Saat Sokaler Sur Kothay Sure Nazrul | Anindita Kazi | অনিন্দিতা কাজী | Chhayanat | Bashori | Khushi

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2019
  • 'Saat Sokaler Sur' is a LIVE program on music. It’s a unique breakfast show where different celebrities come & share their views on music & culture. It is telecast everyday on ONE at 8 am.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 90

  • @JuthiRahut
    @JuthiRahut Месяц назад

    Jibonta Somridho holo Aka bara Dedication Diya🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @rabiulislam6115
    @rabiulislam6115 Год назад +4

    কাজীর নাতি অনেক অনেক সুন্দরী,তিনি কাজীর মতো বিশ্বাবিখাত হয়ে যাক এই দোয়াকরি।

  • @NiafEdu.
    @NiafEdu. 4 месяца назад

    নজরুল গীতি নিয়ে আরো এমন অনুষ্ঠান চাই।
    শিল্পীকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আর এই চ্যানেলের সার্বিক সাফল্য কামনা করি। শুভেচ্ছা নিরন্তর। শুভ রাত্রি। ধন্যবাদ।

  • @rebasdiary8599
    @rebasdiary8599 2 года назад

    আপনি কে শ্রদ্ধাঞ্জলী জানাই, আপনার কাছ থেকে অনেক অজানা তথ্য জানতে পারলাম আমাদের প্রিয় কবি নজরুল ইসলাম সম্পর্কে। খুব ভালো থাকবেন।

  • @londondiaries1321
    @londondiaries1321 4 года назад +1

    Khub bhalo laglo. Thanks to youtube erokom onusthan nahole dekhte petam na sudur probashe bose

  • @tapaskumarchatterjee100
    @tapaskumarchatterjee100 2 года назад

    খুবই সুন্দর আলোচনা হয়েছে। শিল্পী অনিন্দিতা কাজীকে আমার আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা নিবেদন করছি।

  • @anakshimondal7686
    @anakshimondal7686 Год назад +1

    খুব ভালো লাগলো আপনার কাছে
    ওনার কথা শুনে।

  • @mitalidas8305
    @mitalidas8305 2 года назад +1

    Ashadharon poribeshons 🙏🙏🙏

  • @user-ne4hx9vh8d
    @user-ne4hx9vh8d 4 месяца назад

    Khub bhalo laglo..ato kotha jante parlm..kobir aro onek kotha Mone hocche sune e Jai..ki je balo laglo..didi apni khub valo thakben..porobortite apner protikkhay roilam❤

  • @gitoshudha364
    @gitoshudha364 Год назад

    খুবই সমৃদ্ধ হলাম এই অনুষ্ঠানটি দেখে🙏💐

  • @altafhossain1278
    @altafhossain1278 Год назад

    নজরুল সাধারনের মাঝে অসাধারণ এক মহা মানব যা কল্পনাতীত, বর্ণনাতীত ও অবিশ্বাস্য হলেও সত্যি যে নজরুলের অব্যকতো অনুভূতি সামান্য কিছু অনিন্দিতার কথা ও গানে প্রকাশ পাচ্ছে।বাহ কি অদ্ভুত বিস্ময়কর অনুভূতি প্রবন গান যেন নজরুল বর্তমান এবং ভবিষ্যতের জন্য উন্মুক্ত ও সার্বজনীন।

  • @basudebdasgupta9072
    @basudebdasgupta9072 11 месяцев назад

    ,Anindita di Apnar gayaki Asadharan.Apnar shyamasangit sunchi r Mayer mondirer dhupkathir gandho r Bhogerprosater gandho pachchhi MAA apnar mongol korun🙏🙏🙏🙏

  • @ghulamrabbani3954
    @ghulamrabbani3954 4 года назад +7

    Nothing is bigger and nobler than humanity. We are all part of that great humanity irrespective of caste, creed and religion. Nazrul embraced all. Let’s follow his example and embrace one and all with open heart, respect and dignity.

