হয়তো অনেকর ভিড়ে আমার কমেন্টটা হারিয়ে যাবে। তারপরও মনের শান্তণার জন্য হলেও এক কথায় বলবো অনেক এমন নাটক এখন আমারা দেখতে পাই না। শিক্ষণীয় নাটক। ধন্যবাদ মোশারফ করিম ভাই, ধন্যবাদ পরিচালক, প্রযোজক।
সত্তি ওসাধারন একটি গলপ ।জীবনের সাথেই মিশে একাকার একটি গলপ। আমাদের জীবনের গভীরে মিলে যায় এমন গলপ। আমরা উপলব্দি করতে পারি ওনেককিছু কিনতু বলতে পারিনা । ধন্যবাদ সবাই কে ।
বাপরে বাপ! এটা আমি কী দেখলাম। দেখে মনে হচ্ছিল চোখের সামনে বাস্তব কাহিনী দেখছিলাম। এটা আমার জীবনে দেখা সেরা সিনেমা বলা যেতে পারে...😍😍 ধন্যবাদ পরিচালককে এমন একটি শিক্ষণীয় গল্প উপহার দেওয়ার জন্য।
আপনার ধারনাই ঠিক এটা আমার ফেভারিট অর্ক স্যার এর জীবন থেকেই নিয়ে। তার স্টুডেন্ট এই নাটকের পরিচালক,,,,😢 আজকে স্যার এর জীবনে এমন কাহিনী শুনেই,, বললো যে এই গল্প তা তার থেকেই কালেক্ট করে নিছে।😢😢 তাই স্ক্যাচ kore nisi
@@abduljabber5202মি: অর্ক স্যার মহা মানব কাকে বলে আপনি তো জানেন না😢🙏🙏 আপনিই সেই ব্যক্তি সালাম করবো না দু:খে ব্যথিত হবো বুঝতে পারছি না। আপনার বুকের ভেতর টা না....😭😭😭 দোয়া রইলো এই মহা মানব টির জন্য 🫶🤲🤲🤲 এবং হে, সমাজ এখনো শিখতে চাইলে শিখতে পারো🤟 ধন্যবাদ
From India.... প্রথমে একরাশ শুভেচ্ছা জানাই নাটকের কাহিনীর লেখক ও পরিচালককে🌹 এতো সুন্দর কাহিনী তুলে ধরার জন্য। এবার বলি.... মোসারফ করিম অভিনয় নিয়ে....উনে যে লেভেলের অভিনয় করেছেন এই নাটকে...বলতে গেলে ওনার অভিনয় জীবনের সেরার সেরা নাটক গুলোর মধ্যে একটি। যতটাই প্রসংশা করি না কেন, সেটাই কম হয়ে যায়।💕 সঙ্গে তাসনিয়া ফারিন...এক কথায় অসাধারণ 👌।
@@nurhossain3695 মোশাররফ করিমের ক্যারাম থেকে শুরু করে সব নাটকই দেখেছি।হয়তো কিছু বাদ পড়েছে পপুলার নয় বলে।নাটক ভাই প্রচুর দেখি।সিনেমা জগতে গর্ব করার মত মনে হয় এই একটা জিনিসই আছে।
শিল্প সংস্কৃতি, সাহিত্যের অন্যতম পীঠস্থান ওপার বাংলার নাটক , আর তার অন্যতম কান্ডারী মোশারফ স্যার । তাইতো উনি ছাড়া নাটকগুলি কেমন যেনো কান্ডারিহিন তরণিতে দিকভ্রান্ত যাত্রী বলে মনে হয়। উনি বাঙালি জাতির অক্সিজেন সিলিন্ডার, ❤️❤️❤️❤️❤️ওনার নিজের ও হয়তো এ ব্যাপারে কোনো ধারণা নেই যে ওনাকে আমরা ( বাঙালিরা) কতটা ভালোবাসি।।।।🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 From INDIA
অসাধারণ মুহূর্ত পুরো গল্পের ভিতর ঢুকে ছিলাম, কখন যে শেষ হয়ে গেছে বুঝতে পারলাম না। ধন্যবাদ এতো সুন্দর একটা গল্প বাস্তব রূপে তুলে ধরার জন্য... কমেন্ট না করে পারলাম না 💖💖💖
হৃদয় কেঁপে উঠার মতো নাটক, মনে হচ্ছিল নাটক নয় সত্যি ঘটনা দেখছিলাম। কারন প্রতিনিয়ত ঘটে যাচ্ছে এমন ঘটনা আমাদের এই নিষ্ঠুরতম শহরে। ধন্যবাদ পরিচালক কে এতো সুন্দর করে চরিত্র ফুটিয়ে তোলার জন্য।
মোশাররফ করিমের প্রায় সব নাটকই দেখি। এগুলোর মধ্যে এটা এবং অমানুষ দুটো নাটকই সেরা। এগুলোকে সকল ভাষায় ডাবিং করে দেখানো যে আমরা আসলে নাটকের জগতে কত উপরে। শুভকামনা মোশাররফ করিমের জন্য ❤️❤️❤️
মনে হয় আমি একমাত্র বেক্তি আমার জীবনে মোশাররফ করিম স্যারের নাটক ছাড়া অন্য কোন নাটক দেখা হয়নি দূআ করি আমার প্রিয় অভিনেতা বেচে থাকো যুগ যুগ ধরে হাজার বছর আমাদের পরের পজন্মকে এরকম নাটক উপহার দিয়ে যাবেন ❤❤❤❤❤
নাটকটা এতো ভালো লাগছে বলে বুজাতে পারবো না । এই রকম আরো নাটক বানাতে চেষ্টা করবে । বাংলাদেশের এই দরনের সাশরিদের ও স্ত্রী দের মুখোশ খোলে দেওয়া হক তাতে যদি একটু ভালো হয় । স্ত্রী অনেক পাওয়া যাবে কিন্তু মা পাওয়া যাবে না ।
মোশারফ ভাই শুধু কমেডি অভিনেতা নয়। একজন চৌকস দক্ষ আভিনেতা যে কিনা বিভিন্ন ধরনের গল্পে বিভিন্ন চরিত্র নিয়ে ঢুকতে হয়না প্রত্যেকটা গল্পের প্রত্যেকটা চরিত্রই তার ভিতর ঢুকে যায়। গল্পটাও অসাধারন লিখেছেন এবং কি নুরজাহান চরিত্রটাও অসাদারন অভিনয় করেছে। ভালোবাসি বাংলা নাটক, ভালোবাসি এমন অভিনেতাদের।
After long time i saw a very good Telefilm and Mosaraf Karim back in right way and Time. Thanks all of the actors in our country to serve a good and memorable things.
