ঢালচর- না গেলে আফসোস করবেন | পর্ব ০৯ (শেষ পর্ব) | Belayet Sarder | Mohsin ul Hakim
HTML-код
- Опубликовано: 23 янв 2025
- ঢালচর- না গেলে আফসোস করবেন | পর্ব ০৯ (শেষ পর্ব) | Belayet Sarder | Mohsin ul Hakim
সাগর, নদী, সমুদ্র সৈকত, বিস্তীর্ণ বন মিলিয়ে ছোট্ট দ্বীপ ঢালচর। ভোলার দক্ষিণের এই জনপদে বসবাস কম-বেশি দশ হাজার মানুষের। অধিকাংশই সাগরে মাছ ধরেন। ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ ধরা পড়ে তাদের জালে। পশ্চিমে তাড়ুয়ার দ্বীপ। সেখানে গিয়ে থাকতে পারবেন। উপভোগ করতে পারবেন প্রকৃতির অপার সৌন্দর্য।
আমরা বিদায় নিচ্ছি। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। ঢালচরের মতো সেখানকার মানুষেরাও আন্তরিক। ওখানে না গেলে আফসোস করবেন।
(সফরটি ছিলো অক্টোবর মাসের প্রথম সপ্তাহে)
#mohsinulhakim #Sandwip #sundarbans
#belayetsarder #hilshafish #DhalChar #Bhola
Like Mohsin-UL Hakim on
Facebook / mohsinsundarban
Enjoy and stay connected with me:
Subscribe to Mohsin-UL Hakim on :
RUclips / mohsinulhakim
Like Mohsin-UL Hakim on
Facebook / mohsinsundarban
Instagram ID: / mohsinulhakim
#Pirates_of_Sundarbans #Mohsin_UL_Hakim
জেলার সাথে জেলার নানান ধরনের পার্থক্য থাকতেই পারে কিন্তু আন্তরিকতা, মানবিকতা,আতিথিয়তার প্রশ্নে শাহাবুদ্দিন ভাইয়ের প্রশস্ত বুকে প্রশান্তির হাসি আমাদের অনেক কিছু শিক্ষা দেয়❤❤ ঢালচরের সকলের জন্য শুভকামনা ও কৃতজ্ঞতা 💐💐দারুন উপভোগ করছি এবারের ভোলা সফর👍👌 ধন্যবাদ 🥰
সত্যিই তাই
wellcome to Bhola sir.love from paris@@MohsinULHakim
মুহাম্মদ শাহাবুদ্দিন ভাইয়ের কথা খুব ভাল লাগলো, আল্লাহ ভাইয়ের জীবনে বরকত দান করুক।
আমিন
সাহবুদ্দিন ভাইয়ের মনটা সত্যি অনেক বড়ো।
সাবুউদ্দীন ভাইয়ের কথা খুবই সুন্দর। মানুষ ভালো ❤❤❤
লোকটা সহজ,সরল, সৎ।একেই বলে মাটির মানুষ।
পুরো সফরে শাহাবুদ্দিন ভাইয়ের প্রসস্থ হাসিটাই আমাকে মুগ্ধ করেছে।
দারুন। সাহাবুদ্দিন ভাইয়ের কথায় বোঝা যায় জেলে ভাইরা কতো উদার।
আসসালামুয়ালাইকুম দাদা, বিনীত অনুরোধ সালাম ,বিসমিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ কথা গুলোর ব্যবহার করার জন্য, 🙏🙏❤❤ভালোবাসা অবিরাম, আল্লাহ সবাইকে রাখুক,সুস্থ রাখুক এই দোয়া করি
