Jackson Heights, NY || আমেরিকায় ঢাকা। A Piece of Bangladesh in New York, America.

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024
  • আমেরিকায় বাংলাদেশ। বিদেশে বসে দেশের স্বাদ। চলুন ঘুরে আসি। আশা করি ভালো লাগবে। We are going to Jackson Heights, NY, USA. Dhaka in New York.
    নতুন জ্যাকসন হাইট ভিডিওঃ • মৃতপ্রায় আমেরিকার ঢাকা...
    Cast Iron Wok: amzn.to/2zDJuRZ
    Cast Iron Lodge Grill / Griddle: amzn.to/35UuF9F
    Nakiri Japanese Vegetable Knife: amzn.to/2WsA1Wo
    My other video playlists:
    কিভাবে আমেরিকা যাবেন। How to come to America. Visa : • কিভাবে আমেরিকা যাবেন। ...
    ফ্লোরিডা, আরেক বাংলাদেশ। Florida Vacation.
    • ফ্লোরিডা, আরেক বাংলাদে...
    আমেরিকার দিন রাত্রি || LIFE in AMERICA
    • আমেরিকার দিন রাত্রি ||...
    কানাডা অ্যাডভেঞ্চার || Canada Adventure
    • কানাডা অ্যাডভেঞ্চার ||...
    ভূস্বর্গ বাংলাদেশ || Beautiful Bangladesh Tour
    • ভূস্বর্গ বাংলাদেশ || B...
    রান্নার রেসিপি || RECIPE
    • রান্নার রেসিপি || RECIPE
    Mohammed Al-Farook
    Jamai Bou Production
    AdventureTube21@gmail.com
    #jamaibou #Jacksonheights #adventuretube

Комментарии • 1,4 тыс.

  • @AdventureTube21
    @AdventureTube21  5 лет назад +86

    Abir Ahsan অনেক ধন্যবাদ আপনার সুন্দর কমেনটের জন্য। আমি যদি এখন সমস্ত তথ্য উপাত্ত দিয়ে ভিডিও করি সেটা হবে প্রমান্য চিত্র। আমার এই ভিডিও দুই তিন ঘনটায় আমার যা অভিজ্ঞতা হয়েছে তাই নিয়ে। এতে সবাই যে রকম বাড়াবাড়ি শুরু করে দিয়েছে তা নিতান্তই অনাকাংখিত। এটা আমাদের মনের দৈন্যতার ই বহিপ্রকাশ। যা বলেছি তা কিছু অভদ্র বাংলাদেশী ব্যাবসায়ীর/ কর্মচারীর খারাপ ব্যাবহারের কথা। অত্যানত লজ্জা জনক সবাই এখানে সমস্ত বাংলাদেশ তুলে এনেছে। অত্যানত লজ্জার।

    • @nasrinahmed6381
      @nasrinahmed6381 5 лет назад +3

      You must welcome

    • @maashukahmed40
      @maashukahmed40 5 лет назад +3

      Thanks for your comment.

    • @maashukahmed40
      @maashukahmed40 5 лет назад +3

      I remember driving on the Verizona when I was stationed in Staten Island.Most beautiful borough of New York city

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад +2

      Maashuk Ahmed 💕

    • @xpattv
      @xpattv 5 лет назад +14

      যারা বিদেশে বসবাস করেন শুধুমাত্র তারাই জানেন আমাদের বাংলাদেশিদের অধিকাংশ মানুসগুলোর মধ্যে নেই ভদ্রতা , আন্তরিকতা, সাহায্য করার মানসিকতা। আছে শুধুমাত্র হিংসা, কেউ উপরে উঠতে চাইলে তাকে নিচে নামিয়ে আনা। বিদেশে গেলে বাংলাদেশিদের চেয়ে বিদেশিদের মধ্যে থেকে ভাল ব্যবহার পাওয়া যায়। আমাদের সমাজের মানুসগুলোর মধ্যে অহ্নকার অনেক বেশি। আর এর মধ্যে ঢাকার বাইরের লোকগুলো সবচেয়ে বাজে এবং অভদ্র। আপনার মন্তব্যকে সমর্থন করি। আশা করি নিয়মিত এরকম ভিডিও পোস্ট করবেন।

  • @ranirinarahman5368
    @ranirinarahman5368 5 лет назад +131

    ভাই গঞ্জাম বলেন আর বাংলাদেশীদের মূর্খতা বলেন -অনেকে এখানে নাক সিটকায়! আমরা যারা দেশ ছেড়ে দুরে থাকি আশেপাশে বাংগালী এলাকায় যখন যাই আমাদের খুব ভালো লাগে।দেশের মানুষ আর দেশীয় খাবার, জামা কাপড়,দোকান পাট দেখলে খুব enjoy করি দেশ কে miss করি।আমি এখনো একজন দেশীয় মানুষ দেখলে তাকিয়ে থাকি বেহায়াদের মত আর ভাবি আহারে ! আমার দেশের মানুষ 🙁

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад +12

      Rani Rina Rahman এই ভালবাসা থেকেই তো যাই। শত হোক নিজের দেশ।

    • @shariargalib3463
      @shariargalib3463 5 лет назад +11

      Rani Rina Rahman ধন্যবাদ আপু, আপনার মন্তব্যটা খুব ভাল লাগলো, আপনাদের মত দেশপ্রেমীরাই বিশ্বের বুকে বাংলাদেশের ভাব মূর্তি উজ্জ্বল করবে ইনশাআল্লাহ্।

    • @liakatali4063
      @liakatali4063 5 лет назад

      @@livelife3496 জীবনের বাকী সময় নাহয় এদেশেই কেটে যাক, অথাবা উনাকে নিজের দেশেই নিয়ে আসুননা।

    • @ahmedsaif3836
      @ahmedsaif3836 5 лет назад +2

      Apnar kotar shatey amr o poru mil achey

    • @livelife3496
      @livelife3496 5 лет назад

      @@Hunter007NY বেতমিজ অফ যা........

  • @Binodanajagat4664
    @Binodanajagat4664 3 года назад +2

    আপনার কারণে আমেরিকা দেকতে পারলাম। তার জন্য অনেক ধন্যবাদ। আপনাকে।

  • @easytechlessonsbangla7363
    @easytechlessonsbangla7363 5 лет назад +91

    বোঝা গেলো বাংলাদেশীরা সব জায়গাকেই বাংলাদেশ বানিয়ে ছাড়ে। ভালো লাগলো। বিদেশেও স্বদেশ।

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад +5

      Sm Swapnil 😊

    • @m.hrasel9473
      @m.hrasel9473 5 лет назад +2

      সত্যিই তাই
      ওখানেও ভেজাল....নোংরা ব্যবহার

  • @mostafakamallimon1952
    @mostafakamallimon1952 5 лет назад +66

    বাংলাদেশিদের হাতে সুইজারল্যান্ড তুলে দিলে দুই দিনের মধ্যে সুইজারল্যান্ড কে সাভারের নবীনগর বানিয়ে দিবে, এটা বাংগালির এক সুপার পাওয়ার। প্রাউড টু বি বাংগালি 😂😂

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад +1

      Mostafa Kamal Limon 🥰😂😅

    • @martinadhikary7869
      @martinadhikary7869 3 года назад +1

      Kono desh e bidesi ke citizen ship deeba ujit na sei desser aitacha nosta hoi, tourist dik ache. Comment gulu pore ei mone holo.ei sob ke ber kore dite pare na ekhanker sarker, asoley er onek uder moner hoi. Nicheder kothee holey o uder boley mene nai.

