So stop giving advice and try to learn the lesson first
আসসালামু আলাইকুম। ভুল হলে যে কেউ,যে কাউকে, শিক্ষিত বা অশিক্ষিত সবাইকে ধর্মীয় উপদেশ দিতে পারে।
1st salam then Kalam :)
She is a doctor for all religion. So common greetings should be used.
@@Blueshirt2023 who are you to judge his opinion?
He gave his opinion from the point of his view..
No one is perfect, we always learn from each other..
I know their audience is from all religion..so they are maintaining a common ground.
If you are an atheist or secular or whatever, that's your choice.
If you hate Islam, that's totally okay...no one will give sht about it, but please don't spread hatred in the comment section..
Thank you.
আপনার শেষের সবকটি কথা আমার স্বামী ৩০বছর সংসারজীবনে প্রায়শই বলে থাকেন ঝগড়া হলে। আমার জয়েন্ট ফ্যামিলিতে আমি কখনও কোনো কিছুতে বাধা দেয়নি।এরপর ও শুনতে হয় কিছুই করিনি ছেলেমেয়েরা বড় হয়ে গিয়েছে এখনও ঝগড়া হয় আর আমার স্বামী আমাকে প্রচন্ড হিট দিয়ে কথা বলেন আপনি শেষে যে কথাগুলো বলেছেন সেগুলো এরথেকে আমি পরিত্রান পাচ্ছি না।আমি সব মেনে নিয়ে ধৈর্য্য ধরে আছি।আমার জন্য দোয়া চাই।
Hello. This is Afrin, Page Coordinator of Lifespring's Page. You don’t have to suffer from mental illness . Lifespring is here to help you. You can take an appointment with Psychiatrist Dr.Golam Mostafa Milon or Psychologist Zannatul Ferdous Zinia . For an appointment you can call 09638305305.
✍️ জাযাকাল্লাহ খাইরান প্রিয় এত সুন্দর করে মার্জিত হবে তুলে ধরেছেন আমাদের সামনে। পিতা মাতা আর সন্তানের সম্পর্কের পর পৃথিবীতে সব চেয়ে সুন্দর সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক......একটা জোড়া.....সংসার নামের একটা ডালের উপর পাখির বাসার মত একটা বাসা বেঁধে দুটো পাখির কিচির মিচির করা। মান অভিমান ভালবাসা.....স্বামী স্ত্রীর সম্পর্ক তখনই খুব সুন্দর, যখন একে অপরকে সম্মান করবে, অপমান করতে ১০ বার ভাববে! শুধু ভোগ করার জন্যই স্ত্রীরা নয়! স্ত্রী শব্দটাতে সম্মান মিশে আছে, এই সম্মান আল্লাহ পাক দিয়েছেন!!
ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যটি করার জন্য।
Allah apnader nekh ebong lomba hayat Dan korun
আসসালামু আলাইকুম, আপনাদের কথাগুলি খুবই ভালো লাগলো। আমরা সবচাইতে সুখি দম্পত্তি কারণ আমরা একে অপরকে বুঝি এবং ছাড় দিয়ে চলি ❤❤❤
মাশা আল্লাহ।। আল্লাহুমা বারিক আ'লাইহি ❣️
সুন্দর উপস্থাপন এবং অসাধারণ কথা - ধন্যবাদ দু'জন কে-ই
ভালোবাসার আরেক নাম
হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 💓
কে কে একমত,,,???????
👇
...
