আপ্নের এই ভিডিও দেইখা সেই পুরাণ দিনের লঞ্চে বাড়ি যাওয়া বাড়ি থিকা ঢাকা আসার কথা মনে পইরা গেলো,,এমন অনেক জোছনা রাত পাইছি আসা জাওয়ার মাঝে, সত্যি কেমন জানি ১ টা অনুভূতি কাজ করতাছে এই ভিডিও দেখার পরে ,পদ্দা সেতু হওয়ার পরে লঞ্চের জাতায়েত জেনো ১ বারেই শেষ,,, ধন্যবাদ এমন ভিডিও ব্লগ করার জন্য,,
আপনার ভিডিওটা দেখে সত্যিই মুগ্ধ হয়েছি! পুরো যাত্রার প্রতিটা মুহূর্তেই একটা মায়াবী পরিবেশ ফুটে উঠেছে। বিশেষ করে সেই দৃশ্যটা, যেখানে নদী, পূর্ণিমার চাঁদ, আর পছন্দের গানের মেলবন্ধন হয়েছে, সেটা যেন এক স্বপ্নময় অনুভূতি এনে দিয়েছে। নদীর শান্ত স্রোত, চাঁদের আলো আর মিষ্টি গানের সুরে পুরো দৃশ্যটা প্রাণবন্ত হয়ে উঠেছে। এই সুন্দর মুহূর্তগুলো আমাদের সাথে ভাগাভাগি করার জন্য আন্তরিক ধন্যবাদ। আরও এমন ভিডিওর অপেক্ষায় থাকলাম!
@@traveltalesbyamina ধন্যবাদ আপনাকে। তবে এ পেশা আমাকে দিয়ে হবে না। কারণ আমি খুব বেশি কোথাও ঘোরাঘুরি করি না। এই যেমন আমার বাড়ি এই এলাকাতে হলেও ভালো করে কুয়াকাটা কখন দেখাই হয়নি।
@@traveltalesbyamina আপনার ভিডিও টা আমি লঞ্চের কেবিন বুক যে করে উনা কে দেখাইছি, উনি আপনাকে চিনছে, আপনি বলছেন রাস্তা এক কিলোমিটার ভাঙ্গা,আমার তো মনে হইছে ৪/৫ কিলোমিটার ভাঙ্গা, 😐
Dhaka sodorghat chole asen..... Barishal er launchgula Chandpur thame kina amar jana nai....apni jogajok kore dekhte paren. R ekta kaj korte paren.... 1. Apni chandpur theke launch e kore dhaka ese...trpr Dhaka theke jete parben. 2. Apni bus e Dhaka ese....trpr Dhaka theke launch e jete parben. Dhaka theke apni sondha theke rat 8 ta porjonto launch paben.
সচরাচর ১০ টা থেকে ১১ টার মধ্যে লঞ্চ খেপুপাড়া/কলাপাড়া ঘাটে পৌছায়, কিন্তু আমাদের লঞ্চ মাঝপথে আটকে যাওয়ায় কিছুটা সময় লেগেছিলো। রাস্তা ভাঙা থাকায় আমাদের প্রায় ১ ঘন্টা ২০ মিনিটের মত লেগেছিলো।
Ami UK London Thake Apner video deklam apner video quality khub e Sundor..... Onk information den khub e valo.... Apner kih kono Facebook page aceh thakle share koren
এ মাসে ২৫০০ দিয়ে ছিলাম। নভেম্বর থেকে কিছুটা বাড়বে। বিস্তারিত ভিডিও ১/২ দিনের মধ্যে পাবেন। বুকিং নাম্বার ভিডিওতে + ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। ফোন দিয়ে আমার নাম ম্যানশন করলে ভালো পরিমান ডিসকাউন্ট পাবেন ইনশাআল্লাহ।
