Haridwar | Har Ki Pauri | Ganga Aarti | Manasha Temple | Haridwar Food | Uttarakhand Part 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025

Комментарии •

  • @explorershibaji
    @explorershibaji  3 года назад +51

    This is Part 2 of my Uttarakhand Journey during the last week of July 2021, Part 1 is the train journey from HWH to HW on Kumbha Exp that I already uploaded earlier in the channel. You can get the link in the description box. For all information regarding guest house contact number and food rate please look into the description box.

    • @somenathbhattacharjee6799
      @somenathbhattacharjee6799 3 года назад +6

      যাই বলো দাদা হরিদ্বারের DM IASদীপক রাওয়াত অনেক কাজ করেছে হরিদ্বারের জন্য 🥰

    • @sk3bvlog211
      @sk3bvlog211 3 года назад +1

      Apni kintu bazget niye alochona koren na।plz korle amader plan korte ubi dha hai

    • @explorer_abhi2.0
      @explorer_abhi2.0 3 года назад +1

      Khub bhalo laglo ami Indore e thaki jodi Ujjain e Mahakaleswar ar omkareswar aste chao toh bolo

    • @tubaighosh7095
      @tubaighosh7095 3 года назад +1

      DADA PLZZ HELP MEE
      AMRA 8JON CHARDHAM JETA CHAII TICKET CMPLT OCT 14 TO OCT 25 OBDII BT KOM KHORACHA JETA CHAII

    • @loveon143
      @loveon143 3 года назад

      একদম ঠিক 😊👍💓💖💓

  • @koushikghosh5256
    @koushikghosh5256 3 года назад +28

    দাদা বাংলাদেশ থেকে আপনার ভিডিও দেখি।আপনার চ্যানেল এর জন্য শুভকামনা।

    • @tanmaymadhu5749
      @tanmaymadhu5749 2 года назад

      আগামী দূর্গাপূজা তে আমরা হরিদ্বার হয়ে কেদারনাথ যাবো ( কোলকাতা থেকে)।
      আপনি যেতে চাইলে ট্যুরিস্ট ভিসাতে আসতে পারেন।

  • @debidasdutta2844
    @debidasdutta2844 3 года назад +9

    আমি দুই বার হরিদ্বার গেছি , আপনার ভিডিও দেখে পুরানো স্মৃতি মনে পড়ে গেল , অনেক ধন্যবাদ।

    • @tapanbhakat4752
      @tapanbhakat4752 3 года назад

      KON- KON JAYGAY CHITINGBAAJ THAKE JANABEN

  • @user-ul2mg7vb9f
    @user-ul2mg7vb9f 3 года назад +2

    এই সব দেখে আর ঘরে আটকে থাকতে ইচ্ছা করে না। দারুন উপস্থাপনা।

  • @TheKAUMAN
    @TheKAUMAN 3 года назад +1

    Choto belar koto kotha mone pore gelo, 3-4 bar Baba Maa er sathe gechi, thank you ❤❤

  • @saltlakekitchen3820
    @saltlakekitchen3820 3 года назад +1

    অপূর্ব সুন্দর, খুব ভালো লাগলো।আর তোমার বলার ভঙ্গিমা ও সুন্দর।

  • @arnabchanda5340
    @arnabchanda5340 3 года назад +1

    শিবাজি দার উপস্থাপনা য় হরিদ্বার একবারে জমজমাট । রাবড়ি র দরকার আছে কিনা সেটা বলতে পারবো না। এখন তো সবে আসর বসলো ,কি হতে চলেছে সেটা বোঝাই যাচ্ছে। হরিদ্বার -এ একজন বাঙালি ট্রাভেল ব্লগার এর দাপিয়ে বেড়ানো just এককথায় অসাধারণ , অনবদ্য ইতিহাসের সৃষ্টি হয়েছে।

  • @manirulalam7010
    @manirulalam7010 3 года назад +1

    অসাধারন লাগলো। বাংলাদেশ থেকে।

  • @malayghosh1673
    @malayghosh1673 3 года назад +1

    অসাধারণ ভিডিও উপস্থাপনা আবার যেতে মন করছে যদিও দুবার গেছি যত দেখছি ততই মনে ভরে যাচ্ছে .