অসাধারণ মুহূর্ত পুরো গল্পের ভিতর ঢুকে ছিলাম, কখন যে শেষ হয়ে গেছে বুঝতে পারলাম না। ধন্যবাদ এতো সুন্দর একটা গল্প বাস্তব রূপে তুলে ধরার জন্য... কমেন্ট না করে পারলাম না
নাটকের ২৬ মিনিটেই চোখের পানি সামলিয়ে রাখতে পারিনি.... ৩ বার চোখ দিয়ে পানি পরেছে... অসাধারণ শিক্ষনিয় নাটক জীবনটা এমননি তুমি কাওকে ঠকাবে অন্য কেউ তোমাকে ঠকাবে এটা নিশ্চিত আজ বা কাল...?
ওটা কি আপনাদের চোখ না মসজিদের জলের ট্যাপ যে কথায় কথায় জল বেরিয়ে পড়ে? এই নাটকে চোখের জল ফেলার মতো কিছু ছিলোনা। এটা স্রেফ বিনোদনমূলক একটা নাটক ছাড়া আর কিছুই নয়। আর নাটক দেখে যদি চোখের জল ফেলতেই হয় তাহলে হুমায়ুন আহমেদ স্যারের ঘেঁটু পুত্র কমলা দেখুন গিয়ে। দম আছে সেই কঠিন রূড় বাস্তব নাটকটা দেখার???
ধন-সম্পত্তি না থাকলেও পরিশ্রম আর সৎ নিয়ত থাকলে সেটা অর্জন করা যায়, কিন্তু মা-বাবাকে একবার হারালে আর ফিরে পাওয়া যায় না... -এজন্যই মা-বাবা দুনিয়ার সবথেকে মূল্যবান ❤
"এই নির্মম শহরে যে টাকা রােজগার করতে পারে সে কোনদিন বলদ না" "গরিব, বড়লােক হয় ছােট,লােক কখনে বড়লােক হয় না, ছােটলােক, ছােটলােকই থাকে" "ঢাকা শহরে টাকা উড়ে, ভালবাসাও উড়ে, কিন্তু সবাই টাকা ধরে আমি ভালবাসা ধরেছি" এই কথাগুলো সত্যিই অসাধারণ! এরকম বাংলা নাটক আর চাই
ওরে অভিনয় মোশারফ করিম বেস্ট অভিনেতা। পরিচালক কে অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর একটা নাটক। তাও আবার মোশারফ করিমের মতো বেস্ট অভিনেতা কে দিয়ে করানোর জন্য। লাভ ইউ বস মোশারফ করিম সেরা অভিনেতা
@@mdsaifullah1575 সে হয়তো সাময়িক সুখী হতে পারবে কিন্তু একদিন সৃষ্টিকর্তার সামনে দাড়াতে হবে। আপনার জন্য হয়তো এর চেয়ে ভালো কিছু অপেক্ষা করছে। আপনি ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহর কাছে এই দোয়া করি।
@@mdalislam9226 সে আমাদের কাঁদাই ছে, আমাদের পরিবারের মান সম্মান নষ্ট করছে, স মাজে আমাদের ছোট করছে, আত্তিওয় দের কাছে ছোট করছে, আল্লাহ যে ন তাকে সারা জিবন কাদায়।
@@mdsaifullah1575আপনার স্ত্রী খুব ভালো কাজ করেছেন। আপনার মতো খ্যাঁকশিয়াল মার্কা ছিঁচকাঁদুনে কপিপেস্ট পুরুষের হাত থেকে মুক্তি পেয়ে তাঁর জীবন ধন্য হয়ে গেছে। এবার আপনিও নিজেকে নিজে ডিভোর্স দিয়ে দিন। যত্তসব।👹👹👹
@@toriqulislam1067 হ্যাঁ সেটাই। তবে আল্লাহ যদি বাংলাদেশের সমগ্ৰ নারী জাতিকে আপনার মতো করে বাঁচাতেন তাহলে কতই না ভালো হতো! আর তাহলে এই ডাস্টবিন মার্কা সিরিয়ালগুলো কেউ দেখতই না। এতে বাংলাদেশের ঘরে ঘরে জান্নাতের মতো সুখ আর শান্তি বিরাজ করত।😩
Watch Cinematic Original: cinematic.mobi
Ami.
Ami
Mene
Mevi
Ami
হয়তো অনেকর ভিড়ে আমার কমেন্টটা হারিয়ে যাবে। তারপরও মনের শান্তণার জন্য হলেও এক কথায় বলবো অনেক এমন নাটক এখন আমারা দেখতে পাই না। শিক্ষণীয় নাটক। ধন্যবাদ মোশারফ করিম ভাই, ধন্যবাদ পরিচালক, প্রযোজক।
Thik
সত্তি ওসাধারন একটি গলপ ।জীবনের সাথেই মিশে একাকার একটি গলপ। আমাদের জীবনের গভীরে মিলে যায় এমন গলপ। আমরা উপলব্দি করতে পারি ওনেককিছু কিনতু বলতে পারিনা । ধন্যবাদ সবাই কে ।
তবে ভাই আজাইরা প্যাচাল টা একটু বেশি হয়ে গেছে।
"এই নির্মম শহরে যে টাকা রোজগার করতে পারে, সে কোনদিন বলদ না আর যাই হোক"
কথাটা ভাল্লাগছে ওস্তাদ
Right talk..
