ফজিলাতুন্নেসাকে না পাওয়ার ব্যাথায় লিখা কাজী নজরুল ইসলাম এর একটি চিঠি। । Chowdhury Nazmul Parvez ।।

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 241

  • @surabitan-1550
    @surabitan-1550 3 года назад +80

    এই চিঠি ইউটিউবে আগেও শুনেছি হয়তো। এবার শুনলাম আবার। কি কঠোর কঠিন জীবন সংগ্রাম বিদ্রোহী কবির। প্রেম প্রকৃতি মিলিয়ে তাঁর সঙ্গীত সৃষ্টির মাধ্যমে প্রেমের ফল্গুধারা বয়ে গেছে। হাজারো সালাম কবি।

  • @zamzamholymedia4357
    @zamzamholymedia4357 2 года назад +8

    নজরুল চলেগেলেন এক অজানা ঠিকানায় আর আমাদের জন্য রেখে গেছেন অনেক স্মৃতি,,,,সেলুট, নজরুল ইসলাম আপনাকে।
    , আমরাও একটা দিন চলে যাব নজরুলের পথ ধরে,,,,, জানিনা পরবর্তীতে মানুষ মনে করার মতো কোনো স্মৃতি রেখে যেতে পারি কিনা!

  • @mdnurulafcer8701
    @mdnurulafcer8701 2 года назад +32

    কবির প্রেমের প্রতি,,গভীর শ্রদ্ধ ও সম্মান জানাই

  • @saifulislam3884
    @saifulislam3884 3 года назад +19

    অসম্ভব প্রেমাসিক্ত ভাষা ।ভালোবাসার কবি। মানবতার কবি। আল্লাহ আপনি তাকে ভালোবাসবেন।এটাই আমাদের চাওয়া।

  • @akashahmed6704
    @akashahmed6704 2 года назад +3

    সত্যিই কবির প্রেমের তুলনা হয় না। সেলুট তোমায় বিদ্রোহী।

  • @sajedurrahman2376
    @sajedurrahman2376 3 года назад +47

    কবির প্রেমের প্রতি শ্রদ্ধা ❤️

  • @emni8560
    @emni8560 2 года назад +22

    প্রিয় স্যার,
    বাংলা সাহিত্যের ছাত্র আমি। কিন্তু সাহিত্যের নিযার্স পাইনি কখনো! খুঁজেছি বহুকাল, তবুও পাইনি। কিন্তু আজ আপনাকে শুনেছি মন ভরে, পুরোটা সময় ধরে। ধন্যবাদ না দিয়ে পারছি না। ধন্যবাদ প্রিয় স্যার।

    • @mahfuzmithun5991
      @mahfuzmithun5991 2 года назад +4

      এটা হাস্যকর ব্যাপার! বাংলা সাহিত্যের নির্যাস পাওয়ার মতো পরিপক্ক জ্ঞান আপনার হয়নি।

  • @abdussobhan4384
    @abdussobhan4384 3 года назад +18

    অসাধারণ এই চিঠি। এমন চিঠি এর আগে সারা বিশ্বের কেউ লিখেছেন কিনা আমার জানা নেই। তবে আমার দৃঢ় বিশ্বাস,প্রেমে পড়ে প্রেমিকার কাছে এমন হৃদয় উজাড় করে চিঠি আজও কেউ লিখতে পারেননি এবং ভবিষ্যতেও কেউই লিখতে পারবেন না। আমার প্রিয় কবি, বিদ্রোহী কবি,প্রেম বিরহের কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই চিঠি বিশ্বের সেরা এবং শেষ চিঠি। কবি তুমি যেখানেই থাকো না কেন ভালো থেকো এই কামনা করি। হে আল্লাহ্, তুমি এই ক্ষণজন্মা কবিকে জান্নাতের সর্বোচ্চ মহলে স্থান করে দিও।কবির প্রতি রইলো হৃদয় নিংড়ানো শুভেচ্ছা।

