আবৃত্তির অপর নাম ব্রততী । আপনার অমর সৃষ্টি অমর হয়ে থাকবে ততদিন যতদিন সৃষ্টি থাকবে।মন খারাপ হলে আপনার আবৃত্তি শুনতে শুনতে মন আনন্দে ভরে যায়। দেবী সরস্বতী আপনার কন্ঠে সদা বিরাজমান ।
আমি তোমায় ভালোবাসি কথাকটা কোটি কোটি মানুষের দীর্ঘ ব্যবহারে আজ বড়ো বেশি একঘেয়ে হয়ে গেছে , তাই আমি তোমাকে বললাম - দেখো পৃথিবীটা কেমন সর্গের মতো লাগছে । অমনি তুমি ভুরু বাঁকিয়ে বললে - তাই নাকি তুমি সর্গও দেখেছো তাহলে , এতটুকু অপ্রস্তুত না হয়েই আমি বললাম আগে দেখিনি এই এখন দেখছি , তুমি মুখ ফিরিয়ে নিয়ে বললে , তবে তো তুমি মৃত । আমার হৃদয়ের এত সৌরভ তাহলে তুমি জানবে কি করে? আমি তোমার হাতের উপর আমার হাত আলতো করে রেখে বললাম আমরা তো অমর ,আমাদের যে মৃত্যু নেই। এক ঝটকায় হাতটা সরিয়ে নিয়ে তুমি বললে, যত সব পাগলের প্রলাপ। তারপর হন্তদন্ত বেরিয়ে গেলে ঘর থেকে যেন এখনি তোমার খুব জরুরি কোনো কাজের কথা মনে পড়ে গেলো । জানলার দোল খাওয়া পর্দা ডিঙিয়ে একফালি হলুদ রোদ তখনও তোমার চলে যাওয়ার দিকে চেয়ে থেকে থেকে কাঁপছে,কাঁপছে । ভোরের গন্ধ মাখা এক ছাদ তাজা হাওয়া নিয়ে তুমি এলে- বার বার তুমিই শুধু এলে । আমার ভালো থাকা দেখতে তুমি এলে , আমায় ভালো রাখতে তুমি এলে । তুমি চলে গেলে দুদিকে,একদিকে রোদ ঝলমলে সবুজ এক প্রান্তর,বিচিত্র কত মানুষ সেখানে খেলা করছে, অন্যদিকে আলোর ঐশ্বর্যে ভরা এক সমুদ্রু,আলোর ফেনা, আলোর স্রোত,আলোয় ভরা দিগন্ত - আমিও দুদিকেই যেতে পারি,আবার আগের মতো খেলতে পারি ওই রোদ ঝলমলে প্রান্তরে অথবা ভাসতে পারি আলোর অথৈ বন্যায়,তবে যেখানেই যায় না কেনো হয় শুধু আলো,আলো আর আলো নয় সুদূর প্রান্তর ভরা ঝলমলে রোদ এত কিছুর সন্ধান আমায় কে দিত যদি না আমার দীর্ঘ অসুস্থতার সজ্জার পাশে এসে তুমি দাঁড়াতে । হঠাৎ এলে হঠাৎ হারিয়ে গেলে হঠাৎ যেনো দমকা হাওয়া এলো,ভাসিয়ে দিলে সব ভাসিয়ে দিলে,এমন খেলা খেলে কি লাভ হল ? হঠাৎ সবই লাগলো ভীষণ ভালো,হঠাৎ করে উঠলো বুকে ঢেউ,হঠাৎ আলোর ঝরনা ঝরে গেল,হঠাৎ করে আপন হলো কেউ,মাতিয়ে দিলে,সব মাতিয়ে দিল এ পাগল করে ছাড়লে কেন বল ? হঠাৎ করে এমন যদি হতো,দেখছি যা সব মিথ্যে