শান্তনু বাবু আপনার ভিডিও টি ভালো লাগলো।এই প্রসঙ্গে জানাই আমি ১৯৭৬ সালে আমার ইন্ডিয়ান এয়ারলাইন্স,কলকাতার বন্ধুদের সঙ্গে নয়াচরে গেছিলাম সঙ্গে তাঁবু ও রান্নার সমস্ত সামগ্রী ও রাঁধুনি নিয়ে।আমরা জোয়ারের সময়ে ওখানে পৌঁছেছিলাম মাঝিদের চালিত সাধারণ নৌকায় ফলে কাঁদা ভেঙ্গে পাড়ে / উপরে উঠতে হয়নি।নৌকার মাঝিরা বলছিল এখানে আসতে হলে জোয়ারের সময় আসতে হয় আবার জোয়ারের সময় ফিরতে হয় তাহলে নদীর পাড়ের কাঁদা ভাঙ্গতে হয় না। আমরা সারাদিন খুব মজা করেছিলাম। কিন্তু দুপুরের খাওয়া প্রায় শেষলগ্নে হঠাৎ আকাশে মেঘ দেখা যায় এবং হাওয়া শুরু হয় আমাদের নৌকার মাঝিরা বলে এক্ষুনি আমাদের যাত্রা শুরু করতে হবে না হলে বিপদ।সঙ্গে আমাদের মাঝিরা ও তাদের সহকারী জিনিসপত্র গুছিয়ে নৌকায় উঠতে বলে কিন্তু ভাটা থাকায় প্যান্ট গুটিয়ে কাঁদা ভেঙ্গে নৌকায় উঠতে হয়েছিল।তখন সন্ধ্যা হয়ে গেছিল বৃষ্টি শুরু হয়ে গেছিল সামনে কিছুই দেখা যাচ্ছেনা। ভগবানের নাম স্মরণ করছি আর বলছি ঠাকুর এ যাত্রা পার করে দাও আর কোনদিন এই ধরনের দ্বীপে আসবোনা। মাঝিদের অসাধারণ দক্ষতায় এবং ঠাকুরের কৃপায় কোনরকমে পাতিখালিতে পৌঁছেছিলাম। আমাদের দুটি ভ্যানরিক্সা ছিল ওখানে জিনিসপত্র উঠিয়ে কোনরকমে দূ্র্গাচকে আমার কোয়ার্টারে ফিরে আসি। আমি ইন্ডিয়ান অয়েল, হলদিয়া রিফাইনারি তে কর্মরত ছিলাম ৩২ বছর এবং ২০০৭ এ অবসর নিয়েছি। আমার মতে এই রকম নির্জন জায়গায় ফ্যামিলি নিয়ে আসা উচিত নয় এটার কথা উল্লেখ থাকলে ভালো হতো। আপনার ও আপনার বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভালো থাকুন সুস্থ থাকুন।
আপনার অভিজ্ঞতা শুনে শিউরে উঠলাম। আমরা প্রতি বছর শীতের শুরুতে নভেম্বরে এভাবেই একদিন ওখানে থাকি। সবাই হলদিয়ার। এতোটা সময় দিয়ে আপনার পুরানো স্মৃতি শেয়ার করলেন খুবই ভালো লাগলো। আমার চ্যানেলের অন্য ভিডিও গুলো দেখবেন ও সঙ্গে থাকবেন। ধন্যবাদ আপনাকে।
আপনার ব্লগগুলো খুব সুন্দর লাগে আপনি যেখান থেকে শুরু করেছেন আজকের ব্লগটা আমি কিন্তু এখানকারই বাসিন্দা। পায়ে হাটা দশ মিনিট অনেক অনেক আমন্ত্রণ রইল আমার বাড়ি আসার।
Ha thik e bolechen ayan babu.nahole rajyer hotel lodge byang er chhatar moto khulbe auto stand toto stand hawker eshob e ghinji r polluted hoye jabe jayga ta thak na Jerokom ache pristine .