  • @sb.mamunislam31561
    @sb.mamunislam31561 3 года назад +25

    ওপাড়ে বসিয়া পাটে, কেন যে আসনা ঘাটে।
    অধরে বসিয়া হাই,
    নজরুল তোমারে শ্রদ্ধা জানাই।
    তোমরা বলে দিও তারে,
    কভুনা আসে মোর ধারে।
    আমি ভালোবাসি আজ ও তারে।

  • @AdvBiplob
    @AdvBiplob Год назад +1

    এই ইতিহাস জানা ছিল। তবু আপনার বর্ণনায় শুনে মুগ্ধ।

  • @milonbhuiyan4373
    @milonbhuiyan4373 3 года назад +30

    অপূর্ব উপস্হাপনা।কবির প্রতি আমার বিন্রশ্রদ্ধা।

    • @chowdhurynazmulparvez1880
      @chowdhurynazmulparvez1880  3 года назад

      অনেক ধন্যবাদ!

    • @abdulhakim306
      @abdulhakim306 2 года назад +2

      এই এক তরফা প্রেমে ব্যার্থ হয়ে নজরুল ফজিলাতুন নেছাকে লিখেছিলেন,
      "তুমি মোরে ভুলিয়াছ তাই সত্য হোক।
      নিশি শেষে নিভে গেছে দীপালি আলোক!
      সত্য হোক প্রিয়া
      দীপালি জলিয়াছিল গিয়াছে নিভিয়া...!

  • @anasristimithu8263
    @anasristimithu8263 4 месяца назад +1

    অনেক বার পড়েছি,পাঠ করেছি,, অনেক বার শুনেছি,,,ভীষণ ভালো লাগলো আপনার কণ্ঠে।

  • @Mdmehedihasan-jl9rh
    @Mdmehedihasan-jl9rh Год назад +3

    আল্লাহ তুমি নজরুল কে ভালো রেখো

  • @mdkmal6250
    @mdkmal6250 2 года назад +6

    প্রিয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি এই অধম হৃদয়ের সুগভীর ভালোবাসা শ্রদ্ধা জানাই বিনম্র চিত্তে কবির পুষ্প কমল যুগল চরণে চর্ম চোখে দেখিনি যারে হৃদয়ের গহীনে দিয়েছি ঠাই তারে নিভৃত যতনে লালন করে রেখেছি মনেরও কাননে

  • @sumangias6554
    @sumangias6554 2 года назад +10

    কবিদের কবি তুমি মহা কবি কাজী নজরুল ইসলাম।

  • @hkmonju7902
    @hkmonju7902 2 года назад +9

    কাজি নজরুল ইসলাম কে সত্যি মন থেকে ভালোবাসি

  • @AbdulAlim-qj7nr
    @AbdulAlim-qj7nr 3 года назад +8

    প্রেমের কবি,মানব প্রেমি
    কবি নজরুল,
    এ জগৎ এ তার সাথে
    হয় না কারো তুল।
    --- আঃ আলীম

  • @Muhib_recitation
    @Muhib_recitation 2 года назад +2

    ভীষণ সুন্দর লাগলো।
    আজ প্রথম যুক্ত হয়ে নতুন বন্ধু হলাম।

  • @khorshed-alampatwary5367
    @khorshed-alampatwary5367 2 года назад +30

    ২০২১ সাল ’ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ’, “বিদ্রোহী” কবিতার শতবর্ষ পূর্তি।

  • @kumarkanchan5057
    @kumarkanchan5057 2 года назад +2

    একতরফা ভালোবাসা ভীষণ বেদনার জন্ম দেয়

  • @capitaldhakatv3980
    @capitaldhakatv3980 2 года назад +17

    নজরুল মহান কবি। কিন্ত বিবাহিত হয়ে একই কাজ অন্য কেউ করলে সেটাকে লাম্পট্য বলা হতো।
    আর নজরুলের ক্ষেত্রে বলা হচ্ছে ‘‘ প্রেম “”

    • @aouladhossen5691
      @aouladhossen5691 2 года назад +1

      Right

    • @dr.mntabassummohona852
      @dr.mntabassummohona852 Год назад +1

      Ekdom..