এই ঢালচর এর সিজন অনেক ভাল লেগেছে, ধন্যবাদ মহসিন ভাই, ভালো থাকবেন।
ধন্যবাদ ভাই ♥
ফি আমানিল্লাহ, আল্লাহ আপনাদের ভালো রাখুক এই কামনা ❤❤❤
শাহাবুদ্দিন ভাইয়ের হাসি এভাবেই অমলিন থাকুক
অসম্ভব ভালো লাগলো পর্ব গুলো,,, জায়গা টার প্রেমে পড়ে গেলাম,,, অপেক্ষায় রইলাম দূর্বলার চরের মৌসুম দেখার... ❤
ধন্যবাদ ভাই ♥
সত্যি অসাধারণ আতিথেয়তা ও পর্যটন এলাকা ভেদে ভিন্ন ভিন্ন স্বাদের জন্য আকর্ষণীয় ❤❤
সত্যিই তাই
সুন্দর বন সব সময়ে সেরা
ঢালচর ছোটো হলেও ভালো লাগছে।
আল্লাহ সাহাবুদ্দীনের জালে বারাকা দিক বারাকআল্লাহুম ফী
অসম্ভব ভালো লাগার কিছু এপিসোড দেখলাম! সহজ সরল জীবন যাপন মাসআল্লাহ।নতুন কিছু দেখার অপেক্ষায়। শুভ কামনা
নদী ভাংগনের ভয়াবহতার কথা তারাই বুঝতে পারে যারা ভাংগনের কবলে পরেছে।
ধন্যবাদ ভাই সুন্দর এর মাঝে মানুষের কষ্টের কথা তুলে ধরার জন্য
ধন্যবাদ ভাই
দোয়া রইলো আপনার জন্য।
সবসময় যেনো আন্ডারেটেড হয়েও গণমানুষের সাংবাদিক হবে থাকতে পারেন।
মহসিন ভাই ভালো থাকবেন। ❤️❤️ বেলায়েত ভাই ভালো থাকবেন। ❤️❤️🇮🇳🇮🇳
♥♥♥
খুব সুন্দর জায়গা খুব সুন্দর ভীষণ মনে ধরেছে জায়গাটা ❤
মোহসিন ভাই আপনার এই সফর অনেক ভাল লেগেছে। ধন্যবাদ।
♥♥♥
আপনাকে অনেক ধন্যবাদ ভাই ভোলা উপস্থান করার জন্য
সত্যিই অসাধারণ এবং অনবদ্য লাগল। বিশেষ আর কিছু বলার নেই। ধন্যবাদ।
♥♥♥
আলহামদুলিল্লাহ আপনার পুরাটি সিজন দেখে খুব ভালো লাগলো আমি আপনার প্রত্যেকটা ভিডিও দেখি
অসংখ্য ধন্যবাদ ভাই
@@MohsinULHakimআপনাকে ধন্যবাদ। নতুন কিছু অপেক্ষায় রইলাম । ফি আমানিল্লাহ
অনেক কষ্ট করেছেন আমাদের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
ইন শা আল্লাহ অবশ্যই দেশে আসলে এইখানে যাবো ❤
ভোলার মানুষের আতিথিয়তা দেখলো বাংলাদেশের মানুষ আপনাদের দ্বারা আশা করি মানুষের অনেকটা ধারণা চেঞ্জ করতে পেরেছেন ।
আমি সারা দেশের মানুষের কাছেই ভালোবাসা পেয়েছি ভাই। ভোলার মানুষ তো অসাধারণ
ঢালচরের ভিডিও গুলো অনেক সুন্দর হয়েছে।
এই সফরটি বেশ উপভোগ করলাম। প্রথমদিনের ঝড় থেকে ঢোলচরের প্রান্তিক মানুষের জীবিকা ইলিশ সব মিলিয়ে ভালো লাগলো। অপেক্ষায় রইলাম সুন্দরবন সিরিষের। ভালো থাকবেন বিলায়ত ভাইয়ের ট্রলার থাকছেতো 😄😄😄🙏🙏🙏🙏❤️❤️❤️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