একটু ঐতিহাসিক ভুল আছে। দ্বীপটি আটের দশকের আগে (১৯৮০ এর আগে) জেগে উঠেছিল। আটের দশকের গোড়ায় বেশ কিছু লোক ওখানে জমি জবরদখল করতে গিয়ে ভীষণরকম লাঠালাঠি মারামারিতে জড়িয়ে পড়েছিল। তখন সরকার ওটাতে নজর দেয় ও মৎস্য চাষের জন্য বিভিন্ন কোঅপারেটিভ কে বাৎসরিক চুক্তিতে জমি লীজ দেয়। এখন ও মাছ চাষ হয়। ফিসারি দপ্তরের অধীনে বেনফিস ওখানে চার কামরার একটা বাড়ি করেছিল টুরিস্টদের জন্য। কিছু দিন চালিয়ে ছিল। এখন আর বেনফিস ঐ সেন্টার চালাচ্ছে না। বুনো মহিষগুলো প্রকৃতপক্ষে ৪০ বছর আগেকার পালিত মহিষের বংশধর। ঐসময় কিছু লোক খাটাল বানানোর উদ্দেশ্যে কিছু মহিষ ওখানে নিয়ে গিয়েছিল। পরে সরকার নজর দ্বীপটির দায়িত্ব নেওয়ায় ওগুলো আর ফিরিয়ে নিয়ে যায় নি। এখন ওদের মালিক নেই। প্রকৃতিতে ওরা নিজেরাই নিজেদেরকে টিকিয়ে রেখেছে ও বংশবিস্তার করছে। ওখানে ইকোটুরিজুম্ হাব হওয়ার ওটি একটি আদর্শ জায়গা। বর্তমান মুখ্যমন্ত্রীর প্রথম ক্ষমতায় আসার আগে তাই ওনার পরিকল্পনায় ছিল। এখন সব চুপচাপ হয়ে গেছে।
আপনার থেকে নূতন ও আকর্ষণীয় তথ্য পেলাম নয়াচর সমন্ধে।কোনোদিন সুযোগ পেলে পরবর্তী ভিডিও তে নিশ্চয়ই জানাবো সবাইকে। আমার চ্যানেলের অন্য ভিডিও গুলো দেখবেন ও সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে এতোটা সময় দিয়ে কমেন্ট করার জন্য।
এরা যে গৃহপালিত মহিষের বংশোদ্ভূত সে নিয়ে কোনো দ্বিমত থাকতে পারে না। এখানে বুনো যৌন আসবে কোথা থেকে? বহু আগে ফালুট যাওয়ার পথে এই রকমই দলবদ্ধ ঘোড়া দেখেছিলাম, তারা ছিল abandoned ঘোড়াদের বংশোদ্ভূত।
কত একর জমির উপর এই নয়াঢর আইল্যান্ড জানালে ভালো হত তবে 2010 সালে এটি প্রায় 25000একর জমি নিয়ে ব্যাপ্ত ছিলো যা এখন আরো বেড়েছে এর সমীক্ষা the then state govt দ্বারা এক বিশেষজ্ঞ কমিটি দিয়ে যে কমিটিতে ছিলো Rx Hindustan lever এর chairman late Ashoka Ganguli Ex chairman ONGC late submit Saha ও আরো experts regarding Revert Sea ও land experts এই নয়াঢর যদি অন্য রাজ্যে হতো তাহলে ওখানে fisharies এর চাষ নারকেল এর গিয়ে কাজু এলাচ দারুচিনি ইত্যাদির চাষ করাতো ও tourism এর সাহায্যে ওখানে অনেক কর্মপন্থার ব্যাবসথা করাতো
