🇧🇩🌍তুমি ক্ষমা করে দিও বন্ধু আমায় দিওনা অভিষাপ, শ্রষ্টা খেলেছে সৃষ্টি খেলা গোছিয়ে সকল পাপ। 🇧🇩🌍তুমি জানবে না কভু তোমারই চোখে আমার স্বপ্ন আঁকা! তোমারই চোখে বিশ্ব নবীর ফাতিমাকে দেখা! 🇧🇩🌍তুমি হতে যদি বিশ্বলয়ে মানবতার নূর, তবে দেখিতো ভূবন কেমনে গঠন গগনে ধ্বনিত সুর। 🇧🇩🌍আমি হতাম যদি বিশ্বলয়ে বিদ্রোহী নজরুল, যদি ঐ বিধাতা করতো ক্ষমা আমার সকল ভুল! - - -
কী গভীর বর্ণমালায় লেখা চিঠি ! আর কী চমৎকার তার পাঠ !
প্রিয় কবির বেদনাময় বানি গুলো সুনলে দু,চোখের কোনা দিয়ে জ্বল বের হয়ে আল্লাহ পাক রাব্বুল আলামীন প্রিয় কবিতার কবি কে জান্নাতে নসিব করুক
হৃদয় ভিজে গেল,,, অসাধারণ আপনার পাঠ।
অনেক অনেক ধন্যবাদ
এত চিঠি নয় এ তো এক হৃদয়বিদারক ক্লান্তি লগ্ন
চমৎকার আপনার বলা এবং তুলে ধরা!
অনেক অনেক অনেক ধন্যবাদ
আমার মত কঠিন হৃদয়ের লোকটাও কেদে পেল্লাম। 😢
গভীর শ্রদ্ধাঞ্জলি হে!!সাম্যের কবি নজরুল।
নার্গিসের ভালোবাসা রইলো!!! আমার তরফ থেকে।
#Rj Sajjad
অসাধারণ !!!
অসাধারণ ❤!!!
অনেক অনেক ধন্যবাদ ভাই
আপনার কন্ঠে জাদু আছে। ভীষণ সুন্দর।
ভাই অনেক ভালো থাকবেন
অসম্ভব সুন্দর আবৃত্তি। সাবস্ক্রাইব করে পাশে রয়ে গেলাম। বন্ধু হতে চেয়ে হাত বাড়ালাম।
যারে হাত দিয়ে মালা দিতে পার নাই
কেন মনে রাখো তারে!
ভুলে যাও ভুলে যাও তারে একেবারে!
ভালো লাগলো ভাই
ভালো থাকবেন ভাই
আর আমারে লইয়া খেলো না নিঠুর খেলা
শত কাঁদিলেও ফিরিবে না আর সে শুভ লগনের বেলা😭😭😭
দারুন লাগলো আপনার উপস্থাপন। পাশে আছি ছিলাম থাকবো চিরকাল আশাকরি পাশে পাবো চিরকাল। ধন্যবাদ আপনাকে পাশে থেকে আমাদের মাঝে সময় দেয়ার জন্য।
অনেক ধন্যবাদ ভাই
প্রিয় মানুষটিকে হারানুর বেধনা কখনো ভুলা জায়না।।
মুগ্ধকর ❤️
আমার প্রিয় কবি
অপুর্ব
অসাধারণ
আমার কেনো কেবল কান্না পায় এসব শুনলে! 😔
আপনি খুব ভালো তাই!
কবি নজরুল ইসলাম পেম্
অনেক ধন্যবাদ ভাই
মন কারা বাণী
অনেক ভালোলাগলো!
অনেক অনেক ধন্যবাদ ভাই
Please give post about full history of Nargis tragedy of love and loss . Woman is our guide liner but always deprived in all aspects.
তুমি ভুলে যেও না আমি কবি,
আমি আঘাত করলেও ফুল দিয়ে আঘাত করি।🌺
অসম্ভব ভালো লাগছে এই লাইন টা।❤️❤️
🇧🇩🌍তুমি ক্ষমা করে দিও বন্ধু আমায় দিওনা অভিষাপ, শ্রষ্টা খেলেছে সৃষ্টি খেলা গোছিয়ে সকল পাপ।
🇧🇩🌍তুমি জানবে না কভু তোমারই চোখে আমার স্বপ্ন আঁকা! তোমারই চোখে বিশ্ব নবীর ফাতিমাকে দেখা!
🇧🇩🌍তুমি হতে যদি বিশ্বলয়ে মানবতার নূর, তবে দেখিতো ভূবন কেমনে গঠন গগনে ধ্বনিত সুর।
🇧🇩🌍আমি হতাম যদি বিশ্বলয়ে বিদ্রোহী নজরুল, যদি ঐ বিধাতা করতো ক্ষমা আমার সকল ভুল!
- - -
🥰🥰🥰
💖💖💖💖💖💖💖💖💖💖
ফজিলাতুন্নেছা এর প্রভাব ছিল না, কবীর জীবনে?
রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে!!
হেকবি তুমার পত্র জমা দিয়েছো।বহুপ্রিতম মননে।শুভেচ্ছা, জানিয়ে ছোট করবনা নার্গিস। দিয়েছো সূর্য দক্ষিণে,শুধু ক্ষরণ।
Please give post about full history of Nargis tragedy of love and loss . Woman is our guide liner but always deprived in all aspects.