অসাধারণ। এতোদিনে মনের মতন একজন ট্র্যাভেল ভ্লগার পেলাম। বাংলার সংস্কৃতিকে এতো সুন্দর রিপ্রেজেন্টেশন। তার সাথে সুন্দর এবং অকপট কথন। কথায় কথায় "হাই গাইজ" নেই। চোখ এবং কানের আরাম।
Thanks to explorer Shibaji. The point is who is the REAL HERO in this STORY. There is no one but Mr. Biswajit Khan, a College friend of the explorer. Mr. Biswajit Khan took all the troubles to come to the Asansol Railway Station to meet his old College friend, Explorer Shibaji, knowing very well that the train stops for ONE MINUTE ONLY. And he does so every time when the explorer crosses Asansol Station by train ( Last time while the train was headed for Haridwar). That is THE BEAUTY OF A HUMAN MIND.
সত্যি আপনার বন্ধু বিশু খান যা বললেন তার সাথে আমি এক মত, কথা টা চিরো সত্য থাকবে যে ট্রাভেল না করে আপনার ট্রাভেল ভিডিও দেখে যে আনন্দ উপভোগ করা যায় তা বলে বোঝানো অনেক কঠিন, অপূর্ব বর্ণনা দিয়ে টুর এর মজা টা আপনি নিজের ভাষায় ফুটিয়ে তোলেন 👌👌👌👌👍👍👍👍👍🙏😊🙏💖💓💖
এইমাত্র দেখা শেষ করলাম!! মনে হচ্ছে এবার পৃথিজিত দা ফাটিয়ে দিবে, নৈনিতাল এর মোহনীয় রূপ, বাংলায় গলা ছেড়ে গান আর আপনার বয়ান, এই তিনে মিলে এক মহা প্রলয় হতে যাচ্ছে!! অপেক্ষায় রইলাম।
Shibaji Da. আপনার ভিডিও গুলোর অন্যতম আকর্ষণ হলো ট্রেন জার্নি'র এত extensive coverage. Any fulfilling experience of an Indian tour is incomplete without a fulfilling train journey.
প্রকৃত পর্যটকের অভিজ্ঞতা এখানে।সবকিছু সহজে পাওয়া যাবে না ,মেনে নিয়ে কাধে ব্যাগ উঠিয়ে নেওয়া।👍ভালো লাগলো বন্ধ কাচের মধ্যে দিয়ে জীবনকে দেখা।স্টেশনে র পেরিয়ে যাওয়া।দূরে ছোট পাহাড়,কোথাও সবুজ হলুদ মাঠ।পাকা ধানের সোনালি রঙ। মন খুশ হলো পাহাড়ের নিচে জলরাশি,নিজের মনে বৈঠা টানা।ব্যস,এই তো চেনা সুন্দরী নৈনিতাল।👍ধন্যবাদ জানাবো নতুন জায়গার নামটির জন্য।Pangot, এটার জন্য তৃতীয় বার ও পথে যাবো।👍👍👍👍
অসাধারণ... ভারতবর্ষ বৈচিত্রময় দেশ যা পৃথিবীর কোথাও নেই... আর সেই দেশের বিভিন্ন জায়গা ঘুরছো আর সেই গুলো আমাদের সাথে shere করছো এর থেকে আনন্দের আর কি হতে পারে.. অপূর্ব ভিডিও ❤❤👌👌..
বাংলাদেশ থেকে আপনার ভিডিও গুলো দেখি.... খুবই ভালো লাগে......জিম করবেটের শিকার কাহিনি পড়ে পড়ে কুমায়ুন দেখার খুব ইচ্ছে ছিল.... কোন দিন তো আর যেতে পারবো না.... তাই আপনার ভিডিও গুলো দেখে দুধের স্বাদ ঘোলে মেটাবো.... পরের পর্ব গুলো দেখার অপেক্ষায় থাকলাম.......
