কে ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী | Who was Huseyn Shaheed Suhrawardy | Biography | Information |

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2022
  • কে ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী | Who was Huseyn Shaheed Suhrawardy | Biography | Information |
    Huseyn Shaheed Suhrawardy (হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী حسین شہید سہروردی; was a Bengali barrister and politician. He served as the Prime Minister of Pakistan from 1956 to 1957 and before that as the Prime Minister of Bengal from 1946 to 1947 in British India. In Pakistan, Suhrawardy is revered as one of the country's founding statesmen. In Bangladesh, Suhrawardy is remembered as the mentor of Bangladesh's founding leader Sheikh Mujibur Rahman.
    Suhrawardy was a scion of one of British Bengal's most prominent Muslim families, the Suhrawardy family. His father Sir Zahid Suhrawardy was a judge of the high court in Bengal. Suhrawardy studied law in Oxford. After returning to India, he joined the Indian independence movement during the 1920s as a trade union leader in Calcutta. He was initially associated with the Swaraj Party. He joined the All India Muslim League and became one of the leaders of the Bengal Provincial Muslim League (BPML). Suhrawardy was elected to the Bengal Legislative Assembly in 1937. In 1946, Suhrawardy led the BPML to decisively win the provincial general election. He served as Bengal's last premier until the Partition of India. Muhammad Ali Jinnah, leader of the Muslim League, supported an independent Bengal; this was strongly opposed by the Congress Party. In 1947, the Bengal Assembly voted to partition the territory. Suhrawardy briefly remained in India after partition to attend to his ailing father and manage his family's property. He eventually moved to Pakistan and divided his time between Karachi (Pakistan's federal capital) and Dhaka (capital of East Pakistan).
    In Dhaka, Suhrawardy emerged as the leader of the Bengali-dominated Awami League which became the principal opposition party to the Pakistan Muslim League.
    হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জন্ম ১৮৯২ খ্রিষ্টাব্দের ৮ই সেপ্টেম্বর বর্তমান পশ্চিমবঙ্গের মেদিনীপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তাঁর পিতা স্যার জাহিদ সোহরাওয়ার্দী ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারক। মা ছিলেন নামকরা উর্দু সাহিত্যিক খুজাস্তা আখতার বানু।
    তিনি ১৯১৩ সালে আইন পড়তে যান ইংল্যাণ্ডে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আইনশাস্ত্রে বিসিএল ডিগ্রি লাভ করেন । ১৯১৮ খ্রিষ্টাব্দে তিনিও গ্রে'স ইন থেকে বার এট'ল ডিগ্রী অর্জন এবং আইনজীবী হিসাবে কিছুদিন কাজও করেন ব্রিটেনে। এরপর ১৯২০ সালে কলকাতায় ফিরে আসেন এবং আইন পেশায় নিয়োজিত হন।
    ১৯২২-এ চিত্তরঞ্জন দাসের স্বরাজ পার্টিতে যোগ দেওয়ার মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু হয় হোসেন শহীদ সোহরাওয়ার্দীর। 'স্বরাজ পার্টি' ছিল তৎকালীন 'ভারতীয় জাতীয় কংগ্রেস দল'-এর একটি শাখা। ১৯২৩ খ্রিষ্টাব্দে এই দলটি বেঙ্গল প্যাক্ট স্বাক্ষরে তার যথেষ্ট ভূমিকা রেখেছিল।
    #Huseyn_Shaheed_Suhrawardy #biography #opentschool #awami_league