    • @রূপশ্রীরখেলাঘর
      @রূপশ্রীরখেলাঘর 5 месяцев назад

      কারন লম্পটে এমন কাব্য সুষমাময় চিঠি লিখতে পারবে না।প্রেম আর লাম্পট্যে বিভাজিকাটা এখানেই।লম্পটের আবেগ শুধু দেহকেন্দ্রিক।কবি সেই আবেগকে দেহাতীত শাশ্বত সৌন্দর্য্য দান করতে পারেন।কবি তাই প্রেমিক হয়।আর লম্পট কোনোদিন কবি হতে পারে না।

  • @narayanganjinfo9020
    @narayanganjinfo9020 2 года назад +10

    কবি তোমার আর আমার জীবনে এক সুপ্ত মিল।যদিও আমি নগন্য

  • @ErrorTribute
    @ErrorTribute 3 года назад +13

    মনে পড়ে ছাত্র জীবন মনে পড়ে কিশোর জীবন আর মনে পড়ে ফেলেআশা সোনালী দিন গুলোর কথা শুধু স্মৃতি হয়ে তাড়িয়ে বেড়ায়।শুকিয়ে যাওয়া নদীর মোহনায় যেখানে হাটবাজার আর বিদুতের বাতিরআলো সবকিছু হাড়িয়ে যায় সৃতির অন্তরায়।

  • @blusky4732
    @blusky4732 Год назад

    খুবই অসাধারণ সুন্দরভাবে আপনি কবির লেখা পএটি পাঠ করলেন।

  • @SabinaSeraj90
    @SabinaSeraj90 3 года назад +9

    ভীষন ভালো লাগলো আবৃত্তি!
    শুভেচ্ছা ও শুভ কামনা অবিরাম 🌹🌺🌹

  • @deephossain7213
    @deephossain7213 3 года назад +8

    কবির চিরকুটের মুগ্ধ স্মৃতি
    হয়ে রইলাম। 💔💔💔

  • @khairulhdmedia889
    @khairulhdmedia889 2 года назад +6

    কাজী নজরুল ইসলাম আমার প্রিয় কবি...

  • @alomgirhossain692
    @alomgirhossain692 2 года назад +4

    কবি কাজী নজরুল ইসলাম এর জন্য শ্রদ্ধা ❤️

  • @shajalalsojib9691
    @shajalalsojib9691 2 года назад +1

    নজরুলের কথাগুলো যখন শুনি তখন মজে যেন কথাগুলো আমার কথা স্বীয় আমার মুখ দিয়ে বের হচ্ছে।

  • @saswatisashmalmusic9175
    @saswatisashmalmusic9175 Год назад +1

    Asadharan🙏🙏🙏 priyo kobir proti sroddha🙏🙏🙏🙏

  • @pratimaganguli5119
    @pratimaganguli5119 Год назад +1

    Je video ta koreche take onek dhannyobad o aashirvad janai.

    • @chowdhurynazmulparvez1880
      @chowdhurynazmulparvez1880  Год назад

      অনেক অনেক ধন্যবাদ দিদি, ভয়েস, ভিডিও এবং এডিটিং সবই আমি নিজে করি। ভালো থাকবেন।

  • @sweetyroyvoiceofheart
    @sweetyroyvoiceofheart 11 месяцев назад +1

    আবেগঘন। খুব সুন্দর কন্ঠ স্বর আপনার। অনেকখানি ভালো লাগলো।

    • @chowdhurynazmulparvez1880
      @chowdhurynazmulparvez1880  11 месяцев назад +1