  • @nilimasaha
    @nilimasaha Год назад +2

    অনেকের মন্তব্য শুনে এটাই বোঝা যায় তারা বয়স্ক, প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত ব্যক্তি হিসেবে পরিচয় দিলেও কাজী নজরুল ইসলামকে জানতে বা চিনতে পারেননি মোটেই। কাজী নজরুল ইসলাম ছিলেন একজন ধর্মের ঊর্ধ্বে মানুষ, শুধুই মানুষ। তাঁর সাংস্কৃতিক অর্থাৎ বাঙালি পরিচয় ছিল ঠিকই কোন ধর্ম পরিচয়ই তাঁর ছিল না বা নেই। তিনি ছিলেন ধর্মের ঊর্ধ্বে শুধুই মানুষ, তাঁর বা তাঁর পরিবারের কেউই কোন ধর্মেরই নয়। তাঁরা শুধুই মানুষ এবং সঠিকভাবে কাজী নজরুল ইসলামের পারিবারিক ঐতিহ্য বহন করছেন। সত্যিকার অর্থেই তিনি ছিলেন একজন বিশ্ব মানব যা তাঁর সৃষ্টিকর্মে প্রকাশ করে গেছেন নির্দ্বিধায়। আপনাদের মত ধার্মিকরা ( হিন্দু বা মুসলিম) কোন কালেই এই সৃষ্টিশীল মানুষকে বোঝার ক্ষমতা রাখেনি বা ভালবাসতে পারেনি। দুঃখের বিষয় এতটা সময় পেরিয়েও এখনো মানুষ মানুষ হয়ে উঠতে পারেনি। তারা নিজেদেরকে ধর্মের পরিচয়ে আবদ্ধ করে রেখেছে।

    • @gonitkotomoja.3195
      @gonitkotomoja.3195 Год назад

      কত সত্যি লিখেছে। এই গুলো ছিল নজরুলের আচরণ। নজরুল ধর্মের উর্ধ্বে।

  • @mohitdasgupta7698
    @mohitdasgupta7698 3 месяца назад

    Kazi Nazrul is simply a wonder in this world. I suggest him to be addressed as "Sri Nazrul Human". Complete Asia should celebrate him as their son.

  • @syeduddin9703
    @syeduddin9703 Год назад

    Beautiful presentation!

  • @aindrilamitra1359
    @aindrilamitra1359 3 года назад

    বড়ো ভালো লাগলো!

  • @anasristimithu8263
    @anasristimithu8263 3 месяца назад

    সমৃদ্ধ হলাম

  • @akhterjahan8538
    @akhterjahan8538 4 года назад +1

    Buk bhore gelo, bharakranto mon niey anusthan ta enjoy korlam, chokhe paani eshe geche. Dhonnobad ei rokom ekta mullobaan onushthan upohar deyar jonno!😗

  • @solaimanali4143
    @solaimanali4143 3 года назад +2

    অনেক অজানা জানা গেল । অসাম্প্রদায়ীক হওয়ার সাহস জাগলো ।

  • @mdhafizurrahman1421
    @mdhafizurrahman1421 3 года назад

    ধন্যবাদ কবি নজরুল ইসলামের নাতনিকে।

  • @faruq2633
    @faruq2633 4 года назад +1

    Nazrul is great.

  • @kabitanandi8021
    @kabitanandi8021 4 года назад

    Anusthan khub Sundar .Ami USA te Achi aat mas ,khub bisanna lage banglay Katha balte o sunte na pale. Eai anusthan sai kasto dur karlo .mahan kabi,premerkabi, bidroher kabi nazrul sambandhe anek ajana tathya PAYE Valo laglo .itar bartaman basasthaner kach

  • @konakonika9807
    @konakonika9807 5 месяцев назад

    আপনে মুসলিম হলে সালাম দিবেন।নজরুল আমার সেরা কবি

    • @nilimasaha
      @nilimasaha 4 месяца назад

      তাঁদের কোন ধর্ম পরিচয় নেই। তাঁরা মানুষ ও বাঙালী ।

  • @mahmudulla
    @mahmudulla Год назад

    আপনাকে জানাই অশেষ ধন্যবাদ আমি আজকে আপনার মুখে তোকে আমাদের প্রিয় কবির অনেক অজানা কথা জানতে পারলাম অনেক ভালো লাগছে আমার

  • @siboprasadde6145
    @siboprasadde6145 3 года назад

    অনিন্দিতা আমি আপনাকে ব‌্যাক্তিগতভাবে অত‌্যন্ত শ্রদ্ধা করি। অসম্ভব একটা আলাদা dignity personality u carry forward. which really attract u as a person. i wanted to give U my book. i used to write in English.

