Hasan | Paharer Churay | পাহাড়ের চূড়ায় | Official Video Song | Soundtek

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 293

  • @allrounderonlyacademic5219
    @allrounderonlyacademic5219 3 года назад +251

    হাসান ভাই তুই কি রে? তোর কন্ঠে আল্লাহ কি দিছে? পাগলের মত ভালোবাসি তোর গান। প্লিজ ভাই,আর একবার তোর এই আগুন ঝরা কন্ঠ নিয়ে ফিরে আয়।অনেক ভালবাসি তোকে❤️

    • @auliahmed4203
      @auliahmed4203 3 года назад +6

      Ashechen abar thik ager motoi 🖤

    • @ScienceBrain
      @ScienceBrain 3 года назад +4

      @@auliahmed4203 no bro ager moto high pitched nei🤧

    • @abubakorsiddique9525
      @abubakorsiddique9525 3 года назад

      Ppppppppppppppppppppppppppppp0pppppppppppppppppp000p0pp

    • @rubelrana2573
      @rubelrana2573 2 года назад +4

      ধন্যবাদ।
      হাসান ভাইয়ের ফ্যান, হাসান ভাইয়ের যে গানগুলো এখন পযন্ত গেয়েছেন, আমরা তার এই গান অনুভূতি গুলো এই প্রজন্মকে পুনঃ শোনাতে পারি।

    • @Sawon90
      @Sawon90 2 года назад +4

      গলা নষ্ট হয়ে গেছে। হয়তবা বয়সের ভারে অথবা যত্নের অভাবে। আর কখনও ফিরে আসবে না হাসান।

  • @nazmulkhalifa7783
    @nazmulkhalifa7783 3 часа назад +1

    সেরা ❤

  • @isharuhullah
    @isharuhullah 3 года назад +96

    বউ বাচ্চাসহ মোটামুটি সংসারী এক গড়পড়তা সুখী মানুষ আমি। আর এই গানটা বউ বাচ্চাসহ ২০২১ এর শেষে এসেও শুনি। ভালো লাগে খুব। একদম ছোটবেলার ফিলটাই পাই এখনো। 😍

    • @omicena.
      @omicena. 6 месяцев назад

      আপনার অসীম সৌভাগ্য যে আপনার বৌ বাচ্চাদের ও এসব গান ভালো লাগে, তারাও এসব পর্যায়ের গানের সাথে রিলেট করতে পারে। নইলে এমনো অনেকে আছে যারা এসব গান স্পিকার বাজিয়ে শুনতে পারেন না, রুচিবোধ ভিন্ন হবার কারণে বঞ্চনার শিকার হতে হয়। তারা একাকী শোনার সুযোগ পেলে শুনে না হয় হ্যাডফোনে শোনে...

    • @johannrahman9513
      @johannrahman9513 6 месяцев назад

      ❤❤❤

  • @mdtanvir-ix9lz
    @mdtanvir-ix9lz Год назад +19

    এই সব গান কভার করার সাহস কেউ দেখাতে পারবে না। আহ কি গান।❤

  • @SafayetSourav
    @SafayetSourav 2 года назад +30

    ভয়ংকর! ভয়ংকর সুন্দর একটা গান!!! লিরিক, সুর, কন্ঠ....উফ
    আগের গানগুলা কত্ত মারাত্মক ছিল রে

  • @nazimayen
    @nazimayen Год назад +12

    গানগুলো যতই শুনি,যতই শুনি খুব কষ্ট হয় ঐ দিনগুলো কত সুন্দর ছিল সবাই নিঃস্বার্থভাবে মানুষ মানুষের জন্য কাজ করত।
    মাঝে মাঝে এ গান যখন শুনি তখন চোখে পানি চলে আসে

  • @sheikhmohammadshamim-fc2cw
    @sheikhmohammadshamim-fc2cw Год назад +7

    আমি অবসর পেলেই হাসানের গান শুনি। ওর সুরের মূর্ছনায় আমার অতীতের সব ভালোলাগা ভালোবাসার অনুভূতি গুলো হীমশিতল তুষারের মতো শরীরের প্রতিটি কোনে ছড়িয়ে পড়ে।

