প্রিয় দাদা সেই ছেলেবেলা থেকে আপনার গান শুনতাম। কখনো রঞ্জনা কখনো বেলা বোস আবার কখনো মালা। আর এই গানশুনার মাঝে আপনার গানের গল্পে হারিয়ে যেতাম। গান শুনতে শুনতে দার্জিলিং চলে গিয়েছি, গিয়েছি কাঞ্চনজঙ্ঘা। হেটে চলেছি ধর্মতলা হয়ে মৌলালির মোড়। চলে গিয়েছি রবিবারে দাসবাবুর কেবিনে। সত্যি কথা বলতে কি দাদা, গান জীবনে বহু শুনেছি, ভালো লেগছে বটে। কিন্তু দাদা গানের প্রতি একটা ভালবাসা জন্মানো, অনুভব করতে পারা সেটা আপনার গান না শুনলে হয়তো হতো না। সেই থেকেই আপনার প্রতি অঘাধ শ্রদ্ধা, নিখাঁদ ভালবাসা। আপনি ছিলেন, আছেন এবং থাকবেন আমার মত কোটি কোটি ভক্তের অনুভূতিতে। আর আমার কাছে আপনি একজন সুপারহিরো। সেটা আপনার গান হোক, অভিনয় হোক কিংবা আপনার ডিরেকশন হোক। আপনি যাই করেন তাই আমার মনে দাগ কেটে যায়। আমি বাংলাদেশের একটা অতি সাধারণ একটা ছেলে। কিন্তু আপনার যে আমার দেশের প্রতি অনেক আবেগ অনেক ভালবাসা কাজ করে তা আপনার গানের মাধ্যমেই বোঝা যায়। অাপনি একজন স্রষ্টা, আর আমি আপনার সৃষ্টি করা সব গান শুনেছি, সিনেমা দেখেছি। শুধু আপনার থিয়েটার দেখার সৌভাগ্য হয় নাই। ইচ্ছে আছে ষোলআনা। বেচে থাকলে হয়তো দেখবো। হয়তো কোনদিন বেহালায় কিংবা কলকাতার কোনখানে আপনাকে দেখতে পারবো, হ্যান্ডশেক করবো, সেল্ফি তুলবো। সুযোগ পেলে আপনাকে জিন খাওয়াবো পুরো ৪ পেক, বড় পেক। তারপর আপনার কাছে শুনবো মানিকতলার কিছু কথা। জানালার গ্লাসে ঠোঁট চেপে পাহাড়ের ছবি আকবো। বৃষ্টি দেখবো। যদিও এগুলো নিতান্তই আমার স্বপ্ন কিন্তু আমি স্বপ্ন দেখতে ভালবাসি প্রচন্ড।
৯০ এর শুরু থেকে ২০০৪ পর্যন্ত আপনার গানের পাগল ছিলাম। অনেকটা দিন শুনা হয়নি আপনার গান। তবে ২০১৪ সালের পর থেকে আপনার গান আবার শুরু করেছি। দাদা আপনার সাক্ষাৎকারগুলো মুগ্ধ হয়ে শনি.. কিযে ভাল লাগে বলে বুঝানো যাবে। তারপরও.......................... (বাংলাদেশ থেকে বলছি)
আপনি যে সিনেমা বানান ত, যেমন গান লেখেন তার জন্য আপনি চিরস্মরণীয় 💜💜💜 আপনাকে বড্ড ভালোবাসি .. আপনি আছেন বলেই আমরা বেলা বোস, ম্যারী আন, জয়া, স্যামসন কে ভুলিনি, নতুন করে সিনেমার একটা যুগ এনেছেন আপনি, দত্ত vs দত্ত, রঞ্জনা আমি আর আসবো না, বো ব্যারাকস ফরেভার, ম্যাডলি বাঙালী এক একটা মাইলফলক
সময়টা 2015 অমিত দার সাথে একসাথে স্টেজ এ গীটার বাজালাম ।সঙ্গে ছিল অঞ্জন দা,নীল দা ,বাকি সবাই..... আলাদা অনুভুতি সেই স্টেজ শো এর । ( আমি প্রলয় ব্যান্ড থেকে বলছি )
আমার জীবনে অঞ্জন দত্তের অনেক।অবদান। প্রেম, ছেলেবেলা, দুষ্টুমি, ঝগড়া সবই তোমার গান। আমি আজ গীটার বাজাই, সে ইচ্ছাও তোমার গান শুনেই। স্যারের মায়না বাড়িয়ে অতিরিক্ত টাকা দিয়ে তোমার ক্যাসেট কিনতাম। আজও আমার ফোনে তোমার প্রায় ৯৫% গানের সংগ্রহ আছে। আজ এই মুহুর্তে অঞ্জন দত্তের গানের লিরিক্স আমার যা মুখস্ত আছে, হয়ত অঞ্জন দত্তের নিজেরও ততগুলো গানের পুরো লিরিক্স মুখস্ত নেই। লাভ ইউ দাদা। সুস্থ থেকো। তোমার থেকে নতুন গানের আশা রইলো। আর এই ছবির জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো।