দয়া করে,এই মূল্যবান ভালবাসাকে এভাবে
প্রশ্ন করে সাধারণীকরন করবেন না।
বোন, আল্লাহ পাক তোমাকে কবুল করুন, আমিন
অনুরোধ করবো, সৃষ্টি জগতের এই মহান ভালোবাসাকে এভাবে সাধারণীকরন করবেন না।আর সত্যিই যদি এই ভালোবাসা অন্তরে স্থান দিতে চান, তাহলে নিজেকে আরো একটু পর্দানশিন করার চেষ্টা করুন।
লোকে দেখানো ভালো বাসা বাদ দেন,নেটে ভালোবাসা বাশি করে সস্তা অমানুস
সামনে থাকলে ঝগড়া হলেও সেটা মিটমাট করা যায় কিন্তু দূরে থাকলে ঝগড়া হলে সেটা মিটমাটের কোন উপায় থাকেনা। তখম সম্পর্ক জঘন্য হয়েনা। তখন জীবন হয় বিষাক্ত
ঠিক বলেছেন আপনি +966571835258 ইমু
আপনি চাইলে আমাদের ডাক্তারদের সাথে এই ব্যাপারে পরামর্শ করতে পারেন। তারা অভিজ্ঞ এবং তারা আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবেন। আপনি আমাদের অ্যাপয়ন্টমেন্ট নিতে চাইলে কল করুনঃ
+8801763438148
+8801776110510
(শনি - শুক্র) & সময় : সকাল ৯ টা- রাত ৯ টা।
Rt
আপনাদের একসাথে অনেক সুন্দর মানিয়েছে।
অনেক ধন্যবাদ ম্যাম ও স্যারকে 😘
Yes tara dujon husband wife masahallah
আমার স্বামি সাথে কোনদি জগরা হয় না আলহামদুলিল্লাহ আমরা ভাল আছি
ইনারা কি real life husbant-wife? ☺️☺️
খুব ভালো লাগছে একসঙ্গে এঁদের।
আস্সালামুআলাইকুম এপার বাংলা থেকে।💚💚💚🇮🇳
Hm
@@thejashorianguyofficial jazakallah
অনেক সুন্দর পরামর্শ দেবার জন্য আমাদের জন্য দোয়া করবেন নতুন জীবন শুরু করতে যাচ্ছি
ধন্যবাদ এবং অনেক অনেক শুভ কামনা রইল।
আপনাদের কথাগুলো অনেক ভালো লাগলো প্রত্যেকটা ফ্যামিলিতে এই সমস্যা গুলোআছে আমি মনে করি আমার ফ্যামিলিতে ও আছে
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।
লাইফস্প্রিং এর অভিজ্ঞ সাইকোলজিস্ট ও সাইকিয়াট্রিস্ট-র অ্যাপয়েন্টমেন্ট নিতে ও অন্যান্য তথ্যের জন্য 09638505505
whatsapp: 01782073619
ভালো লাগল..., দুজনকেও অনেক মানিয়েছে😍😍😍😍😍
Eisob ato comments dekhe bie korteo voi korche .allah jeno uttom jibon songi dan koren sobaike
আপনাদের সব কথার মূল হল ইসলামী শিক্ষার চর্চা করা। এটা যে যত বেশি বুঝবে ততই সে সুখে থাকতে পারবে।
সহমত ❤❤❤
আপনারা শুধু বলতেই পারেন কারো জীবনের সুখ এনে দিতে পেরেছেন আমরা হাজারো নারীরা কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা পথ বেঁচে নেই।
আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি সেও আমাকে অনেক ভালোবাসে কিন্তু সমস্যা হল আমার শাশুড়ি অনেক সময় সুযোগ পেলেই তাকে কুপরামর্শ দেয় যা আমি কিছু কিছু কথা নিজ কানে ও চোখে দেখেছি যা আমি কিছুতেই মেনে নিতে পারছিনা আমাদের সম্পর্কের মধ্যে অনেক বড় ফাটল ধরেছে যা শুধরে ওঠা যাচ্ছে না ।
ভাইয়া কারোর কথা স্ত্রীকে ভুল বুঝবেন না দয়া করে এতে একটা সাজানো গোছানো সংসার নষ্ট হয়ে যায় ভাইয়া আমার অনেক বুদ্ধি নাই তবে এইটা বিশ্বাস করি দুজনেই কথা বলে সমাধান করুন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে তবে দুই জন দুইজনে প্রতি বিশ্বাসটা হারাবেন না ভাইয়া ভাঙ্গা সহজ ভাইয়া সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন তবে ভালোবাসা থাকলে সম্ভব ভাইয়া
01:34 Giving each other quality time is crucial for a beautiful married relationship.