খেপুপাড়া থেকে কত ভাড়া ভিডিওতে বলা আছে। আর হোটেলে ছিলাম কাপল রুম( উনাদের সবগুলাই এসি) ২৫০০ প্রতিরাত+ কম্পিমেন্টারি বুফে ব্রেকফাস্ট। আগামী মাসে বাড়তে পারে।
@@traveltalesbyamina উইন্টার ছাড়া খুব একটা যাওয়া হয় না। বাট চর কাজলের পর থেকে আমাদের রাঙ্গাবালী কোড়ালিয়া ঘাট পর্যন্ত ছবির মত সুন্দর ভিতরের গ্রাম গুলো। জাহাজমারা চড় তুফানিয়া, সোনার চর এগুলো কুয়াকাটার থেকে সুন্দর।
@@abdulmumit647 রাস্তা ভাঙ্গার কারনে ১.৫ ঘন্টার মত লেগেছিলো।যদি কিছুদিনের মধ্যে ২ জন যান তাহলে অবশ্যই বাইক নিয়ে নিবেন।বাইকে এর অর্ধেক সময়ে পৌছে যাবেন।। আর ৮-১০ দিন পরে গেলে রাস্তা ভালো পাবেন আশা করছি।
@@abdulmumit647 আমতলী এখন বন্ধ। ভিডিওতে আমি আমতলীর ব্যাপারে বলে দিয়েছি। সম্পূর্ণ ভিডিও দেখলে বোঝতে পারবেন। আর,আমতলী লঞ্চ চালু থাকলে আমি ওই রূটেই যেতাম।
@@traveltalesbyamina তা ঠিক।আমার বাসা পটুয়াখালীর দশমিনা উপজেলাতে।এই রুটের লঞ্চগুলো দশমিনা হয়ে যায়।লঞ্চগুলোর কোয়ালিটি অনেক বাজে সব পুরনো ছোট লঞ্চগুলা এই রুটে চলে।আর বর্তমানে কলাপাড়ার ওদিকে রোড অনেক খারাপ সে হিসেবে লঞ্চে যাওয়াটাও ভালো হইছে❤️
@@limonkhanrana2423 আমরা ছিলাম ২৫০০ করে প্রতিরাত। সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আগামী মাসে সিজন অনুযায়ী কিছুটা বাড়বে। হোটেলের বিস্তারিত পরবর্তী ভিডিওতে দেয়া হবে। দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন।
এই লঞ্চে ঢাকা থেকে খেপুপাড়া যেতে কতক্ষণ সময় লেগেছিলো এবং খেপুপাড়া থেকে কুয়াকাটা যেতে সময় কতক্ষণ লেগেছিলো?? আপনার লঞ্চের সার্ভিস কেমন?? খাবার বা পরিবেশ কোনোটাই ভালো মনে হয় নি।।সে হিসেবে চারটা লঞ্চের মধ্যে ভ্রমণের কোনটা ভালো হবে?? আশা করি উত্তর গুলোর রিপ্লাই দিবেন
চারটাই কাছাকাছি। তবে পূবালী ৬ বাকি তিনটার থেকে ভালো। আরেকটা নিউজ হচ্ছে,কিছুদিনের মধ্যে আরেকটি লঞ্চ আসতেছে খেপুপাড়া রূটে। চালু হলেই আমি ডেসক্রিপশনে নাম্বার এড করে দিবো। ঢাকা থেকে সন্ধ্যা ৬ টায় যাত্রা করে পরদিন সকাল ১০ টায় পৌছায় খেপুপাড়া।
@@traveltalesbyaminaওয়েলকাম। হাতিয়ার লঞ্চ গুলা বিকাল ৫:০০ টা থেকে ৬:০০ ঘটিকার মধ্যে ছেড়ে যায়। আর বেতুয়ার গুলা রাত ৭:৪৫ থেকে ৮:১৫ মধ্যে ঢাকা থেকে ছেড়ে যায়।
আসসালামু আলাইকুম। ভিডিও দেখে নিজের মতামত জানাবেন।ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইভ করবেন। ধন্যবাদ।🥰
🏡 Hotel Graver Inn International, Kuakata.
Booking Number:
📞 01833318380
📞 01833318383
📞 01833318387
@@traveltalesbyamina hotel ভাড়া কত ?
