Это видео недоступно.
Сожалеем об этом.

ফজিলাতুন্নেসাকে না পাওয়ার ব্যাথায় লিখা কাজী নজরুল ইসলাম এর একটি চিঠি। । Chowdhury Nazmul Parvez ।।

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 дек 2020
  • #ফজিলাতুন্নেসা#কাজী_নজরুল_ইসলাম#ChowdhuryNazmulParvez#
    ফজিলাতুন্নেসাকে না পাওয়ার ব্যাথায় লিখা কাজী নজরুল ইসলাম এর একটি চিঠি। । Chowdhury Nazmul Parvez ।।
    কাজী মোতাহার হোসেন এর কাছে লিখা চিঠি ও ফজিলাতুন্নেসা।
    ****বই:নজরুল জীবনে প্রেমের এক অধ্যায়/সৈয়দ আলী আশরাফ
    ফজিলাতুন্নেসা:
    বিদ্রোহি কবি কাজী নজরুল ইসলাম ব্যক্তিগত জীবনে প্রেমে পড়েছিলেন বারবার।তার কথিত প্রেমিকার বেশ কটি নাম পাওয়া যায়, তাদের মমধ্যে মিস ফজিলাতুন্নেসা অন্যতম । তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতকোত্তর মুসলমান ছাত্রী । ইতিহাস বলে, এই প্রেম ছিল একতরফা, মানে শুধু কাজী নজরুল ইসলামের দিক থেকেই । ফজিলাতুন্নেসা নজরুলের আকুতিতে সাড়া তেমন একটা দেননি । কিন্তু তাতে কী ? কবির মন তো প্রেমের জলে কানায় কানায় পূর্ণ । তাই তিনি বেশ কিছু চিঠি পাঠিয়েছিলেন মিস ফজিলাতুন্নেসাকে । নজরুল আসলে সেসব চিঠি দিতেন তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু অধ্যাপক কাজী মোতাহার হোসেনকে । ফজিলাতুন্নেসা মোতাহার হোসেনকে শ্রদ্ধা করতেন বড় ভাইয়ের মতো । কাজী মোতাহার বন্ধুর হয়ে ফজিলাতুন্নেসাকে পৌঁছে দিতেন কবির প্রেমময় চিঠিগুলো । সরাসরি কেন চিঠি পাঠাতেন না, তার কারণও উল্লেখ করেছেন কবি, ‘ঐ এক চিঠি পেয়েই যত দূর বুঝেছি-আমায় তিনি দ্বিতীয় চিঠি দিয়ে দয়া করবেন না ।’
    ফজিলাতুন্নেসার সঙ্গে কবির পরিচয় হয় ১৯২৮ সালের ফেব্রুয়ারি মাসে । কবি তখন মুসলিম সাহিত্যসমাজের দ্বিতীয় বার্ষিক সম্মেলনে যোগ দিতে এসেছেন ঢাকায় । কবি একটু-আধটু জ্যোতিষবিদ্যা জানতেন । কাজী মোতাহার হোসেন সে কারণে কবিকে নিয়ে যান ফজিলাতুন্নেসার বাসায়। ব্যস ! শুরু হয়ে গেল হাত দেখা । প্রথমে হাতে হাত, পরে চোখে চোখ । কবির মন প্রেমে টালমাটাল হয়ে উঠল । কবি চলে গেলেন ঢাকা ছেড়ে । কিন্তু ফজিলাতুন্নেসা থেকে গেলেন তাঁর মন জুড়ে । তার পর থেকে নজরুল লিখে চললেন একটার পর একটা প্রেমপত্র।
    **ফজিলাতুন্নেসার বিলেত যাবার ব্যাপারে সওগাত সম্পাদক নাসিরুদ্দিন সাহেবের বিরাট ভূমিকা ছিল। বিলেত যাত্রার প্রাক্কালে তাঁরই উদ্যোগে কোলকাতার সওগাত অফিসে একটি সম্বর্ধনা সভার আয়োজন করা হয়। ফজিলাতুন্নেসাকে উদ্দেশ্য করে নজরুল ইসলাম তাঁর স্বরচিত গান ওই অনুষ্ঠানে গেয়ে শোনান, গানটি হলো:
    চলিলে সাগর ঘুরে
    অলকার মায়ার পুবে,
    ফোটে ফুল নিত্য যেথায়
    জীবনের ফুল্ল শাখে
    থেক না স্বর্গে ভুলে
    এ পারের মর্ত্য কুলে
    ভিড়ায়ে সোনার তরী
    আবার এই নদীর বাঁকে।
    **কাজী নজরুল ইসলাম ফজিলাতুন্নেসার প্রতি তাঁর অনুরাগের কথা বন্ধু কাজী মোতাহার হোসেন ছাড়া আর কাউকে জানতে দেননি। মোতাহার হোসেন ফজিলাতুন্নেসাকে বোন বলে ডাকতেন। মোতাহার হোসেন ও তাঁর বোনকে লেখা নজরুলের ক’টা চিঠি থেকে স্পষ্টতঃই ফজিলাতুন্নেসার প্রতি তাঁর অনুরাগ বোঝা যায়। মোতাহার হোসেনের কাছে নজরুলের লেখা চিঠিগুলো পড়লে বোঝা যায় যে ওই চিঠিগুলো তাঁর বোন পড়বে সেই উদ্দেশ্যে-ই লেখা।
    **কাজী নজরুল ইসলাম ফজিলাতুন্নেসার প্রতি তাঁর অনুরাগের কথা বন্ধু কাজী মোতাহার হোসেন ছাড়া আর কাউকে জানতে দেননি। মোতাহার হোসেন ফজিলাতুন্নেসাকে বোন বলে ডাকতেন। মোতাহার হোসেন ও তাঁর বোনকে লেখা নজরুলের ক’টা চিঠি থেকে স্পষ্টতঃই ফজিলাতুন্নেসার প্রতি তাঁর অনুরাগ বোঝা যায়। মোতাহার হোসেনের কাছে নজরুলের লেখা চিঠিগুলো পড়লে বোঝা যায় যে ওই চিঠিগুলো তাঁর বোন পড়বে সেই উদ্দেশ্যে-ই লেখা।
    Please watch my other video as :
    • অবনী বাড়ি আছো।।শক্তি ...
    • লবণ ।। আদিত্য অনীক ।।...
    • বাঁশি ।। রবীন্দ্রনাথ ঠ...
    • হঠাৎ দেখা ।। রবীন্দ্রন...
    • Video
    • বনলতা সেন।।জীবনানন্দ দ...
    • পরানের গহীন ভিতর। ।আবৃ...
    • অবনী বাড়ি আছো।।শক্তি ...
    • প্রেম ।। শুভ দাশগুপ্ত ...
    • অমলকান্তি ।। নীরেন্দ...
    Thanks for being with my channel!
    If you enjoyed, Please like, share , comment & subscribe my channel.

Комментарии • 239