নাটকটি দেখার পর নিজের ভিতরে যতটা ভালো লাগা কাজ করেছে, সেই ভালোলাগা টা আরও বাড়িয়ে দিয়েছে কমেন্ট পড়তে এসে কমেন্ট করা সুন্দর মনের মানুষগুলো। ধন্যবাদ সকলকে❤️❤️❤️❤️
কলকাতা থেকে বলছি এই নাটকটা অনেক বার আমার সামনে স্কিন এ এসেছিল কিন্তু আমার দেখা হয়নি আজকে দেখলাম,এতদিন যে কি ভুল করেছি সেটা এখন বুঝতে পারছি। সবার আগে ধন্যবাদ জানাই গল্পের লেখক এবং নির্মাতাকে তার পরে মোশাররফ করিম দাদা কে, উনি যে ভাবে চরিত্রটা কে ফুটিয়ে তুলেছেন অবস্যই উনি প্রশংসার দাবি রাখে। আর ইকটু বলি যদিও আমি আফরান নিশোর ফ্যান তবুও আমি বলবো এই চরিত্র কেবলমাত্র মোশাররফ করিম ছাড়া অন্য কাউকে মানাতো না। আর একবার ধন্যবাদ নির্মাতা মহাশয় কে। আশা করছি এরকম অন্য কিছু মেসেজ নিয়ে আবা আমাদের সামনে উপস্থিত হবেন। কলকাতা। বিরাটি।
একজন শিক্ষক হিসেবে আমিও এ নাটক থেকে অনেক কিছুই শিখলাম। আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এ নাটকের স্ক্রিপ্ট রাইটার,অভিনেতা অভিনেত্রী ও সকল কলাকুশলী কে। এরকম শিক্ষণীয় নাটক ই পারবে জাতীর কল্যাণ বয়ে আনতে।
৯ বছর যাবৎ কোচিং-টিচিং দিচ্ছি। এই নাটকটা আমার জীবনের একটা শিক্ষা। প্রকৃত শিক্ষার ও বিকশিত মেধার পরিচায়ক এই নাটকটি। ধন্যবাদ নাটকের নেপথ্যে যারা ছিলেন ও প্রিয় অভিনেতা মোশারফ করিমকে....
সার,,, আমাদের সময় এমন ছিলো না,,,আমি ২০০৫/৬/৭/৮ সাল এর কথা বলছি আমাদের সারেরা আমাদের প্রশ্নের উত্তর বের করা আমাদের শিখিয়েছেন,,, আমরা তাই করতাম তারাতাড়ি মুখস্থ হয়েও যেতো,, আমাদের পরের প্রজন্ম নোট বই ছাড়া কিছুই পারে না,,,
এই চরিত্রের জন্য মোশাররফ করিম ভাই একদম পারফেক্ট ছিলেন, গল্পটার প্রশংসা অবশ্যই করতে হয়,শিক্ষামূলক সৃজনশীল একটি নাটক ছিল!👌 ধন্যবাদ এই নাটকের সাথে সংশ্লিষ্ট সবাইকে!❤️
অসাধারণ,,, গল্প,,,,!সত্যি বলতে এই রকমের নাটক আমার ২৫ বছর বয়সে প্রথম দেখলাম! আমার হাতে যদি নোবেল পুরস্কার দেওয়ার ক্ষমতা থাকতো তাহলে নিঃসন্দেহে এই গল্পের লেখককেই দিতাম!❤ স্যালুট বস আপনাকে❤️❤️🥀🥀
আমি একজন ভারতীয়, সত্যি আমি মোশাররফ করিমের অনেক নাটক দেখেছি সবগুলোই অসাধারণ কিন্তু একটাতেও কমেন্ট করিনি তবে এই নাটকটায় আমি কমেন্ট না করে পারলাম না।। সত্যিই গল্পটা জীবন বদলাতে পারে আর সম্মানিত অভিনেতা তথা নায়ক মোশাররফ করিমের প্রতি আজ থেকে সম্মানটা আর ও একধাপ উপরে উঠে গেল।। ভালো থাকবেন মোশাররফ করিম স্যার। ভারতীয় হয়েও আমার জীবনের আজ এক সপ্ন জন্মালো কোনোদিন যদি বাংলাদেশ আসি আপনার সাথে হাত মেলানোর ও দুএকটা কথোপকথন করার আপ্রাণ চেষ্টা করবো এটা আমার একটা ড্রিম হয়ে গেল আজ থেকে।।
শিক্ষা আসলে এমন-ই হওয়া উচিত যা বাস্তবিক জীবনে প্রয়োগ করা যায়। বর্তমান শিক্ষাব্যবস্থা দেখে আমরা ভুলতে বসেছি যে, জীবনের প্রয়োজনে শিক্ষা না-কি শিক্ষার প্রয়োজনে জীবন। অনেক সুন্দর একটা নাটক
কতটা উচ্চমানের শিক্ষিত হলে এধরনের উপদেশমূলক গল্প রচনা করা যায় .... শেষের ১০ মিনিট আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দরতম নাটকের দৃশ্য ।। ধন্যবাদ এই রকম একটি সুন্দর ও আকর্ষণীয় গল্প রচনা উপহার দেওয়ার জন্য
জাপানের শিক্ষা পদ্ধতি এই রকম, আমাদের স্কুলের শিক্ষা তোতাপাখির ন্যায়,এটা সত্যি কথা। যে শিক্ষা দ্বারা কোন জাতি উন্নতি করতে পারে না, তার হাজারো প্রমাণ আছে মন্ত্রী থেকে শুরু করে সাধারণ শিক্ষিত বর্তমান বাংলাদেশের জনগণের দিকে খুব ভালো ভাবে তাকালে বোঝা যায় ।
সত্যিই অসাধারণ শিক্ষামুলক নাটক।সনদপত্রের জন্য শিক্ষা না,শিক্ষা হচ্ছে সমাজের মঙ্গলের জন্য,বাস্তব জিবনের জন্য,জাতির কল্যানের জন্য,নতুনত্বের জন্য।ধন্যবাদ পুরো টিমকে
Writer : Sheikh Nazmul Huda Emon আমার দেখা জীবনের সেরা নাটক। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আসলেই পরিবর্তন হওয়া দরকার। আর নাটক গুলো এরকম সৃজনশীল হওয়া প্রয়োজন।
