নাটকের শেষটা বিশাল একটা শিক্ষা দিয়ে গেলো ধৈর্য্যই হলো আমাদের জীবনের মূল চাবিকাঠি.....যে ধৈর্য্য ধরতে জানে দিনের শেষে সে সব কিছু পায়.... মেহজাবিনের অভিনয় নিয়ে নতুন করে আর বলবো না...দেখতে অসাধারণ লাগছিলো...
অনেক সুন্দর একটা নাটক। আজ থেকে ২ বছর আগে এমন সিচুয়েশনে আমিও পড়েছিলাম। কিন্তু বিভ্রান্ত না হয়ে এক জায়গাতেই লক্ষ স্থির রেখেছিলাম এটা ভেবে যে একসাথে সবকিছু পাওয়া যায় না। আসলেও তাই, একসাথে সবকিছু পাইনি। তবে যা পেয়েছি তাতেই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি, ইনশাআল্লাহ সারাটাজীবন ভালোই থাকবো।
কতো সুন্দর করে মেহজাবীন আপু দুই দুটি সম্পর্ক কে তুলে ধরলেন একটি চরিত্রের মাধ্যমেই, জীবনে ভালোবাসা প্রয়োজন আবার দায়িত্ব নেওয়ার মতো ও একজন জীবন সঙ্গী প্রয়োজন। সিদ্ধান্ত নিতে হবে বলেই যে একজন কে বেছে নিয়ে জীবন শুরু করবো এটা কখনোই সঠিক সিদ্ধান্ত নয়। সময় নিয়ে ভেবে চিন্তে জীবন সাজাতে হবে। অসাধারণ একটি নাটক দেখলাম। ধন্যবাদ সবাইকে। 💥❤️
অসম্ভব একটা শিক্ষনীয় নাটক । কিন্তু নাটকটাতে যে ধৈর্যের বিষয় টা তুলে ধরা হয়েছে সেই ধৈর্য টা কম বয়সে সবাই করতে পারে না। তবে বাস্তব জীবন এ এই ধৈর্যটার খুবই প্রয়োজন।
অনেকদিন পর দুর্দান্ত এক উপস্থাপনা দেখলাম । Intelligent presentation of a confused mind. . শেষের সিদ্ধান্তই একদম ঠিক. .তাড়াহুড়ো না করে অপেক্ষা করা । মেহু এখন অনেক পরিণত অভিনেত্রী ।শুধুমাত্র গ্ল্যামারাস লুক নয় , আসল হলো অভিনয় । সেটা এখন মেহুর নাটকে দেখতে পাই । খায়রুল ও ইরফানও খুব ভালো । কলকাতা থেকে গোটা টিমের জন্য অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো ❤❤
কি এক অদ্ভুত সুন্দর এই আপু টা! কি সুন্দর তার বাকভংগি!কি সুন্দর তার মুখ! অসম্ভব বাস্তবধর্মি তার অভিনয়!বরাবর ই আমাকে মুগ্ধ করে. তাকে দিয়েই এত সুন্দর বাস্ত চিত্র সমাজকে উপাহার দেওয়া সম্ভব❤️🥀প্রিয় আপু❤️
অবশেষে একটা নাটকে ইংলিশ সাবটাইটেল দেখে খুব ভালো লাগল। এত ভাল মানের নাটক আমাদের দেশে হয়, অথচ ভাষাগত বাঁধার কারণে এগুলো আন্তর্জাতিক দর্শকদের কাছে পৌঁছাতে পারে না।
আমি নিজেও বিভ্রান্তিতে পড়ে গেছি। সেই একটা নাটক হয়েছে। specially দুই জনের মধ্যে competition টা। আসলে তার কাকে বিবাহ করা উচিত? logically বলবেন, কেননা টাকা ছাড়া জীবনে সুখ নেই আবার টাকার পিছনে ছুটলে ভালোবাসার ঘাটতি থাকবে!!! confusion R confusion for a girl.
নারীর ব্যাক্তিত্ব ও দৃষ্টিভঙ্গি বিকাশের সহায়ক এই সিদ্ধান্ত। খুবই সমর্থনযোগ্য। কিন্তু এই প্রেক্ষিতে যে কথাটা বলতে চাই, বাংলাদেশের সামান্য যে কটা নাটক দেখেছি তাতে খাওয়ার পর হাত ধোয়া দেখায় না, বিরিয়ানি খেয়েও। হাত ধোয়ার দৃশ্য না দেখাতে চাইলে, তার আগেই কাট করেদিক। নচেৎ মনে হবে এটা বোধহয় রীতি।
ঠিক যেন জীবনের চিত্র তুলে ধরেছেন। আমিও বেশ কিছুদিন যাবৎ সেইম বিভ্রান্তিতে ছিলাম। জীবনে যখন সত্যিকারের মানুষ আসবে তখন কোনো বিভ্রান্তিতে পড়া লাগবে না। শেষের অংশটা অনেক বেশি ইনস্পেয়ারিং। চমৎকার একটা নাটক। এক নিমিষেই সব বিভ্রান্তি চলে গেল। এখন শান্তি লাগছে।
Our Versatile Queen Mehazabien Chowdhury...❤️💥 "বিভ্রান্তি" যা আমাদের প্রতিটি মানুষের জীবনেই থাকে। তবে এই বিভ্রান্তি কে দূরে ঠেলে দিয়ে আমাদের উচিৎ নিজেকে প্রাধান্য দেওয়া। সঠিক সিদ্ধান্ত আর সঠিক মানুষের অপেক্ষায় থাকা। মেহজাবীন আপু যিনি বরাবরই তার অভিনয় দিয়ে আমাকে মুগ্ধ করে। যেকোনো উৎসবেই তার অভিনীত নাটকের জন্য আকুল অপেক্ষায় থাকি। তার নাটক কখনোই নিরাশ করেন না বরং প্রতিটি কাজেই নতুনত্ব এবং শিক্ষনীয় কিছু বার্তা দিয়ে থাকেন অভিনয়ের মাধ্যমে। ধন্যবাদ "বিভ্রান্তি" নাটকের পুরো টিমের প্রতি এতো সুন্দর একটি কাজ আমাদের উপহার দেওয়ার জন্য। 🖤🌿
মেহুআপু সত্যিই তোমার কোন তুলনা হয়না তুমি অতুলনীয়,, বাস্তব জীবনের ঘটে যাওয়া অনেক মিল থাকে তোমার প্রত্যেক কাজে,, আর কোন কিছু তে বিভ্রন্তি না হয়ে ধৈর্য ধরে থাকতে পারলে তার ফল মিষ্টি হয়,, ধন্যবাদ সবাইকে,, আর তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য ❤️❤️❤️❤️
খুবই সুন্দর ও গুরুত্বপূর্ণ প্রচেষ্টা এই নাটকটি। বিয়ে এমন একটি সম্পর্ক যা সারাজীবন একসাথে পথ চলতে ভালো লাগবে সেই রকম যদি মনে হয় তবেই সিদ্ধান্ত নেয়া উচিৎ। কলকাতা থেকে বাংলাদেশ নাটকের নিয়মিত দর্শক
এটা নিয়ে back to back 4টে নাটক দেখছি কলকাতা থেকে 🇮🇳 তাহসানদা - মেহেজাবিনের নিশ্বাস, যভান- তাসনিয়া ফারিনের অতিরিক্ত, আপূর্বদা - সাবিলা নূরের তুমি আমি পাশাপাশি আর এখন এটা.. কে কে দেখেছেন নিশ্বাস, অতিরিক্ত, তুমি আমি পাশাপাশি?