R8
বাস্তব কথা কইছেন ভাই
এই নিমর্ম শহরে যে টাকা রোজগার করতে পারে । সে কোনদিন বলদ না আর যাই হোক ।
কথাটা আসলে সত্যি ।
❤❤❤❤
কলকাতা থেকে,কি লিখব!ভাষাহীন।বাংলা ভাষা অভিধানে এমন কোন বিশেষণ নেই যা দিয়ে এরকম একটি ঐতিহাসিক সৃষ্টি সম্পর্কে কিছু বর্ণনা করা যায়।অজস্র ধন্যবাদ ।
*Handel marun*
Bangladesh thak bolci tnx
যদি পারেন জলসা চ্যানেল- সিরিয়াল গুলো বয়কট করুন।
অসংখ্য ধন্যবাদ আপনাকে বাংলাদেশের নাটক দেখার জন্য।
বাংলাদেশ থেকে নিরন্তর ভালোবাসা রইলো 💝💝
tnx
বাস্তবিক চিত্র এটাই,,, টাকাই যেখানে সব ভালোবাসা সেখানে অর্থহীন 😢,,,সত্যিই অসাধারণ একটা শিক্ষনীয় নাটক ❤🎉
আমি একটা নাটকে কমেন্ট করেছিলাম মোশারফ করিম এই উপমহাদেশের সেরা অভিনেতাদের মধ্যে একজন অন্যতম..আমি কিছুমাত্র ভুল বলিনি সেটা প্রমাণিত..Love from Kolkata
Dhonnobad amader natok gulo dekhar jonno
tnx bro
legend ra amoni
ভাই মোশাররফ করিম এদেশের নাট্য জগৎ এর জীবন্ত কিংবদন্তী।। তার তুলনা সে নিজেই👍💟💟
ঠিক বলেছেন
গরিব চাইলে বড়লোক হইতে পারে কিন্তু, ছোটলোক কখনো বড়লোক হতে পারে না। best line ❤️
সত্যি কথা
Thik bolsen❤
Akdom right
❤
সত্যিই অনেক কিছু শিখতে পারলাম - মা বাবা কি জিনিস❤️ মা বাবা ছাড়া সবাই সার্থ খোজে😭 ধন্যবাদ
Right
@Arif Sunny nothing to say brother. And may your father rest in the Jannat
Right
হৃদয়স্পর্শী একটা গল্প! 😓
অর্থলোভী আর চরিত্রহীনা নারী কখনো সত্যিকারের সুখটা খুঁজে পায় না। always love for you Mosarraf karim❤
এ গরিব চাইলে বড়লোক হতে পারে,কিন্তু ছোট লোক কখনো বড় লোক হতে পারে না,ছোট লোক ছোট লোকই থাকে, অসাধারণ ছিলো ভাই
Kintu kharap manush tow valo hote pare.
Jiii vai onek valo laglo. ♥️form 🇮🇳🇮🇳
এই ডায়লগটা শুনে নাটকটা দেখার ইচ্ছে হল।
right
@@shafi202 ইপ
এটা নাটক ছিলো!!!
দেখে মনে হলো বাস্তব জীবনের কাহিনী।
যিনি লিখেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ এমন একটি কাহিনী আমাদের উপহার দেওয়ার জন্য।
গরীব চাইলে বড় লোক হতে পারে,কিন্তু ছোট লোক বড় লোক হতে পারে না! অসাধারন কথা!
Nice drama
নাটক হতে হলে এমন হওয়া উচিত 😊এক কথাই অসাধারণ 😊 দেখে চোখে পানি চলে আসলো 😢🥺 সৃতি রেখে গেলাম 8 / 12 / 2023
❤
❤❤❤❤❤❤
বাপরে বাপ! এটা আমি কী দেখলাম।
দেখে মনে হচ্ছিল চোখের সামনে বাস্তব কাহিনী দেখছিলাম।
এটা আমার জীবনে দেখা সেরা সিনেমা বলা যেতে পারে...😍😍
ধন্যবাদ পরিচালককে এমন একটি শিক্ষণীয় গল্প উপহার দেওয়ার জন্য।
আমি ভারতের পশ্চিমবঙ্গ থেকে। আমার দেখা সেরা নাটকের মধ্যে একটি অসাধারণ নাটক।বহুদিন মনে থাকবে বহুদিন।❤💛💚💜
R8
ভাইরে ভাই। জীবনে বেষ্ট একটা নাটক দেখলাম। পুরা নাটকের ভিতরে ঢুইকা গেছি। মোশারফ করিম স্যার এর অন্যতম সেরা নাটক। ১০/১০ 😍
Akdom ri8 vai...
Golper vitore dhuke gesilam.....
এটা কোনো নাটক নয়' প্রতিষ্ঠিত কোন এক ব্যক্তির জীবনে থেকে নেওয়া হয় তো, 😢❤
আপনার ধারনাই ঠিক
এটা আমার ফেভারিট অর্ক স্যার এর জীবন থেকেই নিয়ে।
তার স্টুডেন্ট এই নাটকের পরিচালক,,,,😢
আজকে স্যার এর জীবনে এমন কাহিনী শুনেই,,
বললো যে এই গল্প তা তার থেকেই কালেক্ট করে নিছে।😢😢
তাই স্ক্যাচ kore nisi
@@abduljabber5202মি: অর্ক স্যার মহা মানব কাকে বলে আপনি তো জানেন না😢🙏🙏 আপনিই সেই ব্যক্তি সালাম করবো না দু:খে ব্যথিত হবো বুঝতে পারছি না। আপনার বুকের ভেতর টা না....😭😭😭 দোয়া রইলো এই মহা মানব টির জন্য 🫶🤲🤲🤲 এবং হে, সমাজ এখনো শিখতে চাইলে শিখতে পারো🤟 ধন্যবাদ
@@abduljabber5202
Puro naam ki unar??
বাপ রে বাপ,,,,মোশাররফ করিম তুমি আরো 100বছর বেচে থেকে এইরকম নাটকে সেরা অভিনয় করে আমাদের শিক্ষনীয় জীবন উপহার দিয়ে যাও।
নাট্যজগতের প্রধান অলিখিত আইন দেহপট সনে নট সবই হারাইলো।
From India....