  • @dadubhai4295
    @dadubhai4295 2 года назад +24

    হাসান ভাই আমার প্রিয় শিল্পি।তার গান আমাকে যতটা টানে অন্য কোন গান আমাকে অতটা টানে না সেই ৯০ দশক থেকে শুনছি এখন ও শুনি তাআমার কাছে তার গান কখন ও পুরান হয় না।সেই স্মৃতি কখনো ভোলার মত নয়। লাভ ইউ হাসান, লাভ অবিরাম

  • @shanurislamkhan1823
    @shanurislamkhan1823 Год назад +15

    আজ এই মেঘে ঢাকা রাত, পাহাড়ের চূড়ায়, তাজমহল, এতো কষ্ট কেন ভালবাসায়, আমি হাত দিয়ে যা ছুঁই, চন্দ্রিমা, সুইটি,প্রশ্ন ইত্যাদি ইত্যাদি গানগুলো গান নয়,একেকটা এন্টিবায়োটিক ছিলো আছে এবং থাকবে ✌️

  • @রায়হানরাইয়্যু

    কি ভয়ানক উচ্চ লেভেলের গানের কথা। বুঝতে গেলে যথেষ্ট বাংলায় জ্ঞান থাকা জরুরি। আহা গুরু

    • @ahmedroni2119
      @ahmedroni2119 Год назад +2

      That's true 👍

    • @solaimanhossain4048
      @solaimanhossain4048 11 месяцев назад +1

      হাসানের ভক্তরা শুদ্ধ উচ্চারণকারী ভাষাভাষী হয়

  • @showrovkhan9540
    @showrovkhan9540 3 года назад +40

    এতো সুন্দন আদর মায়া ভালবাসা দিয়ে কেও গান গায়তে পারবে না

  • @lifeinuk2845
    @lifeinuk2845 4 года назад +24

    গানটার মধ্যে অন্যরকম কিছু আছে, কথা এবং সুরের এত সুন্দর মিশ্রণ, খুব ভালো

    • @nildipdip8808
      @nildipdip8808 4 года назад +2

      এখন কার পোলাপান শুনবো খাইছো বাবু

    • @maenkarchipay1722
      @maenkarchipay1722 Год назад

      tulu boss korse bujhte hobe onek jinish e vora

    • @ahmedroni2119
      @ahmedroni2119 Год назад

      ​@@nildipdip8808 sobai ek na.
      Ami hasan Vai er maximum gaan e shuni

  • @pubgx.bangladesh
    @pubgx.bangladesh 4 года назад +25

    world class man,kno dik theke skid row theke kom noy .best

  • @UmmehabibaSima
    @UmmehabibaSima 10 месяцев назад +4

    অসাধারণ ২০২৪ এসেও বার বার শুনে যাচ্ছি। হাসান কোথায় হারিয়ে গেলো। ফিরে আসুক বাংলাদেশের সংগীতাঙ্গনে।😊

  • @leogomez361
    @leogomez361 Месяц назад +4

    ছোট বেলায় ২০, ২২, ২৪ (বেরা বাধার ) তার দিয়ে কাঠে পেরেক গেথে গিটার তৈরি করতাম আর গান গুলো গাইতাম ১৯৯৮, ৯৯ সালে 😁 এখন 2024 December 1 তারিখ গানটি শুনেছি আর কমেন্টে লিখছি। আমাদের ছোট বেলা বেষ্ট ছিল।