Outstanding acting by MEHAZABIEN CHOWDHURY 🔥💥❤️🙏 আবার একটা ব্লকবাস্টার পারফরম্যান্স মেহজাবীন চৌধুরীর। Versatile actress কে যোগ্য সাপোর্ট ইরফান সাজ্জাদ ভাই এবং খায়রুল বাশার ভাই এর। দারুণ নাটক। কলকাতা থেকে রইলো অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।
বাহ্।সুন্দর। অপূর্ব। সবচেয়ে বড় কথা বলিউডি সাংস্কৃতিক প্রভাব কাটিয়ে বাংলাদেশের পোশাক পরিচ্ছদ আচার-আচরণ ও মূল্যবোধ সমুন্নত রাখা হয়েছে তাই আরো ভালো লাগলো। মেহজাবিন আসলেই অনন্য।
বাস্তবেও মেয়েদের এই একটা সমস্যা কেউ দরদ একটু বেশী দেখালে ভাবে সমস্ত সুখ মনে হয় তার কাছে গেলে পাবো। আবার অন্য কেউ এর চেয়েও দরদ কেয়ারিং বেশী দেখালে ভাবে তার কাছে গেলে আমি মনে হয় আরো সুখী হবো। অন্য কিছু ভাবার বোঝার চেষ্টা করেনা তখন!
সব কিছু যেমন ছাড় দিতে হয় না, তেমনি আবার সব কিছু পেতে চাইতেও হয় না। সম্পর্কে অপূর্ণতা থাকবেই। ছেলে এবং জীবনসঙ্গী হিসেবে কাউকেই খারাপ লাগেনি নাটকটিতে। মেয়েটি তার কিছু দৃষ্টিভঙ্গি এবং মানসিকতা একটু বদলালে দুইজনার মধ্যে যে কারো সঙ্গেই ভালো থাকতে পারত। অনেক সময় আমরা সব কিছু পেতে চাই, এবং আমাদের জন্য "সঠিক" মানুষের জন্য অপেক্ষা করতে করতে যে মানুষগুলো আমাদের আসলেও ভালোবাসতো আর যাদের সাথে আমরা মোটামুটি ভালো একটা জীবন কাটাতে পারতাম তাদের হারিয়ে ফেলি। "সঠিক" মানুষ কিন্তু অনেক ক্ষেত্রেই আর আসে না পরে। সঠিক মানুষ যেমন নির্বাচনের ক্ষেত্রেও চিন্তা করতে হয়, ঠিক তেমনি সঠিক মানুষকে গড়েও নিতে হয় সম্পর্কে। এবং এখানে নিজের দৃষ্টিভঙ্গি এবং ভূমিকা অপরিহার্য।
কেউ কারো ভাগ্য বদলাতে পারে না। সবার তকদীরে কি হবে তা একমাত্র আল্লাহ ভালো জানে। অবশ্যই অপেক্ষা করতে হবে। আর এমন দুটানা পরিস্থিতিতে প্রার্থনা করা সবচেয়ে বেশি দরকার। উনিই সঠিক রাস্তা মিলাই দিবে।
জীবনে চলতে হলে কাউকে প্রয়োজনই এই কথা পুরোপুরি সত্য নয়। জীবনে চলতে হলে ভালো আর শান্তিতে থাকাটা জরুরি। কাউকে জীবনে জায়গা দেয়ার পর যদি তাকে ভালোই না বাসতে পারলাম তার থেকে একাএকা জীবন কাটানো ভালো। কারো জীবন নষ্ট করার কোনো অধিকার আমাদের নেই। জীবনে আসল মূলমন্ত্র হওয়া উচিত শান্তির মাঝে বসবাস করা।
জীবন নিয়ে এতটা ভেবে লাভ কি ভালো কিছু পেতে গেলে কষ্টের মুখোমুখি হওয়াটাই হচ্ছে উত্তম কাজ মনে রাখবেন সুখের পর দুঃখ আসে না দুঃখের পর সুখ আসে তাই সবকিছু ধৈর্য ধরে করতে হয় বুঝে শুনে নাটকটা অসাধারণ ছিল তবে এতটা ভাবার প্রয়োজন নেই
ওয়াহ জাস্ট অসাম ধৈর্যের পরীক্ষা আসলেই অনেক কার্যকর একটা সময় সে পরীক্ষায় পাস করলে জীবনটা অনেক অবিভ্রান্তিকর হয় এবং এটাই জীবন এটাই প্রত্যাশা সবার ক্ষেত্রে ধন্যবাদ আশিকুর রহমান ভাইকে এবং সকল কলা কুশলীদেরকে এমন সুন্দর একটা নাটক আমাদেরকে উপহার দেওয়ার জন্য
নতুন ভাবনা, দ্বৈত সত্তা ইত্যাদি নিয়ে বৈবাহিক সিদ্ধান্তের জন্য অপেক্ষা করার নাট্ক নতুনত্বের দাবী রাখে। সত্যি, বিষয়বস্তু চমৎকার। সেই প্রবাদের মত ঃ ভাবিয়া করিও কাজ, করিয়া ভুগিওনা। সকলের অভিনয় খুব সুন্দর। স্মার্ট সংলাপ। পরিচালক মহাশয়কে অভিনন্দন। 👍
