নৌকা বাইচ, গ্রামের রেস্টুরেন্টে ভাত ভর্তা ও নৌকায় পিকনিক। Historical Paddle Boat Race of Bangladesh.

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2022
  • বান্দুরায় বাংলার ঐতিহ্য নৌকা বাইচ দেখতে যাচ্ছি। পথে গ্রামের এক রেস্টুরেন্টে বসা ভাত আর ভর্তা দিয়ে নাস্তা সারলাম। দুপুরে নৌকায় বিভিন্ন মাছ, মাংস, ভাজি ও ডাল দিয়ে লাঞ্চ। অসাধারণ এক দিন।
    Nouka Baich (Bengali: নৌকা বাইচ, lit. Boat Race, also spelt Nowka Bais) is a traditional dragon boat-style paddling sport of Bangladesh.
    All camping video playlist: • Camping & Picnic in Am...
    Portable gas stove: amzn.to/3LhJ4j4
    Indoor camp heater: amzn.to/38qC06t
    Estwing Sportsman's Axe - 14" Camping Hatchet with Forged Steel Construction & Genuine Leather Grip: amzn.to/3MrJ69m
    My email: AdventureTube21@gmail.com
    If you enjoy my work and wish to contribute, my Patreon link:
    / adventuretube
    My other video playlists:
    কিভাবে আমেরিকা যাবেনঃ
    • কিভাবে আমেরিকা যাবেন। ...
    ফ্লোরিডা, আরেক বাংলাদেশঃ
    • ফ্লোরিডা, আরেক বাংলাদে...
    আমেরিকার দিনরাত্রিঃ
    • আমেরিকার দিন রাত্রি ||...
    কানাডা অ্যাডভেনচারঃ
    • কানাডা অ্যাডভেঞ্চার ||...
    ভূস্বর্গ বাংলাদেশ || Beautiful Bangladesh Tour
    • ভূস্বর্গ বাংলাদেশ || B...
    রান্নার রেসিপিঃ Recipe playlist:
    • রান্নার রেসিপি || RECIPE
    Mohammed Al-Farook
    Jamai Bou Production
    AdventureTube21@gmail.com
    #jamaibou #adventureTube #Adventure_Tube21

Комментарии • 258

  • @malobicadey7225
    @malobicadey7225 Год назад +9

    ওরে বাবা!! নৌকা বাইচ প্রতিযোগিতার উত্তেজনা তো World Cup football or cricket championship এর থেকে কিছু কম না!!!👏👏👏

  • @salmasultanarazia1055
    @salmasultanarazia1055 Год назад +13

    এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি। সকল দেশের সেরা সে যে আমার জন্মভূমি ।

  • @zubairmahbub8873
    @zubairmahbub8873 Год назад +3

    নদীমাতৃক বাংলার অসাধারণ রুপ সেই সঙ্গে নৌকাবাইচ খুবই ভালো লেগেছে।

    • @AdventureTube21
      @AdventureTube21  Год назад

      Thank you

    • @fuadmahamud6638
      @fuadmahamud6638 Год назад

      @@AdventureTube21 আমার এলাকার এত কাছাকাছি নৌকা বাইচে এসেছিলেন একটু জানতেও পারলাম না। আসলে আগের পর্বে একটু হিন্টস দিলে ভালো হতো বান্দুরা গিয়ে দেখা করতে পারতাম।।
      আমি আপনার সব এপিসোডগুলোই দেখি। যাই হোক আজকেরটাও বেশ ভালোই হয়েছে। ধন্যবাদ ফারুক ভাই

