শিশুর জন্মের পর পিতামাতার ১১টি করণীয় -শায়খ আহমাদুল্লাহ Bangla Waz Ahmadullah

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 мар 2017
  • শিশুর জন্মের পর বাবা মায়ের ১১টি করণীয় -শায়খ আহমাদুল্লাহ Bangla Waz Ahmadullah
    assunnahfoundation.org
    আস-সুন্নাহ ফাউন্ডেশন একটি অলাভজনক, অরাজনৈতিক এবং পূর্ণত মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান মানবতার শিক্ষক, মানুষের মুক্তি ও শান্তির দূত, মানবসেবার আদর্শ, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পদাঙ্ক অনুসরণ করে আর্তমানবতার সেবা, সমাজ সংস্কার, মহত্তম নীতিচেতনার সঞ্চার, কর্মসংস্থান তৈরি, দারিদ্র্য বিমোচন, ইসলামী তমদ্দুনের প্রসার, বহুমুখী শিক্ষায়ন প্রকল্প পরিচালনা, ত্রাণ বিতরণ, স্বল্পমূল্যে বা বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান, পরিচ্ছন্ন মানসিকতা গঠনে নিরন্তর নানা কর্মসূচি পালন, সর্বোপরি মৌখিক, লৈখিক ও আধুনিক সকল প্রচারমাধ্যম ব্যবহার করে মানুষকে মহান আল্লাহর আনুগত্য ও তাঁর রাসূলের অনুকরণে সত্য ও শান্তির পথে ডেকে এনে একটি আদর্শ কল্যাণসমাজ বিনির্মাণে যথাশক্তি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের নন্দিত ইসলামিক চিন্তক -লেখক সংস্কারক অধ্যাপক ড. খোন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর (রহ.)-এর দাওয়াতের নীতি ও পদ্ধতিতে কাজ করে তাঁর রেখে যাওয়া আস-সুন্নাহ ট্রাস্টের মহৎ কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করে সারাদেশে ছড়িয়ে দিতে চায় আস-সুন্নাহ ফাউন্ডেশন।
    ***
    আমাদের সকল ভিডিও কপি রাইট মুক্ত। কোন প্রকার পরিবর্তন করা ছাড়া দাওয়াতের উদ্দেশ্যে যেকোন ভিডিও কপি করে প্রচার করা যাবে।

Комментарии • 1,1 тыс.

  • @saeed_bdk
    @saeed_bdk Год назад +154

    ১. সহবাসের পূর্বে দুয়া পাঠ করা
    ২. ভূমিষ্ঠ হবার পর আল্লাহর আশ্রয় চাওয়া এবং বদনজর থেকে হেফাজত কামনা করা
    ৩. সন্তান জন্মের পর ছেলে নাকি মেয়ে তা জানতে না চেয়ে আগে আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ আলহামদুলিল্লাহ পাঠ করা
    ৪. বাচ্চার কানে আযান দেয়া
    ৫. তাহনীক করা
    ৬. বাবা তাঁর শিশুর জন্য দুয়া করা
    ৭. সুন্দর নাম রাখা
    ৮. সুন্নাত পদ্ধতিতে আকিকা করা
    ৯. চুল চাঁছা এবং তার সমপরিমাণ রূপা/রৌপ্যমূল্য আল্লাহর রাস্তায় দান করা
    ১০. জাফরানের কালি শিশুর মাথায় মাখানো
    ১১. শিশুর খৎনা করা

  • @s.m.bismillah
    @s.m.bismillah 2 года назад +409

    - বাদ্যযন্ত্র ছাড়া যে সুরটি আমাদের মনকে মুগ্ধ করে সেটি হলো আল-কোরআন!🤗🥀
    - সুবহানাল্লাহ!🙂🥀

  • @mdomarfaruk89
    @mdomarfaruk89 2 года назад +926

    আমার অনাগত সন্তান যেন আপনার মত করে ইসলামের সঠিক আওয়াজ মানুষের কাছে পৌঁছে দিতে পারে, গর্ভাবস্থায় এটাই আল্লাহর কাছে আমার প্রার্থনা।