I’m from Kumaon region of Uttarakhand and did my under graduation from West Bengal. I love Bengal and love everything about it. The people, the food, the culture. ❤
Train journey... shanghatik bhalo, bus journey shanghatik rokom er .....😛😛😛😛... r Uttrakhand er bus ...er theke besi expect na korai bhalo..!! 😀😀 Prithwijit dadar HINDI... ato sundor...!!😛😛😛 Kumayoon 2nd part dekhar jonno wait korbo..🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এই ট্রেন এ ac 3 tier অনেক বার lucknow গেছি। খুব ভালো যায় ট্রেন টা। আশেপাশের দৃশ্য খুব সুন্দর হয়। প্রতিবার train টা সময়ের আগেই পৌঁছায় আমিও এটাই দেখতাম।
অপেক্ষায় ছিলাম। খুব উপভোগ করলাম। আর "বরেলি কি বাজার মে ঝুমকা গীরা রে" কী ভালোই যে লাগলো। আমিও রিকশাওয়ালা কে বলেছিলাম যাহা ঝুমকা গিরা থা ওহ বাজার চলো! 😀❤️👍🙏
ভালোলাগা থেকে কখন যে আপনার journeyটা আমার ভালোবাসার journey হয়ে ওঠে,বুঝতেই পারিনা..আপনার ঘুরতে কতটা ভালো লাগে আর আপনি কতটা passaionate ,প্রতিটি vlog তার প্রমাণ। kudos
Darun train journey,, akta train journey chara amader bangalided journey mone hoi incomplete thek jai.... Tobe tomader atobar kore bus travel ta amar kache khub akta bhalo lageni.... Ota mone hoi direct train ba onno kichu kore jete parte.... Bongobashi college er physics ar student er ato shundor Bangla bhashai dokhota just amazing....R sheta tomar uposhaponatei porishkar Shibaji da..... Bhalo theko.. ❤️ with respect from Naihati...... 👍👌💯🙏
Bari thakei jotoi khae otha hok train e uthe sotti khide pae jae... Sundor prakitik drisho apaner dui bondhur adda prithijit dar opurbo gaan sob milie jome gelo .... 😊
শুভ দীপাবলি শিবাজী ও পৃথ্বীজিৎ শিবাজী আপনার ভিডিও গুলো তো শুধু ইনফরমেটিভ নয় প্রচুর এন্টারটেইনমেন্ট থাকে এবং সবসময়ই মনে হয় যেন আপনাদের সঙ্গেই ঘুরছি হয়তো এটা আপনার পরিবেশনার জন্যই হয়ে থাকে অচেনা জায়গার কথা ছেড়েদিন চেনা বা ঘোরা জায়গা(যেমন এবারের নৈনিতাল) গুলিও আরও আকর্ষক ভাবে দেখার সুযোগ পাই প্রতিবারেই মনে হয় হটাৎ করেই যেন শেষ হয়ে গেল তাই বরাবরের মত পরবর্তী ভিডিওর অপেক্ষায় রইলাম খুব খুব ভালো থাকবেন শুভ রাত্রি
দাদা আপনি সত্যি পারেন এতো সুন্দর ভাবে সবকিছু গুছিয়ে বলতে ।। Awesome editing with full informative video।।অপূর্ব অপূর্ব অপূর্ব ।। পরের episode গুলোর জন্য highly excited।।আপনার সাথে আছি থাকবো।।
That was the Parasnath hill which you crossed on the train, on which you saw a white temple (after Gomoh - renamed after Netaji Subhas some twenty years ago, here the last (24th) Jain Tirthankar, Parshwanath meditated. Jain believers from all over come here as pilgrims. This is the highest peak in Jharkhand. Nice video BTW.
Really koek din dhorei apnar new video er opekkha krchilm tay sokal sokal apnar 6mas ager Sikkim er video dekhchilam ...r ai new video tar notification peye khusi holam thank u so much for this new video ❤️
বরাবরের মতই দুর্দান্ত একটা শুরু ... দাদার সহজ সরল অভিব্যাক্তি - বিশেষ করে "এত চিনি দিয়েছ কেন? চিনি কি মাগনা পাও নাকি ?? 😂😂 কিংবা ... ধাবায় খাবারের পর "আহামরি কিছুই না... তবে মিষ্টিটা বেশ" এসব দেখে বেশ হেসেছি... পরের পর্বের অপেক্ষায় রইলাম
এক রাত Lucknow থাকলে পারতেন. Lucknow লোকাল site scene করে পরের দিন রাতে বাস ধরলে আমরা একটু Lucknow দেখতে পেতাম আর আপনারা ও একটু Lucknow Biriyani খেতে পারতেন 😊
Apnar vedio ta mon ta bhalo kore dilo ai jonno je achena Kumayun chena hoye jabe.Asadharon Dada...mone hochhe ami o apneder songe agiye cholechi. Bhalo thakben.