      এত ভালো করে বললে তো, মন জুড়িয়ে যায়। ভালো লাগলো খুব।

    • @sweetyroyvoiceofheart
      @sweetyroyvoiceofheart 11 месяцев назад

      ​@@chowdhurynazmulparvez1880😊

  • @kazimahinoor9676
    @kazimahinoor9676 Год назад +4

    ওই দিকে নার্গিস কবির অপেক্ষায় মরন পথে।হায়রে প্রেম।

  • @soyebnarayanganj9564
    @soyebnarayanganj9564 2 года назад +11

    একটাই কথা বলবো, কষ্টো টাও এতো সুন্দর হতে পারে?

  • @helaluddin56789
    @helaluddin56789 Год назад

    হাজারো শ্রদ্ধা, হে প্রিয় কবি

  • @nusratkamal9884
    @nusratkamal9884 5 месяцев назад

    সশ্রদ্ধ শ্রদ্ধা !!!
    অকুণ্ঠ ভালোবাসা !!!

  • @mdshojib1156
    @mdshojib1156 2 года назад +3

    চমৎকার আবেগঘন ব্যক্ত করেছেন কবি।

  • @shahsojib9595
    @shahsojib9595 2 года назад +6

    সূর্যের আলো মেঘ ঢেকে রাখে,
    হৃদয়ের ব্যথা চাপা পড়ে থাকে।
    প্রেমের সমুদ্র যেন মহা সাগর,
    যার কোন নেই শেষ এটি এমনতর।

    • @shahsojib9595
      @shahsojib9595 2 года назад

      অনেক অনেক ভালোবাসা,
      শুভেচ্ছা ধন্যবাদ,
      কবিদের মুখে আছে
      প্রলাপ প্রলাপ।

  • @Achine.2776
    @Achine.2776 2 года назад +4

    চমৎকার আবৃত্তি। কবি'র প্রতি শ্রদ্ধা আর ভালবাসা। ♥ ♥ ♥

  • @sakhawatkhan3993
    @sakhawatkhan3993 2 года назад +2

    আপনার উপস্থাপনা অসাধারণ

  • @helaluddin4913
    @helaluddin4913 2 года назад +3

    নজরুলের হৃদয় বিদারক ভালোবাসার কথা❤️❤️❤️

  • @tarikhasan1498
    @tarikhasan1498 2 года назад +2

    কি অসাধারণ লিখনি😲অাবৃত অসাধারণ 🥰

  • @mohiuddin778
    @mohiuddin778 2 года назад +12

    কবির প্রতি হাজারো শ্রদ্ধা, হে প্রিয় কবি তুমি নেই এ ধরায়।

  • @shohanurrahman2547
    @shohanurrahman2547 Год назад +1

    অসম্ভব সুন্দর

  • @mdshuvo9506
    @mdshuvo9506 2 года назад +36

    প্রেম মানে না পাওয়া, কষ্ট আর শুধু বেদনা, ইসলামে এ জন্য ই হয় তো প্রেম হারাম ! ইসলামে যা হারাম সত্যি ই তাতে প্রকৃত, স্থায়ী সুখ নেই।
    ভালো থাকতে ভালো কিছু লাগে না!!
    ২০২২

    • @hosnearabegum2895
      @hosnearabegum2895 2 года назад +2

      To u Manu's premepore

    • @mdshuvo9506
      @mdshuvo9506 2 года назад +1

    • @mdshuvo9506
      @mdshuvo9506 2 года назад +1

      জি, এটাই প্রকৃতি।

    • @anikhossain7290
      @anikhossain7290 2 года назад +1

      ভাই প্রেম হাড়ামনা হাড়াম অবৈধ প্রেম যার সাথে দেখা দেওয়া জায়েয নেই।।।।।।
      যত ওলী, আউলিয়াদের নাম শুনেছেন তারা সবাই ছিল আশেক বা প্রেমিক যা ছিল শধুই মহান রবের জন্য তাদের ওঠা ,বসায় ,চলায় ফিরায় শুধুই মহান রবের ধ্যান ছিল তার প্রেমের সীমাহীন নূরে তারা ডুবে থাকতো এবং তার হুকুম আহকাম কে পরিপূর্ণ করার মাধ্যমেই প্রভুর নৈকট্য অর্জন করত।