  • @afsanalifestyle7866
    @afsanalifestyle7866 Год назад +5

    অসাধারণ গ্রামের পরিবেশ ,যেন মন জুরিয়ে যায়,
    সত্যই আমাদের বাংলা দেশ সুন্দর ,

  • @middlesimplevlog3294
    @middlesimplevlog3294 Год назад +1

    মনটা জুরিয়ে গেল মেলার দৃশ্য দেখে।

  • @yesminamin9654
    @yesminamin9654 Год назад +3

    আসসালামু আলাইকুম ভাই। নৌকা বাইচ এর নিয়ম কানুন আমি তেমন একটা বুঝি না।তবে এতো বড় নৌকা এতো সুন্দর করে সবাই চালিয়ে যায়, আর এই উৎসব কে নিয়ে নদী পাড়ের মানুষের যে আয়োজন, আনন্দ সেটা খুব enjoy করলাম। মেলার খাবার গুলো মাটির তৌরি পুতুল জিনিস পত্র গ্রাম বাংলার ঐতিহ্য কে মনে করিয়ে দেয়। এতো কষ্ট করে এতো পথ গুড়ে এতো সুন্দর বাংলার অপরুপ সৌন্দর্য তুলে ধরলেন অসাধারণ। অনেক দোয়া আপনার জন্য। ভালো থেকেন। Fiamanillah.

    • @AdventureTube21
      @AdventureTube21  Год назад

      Walaikum assalam. আপনাদের ভাল লাগলেই আমার পরিশ্রম সার্থক। অনেক ধন্যবাদ ভাই। Jajakallah Khairan.

  • @Diary_of_Mitu
    @Diary_of_Mitu Год назад +1

    বাংলাদেশের অপার সৌন্দর্য, সবুজ। এর সাথে আর কোন কিছুর তুলনা নাই।

  • @khondokershabit3237
    @khondokershabit3237 Год назад +2

    ধন্যবাদ আপনাকে ৬ বছর পর নিজের গ্রামের নৌকা বাইচ দেখলাম।

  • @Taminite
    @Taminite Год назад

    আপনার দেশের ভিডিও দেখলে আমার খুবই ভালো লাগে ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায় আমার সোনারগাঁয়ের সেই ছোটবেলার স্মৃতি,Thank you.

  • @mahjewel1869
    @mahjewel1869 Год назад +4

    অসাধারণ একটা ভিডিও, আমার তো নৌকা বাইচের চেয়েও গ্রামটা অসম্ভব সুন্দর লেগেছে। ১৫ বছর পর এত সুন্দর গ্রাম দেখলাম মনে হচ্ছিল নিজেই উপস্থিত ছিলাম। এই ফিলটা দেয়ার জন্য ধন্যবাদ স্যার কে।

  • @mukulislam21
    @mukulislam21 Год назад +4

    খুব ভালো লাগল ভাই।মনে হলো এটাই সর্ব শ্রেষ্ঠ ভিডিও। সত্যিই আপনার হাতে যাদু আছে

  • @ArifAhmed-lb5og
    @ArifAhmed-lb5og Год назад +3

    আমার মা আপনাদের ভিডিও দেখে। অনেক ভালো লাগে।

  • @tonnisworld7315
    @tonnisworld7315 Год назад +3

    মেলার মাটির হাড়িপাতিল দেখে সাতক্ষীরার গুড় পুকুরের মেলার কথা মনে পড়ে গেলো। খুব ভালো লাগলো সবকিছু।

  • @sakhawatulmaula5244
    @sakhawatulmaula5244 Год назад +2

    যাত্রা পথ টা অসাধারণ ছিলো ,,,,, আর নৌকা বাইচ তো দারুণ উপভোগ করলাম । গ্রামীণ মেলাটা ও খুবই ভাল লাগল ।

  • @bahauddin4659
    @bahauddin4659 Год назад +1

    অসাধারণ ভিডিও,,, মনকে পুরো নারাই দিলো

  • @masumdollar4235
    @masumdollar4235 Год назад +3

    জিহবায় জল এসে গেল আংকেল। এ যেন পাঁচ তারকা হোটেলের খাবার কেও হার মানায়।

  • @shamimaislam3894
    @shamimaislam3894 Год назад +1

    আমাদের চাঁদপুরের মতলবে চলেন ফারুক স্যার।অনেক সুন্দর

  • @sharifulislam1982
    @sharifulislam1982 Год назад +3

    গ্রামীণ পরিবেশ ও ভর্তা গুলো দারুণ ছিল,
    সাথে রসুন দিয়ে কাচা বাদামের ভর্তা হলে আরো মজা পেতেন 🇧🇩💕