  • @narenkumardasroy2040
    @narenkumardasroy2040 2 года назад

    অনেকবার গিয়েছি। কিন্তু যত বারই যাই তথবারই নতুন লাগে। খুব ভালো লাগল। ভ্রমন পাগল মানুষদের আমার আত্মীয় মনে হয়।

  • @arupchakraborty9288
    @arupchakraborty9288 3 года назад +1

    শিবাজী , ভাই রক্তে শর্করা বৃদ্ধির কারণে মিষ্টির উপর নেমে এসেছে নিষেধাজ্ঞা ---- হরিদ্বারের রাবড়ি দেখে অনেক পুরানো স্মৃতি মনে পড়ে গেল --- এবারে এখনো তোমার "কাচালঙ্কা" প্রীতির ছবি পেলাম --- আশাকরি আগামী পর্বে অবশ্যই পেয়ে যাব ---- 👌

  • @snehasishghoshal257
    @snehasishghoshal257 3 года назад

    প্রায় 1000 ভিডিও দেখেছি, হিন্দি, বাংলা, English এ। কিন্তু আপনার মত এত ভালো ভ্রমণের ভিডিও আগে দেখিনি।

  • @sudamkrishnapaul6003
    @sudamkrishnapaul6003 3 года назад +2

    শিবাজী দা অসাধারণ। শিবাজী দা মানেই বাড়তি পাওনা। একদম অনন্য। ভ্রমণ, খাওয়া দাওয়া, ভ্রমণের অভিজ্ঞতা সব মিলিয়ে দুরন্ত। পরের ভিডিওর জন্য অপেক্ষায় রইলাম। সাবাস শিবাজী দা।

  • @anantadebpal943
    @anantadebpal943 3 года назад

    যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে,,, দারুন দাদা জয় হরিদার

  • @debalinamazumder689
    @debalinamazumder689 3 года назад +1

    আসাধারণ এই জায়গাটা। খুব ছোট বেলাতে গিয়ে ছিলাম । হার হার মহাদেব ।

  • @sumonghosh2645
    @sumonghosh2645 3 года назад +1

    অনেক অপেক্ষার পর ভিডিওটা দেওয়ার জন্য শিবাজী দা তোমাকে অনেক অনেক ধন্যবাদ

  • @mridulaskitchen263
    @mridulaskitchen263 3 года назад +1

    অপূর্ব সুন্দর। ভাগ্যবান আপনি। আর আপনার জন্য আমাদের দেখা হয় অশেষ ধন্যবাদ

  • @sampamaitra3361
    @sampamaitra3361 3 года назад +3

    ভাগ্যিস ঝুঁকি নিয়েছিলেন।ইতিহাস,ভূগোল,দেব,দেবী,গঙ্গা,খাদ্য,রসনায় ভরা,স্মৃতি উস্কে দেওয়া পাতা উপভোগ
    করলাম।অনেক অনেক ধন্যবাদ।

  • @piyalchatterjee3168
    @piyalchatterjee3168 3 года назад +1

    খুব ভালো হয়েছে। বর্ণনা, স্বরক্ষেপন অনবদ্য, চলমান। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হল আন্তরিকতা এবং এই চালেই কিস্তি মাৎ। জয়তু শিবাজী। ভালো থাকিস।

    • @explorershibaji
      @explorershibaji  3 года назад

      ধন্যবাদ পিয়াল দা 😊😊😁😁❤️❤️

  • @swapanmajumder861
    @swapanmajumder861 3 года назад

    খুব ভালো লাগল আপনার পাঠানো Video. Wait করছি পরেরটার জন্য। ভালো থাকুন সাবধানে চলাফেরা করুন।

  • @fulisheuli9115
    @fulisheuli9115 3 года назад

    শিবাজী দা বস,, সত্যি দাদা আপনি মহান

  • @moinulhasan6825
    @moinulhasan6825 3 года назад +1

    Aswome dada 👍👍👍👍👍🙏🙏🙏🙏& har har mahadev 🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sanjuktaadhikari9972
    @sanjuktaadhikari9972 3 года назад

    Sotti e mon ta bhalo hoyegelo.
    Etto sundor upasthapana....dekhlei manas bhroman hoyejay 🤗

  • @chayanroy3736
    @chayanroy3736 3 года назад

    এতো অপেক্ষা কোনো ভিডিও র জন্য করিনি যতটা এটা র জন্য করেছি

  • @madhumitabose9221
    @madhumitabose9221 3 года назад

    Khabar gulo emon kore dekhale jive jol chole elo

  • @sanjuuran
    @sanjuuran 3 года назад +1

    Onek opekkhar por oboseshe aslo. As usual osadharon video.