  • @naiemasiddika718
    @naiemasiddika718 4 года назад +620

    অনেক শুকরিয়া। খুব সুন্দর বর্ণনা। আমিও মা হতে চলেছি আল্লাহ্ তুমি এই ২০২০ সালে জন্ম নেয়া সকল শিশুকে শয়তান থেকে হিফাজত রাখিও।

  • @raisha9207
    @raisha9207 2 года назад +67

    আমার ৭মাস চলছে আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমার বাচ্চাটাকে সুস্থ ভাবে দুনিয়াতে পাঠায়। আমি যেনো আমার সন্তান কে আপনার মতো একজন আলেম বানাতে পারি।

  • @jannatislam2664
    @jannatislam2664 2 года назад +22

    জাজাকাললা খাইরান, হে আল্লাহ তুমি আমাদের এই প্রিয় শায়খ কে হেফাজত করো আমীন

  • @easytech4941
    @easytech4941 4 года назад +190

    হুজুর কে আমার অনেক ভালোলাগে। হে রহমানুর রহিম গো তুমি হুজুর কে নেক হায়াত দান করুন।।

  • @MdJahidul-fb7pc
    @MdJahidul-fb7pc 7 месяцев назад +3

    খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের সবাই কে সঠিক বুজ দান করুন। আমিন
    জাযাকাল্লাহু খাইরান প্রিয় শায়েখ।❤️🇧🇩

  • @abdurrashid2705
    @abdurrashid2705 3 года назад +394

    যদি আগুন লেগে পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন।

  • @Md.HasiburRahmanTahsin
    @Md.HasiburRahmanTahsin 3 года назад +87

    আজ ১৪ রমযান, আমার ভগ্নীপুত্র দুনিয়ায় এসেছে। ইসলামের খেদমতে যেন নিজেকে নিয়োজিত রাখতে পারে, সকলের দো'আ চাই।

  • @JourneyWithWorkingMom
    @JourneyWithWorkingMom 3 года назад +18

    হে প্রতিপালক, হে দয়াময়, হে হেফাজতকারী!
    আপনি হুজুর কে হেফাজতে রাখেন এবং নেক হায়াত দান করেন। আর সকল অভিভাবকদের এই সুন্নতগুলো পালন করাত তৌফিক দান করেন।
    আমিন

  • @sheikhshamimahmed3480
    @sheikhshamimahmed3480 2 года назад +15

    হে আল্লাহ আপনি আমাদেরকে বাস্তব জীবনে এই নিয়মগুলো অনুসরণ করার তৌফিক দান করুন।।

  • @tanjinamahmud7832
    @tanjinamahmud7832 Год назад +18

    আমি যে কারও সন্তান হয়েছে শুনলেই প্রথমে বলি আলহামদুলিল্লাহ। যদিও এই হাদিস জানা ছিলোনা। আজকে জানলাম আলহামদুলিল্লাহ

  • @mokhdumkhan5895
    @mokhdumkhan5895 3 года назад +18

    মন্ত্র মুগ্ধ হয়ে গেলাম আমি, কি যাদুর ভাষা, Allah কবুল করুন আমীন।

  • @mabdurrahimbangladesh9382
    @mabdurrahimbangladesh9382 5 лет назад +35

    মহান আল্লাহ আপনার হায়াতে বরকত দান করুক । আমিন

  • @mijanurmolla4084
    @mijanurmolla4084 3 года назад +16

    আমার প্রিয় সায়েখ কে আল্লাহ তা'আলা জান্নাতুল ফেরদাউস নসীব করুন
    এত সুন্দর আলোচনা সুষ্ঠুভাবে পরিবেশন করার জন্য
    শুকরিয়া

    • @sincereobaidullah7185
      @sincereobaidullah7185 2 года назад +1

      হুজুর মারা যায়নি তো?