এই নাটকের লেখকের প্রতি অগাধ সম্মান। যদি শিক্ষা নিয়ে এই চিন্তা আমাদের সবার মনে কাজ করতো তবে আমরা একটা স্ব-শিক্ষিত & সুশিক্ষিত জাতী পেতাম, কোন সার্টিফিকেট বেইসড জাতি না।
গল্পটি সত্যি অসাধারণ ছিলো।একদম বাস্তম সমাজের চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং ৯০% মতো মিল হয়েছে।শুধু ১০% মিল ছিলোনা গল্পের একদম শেষে। বর্তমান সমাজে এমন কোন প্রধান শিক্ষক নাই যে,যিনি তাদের ভুলকে ভুল বলে মেনে নিতে সক্ষম।তারা যদিও ভুল কোন কাজ করে থাকে,সেই ভুলটাকে কেউ আঙুল দিয়ে দেখিয়ে দিলেও তারা কখনো সেটা মেনে নিতে রাজি নয়।
এই গল্পের লেখককে অজস্র সালাম ও বিনম্র শ্রদ্ধা।সমাজের এমন বাস্তব ক্ষতগুলো যিনি কলমে ফুটিয়েছেন, উনি আসলেই অনেক উচুমানের মানুষ। আর,এই নাটকের পরিচালক প্রযোজকদের ও অনেক ধন্যবাদ যারা গড্ডালিকা প্রবাহের মতো প্রেম-পরক্রিয়ার নাটকে গা না ভাসিয়ে শিক্ষামূলক নাটকটি তৈরি করেছেন।আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। মুশাররফ করিম ভাই, সন্তানের মা'রা এমনি হয়।এটা নারীত্বের একটা স্বভাবজাত বৈশিষ্ট্য। মা'রা নাম্বারের পেছনে দৌড়াক,কিন্ত্য বাবাদের থেকে সত্যিকার মানুষের অনুপ্রেরণা পেয়ে এগিয়ে যাক সন্তানেরা, সে কামনা। ❤❤❤
অদ্ভুত সুন্দর এই নাটক। এ নাটক শুধু বাংলাদেশের কেন হবে ? গোটা পৃথিবীর চলতি শিক্ষা ব্যবস্থার ঠিকাদারদের মুখে একটা চপেটাঘাত। বিশেষ করে শিক্ষাকে যারা পণ্যের রূপ দিয়েছে। দিলীপ কুমার দত্ত, কলকাতা।
আমার আব্বুকে স্যালুট জানাতে ইচ্ছে করছে এই মুহূর্তে আমার,, পায়ে ধরে সালাম করতে ইচ্ছে করছে একবার,,, আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছেন কিভাবে নিজেকে পরিবর্তন করতে হয়, কিভাবে পরিবার কে সুন্দর করে রাখতে হয়,, কিভাবে একটা গ্রামের মানুষের মন জয় করতে হয়, এবং কিভাবে একটা সুন্দর সমাজ গড়তে হয়,,, I Love you Abbu, তোমাকে এই মুহূর্তে আমি অনেক মিস করছি,,, আমি একজন প্রোবাসি😥
এই ধরনের নাটক থেকে শিখা যায় অনেক কিছু। স্যালুট জানাই যিনি লিখেছেন এই নাটকটি।আপনাদের মতো লেখকদের জন্যই আমাদের দেশের নাটক এতো বিখ্যাত। আর মোশারফ ভাইয়ের অভিনয় নিয়ে নতুন করে কি কলবো সত্যি উনি জাত অভিনেতা❤️❤️❤️
হয়তো আমার কথা ভাল লাগবে না ভাই। নাটক সিনেমা কখনো মেধা বিকাশ করে না, বরং মেধা বিকৃত করে, কারণ আজ পর্যন্ত কোনো নাটক বা সিনেমা কোনো মানুষকে আখিরাত মুখি করতে পারেনি। যা পেরেছে তা কোরআন-হাদিস ও ইসলামি লেকচার,,,, বলতে পারেন তাহলে আমি এখানে নাটক দেখতে কেন এলাম। ভাই মন তো তাই বেলাইনে চলে যায়,, কিন্তু বিবেক তা সবসময় সঠিকটা বলে।
ঈদের ঘটনা ও মায়ের কাতর অনুরোধ হৃদয় ছুঁয়ে গেলো। সব বাবা মা চাই তার সন্তান মানুষের মত মানুষ হয়ে জীবনে প্রতিষ্ঠিত হোক। বেঁচে থাকুক বাংলাদেশের নাটক ,এর সঙ্গে জড়িত যারা তাদের জানায় অনেকে অনেক ধন্যবাদ।
মাছরাঙা টেলিভিশনকে অনেক ধন্যবাদ এই রকম অসাধারণ একটি নাটক দেখানোর জন্য। মোশাররফ করিমের অভিনয়ে দক্ষতা নাটকের যে কাহিনি তা বাংলাদেশের সমাজ এবং প্রতেক বিদ্যালয়ের বাস্তবতা। এই ধরনের বড় ভুল গুলোকে যারা আমরা ছোট মনে করি তাদের ভুল করাকে ভাঙ্গতে সাহায্য করবে। সত্যি অসাধারণ কাহিনি।
একটি অসাধারণ নাটক দেখলাম । যেমন চিত্রনাট্য ও পরিচালনা, তেমন কুশীলবদের অভিনয় । বিশেষ করে শিশু শিল্পী শিশিরের অভিনয় আমাকে মুগ্ধ করেছে । সকলকেই আমার অভিনন্দন ।
স্কুলে পড়াশোনার ব্যাপারের ক্ষেত্রে আমার দেখা সেরা একটি নাটক।একদম পুরোপুরি ভাবে সত্যি বলেছে মোশাররফ করিম।এমনই হওয়া উচিত, পরীক্ষার খাতায় নিজে যা লিখে এসেছে সারাজীবন যেন তা মনে থাকে।সেভাবেই গড়ে উঠার চেস্টা করে।