@@mdmosfiqurrahaman9531 নাম্বারে কল দিয়ে কথা বলেন। আমার নাম বললে আশা করছি ভালো পরিমান ডিসকাউন্ট পাবেন।
মাশাআল্লাহ. অনেক ইনজয় করলাম আপনার সাথে। মনে হয়েছিল আমিও যেন আপনাদের সাথেই ছিলাম। আরও সামনে এগিয়ে যান শুভকামনা রইল।
ধন্যবাদ৷ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আপ্নের এই ভিডিও দেইখা সেই পুরাণ দিনের লঞ্চে বাড়ি যাওয়া বাড়ি থিকা ঢাকা আসার কথা মনে পইরা গেলো,,এমন অনেক জোছনা রাত পাইছি আসা জাওয়ার মাঝে, সত্যি কেমন জানি ১ টা অনুভূতি কাজ করতাছে এই ভিডিও দেখার পরে ,পদ্দা সেতু হওয়ার পরে লঞ্চের জাতায়েত জেনো ১ বারেই শেষ,,, ধন্যবাদ এমন ভিডিও ব্লগ করার জন্য,,
@@ridoysdr9801 আমি বরাবর লঞ্চেই যাতায়াত করতে পছন্দ করি। একটা ভালোলাগা কাজ করে। আপনাকেও ধন্যবাদ। পাশে থাকবেন।
আপনার ভিডিওটা দেখে সত্যিই মুগ্ধ হয়েছি! পুরো যাত্রার প্রতিটা মুহূর্তেই একটা মায়াবী পরিবেশ ফুটে উঠেছে। বিশেষ করে সেই দৃশ্যটা, যেখানে নদী, পূর্ণিমার চাঁদ, আর পছন্দের গানের মেলবন্ধন হয়েছে, সেটা যেন এক স্বপ্নময় অনুভূতি এনে দিয়েছে। নদীর শান্ত স্রোত, চাঁদের আলো আর মিষ্টি গানের সুরে পুরো দৃশ্যটা প্রাণবন্ত হয়ে উঠেছে। এই সুন্দর মুহূর্তগুলো আমাদের সাথে ভাগাভাগি করার জন্য আন্তরিক ধন্যবাদ। আরও এমন ভিডিওর অপেক্ষায় থাকলাম!
ধন্যবাদ আপনাকে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সর্বোচ্চ চেস্টা থাকবে ভালো কিছু দেয়ার।
@@traveltalesbyamina
Jaiteshi / kataishi ai sab bolbe na. Bolbe Jassi, katassi.
Tomar sathay ai tour a k silo?
@@dropin409 পরামর্শের জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
চাকরি বাকরির যে অবস্থা তাতে এই ব্যবসাই ভালো। নিজের এলাকার খবর আপনাদের মাধ্যমে নতুন করে জানলাম।
দেরি কিসের? নেমে পরুন।
@@traveltalesbyamina ধন্যবাদ আপনাকে। তবে এ পেশা আমাকে দিয়ে হবে না। কারণ আমি খুব বেশি কোথাও ঘোরাঘুরি করি না। এই যেমন আমার বাড়ি এই এলাকাতে হলেও ভালো করে কুয়াকাটা কখন দেখাই হয়নি।
নদীর অপরপাশ সবসময়ই সুন্দর।
জ্বি আপু। আপনিই সঠিক
Bah! Sundor vlog! Ami giyesilam Amtali diye jokhon lonch cholto.
Akhon to off, noyto amio amtali diye e jetam.
@@traveltalesbyamina Hmmm
wow dada apnr comments,ei video viral Hobe confirm
@@NayanMajumder দাদা আপনি কি আর লঞ্চ ব্লগ করবেন না?
@@NayanMajumder ভাই আপনার ভিডিও কোথায়
আপনার ভিডিও দেখে সম্পুর্ন কুয়াকাটা আসলাম, একই লঞ্চ খেপুপাড়া পর্যন্ত, আপনার ভিডিও না দেখলে আমার খরচ আরো বেশী পড়ে যেতো,, ধন্যবাদ আপু
যদি আপনার কথা সত্য হয়ে থাকে, তাহলে আমার ভিডিও বানানো সার্থক।
@traveltalesbyamina সত্যি,,
@@traveltalesbyamina আপনার ভিডিও টা আমি লঞ্চের কেবিন বুক যে করে উনা কে দেখাইছি, উনি আপনাকে চিনছে, আপনি বলছেন রাস্তা এক কিলোমিটার ভাঙ্গা,আমার তো মনে হইছে ৪/৫ কিলোমিটার ভাঙ্গা, 😐
@@traveltalesbyamina সাবস্ক্রাইব করে রাখলাম সামনে থেকে আপনাকে ফলো করে করে ট্যুর দিব ইনশাআল্লাহ
@@traveltalesbyamina আবদার থাকবে আপনার প্রতি বাজেটের মধ্যে ট্যুর ভিডিও দিয়েন,,
ভাল লাগার মতো ভিডিও❤️
ধন্যবাদ, চ্যানেলের পাশে থাকবেন।
ami chandpur theke barishal launch e kore jaite chaile koitai launch pabo?