Anjan , sumon these sorts of guys are completely out the world indeed . True scholar , true philosopher . Highly intellectual person . hats off , salute legend ...
Ekbaar meet korar ecche ache Anjan Duttar sathe... Not as a singer fan but as a parar bondhu hisebe... His heart is still of a college guy. Love this man.❤️
dada saradin pore jokhon tmke dekhi, tokhon jibon r sob berthota vul e jai....sob kosto vul e jai.notun akta support pai tmk e dekhle...tnx dada.. I wish,sarajibon valo thako👍👍👍
Apni india keno world- er akjon best actor...ar apnar lyrics ato sohoj sorol j mon chuye jai..tobe kono kichuke nea sohoj leka ba bola sobtheke jotil amar mone hoi..ar ai age-o apnar ato fresh gola,sotti darun.
ইউনিভার্সিটি থেকে আপনার গান শুনছি ....অনেক কাছের মানুষ আপনি....বুড়ো বয়সে এসে যখন আবিষ্কার করলাম ,কিছু সুর চুরি করা তখন আপনাকে আরো ভালো লাগতে শুরু করলো.....অদ্ভুত বেপার....ভালো থাকবেন দাদা
Love you Anjan Da! ❤️❤️❤️❤️❤️❤️ Writing this with tears in my eyes and a smile on my face! You're hope giver! Really! As if you know all my pains that I'm having in life! All my excitements all my irritations all my fascinations everything! Love you!❤❤❤
কলেজে পড়ার সময় সিএমসি এর রিপন স্ট্রীট এর বিল্ডিং এ যেতে হয়েছিল, সিঁড়ির নিচে একটা স্যাঁতস্যাঁতে দেওয়ালে ছোট্ট ক্রুস বিদ্ধ যীশুখৃষ্টেকে দেখে মনে হয়েছিল, মামা কাকা রা বিলেতে চলে যাবার পরে মেরি অ্যান মারী বুঝি এই বাড়িতেই থাকতেন। এই হচ্ছেন অঞ্জন দত্ত আমার জীবনে। অনেক দিন সুস্থ আর সুন্দর ভাবে বেঁচে থাকুন আর আমাদের এই ভাবে আনন্দ আর নস্টালজিয়া উপহার দিন 🙏
আমার কৈশোর জীবনের একটা অংশ জুড়ে ছিল আপনার গান। আপনার গান ছাড়া, আমার কৈশোরের স্মৃতি অসম্পূর্ণ। বিশেষ করে, আপনার প্রথম চারটি অ্যালবাম আমার হৃদয়ে আজও গেঁথে আছে।
i love u.....apni anek din bachun r amder valo valo bangla gaan ebong bangla cinema deben......valo bangla gaan ebong cinemar boddo avab ....... din din r o habe....... i love u
Dhonnobad osonkho dhonnobad....desh theke eto dure bose roj to may dekhi...tomar gan roj ekta notun diner moton...onekdin bachun r bachan amader....thank you sangeet bangla...Amazing...