    • @halimatussadiya8579
      @halimatussadiya8579 Год назад

      উনি কি মারা গেছেন নাকি 🙄🙄🙄

  • @humairabintiachiya652
    @humairabintiachiya652 3 года назад +14

    মাশাআল্লাহ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সম্মানিত
    জাযাকাল্লাহ খাইরান সম্মানিত
    রব্বুর আলামীন আপনাকে উত্তম বিনিময় দান করুন
    ইয়া আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন
    ইয়া আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন
    আমীন ইয়া রব্বুল আলামীন

  • @m3shahin
    @m3shahin 2 года назад +12

    আমরা যেখানেই থাকি না কেন মৃত্যু তোমাদের স্পর্শ করবেই
    ( সুরা নিসা)৭৮

  • @shahinakhanda2291
    @shahinakhanda2291 10 месяцев назад +29

    আমি কন্যা সন্তানের বাবা হয়েছি,,আলহামদুলিল্লাহ,, আমি অনেক খুশি।আমার মার জন্য সবাই দোয়া করবেন। আমার মেয়ের নাম রেখেছি,,সাইফা জাহান সারা।

    • @akinfoazad2912
      @akinfoazad2912 7 дней назад

      মাশাআল্লাহ তাবারাক আল্লাহ 🤲🏻❤❤❤

  • @mohammadalibintaher.3889
    @mohammadalibintaher.3889 4 года назад +18

    মহান আল্লাহ রাব্বি কারীম আমাদের প্রিয় হুজুরকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করুক। বেশি বেশি কুরআন সুন্নাত ভিত্তিতে ১০০% হক কথা বলার তৌফিক দান করুক। এবং কুরআন সুন্নাত ভিত্তিতে সময়উপযোগী বয়ান,মহান আল্লাহ রাব্বি কারীম কুরআন সুন্নাত নিয়ম অনুযায়ী মহান আল্লাহ রাব্বি কারীম আমাদের সকলকে বুঝা ও আমল করা তৌফিক দান করুক আমীন ছুম্মা আমীন।

  • @shoaibahmad3820
    @shoaibahmad3820 2 года назад +8

    মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান।

  • @akinfoazad2912
    @akinfoazad2912 7 дней назад

    আল্লাহ সকল কে হেদায়েত দান করুন সুন্দর ভাবে জিবন টা কে ইসলামের পথে চলার জন্য 🤲🏻🤲🏻🤲🏻আমিন❤

  • @hanifict1996Bangladesh.
    @hanifict1996Bangladesh. Год назад +4

    হে আল্লাহ আমার সন্তান সন্তানদিগকে শয়তানের সকল অছাঅছা থেকে হেফাজত করুন, সবাইকে হযরত মোহাম্মদ (স:) এর উম্মত হিসাবে তার সকল গুনাগুনে গুনায়ীত করুন।

  • @imdadulislam3922
    @imdadulislam3922 3 года назад +18

    মাশা আল্লাহ শায়েখ এর গুরুত্বপূর্ণ নছিহত শুনে অনেক কিছু শিখলাম এবং আমল করার তৌফিক দান করুন আল্লাহ।

  • @mdNazrulIslam-qe3fg
    @mdNazrulIslam-qe3fg 2 года назад +6

    সুবহানাল্লাহ। খুব গুরুত্বপূর্ণ আলোচনা। ওগো আল্লাহ তুমি আমাদেরকে সকল খারাপ ইচ্ছা ও চিন্তা ভাবনা থেকে বাঁচার তৌফিক দান কর আমিন।আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন

  • @md.arifulislam5521
    @md.arifulislam5521 2 года назад +122

    শিশুর জন্মের পর পিতামাতার ১১টি করনীয় | শায়খ আহমাদুল্লাহ
    ১। সহবাসের সময় দোয়া করা।
    ২। ভূমিষ্ঠ হওয়ার পর আল্লাহর আশ্রয় চাওয়া বদ নজর থেকে বাচার জন্য দোয়া করা।
    ৩। জন্মের আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করা।
    ৪। বাচ্চার কানে আজান দেওয়া।
    ৫। তাহনিক করা।
    ৬। বাবা শিশুর জন্য দোয়া করা।
    ৭। সুন্দর নাম রাখা।
    ৮। আকিকা করা।
    ৯। মাথা মুড়ানো ও চুলের সমপরিমাণ রুপা দান করা।
    ১০। জাফরানের কালি দিয়ে মাখান।
    ১১। খত্না করানো।

    • @fatemanilo8161
      @fatemanilo8161 2 года назад +2

    • @oronijahan294
      @oronijahan294 2 года назад +1

      Apu dowata arbite na parle banglay bola jabe ki mane orthota bole dowa kora jabe ki

    • @BabuSk-oz1pn
      @BabuSk-oz1pn 2 года назад +4

      আপনার কমেন্ট খুব সুন্দর। শুকরিয়া

    • @nusrat5433
      @nusrat5433 2 года назад +1

      কোনো মা কি তার সন্তানের কানে আজানের বাক্যগুলো বলতে পারবে?