  • @stupidlog9795
    @stupidlog9795 Год назад +1

    I never thought that bangladesh so beautiful country and their people too

  • @UCqkdtMiE5ZquD_lF9prae4Q
    @UCqkdtMiE5ZquD_lF9prae4Q Год назад +2

    নিজের শেকড়.......অসাধারণ ফারুক ভাই

  • @SohelRana-pd8db
    @SohelRana-pd8db Год назад +1

    আমার মা এবং গ্রামের কথা মনে পড়ছে !!

  • @RyanRasel-og8mg
    @RyanRasel-og8mg Год назад +2

    আমিও নবাবগঞ্জের ছেলে অনেক দিন হয় দেশে যাওয়া হয়না । মনে হয় পুরো সময়টা আপনার সাথেই ছিলাম । সম্পূর্ণ ভিডিওটি দেখলাম খুবই ভালো লেগেছে ।

  • @shahadathossain694
    @shahadathossain694 Год назад

    চমৎকার ও শিহরিত অনুভূতি ۔মন ছুঁয়ে গেলো

  • @sakib9527
    @sakib9527 Год назад +5

    নিজের দেশ,নিজের জন্মভূমি, নিজের গ্রাম, নিজের শেকড় ❤️❤️ এটার আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না 😌

  • @malobicadey7225
    @malobicadey7225 Год назад +2

    অসাধারণ একটি video উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। খুব উপভোগ করলাম ফারুক ভাই আজকের এই" গ্ৰামীন " video.

  • @rajibahamed2980
    @rajibahamed2980 9 месяцев назад +1

    ভাই আমার নানা বাড়ি নবাবগঞ্জ জেলার বাঘমারা আমার খুব ভালো লাগলো আপনার ভিডিও দেখে আমার জন্ম ১৯৮২তে।ধন্যবাদ ভাই আপনাকে।

  • @msabbirnababganj6523
    @msabbirnababganj6523 Год назад +1

    অসাধারণ একটা ভিডিও।
    অামাদের এলাকার নিয়ে।
    ধন্যবাদ। সবাই কে।

  • @mehrabskitchen4803
    @mehrabskitchen4803 Год назад +1

    মেহরাবের আম্মু বলছি, আপনার একটি কথা তাল গাছ দেখিয়ে অনেক দূরে নিয়ে যাওয়া এই কথাটা ভালো লাকছে, আর সব বিষয়ে সঠিক অনুভোতির কথা' ভিবিন্ন সময়ে এভাবেই আমাদের আনন্দ দিয়ে যাবেন এই আশায় থাকবো _শুভকামনা রইল ভাইয়া

  • @masudkhanliton1139
    @masudkhanliton1139 Год назад +2

    মাশাল্লাহ, চমৎকার ভিডিও। দেখে মুগ্ধ হলাম ফারুক ভাই। বহু বছর আগে একবার বান্দুরা গিয়ে নৌকা বাইচ দেখেছিলাম। আজ আপনার ভিডিওতে দেখলাম।

  • @mohuyachowdhury1850
    @mohuyachowdhury1850 Год назад +2

    আসলেই নৌকা বাইচে জেতাটা মুখ্য নয় মজাটাই আসল মনে হয়.আমিও দেখেছি মহকুমা শহরে ঠিক এভাবেই নদীর ধার ঘেষে, তখন ছেলে মেয়েদের আলাদা বসতে হতো. সেই আমেজ অনুভব করলাম কিছুটা. ভালো লাগলো ধন্যবাদ আপনাকে.