Apnar video ta khoob bhalo laglo. I had no previous experience oh Nayachar island. Photography r description highly appreciated. In future apni aaro besi kore news niye amader present korun. Thank you so much dada. Bhalo thakben
কর্মসূত্রে গঙ্গাসাগরে যাই, প্রতি সোমবার টাউনসিপের পার্থসারথী ঘাট থেকে। ফিরেও আসি ওই একই পথে। কোনোদিন নয়াচরে যাওয়ার সুযোগ হয়নি। আপনার মাধ্যমে নয়াচর দেখলাম। একপ্রকার পুরো নয়াচরটা নদীপথে ট্রলারে চক্কর কেটেছি। ওখানে একটা পুলিশ ফাঁড়ি আছে শুনেছি।
নয়াচরের এই ভিডিওটি আমার খুব ভালো লেগেছে। স্বল্পপরিসর এই ভিডিওটির মাধ্যমে যেন এক ঝলক আনন্দের জোয়ার বয়ে গেল চোখের সামনে। ক্যাম্প খাটিয়ে এত সুন্দর ভিডিও সত্যিই মুগ্ধ করে। দ্বীপে আপনারা মাছ ধরে খেলেন কিনা জানিনা। এ ব্যাপারে আলোকপাত পেলাম না। আপনারা সকলেই কি হলদিয়ার বাসীন্দা?
আমরা প্রতি বছর নভেম্বরে ওখানে যাই ও দুদিন এভাবেই থাকি, মাছ ধরি, রান্না করি ও জমিয়ে আড্ডা মারি। প্রথম এভাবে ক্যামেরা বন্দি করা। অনভিজ্ঞতার কারনে সব কিছু এবারে ভালো করে ফুটিয়ে তুলতে পারিনি। পরের বার অনেক কিছু তুলে ধরার চেষ্টা করব। আমরা সবাই হলদিয়ার বাসিন্দা। সাথে থাকবেন আমার চ্যানেলে ও অন্য ভিডিও গুলো দেখবেন। ধন্যবাদ।
মহিষ গুলো নয়া চরে থাকে। এগুলোর স্থায়ী কোনো মালিকানা নেই। দুধের জন্য কিছু সাহসী লোক এগুলোকে কিছুটা পোষ মানিয়েছে। এদেরকে খাওয়ার দিতে হয় না আর এদের থাকার কোনো গোয়াল নেই। আমার চ্যানেলের অন্য ভিডিও গুলো দেখবেন। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।
মহিষ গুলো নয়া চরে থাকে। এগুলোর স্থায়ী কোনো মালিকানা নেই। দুধের জন্য কিছু সাহসী লোক এগুলোকে কিছুটা পোষ মানিয়েছে। এদেরকে খাওয়ার দিতে হয় না আর এদের থাকার কোনো গোয়াল নেই। শখের বশে ভিডিও টা বানিয়েছিলাম ও ইউটিউবে আপলোড করি। সেটা এতো জন দেখবে ভাবিনি। আমার চ্যানেলের অন্য ভিডিও গুলো ও দেখবেন। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।
@@TravellerInsideMe শান্তনু বাবু আপনাকে কোনো ধরনের ছোটো করার অভিপ্রায় নেই কিন্তু জেলার বাসিন্দা হিসেবে আমি জানি এগুলো বুনো নয়, তবে হ্যাঁ রুপনারায়নের চড়া তো যেসব গাবাদী পশু চরে তারাও খোলা ভাবে ঘুরে বেড়ায় এবং এরা ওখানকার ঘাসই এদের খাদ্য।