    • @RL-bs5zx
      @RL-bs5zx 2 года назад +1

      L এবং R দিয়ে মেয়েদের ইসলামিক নাম কয়েকটি কমেন্ট বলবেন প্লিজ

  • @farhajminrima6590
    @farhajminrima6590 2 года назад +5

    মাশাআল্লাহ হুজুর অসাধারণ আলোচনা আল্লাহ তায়ালা আপনাকে নেক হায়াত দান করুন এবং আমাদের কে ইসলাম নিয়ে চলার তওফিক দান করুন আমিন

  • @mdjulhassujon3758
    @mdjulhassujon3758 5 месяцев назад +4

    আল্লাহর রহমতে আর কয়েক দিন পরেই আমি সন্তানের বাবা হবো ইনশাল্লাহ তাকে ইসলামের সবকিছুই শিক্ষা দিব,এবং একজন দিনদার গরিবের ডাক্তার বানাবো ইনশাআল্লাহ ।

    • @akinfoazad2912
      @akinfoazad2912 7 дней назад

      ইনশাল্লাহ... অনেক সুন্দর ভাবনা, আল্লাহ হেদায়েত দান করুন সকল কে🤲🏻🤲🏻আমিন

  • @user-gn6yf3wf6e
    @user-gn6yf3wf6e 2 года назад +5

    আলহামদুলিল্লাহ্ অনেক সুন্দর আলোচনা

  • @user-bp1mv1yb5o
    @user-bp1mv1yb5o 9 месяцев назад +3

    মাশাআল্লাহ আল্লাহ পাক যেনো হুজুর কে নেক হায়াত দান করেন আমিন

  • @SohelRana-zg1lf
    @SohelRana-zg1lf 3 года назад +40

    প্রিয় শায়েখ, আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি❤️❤️

  • @jinnahnasima8266
    @jinnahnasima8266 4 года назад +11

    আল্লাহ হুজুরের আমল পালন করার তওফিক দান করেন আমিন

  • @abdullahyoutube1967
    @abdullahyoutube1967 2 месяца назад +3

    ২-৫-২০২৪
    আলহামদুলিল্লাহ
    আজ আল্লাহর রহমতে কন্যা সন্তানের বাবা হলাম।।
    🤲
    দোয়া করবেন সবাই।।

  • @mohammedanowar623
    @mohammedanowar623 6 лет назад +16

    Ma shaa Allah, very nice tips..

  • @sadequlislam7440
    @sadequlislam7440 4 года назад +23

    যাজাকুমুল্লাহ্ .....!! চমৎকার আলোচনা, শাইখ। আল্লাহ্ সুবহানাহু তা'য়ালা আপনার জ্ঞান আরো বৃদ্ধি করে দিন,, আমীন ।।

  • @sagormahmud7639
    @sagormahmud7639 3 года назад +8

    আলহামদুলিল্লাহ। ধন্যবাদ প্রিয় শায়েখ

  • @ShamimKhan-dd1ve
    @ShamimKhan-dd1ve 4 месяца назад +2

    ২০২৪ সালের প্রথম রমজানে। আমার ছেলে সন্তান হয়েছে আল্লাহ আপনার মত একজন আলেম বানানোর মতো তৌফিক দান করুক আমিন।

  • @jinnat3391
    @jinnat3391 Год назад +11

    আমি পেগনেন্ট ,যারা আমার এই কমেন্ট দেখচ্ছেন আমার জন্য দোয়া করবেন।

    • @juelhd
      @juelhd 4 месяца назад

      কি দরকার

    • @majharulislam8374
      @majharulislam8374 17 дней назад

      আমীন 🤲🤲🤲

  • @adifas9848
    @adifas9848 3 года назад +6

    খুব অসাধারণ একটি ভিডিও, আপনার ভিডিও যত দেখি ততই মুগ্ধ হই। আল্লাহ আপনার মঙ্গল করুন

