ইবাদতের যে শর্ত না জানলে ইবাদাত বাতিল │আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক │ Abdullah new waz

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 июн 2024
  • আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক,আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক নিউ ওয়াজ,আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক নতুন ওয়াজ,আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক,আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক রিজিক,শায়খ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক,শায়েখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক,আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ,আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক ওয়াজ,আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক প্রশ্ন উত্তর,তাওহীদ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক,আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক নতুন বক্তব্য,আব্দুর রাজ্জাক বিন ইউসুফ
    .
    .Abdur Razzak Bin Yousuf new waz ,Shaikh Abdur Razzak Bin Yousuf,Sheikh Abdur Razzak Bin Yousuf new waz,আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ,শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ,
    Voice of True Tv কোন ধরনের দেশ বিরুধী কর্মকান্ড, সন্ত্রাসবাদ, জঙ্গি বাদ সমর্থন করে না।
    Voice of True Tv এর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
    Lecturer: Shaikh Abdur Razzak Bin Yousuf
    Waz Recorded by @Voice of True Tv
    #Shaikh_Abdur_Razzak_Bin_Yousuf
    #শায়খ_আব্দুর_রাজ্জাক_বিন_ইউসুফ
    #VoiceofTrueTv
    Abdur Razzak Bin Yousuf
    Pls Like Facebook Page
    / voiceoftruetvlive
    Subscribe Now:
    / @voiceoftruetv
    পাব্লিশের ডেট থাম্বলিনে দেয়া হইলো
    দেশ বরন্য আলেমদের ওয়াজ শুনতে আমাদের ওয়াজ শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সবার আগে দেখতে বেল বাটুন টি বাজিয়ে দিন। আপনাদের ওয়াজ মাহফিল রেকর্ড করে অনলাইন এ প্রচার করতে যোগাযোগ করুন।
    দেশ বরন্য আলেমদের ওয়াজ শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে দেখতে বেল বাটুন টি বাজিয়ে দিন। আর ভিডিও টি শেয়ার করে ইসলাম প্রচারে আমাদের সহযোগিতা করুন।
    Sheikh Abdur Razzak Bin Yousuf
    ----------------------------------
    জন্মঃ শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা চাপাইনবাবগঞ্জের দেবীনগর উপজেলার অধীন মাওলা বক্স হাজীরটলা গ্রামে এক ধার্মিক পরিবারে জন্ম গ্রহন করেন।
    পড়াশোনাঃ এলাকার মক্তবে শিক্ষা জীবনের হাতে খড়ি হওয়ার পর তিনি নাচল নবাবগঞ্জ মাদরাসা থেকে হাদীসের অন্যতম কিতাব মিশকাত শরীফ পর্যন্ত পড়েন। তারপর উচ্চ শিক্ষার আশায় ভারত গমন করেন এবং উত্তর প্রদেশের দারুল উলুম থেকে দাওরা হাদীস শেষ করেন। তিনি দুই বার দাওরা হাদীস শেষ করেছেন। তারপর দেশে ফিরে কর্ম জীবনের পাশাপাশি ফাজিল ও কামিল পরীক্ষায় অংশ গ্রহন করেন। তিনি হাদীস ও তাফসীর নিয়ে ১ম বিভাগে কামিল পাশ করেন।
    কর্ম জীবনঃ জান্নাতপুর, গোবিন্দগঞ্জ, গাইবান্ধায় অবস্থিত আল মারাকাজুল ইসলামীতে শিক্ষকতা করার মাধ্যমে তিনি তার কর্ম জীবনের শুরু করেন। তারপর ১৯৯৮ সাল থেকে অদ্যবধি আল মারকাজুল ইসলামী আস সালাফী নওদাপাড়া রাজশাহীতে একজন মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি অত্র মাদরাসায় প্রায় ৫ বছর প্রধান শিক্ষক হিসেবেও দায়িত্ব পালান করেছেন। এই পাঁচ বছরে মাদরাসার উত্তরত্তর উন্নতি সাধনে বিরাট অবদান রেখে যান। এছাড়া তিনি মাসিক আত তাহরিক পত্রিকার ফতোয়া বোর্ডের একজন সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি আল জামিয়াতুস সালাফিয়া নামে একটি প্রতিষ্ঠানও পরিচালনা করছেন।
    দ্বীনের খিদমাতঃ ছাত্র জীবনে থেকেই বক্তব্য দেয়ার অভ্যাস থাকায় দারস দানের পাশাপাশি তিনি বক্তব্যের মাধ্যমে দ্বীনের দাওয়াত দিতে থাকেন । এবং এখন তিনি বাংলা ভাষাভাষী আলেমদের মাঝে একজন সর্বজন বিদিত বক্তা হিসেবে স্বীকৃত। তিনি ডাঃ জাকির নায়েকের পীস টিভিতেও নিয়মিত লেকচার দিয়ে থাকনে। তিনি এ পর্যন্ত সউদী আরব, দুবাই, ভারত ও মালদ্বীপ বিভিন্ন প্রোগ্রামে অংশ গ্রহন করেছেন। তার বক্তব্যের আকর্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে তিনি হাদীসের আরবী ইবারাত মুখস্থ পড়েন এবং তারপর অনুবাদ করেন । তার প্রায় দুই আড়াই হাজার হাদীস মুখস্থ রয়েছে। একেক বিষয়ের উপর তিনি দীর্ঘ দুই তিন ঘণ্টা বক্তব্য দেন কিন্তু তার মাঝে হাদীস ও হাদীসের অনুবাদ ছাড়া অন্য কিছু স্থান পায়না। ফলত তার প্রতিটি বক্তব্য এক একটি দারসে হাদিস।