03:08 Giving more time to your daughter will allow her to spend more time with her son
04:42 Respecting and creating space for each other's parents is important in a relationship.
06:16 Husbands need support in dealing with toxic joint family environments
07:50 Financial understanding is crucial for a successful marriage.
09:24 Facilitating love between mothers and daughters is important for family harmony
10:58 Tips for healthy conflict in relationships
12:25 Healthy conflicts are good in relationships
Crafted by Merlin AI.
Very good motivational video that would help to encourage the relationship between the couple. Thank you the great doctors.
Our pleasure! keep eyes on our channel for regular updates. Thank You
@@LifeSpringLimited thank you sir, go ahead for making a new golden Bangladesh
Aslamualaikum sir & madam. Onk sundor alochona. Sobay jodi apnder moto bujhto tahole mone hoi amader society te Kono problem hoto nah. Thankyou ato sundor alochona korae jonno. Amader k onk help full video dewar jonno.
আললাহর ভয় না থাকলে কোনদিন সংসারে শান্তি আসবে না।
অসংখ্য ধন্যবাদ। এত সহজ ভাবে বুঝিয়ে বলার জন্য।
লাইফস্প্রিং এর সাথে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
খুব সুন্দর ও বুজার মত কথা
ধন্যবাদ , অসাধারণ আলোচনা ❤️
Assalaamu a’laikum
Warahmatullaahi
Wabarakaatuh.
You both are very intelligent Alhamdulillaah. Very beautiful message MaashaaAllaah.
অসাধারণ মানুষ আপনারা দুজন
আসসালামু আলাইকুম। আমার স্বামী আমাকে বিশেষ প্রয়োজন ছাড়া সময়ই দেয়না।
Ai aputa ke amar onek valo lage.....
❤️☺️☺️☺️☺️💕
Masha'Allah sweet couple & lovely conversations ... the blessings of Allah upon you :)
R u sure?
They are husband and wife.
Yes, they are couple
আসসালামু আলাইকুম।। অনেক ধন্যবাদ স্যারকে।।ম্যাম ত আমার খোবই প্রিয় ধন্যবাদ ম্যামকে।।।।💙💚💛💜💖💝
স্যার অসাধারণ কি কিছু কথা 😍😍
অনেক কিছু শিখলাম,অনেক অনেক ধন্যবাদ।
Apnader protekka session amader jonno vision guruttopurno, eto sundor kore sob gula bisoi bojhan, Allah apnader nek hayat dan korun 😊
Thank you so much ma'am.
বোন কথা বলার আগে একটা সালাম দিন ।।।আপনার পরদা খুব সুনদর
Sundor alochona..bujte hbe
My favourite couple ❤❤❤
সময়ের সেরা বিশ্লেষণ
Etto shundor kore mam and dir bujhalen.Amader deshe relationship coach jinish ta khub valo vabe regularly practice howa uchit.Ei prottekta point logical.Really magical ekta feeling hocche video ta dekhe.Amr future hubby r jonno ei video must dekhabo.Mone kotha jomiye rakha jabena.Conflict holeo shob share korte hobe
আপনাদের জুটিটা দেখতে অনেক কিউট লাগতেছে
You're welcome.
Khub e valuable speech for our crazy people
Apnader kotha gula amar khub valo lage. ..sob message e onek upokar
অনেক জানার আছে আপনাদের কাঁছ থেকে।
আমাদের সাথে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ
Allah Tayala jeno amakeo apnader moto ekta shundor shongshar din.
কথাগুলো অনেক ভালো লেগেছে।
বাচ্চাকেও না বউকেও না এমন বর থাকলে আর কি লাগে বলেন আজকাল পুরুষ নারী অনেক বেশি পরকিয়াতে আসক্ত। তবে বেশি ছাড় দিয়ে তাকে অনেক বেশি আমার প্রতি অবিচারের মাত্রা বাড়িয়ে দিয়েছি সত্যি বলতে খারাপ মানুষ গুলি পরিবর্তন হয়না আপনাদের কথা গুলি বাজে মানুষ গুলি যদি শুনতো তবে ভালো হতো
Hi
onek vlo lagce choto choto ai bishoy gulo tule dorar jonno..onk thanks
Thanks you too.khub valo laglo apnader katha gulo!