আপনার একটা গান ছিল, শেষ বলে কিছু নেই। ...... :) সেই ২০ বছর আগে আপনার গান শুনা শুরু করি। এখনো শুনি, তবুও গুছিয়ে এখনও কিছু লিখতে বা বলতে পারি না। এই বিরক্তিকর জীবন এ আপনার গানেই সেই ২০ বছর আগের সময় টা ফিরে পাই আর সেখানেই একরকম পালিয়ে থাকি ।
Sir u changed my life, you taught me to love my city, my family. Ur couple of movies like amar Baba, prapto boyesko ER jonno, cholo let's go, mandly Bengali, bong connection, Dutta Vs Dutta.
Onk kichu ghotbe onk kichu Hobe Tai hole theme thakte nei dear! Apnr thke onk inspiration pai jetah likhe shudhu prokash kora zabenh🙃🙃 Apni sustho thaken always noile venge porbo amra always respect n love too you dear❤️❤️❤️ R haters der kothai kan diye kuno faida nei apnk vlobashi etah obiraam doa rakhi Ameen 🖤🖤🔥🔥 🔥 From Bangladesh Mithila🙂🙂
I have huge respect for Anjan Dutt and want to hear him all the time. When I feel sad I listen to "Bobby Roy". It gives me enough hope to get up and do my job. There are very few eternal truths in human's life, One of them is "Change" and other is "Death". I am in a profession which is young, versatile and dynamic (I am a software programmer) and the only aspect of that profession is change. When I started in early 1990 and the way I build software today there is no comparison and I have experienced how it changed the entire world. I do not think the way Satyajit Roy (and many more Bengali directors) made movies in 1960 would have been accepted if Satyajit Ray would have made movies on same subject today. Bergman's Winter Light (most probably made in 1963) spirituality is considered as a reference point today. But the same spirituality is transformed in modern time in the work of Darden brothers or Heneke. Because this crisis is much bigger than the 50 years time frame. The crisis of Somnath in Jana Aranye is still relevant in today's Bengali society. I want to see this transformation in Bengali cinema. Alas, this did not happen. Sir, nobody expect a Satyajit Ray cinema from new age Bengali director because cinema has redefined itself from that time. But, I am very sorry to say Bengali cinema redefined in a very worse form where there is no soul left in the Bengali cinema. It is just gimmick, advertised and twitter fed publicized. You know about cinema much more than me. I have heard in many many conversation in TV and media you watch World cinema (which I doubt very established Bengali directors watch because I do not find any trace in their work) so you must be aware where is the difference. Satyajit Ray cinema is not relevant today but the crisis is still very much there in different form. I want to see that in Bengali cinema. Other than Sabdo or Chitrangadha (you were part of that cinema) I did not find that crisis. The way it is going I would not be very surprised if Bengali cinema cease to exist 15 years from now. And about Uttam Kumar. I can almost vouch the way Aritificial Intelligence is growing Uttam Kumar will act again in next 30 years :). I have seen all your movies and watch this one also but will go with very less expectation.
You've always been a great inspiration for me. I think that you are a better actor than anybody else. I like your music , your movies and overall your attitude. Long live Anjan Da. I ain't gonna call you 'Jethu' or 'Kaku' ever.
Close to an hour.yet,there is a certain honesty to your own self and times.You being an artistè it could easily have been contrived.But, you make me throughout while listening,stupidly,to search myself in you. Damn good,man! Remain the human that you are.