    • @golammustafijurrahman2997
      @golammustafijurrahman2997 Год назад +1

      K boleche Prem islam a haram ....premer nam a jesob kukirti kora hoi seta islam a haram....

  • @homairatazsetu6818
    @homairatazsetu6818 2 года назад +2

    অনুভূতিগুলো কত সুন্দর ভাবে উপস্থাপন....

  • @jahirulalam8421
    @jahirulalam8421 3 года назад +7

    ’তারে বলে দিও সে যেন আসেনা আমার দ্বারে।’ শ্রদ্ধা জানাই।

  • @MdMahediHasan-c3f
    @MdMahediHasan-c3f 2 года назад +2

    কবির প্রেমের প্রতি শ্রদ্ধা রইলো।

  • @rejaulkarim6781
    @rejaulkarim6781 3 года назад +8

    My favorite poet kazi nazrul Islam 🥰🥰

  • @habibaeva1423
    @habibaeva1423 2 года назад +1

    কন্ঠ এবং আবৃত্তি চমৎকার ছিলো🌹

  • @asmakhanammukta712
    @asmakhanammukta712 2 года назад +4

    একাকী ভালোবাসায় অনেক বেশি শ্রদ্ধা ভক্তি আছে। কিন্তু পাওয়ার মাঝে কোন অবশিষ্ট থাকে না।ভালোবাসা মানে দাঁড়ায় তখন বেদনা। থাকেনা কোনো ভক্তি শ্রদ্ধা। ভালোবাসায় সফল না হওয়ায়ই ভালো।

  • @lipikadebnath9846
    @lipikadebnath9846 Год назад +1

    অসাধারণ 🙏🙏

  • @md.ahsanhabibheadmaster5923
    @md.ahsanhabibheadmaster5923 3 года назад +6

    সুন্দর!সুন্দর! সুন্দর হে কবি!

  • @ishanraj6474
    @ishanraj6474 2 года назад

    কাথাগুলো মুগ্ধ হয়ে শুনছিলাম।

  • @nowrazahmedmusfak
    @nowrazahmedmusfak 3 года назад +9

    বাহ্ কবি!
    কবির প্রেমের চিঠির মধ্যে নিজের অনুভূতি গুলো
    মিশে গিয়ে একাকার হয়ে কোথায় যেনো স্পর্শ করলো।

    • @syedhabib636
      @syedhabib636 3 года назад

      ruclips.net/video/gd2wJY_DRfU/видео.html&ab_channel=Md.MansurAliBiswas Aamr oh...

  • @roholamin2171
    @roholamin2171 Год назад +1

    Premer Guru ❤

  • @Salmapremkobi
    @Salmapremkobi 2 года назад +1

    Valobasha manay kosto😰😰suvo kamona allah theka jannatul Firdaus dan korun amin

  • @mdnoyonislammoni3303
    @mdnoyonislammoni3303 2 года назад +13

    কবি গুরু নজরুল ❤❤❤❤

  • @jamirulislam2289
    @jamirulislam2289 2 года назад +10

    মুগ্ধ হলাম🥰🥰

  • @ArifHossain-ki6nu
    @ArifHossain-ki6nu 3 года назад +4

    আমার প্রাণের কবি নজরুল ইসলাম

  • @bijayshankarofficial
    @bijayshankarofficial Год назад +1

    Darun 👌👌❤❤

  • @rubelbhuyan5299
    @rubelbhuyan5299 2 года назад +1

    Masha Allah

  • @sajibsarker1871
    @sajibsarker1871 3 года назад +7

    আমি কুমিল্লার দৌলতপুর তার প্রথম প্রেম বউ, সৈয়দা কানম, ওরুপে, কবির ভাষায় নার্গিসের বাড়িতে গিয়েছিলাম, কবির সেই নার্গিসের সাথে বাসর ঘরের ( যে বাসর ঘর অসমাপ্ত হয়েছিল) খাট টা এখনো সেই আগের মতোই আছে , 😓