  • @user-mu6sj7ws6u
    @user-mu6sj7ws6u 4 года назад +7

    জাযাকাল্লাহু খাইরান

  • @mdrayhanuddin9872
    @mdrayhanuddin9872 3 месяца назад +1

    আলহামদুলিল্লাহ মাসাআললাহ খুব সুন্দর

  • @BengalmorningTV
    @BengalmorningTV 4 года назад +49

    হুজুর কে আল্লাহ দীর্ঘদিন হায়াতে নচিওত দান করুন

  • @mdsiyam6262
    @mdsiyam6262 3 года назад +27

    হুজুর আমার সন্তান হলে এই আমল গুলো করার চেষ্টা করবো । ইনশাআল্লাহ

  • @jannatayan467
    @jannatayan467 2 года назад +38

    মাশাল্লাহ আমার অনেক ভালো লাগলো হুজুরের ওয়াজটা,,আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক।

  • @begumferdushi
    @begumferdushi 2 месяца назад +1

    আললাহ আমাদের বিতাড়িত শয়তান থেকে হেফাজত করুন ❤❤❤❤❤❤

  • @MDMISLAM-sd4qr
    @MDMISLAM-sd4qr 4 года назад +64

    নেক সন্তানের জন্য পিতা মাতার করণীয় কার্যসমূহ: ১. সহবাসের পূর্বে হাদীসে বর্ণিত দোয়া পাঠ করা অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নেক সন্তানের জন্য দোয়া কামনা করা এবং অনাগত সন্তানের ভবিষ্যত জীবনে শয়তানের খারাপী থেকে পানাহ চাওয়া।
    ২. সন্তান জন্মের পরে কোরআনে বর্ণিত হযরত ইমরান এর স্ত্রী মারইয়াম (আ) এর মা হযরত ঈসা আলাই সাল্লাম এর নানী কর্তৃক বর্ণিত দোয়া করা।
    হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক হাসান হুসাইন রাদিয়াল্লাহু তা'আলা আনহুর জন্য যে দোয়া পাঠ করা হয়েছে সে দোয়া করা যেতে পারে। অর্থাৎ শয়তানের দুশমনি থেকে মহান আল্লাহ তাআলার কাছে সন্তানের জন্য আশ্রয় প্রার্থনা করা।
    সূরা ৩. আলে-ইমরান
    আয়াত নং ৩৫
    اِذۡ قَالَتِ امۡرَاَتُ عِمۡرٰنَ رَبِّ اِنِّیۡ نَذَرۡتُ لَکَ مَا فِیۡ بَطۡنِیۡ مُحَرَّرًا فَتَقَبَّلۡ مِنِّیۡ ۚ اِنَّکَ اَنۡتَ السَّمِیۡعُ الۡعَلِیۡمُ ﴿۳۵﴾
    অনুবাদ: যখন ইমরান-পত্নী নিবেদন করল, হে আমার রাব্ব! নিশ্চয়ই আমার গর্ভে যা রয়েছে তা আমি মুক্ত করে আপনার উদ্দেশে উৎসর্গ করলাম, সুতরাং আপনি আমা হতে তা গ্রহণ করুন, নিশ্চয়ই আপনি শ্রবণকারী, মহাজ্ঞানী।
    সূরা ৩. আলে-ইমরান
    আয়াত নং ৩৬
    فَلَمَّا وَضَعَتۡہَا قَالَتۡ رَبِّ اِنِّیۡ وَضَعۡتُہَاۤ اُنۡثٰی ؕ وَ اللّٰہُ اَعۡلَمُ بِمَا وَضَعَتۡ ؕ وَ لَیۡسَ الذَّکَرُ کَالۡاُنۡثٰی ۚ وَ اِنِّیۡ سَمَّیۡتُہَا مَرۡیَمَ وَ اِنِّیۡۤ اُعِیۡذُہَا بِکَ وَ ذُرِّیَّتَہَا مِنَ الشَّیۡطٰنِ الرَّجِیۡمِ ﴿۳۶﴾
    অনুবাদঃ অনন্তর যখন সে তা প্রসব করল তখন বললঃ হে আমার রাব্ব! আমিতো কন্যা প্রসব করেছি; এবং সে যা প্রসব করেছে তা আল্লাহ সম্যক অবগত আছেন, এবং কোনো পুত্র এই কন্যার সমকক্ষ নয়! আর আমি কন্যার নাম রাখলাম ‘মারইয়াম’ এবং আমি তাকে ও তার সন্তানগণকে বিতাড়িত শাইতান হতে আপনার আশ্রয়ে সমর্পন করলাম।