  • @sugataghosal7998
    @sugataghosal7998 3 года назад +1

    আপনি সত্যিই ভাগ্যবান।যেখানে আমরা ঘরবন্দী হয়ে আছি,,, তখন আপনি আপনার জীবনকে উপভোগ করছেন। আপনার চোখে হরিদ্বার দেখে খুব ভালো লাগলো।পরের ভিডিওর অপেক্ষায় থাকলাম।🌼✨

  • @pritijaghosh
    @pritijaghosh 3 года назад

    শিবাজী দা, আমি solo traveller, নিজের সঙ্গে নিজে কে একাত্ব করার জন্য solo trip এর থেকে ভালো কিছু নেই। আমি বেশ বদ মেজাজি মানুষ ছিলাম, কিন্তু এই solo trip আমাকে ১ জন balanced, দায়িত্ববান মানুষ এ পরিণত করেছে, লিখতে গেলে রচনা হয়ে যাবে, তাই সীমিত রাখলাম। আপনি এগিয়ে যান, আমরা আপনার সাথে আছি দাদা। ❤️

  • @spcreations7362
    @spcreations7362 3 года назад

    দারুণ। বাকিগুলোর অপেক্ষায় রইলাম।

  • @kalpanaghosh9327
    @kalpanaghosh9327 3 года назад

    দারুন খুব ভালো লাগলো ভিডিও টা। আমার খুব প্রিয় জায়গা হরিদ্বার।

  • @swatichakraborty1396
    @swatichakraborty1396 Год назад

    শিবাজী দা র জন্য হরিদ্বার ভালো ভাবে দেখলাম ....পুরো ব্লগটা দারুণ লাগলো 👍👍👍

  • @niranjankarati8587
    @niranjankarati8587 3 года назад +1

    Sibaji da apnar Haridwar blog ta khub Sundar laglo thank you

  • @fishingcatchingvlogs3582
    @fishingcatchingvlogs3582 3 года назад

    Jai ganga mata,,,, khub valo Laglo Video to.....

  • @mrinmoysaha2512
    @mrinmoysaha2512 3 года назад +1

    Darun Shibaji Da. Apner khaoya dekhey jivay jol aschilo.

  • @arijitdey5607
    @arijitdey5607 3 года назад

    Asadharon laglo...... Mon vore gelo 🙏🙏

  • @manojsaha9747
    @manojsaha9747 3 года назад

    Video ta dekhe mon ta santi holo...thank you dada

  • @D.D02
    @D.D02 3 года назад +9

    এত সুন্দর করে বুঝিয়ে দেন আপনি, তাই ভিডিও দেখার উৎসাহ টা আরো বেড়ে যায়

  • @anjandebsarkar1469
    @anjandebsarkar1469 3 года назад +2

    কতোবার গেছি, তবুও বেশ ভালো লাগলো। 🙏

  • @sautumighosh1654
    @sautumighosh1654 3 года назад +2

    অসাধারণ বাচনভঙ্গি, অনবদ্য উপস্থাপনা, মন ভালো করা একটা ভিডিও। এই ভাবেই এগিয়ে যাও দাদা। অনেক শুভেচ্ছা রইল।

  • @anirbanbandyopadhyay1386
    @anirbanbandyopadhyay1386 3 года назад +2

    অপেক্ষায় ছিলাম।
    পুরনো স্মৃতি টাটকা করে দিলেন। দারুন।

  • @SubhraGhoshwill2excel
    @SubhraGhoshwill2excel Год назад

    Jain Chaat Bhandar -এর কান্জি বড়া বেশ ভাল লাগল। প্রথম খেলাম, thank you Explorer Shibaji for the recommendation.

  • @travelwithpritamandraj3710
    @travelwithpritamandraj3710 3 года назад +1

    Dada ki dhakalen bolar kono bhasa nei mon ta puro bhore galo apni aka kotai gachen apnar sob subscriber der apnar songe neye gachen excellent presentation

  • @BasudevBhattacharya
    @BasudevBhattacharya 3 года назад +1

    তোমার ভিডিও দেখেই মনে হচ্ছে এক্ষুণি আবার ছুটে যাই। বৃষ্টির চোখ রাঙানি উপেক্ষা করে এই প্রথম একা একা পথে বেরিয়ে দুঃসাহসী ভিডিও উপহার দেওয়ার জন্য Congratulations

  • @rumadasgupta1194
    @rumadasgupta1194 3 года назад

    বাহ্ খুব সুন্দর লাগলো আপনার Haridwar ভ্রমণের vdo টা. অনেক বছর আগে Haridwar ভ্রমণের স্মৃতি নতুন করে চোখের সামনে ভেসে উঠল. দারুণ দারুণ সুন্দর আপনার বর্ণনা. Thank you so much.

