আমার মা চলে যাবার ঠিক আগের দিন অর্ণব এই গানটা আমায় রেকর্ড করে পাঠায়। অনেক ভালবাসা ছিল এদের মধ্যে। শেষ কদিন মা অর্ণবের কথা খুব জিজ্ঞেস করত, ফোনে কথাও বলেছে, তখন ভাবিনি মা এরকম হঠাৎ করেই চলে যাবে। এই গানটা ওদের দুজনের গান হয়েই থাক। ❤️
আপনার কন্ঠেও এই গানটি শুনতে চাই সুনিধি দি।অর্নব এর মতো আপনারও রবীন্দ্রসংগীত এতো সুন্দর হয় । ❤ আমি রুপে তোমায় ভোলাব না প্রথম শুনেই আপনার ফ্যান হয়ে গিয়েছিলাম☺
কার যেন এই মনের বেদন চৈত্রমাসের উতল হাওয়ায়, ঝুমকোলতার চিকন পাতা কাঁপে রে কার চম্কে-চাওয়ায়॥ হারিয়ে-যাওয়া কার সে বাণী কার সোহাগের স্মরণখানি আমের বোলের গন্ধে মিশে কাননকে আজ কান্না পাওয়ায়॥ কাঁকন-দুটির রিনিঝিনি কার বা এখন মনে আছে। সেই কাঁকনের ঝিকিমিকি পিয়ালবনের শাখায় নাচে উতল হাওয়ায় যার চোখের ওই আভাস দোলে নদী-ঢেউয়ের কোলে কোলে তার সাথে মোর দেখা ছিল সেই সেকালের তরী-বাওয়ায়॥
কার যেন এই মনের বেদন চৈত্রমাসের উতল হাওয়ায় ঝুমকোলতার চিকন পাতা কাঁপে রে কার চম্কে-চাওয়ায়॥ হারিয়ে-যাওয়া কার সে বাণী কার সোহাগের স্মরণখানি আমের বোলের গন্ধে মিশে কাননকে আজ কান্না পাওয়ায়॥ কাঁকন-দুটির রিনিঝিনি কার বা এখন মনে আছে। সেই কাঁকনের ঝিকিমিকি পিয়ালবনের শাখায় নাচে। যার চোখের ওই আভাস দোলে নদী-ঢেউয়ের কোলে কোলে তার সাথে মোর দেখা ছিল সেই সেকালের তরী-বাওয়ায়॥
অর্ণব দার কণ্ঠে কি অদ্ভূত মায়া! স্নিগ্ধ ও সাবলীল! দুই বাংলার সর্বকালের শ্রেষ্ঠ শিল্পীদের মধ্যে অর্ণব দার নাম উচ্চারিত হবে ভবিষ্যতে। আমাদের প্রজন্মের ধারক! অনেক শুভকামনা নেবেন অর্ণব দা।
আমি ছোটবেলা এমনকী এখনও রবীন্দ্র সংগীত এর তেমন একটা ভক্ত ছিলাম না। কখনোই "একলা চলো রে, ভেঙে মর ঘরের চাবি" এসব শুনিনি ভাঙা গলায় গাইনি। তবে অর্ণব দা যদি গায় আমি হাজার বার শুনবো। সেই সাথে তার "আধেক ঘুমে" এলবাম টার কথা মনে পরলো।
কী সুন্দর! কী অপার্থিব অথচ স্নিগ্ধ! বেঁচে থাকুন! শতবর্ষী বটবৃক্ষ হয়ে বেঁচে থাকুন। এই কমেন্টটা রইলো! মনে করে নিলাম, আপনার জীবনের একটা অংশ হয়ে রইলাম যেন!