নাটকের শেষের কথা গুলো একদম আমার মনের কথা । আমিও অপেক্ষা করে আছি সঠিক সময়ের জন্য , সঠিক মানুষের জন্য । কম বয়স হলেও আবেগে গা ভাসিয়ে দেই নি আমি । ধৈর্য্যের ফল যদি সুমিষ্ট হয়, তাহলে ধৈর্যই ভালো🤍
এই নাটক দেখার পর সর্তিই বিভ্রান্তিতে পড়ে গেলাম।শেষের উক্তি "আমি বরও আরো একটু অপেক্ষা করি সঠিক সময়ের জন্য, সঠিক মানুষের জন্য।এটা শুনে বিভ্রান্তি বেড়ে গেছে।পার্ট ২ এলে হয়তো এই বিভ্রান্তি দূর হবে
জীবনটা ঠিক এই সিচুয়েশনের মধ্যে দিয়ে এখন যাচ্ছে।কি করব কিছু বুঝতে পারছি না। আমার ভালোবাসার মানুষটা এই চরিত্রের ঠিক রোমেলের মতোই... আবার বাসা থেকেও ছেলে দেখছে... বিয়ের জন্যও বেশি সময় নেই।। এতো বেশি ফ্রাস্ট্রেশন হচ্ছে যা বলার মতো না
আমার এই মন্তব্য পড়ে প্রত্যেক প্রেমিক প্রেমিকা আমাকে ভুল বুঝতে পারে, এমনকি আমার প্রিয়তমাও আমাকে ভুল বুঝতে পারে। কারণ ভালবাসার রং আর জীবন-জীবিকার রং এক নয়। আমাদের সঠিক সিদ্ধান্তে যদি আমরা ও আমাদের প্রিয়জন দুই প্রান্তে ভালো থাকি তাহলে এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছুই হতে পারে না। জীবন সংসারে অনেক বাধা অতিক্রম করতে হয়, ভালবাসার রঙ্গে রাঙিয়ে বট গাছের নিচে বসে জীবনকে বিশ্লেষণ করা যায় না। তাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়াটাই বুদ্ধিমানের কাজ।
জীবনে সবকিছু একসঙ্গে পাওয়া যায় না আর সেটার প্রত্যাশা করাটাও বোকামি বলে আমি মনে করি। নিশ্চয়ই ধৈর্য্য ধরলে প্রত্যাশার থেকেও উত্তম এবং ভালো প্রতিদান পাওয়া যায়। 😊❤️ শেষ পর্যন্ত নাটকটায় শিক্ষনীয় ব্যাপারটা দেখে অনেকই ভালো লাগলো। 🤩
Jara natok er 1 st koek min dekhe r natok ta dekbe na tara ashol bhol ta korbe.shes ta e holo ashol chomok.shes ta dekhe valo laglo.dhoirjo dhora valo.kinto bhol decision newa mane e jibon ta shes.onek sundor hoise natok ta.boddimaner akta kaj korse shotik somoye shotik shiddanto ta nia.
নাটকের শেষটা বিশাল একটা শিক্ষা দিয়ে গেলো ধৈর্য্যই হলো আমাদের জীবনের মূল চাবিকাঠি.....যে ধৈর্য্য ধরতে জানে দিনের শেষে সে সব কিছু পায়.... মেহজাবিনের অভিনয় নিয়ে নতুন করে আর বলবো না...দেখতে অসাধারণ লাগছিলো...
অনেক সুন্দর একটা নাটক।
আজ থেকে ২ বছর আগে এমন সিচুয়েশনে আমিও পড়েছিলাম।
কিন্তু বিভ্রান্ত না হয়ে এক জায়গাতেই লক্ষ স্থির রেখেছিলাম এটা ভেবে যে একসাথে সবকিছু পাওয়া যায় না। আসলেও তাই, একসাথে সবকিছু পাইনি। তবে যা পেয়েছি তাতেই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি, ইনশাআল্লাহ সারাটাজীবন ভালোই থাকবো।
ধন্যবাদ। 💗💗
তুমি হেডার ভিতরে পরছিলা হেডার নাটক
Takata jibone onek darkar
Bibhranto hyoyar prosnooi nei
Jani intellectual ra amai support krbe na
Tbe taka bina no sukh
Taka thakle valobhasa ase jai
কি বেছে নিয়েছিলেন আপু?