আমার জীবনের সবথেকে সুন্দর নাটক দেখলাম যা জীবন কে সুন্দর ও সাফল্য এনেদিবে। এটাই বর্তমান শিক্ষা ব্যবস্তায় প্রয়োগ করতে হবে। অনেক ধন্যবান এই নাটকের পরিচালক ও অবিনয় করা প্রত্যকটা লোক কে।।।
শতভাগ মনোযোগ ছিলো এই নাটকটার প্রতি ভিষন ভালো লাগলো আর সত্যিকারের ছোয়া পেলাম এই গল্পে😍 অসংখ্য ধন্যবাদ এই নাটকে অভিনিতো সবাইকে এবং বিশেষ ধন্যবাদ এই গল্পের লেখক কে❤️😍
স্কুল কলেজে শিক্ষাব্যবস্থাটা এরকম হওয়াটাই উচিত যেখানে সৃষ্টিশীল ভাবনা আর যেটা পড়বে সেটাই সারা জীবন মনে থাকবে এরকম সৃজনশীলতা মানুষকে এগিয়ে নিয়ে যায় এবং ভালো একটা জাতিতে রূপান্তরিত এবং সেখানে বিজ্ঞান মনষকো চিন্তাভাবনাও থাকে যা জাতি তৈরির মূল কাঠামো ✅🖊️🖊️🖋️❤️🥰
বাংলাদেশর নাটক গুলো হিন্দিতে, ইংরেজিতে, আরবিতে ডাবিং করা উচিত। যেই বাংলাদেশের নাটক দেখবে সেই বাংলাদেশের নাটকের সুনাম করবে, পৃথিবীর যে প্রান্তের মানুষ হোক না কেন। ধন্যবাদ আপনাদেরকে এরকম একটা নাটক তৈরি করে দেখানোর জন্য /
সময় উপযোগী একটা নাটক, কিন্তু আমরা এমন একটা সিস্টেম এ বন্দি যে, আমরা বাচ্চাদেরকে তোতা পাখির মতো পড়া মুখস্থ করাচ্ছি। তারা না শিখছে নীতিনৈতিকতা। এই নাটকটি প্রতিটি শিক্ষক এবং অবিভাবকদের দেখা উচিত, সেইসাথে সরকারের উচিত হবে বর্তমান শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানো।।
এ নাটকের যে গল্প টা তুলে ধরা হয়েছে সেভাবে সবাই যদি একটু ভালোভাবে চিন্তা করে তাহলে আশা করি বুঝতে পারবে যে আসলে আমরা কি শিখতেছি আর কি শিখাচ্ছি। অসাধারণ একটি নাটক
নাটকটি দেখার পর নিজের ভিতরে যতটা ভালো লাগা কাজ করেছে, সেই ভালোলাগা টা আরও বাড়িয়ে দিয়েছে কমেন্ট পড়তে এসে কমেন্ট করা সুন্দর মনের মানুষগুলো। ধন্যবাদ সকলকে❤️❤️❤️❤️
ধন্যবাদ
আমার দেখা সেরা নাটক এটি।বহুদিন পর একটা ভাল নাটক দেখলাম।
কে বলেছে নাটক শুধু বিনদনের জন্য।
নাটক থেকেও যে শিক্ষা নেয়া যায় তা এই নাটকটা প্রমাণ করে দিল।
ধন্যবাদ পুরো টিমকে।
কত বছর বাংলা সিনেমা দেখিনি ভুলে গিয়েছি, কিন্তু প্রতি বছরে মোটে না হলেও ৭০/৮০ টা নাটক দেখা হয়।বেশিরভাগই মোশাররফ করিমের।এইরকম নাটকের খুব দরকার।
কলকাতা থেকে বলছি এই নাটকটা অনেক বার আমার সামনে স্কিন এ এসেছিল কিন্তু আমার দেখা হয়নি আজকে দেখলাম,এতদিন যে কি ভুল করেছি সেটা এখন বুঝতে পারছি। সবার আগে ধন্যবাদ জানাই গল্পের লেখক এবং নির্মাতাকে তার পরে মোশাররফ করিম দাদা কে, উনি যে ভাবে চরিত্রটা কে ফুটিয়ে তুলেছেন অবস্যই উনি প্রশংসার দাবি রাখে। আর ইকটু বলি যদিও আমি আফরান নিশোর ফ্যান তবুও আমি বলবো এই চরিত্র কেবলমাত্র মোশাররফ করিম ছাড়া অন্য কাউকে মানাতো না। আর একবার ধন্যবাদ নির্মাতা মহাশয় কে। আশা করছি এরকম অন্য কিছু মেসেজ নিয়ে আবা আমাদের সামনে উপস্থিত হবেন। কলকাতা। বিরাটি।
আপনার প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা রইলো
গল্পটা যিনি লিখেছেন তাকে স্যালুট,কারণ তার চিন্তা ভাবনা অনেক উচ্চমানের।
❤️❤️❤️❤️❤️
শেখ নাজমুল হুদা ইমন লিখেছে ভাই।
2 bochor opekkha korche ei natok bananor jonno. Sudhu matro mosharrof karimer schedule nebar jonne. Dhonnobad valo kajer jonno opekkha korle valo kichui hoy.
আসলেই
Exactly 🙏🏻
From India...
প্রতিটা অভিভাবকদের দেখা উচিত নাটকটা। লেখক, পরিচালক, মোসারেফ করিম..... সকলকে আলাদা আলাদা করে পুরষ্কৃত করা উচিত।
রাইট দাদা
Hmmm
@@titutalukder9099 p
একজন শিক্ষক হিসেবে আমিও এ নাটক থেকে অনেক কিছুই শিখলাম।
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এ নাটকের স্ক্রিপ্ট রাইটার,অভিনেতা অভিনেত্রী ও সকল কলাকুশলী কে।
এরকম শিক্ষণীয় নাটক ই পারবে জাতীর কল্যাণ বয়ে আনতে।
৯ বছর যাবৎ কোচিং-টিচিং দিচ্ছি। এই নাটকটা আমার জীবনের একটা শিক্ষা। প্রকৃত শিক্ষার ও বিকশিত মেধার পরিচায়ক এই নাটকটি।
ধন্যবাদ নাটকের নেপথ্যে যারা ছিলেন ও প্রিয় অভিনেতা মোশারফ করিমকে....