  • @Smritys_World
    @Smritys_World Год назад +6

    কন্ঠটাই অন্য রকম! ইউনিক! এমন কন্ঠশিল্পী আর কখনও আসবে না

  • @mdanowarulhaque6216
    @mdanowarulhaque6216 3 года назад +13

    মন সুদুরে হারিয়ে যায়,শিল্পীর পাশাপাশি যন্ত্রীদেরও ধন্যবাদ।

  • @factoryhmmfdghsdjjdf5182
    @factoryhmmfdghsdjjdf5182 4 года назад +30

    অনেক সুন্দর,,,,,, এসব গান বর্তমানে কেউ গেতে পারবেনা,,,,, অসাধারন

    • @mdovi8103
      @mdovi8103 Год назад

      কমেন্টস পড়ে কেন্দে দিয়েছি।

  • @unfoldbd9895
    @unfoldbd9895 2 года назад +7

    এমন শিল্পী ও অবহেলায় হারিয়ে যায়!সত্যিই আমরা গুণীর কদরে বড্ড বেশী পিছিয়ে আছি।

  • @yhtofficial2100
    @yhtofficial2100 3 года назад +17

    হাসানের সুর ও সংগীত একটা মায়া,মমতা ভরা ,লাভ ইউ হাসান❤️

    • @sayedkhan1907
      @sayedkhan1907 10 месяцев назад

      It's not his tune.Ashiquzzaman tulu's Tune.Lyrics- Panchom.
      Hasan has a versatile vocal.but u should praise the composer and lyricist.

  • @joybhowmick6300
    @joybhowmick6300 Год назад +1

    2007 e tomay protom sunechilam.sei school life theke aj 34 years er poreo ekhe feelings. Somoy change,manush ohh kotho change but ei gaan life k bojai. Life is beautiful. donno ami amr jibon eto sundor music er kache aste pere. Thanks a ton hasan. Love from kolkata

  • @alimran2523
    @alimran2523 Год назад +6

    গান ই একমাত্র জিনিস যেটা আপনাকে ওই সময়টা তে নিয়ে যাবে যখন আপনি এই গান টা শুনতেন ❤❤

  • @mdabusayem4773
    @mdabusayem4773 4 года назад +13

    respect hasan vi.
    ja diceen music se somoi manual music .
    akhonkar digital music na.
    osadharon voice and struggle man.
    respect akhono uni onar place e unique.

    • @Jolontokhalilswork
      @Jolontokhalilswork 4 года назад +2

      You can call it semi digital. Not completely manual. Cause DAW s were available in early 90's

    • @mdabusayem4773
      @mdabusayem4773 4 месяца назад

      ​@@Jolontokhalilswork yap🎉

  • @DrMamun-rb5cl
    @DrMamun-rb5cl Месяц назад +2

    মেডিকেল কলেজের হোস্টেলে হাসানের এই গানগুলো শুনতাম। আজ চেম্বার শেষ করে এই গানটা শুনতে ইচ্ছে করছে। ৫/১২/২০২৪.

  • @amiramu4246
    @amiramu4246 3 года назад +12

    ২৫ বছর পর শুনলাম অসাধারণ.......... ধন্যবাদ গুরু

    • @Kidscat2y
      @Kidscat2y 9 месяцев назад

      আমিও আজকে প্রায় ২০ বছর পর শুনলাম

  • @mdanowarulhaque6216
    @mdanowarulhaque6216 3 года назад +10

    হাসানের এই গানটি এদেশে আর কেউ গেয়েছেন কিনা জানি না, হয়ত এত ভালো আর কেউ পারবেন না।

  • @anupsaha1830
    @anupsaha1830 2 года назад +4

    শুধুই স্মৃতিচারণ করা ছাড়া আর কিছুই করার নেই।ভালো থেকো তুমি হাসান ভাই❤️❤️❤️

    • @ferozhossain3058
      @ferozhossain3058 2 года назад

      খুব সু্ন্দর কথা বলেছেন

  • @babuhasan533
    @babuhasan533 2 года назад +2

    হাসানের গান আজও আমায় অঝোরে কাঁদায়...মেঝো ভাই হুমায়ুন কবিরের ক্যাসেট থেকে ছোট্ট বেলায় থেকে শুনতাম..হাসান ফিরে আসো আবার..বাংলার আকাশ অন্ধকারে, তোমাদের ছাড়া

  • @sagorbiswas9260
    @sagorbiswas9260 Год назад +2

    গানটি শুনলে মনে হয় আমি ঠিক হারিয়ে গেছি কোনো অজানা পাহাড়ে । যেখানে শুধু শুখ আর আনন্দ ঘেরা ❤❤❤❤❤

  • @mahadiayvin0909
    @mahadiayvin0909 27 дней назад +1

    bangladeshi Michael Jackson, hassan bhai waiting for your comeback!

  • @irfanalam-1992
    @irfanalam-1992 Год назад +1

    আমার ৯০'s কৈশোর কেটেছে এই অসাধারণ গান/লিরিক গুলো শুনে।। আজও মনে হয় এই প্রথম শুনছি, আমি হারিয়ে যাই আমার কৈশোরে। (4/4/23)!! 90's kids!! thank u HASAN/ AB/ JAMES/ BIPLOB for making my childhood more beautiful ❤️ ...

