এটা ভালোবাসা কিনা জানি না, ১১ বছরে তার প্রতি আমার মায়া একটুও কমে নি। ১১ বছর আগের সেই মুখটা আর একবার দেখতে চাই। এই পৃথিবীতে আর কখনো তার সাথে দেখা হবে কিনা জানি না। সে যে পরিচিত হয়েও অপরিচিত একজন। সেই অপরিচিত মানুষটা যে সারা জীবনের জন্যে আমার অস্তিত্বে কষ্ট হয়ে মিশে যাবে তা কখনও কল্পনাও করি নি তখন। প্রতিদিন দেখা হতো যার সাথে শেষ পর্যন্ত সে অচেনাই রয়ে গেল। সেই মহাখালী, লিচুবাগান, ২০১৩ সাল আমার জীবনের সেরা মুহূর্ত । সে আমাকে উপহার হিসেবে শুধু ঐ সময়ের স্মৃতিগুলোই দিয়ে গেছে। সে হারিয়ে গেছে অজানায়। কোথায় গেলে পাবো তাকে। অনেক ভুলার চেষ্টা করেও ভুলতে পারি নি। মৃত্যুর আগে আর একটা বারের জন্য সেই মুখটা দেখতে চাই। যাকে কোনদিন হৃদয়ে জমে থাকা কথাগুলো বলতে পারি নি, সেই কথাগুলো আমার মৃত্যুর আগে একবার বলে যেতে চাই। কি ভীষণ এক মায়ায় সে যে থাকাতো, তার এই মায়াকে উপেক্ষা করার ক্ষমতা তো আল্লাহ্ আমাকে দেন নাই। তাই হয়তো আজও সেই মায়ায় আটকে আছি। আমি জানি না, তাকে ঘিরে আমার হৃদয়ে খুব গোপনে বেঁচে থাকা অনুভূতির চাপা কষ্টের আর্তনাদ কোনদিন তার কান পর্যন্ত পৌঁছাবে কি না। একদিন হয়তো আমি তার অপেক্ষায় থাকতে থাকতেই মারা যাবো আর এই গল্পটা অসমাপ্তই রয়ে যাবে......এমনটা না হোক, একবারতো দেখা হউক। অন্তত গল্পটার সমাপ্তি হোক। "কি যাদু করিলা পিড়িতি শিখাইলা থাকিতে পারি না ঘরেতে।" এই গানের জন্ম হয়তো শুধু তার আর আমার জন্যই হয়েছিল যে গান আমার জীবনের সাথে মিশে গেছে। প্রতিনিয়ত কষ্ট পাচ্ছি। আল্লাহ চাইলে হয়তো কোনদিন দেখা হবে এই আশায় দিন গুনছি। হয়তো আমরা একই শহরে থাকি কিন্তু আমাদের দেখা হয় না। ২০১৩ সালের ফেলে আসা সেই জায়গা, সেই রাস্তা, সেই আকাশ, চাঁদ, সূর্য সবকিছু আগের মতই আছে, সেখানে শুধু অপরিচিত দুইটা মানুষ সে আর আমি নাই। সেই জায়গার মায়ায় পড়ে গেছি আমি কারণ সেখানেই তো আমাদের দেখা হয়েছিল, সেখানেই তো আমরা ছিলাম। আমার জীবনের ফেলে আসা অতীতের সেই অপরিচিত মানুষের সাথে কি এই পৃথিবীতে কোনদিনও আমার দেখা হবে, কোন দিন কি তার সাথে আমার পরিচয় হবে, কথা হবে কি কোনদিন? জানি না! সে কি কোনদিন এই গান শুনতে এসে আমার এই কমেন্ট পড়ে আমাকে চিনতে পারবে ? জানি না। তবুও লিখলাম যদি সে পড়ে। এটা শুধু একটা কমেন্ট না, এটা একটা বার্তা। যদি এই বার্তার মাধ্যমেই অনেক গুলো বছর পর আবারও তাকে খুঁজে পায়। একটা অপরিচিত মানুষ, যার জন্য এত মায়া এই পৃথিবীতে তার সাথে আর কিছু না হোক অন্তত আমাদের পরিচয়টা হোক। Unknown Someone, আপনাকেই বলছি...যদি কখনও আমার এই লিখাটা আপনি পড়েন আর তখন যদি আমাকে চিনতে পারেন তবে হয়তো আমার face টা আপনার চোখের সামনে ভেসে উঠবে। তখন response কইরেন। Please don’t make yourself a stranger. I want to know you, I want to die after seeing you for a moment.