অসাধারণ। এতোদিনে মনের মতন একজন ট্র্যাভেল ভ্লগার পেলাম। বাংলার সংস্কৃতিকে এতো সুন্দর রিপ্রেজেন্টেশন। তার সাথে সুন্দর এবং অকপট কথন। কথায় কথায় "হাই গাইজ" নেই। চোখ এবং কানের আরাম।
ধন্যবাদ 😇😇😇🙏🙏🙏 চ্যানেলের বাকি ভিডিও গুলো দেখার অনুরোধ রইল। ভালো থাকবেন।
Thanks to explorer Shibaji. The point is who is the REAL HERO in this STORY. There is no one but Mr. Biswajit Khan, a College friend of the explorer. Mr. Biswajit Khan took all the troubles to come to the Asansol Railway Station to meet his old College friend, Explorer Shibaji, knowing very well that the train stops for ONE MINUTE ONLY. And he does so every time when the explorer crosses Asansol Station by train ( Last time while the train was headed for Haridwar). That is THE BEAUTY OF A HUMAN MIND.
You are absolutely right!! Loved your comment and the way you recognized my friend. My best wishes. ❤️❤️❤️🙏🙏🙏😊😊😊😇😇😇
সত্যি আপনার বন্ধু বিশু খান যা বললেন তার সাথে আমি এক মত, কথা টা চিরো সত্য থাকবে যে ট্রাভেল না করে আপনার ট্রাভেল ভিডিও দেখে যে আনন্দ উপভোগ করা যায় তা বলে বোঝানো অনেক কঠিন, অপূর্ব বর্ণনা দিয়ে টুর এর মজা টা আপনি নিজের ভাষায় ফুটিয়ে তোলেন 👌👌👌👌👍👍👍👍👍🙏😊🙏💖💓💖
এইমাত্র দেখা শেষ করলাম!!
মনে হচ্ছে এবার পৃথিজিত দা ফাটিয়ে দিবে,
নৈনিতাল এর মোহনীয় রূপ, বাংলায় গলা ছেড়ে গান আর আপনার বয়ান, এই তিনে মিলে এক মহা প্রলয় হতে যাচ্ছে!! অপেক্ষায় রইলাম।
ufff sera lglo aj ker video ta..bki series tar jnno opekkhai roilam dada
Dada tomar friend khub vlo gaan kore ✌️
2 dada just fata fati ....apnar sab video gulo ami minimum 20 - 25 dekhe felechi
খুব ভালো লাগলো। এটাও ভালো লাগলো দেখে যে পৃথ্বিজিত দা উকুলেলে নিয়েছেন এবার।
Shibaji Da.
আপনার ভিডিও গুলোর অন্যতম আকর্ষণ হলো ট্রেন জার্নি'র এত extensive coverage. Any fulfilling experience of an Indian tour is incomplete without a fulfilling train journey.
খুব ভালো হয়েছে, ভবিষ্যতের জন্য শুভকামনা রইল, ধন্যবাদ
Apurbo laglo ei videota. Just kono katha hobe na. Darun video baniechhen.
এত কষ্টকর ও সময়সাপেক্ষ যাত্রার মধ্যেও আপনি যে এত সুন্দর একটা ভিডিও আমাদের উপহার দিয়েছেন এটাই অনেক বড় ব্যাপার স্যার 👍👍
Besh koekdin jabot apnar video guli dekhchi khub sundor .