    • @mahbubulalammilon5923
      @mahbubulalammilon5923 2 месяца назад

      কী মধুর গীতি আরতি
      লিখে গেলে কবি ভাই ---
      জগত ভুলানো সে ছন্দ,
      পড়ে মন যায় জুড়ায় ।

  • @debidasganguly3196
    @debidasganguly3196 Год назад

    কয়েকটা comment পড়লাম। কিছু বোঝাবার চেষ্টাও করলাম। এই প্রসঙ্গে আমার বলার একটা কথা আছে যে, যে মুসলিম ব্যক্তিরা, অনিন্দিতা কাজীর দিকে জাত নিয়ে আঙ্গুল তুললেন আবার আল্লার কাছে দোয়া ও করলেন, আমার মনে হয়, তারাও প্রকৃত মুসলিম নন কারণ তাদের বোঝা উচিত যে তারাএকটা আলোচনা এবং নজরুলের সম্বন্ধে বেশ কিছু অজানা তথ্য জানতে বসেছেন, জাতের বিচার করতে নয়। তারা হয়ত এটা জানেন না নজরুলের সেই গানটা.... জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছে জুয়া। জেনে রাখুন, শিল্পীদের কোন জাত হয় না। বহু বহু মুসলিম শিল্পী, সনাতন ধর্মের ঠাকুরের গান গেয়েছেন। তাই বলে কি তাঁদের জাত চলে গেছে? আমাদের সবার দেহ একদিন মাটি হয়ে যাবে। তখন আপনাদের জাতের বিচার কোথায় যাবে? তাই বলি, আপনারা গুরুজন। জীবনে অনেক বেশি অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। পৃথিবীতে প্রচুর জ্ঞানের বিকাশ ঘটেছে। এবার এখান থেকে মুক্ত হন। এই রকম মন্ত্যবো করা মোটেই সমীচীন নয়। মন দিয়ে শুনুন উনি কি বলছেন। অনেক অজানা জানতে পারবেন। জ্ঞানের প্রসার ঘটবে। এইভাবে অসম্মান করে দোয়া করার কোন মানে হয় না। সবাই ভাল থাকবেন। ঈশ্বর সবাইকে ভাল রাখুন। আল্লা, ঈশ্বর, God সবই এক।

  • @faridahmed5995
    @faridahmed5995 11 месяцев назад

    কবি'র অনুরাগী ও বংশধরগণ একটি জায়গায় অপূরণীয় রয়েগিয়েছেন! সেটি হলো কবি নজরুল সনাতন ধর্ম ও ইসলাম ধর্মের গভীরতম স্থানে মনোনিবেশ ঘটিয়ে ছিলেন, আদ্যোপান্ত জেনেছিলেন। সেখানটা অধরা রয়েগেল!!!

  • @ShabnamsLifestyleUk
    @ShabnamsLifestyleUk 2 года назад

    Oneak..oneak kicu janlam

  • @abdulkader8065
    @abdulkader8065 Год назад +1

    আশ্চর্যজনক! অনিন্দীতা কথার সাথে কাজী শব্দটি মানায় না। কবি নজরুল ছিলেন মুসলমান। দুঃখ একটাই তার পরিবারের লোকজন মুসলমান হতে পারল না এবং বরাবরই হিন্দুদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে থাকেন। মুসলমানের রক্ত কেমন করে গায়ে বইছে আপনাদের। খুবই দুঃখ লাগে কবি পরিবারের এসব আচরণে। বাংলাদেশ থেকে ভালবাসা নিবেন। ❤🇧🇩

    • @nilimasaha
      @nilimasaha Год назад

      আপনার জানা নেই কাজী নজরুল নিজে তাঁর ছেলেদের নাম রেখেছেন কৃষ্ণ মোহাম্মদ আর অনিরুদ্ধ কাজী।অনেকের মন্তব্য শুনে এটাই বোঝা যায় তারা বয়স্ক, প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত ব্যক্তি হিসেবে পরিচয় দিলেও কাজী নজরুল ইসলামকে জানতে বা চিনতে পারেননি মোটেই। কাজী নজরুল ইসলাম ছিলেন একজন ধর্মের ঊর্ধ্বে মানুষ, শুধুই মানুষ। তাঁর সাংস্কৃতিক অর্থাৎ বাঙালি পরিচয় ছিল ঠিকই কোন ধর্ম পরিচয়ই তাঁর ছিল না বা নেই। তিনি ছিলেন ধর্মের ঊর্ধ্বে শুধুই মানুষ, তাঁর বা তাঁর পরিবারের কেউই কোন ধর্মেরই নয়। তাঁরা শুধুই মানুষ এবং সঠিকভাবে কাজী নজরুল ইসলামের পারিবারিক ঐতিহ্য বহন করছেন। সত্যিকার অর্থেই তিনি ছিলেন একজন বিশ্ব মানব যা তাঁর সৃষ্টিকর্মে প্রকাশ করে গেছেন নির্দ্বিধায়। আপনাদের মত ধার্মিকরা ( হিন্দু বা মুসলিম) কোন কালেই এই সৃষ্টিশীল মানুষকে বোঝার ক্ষমতা রাখেনি বা ভালবাসতে পারেনি। দুঃখের বিষয় এতটা সময় পেরিয়েও এখনো মানুষ মানুষ হয়ে উঠতে পারেনি। তারা নিজেদেরকে ধর্মের পরিচয়ে আবদ্ধ করে রেখেছে।