    • @ziakhan6256
      @ziakhan6256 2 года назад +3

      প্লিজ কেউ আমাকে বলবেন।নার্গিসের কি দ্বিতীয় বিয়ে হয়েছিল? তাঁর কি কোন সন্তান আছে বা ছিল? ওনি সমস্ত জীবন কি দৌলতপুর মামার বাড়িতেই কাটিয়েছিলেন? ধন্যবাদ ভাই।

    • @sajibsarker1871
      @sajibsarker1871 2 года назад +3

      @@ziakhan6256 হুম উনার পরে আবার বিয়ে হয়েছিল, ঢাকায়, তারপর ওখান থেকে আমেরিকায় চলে গিয়েছেল উনার ছেলের কাছে, এবং বাকি টা জীবন উনি ঢাকা আমেরিকায় থেকেছেন,মাঝে মধ্যে উনি দৌলতপুর গিয়েছেন,তবে উনার কয় ছেলে মেয়ে ছিল তা জানি না,

    • @ziakhan6256
      @ziakhan6256 2 года назад +1

      @@sajibsarker1871 ,, ধন্যবাদ।

  • @NurulIslam-yi1pi
    @NurulIslam-yi1pi 2 года назад +2

    হায় কবি।কে তোমায় করেছে অবহেলা। কে বুঝে নি তোমায়।কত নিষ্ঠুর সে!

