বিটিভির' হীরামন ধারাবাহিকের উপস্থাপক ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও লোকশিল্প গবেষক ড: আশরাফ সিদ্দিকী। সেই ১৯৮৫-৮৬ সালে আমার বয়স ছিলো মাত্র ১১-১২ বছর। কিন্ত তারপরও হীরামনের অনেক গল্পের কথাই এখনো মনে আছে। সেখানে জ্বীন-পরী-দৈত্য-রাজা-রাণী-রাজকন্যা-রাজকুমার এদের নিয়ে গল্প থাকতো। নাচ-গান ছিলো। মাঝে-মাঝে তলোয়ার যুদ্ধও দেখানো হতো। নৃত্যশিল্পী শামীম আরা নিপা অনেককগুলি পর্বে অভিনয় করেছিলেন। একজন লম্বা ব্যাক্তি দৈত্য চরিত্রে নিয়মিত অভিনয় করতেন। আংটি ঘষলেই দৈত্য হাজির হতো। তার কথা বলার ভঙ্গী ছিলো হাস্যকর। তবে তাকে দেখে ৫-৬ বছরের শিশুরা খুব ভয়ে পেয়ে কম্বলের নীচে লুকিয়ে পড়তো। বেশীরভাগ গল্পেরই দৃশ্য ধারণ করা হতো ভাওয়াল জাতীয় উদ্যানে।
এই অনুষ্টান টা আমার খুব প্রিয় ছিল।স্কুলের পড়া শেষ করে দেখতে বসতাম। শনিবার হতো। ইস্ কি দিন ছিল সেইদিনগুলি।
পুরোনো দিনের আরো সিরিজ হীরা মনে দেখানো হতো।লাইলীমজনু, কমলা সুন্দরী ভেলুয়া সুন্দরী,কাজল রেখা,পর্দা বতী ,পরীর পেরেম ইত্যাদি দয়া করে সবয় দেখাবেন পিলিছ,।
Right
আহ আশির দশকের লোকগাথা উপর নির্ভর করে তৈরী হত হিরামন। আজ এইসব ৯৫% অভিনেতা পরপারের বাসিন্দা।
Old is gold
Tulona nai.great.
I like this heramon natok
বিটিভির' হীরামন ধারাবাহিকের উপস্থাপক ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও লোকশিল্প গবেষক ড: আশরাফ সিদ্দিকী।
সেই ১৯৮৫-৮৬ সালে আমার বয়স ছিলো মাত্র ১১-১২ বছর। কিন্ত তারপরও হীরামনের অনেক গল্পের কথাই এখনো মনে আছে। সেখানে জ্বীন-পরী-দৈত্য-রাজা-রাণী-রাজকন্যা-রাজকুমার এদের নিয়ে গল্প থাকতো। নাচ-গান ছিলো। মাঝে-মাঝে তলোয়ার যুদ্ধও দেখানো হতো। নৃত্যশিল্পী শামীম আরা নিপা অনেককগুলি পর্বে অভিনয় করেছিলেন।
একজন লম্বা ব্যাক্তি দৈত্য চরিত্রে নিয়মিত অভিনয় করতেন। আংটি ঘষলেই দৈত্য হাজির হতো। তার কথা বলার ভঙ্গী ছিলো হাস্যকর। তবে তাকে দেখে ৫-৬ বছরের শিশুরা খুব ভয়ে পেয়ে কম্বলের নীচে লুকিয়ে পড়তো।
বেশীরভাগ গল্পেরই দৃশ্য ধারণ করা হতো ভাওয়াল জাতীয় উদ্যানে।
আপনার সাথে পুরোপুরি একমত।
Thanks a lot BTV
Thank you BTV. Please upload more old natoks, Hiramon and natoks based on Foreign stories.
অভিনয় শিল্পীদের নামের তালিকায় আশিস কুমার লৌহের নাম নাই কেন?
আবারো চালু করুন।