কয়েকটা ভোরবেলায়, ঘুম থেকে উঠে বারান্দায় দাঁড়ালে একটা ঠান্ডা,মৃদু হাওয়া এসে সারা শরীর,মুখ ছুঁয়ে যায়, আর দিয়ে যায় একরাশ শান্তি। গানটা আর গায়কের কন্ঠ সেই মৃদু শীতল হাওয়ার মতোই, দিয়ে যায় শান্তি আর শীতল করে দেয় মনকে। অদ্ভুত সুন্দর! গানগুলো যেন অর্ণবের কন্ঠের জন্যই তৈরি।
অরনব যখনই গায়,যা গায় রবীন্দ্র সংগীত বা এমনি গান সবই ভাল লাগে , এটা যেমন ওর প্রাপ্তি ওর ভক্তদের কাছ থেকে তেমনি ওদের , ওর জন্য ভালোলাগা ও ভালোবাসা অপরিসীম । ওর গানে ওর জীবনের দুঃখ কস্টের সুর মিশে থাকে, আমার প্রিয় শিল্পীর গান সবসময়ই শুনতে পাই , এটা যেমন চাই, তার চেয়েও বেশী চাই ওর সুস্থতা আর ভালো থাকা । একজন শুভাকাঙ্খী .......
যখন কোনোকিছু মন থেকেই ভালো লেগে যায়, তখন সেটা প্রকাশ করতেও ভয় লাগে। কারণ কোনো একটা কিংবা দুটো শব্দ দিয়ে সেটা প্রকাশ করা যায় না। এককথায় অসম্ভব সুন্দর। অনেক অনেক ভালোলেগেছে।
এই গান টা অনেকের কন্ঠেই শুনলাম। কিন্তু অর্নবের কণ্ঠে গানটা সত্যিই অসাধারণ লাগলো। এতো অনবদ্য ভাবে অর্নব গান টা গেয়েছে বলেই মনে হচ্ছে রবীন্দ্রনাথ গান টা ওর জন্যই লিখেছিলেন। অনেক ধন্যবাদ অর্নবকে।
খুব ভালো লাগলো এই গানটা। নিজের প্রান মন দিয়ে শিল্পী গান গাইবে। ভালো থাকেন নিজের যত্ন নিয়েন ভাই। বাংলা গানে আপনাকে অনেক দরকার। আপনি ভালো থাকেন এই কামনা।
অনেক অনেক দোয়া ও ভালোবাসা ভাই আপনার জন্য আপনি আমার একমাত্র একাকিত্বের সঙ্গী আপনি না থাকলে মনে হয় কতো মানুষ যে ডিপ্রেশনে কি করে ফেলতো সেটা আমি রিয়ালাইজ করি আপনার ভয়েজ আপনার গান আহহহহ কি শান্তি তাতে ❤❤❤
Arnab da tumi bestttt r Sunidhi di tmr jutita amr dekha sobcheye misti jutiiiii❤️❤️❤️❤️😍😍😍😍😍tomra amr osombhob pochonder dujon manus ❤️love frm West Bengal ❤️❤️❤️❤️❤️❤️❤️
প্রত্যেকবার আপনার গান শুনে আমার মনে হয় আমার পাশে বারান্দার এক কোণে বসে যেন আপনি আকাশের দিকে তাকিয়ে গাইছেন,আমি মুগ্ধ হয়ে শুনছি,বারবার শুনছি! কখনো অদ্ভুত কোনো না জানা কারণে গা শিউরে উঠছে, কখনো চোখের কোণে জল জমেছে! আপনার জন্য অশেষ প্রার্থনা
হঠাৎ করেই গান টা পেলাম...মনটা বেশ অশান্ত হয়ে আছে বেশ কিছু দিন ধরে...! অদ্ভুত! অদ্ভুত! কোথা থেকে যেনো অনেকটা শব্ধতা ধরে এনে দিলো....অনেক ধন্যবাদ দাদা ❤️😌🌼
অর্ণব দাদা আর জয়তী দিদি ছাড়া রবীন্দ্র সঙ্গীত মানুষের কাছে That means আমাদের পাগল হয়তো হইতো না! বড্ড ভালোবাসি আপনাদের আর এই গান গুলোকেই আঁকড়ে ধরে বেঁচে আছি!🖤
আপনার কম্পোজ করা রবীন্দ্র সঙ্গীত গুলোর বৈশিষ্ট্য হলো আপনি প্রতিটা গানের মুড টা একদম সঠিক ভাবে ধরতে পারেন এবং সেটা পরিবেশন করতে পারেন। এই গান আরো অনেকের গলায় শুনেছি কিন্তু এই মুড টা পাইনি। অদ্ভূত সুন্দর গাইলেন। ভালোবাসা জানবেন।