  • @shafiqnohor
    @shafiqnohor 3 года назад +9

    চমৎকার হয়েছে ।

  • @sarkaraltaf5457
    @sarkaraltaf5457 2 года назад +1

    Think. Congratulations . You tib

  • @mdgaziurrahman7778
    @mdgaziurrahman7778 2 года назад +2

    হাজারো সালাম প্রিয় কবি তোমায়।

  • @tanzinaislam1234
    @tanzinaislam1234 2 года назад +1

    That is amazing
    For Love history
    Poet of Kazinozrul islam

  • @maryhowlader3919
    @maryhowlader3919 2 года назад +4

    আমার প্রথম প্রেম।
    আমি কিশোরী যখন বার বছর ,কি তের
    তোমার সাথে আমার প্রেম হলো,
    তোমাকে জানান হলো না।
    তোমার সাথে দেখা হলো না।
    মুগ্ধ হয়ে চেয়ে আছি, অপলক দৃষ্টিতে। কি সুন্দর লাগছে তোমাকে।
    প্রান প্রিয় মানুষটির সাথে দেখা করার উপায় কি নেই, কোন ভাবে।
    আমি তো জানতাম না তখন তুমি কে।
    তোমার একটা ছবি, আছে আমার কাছে,
    কোন ঠিকানা জানা নেই,
    কোথায় তোমার ঘর কোথায় তুমি থাক।
    ছোট বেলায় চিনতাম দুঃখু মিয়া নামে,
    তখন তো বুঝি নাই, এই সেই তুমি।
    কি অপরূপ সৌন্দর্যের প্রতিরূপ।
    মাথায় ঝাকরা চুল, গোলগাল গাল দুটো,
    রংগি ন ঠোঁট, চারিদিকে ফুল জরানো।
    ভাবছি আবেগে ভেসে ভেসে স্রোতের ঢল নামে হৃদয়ে।
    কি অদ্ভুত টান অনুভব করছি, এর আগে কখনো কাউকে দেখে এমনটি হয়নি। ।
    আমি কেঁদে কেঁদে চোখের জল ঝরাই।।
    প্রার্থনা করি।
    হে ঈশ্বর আমায় তুমি তার সন্ধান এনে দাও।
    একবার নয়ন জুরাই, তাকে দেখে।
    আজো ভালবাসি তোমায়,,
    হয়তো আমার দেখা হবে,
    পর জনমে।।
    তোমার দেহ খানি মলিন দেখেছি যেদিন, মৃত্যু কেরে নিয়েছে তোমার প্রান।
    নিদারুণ যন্ত্রনা, সীমাহীন।
    আজ ও ব্যথা লাগে অন্তরে।
    ছবিটার দিকে তাকিয়ে বার বার হাত বুলিয়ে দেই, তোমার ঐ চোখে।
    মনে হয়, তুমি তাকিয়ে আমার দিকে হাসছো, ভালো বাসি বলে।।
    তোমার লেখা কত কবিতা,
    গল্প ছরা, আর গান,
    আজ ও শক্তি আমর ,
    সে যেন আমার জীবনের নিঃশ্বাস ।
    তুমি নীরব করে কবি,
    আমার প্রানে, শুধু ই নজরুল।
    তোমার জন্ম দিন, তোমার মৃত্যুর দিন,
    মনে পড়ে, সব সময়,
    তা তে নেই কোন ভুল।।
    ।।প্রেম মানে হৃদয়ের গভীরে মোচড়ানো টান, টগবগে ফুটন্ত ফুল
    লাল গোলাপ।।
    চুম দিয়ে যাই, আমি আজো, তোমার ঐ করলে।।।

  • @mdmohuborrahman4710
    @mdmohuborrahman4710 2 года назад +3

    আপনার আবৃত্তি গুলো অনেক ভালো লাগে
    যদি আমি একটা কবিতা দেই তাহলে কি আবৃতি করে দিতে পারবেন

  • @বাউলাসোহেল
    @বাউলাসোহেল 2 года назад +4

    লোকালয়ে আছি তবুও, দু ফোঁটা লবণাক্ত জল গড়িয়ে পড়ল পায়ের কাছে।

  • @Shakir-rh8cu
    @Shakir-rh8cu 2 года назад +2

    Love it I love . love is Almighty.

  • @মোফিরোজআহমেদ-ঝ৯ব

    ভাই আপনার কন্ঠটা অনেক সুন্দর মাঝেমধ্যে কিছু কবিতা ছারবেন♥️♥️♥️♥️♥️🌹🌹🌹

  • @masumbella549
    @masumbella549 2 года назад +13

    একতরফা ভালবাসাটা আসলেই বেদনার🤔

  • @bengalivloggerpriyanka5875
    @bengalivloggerpriyanka5875 3 года назад +8

    খুব ভালো লাগলো আবৃত্তিটা।

  • @golammorshed1636
    @golammorshed1636 2 года назад +5

    কিশোরী নাহারকে নিয়ে,সূফী কাজী নজরুল ইসলামের, কবিতাটি,আবৃতি করার আহ্বান রইলো।।

  • @tapatiduttabijali1105
    @tapatiduttabijali1105 3 года назад +5

    এসব কবিতা শুনে মনভরে গেল।

  • @prottasabiswas208
    @prottasabiswas208 2 года назад +4

    আমি এই কাহিনী টা অনেক বার শুনেছি। অনেক ভালো লাগছে

  • @mdfaysal6845
    @mdfaysal6845 2 года назад +2

    Excellent experience

  • @BTSArmy-jp8tv
    @BTSArmy-jp8tv 2 года назад +3

    One sided love is the most purest thing

  • @শচলতরী
    @শচলতরী 2 года назад +2

    অসাধারন

  • @rumihasan4531
    @rumihasan4531 Год назад +1

    ❤️❤️❤️

  • @khorshedalam5921
    @khorshedalam5921 2 года назад +3

    বর্তমানে যাকে কাজী নজরুল নলা হয়, তার নাম জাগ্রত কবি মুহিব খান।
    ইঞ্চি ইঞ্চি মাটি গানের লেখক গায়ক।