94-96 theke apnar gaan sunchhi...pratham sunechhi Charms-er Tribeni theke...Burdwan e apnar prochur srota...apni je kol tala chowdhury bari, Chader Panchil esaber galpo aksamoy likhten...sei paribeser sab manus..jader akta purono bari chhilo..tara apnar gaan ke pujo kore bolte paren..Anjan Dutta tader kacche charam crisis er samoy beche thakar mane..positive kichhu..
প্রিয় দাদা
সেই ছেলেবেলা থেকে আপনার গান শুনতাম।
কখনো রঞ্জনা কখনো বেলা বোস আবার কখনো মালা। আর এই গানশুনার মাঝে আপনার গানের গল্পে হারিয়ে যেতাম। গান শুনতে শুনতে দার্জিলিং চলে গিয়েছি, গিয়েছি কাঞ্চনজঙ্ঘা। হেটে চলেছি ধর্মতলা হয়ে মৌলালির মোড়।
চলে গিয়েছি রবিবারে দাসবাবুর কেবিনে।
সত্যি কথা বলতে কি দাদা, গান জীবনে বহু শুনেছি, ভালো লেগছে বটে। কিন্তু দাদা গানের প্রতি একটা ভালবাসা জন্মানো, অনুভব করতে পারা সেটা আপনার গান না শুনলে হয়তো হতো না। সেই থেকেই আপনার প্রতি অঘাধ শ্রদ্ধা, নিখাঁদ ভালবাসা।
আপনি ছিলেন, আছেন এবং থাকবেন আমার মত কোটি কোটি ভক্তের অনুভূতিতে।
আর আমার কাছে আপনি একজন সুপারহিরো। সেটা আপনার গান হোক, অভিনয় হোক কিংবা আপনার ডিরেকশন হোক। আপনি যাই করেন তাই আমার মনে দাগ কেটে যায়। আমি বাংলাদেশের একটা অতি সাধারণ একটা ছেলে। কিন্তু আপনার যে আমার দেশের প্রতি অনেক আবেগ অনেক ভালবাসা কাজ করে তা আপনার গানের মাধ্যমেই বোঝা যায়।
অাপনি একজন স্রষ্টা, আর আমি আপনার সৃষ্টি করা সব গান শুনেছি, সিনেমা দেখেছি। শুধু আপনার থিয়েটার দেখার সৌভাগ্য হয় নাই। ইচ্ছে আছে ষোলআনা। বেচে থাকলে হয়তো দেখবো। হয়তো কোনদিন বেহালায় কিংবা কলকাতার কোনখানে আপনাকে দেখতে পারবো, হ্যান্ডশেক করবো, সেল্ফি তুলবো। সুযোগ পেলে আপনাকে জিন খাওয়াবো পুরো ৪ পেক, বড় পেক। তারপর আপনার কাছে শুনবো মানিকতলার কিছু কথা। জানালার গ্লাসে ঠোঁট চেপে পাহাড়ের ছবি আকবো।
বৃষ্টি দেখবো। যদিও এগুলো নিতান্তই আমার স্বপ্ন কিন্তু আমি স্বপ্ন দেখতে ভালবাসি প্রচন্ড।
শহরের রোজকার গল্পগুলো আপনার মতো করে কেউ বলতে পারে না।একটা আশ্চর্য সুন্দর শহর আর একজন অসাধারণ মানুষের গল্প।
৯০ এর শুরু থেকে ২০০৪ পর্যন্ত আপনার গানের পাগল ছিলাম। অনেকটা দিন শুনা হয়নি আপনার গান।
তবে ২০১৪ সালের পর থেকে আপনার গান আবার শুরু করেছি। দাদা আপনার সাক্ষাৎকারগুলো মুগ্ধ হয়ে শনি.. কিযে ভাল লাগে বলে বুঝানো যাবে।
তারপরও.......................... (বাংলাদেশ থেকে বলছি)
আপনি যে সিনেমা বানান ত, যেমন গান লেখেন তার জন্য আপনি চিরস্মরণীয় 💜💜💜
আপনাকে বড্ড ভালোবাসি ..