  • @sumanrony426
    @sumanrony426 Год назад +2

    After 26 yrs. Same feelings. Wow..

  • @labibsayeed9420
    @labibsayeed9420 6 месяцев назад

    ৯৮ এ SSC তে First division.
    তারপর হাসানের গান শোনার পর থেকে পড়ালেখা ধ্বংস।
    প্রেমের পিছে ছুটতে ছুটতে আর হাসানের গান বুকে ধারণ করে লাইফটা খোরমা হয়ে গেল।
    সেই কি আবেগ ভাষায় প্রকাশ করার মতো না। সে সময় যারা এই গানগুলো শুনেছে তারাই একমাত্র অনুভব করতে পারবে ভালোবাসা কি। ইনশাআল্লাহ তবুও আমরা শুধরে নিয়েছি জীবনটাকে জীবনের মত করে। প্রত্যেকেই মাঝে হারিয়েছি কিছু সময় এবং ভালোবাসার মানুষ। বয়স হয়েছে ঠিকই আমাদের। কিন্তু ভালোবাসা অবিচল।।
    সে সময় মনকে নাড়া দেওয়ার মত এই গানগুলো সৃষ্টি না হলে হয়তোবা আমরা প্রকৃত ভালোবাসার মর্মই বুঝতাম না।
    ভালো থাকবেন প্রিয় লিজেন্ড "হাসান"
    আশা করি আপনার দীর্ঘ অপেক্ষার নতুন গানের অবসান ঘটবে এই ২০২৪ সালে।
    প্রিয় শহর ঠাকুরগাঁও থেকে।

  • @anikrafi1748
    @anikrafi1748 Месяц назад +1

    এই গান গুলো শুনলে পুরোনো বন্ধুদের এত মিস করি,, কলিজা ছিঁড়ে যায় যেনো ,, মনে পড়ে আমার কৈশরের স্মৃতি,, যেখানেই থাকিস ভালো থাকিস আমার সব বন্ধুরা,, ভালো থাকুক সবার প্রিয়জন।

  • @Poragrenu
    @Poragrenu 3 года назад +47

    চিন্তা করা যাই এটা ৯০ দশকের গান 🥰🥰🤗

    • @misuliand20
      @misuliand20 Год назад +1

      BEST OF THE BEST GOLDEN ERA

    • @salmanark5460
      @salmanark5460 Год назад +1

      বর্তমানের এমন গান কেউ উপহার দিতে পারবেনা,,শুদ্ধ শুধু হাসান আর্ক দিয়েই সম্ভব

  • @TechBangla147
    @TechBangla147 11 месяцев назад +3

    He is a top band singer around the world

  • @farazhossain7663
    @farazhossain7663 3 года назад +12

    So nostalgic memories. What an amazing & so mazical creation forever. Love you too much my dear Hasan. Always take my love & blessings to you dear. Since 1999, I'm listening this very beautiful & so heart touching song till now almost after 22 years. Thank you so much.

  • @mazidurrahman8032
    @mazidurrahman8032 2 месяца назад

    ❤❤❤ আমি ভাষাহীন। কোন ভাষা দিয়ে এই সব গানের অনুভূতি প্রকাশ সম্ভব নয়।

  • @shaokatahmedkhan1315
    @shaokatahmedkhan1315 4 года назад +10

    One of my Favourtie... Oh the lyrics !! Lovely

  • @NajmolHasan-ix7ys
    @NajmolHasan-ix7ys Год назад +2

    অসাধারণ কন্ঠ হাসান ভাইয়ের বাংলার মাইকেল জ্যাকসন আমার গুরু হাসান ভাই

  • @stikyforever
    @stikyforever 11 месяцев назад +19

    2024 সালে এই মাস্টারপিসটি শুনছি। ভারতের পক্ষ থেকে সম্মান ❤

  • @BestfurnitureCtg-jz4kn
    @BestfurnitureCtg-jz4kn 3 месяца назад +3

    আমি ভাগ্যবান, আমার জন্ম 90 দশকে, ছোট বেলা থেকেই এই গান গুলো শুনে বড় হয়েছি, এখনো সার্চ দিয়ে শুনে গেলাম, আহ কি ভয়েস👌
    কেউ লাইক দিলে আমার এসে শুনবো