    • @martinadhikary7869
      @martinadhikary7869 3 года назад +1

      Bangladesh ke keno korte parche na?

    • @abbabubba
      @abbabubba 3 года назад

      @@martinadhikary7869 ভারত ও কোন অংশে কম না🥴🤭

    • @MasudRana-ql9uj
      @MasudRana-ql9uj 3 года назад

      @@martinadhikary7869 তাহলে তো ভারতীয়দের আগে বের করে দেওয়া উচিত।

  • @varietiesvideoworld6221
    @varietiesvideoworld6221 5 лет назад +25

    ভালো লাগলো ফ্রিতে, ভিসা ছাড়া আমেরিকা দেখেফেল্লাম 😁😁

  • @anowarulhossain5846
    @anowarulhossain5846 4 года назад +1

    Jackson heights মানে বাঙালিরা থাকে বেশি। এক কথায় বাঙালী পাড়া। দেখলাম মোঃ ফারুক ভাইয়ের বাজার করা এবং বাজার। সবই ঢাকার মত প্রায়। পার্থক্যটা আছে সব দিক থেকেই। বেশ ভালো লাগলো। আপনার প্রতি রইল শুভ কামনা। ভালো থাকেন।

  • @sumonislam7680
    @sumonislam7680 5 лет назад +3

    অন্য স্টেটে থাকার চেষ্টা করেছি , পারিনি , আসলে বাঙ্গালীর এই গ্যামজ্যাম টাই আমার বেশি প্রিয়

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад +1

      হ্যাঁ, যারা নিউ ইয়র্ক থেকেছে তারা অন্য কোথাও পছন্দ করে না। আমার অনেক আত্মীয় থাকে Jackson Heights এলাকায়। তারাও একই কোথা বলে। ধন্যবাদ।

  • @sunilsutradhar2151
    @sunilsutradhar2151 4 года назад +1

    আমি দু, তিন দিন ধরে আপনার পুরনো video গুলো দেখছি এবং অবাক হচ্ছি এত সুন্দর করে America এর সব কিছু বর্ণনা করেছেন তা থেকে south Asia র সবাই উপকৃত হচ্ছে। সবচেয়ে ভালো লেগেছে 1983 আপনার কলেজ life এর কথা।

  • @ilhanaj9657
    @ilhanaj9657 5 лет назад +12

    ভালো লাগল সুন্দরভাবে জ্যাকসন হাইটকে উপস্থাপন করবার জন্যে। একটা ব্যাপার আমাদের বাংলাদেশিদের অভদ্রতা মাত্রাতিরিক্ত এবং এটা আপনি যেখানেই যান না কেন একই অভিজ্ঞতা হবে। আমি নিউজিল্যান্ডে থাকি, এখানেও নিজের দেশের লোকদের সাথে যে অভিজ্ঞতা হয়েছে এখন আমি বাংলাদেশী দেখলে এগিয়ে গিয়ে পরিচিত হই না। কিছু লোকজন দেশের বাইরে এলে ধরাকে সরা করে, আচমকা উন্নতি সহ্য করতে পারে না, তাদের দেশেই থাকা উচিত।

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад +1

      HRfixkit Limited খুবই কষ্ট লাগল শুনে। Middle East, England, Malay Asia, Singapore সব যায়গায় একই কথা শুনলাম। কোথায় আমরা ভাল হওয়ার চেষ্টা করব, তা না করে কেন আমি আমার খারাপ অভিজ্ঞতার কথা বললাম এটা নিয়ে কিছু মানুষের সে কি চেচামেচি !! ভাই অনেক ধন্যবাদ আপনার সুন্দর কমেনটের জন্য। ভাল থাকবেন। 🥰

    • @jowelkhankhan7246
      @jowelkhankhan7246 5 лет назад +1

      HRfixkit Limited ...d....na... jmi....a....

  • @pankhaphnakah6742
    @pankhaphnakah6742 5 лет назад +1

    onkk valo laglo nijer city k America dekhe😘 Dhakay bose nasta korchi ar nijer desher kodor dekhchi...thanks.

  • @munnabhai701
    @munnabhai701 5 лет назад +56

    প্রতি বছর কমপক্ষে একবার ড্রাইভ করে ক্যানাডা থেকে আটলান্টিক সিটি যাওয়া হয় কিন্তু একান্ত দরকার না পড়লে নিউ ইয়র্কের দিকে যেতে ইচ্ছা করে না ট্রাফিকের জন্য। জ্যাকসন হাইটসে যাওয়া হইছে মোট দুইবার (২০০৪ আর ২০১৬)। শেষ বার গেলাম জাইরো খাইতে। খাবার পর বউ তার বোনের সাথে ঢুকলো একটা বোরিং স্বর্ণের দোকানে আর আমি একটা কাঠি আইসক্রিম কিনে খেতে খেতে বোঝার চেস্টা করতেছি এলাকাটা আরেকটু গোছানো টোছানো হলে সমস্যা কি ছিল ! আইসক্রিম খাওয়ার পর প্রায় আট দশ মিনিট এদিক ওদিক খুইজাও কোথাও একটা গারবেজ বিন না পেয়ে অগত্যা ঐ স্বর্ণের দোকানেই ঢুকে জিজ্ঞেস করলাম যে ওদের ট্র্যাশক্যানে কাঠিটা ফেলা যাবে কিনা। মহিলা মহা অবাক হয়ে বললো, “বাই, ফুটপাতে ফালায়া দেন কেউ কিচ্চু বলবো না”। কাঠিটা পকেটে ভরে আটলান্টিক সিটি এক্সপ্রেসওয়ের একটা রেস্ট এরিয়ার গারবেজ বিন পর্যন্ত নিয়ে আসছিলাম।
    যাই হোক, সুন্দর ভিডিও, ভাল লাগলো ভাই।

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад +2

      Md Masud Hossain অনেক ধন্যবাদ ভাই আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। ভাল থাকবেন।

    • @Mukta-ec3sk
      @Mukta-ec3sk 5 лет назад +1

      How r u viya

    • @Mukta-ec3sk
      @Mukta-ec3sk 5 лет назад +1

      Nice to u

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад

      Mukta 0016 doing well. Thank you.

    • @himangsuroy2900
      @himangsuroy2900 5 лет назад +1

      👍

  • @huzaifatawsif1378
    @huzaifatawsif1378 5 лет назад +1

    Thanks Vai ...az apner jonno new York dakta parlam

  • @niazahmed6664
    @niazahmed6664 5 лет назад +3

    When I was a student I dreamt to go USA. Now You showing this,no sorrow ,I can see,many thanks brother.

  • @tafsirtajwar5838
    @tafsirtajwar5838 5 лет назад +1

    Assalamualikum uncle apnar vedio ta dekhe onk moja laglo...amr husband k dekhlm apnar vedio te ...

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад +1

      Tafsir Tajwar Walaikum assalam. Saw your husband?? Nice!!