আপনি আছেন বলেই আমরা বেলা বোস, ম্যারী আন, জয়া, স্যামসন কে ভুলিনি, নতুন করে সিনেমার একটা যুগ এনেছেন আপনি, দত্ত vs দত্ত, রঞ্জনা আমি আর আসবো না, বো ব্যারাকস ফরেভার, ম্যাডলি বাঙালী এক একটা মাইলফলক
সময়টা 2015 অমিত দার সাথে একসাথে স্টেজ এ গীটার বাজালাম ।সঙ্গে ছিল অঞ্জন দা,নীল দা ,বাকি সবাই..... আলাদা অনুভুতি সেই স্টেজ শো এর । ( আমি প্রলয় ব্যান্ড থেকে বলছি )
আমার জীবনে অঞ্জন দত্তের অনেক।অবদান। প্রেম, ছেলেবেলা, দুষ্টুমি, ঝগড়া সবই তোমার গান। আমি আজ গীটার বাজাই, সে ইচ্ছাও তোমার গান শুনেই। স্যারের মায়না বাড়িয়ে অতিরিক্ত টাকা দিয়ে তোমার ক্যাসেট কিনতাম। আজও আমার ফোনে তোমার প্রায় ৯৫% গানের সংগ্রহ আছে। আজ এই মুহুর্তে অঞ্জন দত্তের গানের লিরিক্স আমার যা মুখস্ত আছে, হয়ত অঞ্জন দত্তের নিজেরও ততগুলো গানের পুরো লিরিক্স মুখস্ত নেই। লাভ ইউ দাদা। সুস্থ থেকো। তোমার থেকে নতুন গানের আশা রইলো। আর এই ছবির জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো।
Banglay thaka bangali der jonne Anjan Dutta kotota joruri janina tobe banglar baire thaka bangali der jonno Anjan Dutta ekta lifeline.
বাঁচার আশা দেখি আঞ্জন দা তোমাকে দেখে।
"ইচ্ছে হলো হটাৎ
নিজেকে ভালোবাসতে আজ"
আমার আর কিছু বলার নেই,, শুধু বলবো ভালো থাকবেন,,,,প্লীজ ভালো থাকুন,, আপনার ভালো থাকাটা জরুরি
একদম, মনের কথা, এত বড় মাপের শিল্পী... অনেক কিছু দিয়েছেন, আমরা না হয় একটু ভালো থাকার কামনা করি
একজন অঞ্জন দত্ত বেচে থাকুক হাজার বছর।
মন্ত্রমুগ্ধের মতো গেলো ৪৩টি মিনিট...!
Anjan Dutt’s contribution to my existence is a debt. I can never repay. Whole lot of love from this poor heart. ❤❤❤
The evergreen বাঙালি রকস্টার 🤟
#অঞ্জন_দত্ত ❤️
নব্বই দশকে অঞ্জন দত্তের মাধ্যমে বাংলা গানে নতুন দিগন্ত খুঁজে পেয়েছিলাম। আজও তিনি চিরনতুন।
Anjan , sumon these sorts of guys are completely out the world indeed . True scholar , true philosopher . Highly intellectual person . hats off , salute legend ...
Ekbaar meet korar ecche ache Anjan Duttar sathe... Not as a singer fan but as a parar bondhu hisebe... His heart is still of a college guy. Love this man.❤️
dada saradin pore jokhon tmke dekhi, tokhon jibon r sob berthota vul e jai....sob kosto vul e jai.notun akta support pai tmk e dekhle...tnx dada.. I wish,sarajibon valo thako👍👍👍
কি অসাধারণ একজন মানুষ!!
Dada...apnar gangulo asadhaorn...sei chotobela theke apar fan ami...live and lets live..