  • @harunrashad3307
    @harunrashad3307 Год назад +1

    ফারুখ ভাই আপনাকে ধন্নবাদ বান্দুরা আসার জন্য। কলকোপা, বান্দুরা নিয়ে একটি ব্লগ বানান, অনেক ঐতিহ্যবাহি জায়গা আছে।

  • @junaidahmed8533
    @junaidahmed8533 Год назад +1

    কেমন আছেন আংকেল আশা করি ভালো। আমার পরিক্ষার কারনে আমি আপনার কয়েকটা ভিডিও মিস করেছি। পরিক্ষা শেষ তাই আপনার মিস করা ভিডিও গুলো দেখছি এবং এইটিও বেশ উপভোগ করেছি। ধন্যবাদ।

  • @ArifAhmed-lb5og
    @ArifAhmed-lb5og Год назад +2

    আংকেল আপনাদের ভিডিও আমাদের কাছে অনেক ভালো লাগে। 💜💛❤️💙💚

  • @md.anwarhossain4676
    @md.anwarhossain4676 Год назад +1

    ভাই,
    আমি থাকি অস্ট্রেলিয়া বহু দিন দেশে যাওয়া হয়না।আপনার ভিডিও দেখে মনটা আনন্দে ভরে যায়।মনে হয় যে আমি আমার দেশে আছি।

  • @Matrajog
    @Matrajog Год назад +1

    Really we enjoy our childhood by your video

  • @ceciliagomes2076
    @ceciliagomes2076 Год назад +1

    Wow My village 🏡🌅 Thank you vaia❤️❤️❤️❤️

  • @shikhamandal4187
    @shikhamandal4187 Год назад +1

    Vishon valo laglo r Bangla Desh o anek change hoyeche 😊

  • @SABBIRHOSSAIN-dl3nh
    @SABBIRHOSSAIN-dl3nh Год назад

    মাশাআল্লাহ অনেক সুন্দর ভিডিও

  • @israilmunshi2049
    @israilmunshi2049 Год назад +2

    আনন্দে ভরপুর এক সন্ধ্যা কাটালাম আপনার এই ভিডিও দেখে। বহুবছর পর এমন সুন্দর নৌকা বাইচ দেখলাম। সেই সাথে গ্রামীন মেলা। সেই মাটির হাড়ি পুতুল জীব জানোয়ার, খুব ভাল লাগল। ধন্যবাদ ভাই। ভাল থাকবেন সবাই।

    • @AdventureTube21
      @AdventureTube21  Год назад +1

      অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকুন।

  • @babubabu5708
    @babubabu5708 Год назад +2

    The beauty of our country which you Sir showing us is really wonderful

  • @mahbuburrahman451
    @mahbuburrahman451 Год назад +2

    মাশাল্লাহ। অনেক আনন্দ উপভোগ করলাম। ধন্যবাদ ভাই আপনাকে।

  • @kanizfatemamomo3320
    @kanizfatemamomo3320 Год назад +2

    অসাধারন একটা পর্ব. খুব মজা পেলাম👌👌👌

  • @sadiajawed8602
    @sadiajawed8602 Год назад +3

    আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো ভাই ❤️❤️❤️

  • @habibtune4520
    @habibtune4520 Год назад +2

    শত বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ, বাংলা -বাঙালীর আনন্দ রংঙের মেলা....

  • @chapolkazi
    @chapolkazi Год назад +2

    কত দিন নৌকা বাইচ দেখিনা , আমার বাড়ী ছিল আজিম নগর ইউনিয়ান ইব্রহিম পুর গ্রামে ।

  • @keyachakraborty1886
    @keyachakraborty1886 Год назад +1

    Dada....kolkata theke bolchi.....sundor gram bangla dekhe mon bhore gelo.....sobuj gram sob somoy mone Shanti ane.....bhalo thakben dada 🥰🥰🙏🏻🙏🏻

  • @brighttv4626
    @brighttv4626 Год назад +2

    My beautiful country 👌❤️🇧🇩

  • @sharifkhurrom9445
    @sharifkhurrom9445 Год назад +1

    অসাধারণ আংকেল। ভাল থাকবেন....ফ্রম 🇱🇷

  • @subratabose2960
    @subratabose2960 Год назад +2

    Mr.maf,what a gift for all subscribers,just mind-blowing.