শান্তনু বাবু আপনার ভিডিও টি ভালো লাগলো।এই প্রসঙ্গে জানাই আমি ১৯৭৬ সালে আমার ইন্ডিয়ান এয়ারলাইন্স,কলকাতার বন্ধুদের সঙ্গে নয়াচরে গেছিলাম সঙ্গে তাঁবু ও রান্নার সমস্ত সামগ্রী ও রাঁধুনি নিয়ে।আমরা জোয়ারের সময়ে ওখানে পৌঁছেছিলাম মাঝিদের চালিত সাধারণ নৌকায় ফলে কাঁদা ভেঙ্গে পাড়ে / উপরে উঠতে হয়নি।নৌকার মাঝিরা বলছিল এখানে আসতে হলে জোয়ারের সময় আসতে হয় আবার জোয়ারের সময় ফিরতে হয় তাহলে নদীর পাড়ের কাঁদা ভাঙ্গতে হয় না। আমরা সারাদিন খুব মজা করেছিলাম। কিন্তু দুপুরের খাওয়া প্রায় শেষলগ্নে হঠাৎ আকাশে মেঘ দেখা যায় এবং হাওয়া শুরু হয় আমাদের নৌকার মাঝিরা বলে এক্ষুনি আমাদের যাত্রা শুরু করতে হবে না হলে বিপদ।সঙ্গে আমাদের মাঝিরা ও তাদের সহকারী জিনিসপত্র গুছিয়ে নৌকায় উঠতে বলে কিন্তু ভাটা থাকায় প্যান্ট গুটিয়ে কাঁদা ভেঙ্গে নৌকায় উঠতে হয়েছিল।তখন সন্ধ্যা হয়ে গেছিল বৃষ্টি শুরু হয়ে গেছিল সামনে কিছুই দেখা যাচ্ছেনা। ভগবানের নাম স্মরণ করছি আর বলছি ঠাকুর এ যাত্রা পার করে দাও আর কোনদিন এই ধরনের দ্বীপে আসবোনা। মাঝিদের অসাধারণ দক্ষতায় এবং ঠাকুরের কৃপায় কোনরকমে পাতিখালিতে পৌঁছেছিলাম। আমাদের দুটি ভ্যানরিক্সা ছিল ওখানে জিনিসপত্র উঠিয়ে কোনরকমে দূ্র্গাচকে আমার কোয়ার্টারে ফিরে আসি। আমি ইন্ডিয়ান অয়েল, হলদিয়া রিফাইনারি তে কর্মরত ছিলাম ৩২ বছর এবং ২০০৭ এ অবসর নিয়েছি। আমার মতে এই রকম নির্জন জায়গায় ফ্যামিলি নিয়ে আসা উচিত নয় এটার কথা উল্লেখ থাকলে ভালো হতো। আপনার ও আপনার বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভালো থাকুন সুস্থ থাকুন।
আপনার অভিজ্ঞতা শুনে শিউরে উঠলাম। আমরা প্রতি বছর শীতের শুরুতে নভেম্বরে এভাবেই একদিন ওখানে থাকি। সবাই হলদিয়ার। এতোটা সময় দিয়ে আপনার পুরানো স্মৃতি শেয়ার করলেন খুবই ভালো লাগলো। আমার চ্যানেলের অন্য ভিডিও গুলো দেখবেন ও সঙ্গে থাকবেন। ধন্যবাদ আপনাকে।
আপনার ব্লগগুলো খুব সুন্দর লাগে আপনি যেখান থেকে শুরু করেছেন আজকের ব্লগটা আমি কিন্তু এখানকারই বাসিন্দা। পায়ে হাটা দশ মিনিট অনেক অনেক আমন্ত্রণ রইল আমার বাড়ি আসার।
অনেক ধন্যবাদ।
Patikhali te thaken apni?
Aami jodi aaste chai tahole???
Thakar ki kono byabostha hbbe????
Upnar sangey dekha karar iche raela, Bhalo thakben. Khub bhalo hoyeche
Nischoy...
এত মহিষ এক সাথে??