  • @mdzahid7499
    @mdzahid7499 2 года назад +2

    অসাধারন সৃষ্টি

  • @fazlulhoque6674
    @fazlulhoque6674 3 года назад +22

    দুঃখ বেদনায় ভরা ব্যথিত কবি উগরে দিয়েছিলেন কাব্য কবিতা গল্প উপন্যাসের মাধ্যমে অচলায়তন সমাজে ৷ তার মূল্য আজও কি আমরা বুঝেছি?

  • @Checksvlogs5237
    @Checksvlogs5237 2 года назад +3

    প্রিয় এক মাত্র কবি

  • @actionbd5980
    @actionbd5980 3 года назад +2

    খুব সুন্দর হয়েছে।

  • @anmonasobuz5597
    @anmonasobuz5597 3 года назад +5

    চিঠিটা প্রায়ই সুনি,, আর যত সুনি ততই সুনতে ইচ্ছা করে,,, 💗💗💗

  • @nurunnaharrahman7205
    @nurunnaharrahman7205 2 года назад +2

    অসাধারণ।

  • @ayubali3354
    @ayubali3354 2 года назад +3

    তিনিই শুধু বুঝেছিলেন! রোদেলা দিন তার ফিরে আসেনি

  • @habibhabibe2807
    @habibhabibe2807 2 года назад +2

    কি অসাধারণ প্রেম♥️♥️

  • @rajeebhussain
    @rajeebhussain Год назад +1

    Aha

  • @mdibrahimmiah3977
    @mdibrahimmiah3977 2 года назад +5

    মনে হয় এটা জনাবা ফজিলাতুন্নেসা বেগম কে উদ্দেশ্য করে লেখা নয়,কেননা উনি ছিলেন প্রথম স্নাতকের মুসলিম শিক্ষার্থী আর যাকে উদ্দেশ্য করে লেখা তিনি হিন্দু ছিলেন।পত্রের একটি লাইনে লেখা ছিলো তার পায়ে শস্রদ্ধ নমস্কার রইলো।

    • @bioflocfishfarmbd3028
      @bioflocfishfarmbd3028 2 года назад

      Vai age adab, nomosker bolto, tips sultan, akber the great movie te Muslims gon tai bolto.

  • @faruqueahmed4363
    @faruqueahmed4363 3 года назад +3

    Outstanding, unparallel really Nazrul is unparallel and unique. All are history and literature now.OK.

  • @khurshidalamsk9852
    @khurshidalamsk9852 3 года назад +5

    Beautiful ❤️

  • @wadudapon2436
    @wadudapon2436 2 года назад +15

    ফজিলাতুন্নেছা নজরুল এর প্রেমে পরেন নি,সুতরাং, তিনি নজরুল এর প্রেমিকা নন,

    • @mobasherrashedin5668
      @mobasherrashedin5668 Год назад

      তবে তিনি নজরুলের ক্রাস ছিলেন

    • @mbsaddam3463
      @mbsaddam3463 Год назад +1

      Tobee aktorfa prem bolee to kisu asee to vai

  • @Nehan884
    @Nehan884 3 года назад +1

    Love From Bangladesh 🥀😔💔

  • @iqbalhossain7645
    @iqbalhossain7645 3 года назад +6

    মিরজা আসাদুল্লাহ আল গালিব আর আল্লামা ইকবালের পর রবীন্দ্রনাথ উ নজরুলের অবস্থান!

  • @mdtofajjalhossain457
    @mdtofajjalhossain457 2 года назад +1

    Supar

  • @nimaidas6281
    @nimaidas6281 3 года назад +1

    অনেক ভালো লাগলো।