  • @shyamolghosh9022
    @shyamolghosh9022 2 года назад

    আমি ২০১৭ সালে হরিদ্বার,,ঋষিকেশ,,ভ্রমনের ভাগ্য হয়েছে,,পুরনো স্মৃতি,,, খুবই ভাল লাগলো,,,

  • @tanimachatterjee3949
    @tanimachatterjee3949 3 года назад

    Darun laglo sir. Ami giachilam aaj theke 10yrs age. Apner video ta dekha abr sob mone pore jaccha. Anek dhonnobad apnk.

  • @sovanlalduttagupta3700
    @sovanlalduttagupta3700 3 года назад

    অসাধারণ, মনে হলো গত কুড়ি মিনিট হরিদ্বারে ছিলাম।
    আমি হরিদ্বারের বার ছয়েক গেছি,খুবই সুন্দর জায়গা,মনে হয় বার বার যাই।

  • @rojkarrannachannel
    @rojkarrannachannel 3 года назад

    Darun laglo episode ta. Parertar opekkhar roilam

  • @ujjalbera2517
    @ujjalbera2517 3 года назад

    অনেক দিনের অপেক্ষা পুন‍্য হলো।

  • @pijushdey1495
    @pijushdey1495 3 года назад

    কোনো কথা হবে না . খুব সুন্দর পরের টার আপেক্ষায় থাকলাম

  • @somenathghosal6572
    @somenathghosal6572 3 года назад

    শিবাজী দা আপনাকে ধন্যবাদ। সবথেকে বড় কথা আপনার ও সৌমজিৎ বাবুর ও কিছুটা কৌশিক দার ভিডিও গুলির সবথেকে বড় জিনিস হলো একেবারেই আমি সর্বস্ব নয়। এখন সব ব্লগার দের ভিডিও গুলি আমি সর্বস্ব। সত্যিই খুব খুব ভালো লাগছে।

  • @swapnabhattacharjee9233
    @swapnabhattacharjee9233 3 года назад

    অনেক বছর আগে Haridwar গেছি আবার আপনার চোখ দিয়ে দেখলাম খুব ভালো লাগলো ।

  • @patralikadeb5000
    @patralikadeb5000 3 года назад

    দারুন লাগলো।ভিডিওটা দেখে পুরনো কথা মনে পড়ছিল। পরেরটা র অপেক্ষায় রইলাম।

  • @jababhattacharjee2773
    @jababhattacharjee2773 3 года назад

    Kobe theke wait kore6ilam. Thanks 👍. Mon ta vore galo.

  • @anitaroychowdhury2267
    @anitaroychowdhury2267 3 года назад

    Abar r vedio ta suru holo akta asadharon anubhob diye.Sotti aka aka ghure baronor moja ta anno rokom.Hari ki dwar khule galo apnar asadharon uposthapona r modhye diye. Khub bhalo laglo. Bhalo thakben.

  • @akashsarkar7604
    @akashsarkar7604 3 года назад

    অসাধারণ অসাধারণ অপূর্ব সুন্দর ভিডিও দেখতে পেলাম স্যার। দারুণ জায়গা হরিদ্বার ঘুরতে গিয়ে ছিলাম। খাবার ও ঘুরতে যাবার খরচ অনেক কম।👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏

  • @ttpsaltlakeguesthouse7660
    @ttpsaltlakeguesthouse7660 3 года назад

    Darun laglo, obossoi kichu important information er jonno

  • @SHUVRODEVSARKAR-
    @SHUVRODEVSARKAR- 3 года назад

    যাক হরিদ্বার এর তথ্যবহুল ভিডিও পেলাম,
    অনেক ধন্যবাদ দাদা, ❤️❤️🇧🇩🇧🇩

  • @Adrisnata
    @Adrisnata 3 года назад

    Vison bhalo laglo, anek din opekkhae chilam. Mon vore gelo, porer porber opekkhae roilaam