  • @shaifulazam7784
    @shaifulazam7784 2 года назад +2

    ফিরে যাই কৈশোর এ। ভালোবাসা সব সময় প্রিয় হাসান ভাই। এখন ও শুনতে ভালো লাগে।

  • @mizanpatowary4652
    @mizanpatowary4652 2 года назад +3

    ফিরে গেলাম ছেলেবেলায় ।আহ চিরসবুজ গান গুলি । এই প্রজন্ম দুর্ভাগা তারা বাচ্চু জেমস হাসানের মতো শিল্পীদেরকে পায় নাই। এই 2023 এ ও শুনছি

  • @mohammadkamrulislam6716
    @mohammadkamrulislam6716 Год назад +1

    Amar childhood Feelings....

  • @nayeemps
    @nayeemps Год назад

    একবার ছোটবেলায় বেড়াতে গিয়েছিলাম আত্মীয়ের বাড়িতে। আমি তখন অনেক ছোট। থ্রীতে পড়ি। কিন্তু গানের প্রতি নেশা ছিল। আসার সময় হাসান এর একটা ক্যাসেট চুরি করে এনেছিলাম। মনে পড়ছে হঠাৎ

  • @pulokashraf4866
    @pulokashraf4866 Год назад +1

    One of the best bangla bands ever.

  • @ahmedhridoy3686
    @ahmedhridoy3686 2 года назад +4

    আরো অনেক শিল্পী আসবে যাবে কিন্তু এই গানের আবেগ শুধু থেকেই যাবে রে ভাই,,,,🥰🥰

  • @ronyhasan909
    @ronyhasan909 3 года назад +4

    ২৭।১।২২ আজকে গানটা আবার শুনলাম, যতশুনি ততই অবাক হই। কিভাবে হাসান ভাই এত সুন্দর করে গায় ।❤️💜💙

  • @rowdyffyt1540
    @rowdyffyt1540 3 года назад +14

    অনেক আগে থেকে গানটা শুনি কিন্তু কখনো কমেন্ট করি নাই আজ একটা কমেন্ট করে রাকলাম কারোন যখন বয়স বারবে বিদ্ধো হবো তখন ছেলে নাতি নাতনি দের বলবো দেক আমরা এই গান সুনতাম আমারো কমেন্ট আছে

  • @mmajumdersumon2954
    @mmajumdersumon2954 7 месяцев назад

    ওহ্ এখনো ফিরে ফিরে যাই সেই দিনে ❤ কি মায়া সেই সুরে পাগল করে দেয়।

  • @SJSarmin-i2z
    @SJSarmin-i2z 6 месяцев назад

    এমন একটা গান কি আর হবে মনে হয় না-- অসাধারণ হাসান ভাই

  • @mdrokye1540
    @mdrokye1540 3 года назад +8

    Aj 15 years por gan ta sunlam

  • @MdPiyal-j3i
    @MdPiyal-j3i Год назад +2

    All time best my favourit singer hasan

  • @TuningRoom
    @TuningRoom 4 года назад +12

    Love from kolkata💛💛💛

    • @timenews8788
      @timenews8788 2 года назад

      Thanks💕💕💕 Kolkata Friends.

  • @holudhimu208
    @holudhimu208 2 года назад +7

    তুই বলেছিলি সব মেয়েরা এক নয়।।।।।।।
    আর আজ... তুই ফুটফুটে দুই ছেলের মা,
    আমার থেকে অনেক অনেক দুরে।।।।
    তবুও
    তুই যেখানেই থাকিস ভালোথাক///
    ((তুই হাসান ভাইয়ের গান অনেক পছন্দ করিস জানি, তাই প্রতিটা গানেই আমি কমেন্ট করেছি, কারণ আমি জানি তুই এই গানগুলো শুনতে আসবি আর আমার কমেন্টগুলো দেখবি))

  • @solaimanhossain4048
    @solaimanhossain4048 2 года назад +2

    এই গানটার কারণে উনার কঠিন ভক্ত হয়ে যায় ও নেশা হয়ে গেছে যার রেশ এখনো কমেনি

  • @MohammedShawd
    @MohammedShawd 8 месяцев назад

    আমি যখন ক্লাস ৬ষ্ঠ শ্রেণিতে পড়ি 1996 সালে তখন হাসান,জেমস এবং বাচ্চু ভাইয়ের গান গুলো গ্রামের সবাই আমাকে বলত ছেলেটি পাগল হয়ে গেছে বলত,তবুও আমি তাদের কোন কথা না শুনে এই গান গুলো শুনতাম ....