আপার কথা গুলো ভালো লাগে
Thank u so much for all the tips...Ami ae beper gula kom beshi agaaooo follow korechi...n mante pochondo kore...hope n pray My husband also..follow this tip.He is very nice person...but his anger mess Everytime sometime.
মাশাআল্লাহ খুব সুন্দর আলোচনা। শেয়ার করলাম পরিচিতদের সাথে
আপু এক ভাই সালাম দিতে অনুরোধ করায় অসন্তোষ প্রকাশ করলেন!
ধন্যবাদ আপনাদেরকে।
بارك الله فيكم
Many many thanks for your kind information ❤️
আপু তোমার কথা গুলো অনেক ভালো লাগে
Mimi kamon aso
Ma'am
সেইম এজ রিলেশনশিপের ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলো নিয়ে যদি কখনো বলতেন! বা এক্ষেত্রে পরিবার কেমন ভূমিকা পালন করে!
আপনার সমস্যাটি খুবই সংবেদনশীল। আপনার সমস্যাটি নিয়ে আমাদের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে পরামর্শ করলে উপকৃত হবেন। অনেকেই এমন সমস্যা নিয়ে আমাদের কাছ থেকে উপকৃত হয়েছেন। আপনি আমাদের অ্যাপয়ন্টমেন্ট সেকশনে কল করে আপনার সমস্যার কথা বললেই তারা আপনাকে এই বিষয়ের সবচেয়ে অভিজ্ঞ ডাক্তারের অ্যাপয়ন্টমেন্ট নিতে সাহায্য করবেন। কল করুনঃ
+8801763438148
+8801776110510
(শনি - শুক্র) & সময় : সকাল ৯ টা- রাত ৯ টা।
অসাধারণ মাশাআল্লাহ অনেক সুন্দর পরামর্শ
Very good massage. 🙋
Alhamdulillah ato sundor kore kivabe bolen apnara.
মাশাআল্লাহ চমৎকার আলোচনা।
ধন্যবাদ। আমাদের সাথে থাকুন।
আপনাদের দুজনের ভিডিও অনেক ভালো লাগে
amr moner joto kotha apnara sundor vabe expain kren ....amr husbent ki ado ai vediota dekbe ...
Sir u and Yr wife performance is really outsiding
Khub sundor kotha bolechen
Thanks both of you
Thank you very much . ...brother & sister . ...For good advice
Alhamdulillah, wonderful lecture
অনেক সুন্দর আলোচনা
ধন্যবাদ। আমাদের সাথে থাকুন।
আপনারা আজও অন্য জগতে পড়ে আছেন বাস্তবতা আরো কঠিন বাস্তবে কথা বলতে শিখুন বাস্তববাদীভাবে কথা বলতে শিখুন ছেলে এবং মেয়ে উভয়ে দোষ থাকে যদি স্বামীর চাহিদা অনুযায়ী স্বামীর ইচ্ছে গুলো স্ত্রী একটু প্রাধান্য দেয় স্ত্রীর প্রতিও স্বামীর ভালোবাসা অনেকটা বেড়ে যায় একটা মেয়ে খুব সহজে একটা ছেলেকে বুঝতে পারে কিন্তু একটা ছেলে এতটাও সহজে একটা মেয়েকে বুঝতে পারেনা তাই একটু সময় দেওয়া উচিত এবং কিছু আত্মীয় এবং স্বজনরা আছে তারা পরামর্শ দিতে সব সময় এক পায়ে দাঁড়িয়ে থাকে এদের থেকে দূরত্ব বজায় থাকার পরামর্শ দিন বিশেষ করে স্বামী এবং স্ত্রীদের বাস্তববাদী হন কারণ বাস্তবে জীবনটা অন্যরকম
আসলে আমিও কিছু ক্ষেত্রে একমত আপনার সাথে, বাস্তব জীবন ও সো তে বলাটা অনেক পার্থক্য, আমাদের সমস্যা হলো সব ভালো খারাপটা হলো সিগেরেট যেটা এখন সংসার বরবাদ হতে যাচ্ছে। 😭
আপনার সাথে আমি একমত।
Allah bless u
Such a inspirational couple sir and madam ❤️❤️
Thanks. Keep watching our videos.
