Harano Hear Nikunja Pathe/Nazrul Sangeet Adisure/Shelu Barua.।।হারানো হিয়ার নিকুঞ্জ পথে-শেলু বড়ুয়া ।
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- Nazrul Sangeet Adisure
Harano Hear Nikunja Pathe
Lyrics:
হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়াই ঝরা ফুল একেলা আমি।
তুমি কেন হায় আসিলে হেথায় সুখের স্বরগ হইতে নামি ।।
চারিপাশে মোর উড়িছে কেবল
শুকানো পাতা বনের ফুল-দল,
ব্রিথাই কেন হায় তব আঁখি জল ছিটাও অবিরল দিবস-যামী ।।
এলে অবেলায় পথিক বেভুল
বিঁধিছে কাঁটা নাহি যবে ফুল,
কি দিয়ে বরণ করি ও চরণ নিভিছে জীবন, জীবন-স্বামী ।।
Credit: Kazi Nazrul Islam
অসাধারণ অসাধারণ
মুগ্ধতা অসীম
❤❤
Khub sunder kore apni shekhalen Dada 🙏🙏❤❤🙏🙏
খুব সুন্দর পরিবেশনা মন ভরে গেল
খুব সুন্দর
অসাধারণ লাগল। আমার প্রিয় একটি গান। নমস্কার।ভারত পঃ বঃ থেকে ।
খুবই ভালো লাগল আপনার গান ।
ভাল থাকুন ও সুস্থ থাকুন ।
Khub sundar.🙏🙏
এত দরদ দিয়ে গাইছিলেন...,এ পথে হয়তো একেলা যেতে হবে অনেক দূর! স্বাগতম ! খোশ আমদেদ! অভিনন্দন!
আপনার মতামতের জন্য ধন্যবাদ।।
@@nazrulsangeetadisure9653 অনেক ধন্যবাদ। ভালো থাকবেন
অপূর্ব❤❤
আদাপ দাদা❤❤❤
খুব সুন্দর লাগল আপনার গান
super ❤
Asadharan
সুন্দর উপস্থাপনা দরদী কন্ঠ।
Aponer utsaho daer besoy valo..taley e korley valo hoto dhra cho a.
সুন্দর
সিরাজগঞ্জ থেকে শুভেচ্ছা।
ঠিক বলেছেন
ওওওওওওওও
👌🙏
🎉🎉
গানটা অনেকবার শুনেছি কিন্তু আপনার কন্ঠে গানটা অনেক সুন্দর লাগল।
অসাধারণ লাগলো,অসংখ্য ধন্যবাদ । আমি তালে খুবই দুর্বল,কি করলে সমাধান হবে যদি একটু পরামর্শ দিতেন ।
Back to 1974 when I was a student of Agriculture college at sher e bangla nagar Dhaka.1 natok a ei gan. Tku nag singapore
আসলে ভাই গানের মীর কি এবং বন্দিস ???
আপনার তাল ধরা এ ভুল আছে
ভালো নয়😢
এত বড় সঙ্গীত বিশেষজ্ঞ। Sound বা echo বা vibration sense-এর অভাব রয়েছে। হারমোনিয়ামের বাজনা এতো জোরে কানে লাগছে।হয় হারমোনিয়াম আস্তে বাজান। নয়তো microphone দূরে রাখুন।কানে headphone লাগিয়ে গান গাইছেন বুঝতে ধরতে পারা উচিত। তবলা বাজনা তো চাপা পড়েই গেছে। অথচ গজল অঙ্গের গানের সঙ্গে তবলা সঙ্গত একটা বড় চিত্ত আকর্ষণের ভূমিকা নেয় --- এটা আমরা সকলেই জানি বা দেখেছি।আর এই গানটাই নজরুলের শ্রেষ্ঠ গজল মোটেই নয়।আর বাংলা গজল গানের পথিকৃৎ কিন্তু প্রকৃতপক্ষে নজরুল নন। অতুলপ্রসাদ সেন ছয়টি গজল গান লিখেছেন। উনার জীবনী পড়লে জানা যায়। নজরুল বিভিন্ন আঙ্গিকে গজল গান যেমন লিখেছেন তেমনি সুন্দর সুরারোপ করেছেন নতুন ঢঙে অভিনব style -এ এ কথা স্বীকার করতেই হবে।আর একটা কথা গজল গানের গায়কী ও presentation- এর মধ্যে যে একটা জোশ ও সুর-তাল-ছনদের মৌতাত বা পারস্পরিক মাখামাখি করা একটা lyrical liquid sweetness feelings আসে বা থাকে সেটার আস্বাদন পাইনি। এমনি গান ভালো হয়েছে বলব।
সুন্দর