ধন্যবাদ ভাই
আলহামদুলিল্লাহ খুব ভাল লাগছে।
আসসালামুয়ালাইকুম মহসিনুল হাকিম ভাই আশা করি ভালো আছেন ভাই আপনার এই ঢালচরের পর্ব দেখে কেমন জানি বুকের ভিতর অসম্ভব পরিমাণ কষ্ট লাগলো আমার বাড়ি বরিশালে আমি ভাই ঢালচর 5 বছর ব্যবসা করেছি মাছের 2007 থেকে 2012 সেই সময় হাজার হাজার পরিবার ছিল ওখানে স্কুল ছিল মাদ্রাসা ছিল মসজিদ ছিল হাজার হাজার মানুষ ছিল লোকে লোকারন্য ছিল সেই সময় আনন্দবাজার এর উত্তর দিকের জনবসতি ছিল আপনার এই ডাল চরের এই পর্ব না দেখলে আমি জানতামই না আজকের ডাল চরের এই অবস্থা জানিনা ভাই এই হাজার হাজার পরিবারের মানুষগুলো এখন কই আছে বিশ্বাস করেন ভাই ওখানের মানুষগুলো খুব সরল-সোজা তারা যেখানেই থাক আল্লাহ তাদেরকে সহি সালামতে রাখুন আপনাদের জন্য শুভকামনা রইল
কিভাবে যাবো এই চরে।যোগাযোগ ব্যবস্হা
ঢাকা সদরঘাট থেকে লঞ্চে করে চরফ্যাশন চল কলমি ঘাটে নামবেন ওখান থেকে অটোতে করে কচ্ছপিয়া লঞ্চঘাটে নামবেন ওখান থেকে স্পিডবোট আছে প্রত্যেকদিন একটা লঞ্চ আছে সরাসরি ডালচর গিয়ে নামাবে তাছাড়াও বরিশাল থেকে সরাসরি ভোলা যাবেন ভোলা থেকে সরাসরি চরফ্যাশন চরফ্যাশন থেকে সরাসরি কচ্ছপিয়া লঞ্চঘাট ওখান থেকে ডালচর
ঢাকা সদরঘাট থেকে লঞ্চে করে সরাসরি চরফ্যাশন চর কলমি লঞ্চঘাট নামবেন ওখান থেকে অটোতে করে কচ্ছপিয়া লঞ্চঘাটে নামবেন ওখান থেকে স্পিরিট বোর্ড আছে তাছাড়াও দিনে একবার লঞ্চ আছে লঞ্চে করে ডালচর গিয়ে নামবেন তাছাড়াও বরিশাল থেকে সরাসরি ভোলা গিয়ে নামবে ভোলা থেকে সরাসরি চরফ্যাশন যাবেন চরফ্যাশন থেকে সরাসরি কচ্ছপিয়া লঞ্চঘাট যাবেন কচ্ছপিয়া লঞ্চঘাট থেকে স্পিরিট বোর্ড বা লঞ্চে যাবেন ঢালচর @@msmoeen5270
ওয়ালাইকুম সালাম ভাই। প্রায় পুরোটাই ভেঙ্গে গেছে। হাজার হাজার মানুষ ঘর হারিয়েছে। কিছু মানুষ পশ্চিম দিকে সাময়িক ভাবে আছে। বাকীরা অন্য কোথাও চলে গেছে।
ভীষণ ভালো লেগেছে পুরো সিরিজ টি তবে সরদার সাহেবের ট্রলারের চামচের বারি, ভালো মন্ধ দশ জনার পোলা "সহিদুল কাকু "কে মিস করলাম!
এভাবে আরো নতুন জনপদ দেখতে চাই। ❤❤❤
Amazing season hoyeche Vai. Khub enjoy korechi. 20 plus minutes er episode korar jonno dhonnobad. Valo thakben apnara shobai. Allah SWT apanader safe rakhuk shobshomoy.