আমরাও সেইটাই চাই স্যার...
সার,,, আমাদের সময় এমন ছিলো না,,,আমি ২০০৫/৬/৭/৮ সাল এর কথা বলছি আমাদের সারেরা আমাদের প্রশ্নের উত্তর বের করা আমাদের শিখিয়েছেন,,, আমরা তাই করতাম তারাতাড়ি মুখস্থ হয়েও যেতো,, আমাদের পরের প্রজন্ম নোট বই ছাড়া কিছুই পারে না,,,
Right
অসাধারণ চিন্তা ভাবনার নাটক
এই চরিত্রের জন্য মোশাররফ করিম ভাই একদম পারফেক্ট ছিলেন, গল্পটার প্রশংসা অবশ্যই করতে হয়,শিক্ষামূলক সৃজনশীল একটি নাটক ছিল!👌
ধন্যবাদ এই নাটকের সাথে সংশ্লিষ্ট সবাইকে!❤️
অসাধারণ,,, গল্প,,,,!সত্যি বলতে এই রকমের নাটক আমার ২৫ বছর বয়সে প্রথম দেখলাম! আমার হাতে যদি নোবেল পুরস্কার দেওয়ার ক্ষমতা থাকতো তাহলে নিঃসন্দেহে এই গল্পের লেখককেই দিতাম!❤ স্যালুট বস আপনাকে❤️❤️🥀🥀
আমি একজন ভারতীয়, সত্যি আমি মোশাররফ করিমের অনেক নাটক দেখেছি সবগুলোই অসাধারণ কিন্তু একটাতেও কমেন্ট করিনি তবে এই নাটকটায় আমি কমেন্ট না করে পারলাম না।। সত্যিই গল্পটা জীবন বদলাতে পারে আর সম্মানিত অভিনেতা তথা নায়ক মোশাররফ করিমের প্রতি আজ থেকে সম্মানটা আর ও একধাপ উপরে উঠে গেল।। ভালো থাকবেন মোশাররফ করিম স্যার। ভারতীয় হয়েও আমার জীবনের আজ এক সপ্ন জন্মালো কোনোদিন যদি বাংলাদেশ আসি আপনার সাথে হাত মেলানোর ও দুএকটা কথোপকথন করার আপ্রাণ চেষ্টা করবো এটা আমার একটা ড্রিম হয়ে গেল আজ থেকে।।
ধন্যবাদ ভাই!
ধন্যবাদ
🎉অভিনন্দন 🌹
আমি বাংলাদেশী , কাতার প্রবাসী আমার রুমেট ভারতীয় উওর প্রদেশ
আমার দেখা জীবনের সেরা নাটক। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আসলেই পরিবর্তন হওয়া দরকার। আর নাটক গুলো এরকম সৃজনশীল হওয়া প্রয়োজন।
Exactly.
Right way
আসলেই
Right
Exactly
নাটকের গল্পকার একজন বর্তমান সমাজের উচ্চমানের লেখক। তিনি সমাজের শিক্ষাব্যবস্থাকে সত্যিকার অর্থে তুলে ধরেছেন
শিক্ষা আসলে এমন-ই হওয়া উচিত যা বাস্তবিক জীবনে প্রয়োগ করা যায়।
বর্তমান শিক্ষাব্যবস্থা দেখে আমরা ভুলতে বসেছি যে, জীবনের প্রয়োজনে শিক্ষা না-কি শিক্ষার প্রয়োজনে জীবন।
অনেক সুন্দর একটা নাটক
সবকিছুর দ্বিতীয় পার্ট প্রয়োজন হয় না,,,,,,,
খুবই ভালো।।।
Just awesome
প্রথম কোন নাটকে কমেন্ট করলাম ভুব ভাল লাগলো গল্পটা
জীবনের প্রয়োজনে শিক্ষা না-কি শিক্ষার প্রয়োজন জীবন জানিনা
বাট এতটুকু জানি শিক্ষা এমন-ই হওয়া উচিত যা বাস্তবিক জীবনে প্রয়োগ করা যায়।
প্রতিটা স্কুলে প্রজেক্টের লাগিয়ে এ নাটক টা দেখানোর জোর দাবি জানাই, শুধু শিক্ষকদের জন্য নয়, ছাত্রছাত্রীদের ও ❤️🇧🇩
Sathe guardian der o. Erokom guardian sokole hoyna.
মোশারফ করিমের নাটক মানেই কিছু শিক্ষা থাকবে ।
কতটা উচ্চমানের শিক্ষিত হলে এধরনের উপদেশমূলক গল্প রচনা করা যায় ....