Are you both couple!? Sorry if I misunderstood.
@@raziarahman3153
I would like to know their relationship please.
@@raziarahman3153 yes couple
ধন্যবাদ আপনাকে অনেক অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন।
ধন্যবাদ। আমাদের সাথে থাকুন।
onek valo laglo..Thank you..
Awesome session shekhar onek kichu ase
Ma shaa Allah khuub sundor alochona..
প্রতিবছর দেশে যাওয়া হয়। এবার করোনার কারণে প্রবাসে আটকে আছি, ও ধৈর্য্য হারিয়ে ফেলেছে, সম্পর্কে অবনতি হচ্ছে। এই মুহুর্তে দেশে গেলে সহজে ফেরা যাবে না। এখন কি করবো?
মাশাল্লাহ জাযাকাল্লাহ
ধন্যবাদ।
Amr husband er prio manush holo or friend's ra...oder shate thakte o khub valobashe..ami just shomman er dek a takai or shate asi..
আপনার সমস্যাটির কথা শুনে আমরা অত্যন্ত দুঃখিত।একজন রোগীকে নিরাপদ ও কার্যকরী চিকিৎসা দিতে এটুকু তথ্যের উপর ভিত্তি করে উত্তর দিলে আপনার উপকার করতে যেয়ে আমরা হয়তো অপকার করে ফেলতে পারি। আশা করি আপনি আমাদের অপারগতাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
দোয়া করি আপনি যাতে এই সমস্যার প্রতিকার দ্রুত পেয়ে যান।
আপনি চাইলে আমাদের ডাক্তারদের সাথে এই ব্যাপারে পরামর্শ করতে পারেন। তারা অভিজ্ঞ এবং তারা আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবেন। আপনি আমাদের অ্যাপয়ন্টমেন্ট নিতে চাইলে কল করুনঃ
+8801763438148
+8801776110510
(শনি - শুক্র) & সময় : সকাল ৯ টা- রাত ৯ টা।
@@LifeSpringLimited thanks for replaying..actually problem kkno concealing a solve hoina..ata solve korte gele apnake gota Bengali jatir mind..culture..mentally..negativity change korte hobe..
পারস্পরিক স্বচ্ছতা ও সমঝোতা দরকার। মেকি আনন্দ বড় কথা নয়।
আপনারা দুই জনকে ধন্যবাদ
জাযাকাল্লাহ খায়ের *
এত কিসের বেস্তা আমার বুজে আসে না
স্ত্রী মানে কি সে আমার জানের জান তার জন্য আমার সময় থাকবে না এটা কেমন কথা।
দাদা,আসসালামুআলাইকুম, অনেক সময় এরকম হয়,কিছু লোকের ক্ষত্রে যারা টাকা,পয়সা, চাকরি বাকরি নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে। হয়তো বোঝাতে পেরেছি,ধন্যবাদ। ভালো থাকেন।
@@mollamahbub1970right
মাশাল্লাহ খুব শুনো মোটিভেশনাল একটি ভিডিও। শুভকামনা রইলো।
Very Good.
আপনাদের কথাগুলা ভাল লাগে, কিন্তু সবাইতো আপনাদের মত সহজ সরল Couple না?
@Shine Dal garno আপনার কথাটা ঠিক বুঝলাম না? একটু যদি বুঝিয়ে বলতেন
ভালো লাগছে আলোচনা খুব সুন্দর
ধন্যবাদ । আমাদের সাথে থাকুন।
খুব ভালো লাগলো,