এত ঘুরছেন , আপনার Energy ফাটাফাটি লেভেল এর।।কন্ঠস্বরে মাদকতা অনুভব করি।। খুব ভালো।।
FANTASTIC VEDIO DADA, KHUB VALO LAGCHE APNAR KOTHA GULO,
VERY HELPFULL VEDIO
প্রকৃত পর্যটকের অভিজ্ঞতা এখানে।সবকিছু সহজে পাওয়া যাবে না ,মেনে নিয়ে কাধে ব্যাগ উঠিয়ে নেওয়া।👍ভালো লাগলো বন্ধ কাচের মধ্যে দিয়ে জীবনকে দেখা।স্টেশনে র পেরিয়ে যাওয়া।দূরে ছোট পাহাড়,কোথাও সবুজ হলুদ মাঠ।পাকা ধানের সোনালি রঙ। মন খুশ হলো পাহাড়ের নিচে জলরাশি,নিজের মনে বৈঠা টানা।ব্যস,এই তো চেনা সুন্দরী নৈনিতাল।👍ধন্যবাদ জানাবো নতুন জায়গার নামটির জন্য।Pangot, এটার জন্য তৃতীয় বার ও পথে যাবো।👍👍👍👍
ধন্যবাদ😊😊😊
অসাধারণ... ভারতবর্ষ বৈচিত্রময় দেশ যা পৃথিবীর কোথাও নেই... আর সেই দেশের বিভিন্ন জায়গা ঘুরছো আর সেই গুলো আমাদের সাথে shere করছো এর থেকে আনন্দের আর কি হতে পারে.. অপূর্ব ভিডিও ❤❤👌👌..
আমরা বেরিলি থেকে সরাসরি reserve করে গিয়েছিলাম। প্যাংগট এর jungle lore এ ছিলাম। পক্ষীপ্রেমীদের জন্য অসাধারণ।
Train Journey টা খুব সুন্দর💐
বাংলাদেশ থেকে আপনার ভিডিও গুলো দেখি.... খুবই ভালো লাগে......জিম করবেটের শিকার কাহিনি পড়ে পড়ে কুমায়ুন দেখার খুব ইচ্ছে ছিল.... কোন দিন তো আর যেতে পারবো না.... তাই আপনার ভিডিও গুলো দেখে দুধের স্বাদ ঘোলে মেটাবো.... পরের পর্ব গুলো দেখার অপেক্ষায় থাকলাম.......
ওটা কুমায়ুন না কুমাউ বলা হয়
@@kallolsarkar5302 পুরনো বাংলা বইতে কুমায়ুন ই লেখা হতো। এখন উচ্চারণ পাল্টেছে।
@@kallolsarkar5302 Jai uchcharon hok na keno Jim Corbett er bengali translation e kintu 'n' achhe.
@@kallolsarkar5302 apnar tathyor janyao dhanyobad..Satyajit Ray r Sonar Kella boiteo Jaisalmir royechhe .Asole nam kintu Jaisalmer amra bangalira uchharon kori Jaisalmir bolei eboing otai banglai porichito.Satyajit Ray jakhon Sonar Kella boi lekhen takhano kintu Rajasthane Rly stn e Jaisalmer lekha thakto.....Banglai amra Jaisalmer ke jaisalmir bole thaki..Ekhono bohu jaigai amra uchharon kori>Bombai size" samprati ekthi Dhaba toiri holo Nalhati r kachhe naam"Bombay Hotel" asole amader kachhe Mumbai naamta sei ambience ante parena...Kumayun amader kachhe identity ekti pahari nagarer.Kumaon sei ambience ante parbena.identity crisis hoye jabe...Bhasa ek jinish Tathyo ek jinish.Samosto sarkari patai Kumaon lekha thakleo amra Kumayun i bolbo na hole chinte parbona shahortike
Khub sundor. Apekhay roilam parer video tar janno.
খুব চমৎকার বর্ণনা, প্রাণবন্ত উপস্থাপনা ৷ মনে হচ্ছিল নিজেও আপনাদের সাথে আছি ৷ রূচিবান ব্লগ !
শুভকামনা!