    • @nilimasaha
      @nilimasaha 4 месяца назад

      নজরুল বা তাঁর পরিবারের কেউই কোন ধর্মের বলে নিজেদের প্রচার করেননি বা পরিচয় দেননি। আলোচনাটি মন দিয়ে শোনার চেষ্টা করুন নিজেকে বিচারকের আসনে বসানোর আগে; বিশেষ করে যদি বিশ্বাস করে থাকুন আপনার বিচার আপনি করার কেউ নন।

  • @JuthiRahut
    @JuthiRahut Месяц назад

    Excelent❤❤❤💐💝👍🌹🌹🌹🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏

  • @MonirHossain-nk7cb
    @MonirHossain-nk7cb 2 месяца назад

    Onindita kazi! Apnar nam. Apni kintu kazi nam dharon korese. Kazi Nozrul Islam. Ekhan e Islam nam dharon koresen. Prothom jibo e abadod koresen. Islam akti shammer dhormo akhan e Dhoni gorib zat er veda bed may. Tini ottonto akutir shath e haz Korte cheasen Amar towfik hole apnar poribarer kaw k haz Korte nea zabo Inshaj Allah
    Md. Monirul Islam.Magura, Bangladesh theke dekhsi

  • @kabitanandi8021
    @kabitanandi8021 4 года назад

    Ami bachare cha mas America te ASI ,natnir Dekh valer karane oregane ,kacha kachi noi nujercythake naile aykbar aninditar anusthan swa chakhe dekhar sou vagya hoto .

  • @solaimanali4143
    @solaimanali4143 3 года назад

    নতুন করে মানুষকে মানুষ হিসাবে ভাবতে শিখলাম ।

  • @sounavchaudhuri4057
    @sounavchaudhuri4057 4 года назад +1

    Anchor is disturbing too much and interfered in the last story involving Baroda mozumder .

  • @md.basheerhussain9281
    @md.basheerhussain9281 3 года назад

    অনেক সুন্দর আলোচনা।
    😍 🇧🇩

  • @joydebmandal8689
    @joydebmandal8689 4 года назад

    Anindita Najrul smriti Charon korte gie Birbhumer jonmobhumi churuliar Katha na Bolte parle Najrul charcha asampurna theke jai.Najaruler childhood jante gale tomake churuliate aste hobe.