  • @shamimgrey41
    @shamimgrey41 Год назад +1

    Wow ! Great video, really loved it, u r the best.❤👍

  • @sharminnaz3866
    @sharminnaz3866 Год назад +1

    ভালো লাগলো।

  • @MdIslam-bv8zm
    @MdIslam-bv8zm Год назад +1

    আমার সোনার বাংলা।💕💕💕💕💕💕

  • @rafsanjanirian6698
    @rafsanjanirian6698 Год назад +1

    আমাদের এলাকা! বাহ

  • @shakil1871
    @shakil1871 Год назад

    I love your work. Loud noise, such as engine boat sound could be replaced by soothing music for viewers satisfaction. Thank u again for your hard work.

  • @sfyanuss6770
    @sfyanuss6770 Год назад +1

    আমি ঢাকার তুরাগ নদীর নৌকা বাইজ দেখেছি সব এক সাথে রেইস দেয় এবং বাইজ টাইমে নদীতে কোনো টলার নামতে দেয় না । এখানে বিশৃখলা ছিলো তআরপর ও খুব মন ভরে গেছে ।

  • @yazulrajib7206
    @yazulrajib7206 Год назад +1

    নদীমাতৃক বাংলাদেশে

  • @sfyanuss6770
    @sfyanuss6770 Год назад +1

    আজকের ভিডিও এতো অসাধারণ ভাষা নেই । ভাইজান আপনার কারনে দেখার সুযোগ হলো । শহরে আমরা তো এতো গভিরে দেখতে পাই না আজ আশা পূণ হলো । ঢাকা , বাংলাদেশ থেকে দেখছি আলহামদুলিল্লাহ

  • @mdhashem5695
    @mdhashem5695 Год назад +1

    অভিনন্দন ভাই, মানিকগঞ্জ।

  • @sayemasiddika8769
    @sayemasiddika8769 Год назад

    Onek Onek valo laglo ! Eto shundor view r Nouka Baich ! Life e kokhono Nouka Baich dekhi Nai ! Ajke apnar vlog e dekhlam !
    Mela dekhe toh onek Valo legeche ! Matir khelna hari Patil ! Koto je khela korechi , ranna korechi ei matir Hari Patil diye !
    Ah ! Abar ashtoh Jodi shei shob din gulo !

  • @locutoriointernacional1895
    @locutoriointernacional1895 Год назад +1

    as salamualaikum owa rahmatullahi owaba rakatuhu , allah amader sobayke neck hayat dan korun ameen , masha allah khub sundor faruk bhai ghure ghure gram dekhcen alhamdullah akhon r ager moto gram ney onek poriborton hoyace . aponake onek donnobad onek sundor senary bhai , valoy lage arokom chitro dekhle . aponader koster karone amora vedio dekhte pai alhamdullah ami spain theke dowa korben bhaijan .

  • @ratanshekhe2466
    @ratanshekhe2466 Год назад +2

    আমাদে দোহার নবাবগঞ্জ মানেই দিনেদন

  • @miamihalal4747
    @miamihalal4747 Год назад

    This is real Bangladesh, see you soon.