I’m from Kumaon region of Uttarakhand and did my under graduation from West Bengal. I love Bengal and love everything about it. The people, the food, the culture. ❤
আপনাদের দুজনের যুগলবন্দী just awesome...... পরের ভিডিওর অপেক্ষায় রইলাম
পৃথ্বী জিৎ দাদার জুতো জোড়া superb।।।। ওনার কথা বলার ভঙ্গি টা খুব মজাদার
Oooo Dada last 360* cover ar naini lahk view just fatafati
Train journey... shanghatik bhalo, bus journey shanghatik rokom er .....😛😛😛😛... r Uttrakhand er bus ...er theke besi expect na korai bhalo..!! 😀😀
Prithwijit dadar HINDI... ato sundor...!!😛😛😛
Kumayoon 2nd part dekhar jonno wait korbo..🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Darun....Nainital tour er Katha mone pore gelo.
Ajker sesh ta onnorokom r khub unick chilo. Khub bhalo laglo.
গ্রামের দু'পার্শের দৃশ্য মনোরম দাদা। বাংলার রুপ একই রকম মন জুড়ে যায়😍
দারুন শুরু। পরেরগুলোর অপেক্ষায় রইলাম। দুজনের জুটি জিন্দাবাদ।
Natun Journey,Natun Uddyog,Jome jabe..Cheers.
🙏❤️
Osadharon sundor, ghorr bose pura ta jno neje experience korlm. Kub valolaglo.
বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এই ট্রেন এ ac 3 tier অনেক বার lucknow গেছি। খুব ভালো যায় ট্রেন টা। আশেপাশের দৃশ্য খুব সুন্দর হয়।
প্রতিবার train টা সময়ের আগেই পৌঁছায় আমিও এটাই দেখতাম।
Khub bhalo lagche dekhte. Asadharan information
Khub valo hoeche 👍👍... Bus journey satti khub hectic . Poroborti vlog opekkhai thakbo 😊
KHUB SHUNDOR HOYECHE SHIBAJI BABU KHUB BHALO LAGLO 🔥🔥🔥🔥
অপেক্ষায় ছিলাম।
খুব উপভোগ করলাম।
আর "বরেলি কি বাজার মে ঝুমকা গীরা রে"
কী ভালোই যে লাগলো। আমিও রিকশাওয়ালা কে বলেছিলাম যাহা ঝুমকা গিরা থা ওহ বাজার চলো!
😀❤️👍🙏
অসামান্য। আমি এই প্রথম আপনার বানানো ভিডিও দেখলাম। এক অপরিসীম মুগ্ধতা আচ্ছন্ন করে রেখেছে মনকে। ভীষনই ভালো।
Asadharon laglo video ta
.. bhalo thakben
মন খারাপের দিন শেষ ! অনেক দিনের অপেক্ষার পর আবার ফিরে পেলাম শিবাজীদার কুমাযুন ভ্রমণ পর্ব .....
ধন্যবাদ!!😊😊
ছোটোবেলায় মা বাবার সাথে গেছিলাম
এবার আপনার ভিডিও মাধ্যমে ❤️
শুরু করলাম ❤️
আমি অভিষেক আর আমি দেখছি Explorer শিবাজি ...দারুণ আপনার স্টাইল
Oshadharon laglo .... just oshadharon Sir .... Waiting for next parts .
আমিও নৈনিতালে গিয়েছিলাম ২০০২সালে , আপনি সেই স্মৃতি মনে করিয়ে দিলেন খুব ই ভাল লাগল যদিও আমি ট্রেনেই হলদোয়ানি পৌঁছেছিলাম।
Bhalo laaglo Bhai 👌
ভালোলাগা থেকে কখন যে আপনার journeyটা আমার ভালোবাসার journey হয়ে ওঠে,বুঝতেই পারিনা..আপনার ঘুরতে কতটা ভালো লাগে আর আপনি কতটা passaionate ,প্রতিটি vlog তার প্রমাণ। kudos
Onekdin opekkha korchilam dada apnar vedio tar jonno purono gulo bar bar dekhchilam ato sundor
Darun, fatafati.......enjoying old visited place....
Darun train journey,, akta train journey chara amader bangalided journey mone hoi incomplete thek jai.... Tobe tomader atobar kore bus travel ta amar kache khub akta bhalo lageni.... Ota mone hoi direct train ba onno kichu kore jete parte.... Bongobashi college er physics ar student er ato shundor Bangla bhashai dokhota just amazing....R sheta tomar uposhaponatei porishkar Shibaji da..... Bhalo theko.. ❤️ with respect from Naihati...... 👍👌💯🙏
Majhkhane prithwijit dar gan ta mood tai palte dilo😍😍😍
দাদা ভালো থাকবেন৷ দ্বিতীয় পর্বের অপেক্ষায় রইলাম৷
Annobaddo tomar bhasa ..jeno mone hocche ami tomr sathe travel krcchi..weldone Shibaji da...