Комментарии • 171

  • @ShamimAhmed-uu4bb
    @ShamimAhmed-uu4bb Год назад +42

    শেরে বাংলা, ভাসানী, সোহরাওয়ার্দী বাংলা মায়ের শ্রেষ্ঠ রাজনীতিবিদ।

  • @mtcchannel6913
    @mtcchannel6913 Год назад +25

    একজন আদর্শবান রাজনীতিবিদ ছিলেন। আল্লাহ তায়ালা তাকে জান্নাতবাসী করুক।

  • @muhammadshadat3711
    @muhammadshadat3711 Год назад +14

    ধারা বর্ণনার সময় সঠিক তথ্য দিলে ভালো হয়। হোসেন শহীদ সোরাওয়ার্দি কখনও মূখ্যমন্ত্রী ছিলেন না,তিনি ছিলেন যুক্ত বাংলার প্রধানমন্ত্রী।তখন ব্রিটিশ ভারতে মূখ্য মন্ত্রী বলে কোনো পদ ছিলেন না।

  • @kamaldey1654
    @kamaldey1654 Год назад +9

    কলকাতা কিলিং এর নায়ক সোরাবউদিন।

  • @subhranilsarkar1228
    @subhranilsarkar1228 Год назад +4

    ৪৬ এ কলকাতায় হিন্দু গনহত‍্যার জন‍্য প‍্রত‍্যক্ষ‍্য ভাবে দায়ী ছিলেন, পাপী মানুষ ইনি....

  • @zannatulafroz3720
    @zannatulafroz3720 Год назад +22

    অবিভক্ত বাংলার একজন দেশ সেরা নিষ্ঠাবান ও যোগ্য নেতা।

  • @polashhossain6684
    @polashhossain6684 Год назад +19

    স্যালুট নেতাকে,,আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

  • @kmgsultan8955
    @kmgsultan8955 Год назад +19

    সেরা একজন রাজনীতিবিদ

  • @sagarghosh8768

    বাংলার কসাই

  • @ShamimAhmed-uu4bb
    @ShamimAhmed-uu4bb Год назад +16

    বিনম্র শ্রদ্ধা রইল এই মহান নেতার প্রতি।

  • @gtr8005
    @gtr8005 14 дней назад

    A great leader of Bengal. May Allah grant him Jannah .

  • @abdurrahim1987
    @abdurrahim1987 Год назад +4

    ধারা বর্ণনা সুন্দর হয়েছে

  • @mohammodzakaria6123
    @mohammodzakaria6123 Год назад +14

    অনেক চড়াই উতরাই অনেক দেশ পেরিয়ে অবশেষে বাংলার বুকে

  • @all_vintage_videos

    বাংলার শ্রেষ্ঠ সন্তান ভাসানী , বন্ধবন্ধু ,শেরে বাংলা

  • @MDAlim-cc7mg

    ❤❤❤❤❤মহান।নেতা

  • @mdimpiazkhan8735
    @mdimpiazkhan8735 Год назад +4

    জীবন বৃত্তান্ত অসাধারণ জিনিস

  • @anwarabdullah6565

    "We have never recognized and we shall never recognize Israel. I think the creation of Israel was wrong". Prime Minister Huseyn Shaheed Suhrawardy of Pakistan. কথাগুলো উনিশশ সাতান্ন সালে (1957) তদানিন্তন পাকিস্তানের বাঙ্গালী প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী আমেরিকায় প্রেসিডেন্ট আইজেনহাওয়ারের সাথে সাক্ষাত করতে যেয়ে বীরের মতো বলে এসেছিলেন, যা ছেষট্টি বছর পরও আজ দ্রুব তারার মতো সত্যি প্রমানিত হয়েছে। ষাটতম মৃত্যু বার্ষিকীতে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী, সংযুক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ও দক্ষিন এশিয়া তথা বিশ্বের একজন শ্রেষ্ঠ মহান নেতার প্রতি আমার শ্রদ্ধা থাকছে।

  • @timechange770
    @timechange770 Год назад +10

    অথচ আজ জয় বাংলার শ্লোগানে এই মহা নেতার কোন মূল্যায়ন ই নেই

  • @mostspecialepanchforanchan2434
    @mostspecialepanchforanchan2434 Год назад +4

    খালেদ মোশারফ নিয়ে একটি ভিডিও দেন।

  • @mohammadhossain724
    @mohammadhossain724 Год назад +6

    We respect and love Hossain Shahid shahwardi..i salute you