জেনে নিন ভুট্টা ক্ষেতের আগাছাদমনে প্রিজম ব্যবহারের সঠিক নিয়ম
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- ভুট্টার জমিতে ঘাস ও চওড়া পাতা জাতীয় আগাছার ৩-৪ পাতা হলে স্প্রে করতে হয়। সাধারণত বীজ বপনের ২০-২৫ দিনের মধ্যে জমিতে পর্যাপ্ত আর্দ্রতা থাকা অবস্থায় স্প্রে করা উচিত।
👉প্রিজম প্রয়োগের পদ্ধতি ও সাবধানতাঃ
✔ ব্যবহারের পূর্বে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিন।
✔ এরপর স্প্রে মেশিনের আয়তন অনুযায়ী অনুমোদিত মাত্রায় প্রিজম ২৭.৫ এসসি অল্প পানিতে মিশিয়ে মিশ্রণ তৈরি করুন এবং উক্ত মিশ্রণ স্প্রে মেশিনের পানিতে মেশান।
✔ লক্ষ্য রাখতে হবে মিশ্রণ যেনো স্প্রে মেশিনে ভালোভাবে মিশে যায়। এরপর জমির সকল আগাছা ভালোভাবে ভিজিয়ে স্প্রে করুন।
✔ খেয়াল রাখতে হবে যাতে অন্য ফসলের গায়ে স্প্রে না পড়ে এবং স্প্রে মেশিন ধোয়া পানি কোন গাছের গোড়ায় না যায়।
✔ প্রিজম ২৭.৫ এসসি স্প্রে করার পর ঐ জমির ঘাস গবাদি পশুকে
খাওয়ানো যাবে না।
স্প্রে শেষে মেশিন ভালভাবে ধুয়ে রাখতে বলুন।