প্রথমে একরাশ শুভেচ্ছা জানাই নাটকের কাহিনীর লেখক ও পরিচালককে🌹 এতো সুন্দর কাহিনী তুলে ধরার জন্য। এবার বলি.... মোসারফ করিম অভিনয় নিয়ে....উনে যে লেভেলের অভিনয় করেছেন এই নাটকে...বলতে গেলে ওনার অভিনয় জীবনের সেরার সেরা নাটক গুলোর মধ্যে একটি। যতটাই প্রসংশা করি না কেন, সেটাই কম হয়ে যায়।💕 সঙ্গে তাসনিয়া ফারিন...এক কথায় অসাধারণ 👌।
এর উপর নাটক হয় না
গরীব চাইলে বড় হতে পারে কিন্তু ছোট লোক কখনো বড়লোক হতে পারে না কথা টা ভাল লাগছে রে ভাই
ভাল্লাগছে।
২৪ সালে এসে নাটকটা দেখলাম
মনের মতো নাটক একটা
ভালোবেসে তো বিয়া করছি আজ ৩ বছর সব কিছুই মাথা পেতে নিতেছি যানি না এভাবে কতো দিন থাকতে পারি😢
আমি ফেসবুকে একটু অংশ দেখে পুরো নাটক টা শেষ পর্যন্ত দেখলাম
#অসাধারন একটা নাটক ❤️
আমি ও
আমিও
আমিও
Ami o
আমি টিকটক এ দেখেছি।
নাটকটা আন্তর্জাতিক ভাবে, সারাবিশ্বের, নিজ নিজ ভাষায়,ডাবিং করে,সকলের দেখা উচিৎ।
আলহামদুলিল্লাহ বাংলাদেশে মোশারফ নামে একজন নাটক অভিনেতা পেয়েছি।
রাইট
Aponi 💯 sothik kotha bolchen
Ami indea thikka bolchi ❤️👍🏻
চোখে পানি চলে আসছে
Right
Valo laglo
গরীব চাইলে বড়লোক হতে পারে কিন্তু ছোটলোক কখনো বড়লোক হতে পারে না great speech
রাইট
Great great...
হুম
দুই বছর আগে একবার দেখে ছিলাম আজ আবার দেখলাম সত্যিই বাবা মা ইজ বাবা মা হয়তো একদিন আমিও থাকবো না কিন্তু আমার এই লেখা থেকে যাবে
Exactly right
আমার দেখা সেরা নাটক এটি ❤ ❤❤। বর্তমান সময়ের সাথে অনেক মিল আছে। ধন্যবাদ প্রডিউসার & মোশাররফ করিম কে ❤❤❤❤
চায়ের দামে শরবত পেলাম(নাটক দেখতে এসে মনে হয় সিনেমা দেখলাম)সুন্দর গল্প৷ 👌👌👌
এক মত,সত্যি বলছেন,কিন্তু নাটকটা অনেক সুন্দর ছিলো,
Right bro
অনেক দিন পর ১০/১২ বছর আগের মোশাররফ করিমকে খুজে পেলাম।
জাত অভিনেতা কখনো হারিয়ে যান না।
ওর “বোধ” আর “ব্যান্জনবর্ন” ও দেখবেন না দেখে থাকলে। এ দুইটাও ইদানীং কালের নাটক মোশাররফ করিমের।
@@nurhossain3695 মোশাররফ করিমের ক্যারাম থেকে শুরু করে সব নাটকই দেখেছি।হয়তো কিছু বাদ পড়েছে পপুলার নয় বলে।নাটক ভাই প্রচুর দেখি।সিনেমা জগতে গর্ব করার মত মনে হয় এই একটা জিনিসই আছে।
right
Right
ভারত থেকে লিখছি মোসারফ করিম বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেতার মধ্যে একজন বাঙালি জাতির গর্ব
কেন বলছ???
@@sylhetyboy1398 এটা কেমন কথা ভাই
@@sylhetyboy1398 চুদির বেটা
কলকাতা থেকে,
আমি খুব গর্ব বোধ করি গুরুদেব কে আমি সামনা সামনি দেখার সুযোগ পেয়েছি,❤️
@@STREET_FOODY এইটা আমাদের দেশের মালাউন।কমেন্টে লাইক পাওয়ার ধান্দা।এই সব করে কি লাভ হয় তাদের।
-নষ্ট তুই না..নষ্ট আমি দেখসি..চোখের সমানে আমি নষ্ট দেখসি কথাটা কলিজায় লাগছে ভাই 😊
শিল্প সংস্কৃতি, সাহিত্যের অন্যতম পীঠস্থান ওপার বাংলার নাটক , আর তার অন্যতম কান্ডারী মোশারফ স্যার । তাইতো উনি ছাড়া নাটকগুলি কেমন যেনো কান্ডারিহিন তরণিতে দিকভ্রান্ত যাত্রী বলে মনে হয়। উনি বাঙালি জাতির অক্সিজেন সিলিন্ডার, ❤️❤️❤️❤️❤️ওনার নিজের ও হয়তো এ ব্যাপারে কোনো ধারণা নেই যে ওনাকে আমরা ( বাঙালিরা) কতটা ভালোবাসি।।।।🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
From INDIA
এই নাটকের মাধ্যমে বর্তমান সমাজের বাস্তব চিত্র উঠে এসেছে, ধন্যবাদ এই নাটকের পরিচালোক সহ সকলকে ❤️
ruclips.net/user/shortsqsqHg0CBoNw?si=_FntCqRBg9czvaCg
এই নাটকের মাধ্যমে বর্তমান সমাজের বাস্তব চিত্র উঠে এসেছে, এই নাটকের পরিচালক সহ সকলকেই ধন্যবাদ
জতডওসডহডজকডুুেতশগমক
অভিনেতা একপিস।হাসাতে হাসাতে মুহুর্তেই সবাইকে কাদিয়ে দিতে পারেন একমাত্র মোশাররফ করিম।তিনি আমাদের গর্ব,আমাদের অমূল্য সম্পদ ❤।
অসাধারণ মুহূর্ত পুরো গল্পের ভিতর ঢুকে ছিলাম, কখন যে শেষ হয়ে গেছে বুঝতে পারলাম না।
ধন্যবাদ এতো সুন্দর একটা গল্প বাস্তব রূপে তুলে ধরার জন্য...