  • @shahjahanbiplob1542
    @shahjahanbiplob1542 4 года назад +1

    Manuser kobi

  • @sheikhsaforuddin972
    @sheikhsaforuddin972 Год назад

    নজরুল এর সুর এখানে নাই

  • @chotonraj5729
    @chotonraj5729 6 месяцев назад

    খুশি আপু আপনি একটু বেশি পাকামো করেন

  • @md.rezaulkarimchoudhury6936
    @md.rezaulkarimchoudhury6936 4 года назад +10

    আমার কাছে খুবই আশ্চর্য লাগছে যে, আপনি আমাদের সবাইকে নমস্কার দিলেন এবং আপনার সমস্ত কার্যকলাপকে দেখে মনে হচ্ছে আপনি নিজেকে একজন সনাতন ধর্মের অনুসারী হিসেবে প্রচার করতে ভালবাসেন, কিন্তু এটা কেমন করে হয়? পিতা যদি মুসলমান হয়, তবে নিশ্চিতভাবে বলা যায় সেই পিতার পুত্রও মুসলমান হয়, যদি সেই পুত্র ধর্মন্তারিত হয়ে হিন্দু হয়ে না হয়ে যায় তাহলে তার কন্যাও পিতার ধর্ম ঐতিহ্যগতভাবে পায়, সেই হিসেবেতো আপনি মুসলমান মহিলা, বাংলা নাম বা অন্য কোনো ভাষায় নাম রাখলে ইসলামে আপত্তি নেই, যদি না সেটা শিরিকি বোঝায়, অর্থাৎ সৃষ্টিকর্তা এক ছাড়া অন্য কোনো অংশীদার বা দেব দেবীর সংশ্লিষ্টতা না বোঝায়। " নিজের দেহটাকে প্রয়োজনের চেয়ে বেশী সাজিয়ে রেখোনা, কারণ সেতো মাটির সাথে মিশে যাবে, সাজাতে হ'লে রুহটাকে সাজাও, কেননা আল্লাহর সামনে দাঁড়াতে হবে। " জাতীয় কবি কাজী নজরুল ইসলামএর জীবনের অন্যতম প্রয়োজনীয় সব ইতিহাস তথা তথ্য, আচরণ, সাহিত্য, সংগীত, গীতিকার, সুরকার, দানশীলতা সম্বন্ধে তার বন্ধুবান্ধব, ছাত্র,ছাত্রী ও গবেষকগন অনেক অথেনটিক দালিলিক রচনা করেছেন, তাই আপনার কাছ থেকে টুকিটাকি ছোট খাটো তথ্য শুনে দর্শক শ্রোতাদের তেমন কোন অর্জন হয় না বরং আপনার ব্যক্তিগত প্রচারই প্রাধান্য পায়। যাই হউক যা লিখলাম তা আপনাকে ছোট করার জন্যে নয়, আমি একজন সিনিয়র সিটিজেন ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা (প্রকৌশলী) আপনাকে আমি পছন্দ করি, আপনার ব্যবহার, গান ও ব্যক্তিত্তকে। আপনার বর্তমান স্মামী একজন ভালো মানুষ, নীতিবান, বুদ্ধিমান, প্রকৌশলী ও একজন মুসলমান, তাই সব দিক বিবেচনায় এনে নিজেকে একজন মুসলিমা হিসেবে ভাবতে শুরু করেন, পবিত্র কুরআন ও সহী হাদিস বাংলা বা ইংরেজিতে প'ড়ে এবং এবিষয়ে স্মামীর উপদেশ ও সাহায্য নিয়ে জীবন যাপন করতে চেষ্টা করবেন, এটাই আমার আপনার কাছে ব্যক্তিগত অনুরোধ। মনে কিছু নিবেন না। আপনাদের সুখী দাম্পত্য জীবন কামনা করছি। পরম করুনাময় ও অসীম দয়ালু আল্লাহ তা আলা যেনো আপনাদেরকে হেদায়েত ও হেফাজত করুন। আ-আ-আ-আমীন।