শেষের ১০ মিনিট আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দরতম নাটকের দৃশ্য ।।
ধন্যবাদ এই রকম একটি সুন্দর ও আকর্ষণীয় গল্প রচনা উপহার দেওয়ার জন্য
শিক্ষা ব্যবস্থা কে এভাবেই নাটকের মাধ্যমে তুলে ধরার জন্য পরিচালক ও প্রযোজক কে অনেক অভিনন্দন।
জাপানের শিক্ষা পদ্ধতি এই রকম, আমাদের স্কুলের শিক্ষা তোতাপাখির ন্যায়,এটা সত্যি কথা। যে শিক্ষা দ্বারা কোন জাতি উন্নতি করতে পারে না, তার হাজারো প্রমাণ আছে মন্ত্রী থেকে শুরু করে সাধারণ শিক্ষিত বর্তমান বাংলাদেশের জনগণের দিকে খুব ভালো ভাবে তাকালে বোঝা যায় ।
আমি আমার জীবনে এ রকম আগে দেখিনি যে এত বাস্তবতা নাটকের মাধ্যমে শিক্ষা দেওয়া যায় কলকাতা থেকে বলছি আমি মন থেকে নমস্কার জানাই সবাইকে আপনাদের
লেখক ,পরিচালক আর মোশাররফ করিমের জন্য একটা করে পুরষ্কার বরাদ্দ করে রাখা উচিত নাটকটার জন্য । ❤️❤️❤️💕❤️❤️❤️
good
ঈদ স্পেশাল | #সেলিব্রেটি_কসাই |
প্রান খুলে হাসুন।
ঈদ উপভোগ করুন।
নাটক লিংক ঃ ruclips.net/video/zFYyMqm7ieY/видео.html
ঈদুল আযহা স্পেশাল | নাটক #সেলিব্রেটি_কসাই |
Celebrity kosai
প্রান খুলে হাসুন।
ঈদ উপভোগ করুন।
@@AnwarAzadFilms ক
@@AnwarAzadFilms q
আমার মনে হয় এই নাটক টা প্রতিটা শিক্ষক কে দেখা উচিত
Right
শিক্ষক রাই নোট বই বেড় করে আর স্কুলে সাজেশন দেয় ওই নোট বইটা কেনো,, ওইটা থেকে উত্তর লেখো,,,
আমি WB থেকে। এই নাটকের কাহিনী টা অসাধারণ। মোশাররফ ভাই পড়াশোনার বিষয় নিয়ে যে ঘটনা টা তুলে ধরেছেন তা অত্যন্ত গুরুত্বপূণ।
সত্যিই অসাধারণ শিক্ষামুলক নাটক।সনদপত্রের জন্য শিক্ষা না,শিক্ষা হচ্ছে সমাজের মঙ্গলের জন্য,বাস্তব জিবনের জন্য,জাতির কল্যানের জন্য,নতুনত্বের জন্য।ধন্যবাদ পুরো টিমকে
❤
Writer : Sheikh Nazmul Huda Emon
আমার দেখা জীবনের সেরা নাটক। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আসলেই পরিবর্তন হওয়া দরকার। আর নাটক গুলো এরকম সৃজনশীল হওয়া প্রয়োজন।
এই নাটকের লেখকের প্রতি অগাধ সম্মান। যদি শিক্ষা নিয়ে এই চিন্তা আমাদের সবার মনে কাজ করতো তবে আমরা একটা স্ব-শিক্ষিত & সুশিক্ষিত জাতী পেতাম, কোন সার্টিফিকেট বেইসড জাতি না।
এইসব নাটকের জন্যই বাংলা সিনেমা হারিয়ে গিয়েছে❤️❤️❤️
গল্পটি সত্যি অসাধারণ ছিলো।একদম বাস্তম সমাজের চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং ৯০% মতো মিল হয়েছে।শুধু ১০% মিল ছিলোনা গল্পের একদম শেষে।
বর্তমান সমাজে এমন কোন প্রধান শিক্ষক নাই যে,যিনি তাদের ভুলকে ভুল বলে মেনে নিতে সক্ষম।তারা যদিও ভুল কোন কাজ করে থাকে,সেই ভুলটাকে কেউ আঙুল দিয়ে দেখিয়ে দিলেও তারা কখনো সেটা মেনে নিতে রাজি নয়।
একদম ঠিক বলেছেন,,
নাটকের লেখককে শ্রদ্ধা জানাই,লেখক, পরিচালক,অভিনেতা, অভিনেত্রী কলা- কুশলি সবাইকে সম্মান ও ভালোবাসা জানাই।অনেক উঁচু মানের নাটক।যা টাকা দিয়ে তুলনা করা যায় না।
ভাল নাটক।একাধিক পর্ব হলে ভাল হবে।মানুষের বর্তমান জীবন ও শিক্ষা ব্যবস্থা আস্তে আস্তে বদলে যাবে ইনশাল্লাহ।
আমরা বাঙালী ভাইরাল ছাড়া এতো সময় ব্যয় করবে না, ভালো কাজে
গল্প, চরিত্র,অভিনয় সবকিছু মিলিয়ে এক নতুন মাত্রা যোগ করেছে এই নাটকে❤️❤️।।
ধন্যবাদ নাটকের এই পুরো টিমকে।এই নাটকটি আসলেই শিক্ষণীয়।এই নাটকের অভিনয় করার জন্যে অভিনেতাকে জাতীয় পুরষ্কার দেওয়া উচিৎ
এই গল্পের লেখককে অজস্র সালাম ও বিনম্র শ্রদ্ধা।সমাজের এমন বাস্তব ক্ষতগুলো যিনি কলমে ফুটিয়েছেন, উনি আসলেই অনেক উচুমানের মানুষ।
আর,এই নাটকের পরিচালক প্রযোজকদের ও অনেক ধন্যবাদ যারা গড্ডালিকা প্রবাহের মতো প্রেম-পরক্রিয়ার নাটকে গা না ভাসিয়ে শিক্ষামূলক নাটকটি তৈরি করেছেন।আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।
মুশাররফ করিম ভাই,