কলিজা বিশ্বাস কর আমি মুখে যাই বলি না কেন, আমি তোকে এখনো অনেক ভালোবাসি। আমি পারবো না তোকে ছাড়া থাকতে। তুই যত দূরেই থাকিস না কেন, আমার কাছেই থাকবি। পাগল তোকে বোঝাতেই পারলাম না তোকে কতটা চাই আমি। তুই ভালো থাকিস,
@@afrinrimi3633 হয়রে কপাল, কেউ পয়েও হারায়, আর কেউ একটু পাওয়ার আশায় কান্দে চিরকাল। @কলিজা@ তোকে বলতেছি ভাই আপনি যদি এই কমেন্টস গুলো দেখে থাকেন তাহলে আপনাকে বলতেছি, কখনো কারো ভালবাসাকে অবহেলা করবেন না, কাউকে কষ্ট ূিবেন না😥😥😥😥😥
@@ri-vision7670 সে সবই জানে তবুও আমাকে বোঝতে চাইনা। সত্যি তাকে আমি অনেক বেশি ভালোবাসি। জানি না কি রাখছে আল্লাহ আমার কপালে। শুধু আল্লাহর উপর বিশ্বাস রাখছি। তিনি সব জানেন
এটা ভালোবাসা কিনা জানি না, ১১ বছরে তার প্রতি আমার মায়া একটুও কমে নি। ১১ বছর আগের সেই মুখটা আর একবার দেখতে চাই। এই পৃথিবীতে আর কখনো তার সাথে দেখা হবে কিনা জানি না। সে যে পরিচিত হয়েও অপরিচিত একজন। সেই অপরিচিত মানুষটা যে সারা জীবনের জন্যে আমার অস্তিত্বে কষ্ট হয়ে মিশে যাবে তা কখনও কল্পনাও করি নি তখন। প্রতিদিন দেখা হতো যার সাথে শেষ পর্যন্ত সে অচেনাই রয়ে গেল। সেই মহাখালী, লিচুবাগান, ২০১৩ সাল আমার জীবনের সেরা মুহূর্ত । সে আমাকে উপহার হিসেবে শুধু ঐ সময়ের স্মৃতিগুলোই দিয়ে গেছে। সে হারিয়ে গেছে অজানায়। কোথায় গেলে পাবো তাকে। অনেক ভুলার চেষ্টা করেও ভুলতে পারি নি। মৃত্যুর আগে আর একটা বারের জন্য সেই মুখটা দেখতে চাই। যাকে কোনদিন হৃদয়ে জমে থাকা কথাগুলো বলতে পারি নি, সেই কথাগুলো আমার মৃত্যুর আগে একবার বলে যেতে চাই। কি ভীষণ এক মায়ায় সে যে থাকাতো, তার এই মায়াকে উপেক্ষা করার ক্ষমতা তো আল্লাহ্ আমাকে দেন নাই। তাই হয়তো আজও সেই মায়ায় আটকে আছি। আমি জানি না, তাকে ঘিরে আমার হৃদয়ে খুব গোপনে বেঁচে থাকা অনুভূতির চাপা কষ্টের আর্তনাদ কোনদিন তার কান পর্যন্ত পৌঁছাবে কি না। একদিন হয়তো আমি তার অপেক্ষায় থাকতে থাকতেই মারা যাবো আর এই গল্পটা অসমাপ্তই রয়ে যাবে......এমনটা না হোক, একবারতো দেখা হউক। অন্তত গল্পটার সমাপ্তি হোক।
"কি যাদু করিলা পিড়িতি শিখাইলা থাকিতে পারি না ঘরেতে।" এই গানের জন্ম হয়তো শুধু তার আর আমার জন্যই হয়েছিল যে গান আমার জীবনের সাথে মিশে গেছে। প্রতিনিয়ত কষ্ট পাচ্ছি। আল্লাহ চাইলে হয়তো কোনদিন দেখা হবে এই আশায় দিন গুনছি। হয়তো আমরা একই শহরে থাকি কিন্তু আমাদের দেখা হয় না। ২০১৩ সালের ফেলে আসা সেই জায়গা, সেই রাস্তা, সেই আকাশ, চাঁদ, সূর্য সবকিছু আগের মতই আছে, সেখানে শুধু অপরিচিত দুইটা মানুষ সে আর আমি নাই। সেই জায়গার মায়ায় পড়ে গেছি আমি কারণ সেখানেই তো আমাদের দেখা হয়েছিল, সেখানেই তো আমরা ছিলাম। আমার জীবনের ফেলে আসা অতীতের সেই অপরিচিত মানুষের সাথে কি এই পৃথিবীতে কোনদিনও আমার দেখা হবে, কোন দিন কি তার সাথে আমার পরিচয় হবে, কথা হবে কি কোনদিন? জানি না! সে কি কোনদিন এই গান শুনতে এসে আমার এই কমেন্ট পড়ে আমাকে চিনতে পারবে ? জানি না। তবুও লিখলাম যদি সে পড়ে।
এটা শুধু একটা কমেন্ট না, এটা একটা বার্তা। যদি এই বার্তার মাধ্যমেই অনেক গুলো বছর পর আবারও তাকে খুঁজে পায়। একটা অপরিচিত মানুষ, যার জন্য এত মায়া এই পৃথিবীতে তার সাথে আর কিছু না হোক অন্তত আমাদের পরিচয়টা হোক।
Unknown Someone, আপনাকেই বলছি...যদি কখনও আমার এই লিখাটা আপনি পড়েন আর তখন যদি আমাকে চিনতে পারেন তবে হয়তো আমার face টা আপনার চোখের সামনে ভেসে উঠবে। তখন response কইরেন। Please don’t make yourself a stranger. I want to know you, I want to die after seeing you for a moment.