Dhaka sodorghat chole asen.....
Barishal er launchgula Chandpur thame kina amar jana nai....apni jogajok kore dekhte paren.
R ekta kaj korte paren....
1. Apni chandpur theke launch e kore dhaka ese...trpr Dhaka theke jete parben.
2. Apni bus e Dhaka ese....trpr Dhaka theke launch e jete parben.
Dhaka theke apni sondha theke rat 8 ta porjonto launch paben.
Thank you so much Apu, very informative video
Most welcome...Pashe thakben.
অসাধারণ হইছে ❤
@@CandyBoyXibon ধন্যবাদ। পাশে থাকবেন।
@ tmi o pase thaiko boin🤗
Apu launch Sadarghat theke koytay sare? Kindly bolben.
সন্ধ্যা ৬ টায়।
খুব ভালো ইনফরমেটিভ ভিডিও। আপনি যেমনভাবে প্রেজেন্ট করছেন, সেটাই ভালো। ভদ্র এবং নির্মল।
ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
Apu khub sundor ekta journey review hoise😊😊
@@BusesofBarishalDivision ধন্যবাদ আপনাকে। পাশে থাকবেন।
আপু আসসালামু আলাইকুম। লঞ্চটি কলাপাড়া লঞ্চ ঘাটে কয়টা বাজে পৌছায় জানালে খুব উপকৃত হব।
ওয়া আলাইকুমুস সালাম। লঞ্চ ১০-১০:৩০ মিনিটের মধ্যেই পৌঁছে যায়।
অসংখ্য ধন্যবাদ 😊
Apu subscribe kore delm ki camera diye video korsen model koto ektu bolben?
Mobile camera...Iphone 13
Very Informative
Thanks
বৃহস্পতিবার কি চাঁদপুর লঞ ঘাট কি ধরে?
প্রতিদিনই চাঁদপুর থামে। আপনি যেদিন যাবেন তার ২/৩ দিন আগে কোন লঞ্চ যাবে, সেটা সিউর হয়ে নিবেন।
সুন্দর হইছে আপু 🥰
@mdshagor3805 ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
অসাধারণ হয়েছে কমেন্টে আমি কিন্তু আগেই করছি, ❤ ❤❤
ধন্যবাদ আপনাকে। পাশে থাকবেন।
অনেক সুন্দর ভিডিও 🌹
ধন্যবাদ
অসাধারণ হয়েছে ভিডিও টা খুবই ইনফর্মেটিভ ভিডিও।
ধন্যবাদ, এরকম ইনফর্মেটিভ ভিডিও পেতে চ্যানেলের পাশেই থাকবেন।
আপনার লঞ্চ কয়টার সময় পৌঁছালো?
এবং লঞ্চঘাট থেকে অটোতে যেতে মোট কতক্ষন লাগলো?
সচরাচর ১০ টা থেকে ১১ টার মধ্যে লঞ্চ খেপুপাড়া/কলাপাড়া ঘাটে পৌছায়, কিন্তু আমাদের লঞ্চ মাঝপথে আটকে যাওয়ায় কিছুটা সময় লেগেছিলো।
রাস্তা ভাঙা থাকায় আমাদের প্রায় ১ ঘন্টা ২০ মিনিটের মত লেগেছিলো।
Apu apni meye Hoye o anek sundor video banaichen. Dhonnobad apnake
আপনাকেও ধন্যবাদ। চ্যানেলের পাশে থাকবেন
Very nice, go ahead. ❤
Thanks
বেশ সুন্দর বচন ভঙ্গি ও তথ্য মুলক ভিডিও, ধন্যবাদ।
ধন্যবাদ। সাবস্ক্রাইভ করে পাশে থাকবেন।
Assha apu kuakata reach korte kmn time lage?
দুপুরের মধ্যে পৌছে যাবেন।
Ami UK London Thake Apner video deklam apner video quality khub e Sundor..... Onk information den khub e valo.... Apner kih kono Facebook page aceh thakle share koren
ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেয়া আছে।
Jekhane stay korchen apu oikhn er room cost kemon poreche?
এ মাসে ২৫০০ দিয়ে ছিলাম। নভেম্বর থেকে কিছুটা বাড়বে।
বিস্তারিত ভিডিও ১/২ দিনের মধ্যে পাবেন। বুকিং নাম্বার ভিডিওতে + ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। ফোন দিয়ে আমার নাম ম্যানশন করলে ভালো পরিমান ডিসকাউন্ট পাবেন ইনশাআল্লাহ।
কয়টায় লঞ্চ থেকে নেমেছিলেন আপু?