Комментарии • 23

  • @MdBacu-bm6ko
    @MdBacu-bm6ko 19 дней назад +3

    আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,,
    প্রিয় ভাই ও বোন,,
    মাগুরা বা মাগুরা জেলার আসে পাশে,,
    সালাফি মানহাজের কোনো মাদ্রাসা থাকলে জানাবেন প্লিজ,,
    অনেক উপকৃত হবো

  • @mdkamranhosen6146
    @mdkamranhosen6146 19 дней назад

    😮মাশাল্লা হ

  • @tanzimahmed1345
    @tanzimahmed1345 19 дней назад +1

    বারকাল্লহু ফিক।

  • @assassin6972
    @assassin6972 2 дня назад

    একমাত্র পাগল ছাড়া সবার উপরে সালাত সকল অবস্থায় ফরজ ।

  • @user-lv2if8st3s
    @user-lv2if8st3s 12 дней назад

    বক্তব্য অসম্পূর্ণ কেন?

  • @ishaali-bd6br
    @ishaali-bd6br 15 дней назад

    Those Muslims who do not know meaning of the koranic ayat then how will they eradicate evils from their lives with salat? Without knowing the meaning of ayats in Arabic how will Muslims establish salat -based islamic society?salat is prohibited if the performers do not know what are read in salat(sura nisa -ayat 43)

  • @abdussattar188
    @abdussattar188 18 дней назад

    ❤❤❤

  • @user-zm4cv1rx2j
    @user-zm4cv1rx2j 14 дней назад

    😢😢😮রসালো

  • @studypoint5739
    @studypoint5739 19 дней назад

    Ahala hadis dar kacha sudu salat badat islam ar anna koko bidan ar kono mulla nay