  • @mamunblogsbd9806
    @mamunblogsbd9806 Год назад +1

    আমার এলাকা দেখলাম,
    কলাকোপা,সমসাবাদ।
    আপনাকে ধন্যবাদ এবং আমাদের এলাকার অনেকে আমেরিকা থাকে তাদের সাথে আপনাকে দেখতে পারলে ভালো লাগতো।

    • @AdventureTube21
      @AdventureTube21  Год назад +1

      Thank you 💕

    • @mamunblogsbd9806
      @mamunblogsbd9806 Год назад

      @@AdventureTube21 গতবার আপনি যখন দেশে আসছিলেন তখন মানিকগঞ্জ পুরাতন বাড়ি নিয়ে একটা এপিসোড করেছিলেন,আমি আপনার প্রায় সব ভিডিও দেখি এবং দেখতে ভালো লাগে।
      এই ভিডিওতে আমাদের কলাকোপা পুরাতন বাজারের একটা পুরাতন বিল্ডিং আপনি জোম করে দেখিয়েছেন,
      তাই আমাদের কলাকোপা নিয়েও একটা এপিসোড করতে পারেন।
      খুশী হতাম।

  • @dominiquesarkar7001
    @dominiquesarkar7001 Год назад +1

    হাসনাবাদ ৭৮ সালে গেছিলাম৷ সদরঘাট থেকে ৪ ঘন্টায় লঞ্চে। ভিডিও দেখে বিশ্বাস হচ্ছে না। যদি সম্ভব হয় বাংলাদেশের গ্রামের ঘোড়ার রেস দেখাবেন। ভালো থাকবেন। খুব ভাল লাগল।

  • @sojibkhan6932
    @sojibkhan6932 Год назад +1

    fine
    sirajganj Bangladesh

  • @TonatunisDiary
    @TonatunisDiary Год назад +1

    খুব ভাল লাগল

  • @malobicadey7225
    @malobicadey7225 Год назад +1

    আমাদের দেশের কেরালা রাজ্যের নৌকা বাইচ ও বিখ্যাত।

  • @mdhadi3441
    @mdhadi3441 Год назад +1

    THANK YOU VERY MUCH FOR YOUR ENJOYABLE VIDEO ON HISTORICAL PADDLE BOAT RACE ALONG WITH MANY BEAUTIFUL NATURAL BEAUTY OF BANGLADESH.

  • @FarukHossain-zk6nx
    @FarukHossain-zk6nx Год назад +1

    Excellent

  • @xxmalihachowdhuryxx5100
    @xxmalihachowdhuryxx5100 Год назад +1

    ভাইয়া আমি রাশেদ, অনেক মজা পাইলাম ভাই , নৌকা বাইচটা. বিশেষ করে গ্রামের তাল গাছের গল্পটা , মনে পড়ে গেল আমার ছোট বেলাতেও একই রকম ঘটনা ঘটেছে কয়েকবার ভিন্ন সময়ে। 🙂🙂

  • @FarukAhmed-tg2mg
    @FarukAhmed-tg2mg Год назад +2

    ফারুক ভাই গ্রামের এই পরিবেশ দেখে প্রবাসে বসে আপনার মনটা কি কখনও কাঁদে?

  • @aniksarkar7954
    @aniksarkar7954 Год назад +1

    Onk sovo kamona apnar jonno ❤️ Ami apnar pasar alaka churain ar chala

  • @H2RENTAL
    @H2RENTAL Год назад +1

    Bhai that was my place, thank you so much to brings us old memory..