সচরাচর ১০টার মধ্যেই পৌঁছে যায়, তবে আমাদের লঞ্চ চরে আটকে যাবার কারণে ঘন্টা খানিক লেট হয়েছে পৌঁছাতে।
আপনি যে কেবিনে ছিলেন ওটার দাম কতো ছিলো বলবেন প্লিজ?
আমরা ফ্যামিলি কেবিনে ছিলাম। ২৫০০ রেখেছিলো। তবে ভাড়া আপডাউন করে।
Dhka theke kuyakata lonch e jete koto time lagce?
সকাল ১০ টা থেকে ১১ টার মধ্যে পৌছে যাবে।
Asslamualaikum apu,apnar total koto taka khoroch hoyesilo jodi ektu bolte,r hmmm apni hotel&khepa para theke koto taka vara ta ullekh korenni🙏🙏
খেপুপাড়া থেকে কত ভাড়া ভিডিওতে বলা আছে। আর হোটেলে ছিলাম কাপল রুম( উনাদের সবগুলাই এসি) ২৫০০ প্রতিরাত+ কম্পিমেন্টারি বুফে ব্রেকফাস্ট। আগামী মাসে বাড়তে পারে।
@@traveltalesbyamina total cost ta Jodi bolten apnader moto sujog subidha niye per head koto kore porbe per day🙏🙏🙏
ভাইয়া আমরা কেবিনে গিয়েছিলাম। আর বাকি সব খরচ তো ভিডিওতে বলে দিয়েছি। পরবর্তীতে কুয়াকাটা সম্পূর্ণ ভ্রমন গাইড নিয়ে ভিডিও আসবে। পাশে থাকবেন।
শুভ কামনা আমিনা & ভাইয়া❤
ধন্যবাদ।
ভাললেগেছে আপনার ভিডিও
ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাসে থাকবেন।
কুয়াকাটা অনেক সুন্দর একটা যায়গা ভালো লাগলো ভিডিও টা দেখে
জ্বি, ধন্যবাদ
সুন্দর উপস্থাপনা... 👍
ধন্যবাদ। পাশে থাকবেন।
Onk shundhor video onk details dawya hoise
ধন্যবাদ। পাশে থাকবেন।
Onek shondor ❤❤❤
ধন্যবাদ। পাশে থাকবেন।
❤❤❤দারুন
ধন্যবাদ।পাশে থাকবেন।
Welcome back
THANKS
5:15 টাইটানিক মুভির গানটা হলে বেশি ভালো হইতো😂
ডুবে মরার ইচ্ছা নাই 😶
@traveltalesbyamina 🤣🤣
তোমার কথা গুলো মাধুর্যপূর্ণ ❤
ধন্যবাদ আপনাকে। পাশে থাকবেন।
সুন্দর ভিডিও,
আপু ভাড়া কেমন রুমের একটু বলবেন, আল্লাহ তৌফিক দিলে ডিসেম্বর এ বিয়ে করবো,, রিপ্লাই এর অপেক্ষায় থাকলাম, একটু ধারনা দিবেন
আজ রাতেই হোটেলের ভিডিও আপলোড দেয়া হবে। সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন।
কোড়ালিয়া লঞ্চ ঘাট থেকে একটু সামনে আমার নানা বাড়ি।🥺
রাঙ্গাবালী ❤️
একদিন দাওয়াত দিয়েন। ঘুরে আসবো। ওইদিকের গ্রামগুলোতে যাওয়ার অনেক ইচ্ছা।
@@traveltalesbyamina উইন্টার ছাড়া খুব একটা যাওয়া হয় না। বাট চর কাজলের পর থেকে আমাদের রাঙ্গাবালী কোড়ালিয়া ঘাট পর্যন্ত ছবির মত সুন্দর ভিতরের গ্রাম গুলো। জাহাজমারা চড় তুফানিয়া, সোনার চর এগুলো কুয়াকাটার থেকে সুন্দর।
ইনশাআল্লাহ যাবো কোনএকদিন।
Khepaupara ghat e koytay reach korlen?
এমনিতে ১০ টায় রিচ করার কথা ছিলো। কিন্তু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারনে ১২টায় পৌছেছিলাম।
@@traveltalesbyamina Ar khepuoara ghat theke auto te hotel koytay giyenchen?