শেষ পর্ব শুনেই মনটা খারাপ হয়ে গেল ভাই নতুন সিজনের অপেক্ষায় রইলাম আপনাদের সবার জন্য দোয়া ও শুভকামনা রইল 💝💖🌹🌹
ধন্যবাদ ভাই। আবার দেখা হবে
ভাই আমি সৌদি থেকে দেখছি ভাই আমার খোব ভালো লাগে আপনার এই টুর গুলো আমি একদিন যাব আপনার সাথে আর বেলায়েত ভাইয়ের সাথে ভালো থাকবেন ভাই❤❤
ধন্যবাদ ভাইজান। ভালো থাকবেন ♥
মাস আল্লাহ অনেক সুন্দর লেগেছে জায় গাটা
খুব ভালো লাগলো। পরের সিজন এর অপেক্ষায় রইলাম।
♥♥♥
আপনার ভিডিওর অপেক্ষায় থাকি,আপনার কথা গুলো বিরাট ভালো লাগে।
ধন্যবাদ ভাইজান ♥
ধন্যবাদ ভাই, এত সুন্দর জায়গা দেখানের জন্য। 🌹🌹
প্রকৃতির কথাগুলো মনে মনে রাই
ধন্যবাদ মহসিনুল হাকিম আপনাকে
ধন্যবাদ ♥
অসাধারণ ছিলো ভাই। পুরো সিজনটা উপভোগ করলাম। অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে।
♥♥♥
খুব ভালো লাগলো পুরো সিরিজ টি আপনাকে অনেক ধন্যবাদ 👍
ধন্যবাদ ভাই ♥
সবাটা খুব দ্রুত ফুরিয়ে গেল মনে হলো। অনন্য, অসাধারণ।
সফরটা সুন্দর লাগলো। আপনার চোখ দিয়ে আমরা পুরো ভ্রমণ করে নিলাম। অপেক্ষায় রইলাম পরের সফরের জন্য।
ধন্যবাদ ভাই ♥
অনেক সুন্দর সিজেন উপহার দিলেন ... thank you
♥♥♥
লোকটা অনেক বড় মনের মানুষ
ভাই আসসালামু আলাইকুম ,
অসাধারণ লেগেছে ঢালচরের সিজনটি।
ওয়ালাইকুম সালাম ভাই। অসংখ্য ধন্যবাদ ♥
মনে হয় আপনাদের প্রতিটা সফরের সঙ্গী হতে পারতাম।
♥♥♥
আমার দেখা বাংলাদেশের সব থেকে সুন্দর সামুদ্রিক উপকূল।
স্লামালাইকুম আপনার সবগুলা ভিডিও দেখছি আমি খুব ভালো লাগে আমার আমি সৌদি আরব থেকে দেখি
সালাম। ধন্যবাদ ভাইজান। ভালো থাকবেন
অনেক ভালো লাকছে,,অপরুপ সুন্দর জায়গাটি,,
sob miliye alhamdulillah valo legece.
♥♥♥
স্যার আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে। আপনার সাথে যেতে পারলে আমার খুব ভালো লাগতো। খুব মিস করি জায়গাগুলো। যেতে মন চায়।
এই সকল মানুষের মন টা বড় হয়
আবার অপেক্ষার শুরু,,,,,,,,,,
ভালো থাকবেন
Bhison bhalo laaglo ei parba ti... ❤ from Kolkata
♥♥♥
শাহাবুদ্দিন ভাই একজন বড় মনের মানুষ। আল্লাহ উনাকে সুস্থ রাখুক দীর্ঘজীবী করুক আমিন
খুব ই ভালো লাগলো দেখে ভাইয়া
অনেক সুন্দর হয়েছে ভাই
"হে আল্লাহ, আপনার অপার করুণায় আমাদেরকে ঢালচরের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ দিয়েছেন, এই ভ্রমণকে নিরাপদ, আনন্দময় ও জ্ঞানবর্ধক করুন, আপনার সৃষ্টির মহিমা উপলব্ধি করার ক্ষমতা দান করুনপ্রকৃতির প্রতি সংবেদনশীল হওয়ার তাওফিক দিন, আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সহানুভূতি বৃদ্ধি করুন এবং কৃতজ্ঞ হৃদয় দান করুন। আমিন।" 🙏🏞🌿👀🧘♂✨🌍💚🤲❤🕌🌟
আমিন
@@MohsinULHakim
