নবকুমার বসুর লেখা চিরসখা পড়েই লিখছি, বার তিন পড়া উপন্যাস টি, চল্লিশ থেকে ষাটের দশক অব্দি বাঙালী মধ্যবিত্ত যেমন ছিলেন ও যেভাবে দৈনিক জীবন বাঁচতেন, সমরেশ বসু ও তাঁর পরিবার সেই সময়েরই মানুষ। ব্যক্তি সমরেশ বসুর জন্য শ্রদ্ধাশীল না হয়ে পারিনা আবার মানুষ যতটা শিক্ষিত হলে প্রাকৃতিক স্তরের উর্ধ্বে উঠে বাঁচতে পারবে, সেই স্তরে না পৌঁছতে পারার জন্য সমরেশ বসুর ব্যর্থতা -এও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক। লেখক সাহিত্যিকের জীবনের বহু বিচিত্র ঘটনা ঘটে কারণ বাঁধা ধরা পথে চললে নতুন সৃষ্টি সম্ভব হয় না কিছুতেই। যে হাহাকার ও নীরব যন্ত্রনা এই লেখক ও তাঁর পরিবার আমরণ সহ্য করতে বাধ্য হয়েছিলেন, হায় রে মনুষ্য জন্ম, বলতে ইচ্ছা হয় - আর না, সমাজ ভেঙে যাক, তথাকথিত সোশ্যাল অ্যটাচমেন্ট দূর হোক। হে মানুষ, তুমি মানুষ হয়ে ওঠো, প্রকৃতির জীব নয়,
প্রণাম, সাহিত্যিক।।'উত্তরঙ্গ' উপন্যাস লেখার প্রেক্ষাপট কীভাবে তৈরি হল এবং কোন জেলে কতদিন কারাবরণ করেন ?? এ বিষয়ে প্রামাণ্য তথ্য বা তথ্যসূত্র জানার আগ্রহ ছিল, আশাকরি নিরাশ হব না।
নবকুমার বসুর লেখা চিরসখা পড়েই লিখছি, বার তিন পড়া উপন্যাস টি, চল্লিশ থেকে ষাটের দশক অব্দি বাঙালী মধ্যবিত্ত যেমন ছিলেন ও যেভাবে দৈনিক জীবন বাঁচতেন, সমরেশ বসু ও তাঁর পরিবার সেই সময়েরই মানুষ।
ব্যক্তি সমরেশ বসুর জন্য শ্রদ্ধাশীল না হয়ে পারিনা আবার মানুষ যতটা শিক্ষিত হলে প্রাকৃতিক স্তরের উর্ধ্বে উঠে বাঁচতে পারবে, সেই স্তরে না পৌঁছতে পারার জন্য সমরেশ বসুর ব্যর্থতা -এও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক। লেখক সাহিত্যিকের জীবনের বহু বিচিত্র ঘটনা ঘটে কারণ বাঁধা ধরা পথে চললে নতুন সৃষ্টি সম্ভব হয় না কিছুতেই।
যে হাহাকার ও নীরব যন্ত্রনা এই লেখক ও তাঁর পরিবার আমরণ সহ্য করতে বাধ্য হয়েছিলেন, হায় রে মনুষ্য জন্ম, বলতে ইচ্ছা হয় - আর না, সমাজ ভেঙে যাক, তথাকথিত সোশ্যাল অ্যটাচমেন্ট দূর হোক।
হে মানুষ, তুমি মানুষ হয়ে ওঠো, প্রকৃতির জীব নয়,
চমৎকার সঞ্চালনা। সমরেশ বসু একটি জলন্ত প্রতিভা। আমার প্রিয় লেখকদের একজন তিনি।
Samaresh babu aamar onnotomo priyo sahityik🙏🙏
Outstanding interview. Antarer shraddha aar pronam priyo lekhakke.
Samares
খুব ভালো লাগলো। 🙏
সঞ্চালনা ভীষণ আর্টিফিশিয়াল।
কেনো এমন মনে হলো ?🤔
Part 2 ta dekhte chai-apekhha kore achhi
SamRes basur wife ke chhilen?
প্রণাম, সাহিত্যিক।।'উত্তরঙ্গ' উপন্যাস লেখার প্রেক্ষাপট কীভাবে তৈরি হল এবং কোন জেলে কতদিন কারাবরণ করেন ?? এ বিষয়ে প্রামাণ্য তথ্য বা তথ্যসূত্র জানার আগ্রহ ছিল, আশাকরি নিরাশ হব না।
অসাধারণ
👌👌