@@abdulmumit647 রাস্তা ভাঙ্গার কারনে ১.৫ ঘন্টার মত লেগেছিলো।যদি কিছুদিনের মধ্যে ২ জন যান তাহলে অবশ্যই বাইক নিয়ে নিবেন।বাইকে এর অর্ধেক সময়ে পৌছে যাবেন।। আর ৮-১০ দিন পরে গেলে রাস্তা ভালো পাবেন আশা করছি।
@@traveltalesbyamina Thank you Bon Amina apnar informative video er jonno. Ashole Amtoli route e best launch e gele with family
@@abdulmumit647 আমতলী এখন বন্ধ। ভিডিওতে আমি আমতলীর ব্যাপারে বলে দিয়েছি। সম্পূর্ণ ভিডিও দেখলে বোঝতে পারবেন। আর,আমতলী লঞ্চ চালু থাকলে আমি ওই রূটেই যেতাম।
onek shundor kore video ta korchen
ধন্যবাদ
প্রিয় ট্রাভেলার আমিনা
ধন্যবাদ। পাশে থাকবেন।
Next video kobe asbe?
আজ রাতেই আসবে নতুন ভিডিও। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
বাংলাদেশের সবচেয়ে নিরাপদ জায়গা,
সদরঘাট, তাই পকেট এবং ব্যাগ সাবধানে রাখবেন ।
অবশ্যই 😁
খুবই সুন্দর।
ধন্যবাদ। পাশে থাকবেন।
আপু আপনার জানি টা অনেক সুন্দর হয়েছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ
ধন্যবাদ।
Welcome to our Sagorkonna Kuakata
Thanks
love from chattogram ❤❤❤❤
Thanks
i nedd next vlog.😩
কোন জায়গা এবং কি বিষয়ে ব্লগ চান, জানাবেন।
কয়টায় গিয়ে লঞ্চে পৌঁছে গেছে ভাড়া ইনফরমেশন খুব কম ছিল ভিডিওতে
ভিডিও আরেকবার দেখেন।
খরচ কত পড়বে?
ভিডিওতে সব খরচ বলে দেয়া আছে।
camera?
Mobile camera.
@ iphone na Android apu model bolben aktu
@@farhanlifestyle1195 iphone 13
সুন্দর ভিডিও
ধন্যবাদ।
অনেক ভালো লেগেছে
ধন্যবাদ
চরকাজল ঘাটের কাছাকাছি আমার বাসা আপু।❤️
দারূন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
😮❤
👍
আপনার নতুন Subscribers😊
ধন্যবাদ। পাশে থাকবেন।
আপু হোটেলের ভাড়া কত বললেন না তো.?
এ মাসে ২৫০০ করে থেকেছি প্রতিরাত।+ ২ জনের কম্পলিমেন্টারি ব্রেকফাস্ট। আগামী মাস থেকে বাড়বে।
@@traveltalesbyamina thank you apu💖
কতটা সময় লাগে ঢাকা থেকে
সন্ধ্যা ৬ টায় যাত্রা। পরদিন সকাল ১০ টা থেকে ১১ টার মধ্যে পৌছে যাবেন।
❤❤
👍
আমি অনেক দিন আগে একই ভাবে গিয়ে ছিলাম। অনেক ভালো লাগছিলো, কিন্তু তখন স্মার্ট ফোন ছিলনা। তাই আমার অনুভূতি গুলো ভিডিও করতে পারিনি। দুঃখ জনক
আরেকবার গিয়ে ঘুরে আসুন আর স্মৃতি জমা করে আনুন।
Gf niya ki jawa jabe
জি। আপনার দাদাকে (Gf- Grandfather) নিয়ে যেতে পারবেন।
ভ্লগটা অসাধারণ তবে এই পূবালী-৬ এই রুটের সবচেয়ে বাজে লঞ্চ 🫢
আসার সময় তো এর থেকেও বাজে লঞ্চ পাইছি। আপনি একবার জামাল ৮ এ ঘুরে আসেন। তারপর আবার কমেন্ট কইরেন।
@@traveltalesbyamina এমন লং রুট সিলেক্ট না করে ঢাকা থেকে লঞ্চে বরিশাল এসে সেখান থেকে বাসে কুয়াকাটা যেতে পারতেন তাতে সময়ও বাঁচতো অনেক।
ধন্যবাদ❤️
@@Rakib-453 রিলাক্স ট্যুর + দিনের আলোয় নদীভ্রমন।
@@traveltalesbyamina তা ঠিক।আমার বাসা পটুয়াখালীর দশমিনা উপজেলাতে।এই রুটের লঞ্চগুলো দশমিনা হয়ে যায়।লঞ্চগুলোর কোয়ালিটি অনেক বাজে সব পুরনো ছোট লঞ্চগুলা এই রুটে চলে।আর বর্তমানে কলাপাড়ার ওদিকে রোড অনেক খারাপ সে হিসেবে লঞ্চে যাওয়াটাও ভালো হইছে❤️
@@Rakib-453 সবদিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে আমতলীর লঞ্চ চালু হলে ওইদিক দিয়েই যাতায়াত করার জন্য ভিউয়ার্সদেরকে ভিডিওতে বলে দিয়েছি।
Ami Bangladesh gele eai lonch e ekbar uthbo... Amar bahudiner swapno..