  • @smitaroy8071
    @smitaroy8071 3 года назад

    Anekdin bade horeder dahklam monta vore galo

  • @Abhi_say000
    @Abhi_say000 3 года назад +1

    অপেক্ষার অবসান হল আজ। দারুণ লাগলো।

  • @bappadityapaul9712
    @bappadityapaul9712 3 года назад +1

    আজকের ব্লগ দারুণ লাগলো, বলে বোঝানো যাবে না 👍

  • @debjaniporel4519
    @debjaniporel4519 3 года назад +1

    পুরোনো সুখস্মৃতি ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ দাদা

  • @rivughosh6558
    @rivughosh6558 3 года назад

    অনবদ্য উপস্থাপনা। অপেক্ষায় থাকলাম পরবর্তী vlog এর জন্য।

  • @soumyajitsaha4263
    @soumyajitsaha4263 3 года назад

    অনবদ্য।আপনার ভিডিও গুলোর গুণমাণ অন্য উচচতার হয়।

  • @shantanuchakravarty8648
    @shantanuchakravarty8648 3 года назад

    ডাউন দি মেমোরি লেন। ছয় মাস ছিলাম।
    পুরনো স্মৃতি মনে পড়ল।
    খুব ভালো।
    🙏

  • @kakalibanerjee9322
    @kakalibanerjee9322 Год назад

    Khub valo laglo Haridwar bromon er suru r porbo Explorer Shibaji. 🙏😍🙏

  • @sumanaganguly1043
    @sumanaganguly1043 3 года назад +2

    অনবদ্য উপস্থাপনা।

  • @nilabjabhattacharya2509
    @nilabjabhattacharya2509 3 года назад

    jotoi dekhchi ....totoi mugdho hoye jachi.........continue boss...Bhalo thakben

  • @subhabratasarkar1759
    @subhabratasarkar1759 3 года назад

    অসাধারণ হরিদ্বারকে আবার নতুন করে দেখলাম ।

  • @ashokghosh1203
    @ashokghosh1203 3 года назад

    Darunnnnnnn..................
    Khaowar Presentation to Fatafati ...................
    All the best

  • @partharoy1470
    @partharoy1470 2 года назад

    Khub sundar tour. Enjoy

  • @satkahan
    @satkahan 3 года назад

    আজ থেকে ঠিক ৮ বছর আগে হরিদ্বার গেছিলাম। আপনার চোখ দিয়ে আজ যেন আবার নতুন করে দেখলাম। অনবদ্য আপনার ভিডিও। একটা কথা বলবো দাদা? আপনার চ্যানেল যখন হামাগুড়ি দিচ্ছে আমি তখন থেকেই এই পরিবারের সদস্য। এখন সদস্য সংখ্যা অনেক। এই পরিবারের আরও উন্নতি কামনা করি। ভালো থাকবেন।

  • @thebeautifulworld8336
    @thebeautifulworld8336 2 года назад

    আমিও কিছুদিন আগে হরিদ্বারে গিয়েছিলাম এটা একটা অসাধারণ জায়গা

  • @jhilamhazra8097
    @jhilamhazra8097 3 года назад +1

    Khub bhalo laglo. Wait korchilam ei video tar

  • @experiencewithindrajit8243
    @experiencewithindrajit8243 3 года назад

    হরিদ্বার তো গেছি কয়েক বার , কিন্তু হরিদ্বারকে এভাবে দেখিনি কখোনো | খুব ভালো লাগলো ৷ কোভিড পরবর্তী পরিস্থিতিতেও হরিদ্বারের প্রধান জিনিস যেটা, স্পন্দন সেটা খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন ৷

  • @anirbanpodder5749
    @anirbanpodder5749 3 года назад

    Dhur dhur r wait kra jaccce na... Porer ta porer ta....❤️

  • @aparnachaudhuri6060
    @aparnachaudhuri6060 3 года назад +1

    Dada apnar madhye ekta feluda feluda byapar royeche. Narration anabadya.
    Keep rocking👏👍👌👌

  • @premanonde_hari_bolo
    @premanonde_hari_bolo 3 года назад

    Rasta gulo onek poriskar... Darun 🙏🏻

  • @subarnabhattacharya414
    @subarnabhattacharya414 3 года назад

    Khub bhalo laglo... Next videor jonno wait korchi....