    • @rupokmiyzi8474
      @rupokmiyzi8474 Год назад +1

      শঠিক কথা বলে ছেন

    • @nilimasaha
      @nilimasaha Год назад +3

      আপনি নিজেকে একজন বয়স্ক, প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত ব্যক্তি হিসেবে পরিচয় দিলেও আপনি কাজী নজরুল ইসলামকে জানতে বা চিনতে পারেননি মোটেই। কাজী নজরুল ইসলাম ছিলেন একজন ধর্মের ঊর্ধ্বে মানুষ, শুধুই মানুষ। তাঁর সাংস্কৃতিক অর্থাৎ বাঙালি পরিচয় ছিল ঠিকই কোন ধর্ম পরিচয়ই তাঁর ছিল না বা নেই। তিনি ছিলেন ধর্মের ঊর্ধ্বে শুধুই মানুষ, তাঁর বা তাঁর পরিবারের কেউই কোন ধর্মেরই নয়। তাঁরা শুধুই মানুষ এবং সঠিকভাবে কাজী নজরুল ইসলামের পারিবারিক ঐতিহ্য বহন করছেন। সত্যিকার অর্থেই তিনি ছিলেন একজন বিশ্ব মানব যা তাঁর সৃষ্টিকর্মে প্রকাশ করে গেছেন নির্দ্বিধায়। আপনাদের মত ধার্মিকরা ( হিন্দু বা মুসলিম) কোন কালেই এই সৃষ্টিশীল মানুষকে বোঝার ক্ষমতা রাখেনি বা ভালবাসতে পারেনি। দুঃখের বিষয় এতটা সময় পেরিয়েও এখনো মানুষ মানুষ হয়ে করতে পারিনি। তারা নিজেদেরকে ধর্মের পরিচয়ে আবদ্ধ করে রেখেছে।আপনি নিজেকে একজন বয়স্ক, প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত ব্যক্তি হিসেবে পরিচয় দিলেও আপনি কাজী নজরুল ইসলামকে জানতে বা চিনতে পারেননি মোটেই। কাজী নজরুল ইসলাম ছিলেন একজন ধর্মের ঊর্ধ্বে মানুষ, শুধুই মানুষ। তাঁর সাংস্কৃতিক অর্থাৎ বাঙালি পরিচয় ছিল ঠিকই কোন ধর্ম পরিচয়ই তাঁর ছিল না বা নেই। তিনি ছিলেন ধর্মের ঊর্ধ্বে শুধুই মানুষ, তাঁর বা তাঁর পরিবারের কেউই কোন ধর্মেরই নয়। তাঁরা শুধুই মানুষ এবং সঠিকভাবে কাজী নজরুল ইসলামের পারিবারিক ঐতিহ্য বহন করছেন। সত্যিকার অর্থেই তিনি ছিলেন একজন বিশ্ব মানব যা তাঁর সৃষ্টিকর্মে প্রকাশ করে গেছেন নির্দ্বিধায়। আপনাদের মত ধার্মিকরা ( হিন্দু বা মুসলিম) কোন কালেই এই সৃষ্টিশীল মানুষকে বোঝার ক্ষমতা রাখেনি বা ভালবাসতে পারেনি। দুঃখের বিষয় এতটা সময় পেরিয়েও এখনো মানুষ মানুষ হয়ে করতে পারিনি। তারা নিজেদেরকে ধর্মের পরিচয়ে আবদ্ধ করে রেখেছে।

    • @usmaulhusna521
      @usmaulhusna521 Год назад

      po

    • @nosimagulshannishat4010
      @nosimagulshannishat4010 11 месяцев назад

      ঠিক বলেছেন ভাইয়া।

    • @tapantoshchakrabarty6971
      @tapantoshchakrabarty6971 6 месяцев назад

      You should be ashamed of yourself for your objectionable comment. A disgrace to engineers. Hope you did not go to BUET.

  • @elizauksamad304
    @elizauksamad304 6 месяцев назад

    Presenter Bengali sound so fake. There’s no need to be like reading from a script….

  • @greenfoodyentertainment802
    @greenfoodyentertainment802 3 года назад

    She is hindu? OMG😱

    • @nilimasaha
      @nilimasaha 4 месяца назад

      নজরুল বা তাঁর পরিবারের কেউই কোন ধর্মের বলে নিজেদের প্রচার করেননি বা পরিচয় দেননি। আলোচনাটি মন দিয়ে শোনার চেষ্টা করুন নিজেকে বিচারকের আসনে বসানোর আগে; বিশেষ করে যদি বিশ্বাস করে থাকুন আপনার বিচার আপনি করার কেউ নন।

  • @user-ns8le9vv9n
    @user-ns8le9vv9n 8 месяцев назад

    Najrol is the only unique secular of poet Bangla literature...Rabindranath is also contrary on this subject....Najrol is liberal and Rabindranath is loyal to the British colonialism.....and it's true....

  • @eusufali3482
    @eusufali3482 Год назад +1

    সালাম ও নমস্কার দিতে পারতেন।‌ কিন্তু অনিন্দিতা শুধু নমষ্কার বললেন। আমি সাম্প্রদায়িক সম্প্রীতির আলোকে বলছি। ভালো হতো যদি বলতেন,' আসসালামু, নমষ্কার, Good Morning,

  • @shamimahamed1737
    @shamimahamed1737 3 года назад

    অনিন্দিতা কাজির ধর্ম পরিচয় দিবেন

    • @nilimasaha
      @nilimasaha 4 месяца назад

      নজরুলের মত তাঁর পরিচয়ও শুধুই মানুষ। মন্তব্য করার আগে জানতে ও শুনতে শিখুন আগে।

    • @nilimasaha
      @nilimasaha 4 месяца назад

      নজরুল বা তাঁর পরিবারের কেউই কোন ধর্মের বলে নিজেদের প্রচার করেননি বা পরিচয় দেননি। আলোচনাটি মন দিয়ে শোনার চেষ্টা করুন নিজেকে বিচারকের আসনে বসানোর আগে; বিশেষ করে যদি বিশ্বাস করে থাকুন আপনার বিচার আপনি করার কেউ নন।