অবাক করা দৃশ্য! সাথে নৌকা ভ্রমণ, অসাধারণ।
অনেক ধন্যবাদ আপনাদেরকে।
@@TravellerInsideMe ❤️
আমি নয়াচর আইল্যান্ডের যাই আমার একটা বন্ধু ভেরি আছে খুব মজা হয় এবং খুব সুন্দর জায়গা
Tomar mob no ta jodi diten ektu .... nayachar er macher byapare ektu jantum.
Kotha bolar shoili khub bhalo apnar
Utsahito holam..songe thakun...
@@TravellerInsideMe Z
darun jaygata,ekta notun jayga somporke janlam...khub valo hoechhe video ta..
অনেক ধন্যবাদ আপনাকে ।
অসাধারণ লাগলো, Nice video...... (Pranab traveller's)
thank u brother...
দাদা, দক্ষিণ বঙ্গে সুন্দরবন আছে
Chosma ta kothaye Santanu? Valo laglo chena manus k dekhe.
খুব ভালো লাগলো ভিডিও টা | পুরোটা দেখলাম |
Bahhhhhhh
Amar bari kakdwip ariate, ami 20 year age amader griho palito mohis tryolare du side bendhe mohis vaste vaste niye gechilam
দাদা খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ।
আমার চ্যানেলে স্বাগত। অন্যান্য ভিডিও গুলো দেখার অনুরোধ রইল।
অসাধারণ লাগলো......❤️❤️❤️
(Pranab Traveller's)
yes, this place is really beautiful, and also try to visit this place in evening time I liked it bro
Welcome to my channel..and also wish you grow in RUclips platform..
থাক। যতদিন না হচ্ছে ততদিন জীবগুলো শান্তিতে বাঁচবে।
Ha thik e bolechen ayan babu.nahole rajyer hotel lodge byang er chhatar moto khulbe auto stand toto stand hawker eshob e ghinji r polluted hoye jabe jayga ta thak na Jerokom ache pristine .
একটু ঐতিহাসিক ভুল আছে। দ্বীপটি আটের দশকের আগে (১৯৮০ এর আগে) জেগে উঠেছিল। আটের দশকের গোড়ায় বেশ কিছু লোক ওখানে জমি জবরদখল করতে গিয়ে ভীষণরকম লাঠালাঠি মারামারিতে জড়িয়ে পড়েছিল। তখন সরকার ওটাতে নজর দেয় ও মৎস্য চাষের জন্য বিভিন্ন কোঅপারেটিভ কে বাৎসরিক চুক্তিতে জমি লীজ দেয়। এখন ও মাছ চাষ হয়। ফিসারি দপ্তরের অধীনে বেনফিস ওখানে চার কামরার একটা বাড়ি করেছিল টুরিস্টদের জন্য। কিছু দিন চালিয়ে ছিল। এখন আর বেনফিস ঐ সেন্টার চালাচ্ছে না। বুনো মহিষগুলো প্রকৃতপক্ষে ৪০ বছর আগেকার পালিত মহিষের বংশধর। ঐসময় কিছু লোক খাটাল বানানোর উদ্দেশ্যে কিছু মহিষ ওখানে নিয়ে গিয়েছিল। পরে সরকার নজর দ্বীপটির দায়িত্ব নেওয়ায় ওগুলো আর ফিরিয়ে নিয়ে যায় নি। এখন ওদের মালিক নেই। প্রকৃতিতে ওরা নিজেরাই নিজেদেরকে টিকিয়ে রেখেছে ও বংশবিস্তার করছে। ওখানে ইকোটুরিজুম্ হাব হওয়ার ওটি একটি আদর্শ জায়গা। বর্তমান মুখ্যমন্ত্রীর প্রথম ক্ষমতায় আসার আগে তাই ওনার পরিকল্পনায় ছিল। এখন সব চুপচাপ হয়ে গেছে।
আপনার থেকে নূতন ও আকর্ষণীয় তথ্য পেলাম নয়াচর সমন্ধে।কোনোদিন সুযোগ পেলে পরবর্তী ভিডিও তে নিশ্চয়ই জানাবো সবাইকে। আমার চ্যানেলের অন্য ভিডিও গুলো দেখবেন ও সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে এতোটা সময় দিয়ে কমেন্ট করার জন্য।
এরা যে গৃহপালিত মহিষের বংশোদ্ভূত সে নিয়ে কোনো দ্বিমত থাকতে পারে না। এখানে বুনো যৌন আসবে কোথা থেকে? বহু আগে ফালুট যাওয়ার পথে এই রকমই দলবদ্ধ ঘোড়া দেখেছিলাম, তারা ছিল abandoned ঘোড়াদের বংশোদ্ভূত।
ধন্যবাদ আপনাকে। আমার চ্যানেলে অন্য ভিডিও গুলোও দেখবেন।
Darun jaiga, video ti khub bhalo laglo
Thanks for the comment..