কমেন্ট না করে পারলাম না 💖💖💖
অখাদ্য,কুখাদ্য সব নাটকের ভিড়ে, অনেক কষ্ট করে শেষ পর্যন্ত এই পুরো ব ছরে একটা দেখার মত ভালো নাটক পেলাম- ধন্যবাদ মোশাররফ করিম
সেষ বয়স এ এসে ও ফাটিয়ে দিলেন...ধন্যবাদ মোসারফ ভাই আপনাকে .....
এটাই মনে হয় বসের জীবনের সেরা অভিনয় । স্যালুট , বস মোশাররফ করিম । ধন্যবাদ , স্ক্রিপ্ট রাইটার।
হৃদয় কেঁপে উঠার মতো নাটক, মনে হচ্ছিল নাটক নয় সত্যি ঘটনা দেখছিলাম। কারন প্রতিনিয়ত ঘটে যাচ্ছে এমন ঘটনা আমাদের এই নিষ্ঠুরতম শহরে। ধন্যবাদ পরিচালক কে এতো সুন্দর করে চরিত্র ফুটিয়ে তোলার জন্য।
মোশাররফ করিমের প্রায় সব নাটকই দেখি। এগুলোর মধ্যে এটা এবং অমানুষ দুটো নাটকই সেরা। এগুলোকে সকল ভাষায় ডাবিং করে দেখানো যে আমরা আসলে নাটকের জগতে কত উপরে। শুভকামনা মোশাররফ করিমের জন্য ❤️❤️❤️
পরিচালককে বাস্তব জীবন তুলে ধরার জন্য ধন্যবাদ।এই নাটক থেকে অনেক কিছুই শিক্ষনীয় আছে।
গরিব চাইলে বড়লোক হতে পারে, কিন্তু ছোটলোক কখনো বড়লোক হতে পারেনা! অসাধারণ কথা
❤️❤️❤️💓💓💓
অনেক সুন্দর নাটকটা অসাধারণ
100% right
💵
Right 👍▶️
ফেসবুকে খণ্ডাংশ দেখে ইউটিউবে সার্চ দিয়ে দেখতেছি...
এক কথায় অসাধারণ ❤️
I also bro😍
Wow. এর নামই বাংলা নাটক।নাটক হলো সমাজের প্রতিচ্ছবি। সেটা খুব ভালো করে দেখাই দিয়েছে এই নাটকে 😔😔। এক কথায় অসাধারণ 😪😪
অসাধারণ
Amio
Amio same
সত্যি নাটকটি ৪ বার দেখছি,,,চোখের জল ধরে ধাখতে পারিনি,,,, বাস্ববতা সাথে ৯৮% মিল আছে,,,,
এত ভাল অভিনয় কেমনে সম্ভব😮😮 বাংলা নাটকের জীবন্ত কিংবদন্তি মোশারফ করিম। আমার দেখা অন্যতম সেরা নাটক।
জিবনে প্রথমবার কোনো নাটক দেখে এত কান্না করছি,,। আসলেই বাবা,, মা হাজারো বকা দিলেও দিন শেষে তারাই আমাদের একমাএ আপনজন।😭😭
hmmm.vai.
nice 👍❤❤
হ্যাঁ ভাই মা তো মা
@@rimekhatun5493 হুম,,,তাদের সাথে কারো তুলনা হয়না
পরিচালক কে অসংখ্য ধন্যবাদ যে বাস্তবতার সাথে নাটকটা কে ফুটিয়ে তুলেছেন
এটি হয়তো কারো একজনের জীবন কাহিনী।
অভিনেতার তুলনা হয় না
গরিব চাইলে বড়লোক হতে পারে,,কিন্তু ছোট লোক চাইলে বড়লোক হতে পারে না,,ছোটলোক ছোটলোকই থাকে,,,,নাটকটি যেমন সুন্দর,ডায়লগ গুলোও সেরা ছিলো,,😎
Hmmm
এটা নতুন কিছু নয় ভাই, তার প্রায় নাটকের ভিতরেই এই ধরনের আনকমন কিছু ডায়লগ থাকে।
ভাই এটা সত্যিই কি নাটক🤔🤔🤔,১ঘন্টা ২৪ মিনিট কোথায় যেন হারিয়ে গেয়েছিলাম,আর বারবার মনে হয়েছিল এই নাটক যেন শেষ না হয়😍😍😥😥😥,লাভ ইউ মোশাররফ করিম ভাই
Sem to
কেমনে সময় শেষ হলো বুঝতেই পারি নাই
নাটকে যখন বাবার মৃত্যুর সিন টা দেখলাম খুব কান্না করলাম।আমার বাবা ও অসুস্থ আমি ও প্রবাসে আল্লাহ যেন ভালো রাখে বাবা কে😥
আমিন
আমিন 🤲
আমিন
আমার বসবা মারা গেচে সেম আমিউ প্রবাসে তাকি
আমি ও
মনে হয় আমি একমাত্র বেক্তি আমার জীবনে মোশাররফ করিম স্যারের নাটক ছাড়া অন্য কোন নাটক দেখা হয়নি দূআ করি আমার প্রিয় অভিনেতা বেচে থাকো যুগ যুগ ধরে হাজার বছর আমাদের পরের পজন্মকে এরকম নাটক উপহার দিয়ে যাবেন ❤❤❤❤❤
গরিব বড়লোক হয়, কিন্তু ছোট লোক বড় লোক হয় নাহ। এই উক্তিটি খুব ভালো ছিল।👍👍
Rite broo
hmm ak mot
Ekmot
গরিব বড়লোক হয়, কিন্তূ ছোট লোক কখনো বড়লোক হয় নাহ।
মোশাররফ করিম এর ক্যারিয়ারে বেস্ট নাটক। ওনার বয়স ও খ্যাতির বিবেচনায় এরকম গল্প ও ডিরেক্টরের সাথে কাজ করা উচিৎ।
hmm
@মেহজাবিন চৌধুরী করেছি, আপনিও করুন
R8
বোধ সেরা
hmmm sobsomy funny natok na baniye erokom script thakle joss hoy sob mile bpr ta !!!