  • @mahmudkhan8301
    @mahmudkhan8301 3 года назад +7

    আমার বড় ভাইয়া আর মেঝ ভাইয়া হাসানের কোন এলবাম কেনা বাদ দিতো না।
    আর তাঁদের সাথে সাথে আমি ও হাসানের অন্ধ ভক্ত হয়ে গেলাম।।

  • @ikssuperworld
    @ikssuperworld 2 года назад +4

    ২০ বছর আগের গান অথচ কি আধুনিক ও স্মার্ট এই গান গুলো

  • @md.kamruzzamansohel7698
    @md.kamruzzamansohel7698 Год назад +1

    শৈশবের প্রেম, আজোও তোমায় ভালোবাসি, তোমার বিকল্প নেই

  • @hiyathiyat3350
    @hiyathiyat3350 3 года назад +7

    Remember my childhood memories. Thanks a lot for ark band.

  • @Rahina7
    @Rahina7 8 месяцев назад +2

    আর্কের হাসান ভাইয়ের কন্ঠটা আল্লাহতালা নিজে দান করছেন

  • @MadeInZinzira999
    @MadeInZinzira999 10 месяцев назад +2

    ধানমন্ডি গভঃ বয়েজ স্কুলের ছাত্র ইনি।

  • @roryuxhida3985
    @roryuxhida3985 Год назад +1

    ত্রিশ বছর শুনলাম। নব্বই দশকের রাজা তো এরাই।

  • @pollo3610
    @pollo3610 3 года назад +9

    2021 সালে কে কে শুনছো??? like

  • @sharminruksana4067
    @sharminruksana4067 2 года назад +1

    My heart and soul song 21 years ago othoba tar age othoba pore khub suneci, akhono suneci, khub vhalo lagce

  • @THUNDERTheHackerProduction
    @THUNDERTheHackerProduction 2 года назад +6

    *Hasan has a pure rock voice which no one had before in Bangla Rock.*

  • @silentlove6314
    @silentlove6314 3 года назад +7

    আবেগি গান, হার্ট ♥ টাচিং সং!

  • @ShomratRr
    @ShomratRr 3 месяца назад

    Love this song , lot of love for the greatest singer Hasan , evergreen song for all time, in 2024 it's new

  • @hossainsomrut3836
    @hossainsomrut3836 Месяц назад

    ভাল বাসি বলে ভালবসার মানুষটির জন্য গানটি শুনতেছি।সেই ২০০০সাল থেকে গানটি শুনতেছি❤❤

  • @mdshowrav9937
    @mdshowrav9937 Год назад +3

    গানটি যতবার শুনি ৯৭/৯৮ সালে হারিয়ে যাই ❤️

    • @kop0164
      @kop0164 Год назад

      joss
      eto ager song wow

  • @mdranjumiah6130
    @mdranjumiah6130 Год назад

    অনেক দিন পর আজ হাসানের এই গান গুলো সেই দিন গুলো মনে পড়ে গেল।❤❤❤❤❤❤

  • @shamimislam4296
    @shamimislam4296 2 года назад +3

    হাসান ভাইয়ের গান শুনলে অন্যকারো গানকে গান মনে হয়না

  • @golamrasul7406
    @golamrasul7406 Год назад +1

    কেউ কি জানেন হাছান ভাই এখন কোথায় আছে ?