  • @sharminnaz3866
    @sharminnaz3866 Год назад +1

    আপনার ভিডিও তে যাযা দেখছি ,আগে দেখিনি

  • @AnisurRahman-yi1yv
    @AnisurRahman-yi1yv Год назад +1

    আসসালামু আলাইকুম প্রিয় ভাই জান কেমন আছেন? আমি আপনার নিয়মিত একজন ফলোয়ার এতো দিন দেখেলাম আপনাকে দে-শ সহ ইউরোপের বিভিন্ন যায়গায় যখনি দেখলাম মুকুল ভাই সহ আপনাকে আলমপুর চকে তখন যে কি ভালো লাকতে ছিল ভাই বলে বুঝতে পারবোনা ভাই তার পরের দেখলাম আমাদের গ্রাম পার হয়ে পাউসার গেলেন দেখলাম আপনার জন্য অপেক্ষা করছে আমাদের গ্রামের চেয়ারম্যান ফারুক ভাই আমাদের প্রিয় সহিদ ভাই মকবুল মেম্বর দীর্ঘ আট বছর পর দেখলাম মুকুল ভাই দের ঘর আবুল ভাইদের রাজকীয় বাড়ি সহিদ ভাইদের ঘর আপনি আবার সহিদ ভাইদের ঘরের পেছনে বিয়ে বাড়িতে গেলেন তার পরের চলে গেলেন শেখর নগরে দীর্ঘ অনেক দিন পর দেখলাম শেখর নগর ইউনিয়নের চেয়ারম্যান টুটুল দাদাকে চিত্র কোট ইউনিয়নের চেয়ারম্যান বাবুল ভাই কে হেলাল মেম্বার আমাদের ইলিয়াস মেম্বার সহ পরিচিত সকল মুখ খুলো তার পরের চলে গেলেন বরাম, ফৈনপুর,কাল শুর, কালিপুর, ভাঙ্গা ভিটা হয়ে বান্দুরার বাইচে ভাই আরো বেশি খুসি হতাম যদি আপনার নিজ গ্রাম টা পাচ মিনিটে জন্য গুরে আসতেন ভাই অনেক কথা বলে ফেললাম মনে কিছু নিবেনা এতো কথা বলার কারন ভাই আমি একজন পঙ্গু ব্যক্তি আজ আট বছর চলতেছে পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছি আমার জন্য দোয়া করবেন প্রিয় ভাই জান আপনার জন্য ও অনেক অনেক শুভ কামনা রইলো।

    • @AdventureTube21
      @AdventureTube21  Год назад

      Walaikum assalam. দোয়া করি আল্লাহ আপনাকে ভাল রাখুন। ধন্যবাদ।

  • @mdkhalil2514
    @mdkhalil2514 Год назад +1

    I'm from Chittagong

  • @zohurulislam6772
    @zohurulislam6772 Год назад +1

    আমাদের ঐ কালচারই থাকার কথা ছিল, কিন্তু আমরা দূর্ভাগা ঐ সংস্কৃতি ধরে রাখতে পারিনি। আমরা খাবার উৎপাদন না করে জায়গা দখল করে রেষ্টুরেন্ট বানাই বড়লোকি দেখানোর জন্য, আর এই সব আদিখ্যাতার জন্য খাবারের দাম বাড়ছে, এসব আমাদের গ্রাম বাংলার নিত্য দিনের চিত্র ছিল যখন হাসমুরগী প্রত্যেকের বাড়িতে ছিল, কিন্তু আমরা রেস্টুরেন্ট আর কর্পোরেট দুনিয়া আর দাজ্জালের শহর দিয়ে গ্রাম গুলো ধ্বংস করে এক মুরগীর রান খুজতে সারা শহর গ্রাম ঘুরতে হয়, অথচ এ নির্মল পরিবেশ এমনিতেই ছিল খাবার এমনিতেই ছিল। এ আদিখ্যাতা লোকগুলো ইন্জিন চালিত নৌকা চালিয়ে পরিবেশ দূষণ করবে, আর কোষা নৌকা চালালে সেকেলে বলবে, কিন্তু ঠিকই তারা গ্রামের ঘানি ভাঙা সরিষার তেল আর নিজেরাই কোষা নৌকা বিলুপ্ত করে আদিখ্যাতা হয়ে যায় কোষা নৌকা দেখলে।

  • @sagorahmed4029
    @sagorahmed4029 Год назад +1

    কাকা আমারা খুব খুসি আমাদের নবাবগঞ্জ আসার জন‍্য। আমারা গরবিত আপনি আমাদের নবাবগঞ্জ থানার এক সফল ইওটিবার। আল্লাহ্ আপনাকে ভালো রাখোক সব সময় ।

  • @futurebangladesh93
    @futurebangladesh93 Год назад +1

    ভাই আসসালামু আলাইকুম। আপনার ভিডিওগুলো আমি দেখি।নবাবগঞ্জ কলাকোপা ইউনিয়নের ঐতিহ্যবাহী বাড়িগুলো েযমন জমিদার বাড়ি দেখাবেন

    • @AdventureTube21
      @AdventureTube21  Год назад

      Walaikum Assalam. I will try inshallah. Thank you.

