Keno Dile E Kata/Nazrul Sangeet Adi Sure/Shelu Barua.।। কেন দিলে এ কাঁটা- শেলু বড়ুয়া।।
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- Song:Keno Dile E Kata
Singer:Shelu Barua
Nazrul Sangeet Adi Sure
Lyrics:
কেন দিল এ কাঁটা যদি গো কুসুম দিলে
ফুটিত না কি কমল ও কাঁটা না বিঁধিলে ।।
কেন এ আঁখি-কূলে
বিধুর অশ্রু দুলে
কেন দিলে এ হৃদি যদি না হৃদয় মিলে ।।
কেন কামনা-ফাঁদে
রূপ-পিপাসা কাঁদে
শোভিত না কি কপোল ও কালো তিল নহিলে ।।
কাঁটা-নিকুঞ্জে কবি
এঁকে যা সুখের ছবি
নিজে তুই গোপন রবি তোরি আঁখির সলিলে ।।
Credit: Kazi Nazrul Islam
FB: www.facebook.c...
অনবদ্য গায়কী। বেহাগ রাগ তো আপনার কন্ঠে দারুন খুলেছে। ভাল লাগলো
বড় দায়িত্ব, একা চলতে হবে পথে।
ধন্যবাদ আপনাকে।
চমৎকার উদ্যোগ দাদা।
নিচে লিরিকটা দিলে আরো সুবিধা হতো।
জি ধন্যবাদ, দিয়ে দিব দ্রুত।