আপনার আপলোড করা হেমন্ত মুখোপাধ্যায়ের বেশ কয়েকটি লাইভ অনুষ্ঠানের অডিও রেকর্ডিং শুনলাম। এই অডিও গুলি অমূল্য সম্পদ। কী যে ভালো লাগলো শুনতে। হেমন্ত দার অনেক লাইভ অনুষ্ঠান রাত জেগে সামনে বসে শুনেছি। মনে আছে এমন অনেক অনুষ্ঠানে হেমন্ত দা তাঁর "ঝড় উঠেছে, বাউল বাতাস" গানটি গেয়ে অনুষ্ঠান শেষ করতেন। তখন পূব আকাশে অন্ধকার ফিকে হয়ে লাল আভা ফুটে উঠছে। সূর্যোদয়ের অপেক্ষায়। হাজার হাজার শ্রোতা তাঁর অনুষ্ঠানের শেষে কি এক ঘোরের মধ্যে, আবিষ্ট হয়ে এক অদ্ভুত তৃপ্তি নিয়ে ধীরে ধীরে অনুষ্ঠান স্থল ছেড়ে চলে যেতেন। আপনার আপলোড করা এই লাইভ গানগুলো শুনে সেসব স্মৃতি আবার মনে ফিরে এল। আপনাকে সকৃতজ্ঞ ধন্যবাদ।সোনায় মোড়া গান ও তার সঙ্গে সোনালী অতীত ফিরিয়ে দেবার জন্য।
আপনার লেখা পড়েই একটা অন্য রকম অনুভূতি হচ্ছে! বয়স এখন ২২। কখনো তার গান লাইভ শোনার সৌভাগ্য হবে না জানি😥 কিন্তু রক্তে মিশে গেছে এই কণ্ঠ, এই অলৌকিক ছুঁয়ে যাওয়া!
@@souravdev8825 তোমার বয়স ২২ আর আমি ৬৬ । বহু পার্থক্য। কিন্তু আমরা একই গুরুর শিষ্য।তাই আমরা সতীর্থ। আজকের ভাষায় "গুরুভাই"। আমিও তোমার গুরু জন না, তুমিও আমার লঘুজন নও। আমরা সমান। একই পঙ্ক্তিতে বসে আমরা মহান এই শিল্পী কে মনের শ্রদ্ধা জানাতে পারি। এ ছাড়া গুরু দক্ষিণা হিসেবে আমরা তাঁকে কিছুই দিতে পারবোনা। কিন্তু তিনি আমাদের যতদিন বেঁচে থাকবো, ততদিন তিনি তাঁর অতুলনীয় কন্ঠে কালজয়ী,চির কালীন সব মধুর গান গুলো শুনিয়ে যাবেন, আমরাও শুনে যাব। ২২ এবং ৬৬, আমরা দুজনেই মুগ্ধ হব।
আপনার আপলোড করা হেমন্ত মুখোপাধ্যায়ের বেশ কয়েকটি লাইভ অনুষ্ঠানের অডিও রেকর্ডিং শুনলাম। এই অডিও গুলি অমূল্য সম্পদ। কী যে ভালো লাগলো শুনতে। হেমন্ত দার অনেক লাইভ অনুষ্ঠান রাত জেগে সামনে বসে শুনেছি। মনে আছে এমন অনেক অনুষ্ঠানে হেমন্ত দা তাঁর "ঝড় উঠেছে, বাউল বাতাস" গানটি গেয়ে অনুষ্ঠান শেষ করতেন। তখন পূব আকাশে অন্ধকার ফিকে হয়ে লাল আভা ফুটে উঠছে। সূর্যোদয়ের অপেক্ষায়। হাজার হাজার শ্রোতা তাঁর অনুষ্ঠানের শেষে কি এক ঘোরের মধ্যে, আবিষ্ট হয়ে এক অদ্ভুত তৃপ্তি নিয়ে ধীরে ধীরে অনুষ্ঠান স্থল ছেড়ে চলে যেতেন। আপনার আপলোড করা এই লাইভ গানগুলো শুনে সেসব স্মৃতি আবার মনে ফিরে এল। আপনাকে সকৃতজ্ঞ ধন্যবাদ।সোনায় মোড়া গান ও তার সঙ্গে সোনালী অতীত ফিরিয়ে দেবার জন্য।
আপনার লেখা পড়েই একটা অন্য রকম অনুভূতি হচ্ছে! বয়স এখন ২২। কখনো তার গান লাইভ শোনার সৌভাগ্য হবে না জানি😥 কিন্তু রক্তে মিশে গেছে এই কণ্ঠ, এই অলৌকিক ছুঁয়ে যাওয়া!
@@souravdev8825 তোমার বয়স ২২ আর আমি ৬৬ । বহু পার্থক্য। কিন্তু আমরা একই গুরুর শিষ্য।তাই আমরা সতীর্থ। আজকের ভাষায় "গুরুভাই"। আমিও তোমার গুরু জন না, তুমিও আমার লঘুজন নও। আমরা সমান। একই পঙ্ক্তিতে বসে আমরা মহান এই শিল্পী কে মনের শ্রদ্ধা জানাতে পারি। এ ছাড়া গুরু দক্ষিণা হিসেবে আমরা তাঁকে কিছুই দিতে পারবোনা। কিন্তু তিনি আমাদের যতদিন বেঁচে থাকবো, ততদিন তিনি তাঁর অতুলনীয় কন্ঠে কালজয়ী,চির কালীন সব মধুর গান গুলো শুনিয়ে যাবেন, আমরাও শুনে যাব। ২২ এবং ৬৬, আমরা দুজনেই মুগ্ধ হব।
Chandan Lahiri, একদম! ওগো ঝরা পাতা যদি আবার কখনো ডাকো/ সেই শ্যামলও হারানো স্বপনও মনেতে রাখো/ আমি আবার কাঁদবো হাসবো/ এই জীবন জোয়ারে ভাসবো😍.....
Me 52 years old. 22 through 52 to 66!!! See the strength of Originality and Honesty of Hemanta Kumar as an artist and human being. A true legend!
Jhar uthechhe Baul batas shonar jonno satbar shapmochan dekhechhi
Invaluable....
We have been enriched....
Great endeavor.
Thanks for the gems......
Waiting for more such.....
Chirodiner.ei amrito jhora konthoshilpike janai sosrodhho pronam.
Excellent
সর্বকালের শ্রেষ্ঠ শিল্পী ও শ্রেষ্ঠ কন্ঠের গান শুনে আপ্লুত হয়ে গেলাম । অজস্র প্রনাম 🙏🙏🙏🙏
Thanks for uploading
A live anusthan sune fiire gelam sei katodin ager tnar swarnakanther sughran vorasure boye jaoya baatash makha anuvutite...sata pranam tnake...r aapnake prandhla valobasha.
ত♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
"চরণ তলে বসে থাকিব... "
Aha❤
Asadharan...
Thank you for uploading..
তুমি যে মহান।
A different feeling altogether indeed.
গানের দেবতা।
অমূল্য সম্পদ।
অজস্র ধন্যবাদ, সুব্রত বাবু !
Ki, Bolbo, Bhagaban Gaychen, Sabai Sunun
E ak asadharan anubhuti
Can you please upload any more of such rare live performances ?
Mananiya Subratababu, apnar email I'd Pete pari? Ekti bishoye katha chilo, personally bolte chai, jodi anumoti den
Motiar Rohoman laskar