জাহান্নামে নেতাদেরকে কর্মীরা যেভাবে ধরে বসবে | তাফসীর সূরা ইব্রাহীম | Ayat: 19-22┇Mufti Saiful Islam

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 июн 2024
  • জাহান্নামে নেতাদেরকে কর্মীরা যেভাবে ধরে বসবে | তাফসীর সূরা ইব্রাহীম - Surah Ibrahim | إبراهيم | Ayat: 19-22┇Mufti Saiful Islam
    اَلَمۡ تَرَ اَنَّ اللّٰهَ خَلَقَ السَّمٰوٰتِ وَ الۡاَرۡضَ بِالۡحَقِّ ؕ اِنۡ یَّشَاۡ یُذۡهِبۡكُمۡ وَ یَاۡتِ بِخَلۡقٍ جَدِیۡدٍ ﴿ۙ۱۹﴾
    তুমি কি দেখ না যে, আল্লাহ আসমানসমূহ এবং যমীন সৃষ্টি করেছেন যথাযথভাবে? তিনি ইচ্ছা করলে তোমাদেরকে নিশ্চি‎হ্ন করতে পারেন এবং অস্তিত্বে আনতে পারেন নতুন সৃষ্টি ।
    وَّ مَا ذٰلِكَ عَلَی اللّٰهِ بِعَزِیۡزٍ ﴿۲۰﴾
    আর এটা আল্লাহর জন্য মোটেই কঠিন নয়।
    وَ بَرَزُوۡا لِلّٰهِ جَمِیۡعًا فَقَالَ الضُّعَفٰٓؤُا لِلَّذِیۡنَ اسۡتَكۡبَرُوۡۤا اِنَّا كُنَّا لَكُمۡ تَبَعًا فَهَلۡ اَنۡتُمۡ مُّغۡنُوۡنَ عَنَّا مِنۡ عَذَابِ اللّٰهِ مِنۡ شَیۡءٍ ؕ قَالُوۡا لَوۡ هَدٰىنَا اللّٰهُ لَهَدَیۡنٰكُمۡ ؕ سَوَآءٌ عَلَیۡنَاۤ اَجَزِعۡنَاۤ اَمۡ صَبَرۡنَا مَا لَنَا مِنۡ مَّحِیۡصٍ ﴿۲۱﴾
    আর তারা সবাই আল্লাহর সামনে হাজির হবে, অতঃপর যারা অহঙ্কার করেছে দুর্বলরা তাদেরকে বলবে, ‘নিশ্চয় আমরা তোমাদের অনুসারী ছিলাম। সুতরাং তোমরা কি আল্লাহর আযাবের মোকাবেলায় আমাদের কোন উপকারে আসবে’? তারা বলবে, ‘যদি আল্লাহ আমাদের হিদায়াত করতেন, তাহলে আমরাও তোমাদের হিদায়াত করতাম, এখন আমরা অস্থির হই কিংবা সবর করি, উভয় অবস্থাই আমাদের জন্য সমান, আমাদের পালানোর কোন জায়গা নেই’।
    وَ قَالَ الشَّیۡطٰنُ لَمَّا قُضِیَ الۡاَمۡرُ اِنَّ اللّٰهَ وَعَدَكُمۡ وَعۡدَ الۡحَقِّ وَ وَعَدۡتُّكُمۡ فَاَخۡلَفۡتُكُمۡ ؕ وَ مَا كَانَ لِیَ عَلَیۡكُمۡ مِّنۡ سُلۡطٰنٍ اِلَّاۤ اَنۡ دَعَوۡتُكُمۡ فَاسۡتَجَبۡتُمۡ لِیۡ ۚ فَلَا تَلُوۡمُوۡنِیۡ وَ لُوۡمُوۡۤا اَنۡفُسَكُمۡ ؕ مَاۤ اَنَا بِمُصۡرِخِكُمۡ وَ مَاۤ اَنۡتُمۡ بِمُصۡرِخِیَّ ؕ اِنِّیۡ كَفَرۡتُ بِمَاۤ اَشۡرَكۡتُمُوۡنِ مِنۡ قَبۡلُ ؕ اِنَّ الظّٰلِمِیۡنَ لَهُمۡ عَذَابٌ اَلِیۡمٌ ﴿۲۲﴾
    আর যখন যাবতীয় বিষয়ের ফয়সালা হয়ে যাবে, তখন শয়তান বলবে, ‘নিশ্চয় আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়েছিলেন সত্য ওয়াদা, তোমাদের উপর আমার কোন আধিপত্য ছিল না, তবে আমিও তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম, এখন আমি তা ভঙ্গ করলাম। তোমাদেরকে দাওয়াত দিয়েছি, আর তোমরা আমার দাওয়াতে সাড়া দিয়েছ। সুতরাং তোমরা আমাকে ভৎর্সনা করো না, বরং নিজদেরকেই ভৎর্সনা কর। আমি তোমাদের উদ্ধারকারী নই, আর তোমরাও আমার উদ্ধারকারী নও। ইতঃপূর্বে তোমরা আমাকে যার সাথে শরীক করেছ, নিশ্চয় আমি তা অস্বীকার করছি। নিশ্চয় যালিমদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব’ ।
    #Saiful_Islam
    #tafsir
    #surah_ibrahim

Комментарии • 12

  • @birjisjaygirdar3656
    @birjisjaygirdar3656 26 дней назад +1

    Allahu Akbar

  • @SajjadHossainSajjadHossain1937
    @SajjadHossainSajjadHossain1937 26 дней назад

    সমস্ত প্রশংসা ও সম্মান আল্লাহরই জন্যে

  • @anisurrahman-mn4se
    @anisurrahman-mn4se 26 дней назад

    আলহামদুলিল্লাহ,
    এই তাফসীরে উপস্থিত ছিলেন।

  • @eleyashosain4151
    @eleyashosain4151 27 дней назад +4

    আল্লাহ তা'আলা আমাদের সকলকে কবুল করুক।

    • @hossainalamgir9486
      @hossainalamgir9486 27 дней назад +2

      আমিন আল্লাহুম্মা আমিন

  • @hossainalamgir9486
    @hossainalamgir9486 27 дней назад

    মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমিন আল্লাহুম্মা আমিন

  • @farbinakter9751
    @farbinakter9751 27 дней назад

    Assalamualaikum

  • @ziaurrahman1056
    @ziaurrahman1056 27 дней назад

    আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ খাইরান ।❤️❤️❤️

  • @quranfakeaasmanikitabhai4096
    @quranfakeaasmanikitabhai4096 27 дней назад +1

    আজ কুরআন ছুঁয়ে তোমাদের একটা সত্যি কথা বলি কুরআন হলো ভুয়া কিতাব যেমন ঠাকুরমার ঝুলি 😁

    • @eleyashosain4151
      @eleyashosain4151 27 дней назад

      😡😡

    • @Kashif-ir6bl
      @Kashif-ir6bl 27 дней назад +1

      Biyadop beta

    • @Kashif-ir6bl
      @Kashif-ir6bl 27 дней назад

      Somoy thakte towba kor .Allah ajab ashle ar rokka pabi na koto boro omanush 🤬😡😡