    • @tafsirtajwar5838
      @tafsirtajwar5838 5 лет назад +1

      Yes uncle..onk valo legece j apnar vedio te 16 seconds amr husband ase..R ekta request uncle somvob hole apni daily vlog o amader jonno krben...amra sobai apnader daily vlog o dekhte chai...Everyday apnk dekhte chai

  • @aidahm3898
    @aidahm3898 5 лет назад +7

    Brings back good memories visited Jackson Heights around 4 years ago what I noticed was that south asian clothing was very expensive compared to U.K. not sure if that’s still the case anyway had a great time visiting Queens NY thank you for sharing shame you were unable to buy sweets in the Bangladeshi shop don’t know why people behave that way I think some parts of Queens the Bengali community is still behind they have not yet fully established themselves only second generation where as in U.K. we are far more ahead I’m not generalising just an observation my grandad was in America in the 1930’s he did well at that time in terms of a good job and integration but there has not been that much progress I can only assume it’s either lack of opportunity or lack of trying

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад

      Aidah M Lack of trying. It doesn’t cost money to be nice. Right?

    • @aidahm3898
      @aidahm3898 5 лет назад +2

      Adventure Tube21 very true I can tolerate and have patience for a lot of negative behaviours but rude people for me is like red rag to a bull there is no justification for it

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад

      Aidah M, absolutely right dear.

  • @sajibbiswas2420
    @sajibbiswas2420 5 лет назад +1

    আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বাংলাদেশ থেকেও আমেরিকা দেখার একটা সুযোগ পেয়েছি, শুধুমাত্র আপনার জন্যে।যদি দয়া করে আপনি নিউইয়র্ক শহরটা একটু ঘুরে দেখাতেন।আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ।

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад

      Sajib Biswas New York নিয়ে কয়েকটি পোসটিং আছে। একটির লিংক দিচ্ছি। ruclips.net/video/Jg5xloAu47U/видео.html
      ধন্যবাদ।

  • @biswajitbarik7292
    @biswajitbarik7292 5 лет назад +20

    আমাদের ভারতেও এ রকম অনেক জায়গা আছে।যেখানে অযথা গাড়ির হর্ন বাজানো হয়,ট্রাফিক আইন মানা হয় না যেখানে সেখানে গাড়ি দাড়ঁ করিয়ে রাখা হয়।এই সব মানুষের মানসিকতা কখনো পাল্টাবে না।

    • @ummehabibaa5880
      @ummehabibaa5880 2 года назад

      Kibhabe paltabe ekhane shb 2 number bhabe income kora uneducated rai thake. Abr proud o feel kore dokhol kore.

  • @asmziauddinahmed1764
    @asmziauddinahmed1764 5 лет назад +1

    Excellent and fluent description of Jackson height with Bangladeshi's common practice. আপনাকে অনেক ধন্যবাদ অনেক তথ্য শেয়ার করার জন্য।

  • @nayemhassan2999
    @nayemhassan2999 5 лет назад +3

    আংকেল এই সেই ভিডিও। আমার প্রথম দেখা আপনাকে না বললেই নয়,আমি প্রথম আপনার এই ভিডিও দেখতে পাই খুব ভালো লেগেছিল। ভালো লাগার থেকে ভালোবাসা জন্ম গিয়েছে। আমার ভালোবাসার সৃত্বির আরেক অনুভূতি নাম হয়ে দাড়িয়েছেন আপনি।আমি বিশ্বাস করি আপনার শ্রেষ্ট কাজের মাধ্যমে আপনি gold medal joy korben....inshaAlla..✌❤

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад +1

      আমি অলরেডি গোল্ড মেডাল পেয়ে গেছি আঙ্কেল। দিয়েছ তুমি। 😍 🥰

    • @nayemhassan2999
      @nayemhassan2999 5 лет назад +2

      @@AdventureTube21
      😲😲😲😍😍😍

  • @videosoflife2256
    @videosoflife2256 4 года назад +1

    kaj bihin somoy ta apnar videos dekhe dekhe bhaloi kat tteche .. thank you.. sir for making very informative videos

  • @NasrinFerdous
    @NasrinFerdous 5 лет назад +78

    আসসালামু আলাইকুম
    বাইরের স্টেটে যারা থাকে তারা প্রায় সবাই নিউইয়র্কে আসলে বিরক্ত হয় ,অনেক বাজে মন্তব্যও করে ।তাদের খুব বেশী দোষ দেয়া যায় না কারন তারা ছিমছাম পরিবেশে অভ্যাস্ত ।
    আমরা যারা এখানে থেকে অভ্যস্থ তারা সেসব কথা শুনে কষ্ট পাই , কারন আমরা নিউইয়র্ককে ভালবাসি ।
    **এখানে বেপরোয়া ড্রাইভিং আছে সত্য, আমরাও ভুক্তভুগি, তবে আমরা দেখি বিদেশীরাই বেশি বেপরোয়া।
    আর পার্কিং রুলস এখানকার মত কড়া তো আমি আর দেখিনি ।
    অনেকবার টিকিট খেয়ছি ।
    * যেখানে সেখানে পার্কিং নট পসিবল ,পার্কিং পাওয়া যায়না বলে অনেকেই ডবল পার্কিংয়ে রেখে টুকটাক বাজার করে। আমরাও করি কারন জানি পার্কিং ওখানে সোনার হরিন।
    * আর বাংগালি রেষ্টুরেন্টের ওয়েটাররা যে বেয়াদব এটা সত্য ।আমরা তবুও যাই চা সিংগারা খেয়ে আসি।
    *বাংগালি গ্রোসারির $5 বক্স মিষ্টি খুব ভালো ফ্রেশ, এখানে কেউই বোধহয় খাবারে ভেজাল দেয় না ।ফুড ইন্সপেকশন খুব কড়া (নিজেদের রেষ্টুরেন্টের অভিজ্ঞতা থেকে জানি)।
    * ইন্ডিয়ান দোকেনের মিষ্টিতে চিনি বেশি ইউজ করে , ওরা বারফি আর লাড্ডু ভালো বানালেও বাংগালি রেষ্টুরেন্টের রসগোল্লা , গোলাপজাম চমচমের কোন কম্পেয়ার নেই।
    * হাসের মাংস বাঙ্গালি গ্রোসারিগুলোতে পাওয়া যায় একটু খুজে দেখলেই পারতেন ।
    * আর ভিড়ের কথা বলছেন সেটা আর আগেরমত দেখবেন কিনা সন্দেহ, হাজার হাজার অবৈধ বাঙ্গালিদের ধরে ধরে এ সরকার ফেরত পাঠিয়েছে , অনেকে পালিয়ে আছে ।তাই জ্যাকসন হাইট ঠান্ডা মেরে গেছে ।সাটার্ডে সানডে এখনো ক্রাউডেড থাকে ।কয়েকদিন আগে দেখি কয়েশো লোক রাত ১০ টার সময় 'খাবার বাড়ির' সামনে জ---য় বাংলা---বলে গগন ফাটিয়ে স্লোগান দিচ্ছে ।সাথে সাথে পাশের এক বিলডিং থেকে এক বিদেশী মাথা বের করে বলছে -শাট দা হেল---!
    😁

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад +4

      Nasrin Ferdous ওয়ালাইকুম আসসালাম। 🥰😍 অনেক ধন্যবাদ বোন। 🥰

    • @livelife3496
      @livelife3496 5 лет назад +7

      নাসরিন ম্যাডাম, আপনার তথ্যবহুল মন্তব্যটি পড়ে বেশ ভাল লাগলো। ধন্যবাদ আপনাকে। ভবিষ্যতে এরকম আরো মন্তব্যের অপেক্ষায় রইলাম।

    • @dr.krittibasray1020
      @dr.krittibasray1020 5 лет назад +4

      I think Nasrin didibhai is right about this. People not accustomed to traffic and the overall urban environment will blame even the Upper West Side. I have noticed that many times.