এই নাটকটা দুটো জিনিস শেখালো, ১.জীবনে সবকিছু একসাথে পাওয়া যায় না। ২. জীবনে ধৈর্য্য ধরলে উত্তম প্রতিদান পাওয়া যায়
সহমত
আর কত ধৈর্য্য ধরবো ৪ বোছর বিদেশ জাবো জাবো করে নিজেই মরে যাচ্ছি
@@mdlitonkhan567 একদিন ঠিকই যাবেন হয় দেশ ছেড়ে না হয় পৃথিবী ছেড়ে ভাল থাকবেন দোয়া রইল
অসাধারণ মতবাদ
@@mdlitonkhan567ভাই একদিন বিদেশ থেকে দেশে আসার জন্য বছরের পর বছর কান্না করবেন😢
দয়া করে কেউ এখানে ইসলামিক কমেন্ট করবেন না আমাদের নবীজির নাম ও লেখবেন না আপনার কি মনে হয় না আমাদের নবীজিকে ছোট্ট করা হচ্ছে এখানে লেখে
ঠিক
কিছু বোকারা এখানে এমন করে থাকে।
আপনার কথা ঠিক আছে
R8
ঠিক বলছেন
কতো সুন্দর করে মেহজাবীন আপু দুই দুটি সম্পর্ক কে তুলে ধরলেন একটি চরিত্রের মাধ্যমেই, জীবনে ভালোবাসা প্রয়োজন আবার দায়িত্ব নেওয়ার মতো ও একজন জীবন সঙ্গী প্রয়োজন। সিদ্ধান্ত নিতে হবে বলেই যে একজন কে বেছে নিয়ে জীবন শুরু করবো এটা কখনোই সঠিক সিদ্ধান্ত নয়। সময় নিয়ে ভেবে চিন্তে জীবন সাজাতে হবে। অসাধারণ একটি নাটক দেখলাম। ধন্যবাদ সবাইকে। 💥❤️
মুক্তা নামটা আমার অনেক ফেভারেট
ধন্যবাদ। 💗💗
ঠিক।
অসম্ভব একটা শিক্ষনীয় নাটক । কিন্তু নাটকটাতে যে ধৈর্যের বিষয় টা তুলে ধরা হয়েছে সেই ধৈর্য টা কম বয়সে সবাই করতে পারে না। তবে বাস্তব জীবন এ এই ধৈর্যটার খুবই প্রয়োজন।
ধন্যবাদ। 💗💗
আমরা মেয়েরা সবটাই চাই 😂। কাব্য, প্রেম আবার আর্থিক স্বাচ্ছন্দ্য।
অনেকদিন পর দুর্দান্ত এক উপস্থাপনা দেখলাম । Intelligent presentation of a confused mind. . শেষের সিদ্ধান্তই একদম ঠিক. .তাড়াহুড়ো না করে অপেক্ষা করা । মেহু এখন অনেক পরিণত অভিনেত্রী ।শুধুমাত্র গ্ল্যামারাস লুক নয় , আসল হলো অভিনয় । সেটা এখন মেহুর নাটকে দেখতে পাই । খায়রুল ও ইরফানও খুব ভালো ।
কলকাতা থেকে গোটা টিমের জন্য অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো ❤❤
চমৎকার কাহিনী, আবহ সংগীত, অভিনয় আর ক্যামেরার কাজ....
অনেক দিন পর শুদ্ধ বাংলা নাটক দেখলাম... ধন্যবাদ নির্মাতা আশিকুর রহমান কে 👍👍👍
Aboho shongit, not abohawa.
@RAHAD Ahmed 😁😁😁😁
আবহাওয়া সংগীত না। ওটা হবে আবহ সংগীত
@@mohd.shameem2891 👍👍
কি এক অদ্ভুত সুন্দর এই আপু টা! কি সুন্দর তার বাকভংগি!কি সুন্দর তার মুখ! অসম্ভব বাস্তবধর্মি তার অভিনয়!বরাবর ই আমাকে মুগ্ধ করে. তাকে দিয়েই এত সুন্দর বাস্ত চিত্র সমাজকে উপাহার দেওয়া সম্ভব❤️🥀প্রিয় আপু❤️
একটি যুগোপযোগী নাটক যা আমাদের মতো ধৈর্যহীন জেনারেশনের জন্য একটি উদাহরণ ❤️
ধন্যবাদ। 💗💗
হেডার নাটক!
অবশেষে একটা নাটকে ইংলিশ সাবটাইটেল দেখে খুব ভালো লাগল। এত ভাল মানের নাটক আমাদের দেশে হয়, অথচ ভাষাগত বাঁধার কারণে এগুলো আন্তর্জাতিক দর্শকদের কাছে পৌঁছাতে পারে না।
আমি নিজেও বিভ্রান্তিতে পড়ে গেছি। সেই একটা নাটক হয়েছে। specially দুই জনের মধ্যে competition টা। আসলে তার কাকে বিবাহ করা উচিত? logically বলবেন, কেননা টাকা ছাড়া জীবনে সুখ নেই আবার টাকার পিছনে ছুটলে ভালোবাসার ঘাটতি থাকবে!!!
confusion R confusion for a girl.
নাটকের শেষটা সত্যি অসম্ভব সুন্দর ছিলো।
ভালো লাগার মতো একটা নাটক।
মেহুর অভিনয় বরাবরই বেস্ট
আর এই নাটকে মেহু কে একটু বেশিই সুন্দরী লাগছে।
নারীর ব্যাক্তিত্ব ও দৃষ্টিভঙ্গি বিকাশের সহায়ক এই সিদ্ধান্ত। খুবই সমর্থনযোগ্য। কিন্তু এই প্রেক্ষিতে যে কথাটা বলতে চাই, বাংলাদেশের সামান্য যে কটা নাটক দেখেছি তাতে খাওয়ার পর হাত ধোয়া দেখায় না, বিরিয়ানি খেয়েও। হাত ধোয়ার দৃশ্য না দেখাতে চাইলে, তার আগেই কাট করেদিক। নচেৎ মনে হবে এটা বোধহয় রীতি।
ঠিক যেন জীবনের চিত্র তুলে ধরেছেন। আমিও বেশ কিছুদিন যাবৎ সেইম বিভ্রান্তিতে ছিলাম। জীবনে যখন সত্যিকারের মানুষ আসবে তখন কোনো বিভ্রান্তিতে পড়া লাগবে না।
শেষের অংশটা অনেক বেশি ইনস্পেয়ারিং।
চমৎকার একটা নাটক। এক নিমিষেই সব বিভ্রান্তি চলে গেল। এখন শান্তি লাগছে।
টিভিতে প্রচারের সময়ই দেখে ফেলেছি! বাসারের অভিনীত নাটক তো মিস দেওয়া যায় না! ❤️
গল্পটা খুবই ভালো লেগেছে। আমি নিজেই পুরোটা সময় একটা বিভ্রান্তির মধ্যে ছিলাম মনে হচ্ছিলো!