Arnob da apnar gaan manei maya apnar gaan manei moho.. prottek ta gan er shur jeno onek mayay gatha.. r apnar golay Rabindra shongit asholei khub shundor manay... will always keep supporting u and keep loving ur songs.. ♥
ফিরে আসেন ভাই ফিরে আসেন... !!! প্রচুর মানুষ অপেক্ষায় আছে...!!! প্রচুর... অবাক হয়ে যাবেন...সেই পুরাতন গান গুলোর মতো আরো কিছু গান নিয়ে ফিরে আসুন... !! :)
আমার মা চলে যাবার ঠিক আগের দিন অর্ণব এই গানটা আমায় রেকর্ড করে পাঠায়।
অনেক ভালবাসা ছিল এদের মধ্যে। শেষ কদিন মা অর্ণবের কথা খুব জিজ্ঞেস করত, ফোনে কথাও বলেছে, তখন ভাবিনি মা এরকম হঠাৎ করেই চলে যাবে। এই গানটা ওদের দুজনের গান হয়েই থাক। ❤️
আপনার কন্ঠেও এই গানটি শুনতে চাই সুনিধি দি।অর্নব এর মতো আপনারও রবীন্দ্রসংগীত এতো সুন্দর হয় । ❤ আমি রুপে তোমায় ভোলাব না প্রথম শুনেই আপনার ফ্যান হয়ে গিয়েছিলাম☺
আপনারা দুজোন একই সাথে গান গাইলে
পাথর ও গলে জাবে মায়াই
Love u sunidhi di ❤❤
আপনি যখনই এই গান শুনবেন তখনই গানটা আপনার মায়ের কথা মনে করিয়ে দিবে।💙💚
🙂
Thank you for all your love ❤️🙏🙏
💙💜💚💔❣💕💖💞💟💗
Keep uploading more.. Be regular on your RUclips chanel please
প্লিজ ডোন গো এগেইন। 😥
❤
♥♥♥♥♥
অর্ণব কোন শিল্পী না , একটা প্রজন্মের নাম ...
@ Saif Zohan , very well said, Thank you. আমাদের সকলের ভালোবাসা -- অর্নব ।
তুমিও খুব সুন্দর গাও...তোমার গান আমি শুনি। নিজস্বতা বাঁচিয়ে রেখো...অনেক ভালোবাসা রইল saif...ভারত থেকে...💐
Ok
Zohan vai er tumi amar emon e akjon akhono protidin akbar shuni ❤❤❤
❤
কার যেন এই মনের বেদন চৈত্রমাসের উতল হাওয়ায়,
ঝুমকোলতার চিকন পাতা কাঁপে রে কার চম্কে-চাওয়ায়॥
হারিয়ে-যাওয়া কার সে বাণী কার সোহাগের স্মরণখানি
আমের বোলের গন্ধে মিশে
কাননকে আজ কান্না পাওয়ায়॥
কাঁকন-দুটির রিনিঝিনি কার বা এখন মনে আছে।
সেই কাঁকনের ঝিকিমিকি পিয়ালবনের শাখায় নাচে উতল হাওয়ায়
যার চোখের ওই আভাস দোলে নদী-ঢেউয়ের কোলে কোলে
তার সাথে মোর দেখা ছিল
সেই সেকালের তরী-বাওয়ায়॥
মনে হচ্ছে, অর্নব গাইবে বলেই রবি ঠাকুর এই গান একসময় লিখে রেখেছিলেন। গানটা আর কারো কণ্ঠে এত ভালো লাগেনি। আমরা আরো রবীন্দ্রসঙ্গীত চাই, অর্নব।
Apni ekdom amar moner kotha bollen
Ekdom
নেই কোন লাখ লাখ View.. আছে স্বল্প কিছু ভিউয়ার আর কিছু পাগলা ফ্যান।আসল ফ্যান ।পুরাতন অর্নবকে হঠাৎ কোন এক বৃষ্টিস্নান সকালে
এজন্যই কমেন্ট বক্সের সবাইকে খুব আপন মনে হয়। নিজের রুচির সাথে মিলে এমন মানুষদের দেখতে পাই...
@@soumikpaul. মনের কথা বলেছেন
আমাদের অর্ণবের লক্ষ কোটি ভিউ লাগে না🙂
@Dipro chakma
লাখ লাখ ভিউ এমনি হয় না। MCN যেই শালারা করে, ওদের হয়। আমাদের অর্ণব এমনই থাক।
yeah...views means nothing.... the way he sang the song is priceless...