    • @thecall1248
      @thecall1248 5 лет назад +1

      I heard there is a whole district in USA which has bengaly people as majority. Is it a whole district or town? which cities have bangla towns in the world?

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад +3

      The Call California, Texas, New Jersey, Michigan, and Florida each had approximately 10,000 Bangladeshi born residents. The New York City metropolitan area has an estimated population of 75,000 Bangladeshi immigrants, making it the largest population center for Bangladeshi born people in the United States.

  • @NYCSumonZia
    @NYCSumonZia 5 лет назад +1

    Awesome & Amazed! Make Bangladesh great Again & Best of luck !

  • @নাজাত-প৪র
    @নাজাত-প৪র 5 лет назад +3

    konodin jaoar vaggoto hobena tai dekhe valo laglo, thank you for your video

  • @khanniloy9361
    @khanniloy9361 4 года назад +1

    অসাধারণ। আশা করি যতদিন সুস্থ সবল থাকবেন এবং পরিবেশ অনুকূল থাকবে ততদিন আমাদের জন্য অনেক অসাধারণ ভিডিও উপহার দিতে থাকবেন। ধন্যবাদ।

  • @tariqunityfab.8669
    @tariqunityfab.8669 5 лет назад +3

    যদি আমরা বাংলাদেশীরা যার যার অবস্থান থেকে একটু সচেতন হতাম বা সুশৃংখল হতাম তাহলে আমাদের এই দেশটাকে আরও অনেক বেশী পরিপাটি ও সুন্দর করা যেত। শুধু আমরা একটু চিন্তা করি আমাদের দেশের ক্যান্টনমেন্ট গুলো কত গোছালো ।-----

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад

      Tariq Abdullah I couldn’t agree more. You need a hammer to drive a nail. Stick of butter can not do it. Thank you brother.

  • @distantvoice1230
    @distantvoice1230 5 лет назад +2

    ভাই আমার কিন্তু দেখে ভালোই লাগলো যতই পঁচা হোক না কেন তারপরও দেশিও ফ্লেভার তো।আমারও দুই বোন এই নিউইয়র্কেই থাকে। ওরাও সবসময় এখানকার কথা বলে যে অনেকটাই ঢাকা ঢাকা মনে হয়। ধন্যবাদ আপনাকে।

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад

      Distant voice You are very welcome 🥰

    • @distantvoice1230
      @distantvoice1230 5 лет назад +2

      @@AdventureTube21 আপনার জন্যও অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

  • @mahmoodhasan8129
    @mahmoodhasan8129 5 лет назад +13

    Wonderful video. Awesome background music. Enjoyed it very much. I lived in Queens NY during the 80's for about 10 yrs. and used to go to Jackson Heights quite often to find a little piece of Bangla, to revisit my little Bangla identity in a foreign land and you brought me back to the memory lane after so many years have already passed. Your experience with the Bengalis is unfortunate. It will take time to change. I believe we are trained and taught to behave in such manner subconsciously by observing at what really goes around us. No set example of good behavior is seen in front of us on a daily basis. So, we think that's just normal to act that way.
    Look at yourself. You are one exception to the norm. Ask yourself a question, how did i turn out to be different. I'm sure you will find your answer. Just to give an idea what I'm talking about, before Singapore was born, people of Singapore was lot worse than how badly we behave in general. Nobody knows or talks about that episode. So, what really happened. Why such an upside down change in behavior. Strict laws and strict enforcement of laws changed everything after Singapore was born. Father of Singapore Lee Kuan Yew was largely instrumental to make that change and bring it into reality for good. It didn't just happen in a short period of time and we can learn from them and do the same. Once you know, you have no choice but to pay a hefty-hefty price for your illegal actions, automatically, you will behave, period...... and before you know it, the whole nation will behave.
    One last example: Right inside Dhaka, you have people breaking traffic laws everywhere, Except..... once you start driving inside the cantonment area, the same drivers who just broke the law just minutes ago seems to behave in a nice pristine way. So, why such a sudden change in behavior in the same Dhaka city. Afraid of what? A huge kick in the..... u know what. I don't believe its really Bengali nature, its just human nature to adopt wrong practices when u don't have the rule of law strictly enforced with "high level" fines. Sorry to give you such a lengthy comment. Once again, Thanks.

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад +1

      I really appreciate you taking your time writing me. I couldn't have agreed more. Thank you.

    • @mahmoodhasan8129
      @mahmoodhasan8129 5 лет назад +2

      You're most welcome. Thanks for sharing your experience.

    • @8818759
      @8818759 5 лет назад +2

      Bangladesh would be a lot different if Sheikh Mujib was alive

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад +2

      faiz Ahmed yes indeed! Would have been Shonar Bangla. We are getting there, just taking a little longer.

  • @kayzplace786
    @kayzplace786 5 лет назад +2

    Very nice video. I am London born Bangladeshi. I have been so fascinated by Bangladeshis living in other countries such as the USA. I intend to visit Jackson Heights one day.

  • @esharaahmad9550
    @esharaahmad9550 5 лет назад +8

    এই প্রথম কোনো বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করলাম।
    আপনার ভিডিও গুলো খুব ভালো লাগলো আঙ্কেল। ☺

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад

      Eshara Ahmad Welcome to my channel uncle. অনেক ধন্যবাদ।

    • @mdshrifhossain9921
      @mdshrifhossain9921 3 года назад

      আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ কেমন আছেন আপু আশা করি ভাল আছেন ভাল থাকেন দোয়া করি সবাইকে সালাম দিবেন আর সুযোগ পাইলে কথা বলার সুযোগ থাকলে কথা বইলেন আল্লাহ হাফেজ 01797259078 imo

  • @majharulhoque8386
    @majharulhoque8386 5 лет назад +2

    আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক কিছু শিক্ষা গ্রহণ হয়েছে। ধন্যবাদ।

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад

      MAJHARUL HOQUE Welcome. Sorry for the late response. Thank you.

  • @RajRaj-hn5fq
    @RajRaj-hn5fq 5 лет назад +3

    Thank you so much for bringing up the living of Bangladeshi's in USA , it was really inspiring.