সন্তানের মা'রা এমনি হয়।এটা নারীত্বের একটা স্বভাবজাত বৈশিষ্ট্য। মা'রা নাম্বারের পেছনে দৌড়াক,কিন্ত্য বাবাদের থেকে সত্যিকার মানুষের অনুপ্রেরণা পেয়ে এগিয়ে যাক সন্তানেরা, সে কামনা।
❤❤❤
অদ্ভুত সুন্দর এই নাটক। এ নাটক শুধু বাংলাদেশের কেন হবে ? গোটা পৃথিবীর চলতি শিক্ষা ব্যবস্থার ঠিকাদারদের মুখে একটা চপেটাঘাত। বিশেষ করে শিক্ষাকে যারা পণ্যের রূপ দিয়েছে। দিলীপ কুমার দত্ত, কলকাতা।
প্রকৃত শিক্ষার দৃষ্টান্ত। নাটক শুধু বিনোদন দেয় না বাস্তব জীবনে শিক্ষাও দেয়।অসাধারণ ছিল
আমার আব্বুকে স্যালুট জানাতে ইচ্ছে করছে এই মুহূর্তে আমার,, পায়ে ধরে সালাম করতে ইচ্ছে করছে একবার,,, আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছেন কিভাবে নিজেকে পরিবর্তন করতে হয়, কিভাবে পরিবার কে সুন্দর করে রাখতে হয়,, কিভাবে একটা গ্রামের মানুষের মন জয় করতে হয়, এবং কিভাবে একটা সুন্দর সমাজ গড়তে হয়,,, I Love you Abbu, তোমাকে এই মুহূর্তে আমি অনেক মিস করছি,,, আমি একজন প্রোবাসি😥
অসাধারণ একটা বিষয়। শিক্ষাক্ষেত্রে সতিই একটা পরিবর্তন দরকার । ধন্যবাদ সবাইকে এতসুন্দর একটা নাটক তৈরি করার জন্য।🙏 পশ্চিমবঙ্গ থেকে।
এই ধরনের নাটক থেকে শিখা যায় অনেক কিছু। স্যালুট জানাই যিনি লিখেছেন এই নাটকটি।আপনাদের মতো লেখকদের জন্যই আমাদের দেশের নাটক এতো বিখ্যাত। আর মোশারফ ভাইয়ের অভিনয় নিয়ে নতুন করে কি কলবো সত্যি উনি জাত অভিনেতা❤️❤️❤️
এই সব নাটক বা ছবির জন্যই মনে হয় বলা হয় চলোচিত্র মেধাবিকাশের অন্যতম মাধ্যম। ধন্যবাদ অনেক ভালো নাটক উপহার দেবার জন্য।
100%right
সত্যি নাটকটা অসাধারণ, যার কোন তুলনাই হয়না, এভাবে যদি প্রত্যেক শিক্ষার্থী শিক্ষিত হতো তাহলে জাতির উন্নতি হতো, এই নাটকের পরিচালককে ধন্যবাদ
হয়তো আমার কথা ভাল লাগবে না ভাই।
নাটক সিনেমা কখনো মেধা বিকাশ করে না,
বরং মেধা বিকৃত করে,
কারণ আজ পর্যন্ত কোনো নাটক বা সিনেমা কোনো মানুষকে আখিরাত মুখি করতে পারেনি।
যা পেরেছে তা কোরআন-হাদিস ও ইসলামি লেকচার,,,,
বলতে পারেন তাহলে আমি এখানে নাটক দেখতে কেন এলাম।
ভাই মন তো তাই বেলাইনে চলে যায়,,
কিন্তু বিবেক তা সবসময় সঠিকটা বলে।
Mohammad helal সঠিক
md.kawcher khan কি বলুন এসব
এত বছরের মধ্যে আমার জীবনের সবচেয়ে স্মরনীয় এবং সেরা 💛 নাটক যার মাধ্যমে উপকার হয়েছে এবং এমন প্রতিটি অভিভাবক উচিত দায়িত্ব পালন করার
এইটাই ছিলো আমার জীবনের দেখা অন্যতম একটা সেরা নাটক ।💙❤️
আশা করছি নাটকটি আপনাদের ভালো লাগছে।আপনাদের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।এভাবেই সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে যাবেন।এগুলোই আমাদের অনুপ্রেরণা যোগায়,ভালোবাসা নিবেন সবাই।
দাদা, আমি ইণ্ডিয়া থেকে বলছি,পেশায় একজন শিক্ষক,, অনুপ্রাণিত হলোম দাদা...
আমি আপনার নাটক সব দেখি অনেক ভালো লাগে ... I. love you
❤️❤️
নাটক শুধু বিনোদনের জন্য নয়, সেখানে জীবনযাপনের শিক্ষাও থাকবে, এক কথায় অসাধারণ অনবদ্য ছিলো। অভিনন্দন ও শুভকামনা।
Hmm
Eta akta উচচমানের নাটক.
ভাবনা যার এবং যারা জড়িত তারা প্রশংসার যোগ্য. 🇮🇳
নাটকটি আসলেই অসাধারন হয়েছে,বিশেষ করে বাবার অভিনয়টা,সুপার।।এই জন্য বলা হয়ে থাকে। বাবা,মায়েরা আসল শিক্ষক
নাটকের শেষ অংশ ১০০% ঠিক কথা ছিলো। আসলেই বাচ্চাদের আমরা তোতাপাখি বানিয়ে ফেলছি।
আসলে জিবনে অনেক নাটক দেখতেছি এই নাটক টা আমার মনে কে পরিবর্তন করে দিয়েছে। আসলে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনা উচিত
ঈদের ঘটনা ও মায়ের কাতর অনুরোধ হৃদয় ছুঁয়ে গেলো। সব বাবা মা চাই তার সন্তান মানুষের মত মানুষ হয়ে জীবনে প্রতিষ্ঠিত হোক।
বেঁচে থাকুক বাংলাদেশের নাটক ,এর সঙ্গে জড়িত যারা তাদের জানায় অনেকে অনেক ধন্যবাদ।
নাটক যে এত ভালো হতে পারে সেটা জানা ছিলো না,,সত্যিই অসাধারণ একটা নাটক।
সৃজনশীলতার জয় হোক, ধন্যবাদ মোশাররফ করিম ভাই এবং নাট্যকার❤️