  • @abdulkareem-qo5rh
    @abdulkareem-qo5rh 20 дней назад +7

    মন্তব্য করার আগে নিজের গন্তব্য ঠিক করুন..আপনি কী শির্কমুক্ত?যদি শির্কমুক্ত না হন..তাহলে আপনি মুসলমান নন!
    " নিজে শির্কমুক্ত না হয়ে শির্কের বিষয় বাদ দিয়ে অন্যান্য ইসলামী বিধান নিয়ে আলোচনা করা কলুর বলদের ঘানি টানার মতো I"
    39:65
    وَلَقَدْ أُوحِىَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِن قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخٰسِرِينَ
    আর অবশ্যই তোমার কাছে এবং তোমার পূর্ববর্তীদের কাছে ওহী পাঠানো হয়েছে যে, তুমি শির্ক করলে তোমার (সমস্ত )আমল নিষ্ফল হবেই। আর অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।
    সূরা: যুমার
    6:88
    ذٰلِکَ ہُدَی اللّٰہِ یَہۡدِیۡ بِہٖ مَنۡ یَّشَآءُ مِنۡ عِبَادِہٖ ؕ وَ لَوۡ اَشۡرَکُوۡا لَحَبِطَ عَنۡہُمۡ مَّا کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۸۸﴾
    এ হচ্ছে আল্লাহর হিদায়াত, এ দ্বারা তিনি নিজ বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা হিদায়াত করেন। আর যদি তারা শির্‌ক করত, তবে তারা যা আমল করছিল তা অবশ্যই বরবাদ হয়ে যেত।
    সূরাঃ আন'য়াম
    শির্ক করলে নামাজ , রোজা, হজ্ব, যাকাত , জিহাদ , ক্বিতালসহ সমস্ত আমল বাতিল বলে গন্য হবে!
    যতক্ষণ পর্যন্ত একজন মুসলিম শির্কমুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত একজন মুসলিমের অন্য কোনো আল্লাহর বিধান নিয়ে তর্ক করার অধিকার নেই! যে নিজে শির্ক করে এবং তার শির্কের পক্ষে যুক্তি দেখিয়ে প্রমাণ করতে চায় সে মুমিন ,মূলতঃ সে শয়তান!
    মুসলমানদের সংখ্যা পৃথিবীতে ব্যাপকহারে বৃদ্ধি পেলেও এই জাতি সর্বত্র পতনের সম্মুখীন হচ্ছে!
    আগের যুগের চেয়ে অনেক বেশি নামাজ, রোজা, দান খয়রাত,ওমরাহ ও হজ্জসহ অন্যান্য নেক আমল বৃদ্ধি পেলেও কিন্তু তারা সবচেয়ে বড় পাপ ভুলে গেছে, যে পাপকে তারা হালকাভাবে নিয়েছে!
    আল্লাহু সুবহানাহু তায়া'লা বলেন,,
    4:116
    اِنَّ اللّٰہَ لَا یَغۡفِرُ اَنۡ یُّشۡرَکَ بِہٖ وَ یَغۡفِرُ مَا دُوۡنَ ذٰلِکَ لِمَنۡ یَّشَآءُ ؕ وَ مَنۡ یُّشۡرِکۡ بِاللّٰہِ فَقَدۡ ضَلَّ ضَلٰلًۢا بَعِیۡدًا ﴿۱۱۶﴾
    নিশ্চয় আল্লাহ ক্ষমা করেন না তাঁর সাথে শরীক করাকে এবং এ ছাড়া যাকে চান ক্ষমা করেন। আর যে আল্লাহর সাথে শরীক করে সে তো ঘোর পথভ্রষ্টতায় পথভ্রষ্ট হল।
    সূরাঃ আন নিসা
    22:31
    حُنَفَآءَ لِلّٰہِ غَیۡرَ مُشۡرِکِیۡنَ بِہٖ ؕ وَ مَنۡ یُّشۡرِکۡ بِاللّٰہِ فَکَاَنَّمَا خَرَّ مِنَ السَّمَآءِ فَتَخۡطَفُہُ الطَّیۡرُ اَوۡ تَہۡوِیۡ بِہِ الرِّیۡحُ فِیۡ مَکَانٍ سَحِیۡقٍ ﴿۳۱﴾
    (মানুষ যেন )আল্লাহর জন্য একনিষ্ঠ হয়ে এবং তাঁর সাথে কাউকে শরীক না করে।
    আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে, সে যেন আকাশ থেকে ছিটকে পড়ল। অতঃপর পাখি তাকে ছোঁ মেরে ঠুকরিয়ে নিয়ে গেল কিম্বা ঝড়ো বাতাস তাকে উড়িয়ে নিয়ে দূরের কোন জায়গায় নিক্ষেপ করল।
    সূরাঃ আল হাজ্ব
    17:39
    ذٰلِکَ مِمَّاۤ اَوۡحٰۤی اِلَیۡکَ رَبُّکَ مِنَ الۡحِکۡمَۃِ ؕ وَ لَا تَجۡعَلۡ مَعَ اللّٰہِ اِلٰـہًا اٰخَرَ فَتُلۡقٰی فِیۡ جَہَنَّمَ مَلُوۡمًا مَّدۡحُوۡرًا ﴿۳۹﴾
    এগুলো সেই বিজ্ঞানময়(আয়াত), যা তোমার রব তোমার নিকট ওহীরূপে পাঠিয়েছেন। আর তুমি আল্লাহর সাথে অন্য কোন উপাস্য নির্ধারণ (শির্ক) করো না, তাহলে তুমি জাহান্নামে নিক্ষিপ্ত হবে নিন্দিত ও বিতাড়িত হয়ে।
    সূরাঃ আল ইসরা
    6:82
    اَلَّذِیۡنَ اٰمَنُوۡا وَ لَمۡ یَلۡبِسُوۡۤا اِیۡمَانَہُمۡ بِظُلۡمٍ اُولٰٓئِکَ لَہُمُ الۡاَمۡنُ وَ ہُمۡ مُّہۡتَدُوۡنَ ﴿٪۸۲﴾
    যারা ঈমান এনেছে এবং নিজ ঈমানকে যুলমের (শির্কের) সাথে সংমিশ্রণ করেনি, তাদের জন্যই নিরাপত্তা এবং তারাই সৎপথপ্রাপ্ত।
    সূরাঃ আন'য়াম
    একমাত্র শির্কমুক্ত মানুষকে আল্লাহ সাহায্য করবেন , আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা দেবেন!শির্কমুক্ত ব্যক্তি মাত্রই সৎ এবং সঠিক পথপ্রাপ্ত!!
    শির্ক সম্পর্কে বিস্তারিত জানতে
    facebook.com/100130244921287/posts/488754266058881/

