Ganer Surer Asonkhani গানের সুরের আসনখানি I Parijat Lohani I Rabindra Sangeet I Bengal Jukebox
HTML-код
- Опубликовано: 4 фев 2025
- #bengaljukebox
-------------------------------
lyrics
---------
গানের সুরের আসনখানি পাতি পথের ধারে।
ওগো পথিক, তুমি এসে বসবে বারে বারে ॥
ঐ যে তোমার ভোরের পাখি নিত্য করে ডাকাডাকি,
অরুণ-আলোর খেয়ায় যখন এস ঘাটের পারে,
মোর প্রভাতীর গানখানিতে দাঁড়াও আমার দ্বারে ॥
আজ সকালে মেঘের ছায়া লুটিয়ে পড়ে বনে,
জল ভরেছে ঐ গগনের নীল নয়নের কোণে।
আজকে এলে নতুন বেশে তালের বনে মাঠের শেষে,
অমনি চলে যেয়ো নাকো গোপনসঞ্চারে।
দাঁড়িয়ো আমার মেঘলা গানের বাদল-অন্ধকারে ॥
┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉
পর্যায়: পূজা
রাগ: কেদার-ছায়ানট
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1322
রচনাকাল (খৃষ্টাব্দ): 1916
রচনাস্থান: শান্তিনিকেতন
পারিজাত লোহানীর কন্ঠে রেকর্ডকৃত রবীন্দ্রনাথের "গানের সুরের আসনখানি...” গানটি বেঙ্গল ফাউন্ডেশন ২০২৩ সালে প্রকাশ করেছে।
==================================
🔔 Please do Subscribe & enable notifications for more contents from us!
👍 Website: www.bengalfound...
👍 Facebook: / bengalfoundat. .
👍 Twitter: / trustfortheart. .
👍 Instagram: / bengalfound.... .
------------------------------------------------------------------------
© Bengal Foundation 2023
khub shundor uposthapona !
আহাহা!অসাধারণ গায়কী!....
Apurba
খুব ভালো ❤❤
Ahaa..! Ki opurbo!
অপুর্ব
Very well presented. Lovely feeling. Dr. Ajit Thakur (USA).
Asadharan geyechhen.
কী দারুন গাইলি বোন আমার!
gaanro sorao
❤
Wow ! It's a wonderful voice singing independent of other great beautiful great voices like Kaushiki Chakraborty etc.