  • @goldenbengal4638
    @goldenbengal4638 5 лет назад +2

    দোকান পাটে বাংলা লেখা দেখে খুব ভালো লাগল ।এগিয়ে যাও বাংলাভাষা এগিয়ে যাও বাংলাদেশী ভাইয়েরা

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад +2

      Umme Farwa বিদেশে একটা বাংলা হরফ দেখলে কি যে ভাল লাগে, যে বিদেশ থাকে এক মাত্র সে ই বুঝতে পারে। 😊

    • @goldenbengal4638
      @goldenbengal4638 5 лет назад +1

      @@AdventureTube21 এই সমস্ত মিষ্টি, ইত্যাদি আমেরিকানরা কতটা পছন্দ করেন?
      এখানে বাংলা দেশিদের সংখ্যা কত?
      আমাদের ভারতীয় বাঙালিরা কত আছে?

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад

      Umme Farwa আমার আমেরিকান বন্ধুরা আমাদের খাবার ভীষন পছন্দ করে। অনেকে আমার চাইতে ও বেশী ঝাল খায়। কত বাংলাদেশী আছে এই তথ্য আমার যানা নেই গুগল করে দেখতে পারেন। ধন্যবাদ।

  • @mayena
    @mayena 4 года назад +3

    Reminds me of Bethnal Green, East Ham, Forest Gate, Ilford, Stepney, Spitalfields, Tooting, Upton Park, Walthamstow, Whitechapel in London (England).

  • @m.dhumayunkabir8627
    @m.dhumayunkabir8627 4 года назад +1

    আসসালামু আলাইকুম ভাই। আজ আবারও আপনার এই ব্লগটি পুনরায় দেখলাম খুব ভালো লাগলো। আপনাদের সাথে আবারও জ্যকসনহাইটস এর বাঙালীয়ানা দেখলাম। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি। আল্লাহ হাফেজ।

    • @AdventureTube21
      @AdventureTube21  4 года назад +1

      ওয়ালাইকুম আসসালাম। পুরনো একটি ভিডিও। তবে এটাও ঠিক কিছু ভিডিও পুরনো হলেও ভাল লাগে। অনেক ধন্যবাদ ভাই। দোয়া করি ভাল থাকুন।

  • @knhranoy
    @knhranoy 5 лет назад +5

    আসসালামুলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমি আপনার বেশ কয়েকটি ভিডিও দেখেছি অনেক ভালও লেগেছে আরো বাকী গুলোও দেখবো তবে আমি আপনাকে আমার কিছু আবেগের কথা বলতে চাই, নিশ্চই আপনি আপনার যোগ্যতা বলেই পৃথিবীর সবচেয়ে কাঙ্খিত যায়গায় বসবাস করছেন তাতে কোন সন্দেহ নেই তবে এখানে আমাদের বাংলাদেশে আমাদের মত সাধারন মানুষের জীবন অনেক অনেক কঠিন!!! যেন, মৃত্যুকে জেনে শুনেই সাথে নিয়ে চলতে হয়। এক সময় আমিও স্বপ্ন দেখতাম আমেরিকা বা এরকম উন্নত কোন দেশে গিয়ে সেটেল হব কিম্বা চাকুরী করবো কিন্তু এখন জীবনের ৩৮ বছরের কোটায় এসে মনে হয় এই চ্যলেঞ্জিং জিবনের অনেক মহত্ত আছে যেমনি অনেক ভয় আছে তেমনি অনেক সাফল্যের সম্ভাবনাও আছে যা কেবল দুনিয়ার নয় আখেরাতেরও। তবে আমি আপনার রুচি, সহনশীলতা, দেশের প্রতি শ্রদ্ধা-ভালবাসা, মুসলিম রীতি নীতি অনুসরণ করা ইত্যাদি এই বিষয় গুলো আমাকে তৃপ্তি দিয়েছে কারন বহুদিন থেকে বিদেশে বসবাস করেও আমাদের দেশের মানুষের মতই ঐতিয্য ধরে রাখতে পেরেছেন। আমি জানিনা আপনি বাংলাদেশে কেমন যাতায়াত করেন তবে যদি কখনো বাংলাদেশে আসেন আমার বাসায় এক বেলা খাওয়ার দাওয়াত গ্রহন করলে অনেক অনেক খুশি হতাম। "আসলে জাতে বাঙ্গালীতো তাই কাউকে ভাল লাগলে দাওয়াত করে খাওয়াতে পারলে তৃপ্ত মনে হয়" এর চেয়ে বেশী কিছু নয়।

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад +1

      Kazi Nazmul Haque Ranoy ওয়ালাইকুম আসসালাম। ভাই খুবই সত্যি কথা বলেছেন। আমাদের ভালবাসার বহিপ্রকাশ হলো আদর করে খাওয়ানো। আমার এ মাসেই আসার কথা ছিল। ইনশাল্লাহ শিঘ্রই আসব। দেখা হবে। আমার ইমেইল adventureTube21@gmail.com. Please keep in touch. Thank you.

    • @RajaBanerjee
      @RajaBanerjee 5 лет назад +1

      Wah ustad wah

  • @ilovebangladesh6405
    @ilovebangladesh6405 4 года назад +1

    আসসালামু আলাইকুম!! সত্যিই খুব অসাধারণ লাগলো
    সাইনভোট গুলো বাংলায় লেখা!! আপনার কথা গুলো অনেক সুন্দর ভাবে বলেন
    ভিডিওর শুরুতে সালাম দিয়ে কথা শুরু করেন!! আপনার জন্য দোয়া রইলো

  • @LOVEtulip72
    @LOVEtulip72 5 лет назад +12

    I ❤ NEW YORK
    And all Bangladeshis!!!
    কিছু সময় হ য়ত তারা rude,,কিন্তু ধরেন গভীর রাতে আপনার গাড়ি Flat Tire,,,আশেপাশ দিয়ে অনেক সাদা,,কালা,ব্রাউন চামড়া গাড়ি চালিয়ে চলে যাবে,, কিন্তু একটি গাড়ি থেমে যাবে,,, নেমে এসে পরিস্কার বাংলায় বলবে,, কি হইছে ভাই,,, আপনাকে পথে এই ভাবে রেখে কখন চলে যাবে না, সে আমাদের ই বাংলাদেশের কোন এক ভাই,,,ভালো খারাপ থাকবে কিন্তু ঢালাওভাবে বাংলাদেশিদের দোশ দেওয়া মোটেই উচিত না,,,অনেক দেশের খারাপ লোক দেখিছি,, কিন্তু দোশ পরে বাংলাদেসিদের,,,,

    • @alsuzauddowla7210
      @alsuzauddowla7210 4 года назад +1

      বাঙ্গালিরা গভীর রাতে ফ্লাট টায়ার দেখে হেল্প করে বলে কি নোংরামি আর খারাপ ব্যবহার ভ্যালিডেটেড হয়ে যায়?

  • @sabari9980
    @sabari9980 5 лет назад +1

    Namaskar
    Khub bhalo laglo. Aro anek notun Sahar dekhar ichhey roilo

  • @bluelake6784
    @bluelake6784 5 лет назад +3

    Pura America te amar Favorite jaiga, Jackson Heights.....amra ai jaiga k MOWCHAK boila daktam....Khub Miss Kori jaiga ta k.

  • @rashedsiddique1990
    @rashedsiddique1990 3 года назад +1

    Thank you Sir. This is Rashed from Chittagong.Bangladesh.

  • @ranirinarahman5368
    @ranirinarahman5368 5 лет назад +8

    ধন্যবাদ ভাই সুন্দর একটা blog জন্য! খুব ভালো থাকবেন.