Tomar ei video ta khub e bhalo legeche dada. 👍 Khub e darun duto account theke subscribe korlam. Khub e anondo pelam video dekhe.
Anek anel bhalo laaglo tomar gesture e.. Songe theko.. Aamio korlaam..
Dada Amader Bankura r MUKUTMAMIPUR O SUSHUNIYA Khub Valo Turist place Akbar Ashben pls
Sure sure.. Aamar channel er songe theko..
Background music tar name ki dada
You tube music library theke niyechi..
আপনার ভিডিও দেখে মোহিত হলাম। আপনার সাথে দেখা করার ইচ্ছে রাখলাম।
নিশ্চয়ই । তোমার চ্যানেল এতো তাড়াতাড়ি সফল হওয়া দেখে উৎসাহিত হলাম ।
Kub sundar dada
Thank you Pampa..
কত একর জমির উপর এই নয়াঢর আইল্যান্ড জানালে ভালো হত তবে 2010 সালে এটি প্রায় 25000একর জমি নিয়ে ব্যাপ্ত ছিলো যা এখন আরো বেড়েছে এর সমীক্ষা the then state govt দ্বারা এক বিশেষজ্ঞ কমিটি দিয়ে যে কমিটিতে ছিলো Rx Hindustan lever এর chairman late Ashoka Ganguli Ex chairman ONGC late submit Saha ও আরো experts regarding Revert Sea ও land experts এই নয়াঢর যদি অন্য রাজ্যে হতো তাহলে ওখানে fisharies এর চাষ নারকেল এর গিয়ে কাজু এলাচ দারুচিনি ইত্যাদির চাষ করাতো ও tourism এর সাহায্যে ওখানে অনেক কর্মপন্থার ব্যাবসথা করাতো
অনেক information পেলাম আপনার থেকে। সঙ্গে থাকবেন আমার চ্যানেলে ও অন্যান্য ভিডিও গুলো দেখবেন। অনেক ধন্যবাদ আপনাকে।
Apnar video ta khoob bhalo laglo. I had no previous experience oh Nayachar island. Photography r description highly appreciated. In future apni aaro besi kore news niye amader present korun. Thank you so much dada. Bhalo thakben
নিশ্চয়ই। আমার চ্যানেলে আরও ভিডিও গুলো দেখবেন। সাথে থাকবেন।
অপূর্ব দর্শন
ধন্যবাদ ।
👍👍👍👍👍
Valo laglo
Dada, next time e ei deep gele jodi aamake janan, taahole aamio jete partam.... Khub echhe ache aapnader saathe jaaoar......
Thik aache bolbo
How to reach there.how far distance from diamond harbour and haldia
From Haldia Township (Last bus stop) it will take around 1.5 hours by boat. From diamond whether any boat will agree or not I have no idea..
Bhai, Valo laglo...Thik bolecho...Good India... Thanks..
Anek anek dhanyavaad.. Stay connected with my Channel..
Dada ghoramara iland ekta video banao
Sure sure.. dekhchi koyek din por jaabo...
Ager moto picnic mode e
Ha sure..