👏Asadhorn porer video tar jonno wait kore thaklam..
Khub valo laglo.... Porer vidio gulor opekhha e roilam....
Uff! Finally. Hafiye uthchillam. Thank u so much for the video. Abr opekhhay thakbo porer tar jnno. Mon valo hye gelo.
দাদা বাংলাদেশ থেকে,,
দেখছি খুব ভালোলাগছে😍😍✌✌
সেরা !!! সেরা !!!!! পরের ভিডিও খুব তাড়াতাড়ি চাই ।
Apnar uposthapona durdanto... Khub valo laglo....
Tmr video gulo er modhya really originality feel ache, bari te bose dekhchi emon ta ek bar o mone hoy na. Chaliye jao boss
Bus jurny ta khub koster mone holo.... Khub Valo laglo video ta....🙂🙂🙂
খুব ভালো লাগলো। এই corona situation এ আপনার video গুলো দেখে না বেড়ানোর দুঃখ অনেকটা ভুলে থাকা যায়।
Bari thakei jotoi khae otha hok train e uthe sotti khide pae jae... Sundor prakitik drisho apaner dui bondhur adda prithijit dar opurbo gaan sob milie jome gelo .... 😊
শুভ দীপাবলি শিবাজী ও পৃথ্বীজিৎ
শিবাজী আপনার ভিডিও গুলো তো শুধু ইনফরমেটিভ নয় প্রচুর এন্টারটেইনমেন্ট থাকে এবং সবসময়ই মনে হয় যেন আপনাদের সঙ্গেই ঘুরছি হয়তো এটা আপনার পরিবেশনার জন্যই হয়ে থাকে অচেনা জায়গার কথা ছেড়েদিন চেনা বা ঘোরা জায়গা(যেমন এবারের নৈনিতাল) গুলিও আরও আকর্ষক ভাবে দেখার সুযোগ পাই
প্রতিবারেই মনে হয় হটাৎ করেই যেন শেষ হয়ে গেল
তাই বরাবরের মত পরবর্তী ভিডিওর অপেক্ষায় রইলাম খুব খুব ভালো থাকবেন
শুভ রাত্রি
Film, Mera Saya, jhumka Gira re....
Old is still Gold.....
দাদা আপনি সত্যি পারেন এতো সুন্দর ভাবে সবকিছু গুছিয়ে বলতে ।। Awesome editing with full informative video।।অপূর্ব অপূর্ব অপূর্ব ।। পরের episode গুলোর জন্য highly excited।।আপনার সাথে আছি থাকবো।।
Anek din pore video dekhlam khub valo laglo.
খুব ভালো হয়েছে ভিডিও।
Episode khub valo laglo.. Agami vedio r opekhyai roilam
যেমন আপনার গলার স্বর তেমনি ভাষা খুবই ভালো লাগলো ।
খুব সুন্দর ,বাকি টা দেখার অপেক্ষায় থাকলাম
Dipabalir suvechchha janai🙏......ei video dekhte dekhte amio apnader sangi hoe gelam
বাহ্ দারুন শুরু হলো। পরের পর্বের অপেক্ষায় রইলাম দাদা
Wait korechlm atar jnya...
ei na hole travel vlog!!!! mone hochhe apnar shathei travel korchhi....darun!!!
Bahut sundar tour diary description
Abaro apnar theke onek kichu sikhlam..video gulo junior youtuber der kache masterclass r mto..❣️
Thank you so much Writam! My best wishes!! ❤️❤️❤️
তোমার দর্জিলিং ভালো লাগছে। Keep it up!👍👍👍
খুব ভালো লাগলো, পরের পর্ব দেখার আশায় রইলাম
That was the Parasnath hill which you crossed on the train, on which you saw a white temple (after Gomoh - renamed after Netaji Subhas some twenty years ago, here the last (24th) Jain Tirthankar, Parshwanath meditated.
