তুমি না আসিলে মুরশিদ | আধ্যাত্মিক মুরশিদি বিচ্ছেদ | সৈয়দ কুতুবউদ্দিন আহমেদ আল হোসাইনী চিশতী (র.)

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024
  • মুরশীদ ও দিন গেল ফুরাইয়া দেখলানা আসিয়া
    তুমি না আসিলে মুরশীদ মরিব কাঁদিয়া
    ১.মুরশীদও তোমার পাইবার আশে ভ্রমি তালাশিয়া
    যতই দূরে থাক তুমি চাতকিনীর মত আমি যাইব উড়িয়া
    ২.প্রেম করিলাম তোমার সনে কত আশা লইয়া
    এই ছিল মোর কর্মের লেখা পাইলাম না তোমারই দেখা
    হৃদয় যায় চিড়িয়া।
    ৩.মুরশীদও প্রেমাগুনে পুড়ি আমি কে দিবে নিভাইয়া
    পাইলে প্রাণ বন্ধুয়ারে দেখব আমি জিজ্ঞেস করে
    কেমন তার হিয়া
    ৪.মুরশীদও ছাইড়া যদি যাও আমারে থাকব চরণ বানে চাইয়া
    কুতুব মিয়ার মনের আশা মুরশীদের চরণ ভরসা নিও গো তরাইয়া।

Комментарии • 3