এখানে বন্য মহিষ এল কোথা থেকে?
Asadharan...Dada darun darun editing..
Hmmm...
Tumi ja music add koro amaro video teo same music dawa ache.
Buno mos ki ? Mane hay posa mos
Iam ❤haldia because my mamar bari haldia citycenter near gokul oil factory.
Bah. Khub bhalo. Songe theko aamar channel e..
কর্মসূত্রে গঙ্গাসাগরে যাই, প্রতি সোমবার টাউনসিপের পার্থসারথী ঘাট থেকে। ফিরেও আসি ওই একই পথে। কোনোদিন নয়াচরে যাওয়ার সুযোগ হয়নি। আপনার মাধ্যমে নয়াচর দেখলাম। একপ্রকার পুরো নয়াচরটা নদীপথে ট্রলারে চক্কর কেটেছি। ওখানে একটা পুলিশ ফাঁড়ি আছে শুনেছি।
হ্যাঁ, একটা পুলিশ ফাঁড়ি রয়েছে। আমার চ্যানেলের অন্যান্য ভিডিও গুলো দেখবেন ও সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে।
Darun laglo dada , Video ta
Songe theko..
ভালো হয়েছে চালিয়ে যাও
Bhalo laglo dada 😊
নয়াচরের এই ভিডিওটি আমার খুব ভালো লেগেছে। স্বল্পপরিসর এই ভিডিওটির মাধ্যমে যেন এক ঝলক আনন্দের জোয়ার বয়ে গেল চোখের সামনে। ক্যাম্প খাটিয়ে এত সুন্দর ভিডিও সত্যিই মুগ্ধ করে। দ্বীপে আপনারা মাছ ধরে খেলেন কিনা জানিনা। এ ব্যাপারে আলোকপাত পেলাম না। আপনারা সকলেই কি হলদিয়ার বাসীন্দা?
আমরা প্রতি বছর নভেম্বরে ওখানে যাই ও দুদিন এভাবেই থাকি, মাছ ধরি, রান্না করি ও জমিয়ে আড্ডা মারি। প্রথম এভাবে ক্যামেরা বন্দি করা। অনভিজ্ঞতার কারনে সব কিছু এবারে ভালো করে ফুটিয়ে তুলতে পারিনি। পরের বার অনেক কিছু তুলে ধরার চেষ্টা করব। আমরা সবাই হলদিয়ার বাসিন্দা। সাথে থাকবেন আমার চ্যানেলে ও অন্য ভিডিও গুলো দেখবেন। ধন্যবাদ।
আমার জানবার ইচ্ছাকে সম্পূর্ণ করার জন্য ধন্যবাদ
Atai jantrona.. Vatay jole neme hant te hoy
Kon Action camera diye Shoot kora ata plse ektu janaben✌️
GoPro Hero 8.
@@TravellerInsideMe o... tai quality ta ato sundor...lage raho R amader k aaro valo valo videos dekhar sujog kore dio✌️👍
নিশ্চয়ই। অনেক ধন্যবাদ।
সুন্দর হয়েছে বস
ভালো লাগলো কমেন্ট করেছো বলে ।
বা: খুব সুন্দর
Ei mahish gulo to grihopalito mahisher moto. Ekebarei hingshro noi. Tobe bunomahish bolchen keno. Buno mahish to hingshro hoi
Boro port baniedik.
মহিশ গুলির মালিকানা কাদের? দ্বীপের মাঝে মহিষ কিভাবে এলো?
মহিষ গুলো নয়া চরে থাকে। এগুলোর স্থায়ী কোনো মালিকানা নেই। দুধের জন্য কিছু সাহসী লোক এগুলোকে কিছুটা পোষ মানিয়েছে। এদেরকে খাওয়ার দিতে হয় না আর এদের থাকার কোনো গোয়াল নেই। আমার চ্যানেলের অন্য ভিডিও গুলো দেখবেন। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।
Akbar puruliya jaban.... Digha to bula jaban dudina
Purulia giyechilaam.. Video aache aamar channel e.. Dekhben aamar video gulo.. Anek dhanyavaad..