হয়ে যাক,তুমি ছিলে তুমিই শুধু আছো এটাই শুধু সত্যি হয়ে থাক । হঠাৎ করে আগুন উঠলো জ্বলে,হঠাৎ করে আকাশ হলো লাল, যাচ্ছি বলে এই তো সেদিন গেলে - লাগছে তবু যেন কতকাল। জ্বালিয়ে দিলে সব জ্বালিয়ে দিলে জ্বলছি আমি আমার সঙ্গে জ্বলো,ভাসিয়ে দিলে সব ভাসিয়ে দিলে,এমন খেলা খেলে কি লাভ হল ? চেয়েছিলে আমার কাছে একটা কোন ফুল না ? অনেক খুঁজে পেতে তবে এনেছি তোমার জন্যে,জানিনা তোমার আবার পছন্দ হবে কিনা ? কালো গোলাপ বাছতে অনেক হতে হয়েছে হন্যে,বলেছিলে এনে
আবৃত্তির অপর নাম ব্রততী । আপনার অমর সৃষ্টি অমর হয়ে থাকবে ততদিন যতদিন সৃষ্টি থাকবে।মন খারাপ হলে আপনার আবৃত্তি শুনতে শুনতে মন আনন্দে ভরে যায়। দেবী সরস্বতী আপনার কন্ঠে সদা বিরাজমান ।
অনেক রাত জাগার সঙ্গী ব্রততী বন্দ্যোপাধ্যায়ের আবৃত্তি পাঠ। ওনার আবৃত্তি শুনে মন শান্ত স্নিগ্ধ হয়ে যায়।
Akdom
কে তুমি রিজু?
সত্যি আপনার এই শৈলপিক গুন ঈশ্বর প্রদত্ত নিঃসন্দেহে, আপনার আবৃত্তিতে আছে প্রাণের ছোয়া, অনুভুতির সর্স্পশ দীর্ঘজীবী হোন ভালো থাকুন ভালো রাখুন এই কামনা অফুরান
এই গুলোর মধ্যে এমন কথা আছে যা নিজের দুক্ষ কষ্টের সঙ্গে মিশে যায়। মনে হয় আপনার কবিতা শুনে সারা জীবন কাটিয়ে দি
ব্রততী দি আপ্নি ভালো থাকবেন সব সময়।আপনার কবিতাগুলো মনের মধ্যে এক অদ্ভুত আনন্দ দেয়।
Darun laglo mam...mon ta hariye gelo kobitar majhe
এমন একটা কবিতা আঁকড়ে ধরেই বেঁচে থাকা যায়।
ব্রততী বন্দোপাধ্যায়ের আবৃত্তি আমার ভালোবাসা তো বটেই,তাছাড়াও এ আমার অভ্যাস।একটুও বাড়িয়ে বলছি না। এনার আবৃত্তি বাঙ্গালিদের অহংকার,বঙ্গজাতির ঐতিহ্য।
Sotti mon chuye glo. Awesome 🙌👍👌
আচ্ছা..... একটা মানুষ এতো সুন্দর করে আবৃতি কীভাবে করে!!!!🥰🥰
Probir Sir er osadharon kobita guloke maam apni aro osagharon kore tulecen.. R Apnar voice sune ami nijei bakkohara hoea gleam, maam..
খুব সুন্দর কবিতা টি পরিবেশন করলেন ধন্য বাদ 🎉🎉❤❤❤🎉🎉
অসাধারন দিদি। তোমার আবৃত্তি মন ছুয়ে যায়
খুব সুন্দর লাগলো গল্পটা আর সেই সাথে আপনার পাঠ। শুভেচ্ছা রইলো
কি লিখি তোমায় দিদি,
তুমি শুধু তোমার তুলনা....