অর্ণব একজন অত্যন্ত প্রতিশ্রুতিময় শিল্পী । কী অপার্থিব দরদ ওঁর গায়কীতে ।আমিও ওপার বাংলার মানুষ । উচ্চারণের আড় ভাঙতে আমাদের সময় লাগে । সেটুকুনি কাটিয়ে উঠলেই অর্ণব আমাদের গর্ব হয়ে উঠবেন । সাধু !
কার যেন এই মনের বেদন চৈত্রমাসের উতল হাওয়ায়
ঝুমকোলতার চিকন পাতা কাঁপে রে কার চম্কে-চাওয়ায়॥
হারিয়ে-যাওয়া কার সে বাণী
কার সোহাগের স্মরণখানি
আমের বোলের গন্ধে মিশে
কাননকে আজ কান্না পাওয়ায়॥
কাঁকন-দুটির রিনিঝিনি কার বা এখন মনে আছে।
সেই কাঁকনের ঝিকিমিকি পিয়ালবনের শাখায় নাচে।
যার চোখের ওই আভাস দোলে
নদী-ঢেউয়ের কোলে কোলে
তার সাথে মোর দেখা ছিল
সেই সেকালের তরী-বাওয়ায়॥
সকাল সকাল আমি কি শুনলাম...😍😍😍😍
সেই পুরোনো অর্নব 😍😍😍😍
অর্নবদা, নিয়মিত দেখতে চাই এভাবেই...
Ha sae purono arnob da 💜....
অর্ণব দার কণ্ঠে কি অদ্ভূত মায়া! স্নিগ্ধ ও সাবলীল! দুই বাংলার সর্বকালের শ্রেষ্ঠ শিল্পীদের মধ্যে অর্ণব দার নাম উচ্চারিত হবে ভবিষ্যতে। আমাদের প্রজন্মের ধারক! অনেক শুভকামনা নেবেন অর্ণব দা।
আমি ছোটবেলা এমনকী এখনও রবীন্দ্র সংগীত এর তেমন একটা ভক্ত ছিলাম না। কখনোই "একলা চলো রে, ভেঙে মর ঘরের চাবি" এসব শুনিনি ভাঙা গলায় গাইনি। তবে অর্ণব দা যদি গায় আমি হাজার বার শুনবো। সেই সাথে তার "আধেক ঘুমে" এলবাম টার কথা মনে পরলো।
adheko ghume is love
কিছু কিছু গান বোধহয় রবিঠাকুর কেউ কেউ গাইবে জেনেই রেখে গিয়েছেন। এই গানটা তোমার অর্ণবদা। মুগ্ধ হই বারবার। ভালো থেকো। ❤️
পুরোনো অর্ণব! হারিয়ে যাবেন না দয়া করে। আপনার কন্ঠে রবীন্দ্রসংগীত যেন অন্যরকম মাদকতা পায়। 💜
কী সুন্দর! কী অপার্থিব অথচ স্নিগ্ধ! বেঁচে থাকুন! শতবর্ষী বটবৃক্ষ হয়ে বেঁচে থাকুন। এই কমেন্টটা রইলো! মনে করে নিলাম, আপনার জীবনের একটা অংশ হয়ে রইলাম যেন!
দাদা গানটা শুনে কেন জানি কান্না পেলো, একটা বিষন্ন সকাল ভাষা পেলো।
অর্ণবদা এভাবেই আমাদের মুগ্ধ করে যাও সারাজীবন তোমার গায়কীতে 😍
Oshadharon💖💖Sahana ar Arnob dujoner gaan khub priyo
কয়েকটা ভোরবেলায়, ঘুম থেকে উঠে বারান্দায় দাঁড়ালে একটা ঠান্ডা,মৃদু হাওয়া এসে সারা শরীর,মুখ ছুঁয়ে যায়, আর দিয়ে যায় একরাশ শান্তি। গানটা আর গায়কের কন্ঠ সেই মৃদু শীতল হাওয়ার মতোই, দিয়ে যায় শান্তি আর শীতল করে দেয় মনকে।
অদ্ভুত সুন্দর!