Apni india keno world- er akjon best actor...ar apnar lyrics ato sohoj sorol j mon chuye jai..tobe kono kichuke nea sohoj leka ba bola sobtheke jotil amar mone hoi..ar ai age-o apnar ato fresh gola,sotti darun.
ইউনিভার্সিটি থেকে আপনার গান শুনছি ....অনেক কাছের মানুষ আপনি....বুড়ো বয়সে এসে যখন আবিষ্কার করলাম ,কিছু সুর চুরি করা তখন আপনাকে আরো ভালো লাগতে শুরু করলো.....অদ্ভুত বেপার....ভালো থাকবেন দাদা
আপনার গানগুলো শুনেই বড়ো হতে হতে বুড়ো হয়ে যাচ্ছি তবুও গানগুলো বুড়ো হয়না।ভালোবাসা ও দীর্ঘায়ু কামনা বাংলাদেশ থেকে
বেশি কিছু বলতে পারলাম না আর। শুধু একটা কথাই শেষে বলতে খুব ইচ্ছে করছে ভালো থাকবেন অঞ্জন দা ।।
আপনি অনেক ভালো থাকুন।আপনি একজন Leaving Legend।
এ ভাবেও ভাবা যায়?ভাবতে ভালো লাগে আপনার মত ডাইনামিজম আছে বলেই আমরা আজও বেঁচে।খুব ভাল থাকবেন।আরো ভাল গান,সিনেমা উপহার দেবেন।
Love you Anjan Da! ❤️❤️❤️❤️❤️❤️ Writing this with tears in my eyes and a smile on my face! You're hope giver! Really! As if you know all my pains that I'm having in life! All my excitements all my irritations all my fascinations everything! Love you!❤❤❤
উনি অসাধারণ একজন মানুষ।
কলেজে পড়ার সময় সিএমসি এর রিপন স্ট্রীট এর বিল্ডিং এ যেতে হয়েছিল, সিঁড়ির নিচে একটা স্যাঁতস্যাঁতে দেওয়ালে ছোট্ট ক্রুস বিদ্ধ যীশুখৃষ্টেকে দেখে মনে হয়েছিল, মামা কাকা রা বিলেতে চলে যাবার পরে মেরি অ্যান মারী বুঝি এই বাড়িতেই থাকতেন। এই হচ্ছেন অঞ্জন দত্ত আমার জীবনে। অনেক দিন সুস্থ আর সুন্দর ভাবে বেঁচে থাকুন আর আমাদের এই ভাবে আনন্দ আর নস্টালজিয়া উপহার দিন 🙏
আমার কৈশোর জীবনের একটা অংশ জুড়ে ছিল আপনার গান। আপনার গান ছাড়া, আমার কৈশোরের স্মৃতি অসম্পূর্ণ। বিশেষ করে, আপনার প্রথম চারটি অ্যালবাম আমার হৃদয়ে আজও গেঁথে আছে।
Vintage anjan Dutta. Truly he is wine .
You are the person I always look up to!
God bless you Anjan Da.
Take care of yourself
I love that change of profession part in passport . He is born creative. Where in the hell he buys this cool glasses from.
i love u.....apni anek din bachun r amder valo valo bangla gaan ebong bangla cinema deben......valo bangla gaan ebong cinemar boddo avab ....... din din r o habe....... i love u
Dhonnobad osonkho dhonnobad....desh theke eto dure bose roj to may dekhi...tomar gan roj ekta notun diner moton...onekdin bachun r bachan amader....thank you sangeet bangla...Amazing...