মোশাররফ করিম ভাই এর ফ্যান গুলোদের দেখতে চাই, ,,,, হাত তুলুন, , , , আর বাংলা নাটকের সাথেই থাকুন, , , , ধন্যবাদ 💜💜💜
নাটকটা এতো ভালো লাগছে বলে বুজাতে পারবো না । এই রকম আরো নাটক বানাতে চেষ্টা করবে । বাংলাদেশের এই দরনের সাশরিদের ও স্ত্রী দের মুখোশ খোলে দেওয়া হক তাতে যদি একটু ভালো হয় । স্ত্রী অনেক পাওয়া যাবে কিন্তু মা পাওয়া যাবে না ।
মোশারফ ভাই শুধু কমেডি অভিনেতা নয়। একজন চৌকস দক্ষ আভিনেতা যে কিনা বিভিন্ন ধরনের গল্পে বিভিন্ন চরিত্র নিয়ে ঢুকতে হয়না প্রত্যেকটা গল্পের প্রত্যেকটা চরিত্রই তার ভিতর ঢুকে যায়। গল্পটাও অসাধারন লিখেছেন এবং কি নুরজাহান চরিত্রটাও অসাদারন অভিনয় করেছে। ভালোবাসি বাংলা নাটক, ভালোবাসি এমন অভিনেতাদের।
ভাল্লাগছে🌹🌹🌹🌹
After long time i saw a very good Telefilm and Mosaraf Karim back in right way and Time. Thanks all of the actors in our country to serve a good and memorable things.
hat tulte vala lagena like it
অসাধারণ মুহূর্ত পুরো গল্পের ভিতর ঢুকে ছিলাম, কখন যে শেষ হয়ে গেছে বুঝতে পারলাম না।
ধন্যবাদ এতো সুন্দর একটা গল্প বাস্তব রূপে তুলে ধরার জন্য...
কমেন্ট না করে পারলাম না
নাটকের ২৬ মিনিটেই চোখের পানি সামলিয়ে রাখতে পারিনি....
৩ বার চোখ দিয়ে পানি পরেছে...
অসাধারণ শিক্ষনিয় নাটক
জীবনটা এমননি তুমি কাওকে ঠকাবে অন্য কেউ তোমাকে ঠকাবে এটা নিশ্চিত আজ বা কাল...?
এই অভিনয়ের জন্য মোশাররফ করিমের জাতীয় পুরস্কার পাওয়া উচিৎ
Rights
Right bro
সাথে ফারিন ও
Right
@@MdSultan-sc9yr, ভ
পরিচালক ভাইকে অসংখ্য ধন্যবাদ এমন বাস্তব ঘটনা তুলে ধরার জন্য # আসলে এসব নাটকের মর্ম সবাই বুঝবেনা অসাধারণ একটা নাটক উপভোগ করলাম
পরিচালক ভাইকে ধন্যবাদ এমন বাস্তব ঘটনা তুলে ধরার জন্য।
হুম
Tnq
এক কথায় অসাধারণ লেগেছে।
কি অসাধারণ অভিনয় বসের জীবন পাল্টে দেওয়ার মতো অভিনয় মোশারফ ভাই স্যালুট ❤❤❤
জাস্ট ইন ওন সেন্টেন্স "গরিব (চেষ্টা,মেধায়) ধনী হইতে পারে কিন্তু ছোটলোক কোনদিন ধনী হইতে পারেনা"অসাধারণ।
জীবনে অনেক নাটক দেখেছি কিন্ত এই নাটকটি দেখে মনে হলো আমার দেখা সব থেকে ভালো একটি নাটক কিছু সময়ের জন্য মনের অজান্তেই চোখ দিয়ে পানি এসে পরলো😞
Ai natok rewards deor dorkar
ওটা কি আপনাদের চোখ না মসজিদের জলের ট্যাপ যে কথায় কথায় জল বেরিয়ে পড়ে? এই নাটকে চোখের জল ফেলার মতো কিছু ছিলোনা। এটা স্রেফ বিনোদনমূলক একটা নাটক ছাড়া আর কিছুই নয়। আর নাটক দেখে যদি চোখের জল ফেলতেই হয় তাহলে হুমায়ুন আহমেদ স্যারের ঘেঁটু পুত্র কমলা দেখুন গিয়ে। দম আছে সেই কঠিন রূড় বাস্তব নাটকটা দেখার???
গরিব চাইলে বড়লোক হতে পারে কিন্তু ছোটলোক কোনদিন বড়লোক হতে পারে না,,,, অসাধারণ উক্তি,,,,
নাটক টা আসলেই খুব সুন্দর ছিল বাস্তব চরিত্র তুলে ধরা হয়েছে
গরিব লোক বড়লোক হওয়া সম্ভব কিন্তু ছোট লোক কোনদিন বড়লোক হওয়া সম্ভব নয়।অসাধারণ একটি নাটক,, ভালোবাসা অবিরাম মোশাররফ করিম ভাই। ❤❤❤❤🎉
.এই নাটকের পরিচালক এর কাছে আমার আকুল আবেদন এই যে এই নাটকের পার্ট ২ চাই প্লিয .....একটা সত্যি কারের ভালোবাসার গল্প...😍😍
আমি সেকেন্ড পার্ট চাই
আমরা এই নাটকের পার্ট-২ চাই
আমাদের সবার প্রিয় এই তারকার "যে শহরে টাকা ওড়ে"এই নাটকের পার্ট-২ দেখতে চাই।
আমি অ একমত
আমিও ২য় পার্ট চাই
কত বছর হয়ে গেল আমার নিজেরও মনে নেই বাংলাদেশের নাটকের কথা দেখার পর ভাষা হারিয়ে ফেলেছি এত সুন্দর একটা নাটক করেছে....
অসাধারণ
মোশাররফ করিম এর মত অভিনেতা এই দুনিয়া তে খুব কম জন আছে আমি এটা গর্ব করে বলি আমি ওনার অন্ধ ভোক্ত 💐💐💐💐
Aniket from Kolkata
আমরাও
2-5-2024 এ এসে নাটকটা দেখলাম এক কথায় অসাধারণ, বাস্তবতাকে ছুঁয়ে গেছে, অনেক অনেক ভালো লাগছে......
সমাজের সকল চরিত্র মোশাররফ করিম ধারণ করতে পারে! বহুমুখী অভিনেতা। 💗
অসাধারণ গল্প!