Jain believers from all over come here as pilgrims. This is the highest peak in Jharkhand.
Nice video BTW.
Exactly
@বাবা রামরহিম , you're right. I mistyped it as 24th. Thanks!
Train journey ta amar kub valo laglo...bises kore jhalmuri khawa ta.. ❤️noinital er ro episode er jonno apekhai roilam... 😊
বেশ ভালোই ঘুরে বেড়ান,
আর আমাদেরও ঘোরান।
👍👍👍
Really koek din dhorei apnar new video er opekkha krchilm tay sokal sokal apnar 6mas ager Sikkim er video dekhchilam ...r ai new video tar notification peye khusi holam thank u so much for this new video ❤️
বরাবরের মতই দুর্দান্ত একটা শুরু ... দাদার সহজ সরল অভিব্যাক্তি - বিশেষ করে "এত চিনি দিয়েছ কেন? চিনি কি মাগনা পাও নাকি ?? 😂😂 কিংবা ... ধাবায় খাবারের পর "আহামরি কিছুই না... তবে মিষ্টিটা বেশ"
এসব দেখে বেশ হেসেছি...
পরের পর্বের অপেক্ষায় রইলাম
Mumbai thekeh Jhaal Moori dekhe jeebeh jol eshe geloh 😋😋😋
দাদা খুব ভাল লাগল । পরবর্তী ভিডিওর অপেক্ষায় রইলাম।
খুব ভালো লাগলো। 🤗পরের ভিডিওর অপেক্ষায় রইলাম। 😎🙏
Apnar sob vlog amar darun bhalo lage.. just darun
এক রাত Lucknow থাকলে পারতেন. Lucknow লোকাল site scene করে পরের দিন রাতে বাস ধরলে আমরা একটু Lucknow দেখতে পেতাম আর আপনারা ও একটু Lucknow Biriyani খেতে পারতেন 😊
Excellent 👌👌❤️ Dhanbad er opor diye gachen 👌👌❤️ 👍
দাদা ... As usual প্রাঞ্জল আর সাবলীল পরিবেশনা .. অনবদ্য editing.. সব থেকে ভালো লাগল stunning 4k photography আর দারুন colour grading.. চেনা জায়গাগুলোও সুন্দর cinematic লাগছে 👏👏👏
Thank you so much!!😊😊
Dada Bangladesh thek dekci Khub vlo lage apnder vlog khub Sundor
ওহ অসাধারণ... অপেক্ষার অবসান ঘটল।
Bohu Opekkhar Oboshan..Nainital er Shubhrambho..❤️❤️❤️ Baah Daroon laglo..👌👌😍😍 abaro Mon Bhalo korar Trip upobhog korte cholechhi..Train journey ta khub bhalo chhilo..janlar dhaare bose bairer Drisshyo dekhte dekhte jawar mojai alada sathe Prithwijit da r Gaan Ahaa ❤️❤️❤️ Bus Journey tao bhalo chhilo..Rattirer View Apuurbo..Nxt Part er Opekkhay Thaklam..❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ধন্যবাদ, এভাবেই ভালোয় মন্দয় সঙ্গে থাকুন। ❤️❤️❤️
apnader blog gulo darun enjoy kori. sarata bochor desher bibhinno jaigai toi toi kore ghure beracchen. apnader blog gulo dekhe dudher swad ghole metai. khub bhalo presentation. porer episode gulor opekkhay thaklam...
We were eagerly waiting for your VLOG. Just started to see. We know
Bishhu khan. Hope this VLOG will
Be excellent. 😃
Dada khub sundor...
Bareilly my hometown and Sitapur my susurbari dada, the besan roti is known as Missi roti. Amazing video made me nostalgic. Keep rocking 👍👍
Apnar vedio ta mon ta bhalo kore dilo ai jonno je achena Kumayun chena hoye jabe.Asadharon Dada...mone hochhe ami o apneder songe agiye cholechi.
Bhalo thakben.
ধন্যবাদ, সঙ্গে থাকুন❤️❤️😊😊
The best part was... muri dada asking for channel name so that he can subscribe. 🥰
Khub bhalo shibaji da
Chaliye jan