আমার না বলা কথা গুলো আপনি যেন বলে যান আপনার গানে আপনার মুভি তে... কি করে যে এমন মিলে যায় জানি না.... ❤
আপনার একটা গান ছিল, শেষ বলে কিছু নেই। ...... :) সেই ২০ বছর আগে আপনার গান শুনা শুরু করি। এখনো শুনি, তবুও গুছিয়ে এখনও কিছু লিখতে বা বলতে পারি না। এই বিরক্তিকর জীবন এ আপনার গানেই সেই ২০ বছর আগের সময় টা ফিরে পাই আর সেখানেই একরকম পালিয়ে থাকি ।
Sir u changed my life, you taught me to love my city, my family. Ur couple of movies like amar Baba, prapto boyesko ER jonno, cholo let's go, mandly Bengali, bong connection, Dutta Vs Dutta.
Love u Anjan Da..I am Just 16.amd ur song has captured a huge place in my head and phone....want 2 meet u
Khub darun laglo!!cinema ta paisa diye dekhbo!!
অনেক কিছু শিখলাম। শেখার শুরু সেই কবে থেকে। আপনাকে কোনোদিন পুরোনো লাগে না, বৃদ্ধও মনে হয় না। আপনি ভালো থাকুন।
❤❤❤❤❤❤
আরো শুনতে ইচ্ছে লাগছে,,হ্যা দাদা পরিবর্তন টাকে মেনে নেবো 💓
Onk kichu ghotbe onk kichu Hobe Tai hole theme thakte nei dear! Apnr thke onk inspiration pai jetah likhe shudhu prokash kora zabenh🙃🙃
Apni sustho thaken always noile venge porbo amra always respect n love too you dear❤️❤️❤️
R haters der kothai kan diye kuno faida nei apnk vlobashi etah obiraam doa rakhi Ameen 🖤🖤🔥🔥 🔥
From Bangladesh Mithila🙂🙂
Onek valobasha sir.. apnar sob experiment e sathe ache... onek valobashi.. sir apni chara poriborton hoto na.. onek valobasha ❤❤❤❤
R koto bhalobasbo apna k????? Love love loveeeeee you Sir
অঞ্জন দত্তের কথাগুলো শুনতে সত্যিই ভালো লাগে।
Love from Bangladesh .
oneker moto amr jiboneo apni inspiration. onk golpo ache se nye.. valo thakun.
khub bhalo laglo....khub bhalo thakben
কথা গুলো শুনে খুব কান্না পাচ্ছে,নিজেকে রিলেট করছি।খুব কান্না পাচ্ছে😶
যতো শুনি তোমায় যতো দেখি তোমার মুভি ততো মুগ্ধ হয়ে যায়
I can listen to him all day long. Don't care about the topic.
I have huge respect for Anjan Dutt and want to hear him all the time. When I feel sad I listen to "Bobby Roy". It gives me enough hope to get up and do my job.
There are very few eternal truths in human's life, One of them is "Change" and other is "Death". I am in a profession which is young, versatile and dynamic (I am a software programmer) and the only aspect of that profession is change. When I started in early 1990 and the way I build software today there is no comparison and I have experienced how it changed the entire world.
I do not think the way Satyajit Roy (and many more Bengali directors) made movies in 1960 would have been accepted if Satyajit Ray would have made movies on same subject today. Bergman's Winter Light (most probably made in 1963) spirituality is considered as a reference point today. But the same spirituality is transformed in modern time in the work of Darden brothers or Heneke. Because this crisis is much bigger than the 50 years time frame. The crisis of Somnath in Jana Aranye is still relevant in today's Bengali society. I want to see this transformation in Bengali cinema. Alas, this did not happen.
Sir, nobody expect a Satyajit Ray cinema from new age Bengali director because cinema has redefined itself from that time. But, I am very sorry to say Bengali cinema redefined in a very worse form where there is no soul left in the Bengali cinema. It is just gimmick, advertised and twitter fed publicized. You know about cinema much more than me. I have heard in many many conversation in TV and media you watch World cinema (which I doubt very established Bengali directors watch because I do not find any trace in their work) so you must be aware where is the difference. Satyajit Ray cinema is not relevant today but the crisis is still very much there in different form. I want to see that in Bengali cinema. Other than Sabdo or Chitrangadha (you were part of that cinema) I did not find that crisis. The way it is going I would not be very surprised if Bengali cinema cease to exist 15 years from now.