অনেক সুন্দর একটি নাটক।
আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা তুলে ধরা হয়েছে।
তোতাপাখি না হয়ে সৃষ্টিশীল হওয়া উচিত।
মাছরাঙা টেলিভিশনকে অনেক ধন্যবাদ এই রকম অসাধারণ একটি নাটক দেখানোর জন্য। মোশাররফ করিমের অভিনয়ে দক্ষতা নাটকের যে কাহিনি তা বাংলাদেশের সমাজ এবং প্রতেক বিদ্যালয়ের বাস্তবতা। এই ধরনের বড় ভুল গুলোকে যারা আমরা ছোট মনে করি তাদের ভুল করাকে ভাঙ্গতে সাহায্য করবে। সত্যি অসাধারণ কাহিনি।
Vai..apni asol manus k vule giln...porichalok k,Nazmul huda emon
ঈদ স্পেশাল | #সেলিব্রেটি_কসাই |
প্রান খুলে হাসুন।
ঈদ উপভোগ করুন।
নাটক লিংক ঃ ruclips.net/video/zFYyMqm7ieY/видео.html
এটা কোনো নাটক না, এটা জীবনের একটা অংশ তুলে ধরা হয়েছে, এখানে অনেক কিছু শেখার আছে, স্কীপ্ট লেখক কে অনেক অনেক ধন্যবাদ
একটি অসাধারণ নাটক দেখলাম । যেমন চিত্রনাট্য ও পরিচালনা, তেমন কুশীলবদের অভিনয় । বিশেষ করে শিশু শিল্পী শিশিরের অভিনয় আমাকে মুগ্ধ করেছে । সকলকেই আমার অভিনন্দন ।
আমার চোখে কিংবদন্তী অভিনেতা মোশাররফ করিম, আপনারা কি বলেন।
একমত
অবস্যই
@@adiqbal9917 Akmot
Extra ordinary talent & legend
100%
স্যালুট🌿💚
শিক্ষাব্যবস্থা এমনই হওয়া উচিত। 💚
আমার দেখা নাটকের মধ্যে
এটা অসাধারণ ছিল।
শিক্ষা নিয়ে, প্রত্যেক উক্তিই শিক্ষনিয়,,
নাটকটা অনেক ভালো লেগেছে। আসলে শিক্ষাটা এমনি হওয়া উচিৎ। স্যালুট জানাই লেখক কে ❤️❤️
নাটকের নাট্যকারকে অন্তরের অন্তস্হল থেকে ধন্যবাদ।এরকম একটা বাস্তসন্মত সত্য উপস্হাপন করার জন্য।
নাটক ত এমনই কিছু হওয়া উচিত, ধন্যবাদ পুরো টিমকে।
এতো সুন্দর নাটক মানুষের বিবেক বুদ্ধির বিকাশ ঘটায়,,,,শিক্ষা টা এমনই হওয়া উচিত,, প্রিয় অভিনেতার চরিত্র টা পারফেক্ট ছিলো,, এইসব ক্যারেক্টারে তাকেই মানায়🥰🥰
যে সাবজেক্ট নিয়ে নাটকটি রচনা করা হয়েছে তা একেবারেই বাস্তব। অসংখ্য ধন্যবাদ সংশ্লিষ্ট সকলকে।
সময়োপযোগী অসাধারণ একটা নাটক 😍😍।
বাস্তবমুখী গল্প নাটকের 👌।
মোশাররফের অভিনয় এক কথায় অসাধারণ, এই নাটকের জন্য পুরস্কার পাওয়া উচিত 👌👌
কারণ সৃষ্টিশীল মানুষই তো জাতিকে এগিয়ে নিয়ে যায়, দেশকে এগিয়ে নিয়ে যায়, পৃথিবীকে এগিয়ে নিয়ে যায়❤️🙏
ভালোবাসা অবিরাম💖
প্রতিটা পরিবারের এই নাটক টা দেখা উচিৎ। সন্তানের সঠিক সৃজনশীল শিক্ষার জন্য।
স্কুলে পড়াশোনার ব্যাপারের ক্ষেত্রে আমার দেখা সেরা একটি নাটক।একদম পুরোপুরি ভাবে সত্যি বলেছে মোশাররফ করিম।এমনই হওয়া উচিত, পরীক্ষার খাতায় নিজে যা লিখে এসেছে সারাজীবন যেন তা মনে থাকে।সেভাবেই গড়ে উঠার চেস্টা করে।
অসম্ভব সুন্দর এবং শিক্ষামূলক একটি নাটক। ধন্যবাদ জানাই এই নাটকের সাথে জড়িত সবাইকে।
অসাধারন নিয়ম,সকল প্রতিষ্ঠানকে এভাবে পড়ানো উচিত,
বর্তমান সময়ের এরকম তোতা পাখি বানাতে গিয়ে আয বাংলাদেশের শিক্ষার এই অবস্থা
আমার জীবনের সবথেকে সুন্দর নাটক দেখলাম
যা জীবন কে সুন্দর ও সাফল্য এনেদিবে। এটাই
বর্তমান শিক্ষা ব্যবস্তায় প্রয়োগ করতে হবে। অনেক
ধন্যবান এই নাটকের পরিচালক ও অবিনয় করা
প্রত্যকটা লোক কে।।।
শতভাগ মনোযোগ ছিলো এই নাটকটার প্রতি
ভিষন ভালো লাগলো আর সত্যিকারের ছোয়া পেলাম এই গল্পে😍
অসংখ্য ধন্যবাদ এই নাটকে অভিনিতো সবাইকে এবং বিশেষ ধন্যবাদ এই গল্পের লেখক কে❤️😍
নাটক জগতের রাজা
❤️ মোশাররফ করিম ❤️🙏
ধন্যবাদ সবাইকে যারা খুব সুন্দর করে নাটক টা উপস্হাপন করেছেন। সকল কলাকৌশলী ও রাইটার কে ❤️❤️❤️🙏🙏
জীবনের প্রয়োজনে শিক্ষা না-কি শিক্ষার প্রয়োজন জীবন জানিনা
বাট এতটুকু জানি শিক্ষা এমন-ই হওয়া উচিত যা বাস্তবিক জীবনে প্রয়োগ করা যায়।
অসাধারণ দেশের শিক্ষা ব্যবস্থা এমনি হওয়া উচিৎ
প্রত্যেক পিতামাতা , শিক্ষকের এই নাটকটি দেখা উচিত'''.,,,,,,,,,VALO LAGSE ONEK
Right
সুন্দর, সঠিক এবং যুগোপযোগী একটি টেলিফ্লিম❤
অনেক ধন্যবাদ পুরো টিমকে!