বাসারের অভিনয় অসাধারণ সুন্দর! কবিতাবৃত্তি থেকে প্রতিটি সংলাপ এত সহজ-সাধারণভাবে বলে, তাও কেন জানি খুব অনন্য সুন্দর লাগে! ❤️
মেহজাবীন আপুর অভিনয় নিয়ে কি-ই বা বলব আর! ইরফান সাজ্জাদের অভিনয়ও ভালো লেগেছে!
ঠিক
যতটা সহজ ভাবে দেখালো,জীবন অতটা সহজ নয়।কাউকে না কাউকে বিশ্বাস করে এগিয়ে যেতেই হবে।এত সময় নিতে গেলে জীবন আরও এলোমেলো হয়ে যায়।
ধন্যবাদ। 💗💗
বাংলা নাটকের পাশে থাকুন সবসময়।
আপনাদের ভালোবাসায় এগিয়ে যাক আমাদের বাংলা নাটক।
সকলের প্রতি অফুরন্ত শ্রদ্ধা ও ভালোবাসা 🖤
ধন্যবাদ। 💗💗
Our Versatile Queen Mehazabien Chowdhury...❤️💥
"বিভ্রান্তি" যা আমাদের প্রতিটি মানুষের জীবনেই থাকে। তবে এই বিভ্রান্তি কে দূরে ঠেলে দিয়ে আমাদের উচিৎ নিজেকে প্রাধান্য দেওয়া। সঠিক সিদ্ধান্ত আর সঠিক মানুষের অপেক্ষায় থাকা।
মেহজাবীন আপু যিনি বরাবরই তার অভিনয় দিয়ে আমাকে মুগ্ধ করে। যেকোনো উৎসবেই তার অভিনীত নাটকের জন্য আকুল অপেক্ষায় থাকি। তার নাটক কখনোই নিরাশ করেন না বরং প্রতিটি কাজেই নতুনত্ব এবং শিক্ষনীয় কিছু বার্তা দিয়ে থাকেন অভিনয়ের মাধ্যমে। ধন্যবাদ "বিভ্রান্তি" নাটকের পুরো টিমের প্রতি এতো সুন্দর একটি কাজ আমাদের উপহার দেওয়ার জন্য। 🖤🌿
ধন্যবাদ। 💗💗
একমত
মেহুআপু সত্যিই তোমার কোন তুলনা হয়না তুমি অতুলনীয়,, বাস্তব জীবনের ঘটে যাওয়া অনেক মিল থাকে তোমার প্রত্যেক কাজে,, আর কোন কিছু তে বিভ্রন্তি না হয়ে ধৈর্য ধরে থাকতে পারলে তার ফল মিষ্টি হয়,, ধন্যবাদ সবাইকে,, আর তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য ❤️❤️❤️❤️
খুবই সুন্দর ও গুরুত্বপূর্ণ প্রচেষ্টা এই নাটকটি। বিয়ে এমন একটি সম্পর্ক যা সারাজীবন একসাথে পথ চলতে ভালো লাগবে সেই রকম যদি মনে হয় তবেই সিদ্ধান্ত নেয়া উচিৎ।
কলকাতা থেকে বাংলাদেশ নাটকের নিয়মিত দর্শক
এটা নিয়ে back to back 4টে নাটক দেখছি কলকাতা থেকে 🇮🇳 তাহসানদা - মেহেজাবিনের নিশ্বাস, যভান- তাসনিয়া ফারিনের অতিরিক্ত, আপূর্বদা - সাবিলা নূরের তুমি আমি পাশাপাশি আর এখন এটা.. কে কে দেখেছেন নিশ্বাস, অতিরিক্ত, তুমি আমি পাশাপাশি?