@@Itsmystory111 মায়া বড় অদ্ভুত এক জিনিস,
দোয়া করি আল্লাহ আপনার মনের আশা পুরন করে দিক৷
দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর চলে গেলে আমি আজও তাকে ভুলতে পারিনি
Abr o aslm
ভেতরে কেমন যানি করে , কিন্তু বলতে পারি না।
যন্ত্রনাময় একটা বছর-২০১৩
So sad
কলিজা বিশ্বাস কর আমি মুখে যাই বলি না কেন,
আমি তোকে এখনো অনেক ভালোবাসি। আমি পারবো না তোকে ছাড়া থাকতে। তুই যত দূরেই থাকিস না কেন, আমার কাছেই থাকবি।
পাগল তোকে বোঝাতেই পারলাম না তোকে কতটা চাই আমি। তুই ভালো থাকিস,
এই কিলজা টা কে রে ভাই তুই,
তুই অনেক বড় ভাগ্যবান🌺💐🌸💮🏵🌹🌻🌼🌷
@@ri-vision7670 সে হয়তো ভাগ্যবান কিন্তু আমি বড় হতভাগা।
@@afrinrimi3633 হয়রে কপাল, কেউ পয়েও হারায়, আর কেউ একটু পাওয়ার আশায় কান্দে চিরকাল। @কলিজা@ তোকে বলতেছি ভাই আপনি যদি এই কমেন্টস গুলো দেখে থাকেন তাহলে আপনাকে বলতেছি, কখনো কারো ভালবাসাকে অবহেলা করবেন না, কাউকে কষ্ট ূিবেন না😥😥😥😥😥
@@ri-vision7670 সে সবই জানে তবুও আমাকে বোঝতে চাইনা। সত্যি তাকে আমি অনেক বেশি ভালোবাসি। জানি না কি রাখছে আল্লাহ আমার কপালে।
শুধু আল্লাহর উপর বিশ্বাস রাখছি। তিনি সব জানেন
@@afrinrimi3633 if you Don't mind i have 1 question???
মানুষ এর হাডের দাম ১.৪ মিলিয়ন ডলার, আর সেই খানে আমি তাকে বিনা পইসায় জীবন লিখে দিছিলাম,,🖤🥀💔
আমার এত ভালো লাগে কেন
Thanks for your comment
খুব ভালো গেয়েছেন 🙂
Thanks
🥰🖤
💔
আমি তাকে পেয়েও হারিয়ে ফেলেছি,,, আমি পারিনি তাকে আমার করে রাখতে,,,তাই আমি বসে আছি দরজার ওপাশে😔
মানুষ যা চায় তা পায় না, আর যা পায় তা অপ্রত্যাশিত 😒😒😒
ঠিক বলেছেন,,,তবুও কষ্ট খুব ভয়ংকর একটা বেথা খুব কষ্ট হয় তাকে ছারা প্রতিটি মুহুর্ত বিষের মতো লাগে
আসলে এ জন্যই ভালবাসার কোন Colour হয় না৷ একেকজনের কাছে ভালবাসার Colour একেক রকম৷ 🔎🔍
হুম তবে সারাজীবন তাকে একইভাবে ভালোবেসে জাবো হয়তো আরএকটু বেশিই ভালোবাসবো তবুও মন থেকে মুছবো না ইনশাল্লাহ।
মানুষ দুইটা জিনিস কখনো-ই ভুলে না আর তা -হলো ঃ শেষটা আর শুরুটা৷
Favorite song
Vocal ta kar
মুল ভোকাল তো আইয়ুব বাচ্চুর
আর এটা তো থিম সং
কেন বস???
এই ভার্সনের শিল্পী টা কে? চমৎকার গেয়েছে