এক কথায় অসাধারণ! মনে হয় ১ ঘন্টা ২৩ মিনিট অন্য কোথাও হারিয়ে গিয়েছিলাম। অনেক দিন পর অন্যরকম তৃপ্তি পেলাম😍😍
এই নাটক হয়তো সবাই দেখবে না কিন্তু যে দেখবে তার কাছে একটা স্বরণীয় নাটক হয়ে থাকবে। সত্যিই অসাধারণ একটা নাটক ❤❤❤
আমার অনেক পছন্দের একটা নাটক। আমি কমপক্ষে এই নাটক টা ৫-৭ বার দেখছি।
Right
@@easytechniqueeducation5228
আমি দুই বার দেখেছি
Yes
জিবনের প্রথম এরকম একটা ভাল নাটক দেখলাম, যা বাস্তবের সাথে অনেক মিল,,এক কথায় অসাধারন ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ধন-সম্পত্তি না থাকলেও পরিশ্রম আর সৎ নিয়ত থাকলে সেটা অর্জন করা যায়, কিন্তু মা-বাবাকে একবার হারালে আর ফিরে পাওয়া যায় না...
-এজন্যই মা-বাবা দুনিয়ার সবথেকে মূল্যবান ❤
"এই নির্মম
শহরে যে টাকা রােজগার করতে পারে সে
কোনদিন বলদ না"
"গরিব, বড়লােক হয়
ছােট,লােক কখনে বড়লােক হয় না,
ছােটলােক, ছােটলােকই থাকে"
"ঢাকা শহরে টাকা উড়ে,
ভালবাসাও উড়ে, কিন্তু
সবাই টাকা ধরে আমি ভালবাসা ধরেছি"
এই কথাগুলো সত্যিই অসাধারণ!
এরকম বাংলা নাটক আর চাই
Hmm 😢
মনের কথাটা বলছেন
সুন্দর বলেছেন ভাই
এই ব্যাপারে কোনো কথা হবেনা . ধন্যবাদ
মোশাররফ করিমের জনপ্রিয় মুভি অজ্ঞাতনামা লিংক
ruclips.net/video/qpGRZroPzZA/видео.html
ঢাকা শহরে টাকা উরে, ভালবাসাও উরে, কিন্তু সবাই টাকা ধরে আমি ভালবাসা ধরেছি খুবই ভালো লাগলো কথাটা। মুলত: নাটকটি অসম্ভব ভালো লাগলো।
Yes
ধন্যবাদ ভালো লাগছে কথা টা সত্যি ই
ভারতের সাবেক রাষ্ট্রপতি,বাংলাদেশের অকৃত্রিম বন্ধু
প্রণব মুখার্জীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। পরলোকে তাঁর চিরশান্তি কামনা করছি।
Copy KORSI APNER COMMENT SRY
THANK YOU
ফেসবুকে নাটকের একটু অংশ দেখার পর এখন সম্পূর্ণ নাটকটি দেখলাম। অসংখ্য মানুষের জীবনের সাথে মিল রয়েছে😢❤
এই প্রথমবার কোনো একটা নাটক দেখলাম।যা বাস্তবতাকে সামনে তুলে ধরেছে।অসাধারন লেগেছে নাটকটা।।।।।।।।
আরো একটা আছে,, সাদা মনের মানুষ, ওটাও ভালো
কোন পুরষ্কারই নাটকের যোগ্য নয়।
স্যালুট সংশ্লিষ্ট সবাইকে।❤
একটি গ্লাস তিনটি স্ট্র, তিনজন একসাথে চুমুক দেব, আধুনিক সমাজ বেবস্থা। কি অসাধারণ ডায়লগ
অসাধারণ
এই কথাটা বলে অধুনিকতার নামে যারা নোঙড়ামি করে তাদের মুখে থুথু মেরেছে মোশারফ ভাই।
সুন্দর বলেছেন ভাইয়া
একটা গ্লাস 3 টি স্ট্র তিনজন একসাথে চুমুক দেবো আধুনিক সমাজব্যবস্থা কি অসাধারণ ডায়লগ
তিম বছর আগে দেখছিলাম।
আজ আবারো দেখলাম, ভালোই লাগছে।
নাটক টা বাস্তবতার সাথে মিল আছে👍
ধন্যবাদ পরিচালককে এমন একটা নাটক উপহার দেওয়ার জন্য
নাটক টা দেখে মোশারফ করিমের প্রতি ভালোবাসা বেড়ে গেল!
Same
বর্তমান সমাজের ভুলগুলো আংগুল দিয়ে দেখিয়ে দিয়েছেন।
অসাধারন লাগল।
কার কার ভাল লাগল লাইক দিন
hmm r8 sis...
@BANGLA AUDIO BOOK kno
আজ থেকে বসের বড় ফ্যান হয়ে গেলাম এতো সুন্দর অভিনয় এখন ও কোন অভিনেতা করতে পারিনি
এটার জন্য তো আমাদের বাংলাদেশের নাটকের কদর পুরা দুনিয়ায় ছরিয়ে গেছে। এরকম hurt tuch নাটক আমরা আরো চাই
Real Drama, fantastic
Sotti osadharon
AMR wife Amk divorce korce EKTA Cheler Jonno o ki Amk kadhay happy thakbe bolbn plss,???
একদম ব্যাতিক্রমী একটা জিনিষ বানিয়েছে পরিচালক । সত্যি অসাধারণ লাগলো
আমি ১০০% সিওর এই নাটক বড় কোনো পুরস্কার পাবে।😍😍😍❤💝
গল্পের কাহিনী, প্রতিটি লাইন। দেখি, শুনি আর প্রচন্ড রকমের অবাক হই। অসাধারণ অসাধারণ অসাধারণ 😢😊
প্রথমে পলিচালকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা বাস্তব চরিত্র তুলে ধরার জন্য। বিশ্বাস করুন নাটকটা দেখে অনেক কাঁদছি। অসাধারণ হয়েছে 🖤🙂
same
Apni to boka tai natoke dehe kaden
Same
কাঁদেন কিন্তু বেশ্যাকে বিয়ে করিয়েননা!