দেশে আসার পর খবর নিবেন আমতলীর লঞ্চ চলে কিনা, তাহলে আমতলীর লঞ্চ দিয়েই যাইয়েন।
@@traveltalesbyamina ঠিকআছে, ধন্যবাদ 🙏
@@smbENT18 সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
Nice
ধন্যবাদ।
হোটেল ভাড়া কতো এই রুমটার
নভেম্বর থেকে ৩০০০/- + ২ জনের বুফে ব্রেকফাস্ট৷
অনেক গেছি খেপুপাড়া কুয়াকাটা
👍👍👍👍
নাইস
ধন্যবাদ
হোটেল ভাড়া কত?
@@limonkhanrana2423 😅🙄
@@limonkhanrana2423 আমরা ছিলাম ২৫০০ করে প্রতিরাত। সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আগামী মাসে সিজন অনুযায়ী কিছুটা বাড়বে।
হোটেলের বিস্তারিত পরবর্তী ভিডিওতে দেয়া হবে। দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন।
@@yousufmadbor4981 ভাইয়া চুলকাচ্ছে?
নতুন ইউটিউবার আস্তে আস্তে ভালো হবে ভিডিও।
আচ্ছা। দোয়া কইরেন।
পাশে আছি চিন্তা নেই
ধন্যবাদ
আপনার সাথে কি ভাবে যোগাযোগ করা যাবে
ভিডিওর ডিটেলসে আইডি এবং পেইজের লিংক দেয়া আছে।
যারা আল্লাহর দেয়া বউয়ের মত নেয়ামত কে এভাবে৷ অনলাইন ব্যবসায় নামিয়ে দেয়। আল্লাহ তাদেরকে দইয়চ বলেছেন।
আল্লাহর ইমানদার বান্দা ইউটিউবে কি করছেন? এখন থেকে বাটন মোবাইল ইউজ করবেন।
@traveltalesbyamina আজ কাল বউ নিয়ে ব্যাবসা অনেক লাভ জনক
আর রাতে ইউটিউবে বেডা দেখা অনেক সওয়াবের।
এই লঞ্চে ঢাকা থেকে খেপুপাড়া যেতে কতক্ষণ সময় লেগেছিলো এবং খেপুপাড়া থেকে কুয়াকাটা যেতে সময় কতক্ষণ লেগেছিলো??
আপনার লঞ্চের সার্ভিস কেমন?? খাবার বা পরিবেশ কোনোটাই ভালো মনে হয় নি।।সে হিসেবে চারটা লঞ্চের মধ্যে ভ্রমণের কোনটা ভালো হবে??
আশা করি উত্তর গুলোর রিপ্লাই দিবেন
চারটাই কাছাকাছি। তবে পূবালী ৬ বাকি তিনটার থেকে ভালো।
আরেকটা নিউজ হচ্ছে,কিছুদিনের মধ্যে আরেকটি লঞ্চ আসতেছে খেপুপাড়া রূটে। চালু হলেই আমি ডেসক্রিপশনে নাম্বার এড করে দিবো।
ঢাকা থেকে সন্ধ্যা ৬ টায় যাত্রা করে পরদিন সকাল ১০ টায় পৌছায় খেপুপাড়া।
Bandorbon er vlog dekhte chai dhonnobad....
