Dinadayal Hori | দীনদয়াল হরি | Aditi Munshi | kirtan | Baro Gaane Borsho Japon | Maharshi Monmohon

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • মলয়া সঙ্গীতের জনক সাধক কবি মহর্ষি মনমোহন দত্ত ১২৮৪ বঙ্গাব্দে ১০ই মাঘ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সাতমোরা গ্রামে জন্ম গ্রহণ করেন | তাঁর ৩১ বছরের জীবনকালে তিঁনি ২৫টি গ্রন্থ ও ৪৫০টিরও বেশী মলয়া গান রচনা করেন | তাঁর লেখা সঙ্গীতের সুর দিয়েছিলেন বিশ্ব বরেণ্য ওস্তাদ আলাউদ্দিন খাঁ এর বড় ভাই আফতাবউদ্দিন খাঁ | অবশেষ ১৩১৬ বঙ্গাব্দের ২০শে আশ্বিন তিঁনি পরলোক গমন করেন | তাঁর সাধনা ও জীবন সম্বন্ধে আরো বিস্তারিত আমরা জানতে পারি তাঁকে নিয়ে রচিত গ্রন্থগুলি থেকে |
    এই মহান সাধকের ১৪৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে তাঁর গানের মাধ্যমে শ্রদ্ধা জানানোর চেষ্টা করলাম আমরা | এই গানটির সন্ধান দিয়ে আমাদের সহযোগিতা করেছেন শ্রীদাম দাস , দেবাশিস চক্রবর্তী ও দোহার |
    নির্দেশনা , ভাবনা ও রূপায়ণ
    সঙ্গীতম মিউজিকাল হাউস
    সংগীত রূপায়ণ
    রচনা: মহর্ষি মনমোহন দত্ত
    শিল্পী: আদিতি মুন্সী
    সঙ্গীত পরিচালনা: দোহার
    আমন্ত্রিত যন্ত্রশিল্পী বন্ধু:
    একতারা, সুরমন্ডল, এডেক্কাই ও অন্যান্য পারকাশন্স: সোমনাথ রায়
    বাঁশি: সৌম্যজ্যোতি ঘোষ
    কীবোর্ড: মনিশ চক্রবর্তী
    দোহারের বন্ধুরা:
    হারমোনিয়াম: রাজীব দাস
    সারিন্দা: নিরঞ্জন হালদার
    দোতারা ও বুটবুটি: অমিত শূর
    শ্রীখোল ও অন্যান্য তালবাদ্য: সুদীপ্ত চক্রবর্তী
    ধ্বনি গ্রহণ: স্টুডিও প্রসাদ কহে
    ও সঙ্গীতম স্টুডিও ( বাপ্পাদিত্য চক্রবর্তী )
    ধ্বনি মিশ্রণ ও মাস্টারিং: গৌতম বসু (স্টুডিও ভাইব্রেশন )
    কৃতজ্ঞতা: শ্রীদাম দাস ও দেবাশিস চক্রবর্তী
    দৃশ্যায়ন- শুভদীপ
    সহযোগী দৃশ্যায়ন - রাজাই কুন্ডু
    সম্পাদনা - সৌরদীপ চক্রবর্তী
    রূপায়ণ- দীপাঞ্জন মুন্সী
    বিশেষ সহযোগিতায় : তিলুটিয়া
    উদয়ন কল্যাণ কেন্দ্র
    সহযোগিতায়-
    শ্রী বিশ্বজিৎ, রাখি দাস, বিষ্ণুপ্রিয়া দাস, কৌশিক দাস, চুমকি দাস, প্রিয়াঙ্কা দাস, নিত্য দাস, বিদুর দাস, হেলারাম দাস, মানিক দাস, ভুবন-ভারতী শিক্ষা নিকেতনের ছাত্র-ছাত্রীবৃন্দ ও শ্রী সুরজিত
    সঙ্গীতম টিম - রাজা লাহিড়ী এবং মধুমিতা
    শিল্পীসাজ (অদিতি মুন্সী) : প্রশান্ত রায়
    পোশাক - শ্রী বুটিক

Комментарии • 140