মেহজাবিন মানেই নতুনত্ব আর বাস্তবতার সংমিশ্রণে ব্লকবাস্টার কিছু। ❤️😍
Thanks 😍
Part 2 chai
এই কথাটা আমার সবচেয়ে ভাল লেগেছে জীবনে কেউ কারুর জন্য অপরিহার্য্য নয় খুব কঠিন সত্য কথা
Right
এইরকম বিভ্রান্তি তেই অনেকে ভুল সিদ্ধান্ত নিয়ে নিজের সহজ জীবন কে কঠিন করে তোলে তাই সত্যিই সময় নেওয়া উচিত ধৈর্য্য রাখা উচিৎ নিজের মাঝে
-'আমি বরং আরেকটু অপেক্ষা করি
সঠিক সময়ের জন্য,সঠিক মানুষের জন্য!'🌸
Allah apnak neyk protidan dik,doya kori
ধন্যবাদ। 💗💗
অসাধারণ এবং চমৎকার একটা নাটক।
বাস্তবের সাথে অনেক টুকু মিল।মোটামুটি সব মেয়েই এমন ধরনের দ্বিধায় ভোগে একটা সময়।
নাটকের শুরুটা বিভ্রান্ত হলেও শেষ টা ছিল অসাধারণ একটা শিক্ষা ❤️ ধৈর্য ধরতে পারলে ভালো কিছু অবশ্যই পাওয়া যাবে।
ধন্যবাদ। 💗💗
মেহজাবিন এর নাটক মানেই অসাধারণ কিছু। সত্যিই ব্যতিক্রম কিছু দেখার সুযোগ হলো।
ইন্ডিয়া থেকে দেখছি এত সুন্দর নাটক শুধু বাংলাদেশের এরাই বানাতে পারে
নাটক টা সত্যি অসাধারণ এতোটা ভালো লাগছে যে ভাষায় প্রকাশ করার মতো না😊
আসলেই ধৈর্য ধরলে একদিন সঠিক মানুষ ঠিক ই পাওয়া যাবে 😊
ধন্যবাদ। 💗💗
@@RtvDrama 🥰🥰
সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারা টাই হলো বুদ্ধিমান এর কাজ,,
বেস্ট ছিলো নাটক টা,,,
ধন্যবাদ। 💗💗
কি অপূর্ব নাটক!!প্রত্যেকেই কি দারুণ অভিনয় করে আর মেহজাবীন !!যেন একটা নিখুঁত স্বপ্নীল পরী। যেমন মিষ্টি দেখতে তেমনই অপূর্ব অভিনয়।
ধন্যবাদ। 💗💗
ঠিকই
Outstanding acting by MEHAZABIEN CHOWDHURY 🔥💥❤️🙏
আবার একটা ব্লকবাস্টার পারফরম্যান্স মেহজাবীন চৌধুরীর। Versatile actress কে যোগ্য সাপোর্ট ইরফান সাজ্জাদ ভাই এবং খায়রুল বাশার ভাই এর। দারুণ নাটক। কলকাতা থেকে রইলো অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।
আমিও।
সত্যি অসাধারণ একটি নাটক ছিল,,,,❤️
আমার পছন্দের তালিকায় বেষ্ট অভিনেত্রী মেহজাবিন চৌধুরী,,,,❤️❤️
Thanks 😍
যথার্থ ।
সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ। 🤩
বাহ্।সুন্দর। অপূর্ব। সবচেয়ে বড় কথা বলিউডি সাংস্কৃতিক প্রভাব কাটিয়ে বাংলাদেশের পোশাক পরিচ্ছদ আচার-আচরণ ও মূল্যবোধ সমুন্নত রাখা হয়েছে তাই আরো ভালো লাগলো। মেহজাবিন আসলেই অনন্য।
আমি গর্বিত হজরত মোহাম্মদ (স) এর উম্মত বলে।
তাহলে ইহুদিদের তৈরি U tube এ বেদাত জিনিস হারাম রিলেশনের নাটক দেখতে আসছেন কেন? ওয়াজ শুনেন।
Thanks for the overlayed subtitles in English, because the ones that come with the video are not visible
সৌদি আরব থেকে দেখছি, কাজের ফাঁকেফাঁকে অপেক্ষায় থাকি কখন আমার বাংলাদেশের পরিচালকরা এত সুন্দর সুন্দর নাটক উপহার দিবে,..🇧🇩🇸🇦🤘
Hae! Apnar comment ta common
@@silencer7737 (o
Sob natok e dekhen apni
ধন্যবাদ। 💗💗
অনেক দিন পর পারফেক্ট একটা বাংলা নাটক দেখলাম।
ধন্যবাদ নির্মাতা আশিকুর রহমান কে। অসাধারণ গল্প, অসাধারণ অভিনয়।
বাস্তবেও মেয়েদের এই একটা সমস্যা কেউ দরদ একটু বেশী দেখালে ভাবে সমস্ত সুখ মনে হয় তার কাছে গেলে পাবো। আবার অন্য কেউ এর চেয়েও দরদ কেয়ারিং বেশী দেখালে ভাবে তার কাছে গেলে আমি মনে হয় আরো সুখী হবো। অন্য কিছু ভাবার বোঝার চেষ্টা করেনা তখন!
সব কিছু যেমন ছাড় দিতে হয় না, তেমনি আবার সব কিছু পেতে চাইতেও হয় না।
সম্পর্কে অপূর্ণতা থাকবেই। ছেলে এবং জীবনসঙ্গী হিসেবে কাউকেই খারাপ লাগেনি নাটকটিতে। মেয়েটি তার কিছু দৃষ্টিভঙ্গি এবং মানসিকতা একটু বদলালে দুইজনার মধ্যে যে কারো সঙ্গেই ভালো থাকতে পারত। অনেক সময় আমরা সব কিছু পেতে চাই, এবং আমাদের জন্য "সঠিক" মানুষের জন্য অপেক্ষা করতে করতে যে মানুষগুলো আমাদের আসলেও ভালোবাসতো আর যাদের সাথে আমরা মোটামুটি ভালো একটা জীবন কাটাতে পারতাম তাদের হারিয়ে ফেলি। "সঠিক" মানুষ কিন্তু অনেক ক্ষেত্রেই আর আসে না পরে।
সঠিক মানুষ যেমন নির্বাচনের ক্ষেত্রেও চিন্তা করতে হয়, ঠিক তেমনি সঠিক মানুষকে গড়েও নিতে হয় সম্পর্কে। এবং এখানে নিজের দৃষ্টিভঙ্গি এবং ভূমিকা অপরিহার্য।
কেউ কারো ভাগ্য বদলাতে পারে না। সবার তকদীরে কি হবে তা একমাত্র আল্লাহ ভালো জানে। অবশ্যই অপেক্ষা করতে হবে। আর এমন দুটানা পরিস্থিতিতে প্রার্থনা করা সবচেয়ে বেশি দরকার। উনিই সঠিক রাস্তা মিলাই দিবে।
জীবনে চলতে হলে কাউকে প্রয়োজনই এই কথা পুরোপুরি সত্য নয়। জীবনে চলতে হলে ভালো আর শান্তিতে থাকাটা জরুরি। কাউকে জীবনে জায়গা দেয়ার পর যদি তাকে ভালোই না বাসতে পারলাম তার থেকে একাএকা জীবন কাটানো ভালো। কারো জীবন নষ্ট করার কোনো অধিকার আমাদের নেই। জীবনে আসল মূলমন্ত্র হওয়া উচিত শান্তির মাঝে বসবাস করা।
নাটকের অভিনয় অসাধারণ, সবকিছু মিলিয়ে দারুন ছিল। সকল টিমের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো.