গানগুলো যেন অর্ণবের কন্ঠের জন্যই তৈরি।
ei gaanta ekta therapy bolte paro
Khub bhalo laaglo shunte... shesh obdhi montake aatke rekhe dilo.... aro onek shonar অপেক্ষায় থাকলাম
2 মাস আগে সাহানাদি, আর এখন অর্নবদার কন্ঠে একই গান শুনে ভাল লাগলো। ভালবাসা নিবেন দাদা।
Eyta'i bhaalobasha'r sharthokota hoytoh!
Er suru ace ses nei ❤️
কতোবার যে শুনলাম, এভাবেও বুঝি গাওয়া যায় !
আমাদের অর্ণব, আমাদের ভালোবাসা💙
সাধু সাধু সাধু সাধু সাধু সাধু সাধু সাধু সাধু সাধু সাধু সাধু, অর্ণব দা ! অনেক ভালোবাসা ও শুভেচ্ছা !
সৌরীশ, শান্তিনিকেতন।
সায়ন দা, অনেক দিন পরে তোমার গান শুনলাম,,, শান্তিনিকেতন এর পুরোনো স্মৃতি সব ঘিরে এলো,,,
Khub bhalo laglo ........boro aapon mone hoi, prane alto porosh kore chole Jai apon mone..... onek bhalobasha tomai Arnab.
Apurbo, snigdha kanthe amon gan, mon voriye dilo.khub valo thakben Bhai.
প্রিয় শিল্পী তুমি। তুমি রবীন্দ্রের গানের সাথে কি একটা যোগ সূত্র নিয়ে জন্ম নিয়েছ। তুমি রবীর সব গান গাও। মোরা কান পেতে শুনব।
চোখ বুজে শুধুই এই গান আর তার স্মৃতি আর অনুভূতি...তুমি গায়ক নও অপার্থিব মানুষ
খুব ভালো গাইলে তুমি। আরও অনেক রবীন্দ্রনাথের গান তোমার আর আমার প্রিয় শিল্পী সুনিদীর কন্ঠে শুনতে চাই।
Excellent. Very calm and peaceful voice. Keep going
কিছুদিন আগে সাহানাদি আর এখন তোমার কন্ঠে এই গানটা শুনে খুব ভালো লাগলো❤❤
চৈত্র সংক্রান্তি এর দিনে সাহানা দি গেয়েছিলো😊
কি সুন্দর । খুব ভালো লাগলো মন ছুয়ে গেলো।
অরনব যখনই গায়,যা গায় রবীন্দ্র সংগীত বা এমনি গান সবই ভাল লাগে , এটা যেমন ওর প্রাপ্তি ওর ভক্তদের কাছ থেকে তেমনি ওদের ,
ওর জন্য ভালোলাগা ও ভালোবাসা অপরিসীম । ওর গানে ওর জীবনের দুঃখ কস্টের সুর মিশে থাকে, আমার প্রিয় শিল্পীর গান সবসময়ই শুনতে পাই , এটা যেমন চাই, তার চেয়েও বেশী চাই ওর সুস্থতা আর ভালো থাকা । একজন শুভাকাঙ্খী .......
কি যে ভালো লাগে এমন মাঝে মাঝে হুট করে খুঁজে পেতে আপনাকে দাদা। Thank you for this magical experience. May you BE, the way you are....
যখন কোনোকিছু মন থেকেই ভালো লেগে যায়, তখন সেটা প্রকাশ করতেও ভয় লাগে।
কারণ কোনো একটা কিংবা দুটো শব্দ দিয়ে সেটা প্রকাশ করা যায় না।
এককথায় অসম্ভব সুন্দর।
অনেক অনেক ভালোলেগেছে।
এ যেন এক অদ্ভূত ঘোরের মতো। এই প্রজন্ম হয়তো রবি ঠাকুরের এই অনবদ্য সৃষ্টিগুলোর সাথে পরিচিত হতে পারতো না...ভাগ্যিস, আমাদের একজন " অর্নব" আছেন!!!♥️
এত টান, আবেগ, ভালোবাসা নিয়ে কয়জন বা গাইতে পারে! অর্নব দা , আপনাকে মিস করি।
কেমন যেন একটা ধ্যানমগ্ন হিপনোটিক অনুভূতি আসে অর্ণবের গায়নে...