And about Uttam Kumar. I can almost vouch the way Aritificial Intelligence is growing Uttam Kumar will act again in next 30 years :). I have seen all your movies and watch this one also but will go with very less expectation.
Satyajit ray jdi relevant na hoa thle bolbo mahapurush ta dekho
দাদা ম্যারিয়েন বাস্তব না বইলেন না, আমি প্রথম বার কলকাতা শহরে গিয়ে রিপন স্ট্রিট খুজে বের করেছিলাম সেই কালো ম্যামের খোজে ;)
Amio kolkata chinechilam onar gan diye.
Your songs have defined my life. I learnt to love life as a wholesome entity. Respect to the LEGEND
You are a legend in this time.. You can do it again and again..
You've always been a great inspiration for me. I think that you are a better actor than anybody else. I like your music , your movies and overall your attitude. Long live Anjan Da. I ain't gonna call you 'Jethu' or 'Kaku' ever.
ভালোবাসা রইলো গুরু,,,,,
Sir, you are really wonderful person .
Close to an hour.yet,there is a certain honesty to your own self and times.You being an artistè it could easily have been contrived.But, you make me throughout while listening,stupidly,to search myself in you. Damn good,man! Remain the human that you are.
I am living with your concept.. I have grown-up , older... but like to back again every day ...
love you Anjan da💛💛
The ultimate enemy to negativity. Love you
Love u always anjan da...
Dear Anjan da ....... you are just Awesome !!! Take Care yourself , God Bless. 🤝🤝
Always look u evergreen.ur talk is so nice.
Apnake je jai boluk apni amar chirokal er Anjan da ❤️
Anjan dutta is a gem.
আমরা বাঙালিরা আপনার কাছে ঋণী, দাদা, আপনি ভগবান ।
আমরা ভাগ্যবান
Manush ta kono din purono hobe na.. ever grean ANJAN DUTTA
Valo kichu jante parlam
Thank you@Anjanda
Love you kaku 😊😊❤️🤘🤘
খুব ভাল লাগল
Lovely..... Love u Anjan Dutta..... :)
94-96 theke apnar gaan sunchhi...pratham sunechhi Charms-er Tribeni theke...Burdwan e apnar prochur srota...apni je kol tala chowdhury bari, Chader Panchil esaber galpo aksamoy likhten...sei paribeser sab manus..jader akta purono bari chhilo..tara apnar gaan ke pujo kore bolte paren..Anjan Dutta tader kacche charam crisis er samoy beche thakar mane..positive kichhu..
তুমি কখোনো বুড়ো হবে না অঞ্জন দা❤
Chobita truly inspirational .
I love you Dada. ❤️ & Respect from 🇧🇩
Emn sojasapta ekta lok, 😊😊💗
দাদা God bless you...Very good motivational video...
Jiboner mullobodh ke jara bazare brikri kore na tader modhhe Anjan Dutta akjon. Tomake pronam.
best of luck.... bosss
ছবিটি দেখেছি এবং অসাধারণ লেগেছে ❤️
যত খুতখুতেই হই, যত ক্রিটিক সেজে যাই, তোমার কাছে বারবার ফিরে আসি
just solid.....Ek jon e achey.
Respect from Bangladesh
I'm ur great great great great fan...plz come to bangladesh
তুমি সেরা❤️
Great actor, Singer and director
এত ভালোবাসি মানুষটাকে।
the artist 😘😍😘
You’re an excellent actor indeed ...
আপনার গান অনেক সুন্দর।
স্যার আপনি সেরা...
Most refreshing inspiring n witty tete _ a tete both witty n humorous
😅😮
My memories
My inspiration
The legend! Love you boss!
You are evergreen Dada. 💚
Somriddho holam...
The LEGEND
Dada you are great ......