  • @gautamkumardas1971
    @gautamkumardas1971 3 года назад

    চেনা জায়গা আবার নতুন করে দেখলাম। ভাল লাগল। আপনার চ্যানেল ভাল লাগে আমার।

  • @bamdebbanerjee9705
    @bamdebbanerjee9705 3 года назад +2

    Darun hoyeche , chalia jan

  • @ANIKESH18
    @ANIKESH18 3 года назад +3

    অনবদ্য, অপূর্ব 👏👏👏👏

  • @D.D02
    @D.D02 3 года назад +1

    Onek din dhore opekkhaye chilam

  • @debjaniadhikary7418
    @debjaniadhikary7418 3 года назад +2

    অবশেষে অপেক্ষার অবসান হলো। পরবর্তী ভিডিওর অপেক্ষায় রইলাম।👌👌👌

  • @SuchetanaGupta
    @SuchetanaGupta 3 года назад

    আমার প্রিয় ডেস্টিনেশন। ভীষণ ভীষণ ভালো লাগলো এই প্রিয় জায়গা নিয়ে vlog।

  • @HiJiBiJidotCom
    @HiJiBiJidotCom 3 года назад

    সত্যি আপনার ভিডিও গুলো মিস করতে ইচ্ছে করে না।আপনি এতো সুন্দর করে বলেন না গিয়েও সেই জায়গা টা পুরো উপলব্ধি করা যায়।

  • @daliabanerjee8335
    @daliabanerjee8335 3 года назад +1

    Excellent. Khub enjoy korlam.

  • @santanuchanda3829
    @santanuchanda3829 3 года назад +1

    খুব খুব ভালো লাগলো দাদা,আপনার চোখ দিয়ে আমার অতিব প্রিয় হরিদ্বার কে দেখে,,,👌👌👌

  • @avirupdharray1
    @avirupdharray1 3 года назад

    kichu bolar nei just...asadharon

  • @pritamnaskar1336
    @pritamnaskar1336 3 года назад

    Banglay eto sundor Haridwar explore aagey kono din dekhini. Osombhob sundor. Tobe kobe jete parbo janina

  • @soumyadipsamanta8331
    @soumyadipsamanta8331 3 года назад +7

    অনেক দিনের অপেক্ষার অবসান হল আজ,ধন্যবাদ ❤❤❤

  • @anikmukherjee
    @anikmukherjee 3 года назад +11

    শিবাজী দা অনেক দিন পর পেলাম।। তাড়াতাড়ি দাও বাকি গুলো অপেক্ষা করে আছি 🙏। অসাধারণ কন্টেন্ট দাদা ❤️।

  • @sanjoychatterjee1644
    @sanjoychatterjee1644 3 года назад +3

    ভীষণ প্রাণবন্ত ও সাবলীল উপস্থাপনা এই ভ্রমণ পর্বটিকে বিশেষভাবে আকর্ষণীয় এবং অতুলনীয় করে তুলেছে। অনেক শুভেচ্ছা ও নমস্কারসহ পরবর্তী পর্ব দ্রুত প্রকাশের আবেদন রইলো।

  • @abhisrecitation949
    @abhisrecitation949 3 года назад

    খুব সুন্দর উপস্থাপনা

  • @abdulalim156
    @abdulalim156 3 года назад +1

    বাহুত আচ্ছা লাগা!!
    আবার আজ থেকে শুরু হলো শিবাজি শো।
    অল্প অল্প গল্পে চমৎকার ভাবে উপস্থাপনা এক কথায় দারুন! লোভনীয় সব খাবারের জন্য হলেও একবার সুযোগ হলে যাবো। আবারো বলছি " বহুত আচ্ছা লাগা আপ আউর আপকা চ্যানেল "

  • @anshumanmajumder4187
    @anshumanmajumder4187 3 года назад +1

    Shibaji...The Boss!!!

  • @SubrataDas-se2vk
    @SubrataDas-se2vk 3 года назад +1

    চোখ জুড়োনো ফটোগ্রাফি, উপস্থাপনা ও খুব সুন্দর, অদ্ভুত এক প্রশান্তি পেলাম ভিডিওটা দেখে। কতদিন হল যাওয়া হয় নি।👌👌👌👌

  • @papiabhata1976
    @papiabhata1976 3 года назад

    Khub valo laglo dekhe

  • @MondalDebashis
    @MondalDebashis 3 года назад

    দারুন দাদা ,next এর অপেক্ষায় রইলাম