  • @a.kadermk701
    @a.kadermk701 5 лет назад +1

    ohh so sad,it's look like Dhaka gulisthan,,,uncle sadhin vaia r bijoy vaia der beya dile tokhon auntir market korar jor aro bere jabe inshallah... All the best.tnxx

  • @yousufrobi3037
    @yousufrobi3037 5 лет назад +4

    Nice 👍 videography and soothing music 🎶, thank you 🙏 for sharing us...! Bangla food vejal er kotha ar nai shunlam, right now this is main problem in Bangladesh 🇧🇩! Take care bro...

  • @Somoysongs
    @Somoysongs 5 лет назад +1

    Valo laglo ,donnobad apnake ,bangladesre akta pogram dakhaben amiricate,thanks

  • @anjumanbithi601
    @anjumanbithi601 5 лет назад +3

    ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর ভাবে দেখানোর জন্য।।

  • @ahsankabir5161
    @ahsankabir5161 3 года назад +1

    অনেক ধন্যবাদ আপনার সুন্দর ভিডিওর জন্য কি সুন্দর ব্রিজ

  • @indranilghosh8403
    @indranilghosh8403 5 лет назад +2

    বড়ভাই, আপনার শিক্ষা মুগ্ধ করে। অনেকদিন ধরে vlog dekhi। আজ subscribe করলাম। আমি ভারতীয়, বেশিরভগটাই বিদেশে কেটে যায়... উপলব্ধিটা অনেক বড়ো, কেনো বিরক্ত হলেন বুঝি, আমারও লাগে... জ্যাকসন হাইটসের বিকেল গুলো মনে পড়ে গেলো, অনেক চক্কর মেরেছি ওখানে। আন্তরিকতা আর শ্রদ্ধা আর একটু স্টিন্ট of ভালোবাসা থাকলো, দারুন vlog, lok America janche... Vlog বন্ধ না করে ভালো থাকবেন। আন্তরিক শুভেচ্ছা রইল। বাঙালী ভালো থাকুক... (Y)

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад

      অনেক ধন্যবাদ কমেন্টের জন্য।

  • @imransajon3025
    @imransajon3025 5 лет назад +4

    ভালো লাগলো আঙ্কেল আপনার ব্যবহার দেখে এন্ড কথার ধরন থেকে তাই সাবস্ক্রাইব করতে বাধ্য হলাম..আরও ভালো কিছু আশা করি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ১ লক্ষ সাবস্ক্রাইব হয়ে যাবে❤❤❤From Sylhet Habigonj❤

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад +1

      অনেক অনেক ধন্যবাদ আঙ্কেল। ভালো থাকবেন।

    • @imransajon3025
      @imransajon3025 5 лет назад +1

      Adventure Tube21 Uncle, can I contact you a little bit please?? Have Ur Any Facebook id please or Imo or whatsapp Number? please

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад

      Imran Sajon Sure uncle. facebook.com/mohammed.alfarook.7

  • @afrozamarzaan6292
    @afrozamarzaan6292 4 года назад +2

    ভাই জান এমন ভাবে ভিডিও করেন মনে হয় আমেরিকা তেই ঘুরে বেড়াইতেছি।

  • @Nerdyniharica
    @Nerdyniharica 5 лет назад +5

    Fantastic vlog..... Totally relatable.... Living in westchester county, I find Jackson heights to be little overwhelming. Thanks for sharing such honest experience.... Subscribed

    • @meditationovermatter5016
      @meditationovermatter5016 5 лет назад

      ANINDITA LAHIRI hi please help me to get American green card m from indian Bengal😣😣😣😣😣please

  • @tkshilofficial4312
    @tkshilofficial4312 5 лет назад +1

    অনেক সুন্দর লাগলো, মাছ বাজার নিয়ে একটা ভিডিও দেখতে চাই

  • @3333sweetie
    @3333sweetie 4 года назад +3

    It's mostly Tibetan, Nepalese, Bengali and a few ethnic Indians. Feel like Kashmir with a touch of the Northeast part of India included.

  • @rajibislam8777
    @rajibislam8777 5 лет назад +2

    খুবই ভালো লাগলো দেখে।এখানে যাবার ইচ্ছে অনেক দিনের কিন্তু আল্লাহ চাইলে অবশ্যই যাবো। আপনি দারুন একটি Documentary করেছেন।ধন্যবাদ আপনাকে।

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад +1

      Rajib Islam inshallah অবশ্যই যাবেন।

  • @mdtoufikulislam809
    @mdtoufikulislam809 5 лет назад +3

    Hello, me and my wife watch your videos. I would say you are amazing. I went to Jackson Heights today. And specifically went to Premium. It took long time to get an order. When I went to buy sweet, there was no name tag, and after long time one employee came and helped us out. Truely disappointing. I just said to the cashier, I know you guys won't change even I complain, so let it go. But not everyone is bad. We met a paan seller who was great.
    Anyways, keep up the good job. We are fan of you.

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад

      Md Toufikul Islam thank you for your kind words. Sorry to hear that you had bad experience too. I hope we will change for better. Thank you again.

  • @maashukahmed40
    @maashukahmed40 5 лет назад +1

    Thanks so much for your video.I am an American who lived in Dhaka for 16 years and I miss Dhaka food.I was born in Saudi Arabia and spent most of my life in New York but I will always miss Dhaka.

  • @banglatv385
    @banglatv385 5 лет назад +5

    যাওয়ার ইচ্ছা থাকলেও,,সামর্থ্য নাই,,,,,,,,,দেখে স্বপ্নই মনে হয় আমার চোখে,,,,কি অপরুপ,,!!

  • @nidhibanseva1443
    @nidhibanseva1443 5 лет назад +1

    Apurbo Sundar Desh! Apnar sundar upastapana mugdho Korlo! Danyabad!

  • @MohdAbdulZabbar
    @MohdAbdulZabbar 5 лет назад +6

    ছোট বেলায় শুনেছি "ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে"

  • @dreamboy9908
    @dreamboy9908 5 лет назад +1

    ছোটবেলা থেকে আমার একটা সপ্ন ছিলো। বড় হয়ে একদিন নিউইয়র্ক এর ওই ব্রিজ এর ওপর দিয়ে ঘুরে বেড়াবো। কিন্তুু সপ্ন যে সপ্নই রয়ে গেলো। আপনার এই ভিডিওতে আমেরিকার মার্কেট ও রাস্তাঘাট গুলো দেখে কিছুটা হলেও আমেরিকার সৌন্দর্য সম্পর্কে অনুমান করতে পেরেছি। আশা রাখছি আরো এ রকম নতুন, নতুন ভিডিও পাবো। --AR.

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад +2

      DREAM BOY যখন ৭ এ পড়ি, তখন মাসুদ রানার এক সিরিজে Verrazano Narrows-Bridge এর গল্প পড়ি। তখন থেকেই স্বপ্নের শুরু। H.Sc পাশ করে student visa নিয়ে আমেরিকাতে চলে আসি। স্বপ্ন আর চেষ্টা থাকলে অনেক কিছুই সম্ভব। Keep dreaming & trying 😊

  • @fahim368
    @fahim368 5 лет назад +17

    আপনার প্রতিটা ভিডিও ভাল লাগে। আল্লাহ আপনাকে আর আপনার পরিবার কে সুস্থ আর এই রকম আনন্দে রাখুক।

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад +2

      fahim hasan আল্লাহ আমাদের সবাইকে সুস্থ ও সুখী রাখুন। আমিন।

  • @sarbaribose7597
    @sarbaribose7597 5 лет назад +1

    Apnar video Gulo amar khubi bhalo lage...Ami 2017 te America ghurte gachhilam...