অসাধারণ... ♥
মানুষের কন্ঠস্বর এত সুন্দর হয় কি ভাবে যানিনা ,কিন্তু আপনার কন্ঠস্বর শুনে মনে হয় আর একটু শুনি, শ্রদ্ধা জানাই আন্তরিকভাবে,
অসাধারণ, বাঁকরুদ্ধ করা আবৃত্তি, শুধু চুপ করে বসে শুনতে হয় আর আনমনে ভাবতে হয় ।
আপনার কবিতা আবৃত্তি শোনা নেশা আমার ।খুব ভালো লাগে ।
mam আপনাকে প্রনাম ...আপনার কন্ঠস্বর শুনলে আপনাকে বারবার ভালবেসে ফেলি.....I love mam😊😊😊😊😊😊
প্রণাম আপনাকে ..আপনার কবিতা
সারা জীবনের ভালোবাসা আমাদের ।
Piyali Mondal
আপনার এই কবিতা আমার ভাবনায় জড়িয়ে গেছে । কেন তা একে দাওনা আমার হৃদয় মাঝে যা দিয়ে আমি কাটিয়ে দিতাম আমার এ জীবন ।
অসম্ভব সুন্দর , অসাধারণ শৈলী আর মিষ্টি গলা তোমার . তুমি অন্যন্য . আগ্রহী হয়ে রইলাম পরবর্তী কবিতার জন্যে .
সত্যি !! কন্ঠস্বর ❤️
Love u didi.....khub valo lage apnar recitation
amar dukher songi..sudhu apnar gola awaj...speechless didi
Darun...mon chuye jai
Apnake khub valobashi..... Amr valobasha bolte sudhu upnar kobita..... Thank u...
Aapnar kobita bolar sathe jiboner sriti gulo khub mile jaay janina ki ache ato kichu mone porar bujhlamna akhono........thanks didivai.
asanto, achanchal mon hothat ekebare santo, nischup hoye gelo apnar kanthosorer Sona ai Sundar kobitar abritite....
মনটা বিষাদ ভারাক্রান্ত হয়ে গেল।
Osadahoron......... Mon ta Jano kothai kede othe
আমি তোমায় ভালোবাসি কথাকটা কোটি কোটি মানুষের দীর্ঘ ব্যবহারে আজ বড়ো বেশি একঘেয়ে হয়ে গেছে , তাই আমি তোমাকে বললাম - দেখো পৃথিবীটা কেমন সর্গের মতো লাগছে ।
অমনি তুমি ভুরু বাঁকিয়ে বললে - তাই নাকি তুমি সর্গও দেখেছো তাহলে , এতটুকু অপ্রস্তুত না হয়েই আমি বললাম আগে দেখিনি এই এখন দেখছি , তুমি মুখ ফিরিয়ে নিয়ে বললে , তবে তো তুমি মৃত ।
আমার হৃদয়ের এত সৌরভ তাহলে তুমি জানবে কি করে?
আমি তোমার হাতের উপর আমার হাত আলতো করে রেখে বললাম আমরা তো অমর ,আমাদের যে মৃত্যু নেই।
এক ঝটকায় হাতটা সরিয়ে নিয়ে তুমি বললে, যত সব পাগলের প্রলাপ।
তারপর হন্তদন্ত বেরিয়ে গেলে ঘর থেকে যেন এখনি তোমার খুব জরুরি কোনো কাজের কথা মনে পড়ে গেলো ।
জানলার দোল খাওয়া পর্দা ডিঙিয়ে একফালি হলুদ রোদ তখনও তোমার চলে যাওয়ার দিকে চেয়ে থেকে থেকে কাঁপছে,কাঁপছে ।
ভোরের গন্ধ মাখা এক ছাদ তাজা হাওয়া নিয়ে তুমি এলে-
বার বার তুমিই শুধু এলে ।
আমার ভালো থাকা দেখতে তুমি এলে , আমায় ভালো রাখতে তুমি এলে ।
তুমি চলে গেলে দুদিকে,একদিকে রোদ ঝলমলে সবুজ এক প্রান্তর,বিচিত্র কত মানুষ সেখানে খেলা করছে,
অন্যদিকে আলোর ঐশ্বর্যে ভরা এক সমুদ্রু,আলোর ফেনা, আলোর স্রোত,আলোয় ভরা দিগন্ত -
আমিও দুদিকেই যেতে পারি,আবার আগের মতো খেলতে পারি ওই রোদ ঝলমলে প্রান্তরে অথবা ভাসতে পারি আলোর অথৈ বন্যায়,তবে যেখানেই যায় না কেনো হয় শুধু আলো,আলো আর আলো নয় সুদূর প্রান্তর ভরা ঝলমলে রোদ এত কিছুর সন্ধান আমায় কে দিত যদি না আমার দীর্ঘ অসুস্থতার সজ্জার পাশে এসে তুমি দাঁড়াতে ।
হঠাৎ এলে হঠাৎ হারিয়ে গেলে হঠাৎ যেনো দমকা হাওয়া এলো,ভাসিয়ে দিলে সব ভাসিয়ে দিলে,এমন খেলা খেলে কি লাভ হল ?