    সূরা ৩. আলে-ইমরান
    আয়াত নং ৩৭
    فَتَقَبَّلَہَا رَبُّہَا بِقَبُوۡلٍ حَسَنٍ وَّ اَنۡۢبَتَہَا نَبَاتًا حَسَنًا ۙ وَّ کَفَّلَہَا زَکَرِیَّا ۚؕ کُلَّمَا دَخَلَ عَلَیۡہَا زَکَرِیَّا الۡمِحۡرَابَ ۙ وَجَدَ عِنۡدَہَا رِزۡقًا ۚ قَالَ یٰمَرۡیَمُ اَنّٰی لَکِ ہٰذَا ؕ قَالَتۡ ہُوَ مِنۡ عِنۡدِ اللّٰہِ ؕ اِنَّ اللّٰہَ یَرۡزُقُ مَنۡ یَّشَآءُ بِغَیۡرِ حِسَابٍ ﴿۳۷﴾
    অনুবাদঃ অনন্তর তার রাব্ব তাকে উত্তম রূপে গ্রহণ করলেন এবং তাকে উত্তম প্রবৃদ্ধি দান করলেন এবং যাকারিয়াকে তার ভারার্পন করলেন; যখনই যাকারিয়া তার নিকট উক্ত প্রকোষ্ঠে প্রবেশ করত তখন তার নিকট খাদ্য সম্ভার দেখতে পেত; সে বলতঃ হে মারইয়াম! এটা কোথা হতে প্রাপ্ত হলে? সে বলতঃ এটা আল্লাহর নিকট হতে, নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত জীবিকা দান করেন।
    ৩. সন্তান জন্মের সংবাদ পাওয়ার পর মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলা চাই সে সন্তান ছেলে অথবা মেয়ে হোক না কেন। এবং সন্তানের স্বাস্থ্যের খোঁজখবর নেওয়া।
    ৪. আযান দেওয়া। এখানে উল্লেখ্য ডান কানে আযান এবং বাম কানে ইকামত দেওয়ার বিষয়টি সরাসরি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত থেকে বর্ণিত নয়।
    ৫. পিতা-মাতা কর্তৃক সন্তানের জন্য উল্লেখযোগ্য বা বিশেষ কোনো প্রত্যাশার জন্য দোয়া করা।
    ৬. তাহনিক করা (খেজুর চিবিয়ে খেজুরের রসের লালা সন্তানের মুখের মধ্যে দেওয়া).
    ৭. সুন্দর নাম রাখা। জন্মের ৭ দিনের মধ্যে। উল্লেখ্য যে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান সর্বশ্রেষ্ঠ নাম। মহান আল্লাহ তাআলার ৯৯ টি নামের সাথে আব্দুর বা আব্দুল যুক্ত করে নাম রাখা যেতে পারে। যেমন আব্দুস সালাম, আবুল মাজীদ।
    ৮. সপ্তম দিনে আকিকা করা। সপ্তম দিনে আকিকা করতে না পারলে ১৪ দিনের দিন অথবা ২১ দিনের দিন আকিকা করা। ১৪/২১ দিনের দিন ও যদি আকিকা করতে না পারে, তাহলে পরবর্তী যে কোন সময় আকিকা করে নিবে। ছেলের জন্য দুইটি পশু এবং মেয়ের মেয়ের জন্যে একটি পশুর রক্ত প্রবাহিত করা। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাই সালাম এর সুন্নত হল দুইটি পশুর ক্ষেত্রে তাদের আকৃতি বা পরিমাপ বা দেখায় যেন একই রকম অথবা কাছাকাছি হয়। সে ক্ষেত্রে দুইটি ছাগল অথবা দুইটি ভেড়া অথবা দুইটি গরু দিয়ে আকিকা আদায় করা যেতে পারে। তবে দুটি পশু যেন দেখায় যেন একই রকম অথবা কাছাকাছি হয় সেদিকে খেয়াল রাখা উচিত।
    আকিকার মাধ্যমে সন্তান কে মহান আল্লাহর কাছ থেকে বন্ধক মুক্ত করা হয়ে থাকে।
    ৯. সপ্তম দিনের দিন মাথা মুন্ডন করা।
    ১০. মন্ডিত চুলের সম পরিমান রুপা অথবা রূপার মূল্যমান সমপরিমাণ অর্থ গরিব- মিসকিনকে দান করা।
    ১১. ছেলে সন্তান হলে সপ্তম দিনের দিন খৎনা করানো।