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад

      SARBARI BOSE কেমন লেগেছিল? Sorry for the late response. Thank you.

  • @anuradhatinalife7310
    @anuradhatinalife7310 4 года назад +3

    খুব ভালো লাগলো এটা জেনে যে ভারতীয় দোকানে ভেজাল বিহীন মিষ্টি পেলেন । কিছু ভারতীয় বাজার দেখার আশা রাখি । ভালো থাকবেন ।শুভেচ্ছা রইলো ।

  • @mondalcreation9791
    @mondalcreation9791 5 лет назад +1

    আসসালাম আলাইকুম আংকেল , আপনি যা দেখালেন সত‍্যি অসাধারন ,আমেরিকাতে যেভাবে বাঙালিরা আছে তা আপনি দেখালেন, দারুন লাগছে

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад

      MONDAL CREATION ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আংকেল।

  • @HRAHMAN91
    @HRAHMAN91 5 лет назад +4

    On your next visit to NY please do visit other growing bangladeshi neighborhoods in jamaica (hillside & 165 st.) and ozone park (liberty ave./eldert lane), they have more quiet vibe and easy parking than j. heights. Also recently more bangladeshi business are present there than jackson heights, you will be surprised.

  • @faisalmia4069
    @faisalmia4069 3 года назад +1

    আসসালামু আলাইকুম আপনার ব্লগের অপেক্ষায় থাকি । আর পুরনো ব্লগগুলোই আবার দেখি

  • @drkrittibasray3182
    @drkrittibasray3182 5 лет назад +9

    Very nice place. I was really happy to see Chamcham from Tangail-- My father, the Indian-poet -novelist Tarapada Ray was in fact born in Tangail. My great grandfather Pandit Harinarayan Ray was a pioneer attorney in Dhaka high court (1883-1918). I felt very comfortable - at home in the neighborhood. Great food everywhere.

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад +2

      Dr Krittibas Ray thank you.

    • @dr.krittibasray1020
      @dr.krittibasray1020 5 лет назад +2

      @@AdventureTube21I forgot to mention that in Little Dhaka of Jackson Heights people are as warm and polite as in Tangail and Dhaka (I visited Bangladesh as a child and teenager several times) . Very refreshing.

    • @saimahossain3873
      @saimahossain3873 5 лет назад +1

      Dr. Krittibas Ray , Ami onar( apnar Babar) lekhar fan, valo thakben!

    • @dr.krittibasray1020
      @dr.krittibasray1020 5 лет назад +1

      @@saimahossain3873 Thank you. Tumi kothay thako?

    • @ডিমেরহালিপঞ্চাশ
      @ডিমেরহালিপঞ্চাশ 5 лет назад

      you are real Bengali Brahmin who have great ancestory in art and culture.
      by the way, what is your profession?
      Doctor?

  • @siimon9289
    @siimon9289 5 лет назад +1

    ভাইয়া খুবই ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ এমন সুন্দর একটি ভিডিও বানানোর জন্য।

  • @Rosevlogs24
    @Rosevlogs24 5 лет назад +3

    Hello sir , Nice Video

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад

      Jayed ToysReview thank you. 🥰

    • @mdshrifhossain9921
      @mdshrifhossain9921 3 года назад +1

      সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ কেমন আছেন আপু আশা করি ভাল আছেন আল্লাহ পাক ভাল রাখুক দোয়া করি ভাল থাকার জন্য আমার আব্বু মারা গেছে আমার মা অত্যন্ত অসুস্থ আমার জন্য দোয়া করবেন আজ মেহেরবানী করে যদি কথা বলতে আর সুযোগ থাকে তাইলে তো যোগাযোগ করলে খুশি হতাম তো ভাল থাকেন আল্লাহ হাফেজ 01797259078 imo

  • @nasimashimulkhan1931
    @nasimashimulkhan1931 3 года назад +1

    Hello dear Farook bhai, Mala bhabi, how are you? Hope you both are well!
    Lovely episode! Enjoyed it thoroughly!
    Take care n have a great one!!

  • @yousufnigamy9996
    @yousufnigamy9996 5 лет назад +3

    সালাম সবাইকে,অনেক ভালো করে দেখলাম, অনেক ভালো লাগচে আমার সেই সুদূর আমেরিকায় আমাদের প্রিয় বাংলায় ভাষায় কথা বলছে সবাই! আলহামদুলিল্লাহ, দোকান পাট, সাইনবোর্ড,আলাপচারিতা সবইযে আমাদের বাংলাদেশের সাথে একাকার হয়ে মিশে গেছে।আপনাদের কেউ কেউ বাংলাদেশের মানুষের আসল চরিত্রের বন্রনা দিয়ে গেলেন! কিন্তু কেউ আমাদের /আপনাদের চারিত্রিক গুনাবলী, নম্রতা, ভদ্রতা,সততা, কিভাবে আরও উন্নত করা যায় তার কি কোন দিক নিদর্শন দিয়েছেন? আমরা সবাই সুধু খারাপ বলতে অনেক পুটু কিন্তু কিভাবে একটি একটি জাতিকে এই নোংরা অপবাদ থেকে মুক্তি দেয়া যায় তাই আমরা করতে এখনো অনেক পিছিয়ে, আমরা সব ভালোটাই আমাদের প্রিয় বাংলাদেশী মানুষের জন্যে উজাড় করে দিব, আমরা চাই আমাদের প্রিয় দেশের মানুষ পৃথিবীর যেই প্রান্তে থাকুকনা কেন যেন ভালো থাকে,নিরাপদে থাকে,সম্মান নিয়ে থাকে।ধন্যবাদ সবাইকে, সবাইকে আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ।

  • @tasmifarjana6967
    @tasmifarjana6967 5 лет назад +1

    Uncle ai video tai Ami first dekhechi apnar , r ai thekei apnar videor r apnar onek boro fan .

  • @AKIBLANDINTERNATIONALCHANNEL
    @AKIBLANDINTERNATIONALCHANNEL 4 года назад +4

    How Many Times That You Are Living In USA ? ? ?

  • @soniakatun4224
    @soniakatun4224 5 лет назад +1

    I saw always your video. I learned many many things from your videos. You are great.Thanks a lot brother.

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад

      Sonia Katun Appreciate your kind words. Thank you 🥰

  • @afrojakhanam4525
    @afrojakhanam4525 5 лет назад +3

    Wow.Very nice.amr desh Bangladesh.