  • @jsjubayerhossain9300
    @jsjubayerhossain9300 Год назад +1

    Ahare Age janle apnar sathe dekha kortam.2020 ekbar dekha hoicilo.

    • @AdventureTube21
      @AdventureTube21  Год назад

      Inshallah আবার হবে। ধন্যবাদ। 💕

  • @BangladeshibloggermumFra
    @BangladeshibloggermumFra Год назад +2

    Wow! Amazing from France

  • @mdzahangir5764
    @mdzahangir5764 Год назад +1

    woawo ah sum that is good

  • @journeywithmrahman5522
    @journeywithmrahman5522 Год назад +1

    Onek onek din pore ekta wow video.subo kamona roilo.

  • @rafsanjanirian6698
    @rafsanjanirian6698 Год назад +1

    পাওষার কিন্ত আমরা আংকেল নিয়মিত আড্ডা দিতে যাই বাইক নিয়ে।

  • @mdsanaf3172
    @mdsanaf3172 Год назад +1

    Lovely👌

  • @Saumitra.1962
    @Saumitra.1962 Год назад +1

    Keralar allpuzzar boat race ta enjoy koray ashun

  • @ShohagIslam50594
    @ShohagIslam50594 Год назад +1

    Wow 🙆

  • @JashimUddin-yx9bu
    @JashimUddin-yx9bu Год назад +1

    Bandura amr bari

  • @aslamhossain3535
    @aslamhossain3535 Год назад +1

    আপনি আমাদের কেরানীগঞ্জের উপর দিয়ে আপনার চলাচল যদি জানতে পারতাম তা হলে একটু দেখে ধন্ন হতাম ❤❤

  • @biswajitsanyal8932
    @biswajitsanyal8932 Год назад +1

    Now would love to see you explore America...particularly colorado, california, neveda etc may be even the lonely state utah....

  • @akazad6176
    @akazad6176 Год назад +1

    সিবরামপুর হাট,চুড়াইনের মিস্টি,বানর নিয়ে ভিডিও তৈরি করেন

  • @snshafingaming7693
    @snshafingaming7693 Год назад +2

    Nice 😀

  • @elinaullah6348
    @elinaullah6348 Год назад +1

    Nice video

  • @-Bumblebee-817
    @-Bumblebee-817 Год назад +1

    Assalamualaikum Uncle,thank you so much for this particular video this is my village I’m from Alampur but fupu’s house is in Baruikhali I had been there so many times you brought my childhood back for a sec and I also cried.I’m in Buffalo,NY now if you ever visit here again I would love to meet you thanks again 😊

  • @newstv1680
    @newstv1680 Год назад +1

    Uncle amar gram ae basa oikhana

  • @mahbuburrahman6174
    @mahbuburrahman6174 Год назад +1

    দেখলাম বন্ধু মানিকগঞ্জ সদর থেকে

  • @rafsanjanirian6698
    @rafsanjanirian6698 Год назад

    শিবরামপুর হাটে আংকেল এখনো নিয়মিত নিমটি,মিষ্টি মানে রসগোল্লা দিয়ে হাটের থাপরানো রুটি কিন্তু এখনো পাওয়া যায়।😁😊

  • @shaiekislamshopon6249
    @shaiekislamshopon6249 Год назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤nice ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shaguftaahmed2216
    @shaguftaahmed2216 Год назад +1

    Sorry uncle today I am late ❤️❤️❤️❤️❤️

  • @zinialubnavlog4270
    @zinialubnavlog4270 Год назад +1

    প্রথম কমেন্ট ও প্রথম লাাইক।
    💙💙💙