    • @maksudurrahaman852
      @maksudurrahaman852 3 года назад +3

      দুই গরুর কথা আমার জানা মতে হাদিস দ্বারা প্রমানীত না।

    • @rimiahsaan5526
      @rimiahsaan5526 3 года назад +1

      JazakAllahu Khair

    • @Rentumarjiya
      @Rentumarjiya 3 года назад +1

      ভালো লাগলো

    • @mahmudaibnat6748
      @mahmudaibnat6748 3 года назад +1

      Thanks

    • @mdfazlurrahman7814
      @mdfazlurrahman7814 3 года назад

      সপ্তম দিনে কিভাবে খৎনা করবে? এত ছোট বাচ্চার খৎনা করানো যায়? বিষয়টি বুঝিয়ে বলবেন প্লিজ

  • @taniaakter4309
    @taniaakter4309 2 года назад +4

    খুবই গুরুত্বপূর্ণ আমল। ধন্যবাদ হুজুর।

  • @user-sr9ok3db1g
    @user-sr9ok3db1g 3 года назад +15

    জাজাকাল্লাহ খয়ের,, প্রিয় মাশায়েখ,, অনেক ধন্যবাদ আপনাকে। আল্লাহ যেন আমাদের সন্তান কে হেফাজত করেন।

  • @ayeshamoni192
    @ayeshamoni192 3 года назад +29

    মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হুজুরের বক্তব্য শুনে আমার অন্তর থেকে হুজুরের জন্য আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন হুজুরকে নেক হায়াত দান করেন-আমিন

  • @al-aminarif5289
    @al-aminarif5289 3 года назад +26

    শুকরিয়া শাইখ!
    অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া রইলো!!
    অনেকে অনেক উপকৃত হলাম

  • @alfalah6919
    @alfalah6919 2 года назад +9

    আমার সন্তান গুলো কে
    আল্লাহ নেক সন্তান হিসেবে কবুল করুন আমীন

  • @saefahmed1339
    @saefahmed1339 4 года назад +8

    সুবহানাললাহ ।জ্ঞানগর্ব আলোচনা ।

  • @rabbyhassanleon1585
    @rabbyhassanleon1585 3 года назад +12

    আলহামদুলিল্লাহ আমার ছেলে ২০২১ মে মাসের ৮ তারিখ রোজ সনি বার ২৫ রোজা নাম রাখছি আবদুল্লাহ আল নৃর

  • @towhidmia1942
    @towhidmia1942 2 года назад +4

    আমার সন্তান যেন আপনার মতো ইসলামের দাওয়াত সবার কাছে পৌঁছাতে পারে । আল্লাহ জেন সুস্থ ও নেককার সন্তান দান করে সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন।

  • @mahfujaononna9462
    @mahfujaononna9462 5 лет назад +19

    alhamdulillah, sob gulo niyom palon koreci amader sontaner jonno.