    • @ZakirHossain-bh4nq
      @ZakirHossain-bh4nq 20 дней назад

      ২০ লক্ষ্যে মুসলিম নামধারী হাজিরা হজ করতে গিয়েছে এরা জিহাদ ও যুদ্ধ কি তারা জানে না, এরা হাতে লাঠি নিয়ে ইসরাইল দখল করতে পারে কিন্তু এরা যাবে না, দুনিয়ার নামধারী আলেমরা তাদেরকে গোমরা করে দিয়েছে, নামাজ হজ জাকাত কুরবানী সমাজে এরা প্রতিষ্ঠিত করে ফেলেছে , ব্যক্তিগত জীবনে সমাজে ও রাষ্ট্রে কুরআনের আইন চালু করতে হবে তা গোপন করে ফেলেছে দুনিয়ার নামধারী আলেমরা, বিভিন্ন কোম্পানি থেকে ঘুষ খেয়ে এখন এরা বলছে কোকাকোলা বর্জন করতে হবে, মূল জিনিস এই লেবাস দারি হুজুররা আড়াল করে গিয়েছে রাষ্ট্রে কুরআনের আইন চালু করতে হবে ইসরাইলের সাথে সরাসরি যুদ্ধ করতে হবে।যারা হজ করতে গিয়েছে যারা কোরবানি দিচ্ছে যারা নামাজ আদায় করছে তারা জানেও না যে ইসরাইলের সাথে আমাদের যুদ্ধ করা ফরজ। আমাদের এই নামধারী মুসলমান রাষ্ট্র আর নামধারী মুসলমানদের জন্য আজকে ফিলিস্তিনিদের এই করুন অবস্থা। হে আল্লাহ এই ভয়ংকর অভিশপ্ত নামধারী আলেমদের হাত থেকে আমাদের মুসলমানদেরকে রক্ষা করুন হেফাজত করুন😅😅😅😅😅

  • @ShaquilaMollah
    @ShaquilaMollah 20 дней назад +2

    যে পবিত্র নয় তার এবাদত ও গ্রহনযোগ্য নয়

    • @returntoislam2060
      @returntoislam2060 20 дней назад +6

      কার ইবাদত গ্রহণ করবেন আল্লাহ, তা তিনিই জানেন। তুমি জানো না।

    • @sahidsk2932
      @sahidsk2932 12 дней назад

      আপনি কি মহাদেশ?

    • @rabiulfakir1556
      @rabiulfakir1556 6 дней назад

      Kon khetre kon kotha ta bujte hobe vul buje comment kora ucit na

    • @saferider-zahidtusher2793
      @saferider-zahidtusher2793 5 дней назад

      আপনার পবিত্র হওয়ার সুযোগ আছে, তারপরেও না হলে ইবাদত ফজিলতময় হতে নাও পারে।

    • @Suraiyasultana830
      @Suraiyasultana830 3 дня назад

      এই মন্তব্য আপনার জন্য মানাইনা! আপনি আলেম নাক খুত ধরার জন্য এসেছেন ফেতনাবাজ আলেমদের উপরে কথা বলতে যাবেন না! না হলে ঢংশো অনিবার্য!

  • @user-lv2if8st3s
    @user-lv2if8st3s 12 дней назад

    বক্তব্য অসম্পূর্ণ কেন?