হঠাৎ সবই লাগলো ভীষণ ভালো,হঠাৎ করে উঠলো বুকে ঢেউ,হঠাৎ আলোর ঝরনা ঝরে গেল,হঠাৎ করে আপন হলো কেউ,মাতিয়ে দিলে,সব মাতিয়ে দিল এ পাগল করে ছাড়লে কেন বল ?
হঠাৎ করে এমন যদি হতো,দেখছি যা সব মিথ্যে হয়ে যাক,তুমি ছিলে তুমিই শুধু আছো এটাই শুধু সত্যি হয়ে থাক । হঠাৎ করে আগুন উঠলো জ্বলে,হঠাৎ করে আকাশ হলো লাল, যাচ্ছি বলে এই তো সেদিন গেলে -
লাগছে তবু যেন কতকাল।
জ্বালিয়ে দিলে সব জ্বালিয়ে দিলে জ্বলছি আমি আমার সঙ্গে জ্বলো,ভাসিয়ে দিলে সব ভাসিয়ে দিলে,এমন খেলা খেলে কি লাভ হল ?
চেয়েছিলে আমার কাছে একটা কোন ফুল না ? অনেক খুঁজে পেতে তবে এনেছি তোমার জন্যে,জানিনা তোমার আবার পছন্দ হবে কিনা ? কালো গোলাপ বাছতে অনেক হতে হয়েছে হন্যে,বলেছিলে এনে
যতক্ষণ তোমার কবিতা শুনি ততক্ষণই কেবল পূর্ণ প্রাণে বাঁচি......
খুব মন ছুঁয়ে যাওয়া সব কবিতা । সময় পার হয়ে যায় সময়ের দিকে না তাকিয়েই--- ❤🌹
Darun kobita gulo aaponar sunla mon bhora jai jano mona hoy sob kichu bhula khali kobita gulo sunte thaki
Oshadharon...sob kosto vule jai
khub khub sundor didi bhai
Osadharon...... Kante ichha korche
অসাধারণ আবৃত্তি। love it.
আপনার কবিতা আবৃত্তি দিয়ে সারাজীবন কাটানো সম্ভব
super
ami to Choto thakei tomar abriti fan nijeo kori tuktak amar 4yrs chale tomar abriti sunle chup kore bose sone we r love u
তাই?
Akdom thik..
ব্রততী দি নমষ্কার। আবৃত্তি কাকে বলে আপনার মুখ থেকে না শুনলে বোঝা যেত না।
JUST LOVE YOUR VOICE DIDI....
অসাধারণ দিদি
Didi apnar voice just great,I love u didi ,amr khub i66a apnar ka6e sikhbo, kintu parbona jani.apni khub valo thakun r amder evabei apnar voice upohar din,
অসাধারণ , আবৃত্তির অনুপ্রেরণা পেয়েছি আপনার থেকেই ♥️♥️♥️
অসাধারন......❤❤
apnr kobita sunle mone hoi dure kothao haria jai.....😊
অসাধারণ উচ্চারণ স্বরক্ষেপণ উপস্হাপন।
Apurbo mam👏👏👌👌❤❤
osadharon sotti😊😊
অসাধারণ, ব্রততী আর একটা আসবে না -
এই কবিতার মুগ্ধতার রেশ কখনোই কাটবে না।
মুগ্ধ করা কবিতা
khub valo laglo didi
Apnar Kobita gulo sunte khub valo lage
Mam আপনকে আমি ১০মার্চ যাদবপুর ইউনিভার্সিটি তে দেখেছিলাম আপনার কবিতা যতটা সুন্দর আপনাকে দেখতেও ঠিক ততোটাই সুন্দর i love u mam
Apnar kabita monke duliye dey
I recpect u.apner kobita gulo Mon chuye jay
Can't compare anything...