এই অভিনয়ের জন্য মোশারফ করিমের একটা জাতীয় পর্যায়ের পুরস্কার পাওয়া উচিৎ।
বাংলা নাটকের লিজেন্ড মোশারফ ভাই। 😍❤️
EKMOT
এদিকে এক নাটক কয়েক দিন পর পর দেখতে থাকা এক আমি। অসাধারণ সুন্দর একটা নাটক। যা অভিনয় হৃদয়ে কম্পন সৃষ্টি করা অভিনয়।
অনেকদিন পর এত সুন্দর একটা নাটক দেখলাম। অনেকদিন পর বাংলা নাটক মনকে ছুঁয়ে গেল।
Thanks mosarof vai
"friendship love something more" দেখে আসতে পারেন ভাল লাগবে
ওরে অভিনয় মোশারফ করিম বেস্ট অভিনেতা।
পরিচালক কে অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর একটা নাটক।
তাও আবার মোশারফ করিমের মতো বেস্ট অভিনেতা কে দিয়ে করানোর জন্য।
লাভ ইউ বস মোশারফ করিম সেরা অভিনেতা
গরিব, বড়লোক হয় ☺
ছোট,লোক কখনে বড়লোক হয় না,😎
ছোটলোক, ছোটলোকই থাকে 👍🙏
Absolutely right
Best & real dialogue.
মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে
বদলায়, কারণে-অকারণে বদলায়
রাইট
Right
এক কথা অসাধারণ।
গল্পটাকে আরেকটু বড় করে সিনেমা বানানো উচিৎ ছিল, তাহলে এটা বছরের সেরা চলচ্চিত্রের পুরস্কার পেত আর মোশাররফ করিম ন্যাশনাল এওয়ার্ড।
আমার মতো ফেসবুকে একটু অংশ দেখার পর, কারা কারা ফুল নাটক দেখতে আসছেন
ভাই আমি
আমি
🙋♀️
আমি
@@ratnaakter9709 hi
আমার দেখা সবচেয়ে সুন্দর একটি নাটক ❤❤
আমি যত গুলা নাটক দেখেছি,,,তার মধ্যে আজকের এই নাটকটা সবচেয়ে সেরা 😍😍ভালোবাসা রইল মোশাররফ করিম স্যার এর জন্য
AMR wife Amk divorce korce EKTA Cheler Jonno o ki Amk kadhay happy thakbe bolbn plss,???
@@mdsaifullah1575 সে হয়তো সাময়িক সুখী হতে পারবে কিন্তু একদিন সৃষ্টিকর্তার সামনে দাড়াতে হবে। আপনার জন্য হয়তো এর চেয়ে ভালো কিছু অপেক্ষা করছে। আপনি ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহর কাছে এই দোয়া করি।
@@mdalislam9226 সে আমাদের কাঁদাই ছে, আমাদের পরিবারের মান সম্মান নষ্ট করছে, স মাজে আমাদের ছোট করছে, আত্তিওয় দের কাছে ছোট করছে, আল্লাহ যে ন তাকে সারা জিবন কাদায়।
Vai same
@@mdsaifullah1575আপনার স্ত্রী খুব ভালো কাজ করেছেন। আপনার মতো খ্যাঁকশিয়াল মার্কা ছিঁচকাঁদুনে কপিপেস্ট পুরুষের হাত থেকে মুক্তি পেয়ে তাঁর জীবন ধন্য হয়ে গেছে। এবার আপনিও নিজেকে নিজে ডিভোর্স দিয়ে দিন। যত্তসব।👹👹👹
আমার দেখা সেরা নাটক 🥰
কমেন্ট টা করে গেলাম 2022 সালের শেষ দিন শেষ সময় ☺️2023 সালে যে যে দেখবেন একটা করে লাইক রেখে যাবেন🥰
এই নাটকে চরম একটা ডায়লগ ছিল "এই নির্মম শহরে যে টাকা রোজগার করতে পারে সে কোনদিন বলদ না"
❤
Right.
Amar posondo hoyce ae kotha ta....akta sikha pailam
Right
তিনজনে চুমু দিয়ে খাই, আধুনিক সমজ ব্যবস্থা
এত সুন্দর একটা নাটক দেখে মন ভরে গেলো। বিশেষ করে মোশাররফ করিমের অভিনয় মুগ্ধ করে দিয়েছেন পুরো। বাংলাদেশে দেখা এই একটা এত ভালো নাটক দেখলাম প্রথমবার।❤
গরিব চাইলে বড়লোক হতে পারে,,কিন্তু ছোট লোক চাইলে বড়লোক হতে পারে না,
ছোটলোক ছোটলোকই থাকে,,,
love u boss
thanks all
আমি পশ্চিমবঙ্গের মালদা থেকে প্রায়ই স্যার মোশারফ করিমের নাটক দেখি ।তবে আজকের নাটক টা সবথেকে সেরা ।অনেক অনুপ্রাণিত হলাম ।
আমি পূর্ব মেদিনীপুর থেকে
আর ভাই আপনাদের জি বাংলা
আর স্টার জলসা নাটক আমাদের দেশটা ধ্বংস করে দিল।
@@toriqulislam1067 আপনি নারী দর্শক হলে এর উল্টো কথা বলতেন।
@@debrajpal9367 হুম বলতাম
আল্লাহ বাচাইছে হয়ই নাই।
এই সব ডাস্টবিন মাকা নাটক দেখে বাংলাদেশের ঘরে ঘরে অসান্তি লেগে থাকে।
@@toriqulislam1067 হ্যাঁ সেটাই। তবে আল্লাহ যদি বাংলাদেশের সমগ্ৰ নারী জাতিকে আপনার মতো করে বাঁচাতেন তাহলে কতই না ভালো হতো! আর তাহলে এই ডাস্টবিন মার্কা সিরিয়ালগুলো কেউ দেখতই না। এতে বাংলাদেশের ঘরে ঘরে জান্নাতের মতো সুখ আর শান্তি বিরাজ করত।😩
ভাই নাটকটা দেখে মন ভরে গেল এটা আসলে মানুষের জীবন যে নাটকটা লিখেছে তার জন্য আমার অন্তরঙ্গ থেকে গভীর শ্রদ্ধা থাকলো