ইনশাআল্লাহ পাবেন। সাথে থাকবেন।
কুয়াকাটা হোটেল প্রিন্স এর মালিক আমার বন্ধু
ভালোই তো।
আপনারে মায়া লাগে।
ধন্যবাদ
গান শুনে মনে হলো কেউ মারা গেছে আর আপনি কাঁদছেন।
প্রকৃতি এত মনোমুগ্ধকর হলে মন এমনিতেই আবেগী হয়ে যায়।
Amr basa Khepupara
ভালোই তো।
সবাই একটু সাপোর্ট কইরেন আমাকে 🥹🥹🥹
শুভ কামনা রইলো। এগিয়ে যান।
@@traveltalesbyamina tnx
Dhaka Theke Kuakata bara koto
ভিডিও ভালো করে দেখেন। ভিডিওতেই ভাড়ার সব বিস্তারিত দেয়া আছে।
@traveltalesbyamina ভিডিও দেখছি খেয়াল করেনি আপনি বলে দিন!
@@halimrony5875 খেয়াল না করলে আবার দেখেন।সব লিখে বলা পসিবল না, এ কারণেই ভিডিও বানানো হয়েছে।
ক্যামেরাম্যান কে আপনার জামাই 😂😂😂😂
এত জানার শখ কেন?
@traveltalesbyamina 😏
very nice❤️🩹
Thanks
কিন্তু আপনাদের ভিডিও অনেকদিন পরে আসলো
হুম
@@traveltalesbyamina কেন
@@MdYeasin62015 এখন থেকে নিয়মিত ভিডিও আসবে।
আমতলি লঞ্জ চালু হবে নাহ
শুনলাম শীতে চালু হতে পারে। শোনা কথা, এখনো পর্যন্ত কনফার্মেশন পাই নি।
Hiii apu 😮
Hello
আপু ভিডিও তো ভালো হয়েছে কিন্তু আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে মনে হয় পর্দা করে বিড়িও করলে আরো ভালো হয়,,,, ❤
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
পর্দা করলে কি আর আর ব্যবসা করতে পারবে না, এই জন্য সবার আকর্ষণ করে
@@eashanshiek7111 বেশি বেশি বোরকা পরা টিকটক শেয়ার দিবেন।
@@Mdridwoan-n1t কেনো, অশালীন কিছু তো পড়ে নাই,,,, নিজেকে সংযত করুন আগে।
@@eashanshiek7111 Dur ho sagu mumin!!
কেমন আছেন
আলহামদুলিল্লাহ
বেতুয়া ও হাতিয়া ভ্রমণ করলে বেটার খাবারের টেস্ট পাবেন।
নেক্সট টাইম ট্রাই করবো। সাজেশনের জন্য ধন্যবাদ।
@@traveltalesbyaminaওয়েলকাম। হাতিয়ার লঞ্চ গুলা বিকাল ৫:০০ টা থেকে ৬:০০ ঘটিকার মধ্যে ছেড়ে যায়। আর বেতুয়ার গুলা রাত ৭:৪৫ থেকে ৮:১৫ মধ্যে ঢাকা থেকে ছেড়ে যায়।
ধন্যবাদ ইনফরমেশনের জন্য।
কুয়াকাটা কি লঞ্চ যায়_নাকি আমতলী নেমে আবার বাসে করে যেতে হয়_এই ধরনের মিথ্যা ভিডিও দিতে কি বিবেকে বাধে নাহ!
আপনার বিবেকে কি বাধে না? দালালি করতে আসছেন? বাংলা শিখেন। কথার মানে শিখেন। তারপর সম্পূর্ণ ভিডিও দেখেন।
আমার ভিডিও আপনার মত পাকনাদের জন্য না।
আপুর কথার ভাষা শুনে মনে হচ্ছে নারায়ণগঞ্জ অথবা মুন্সিগঞ্জের গজারিয়ায় বাড়ি হবে
না ভাইয়া৷ আমি কুমিল্লার মেয়ে+ কুমিল্লার বউ।
ও আমাদের বাড়ি মেঘনায় তো ভাষার মিল আছে তাই
@@ShafiqulIslam-on5wq আচ্ছা। পাশে থাকবেন।
আপু আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকলো রুম ভাড়া টা কত টাকা সেটা জানাবেন প্লিজ
আগামী মাস থেকে ৩০০০ হতে পারে।
আপু হোটেলের রুম ভাড়া কত টাকা সেটা তো বললেন না
এ মাসে ২৫০০ করে প্রতিরাত+ কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট। আর সামনের মাস থেকে বাড়বে।
ক্যামেরা কি টাইপের?
মোবাইল ক্যামেরা।