মন খারাপের গান.. অথচ কি অদ্ভুত সুন্দর..
Sunidhi di apnak r ornobdak shuvecchar soundorje shagoto Janacchi r maer jonno roilio onek onek sroddha o valobasha.
চোখে পানি এসে গেছে.. এটাই হয়তো শিল্পীর ক্ষমতা.. ভালবাসি আপনাকে অনেক.. ভালবাসি আপনার গানগুলো..❤️❤️
ধন্যবাদ ইউটিউব কে এই গান টা আমার সাজেশন লিস্টে আসার জন্য। চোখের পানি আটকাতে পারলাম না। প্রতিটা লাইন যেন ভেতরে যেন তীরের মত বাধল।
osadharon Dada, gupi baghar gaan shune somostho kichu jemon sthomvito hoye jai, eai gaan ta shune thik temon vabe sob kichu sthomvito hoye gelo, onek onek gaan shunte chai emon
এই গান টা অনেকের কন্ঠেই শুনলাম। কিন্তু অর্নবের কণ্ঠে গানটা সত্যিই অসাধারণ লাগলো। এতো অনবদ্য ভাবে অর্নব গান টা গেয়েছে বলেই মনে হচ্ছে রবীন্দ্রনাথ গান টা ওর জন্যই লিখেছিলেন। অনেক ধন্যবাদ অর্নবকে।
খুব ভালো লাগলো এই গানটা। নিজের প্রান মন দিয়ে শিল্পী গান গাইবে। ভালো থাকেন নিজের যত্ন নিয়েন ভাই। বাংলা গানে আপনাকে অনেক দরকার। আপনি ভালো থাকেন এই কামনা।
Bhia apnar gan gaoar modhhe ekta onno rokom srolota thake , ja shunlei poran juriye jai. Onek onek doa abong bhalobasha apnar jonne.
অনেকদিন পর যেন সেই পুরোনো অর্নব। সেই পুরোনো অনুভূতি।
এক বিষন্ন মায়া! প্রিয়জন চলে যাওয়ার বেদনা...
আশা করি আপনি আরো গাইবেন। সাহানার মাধ্যমে ইউ টিঊবের কল্যাণে আপনার গানের সাথে পরিচয় সামান্য।
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুনছি আপনার গান সঘন গভীর নিশীথে।
আমার ৩ বছরের কন্যা এই গান শুনতে শুনতে ঘুমায় প্রতিদিন। ওর খুব প্রিয় গান। থ্যাঙ্কিউ অর্নব, রবীন্দ্রসংগীত কে প্রজন্মান্তরে ছড়িয়ে দেয়ার জন্য!
নিজেকে লুকাতে শিখে গেলে... সব বেদনা লুকিয়ে ফেলা যায়...।
ভালোবাসা বুঝা যতটা সহজ, ততটাই কঠিন অভিমান বুঝতে পারা.. নাইবা বুঝলেন
অনেক কঠিন একটা গান কিভাবে পূর্ণ আবেগের সাথে, সহজ ও সাবলীলভাবে উপস্থাপন করা যায় সেটা অর্নবের এই গানটি শুনলে উপলব্ধি করতে পারি।
a legend, an absolute legend. I call him the Dylan of Bangladesh! But he's Arnob for the world.
অনেক অনেক দোয়া ও ভালোবাসা ভাই আপনার জন্য আপনি আমার একমাত্র একাকিত্বের সঙ্গী আপনি না থাকলে মনে হয় কতো মানুষ যে ডিপ্রেশনে কি করে ফেলতো সেটা আমি রিয়ালাইজ করি আপনার ভয়েজ আপনার গান আহহহহ কি শান্তি তাতে ❤❤❤
এত দরদ দিয়ে গান গাওয়াটা অসাধারণ ব্যাপার। অনেক ধন্যবাদ অর্ণব ভাই। এভাবেই গান গেয়ে যাবেন এই প্রত্যাশা করি।
শ্রাবন রাতে অন্য জগতে নিয়ে গেল....এই আবেদন ...এই নিবেদন ...বারবার ঋদ্ধ হই....