"হে আল্লাহ, তুমি আমাকে সব কাজে পুষ্টি ও সফলতা দাও। 🙏🌟
আমার প্রচেষ্টা যেন ফলপ্রসূ হয় এবং আমি যেন তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি। 🌹✨
তুমি যেন আমাকে শক্তি, জ্ঞান এবং সাহস দাও যাতে আমি সঠিকভাবে কাজ করতে পারি। 💖
ভাই ধন্যবাদ এবং গভীর আগ্রহ নিয়ে
অপেক্ষাই থাকি আপনার video দেখার জন্য
ধন্যবাদ ভাই ♥
@@MohsinULHakim welcome
Very enjoyable ❤thank you bhai ❤
ভাই আপনার সাথে একবার যেতে চাই সমুদ্র ভ্রমণে,আর বেলায়েত সরদার মানেই অসাধারণ, আর মহসীনুল হাকিম ভাই আপনি ত এক কথায় অসাধারণ, ভালবাসা সবসময় ❤❤❤
ভালোবাসা ♥
কোথাও ঘুরতে গেলে এই এক সমস্যা। সেখানকার মানুষ আর পরিবেশের মায়া এমনভাবে পেয়ে বসে যে, ফিরে আসার অনেকদিন পরও মনটা হাহাকার করে।।
এক অসাধারণ season! Carry on, ❤️❤️❤️
আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে❤️
Akta video sara sob gulai khub valo lagse tobe sob video gulate jeno belayet vayer ranna thake sathe tolar o thakle valo hoy ❤
অনেক ভালো লেগেছে ভাই
কি আন্তরিকতা ওদের মধ্যে
আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি ভাই
ধন্যবাদ ভাই জান
বেলায়েত ভাইয়ের ট্রলার খুব মিস করতেছি 🥹
Mohsin vy darun. Vhalo thakun.
খুব ভাল লেগেছে। এই ভিডিও গুলোর জন্য অপেক্ষা করে থাকি।
Darun, sujog hole amio jabo Insha-Allah
পরবর্তী এপিসোড বেলায়েত ভাই এর ট্রলার নিয়ে করবেন ভাই ❤
খুব ভালো লাগছে
♥♥♥
সবসময় ভালোবাসা আপনাকে প্রিয় ভাই
♥♥♥
বেশ ভালো লাগলো
♥♥♥
Onek Valo laghche sir
অনেক ভালো লাগলো ভাই
Thank you
দারুন সুন্দর। ❤
অনেক অনেক ভালোবাসা নেবেন ভাই। ❤
Vhlo lagse ai episode ta
শাহাবুদ্দিন ভাই আপনার লবণ জলে জীবন জ্বলের একটি চরিত্র হোক, আশা করছি আপনি তাকে আবার খুঁজে নিবেন
All tha Best ❤
♥♥♥
oshadaron ep cilo vhai 🥰
আমার মাতৃভূমি
মনটা খারাপ লাগলো আজকের পর আবার নতুন ভিডিও এর অপেক্ষা তে থাকতে হবে।
আহ আমার প্রানের ঢালচর 😢
Darun❤❤❤
ভাই আমরা ভিডিও খুব ভালো লাগে আমি ভারত থেকে দেখছি
♥♥♥
শাহাবুদ্দিন ভাই অসাধারন মানুষ, মানুষের হাসি আর চেহারায় ফুটে উঠে আসলে তার মনটা কিরকম। এরকম মানুষের মধ্যে হিংসা-বিদ্বেষ থাকে না।
সত্যিই তাই
তারা তারি নতুন সিজন দেখতে চাই ভাই সুন্দরবন নিয়ে।
চলে আসবে ভাই
Khub valo
সুন্দর পর্ব গুলো এতো তারা তারি শেষ হয়ে গেল
Alhamdullih Allah pak ja deca alhamdullih
অনেক সুন্দর জাইগা ভ্রমন করা দরকার 😍
আপনার ব্যবহারের জন্য দেশের যে কোন জায়গার মানুষ আপনাকে আপন করে নিতে বাধ্য❤️❤️
Khub bhalo laglo. Bhalo thakun.
♥♥♥
@@MohsinULHakim Love you and Belayat Sardar