  • @redrose6161
    @redrose6161 5 лет назад +1

    Really America is vary beautiful county from our Bangladesh

  • @zaviya_saha
    @zaviya_saha 5 лет назад +6

    India (Kolkata) te thekei protyek bocchor pithe khete pari na karon ke banabe seita jhamelar hoye jay, aar apni uncle USA teo pithe enjoy korchhen !! ☺☺

  • @nurujjaman1254
    @nurujjaman1254 3 года назад +1

    অনেক ভালো লাগছে চাচা। আমি দেখছি সিলেট গোয়াইনঘাট থেকে। ধধন্যবাদ আপানাকে।

  • @EzzeRecipe
    @EzzeRecipe 5 лет назад +11

    সুন্দর ভিডিও। অনেক ভালো লাগলো।

  • @shilajahan1498
    @shilajahan1498 4 года назад +1

    আসসালামু আলাইকুম ভাইয়া আপনার ভিডিও গুলো খুব ভালো লাগে ,ধন্যবাদ

  • @eastriver6345
    @eastriver6345 5 лет назад +14

    You are misleading people with some wrong information about parking and honking in New York City. Most of the neighborhoods in New York City, parking and honking is a big issue, not just in Jackson Heights. One of the European country where I stayed there for a month and I heard the honk twice in a emergency situation.

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад

      East River thank you for your information.

    • @rehanah4653
      @rehanah4653 5 лет назад +1

      @EastRiver
      He isn't misleading! He is very honest. I truly appreciate his opinion. It's the truth, Jackson Heights has serious issues with car parking, and unskilled drivers. I go there once week.

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад +1

      rehana h thank you dear. Some of my viewers are so very sensitive & serious!! Just wow !!!

    • @eastriver6345
      @eastriver6345 5 лет назад +1

      @@AdventureTube21
      You are very welcome Sir!

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад

      East River 🥰

  • @edwardgomes9454
    @edwardgomes9454 5 лет назад +2

    I am really proud bcz whatever u said not only about Bangladeshi but many Bengalis still not obey or respect their times.very true.

  • @mortuzamohammadhasan7861
    @mortuzamohammadhasan7861 5 лет назад +5

    সত্তি কথা হলো আমরা অনেক ভালো কিছু করতে পারি কিন্তু করিনা। ভাই মনে অনেক কষ্ট অল্প কিছু অসৎ মানুষের কারনে আরব দেশগুলোতে আরবিরা হাসি তামাশা করে। এক কথায় কোন দাম দিতে চায় না।মাঝেমধ্যে মনে হয় বাংলাদেশ পরিচয়টা না দেই।

  • @amazingbd1823
    @amazingbd1823 5 лет назад +2

    আমি আপনার আপলোড করা প্রত্যেকটা ভিডিও দেখলাম,সত্যি অসাধারণ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
    আমরা উপকৃত হবো যদি আমিরিকায় কিভাবে স্থায়ী ভিসায় যাওয়া যায় তা নিয়ে ভিডিও বানাবেন।

  • @smjahangir3465
    @smjahangir3465 5 лет назад +5

    Every character has positive and negative side - try to avoid them, where negative part always confined by a border.Please, be appreciate positive one as well as bring to the light.

  • @redfriday9422
    @redfriday9422 5 лет назад +2

    Heard a lot about Jackson Heights. The way the system is, it really resembles Dhaka. Thank you bhaia for casting the videos. Loads of love and respect for you. Aftab from UAE

  • @SHAURADIP
    @SHAURADIP 5 лет назад +12

    শুধু রিকশা আর ঠেলাগাড়ি মিসিং। This was the funny part of your video

  • @mac2009bal
    @mac2009bal 5 лет назад +1

    খুব সুন্দর 👏দশ এগারো বছর পরে আবার জ্যাকসন হাইট গেলাম আপনার হাত ধরে।bravo !! awesome !! thank you🙏👍

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад

      Supratim Bal I am glad you liked it. Thank you.

  • @azmerylisa3845
    @azmerylisa3845 4 года назад +3

    লেম টা মনে হয় ভেরার মাংস। ধন্যবাদ,আমি বাংলাদেশ থেকে বলছি, আমার বাড়ি কক্সবাজার।

  • @dalimkhan1619
    @dalimkhan1619 5 лет назад +1

    আপনার ভিডিও দেখে আমেরিকাতে যেতে মন চাচ্ছে

  • @manjurhaque470
    @manjurhaque470 5 лет назад +4

    nice presentation, feeling like journey with the presenter

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад

      Manjur Haque, I am glad you have enjoyed it. Thank you.

  • @mdbelal3616
    @mdbelal3616 5 лет назад +1

    অাসসালামুঅালাইকুম স্যার কেমন অাছেন..?? নিশ্চয় ভাল অাছেন অনেক ভাল লাগলো অাপনার প্রায় ভিডিও গুলো দেখি অামাদের তো হয়তো সরাসরি দেখার নসিবে নেই তাই অাপনার মাধ্যমে দেখতে পেয়ে ভাল লাগে ভাল থাকবেন অাল্লাহ হাফেজ।

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад

      Md Belal Walaikum assalam. Sorry for the late response.

  • @ferarishamim7839
    @ferarishamim7839 5 лет назад +4

    প্রিমিয়ামের আমার কোনো কিছুই ভালো লাগেনা,
    হয় ইত্যাদি না হয় খাবার বাড়ি।পরেরবার আসলে নাঈম ভাইয়ার দোকান থেকে চটপটি ও ফুচকা খেয়ে যেয়েন।
    Duanread এর সামনে ৩৭ এভিনিউ আর ৭৪ স্ট্রিটের কর্ণারে ওনার দোকান।

  • @Mamun_Sultan
    @Mamun_Sultan 5 лет назад +2

    WoWed.... Jackson state, Nice dream place... so, USA MY Dream land...💖👌

  • @nilanila3262
    @nilanila3262 5 лет назад +4

    Ami o Jackson heights thaki new York dhakar moddhe sob bangali ekhane amra Amar kuob valo lage ekhane Mone hoy sobay Amar apon Jon r Ami Amar mattri vasai kotha bolte pari

  • @masud3286
    @masud3286 2 года назад +1

    Hello! uncle! How are you. Nice your video. Thank you soo much.

  • @jonycarlogomes7097
    @jonycarlogomes7097 5 лет назад +4

    ওইখানে গিয়েও ভেজাল দিতেই হবে এদের । এছাড়া মনে হয় পেটের ভাত হজম হয়না এদের । নিয়ম কানুন এর কোন বালাই নেই । আমরা বাংগালীরা কখনোই পরিবর্তন হতে পারবো না আর কিছু বলার নেই 😑।
    anyways খুবই ভালো লাগছে আংকেল । নিউ ব্লগ এর অপেক্ষায় আছি 😊

    • @AdventureTube21
      @AdventureTube21  5 лет назад +1

      Very sad. New video coming out soon. Thank you uncle.

  • @MdTanvir-id7ce
    @MdTanvir-id7ce 4 года назад +2

    ভাল হইছে আপনি এদের থেকে দূরে থাকেন, এদের সাথে থাকলে আপনার এই সুন্দর মন মানসিকতা আর থাকতো না।

  • @ubaidulshaikh3747
    @ubaidulshaikh3747 5 лет назад +3

    ভাই বাসতো দেখলাম না মনে কস্ট লাগলো ।ঢাকায় তো বাসের জন্য হাটা যায়না।

  • @mohammadrahman501
    @mohammadrahman501 5 лет назад +1

    Very nice-a realistic presentation. I’ll look forward for more videos.