Arnab da tumi bestttt r Sunidhi di tmr jutita amr dekha sobcheye misti jutiiiii❤️❤️❤️❤️😍😍😍😍😍tomra amr osombhob pochonder dujon manus ❤️love frm West Bengal ❤️❤️❤️❤️❤️❤️❤️
প্রত্যেকবার আপনার গান শুনে আমার মনে হয় আমার পাশে বারান্দার এক কোণে বসে যেন আপনি আকাশের দিকে তাকিয়ে গাইছেন,আমি মুগ্ধ হয়ে শুনছি,বারবার শুনছি! কখনো অদ্ভুত কোনো না জানা কারণে গা শিউরে উঠছে, কখনো চোখের কোণে জল জমেছে!
আপনার জন্য অশেষ প্রার্থনা
আজকে প্রচুর বৃস্টি হচ্ছে! বৃস্টি দেখছি আর এই গানটা শুনছি। চোখ দিয়া পানি চলে আসছে। অর্নব তুমি সেরা! ❤❤❤
আপনার কন্ঠে রবীন্দ্রনাথের অনেক গান গেয়ে যাওয়া উচিত। পরবর্তী প্রজন্ম যুগ যুগ ধরে শুনবে। just bless you.
হঠাৎ করেই গান টা পেলাম...মনটা বেশ অশান্ত হয়ে আছে বেশ কিছু দিন ধরে...!
অদ্ভুত! অদ্ভুত!
কোথা থেকে যেনো অনেকটা শব্ধতা ধরে এনে দিলো....অনেক ধন্যবাদ দাদা ❤️😌🌼
যতই শুনি, তবুও আশ মেটে না!
অপার্থিব! এভাবেই হাজার বছর বেঁচে থাকুন। ♥️♥️♥️
এটা কি গাইলে অর্নব দা ,,,,,,প্রতিদিন না শুনলে অস্থীর লাগে .....দারুন
মন খারাপের রাতে, তোমার গানে ডুব দিয়ে হারিয়ে যাওয়া যায়.. তুমি হারিয়ে যেও না আর দাদা ❤
ধন্যবাদ শ্রী রবীন্দ্রনাথ স্যার,
আপনার সৃষ্টি অতুলনীয় ❤
অসম্ভব ভালো লাগলো গানটা । আমি প্রথম এই চ্যানেলে। অসম্ভব সুন্দর।
রবীন্দ্র সংগীতকে নতুন এক রূপ ধারণ করলেন দাদা।
ভালোবাসা সর্বদা গ্রহণ করবেন, ❤
আবারো রবীন্দ্র সরোবরে বৃষ্টি জলে ভিজতে ভিজতে শুনতে চাই রবি ঠাকুরের হৃদয়স্পর্শী কথাগুলো ❤❤
অর্ণব দাদা আর জয়তী দিদি ছাড়া রবীন্দ্র সঙ্গীত মানুষের কাছে That means আমাদের পাগল হয়তো হইতো না! বড্ড ভালোবাসি আপনাদের আর এই গান গুলোকেই আঁকড়ে ধরে বেঁচে আছি!🖤
আহা কি সুন্দর এক আবেশ পেলাম।।🙏🙏 ইউটিউব এ হটাৎ করে ভিডিওটি দেখলাম।। বিভোর হয়ে গেলাম।।
Listening from France. I am just amazed once more by your voice. It brings me so high.
Love you much since 2009. Thank you ❤❤❤❤
Mais, est-ce que tu francais(e)?
অর্ণবদা এক অজাগতিক অনুভূতিতে হারিয়ে গেলাম❤
আহা💖
আমার দু চোখে নেশা লেগেছিলো,
চোখের পাতায় মেঘ _
মেঘ জমে বরফ হয়ে এলে যেমন ভারী হয়ে উঠে চোখের পাতা।
কি অদ্ভুত এক মুগ্ধতা আছে গুরুদেবের গানে আপনার কন্ঠের মেল বন্ধনে।
আহা গো! মনের ভেতরটা কেমন করে উঠল 😢... অনেক প্রিয় একজন মানুষ আপনি দাদা৷ রোজই আপনার গান শুনি 😊
Tai naki apu
বিষন্নতারও আলাদা সৌন্দর্য আছে.....শুভ কামনা রইল।
Tomar golai rabindrasangeet sune ii amr Rabithakurer gaan er proti eto valobasa bereche ekhon...thank you dada 💚🖤.