  • @mthrazactionblog3872
    @mthrazactionblog3872 3 года назад +2

    ভালবাসা অবিরাম প্রিয় হাসান ভাই ❤️

  • @hosseinahmed433
    @hosseinahmed433 8 месяцев назад +1

    Sei 2001-2024 Student life & Foreign country Europe Thaki akhon Ark Song all time Suni . Kaw k bujatai parbo na Ark Song sei Rokom.
    Sagor, Dublin, Ireland

  • @mizansharif2438
    @mizansharif2438 4 года назад +4

    সেই শুরু থেকে হাসান ভাইর সাথে আছি

  • @shah-errahman
    @shah-errahman 3 года назад +6

    Long Live 90's....❤❤

  • @সময়েরমতলব

    একটা সময় টাকা খরচ করে বার ভোল্ট ব্যটারী চার্জ দিয়ে টেপ রেকর্ডারে শোনা এই গান।
    আবেগ, ভালোবাসা,আর সোনালী সৃতিতে ভরা গান।
    হাসান ♥️
    আর্ক ❤
    হৃদয়ে লালন করা এক ভালোবাসার নাম।
    আবার যদি ফিরে পেতাম সেই স্বর্নালী সৃতিময় দিনগুলো 😢

  • @rakinsifullah6868
    @rakinsifullah6868 3 года назад +1

    These are the milestone of bangla band music. Hazar cesta korleo bortamener band ei point a jete parbe na.

  • @palashbiswas9931
    @palashbiswas9931 2 года назад +5

    বাংলার মাইকেল জাকসন

  • @adilhossain7042
    @adilhossain7042 4 года назад +5

    still my favorite song..

  • @mizanahmed656
    @mizanahmed656 4 года назад +5

    Old is Gold Hasan Vaiiiii🔥🔥🔥

  • @MehediHasan-js2se
    @MehediHasan-js2se Год назад +1

    Childhood memory

  • @maruflisan4663
    @maruflisan4663 Год назад +1

    ও হচ্ছে বাংলাদেশের Axl Rose of Guns & Roses.

  • @ashrafulalam4779
    @ashrafulalam4779 Год назад

    অসাধারণ...

  • @absaruddin5996
    @absaruddin5996 5 месяцев назад

    আসাধারন একটা গান এটা ২য় আর হবে না খুব কষ্টের গান ছিল শুধু ফিল নিতাম এ গান শুনে

  • @RoniPeada
    @RoniPeada 4 месяца назад

    What a wonderful song

  • @arpandas1267
    @arpandas1267 2 года назад +1

    আমাদের ৯০ দশকের স্মৃতিময় ভালোবাসা।

  • @md.nazmulhudamazumder6491
    @md.nazmulhudamazumder6491 Год назад

    অসাধারণ একটা গান
    মনটা ছুঁয়ে যায়

  • @LisaLisa-gt7xu
    @LisaLisa-gt7xu Год назад +1

    আর একটা বার দেখতে চাই। মিস করি।

  • @niloydas1881
    @niloydas1881 Год назад

    Pancham Da tmr lyrics❤....R Hasan Bhai u r also legend......2023 eo ei gaan suncci....2050 eo sunte chai❤

    • @humayun5934
      @humayun5934 10 месяцев назад

      Hasan er lyrics
      Pancham er tune..........

  • @aneekaneek3584
    @aneekaneek3584 3 года назад +3

    One of my fav....hasan ❤️❤️❤️

  • @feruzfx
    @feruzfx 2 года назад +2

    টিউশিনির টাকা দিয়ে এই ক্যাসেট কিনেছিলাম হাসানের একটা এলব্যাম কখন বের হবে অপেক্ষায় থাকতাম। এখন সেই দিন গুলি স্নৃতি❤❤❤❤❤

  • @SyedKabirFasih
    @SyedKabirFasih 4 года назад +5

    Love
    Hasan Bhai
    Pancham Bhai
    Tulu bhai

  • @hossainbayajid5481
    @hossainbayajid5481 3 года назад +2

    প্রতিরাতে একবার এই গান টা শুনি

  • @shahriarshawon1982
    @shahriarshawon1982 Год назад

    আহারে কী কন্ঠ,,

  • @MasudAlam-fw9lf
    @MasudAlam-fw9lf 3 месяца назад +1

    ঐ দিন গুলোর জন্য শুধুই আপসোস করি

  • @thajinislam9146
    @thajinislam9146 6 месяцев назад

    কথা,হাসান।
    সুর, হাসান ও পন্চম।