@@TravellerInsideMe ooo, thanks
Diamond Harbour road dhore Jabar rasta ta jdi bolen?
Direct Boat nite hobe diamond harbour theke.. otherwise, haldia te ese boat hire korte hobe...
Nischinda pur theke jate paren
@@prabaldas4025 nischinta pur theke poila number ghat e giye boat nite hobe
darun🙏
Nandigram-1 block
Osadaron
নয়া চর এ টুরিস্ট লজ ছিলো। বেনফিশ এর। বিধাননগর থেকে বূকিং হতো। সেই দিকটা দেখান।
এই রকম লাউড ভলিউমে মিউজিক দিলে শোনা দুস্কর l
Nise plase
thanks bhai..
Ghoramra deep Jan ekbar
Lockdown ses hole jaabo nischoy..
ভালো লাগছে। কিন্তু একটাই দুঃখ আমাকে বললেনা।
পরের বার নিশ্চয়ই বলব ।
ট্যুরিজম না হলেই মঙ্গল
Whant is the rent of boat? How much time it will take to reach nayachar? If possible give phone number of boatman
Rent around 900/- for round trip.. I will provide the phone number later..
Khub valo. Apnar Facebook id ta pawa jbe?
facebook.com/santanu.chatterjee.58
Dhonnobad Dada. 🙏
সব স্পট কেই টুরিস্ট হাব হিসেবে ডেভেলপ করার কোন প্রয়োজন আছে কি? শান্ত নির্জন নিরিবিলি পরিবেশ প্রকৃতির নিজস্ব wilderness টা অবিকৃত থাকুক না।
আপনার মতামত ভালো লাগলো। সাথে থাকবেন আমার চ্যানেলে।
জমলো না
সব দেখলাম কিন্তু মদ দেখতে পেলাম না
Ha ha ha.. Songe thakun aamar channel e.. Anna video gulo o dekhben pls.. Thanks for your observation...
@@TravellerInsideMe ha ha ota ki dekhano jay .... Thumps up er bottle dekha gechilo jodio 😂👍
Aapnaar observation ta o fatafati...
@@TravellerInsideMe 👍🙏 Nayachar e jabar iccha roilo!
Mahish gulo aktao buno noy, posha
মহিষ গুলো কিন্তু বুনো নয় ।
মহিষ গুলো নয়া চরে থাকে। এগুলোর স্থায়ী কোনো মালিকানা নেই। দুধের জন্য কিছু সাহসী লোক এগুলোকে কিছুটা পোষ মানিয়েছে। এদেরকে খাওয়ার দিতে হয় না আর এদের থাকার কোনো গোয়াল নেই। শখের বশে ভিডিও টা বানিয়েছিলাম ও ইউটিউবে আপলোড করি। সেটা এতো জন দেখবে ভাবিনি। আমার চ্যানেলের অন্য ভিডিও গুলো ও দেখবেন। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।
@@TravellerInsideMe শান্তনু বাবু আপনাকে কোনো ধরনের ছোটো করার অভিপ্রায় নেই কিন্তু জেলার বাসিন্দা হিসেবে আমি জানি এগুলো বুনো নয়, তবে হ্যাঁ রুপনারায়নের চড়া তো যেসব গাবাদী পশু চরে তারাও খোলা ভাবে ঘুরে বেড়ায় এবং এরা ওখানকার ঘাসই এদের খাদ্য।
এ কেমন উচ্চারন রে বাবা!!!!
মজা নাই।
Mithabadi agulo bonmohis na
Mithabadi Chanel
ওখানে কোনো বুনো মোষ নেই ,সব গুলোই গৃহপালিত মোষ।