Khub sundor........🤗🖤
মন-প্রাণ ভ'রে গেল! অনেক শুভেচ্ছা আর শুভকামনা রইল!!
রবিন্দ্রনাথ বুঝি শুধু অর্ণবদার জন্যই গানগুলো লিখেছিলেন। যতবার শুনি ততবার অন্য এক জগতে হারিয়ে যাই।
Well said brother
ও মাগো অর্নব অনেক দিন পরে মনে হচ্ছে তোমাকে আগের অর্নব কে খুঁজে পেলাম। বারবার শুনলাম। মন টা খুব ভালো হয়ে গেল। আরও চাই... 💗💗
জাস্ট অনবদ্য.... 💓
(চুপটি করে শুনলাম)
I adore your singing. I started to listening to Rabindrashongit just because of you. Take care.
❤
Very sad but indeed Arnob has a distinctive style of singing.
@@jayitkayals5711 yes indeed. He is a versatile singer ... Our pride
অসাধারণ...গহীন আবেগে গেয়েছেন অর্ণব...আপনার জন্য ভালোবাসা,অর্ণব...
অদ্ভুত সুন্দর দাদা। রবীন্দ্রনাথ যেন তোমার মধ্যে চির তরুন হয়ে আছে।
প্রতিটা সুরে একটা শিহরণ! মিশে যাওয়া অনুভূতি! ভালোবাসি রবীন্দ্র ♥
ভালোবাসি অর্ণব ♥
আপনার কম্পোজ করা রবীন্দ্র সঙ্গীত গুলোর বৈশিষ্ট্য হলো আপনি প্রতিটা গানের মুড টা একদম সঠিক ভাবে ধরতে পারেন এবং সেটা পরিবেশন করতে পারেন। এই গান আরো অনেকের গলায় শুনেছি কিন্তু এই মুড টা পাইনি। অদ্ভূত সুন্দর গাইলেন। ভালোবাসা জানবেন।
Opurbo laglo Arnab....
অসাধারন লাগছে।আমার মন টা ভিশন খারাপ ছিল, গানটির জন্যে অসংখ্যা ধন্যবাদ ❤️❤️
হটাৎ করেই recommendation তে চলে আসলো.... রোজ কয়েকবার না শুনলে... কি যেন নেই নেই মনে হয়... বন্য তৃপ্তি🔥
অনেক শ্রদ্ধা রইল। একটা অন্য জগতে আপনি নিয়ে গিয়েছিলেন। এমন নিখাদ গলা, মনটা জুড়িয়ে যায়।
Bar bar suni Bhai tomar aee gan ,, mon tobu vore na ,, amon geay jao 🌹🌹🌹
That kharash! That authenticity! That soul! That connection! Everything makes Arnob. ❤
অচিরেই হৃদয় ছুয়ে গেল এমন মুগ্ধতা নিয়ে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। ভালো থেকো ভীষণ রকম।
Best of Arnob da.
মুগ্ধময়।
ভয়ংকৰ অদ্ভুত মায়া!
অনেকদিন পর পছন্দের কারো কণ্ঠে অসাধারণ একটা গান শুনলাম।
যখনি খুব বোর লাগে তখন এই গানটা শুনি।
কি এক মায়া!
Arnob da apnar gaan manei maya apnar gaan manei moho.. prottek ta gan er shur jeno onek mayay gatha.. r apnar golay Rabindra shongit asholei khub shundor manay... will always keep supporting u and keep loving ur songs.. ♥
অসাধারণ।মন ভরে গেলো ।এই একটি মানুষ ই একাই সবার কথা বলে গেছেন ।তাকে সবার কাছে এনে দেওয়ার জন্য , আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ফিরে আসেন ভাই ফিরে আসেন... !!! প্রচুর মানুষ অপেক্ষায় আছে...!!! প্রচুর...
অবাক হয়ে যাবেন...সেই পুরাতন গান গুলোর মতো আরো কিছু গান নিয়ে ফিরে আসুন... !! :)
Strikingly spontaneous..!!
খুব সুন্দর গেয়েছ। অপূর্ব শুভেচ্ছা রইল।
অপূর্ব সুন্দর, মন ভরে গেল, অপূর্ব