আমি আপনার একজন সাবস্ক্রাইবার আপনার ভিডিওগুলো খুবই ভালো ও উপকারী। পশ্চিমবঙ্গের মাধ্যমিক বিদ্যালয়ের একজন সরকারি সহশিক্ষকের সমগ্র কর্মজীবনে অর্থাৎ জয়েনিং থেকে রিটায়ারমেন্ট পর্যন্ত বা তারপরেও কি কি কাজকর্ম করতে হয়(অফিশিয়াল বা অন্য ক্ষেত্রে)তার বিষয়ে একটা ভিডিও দিলে খুবই উপকৃত হব। Transfer, Ropa, Leave rule, i-osms portal, pension, gratuity etc এই সংক্রান্ত বিষয়গুলো আমি জানি। আপনাকে আর Details এ বলতে বলছি না। শুধু সমগ্র কর্মজীবনের স্টেপ বাই স্টেপ ধাপগুলো অর্থাৎ নামগুলো ও তার সম্পর্কে দু এক কথা বলে 10 থেকে 15 মিনিটের মধ্যে ভিডিওটা বানিয়ে দিন। তাহলে খুবই উপকৃত হব। আগাম ধন্যবাদ রইল।
আমি আপনার একজন সাবস্ক্রাইবার আপনার ভিডিওগুলো খুবই ভালো ও উপকারী।
পশ্চিমবঙ্গের মাধ্যমিক বিদ্যালয়ের একজন সরকারি সহশিক্ষকের সমগ্র কর্মজীবনে অর্থাৎ জয়েনিং থেকে রিটায়ারমেন্ট পর্যন্ত বা তারপরেও কি কি কাজকর্ম করতে হয়(অফিশিয়াল বা অন্য ক্ষেত্রে)তার বিষয়ে একটা ভিডিও দিলে খুবই উপকৃত হব।
Transfer, Ropa, Leave rule, i-osms portal, pension, gratuity etc এই সংক্রান্ত বিষয়গুলো আমি জানি। আপনাকে আর Details এ বলতে বলছি না। শুধু সমগ্র কর্মজীবনের স্টেপ বাই স্টেপ ধাপগুলো অর্থাৎ নামগুলো ও তার সম্পর্কে দু এক কথা বলে 10 থেকে 15 মিনিটের মধ্যে ভিডিওটা বানিয়ে দিন। তাহলে খুবই উপকৃত হব। আগাম ধন্যবাদ রইল।
কি কি কাজ বলতে সার্ভিস লাইফে শিক্ষার সঙ্গে প্রাসঙ্গিক কাজের কথা বলছেন নাকি শিক্ষা বহির্ভূত কি কি কাজ বলছেন?
@educationnlearning123 শিক্ষার সাথে প্রাসঙ্গিক ও শিক্ষা বহির্ভূত উভয়ই বললে ভাল হয়।