খুব ভাল লাগলো। এগুলো মনের কথা। Education system এর মধ্যে দুটো জিনিস নেই। Education আর system
যিনি গল্পটি রচনা করেছেন তিনি একজন বাস্তববাদী লেখক💗💖💝💝💓💓💖💗💖
এই ধরণের গল্প আমাদের সমাজকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে,,,,নাটকের লেখক এবং অভিনেতাকে অসংখ্য ধন্যবাদ
অনেক সুন্দর নাটক, আমার দেখা সকল নাটকের ১ম স্থানে এটির অবস্থান🌹
উন্মুক্ত চিন্তা ধারার বিকাশ হোক🙂
অসম্ভব সুন্দর স্ক্রিপ্ট। অনেক দিন পর এত সুন্দর নাটক দেখলাম।
ধন্যবাদ জানাচ্ছি পরিচালক, প্রযোজক, এবং এর সাথে জড়িত সকলকে। ❤
আমাদের শিক্ষাব্যবস্থা নিয়ে ভাবার সত্যিই সময় এসেছে।
পরবর্তী প্রজন্ম যেন তোতা পাখি না হয়ে, সত্যিকারের সৃষ্টিশীল মানুষ হয়ে গড়ে উঠে।
নাটকটার গল্পটা কত যে সুন্দর তা বলার বাহিরে 🖤🖤
It's an outstanding drama🔥
Only mosharof vai...
Love from🇮🇳🇮🇳
শিক্ষা এমনই হওয়া উচিত"যার দ্বারায় মানুষ উপকৃত হয়""
স্কুল কলেজে শিক্ষাব্যবস্থাটা এরকম হওয়াটাই উচিত যেখানে সৃষ্টিশীল ভাবনা আর যেটা পড়বে সেটাই সারা জীবন মনে থাকবে এরকম সৃজনশীলতা মানুষকে এগিয়ে নিয়ে যায় এবং ভালো একটা জাতিতে রূপান্তরিত এবং সেখানে বিজ্ঞান মনষকো চিন্তাভাবনাও থাকে যা জাতি তৈরির মূল কাঠামো ✅🖊️🖊️🖋️❤️🥰
বাংলার একজন অভিনেত্রী নায়ক যার আর কারোর সাথে তুলনা করা যায় না,,
খারাপ লাগছে কেন জানেন?
এইরকম একটা নাটক আমি ৪মাস পরে দেখেছি।
কি অসাধারণ গল্প আর কি অসাধারণ অভিনয় মোশাররফ ভাইয়ের৷ ❤️
প্রতিটা নাটকই এ রকম শিক্ষনীয় হওয়া উচিত,,, যাতে,, জাতি অন্তত কিছু হলেও উপলদ্ধি করতে পারে,,,
শিক্ষনীয় কিছু শিখা গেল। আমার কাছে খুবই ভালো লাগলো।
এধরনের ভালো গল্পের নাটক নিয়মিত তৈরি হওয়া উচিত|
বাংলাদেশর নাটক গুলো হিন্দিতে, ইংরেজিতে, আরবিতে ডাবিং করা উচিত। যেই বাংলাদেশের নাটক দেখবে সেই বাংলাদেশের নাটকের সুনাম করবে, পৃথিবীর যে প্রান্তের মানুষ হোক না কেন। ধন্যবাদ আপনাদেরকে এরকম একটা নাটক তৈরি করে দেখানোর জন্য /
গল্পটি জিনি লিখছেন তিনি সত্যিই অসাধারণ প্রতিভাবান ব্যাক্তি
অদ্ভুত 👌👌 সত্যি কথাটা আমরা কবে বুঝবো!
Atho din pore moner motho akti natok dekechi.. very educational information 🎉
অসম্ভব সুন্দর একটা নাটক, শিক্ষা ব্যবস্থা এমনি হওয়াই উচিত।
কি চমৎকার নাটক! সবার ভাবনা যদি এমন হতো তাহলে দেশটি পেত হাজারো মহামানব।
অনেক অনেক অনেক সুন্দর ,
এই সব নাটক বেশী বেশী দরকার
টি বীর সব বাংলা চ্যানেল প্রচার করতে অনুরূধ রইল ।
সব চেয়ে বড় কথা হলো এখন কার সময়ে এই অবস্থা সব গুলা সিখান গনে ❤️❤️অসাধারণ একটা নাটক মোসারফের❤️🙋♂️🙋♂️
সময় উপযোগী একটা নাটক,
কিন্তু আমরা এমন একটা সিস্টেম এ বন্দি যে, আমরা বাচ্চাদেরকে তোতা পাখির মতো পড়া মুখস্থ করাচ্ছি।
তারা না শিখছে নীতিনৈতিকতা।
এই নাটকটি প্রতিটি শিক্ষক এবং অবিভাবকদের দেখা উচিত, সেইসাথে সরকারের উচিত হবে বর্তমান শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানো।।
আপনি জেটা চাচ্ছেন সেটা কখনোই হবে না।কারন বললে হয়ত আপনি, সরকার আরো দশজন কেউই মানতে পারবেন না।
ঈদ স্পেশাল | #সেলিব্রেটি_কসাই |
প্রান খুলে হাসুন।
ঈদ উপভোগ করুন।
নাটক লিংক ঃ ruclips.net/video/zFYyMqm7ieY/видео.html
মোশারফ স্যার এর জয়ে নিজেকে ভিষন ভাবে জয়ী মনে হচ্ছে😍
ভালোবাসা অবিরাম দ্যা গ্রেট এ্যাক্টর❤️🇧🇩
এ নাটকের যে গল্প টা তুলে ধরা হয়েছে সেভাবে সবাই যদি একটু ভালোভাবে চিন্তা করে তাহলে আশা করি বুঝতে পারবে যে আসলে আমরা কি শিখতেছি আর কি শিখাচ্ছি। অসাধারণ একটি নাটক
এই নাটকের প্রসংশা বলে শেষ করা যাবে না এক কথায় অসাধারণ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
অনেক কিছু শিখতে পেলাম এই নাটক থেকে❤
এ পর্যন্ত দুইবার দেখলাম নাটকটি জ্ঞানগর্ভ একটি নাটক উপহার দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় শিল্পীদের কে