Outstanding 👌👌👌👌👌👌
tomar golai kobita gulo pran fire pai didi........
হা হা হা তুমি আসবে বলে
রংধনু সেজে ছিলো নানা ছলে,
তুমি এসে চলে গেলে
তবু রংধনু আজো তোমার জন্য মেলে।
(শিলাইদহ থেকে আজম)
Didi tomar kobita gulo amr kub vlo lge.. I love you divi.. 😘😘😘💗💗💗💗
অপূর্ব! অসাধারণকণ্ঠস্বর।
Aj amar khub mon kharap chilo tomar kobitai mon valo hoye jabe
অসাধারণ দিদি ভাই ।
Pran je bhore galo....
I feel crying..😭
মন ছুঁয়ে যাওয়া আবৃত্তি
আপনার আবৃত্তি করার ধরন দারুন
Osadharan
কি অসাধারণ..........
Just mind blowing..! Please update all new কবিতা...!
your voice tune the life of lifeless people
Osadharon 😊😊☺️😚
Khub Misti...
Darun laglo dd
তুমিই সেরা।
Hi by
অসাধারণ,,,,💐💐💐💐
আপনার কবিতা খুব সুন্দর অসাধারণ, সত্যি ভালোবাসি
Mon chuye jai didi tomar poem sune
Ayy bhai kobita by Ratneswar hazra plz share korun...plz
সেই যে,শুরু থেকেই তো,,,,,
শুধুই, অপেক্ষা, অপেক্ষা,,,,,
আর,,অপেক্ষা, বলো আর,,,,,
কতো,দুর,সেই, অপেক্ষার,,,,,
প্রান্ত,জানি না,কিছুই, জানি না
তবুও করে যায়, শুধুই,,সুদীর্ঘ,
অপেক্ষা, ওহো ভুলে যায় কেন
আমি , জানি না, ও,, হে তো,,
মনে পরছে এবার,, তোমার,
তো এখনোই এই সৃষ্টির কুলে,,
আসা ও হয়নি,, তবে,আমি,,
কেন ভুল করি,শুধু শুধু তোমায় ভেবে, কারণ,, আমি,,
শুধু ই,, তোমারই ভাবনার,প্রতিক চিন্হ,বোধ হয়
Darun didivi Sunao santi
Osadharon..
দিদি কবিতা শুনে মন ভরে গেলো
Khub khub bhalo laglo
খুব সুন্দর তুমি। আর তোমার কাবিতা
osadharon didibhai
ব্রততী আমি তোমার ভীষণ ভালো ভক্ত তোমার কবিতা আমার খুব ভালো লাগে
Suna Gaya kata day 😏o choke jol ASE😂..osadaron er tke besi👍..bolar Vasa nei👌
আমি ভালোবাসি কবিতা বলতে লিখতে ।তাই কবিতা শুনতে শুনতে নিজেকে খুঁজে পাই ।ধন্যবাদ ।
Daŕun darun darun
Satti osadharon mam
অসাধারণ mam
অপূর্ব ❤️❤️❤️
অনেক সুন্দর !
সত্যি দারুণ
just mind blowing
bakruddho hoye glo je...chole elo chokher kone ek fota jol...apnar konthe abrity path sune jbo onontokal
Just ❤️👏👏
কবিতা আমার নেশা,
আরেক নেশা আপনাকে শুনা।
Anek anek BHALOBASA
Moner kotha bollen apni
Tofayel Ahmed c
Tofayel Ahmed
Rabanath thakur
Tofayel Ahmed thik amaro aki hal
অসাধারণ কবিতা।
আপনার কবিতাই আসল ভালোবাসার মানে বোঝায়।।😢😢😢😢😢
sundor khub khub sundor
সত্যি অসাধারণ কবিতা
Amara kobeta dekhibar amontoron roelo
অসাধারণ ।
অসাধারন