ধন্যবাদ। 💗💗
জীবন নিয়ে এতটা ভেবে লাভ কি ভালো কিছু পেতে গেলে কষ্টের মুখোমুখি হওয়াটাই হচ্ছে উত্তম কাজ মনে রাখবেন সুখের পর দুঃখ আসে না দুঃখের পর সুখ আসে তাই সবকিছু ধৈর্য ধরে করতে হয় বুঝে শুনে নাটকটা অসাধারণ ছিল তবে এতটা ভাবার প্রয়োজন নেই
আল্লার রহমত না থাকলে কোন কিছুতেই সুখ শান্তি নেই ।
এজন্য আল্লাহর উপর যারা ভরসা রাখে, বড় বড় ঝড় ঝাপটাও তাদেরকে কাবু করতে পারে না ।
রাইট,তাই সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল থাকতে হবে
ওয়াহ জাস্ট অসাম ধৈর্যের পরীক্ষা আসলেই অনেক কার্যকর একটা সময় সে পরীক্ষায় পাস করলে জীবনটা অনেক অবিভ্রান্তিকর হয় এবং এটাই জীবন এটাই প্রত্যাশা সবার ক্ষেত্রে ধন্যবাদ আশিকুর রহমান ভাইকে এবং সকল কলা কুশলীদেরকে এমন সুন্দর একটা নাটক আমাদেরকে উপহার দেওয়ার জন্য
মেহজাবীন অপু মানে এমনই। অসাধারণ সুন্দর। বার বার দেখতে ইচ্ছে করে।
নতুন ভাবনা, দ্বৈত সত্তা ইত্যাদি নিয়ে বৈবাহিক সিদ্ধান্তের জন্য অপেক্ষা করার নাট্ক নতুনত্বের দাবী রাখে। সত্যি, বিষয়বস্তু চমৎকার। সেই প্রবাদের মত ঃ ভাবিয়া করিও কাজ, করিয়া ভুগিওনা। সকলের অভিনয় খুব সুন্দর। স্মার্ট সংলাপ। পরিচালক মহাশয়কে অভিনন্দন। 👍
একমত
ধৈর্য ধরে থাকলে সব ভালো হয়।
নিজেই বিভ্রান্তিতে পরে গিয়েছিলাম নাটক দেখার সময় 🥰
অপেক্ষায় আছি মনে হচ্ছে Better হবে??
নাটকের শেষের কথা গুলো একদম আমার মনের কথা । আমিও অপেক্ষা করে আছি সঠিক সময়ের জন্য , সঠিক মানুষের জন্য । কম বয়স হলেও আবেগে গা ভাসিয়ে দেই নি আমি । ধৈর্য্যের ফল যদি সুমিষ্ট হয়, তাহলে ধৈর্যই ভালো🤍
মেহেজাবীন আপু আপনি ঠিক বলেছেন মনের মতো মানুষ পাবার জন্য আর একটু অপেক্ষা বা ধৈর্য্য ধরায় যায়।এটাই বাস্তব কথা। 👏👏👏👏👏👏👏
Mehejabin Apu Irfan Vai and Khirul basar vai ❤️❤️💟❤️💟❤️💟❤️💟❤️💟❤️💟
এই নাটক দেখার পর সর্তিই বিভ্রান্তিতে পড়ে গেলাম।শেষের উক্তি "আমি বরও আরো একটু অপেক্ষা করি সঠিক সময়ের জন্য, সঠিক মানুষের জন্য।এটা শুনে বিভ্রান্তি বেড়ে গেছে।পার্ট ২ এলে হয়তো এই বিভ্রান্তি দূর হবে
অপেক্ষা আর সঠিক সিদ্ধান্ত মানুষকে ঠিক পথে নিয়ে যায়।
দুই বাংলাতেই খুব প্রচলিত একটি কথা আছে যে,'সবুরে মেওয়া ফলে!'তো আমিও বিশ্বাস করি যে, ধৈর্য্যের ফল ভালো হয়!
অসাধারণ একটা মেসেজ ছিল নাটকটির মধ্যে। আমি বরং আরেকটু অপেক্ষা করি সঠিক সময়ের জন্য, সঠিক মানুষের জন্য।❤️❤️❤️
জীবনঘনিষ্ঠ এমন নাটক শেষ কবে দেখেছি মনে পড়েনা
ধন্যবাদ। 💗💗
Khairul Basar's acting amazing 🖤🖤🖤
Khub shundor ekta natok. Kotha gulo khub practical r educational.
কেউ আমাদের নবীজি কে ছোট করবেন না এই খানে নবীজী নামে কমেন্ট করবেনা
উত্তম পোস্ট করেছেন আপনি
মেহজাবিন এবং সাবিলা নূর আমার অতন্ত প্রিত মুখ।তাদের অভিনয় যত দেখি আমি মুদ্ধ হই। তাদের দুজনের অভিনয় আমার খুব ভালো লাগে।শুভ কামনা রইলো।
কমেন্ট না করে পারলাম না,,যেমন নাটকের নাম তেমন নাটক, সেরা অভিনয়, সুন্দর গল্প,, খুব ভালো লাগলো
ধন্যবাদ। 💗💗
অভূতপূর্ব ও শিক্ষণীয় উপলব্ধি দেয় এরূপ হিসেবে এই নাটকটি সেরার সেরা আর অতুলনীয়!
ট্রেইলার দেখছি থেকে অপেক্ষা করতেছিলাম……
খুব ভালো লাগলো💖
ধন্যবাদ। 💗💗
খুবই অবাক হলাম নাটকটা দেখে, এত অসাধারণ কাহিনী আর বাস্তবতার নিরিখে তৈরি হয়েছে, সত্যি আরও আগে হয়তো আমার এমন কোন নাটক দেখা দরকার ছিলো..
Erokom natok age hoynai
Rtv কে ধন্যবাদ কারন আপনাদের আপলোড দেওয়া নাটক গুলো তে ইংরেজি ভাষা টা ব্যবহার করেন
Last words helped me so much.❤️
জীবনটা ঠিক এই সিচুয়েশনের মধ্যে দিয়ে এখন যাচ্ছে।কি করব কিছু বুঝতে পারছি না। আমার ভালোবাসার মানুষটা এই চরিত্রের ঠিক রোমেলের মতোই... আবার বাসা থেকেও ছেলে দেখছে...
বিয়ের জন্যও বেশি সময় নেই।।
এতো বেশি ফ্রাস্ট্রেশন হচ্ছে যা বলার মতো না
আমার এই মন্তব্য পড়ে প্রত্যেক প্রেমিক প্রেমিকা আমাকে ভুল বুঝতে পারে, এমনকি আমার প্রিয়তমাও আমাকে ভুল বুঝতে পারে। কারণ ভালবাসার রং আর জীবন-জীবিকার রং এক নয়। আমাদের সঠিক সিদ্ধান্তে যদি আমরা ও আমাদের প্রিয়জন দুই প্রান্তে ভালো থাকি তাহলে এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছুই হতে পারে না। জীবন সংসারে অনেক বাধা অতিক্রম করতে হয়, ভালবাসার রঙ্গে রাঙিয়ে বট গাছের নিচে বসে জীবনকে বিশ্লেষণ করা যায় না। তাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়াটাই বুদ্ধিমানের কাজ।
আমার প্রিয় নাইকা মেহেজাবিন আপু
It gives us a good lesson, "Girls always choose better option".
ভুল মানুষকে উপেক্ষা করে সঠিক মানুষের জন্য অপেক্ষা করায় শ্রেয়।
এখানে কি ভবিষ্যৎ এর ঘটনা রিক্সায় বসে দেখিয়েছে??
সত্যি...অসাধারণ নাটকের সংলাপ।
ধন্যবাদ নাটকের সকল সদস্যদের।।
🥰🇧🇩🇨🇵🇧🇩🥰
ধন্যবাদ। 💗💗
নাটকটায় বাস্তবিক চিত্র তুলে ধরার জন্য পরিচালককে ধন্যবাদ।
দারুন একটা নাটক দেখলাম সম্পুর্ন অন্যরকম
খায়রুল ভাইয়ের জন্য নাটকটি দেখতে আসা আমি তার অনেক বড় ভক্ত ❤❤❤ কিন্তু ইরফান ভাইও ভালো অভিনয় করেন
অনেক দিনের অপেক্ষার পর নাটকটি দেখছি। ট্রেলার দেখেই মন ভালো হয়ে গিয়েছে
মেহজাবিন আপু সঠিক সিদ্ধান্ত নিয়েছে 🙂🙂🙂
প্রথম দিকে গোজামিল লাগছিলো!কিন্তু শেষ সিন টাতে সব ক্লিয়ার হয়ে গেলো!! খুব সুন্দর একটি বার্তা। নাটকের উপস্থাপন খুব সুন্দর। ❤️
পুরা নাটকটা দেখে নিজেই বিভ্রান্তিতে পরে রইলাম🙂
ধন্যবাদ। 💗💗
Natok ta amar life er sathe akdom mile gese.....
মেহজবিন মানেই নতুন কিছু ❤️
ধন্যবাদ। 💗💗
অনেক অনেক অনেক সুন্দর একটা নাটক অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ পরিচালক ভাইকে
সুন্দর একটি নাটক। ❤️🌺❤️🌺❤️
Onek sundor natok ❤️
জীবনে সবকিছু একসঙ্গে পাওয়া যায় না আর সেটার প্রত্যাশা করাটাও বোকামি বলে আমি মনে করি।
নিশ্চয়ই ধৈর্য্য ধরলে প্রত্যাশার থেকেও উত্তম এবং ভালো প্রতিদান পাওয়া যায়। 😊❤️
শেষ পর্যন্ত নাটকটায় শিক্ষনীয় ব্যাপারটা দেখে অনেকই ভালো লাগলো। 🤩
খায়রুল ভাই সবার সেরা যেমন সুন্দর তেমনি তার অভিনয় ❤❤❤❤
মেহেজাবীন এর নাটক মানেই xoss😳💖
Jara natok er 1 st koek min dekhe r natok ta dekbe na tara ashol bhol ta korbe.shes ta e holo ashol chomok.shes ta dekhe valo laglo.dhoirjo dhora valo.kinto bhol decision newa mane e jibon ta shes.onek sundor hoise natok ta.boddimaner akta kaj korse shotik somoye shotik shiddanto ta nia.
Perfect ending 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
জীবনে সব কিছু আসলে একসাথে পাওয়া যায়না,soo true story😞😞
নাটক চালিয়ে দিয়ে কমেন্ট পড়তে আসা পাবলিক গুলো কই,
আমি 😂😂😂
অসাধারণ ছিলো নাটকটা। শিক্ষনীয় প্রতিটা মানুষের জন্য। ধৈর্যের ফল মিষ্টি হয়,এটাই সত্যি।❤️❤️
সবাই তো ভালো আছেন বলেন না আলহামদুলিল্লাহ 💝🌺
মেহেজাবিন, ইরফান,খাইরুল মিলে অসাধারণ একটা নাটক উপহার দিয়েছে,, এককথায় অসাধারণ একটা শিক্ষনীয় নাটক,,, পুরো টিম কে ধন্যবাদ
ধন্যবাদ। 💗💗
বাংলা দেশের নাটক মানেই একটু অন্য রকম ফিলিংস
ধন্যবাদ। 💗💗