  • @user-no3kg9eo5c
    @user-no3kg9eo5c 2 месяца назад +1

    আলহামদুলিল্লাহ কন্যা সন্তান এর বাবা হলাম🤍

  • @nurulamin352
    @nurulamin352 4 года назад +7

    অনেক কিছু শিখলাম যাযাকাল্লাহু খাইরান।

  • @abulkalamly321
    @abulkalamly321 2 года назад +3

    JajakaAllah Khairan 🤲

  • @abdullahcox9828
    @abdullahcox9828 3 года назад +6

    মাশাআল্লাহ্ অনেক সুন্দর আলোচনা, ধন্যবাদ প্রিয় শায়খ❤️

    • @RakibulIslam-kr7pz
      @RakibulIslam-kr7pz 2 года назад

      Assa meye shishur name ki babar shathe milaye rakha ki baddhota mulok plz amak kau aktu taratari bolen ata janar amar khub projon

  • @masumbillah-kk6yt
    @masumbillah-kk6yt 2 года назад +2

    মাশাআল্লাহ অনেক সুন্দর আলোচনা।

  • @hasansaif1262
    @hasansaif1262 6 месяцев назад +1

    এই ভিডিওটা সবার দেখা উচিৎ।

  • @jannahcho7020
    @jannahcho7020 2 года назад +3

    Great video!! Jajakallaahukhairan ❤️👍

  • @The.Better.Bangladesh
    @The.Better.Bangladesh 10 месяцев назад +5

    আমার অনাগত সন্তান যেন আপনার মত করে ইসলামের জন্য আওয়াজ তোলে।
    ইসলামের জন্য কাজ করে।
    আমার অনাগত সন্তান যেন আমার এবং আর স্ত্রীর, আমার স্বজনদের নামাজে জানাজা পড়ায়

  • @aponkhan9015
    @aponkhan9015 3 года назад +8

    হুজুর এর সব ওয়াজ ভালো লাগে সন্দর করে বুঝাতে পারে

  • @itsfahim4537
    @itsfahim4537 2 года назад +4

    আমার সন্তান যেন,, আল্লাহর চিনে।গর্ব সময় এটাই আল্লাহর কাছে দোয়া করি,,,

  • @mamunmia1268
    @mamunmia1268 6 лет назад +26

    সুন্দর ওয়াজ

  • @user-pk8hw8fx4f
    @user-pk8hw8fx4f 5 месяцев назад +1

    মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ❤❤❤❤

  • @masudfaraji8238
    @masudfaraji8238 4 года назад +2

    মাশাহ আল্লাহ কতসুনদর কথা সুনতেয় মনেচাই

  • @am-qk1nf
    @am-qk1nf 6 лет назад +9

    জাযাকাল্লাহ

  • @DAR010
    @DAR010 2 года назад +3

    La ilaha illallahu Mohammadur rasulullah Sallallahu Alayhi wa sallam Allahumma Salli Ala Mohammadin Nabiyil Ummiyi Wa Ala Alihi Wa Sallim Alhamdulillahi Rabbil Alamin

  • @user-uc2gp7wt2q
    @user-uc2gp7wt2q 4 года назад +7

    মাশা-আল্লাহ অনেক সুন্দর আলোচনা "
    জাজাকাল্লাহ খাইরান

  • @MDFaruk-fl9wl
    @MDFaruk-fl9wl 4 года назад +5

    হুজুর কে অনেক ভালোবাসি

  • @fatemajannat2988
    @fatemajannat2988 3 года назад +12

    কি সুন্দর সাবলীল বর্ননা 💜

  • @fariyamahbubaalam5469
    @fariyamahbubaalam5469 5 лет назад +5

    Alhamdulillah,apnake onek onek jajakallahu khayran apnar ai waz ta shunar por ami amar cheler nam Abdullah rekhechi

  • @naimasyed370
    @naimasyed370 4 года назад +3

    Mashalllah..onk dhnnobad

  • @borshabintyyeasin6476
    @borshabintyyeasin6476 2 года назад +6

    প্রিয় শায়েখ অনেক সুকরিয়া আপনাকে,, আমাদের নতুন বাবুর জন্য আকিকা দিব ইনশাল্লাহ,, আপনার প্রিয় বক্তব্য গুলো শুনে অনেক সহজ হয়ে গেল আমাদের আকিকার কাজ গুলো,,,আল্লাহ আপ্নাকে নেক হায়াত দান করুক আমিন 🤲🤲🥰💞💞

    • @mdayyubkhan5484
      @mdayyubkhan5484 2 года назад

      কেমন আছে বাবুটা

  • @forhadbokshi9194
    @forhadbokshi9194 6 лет назад +23

    মাশাআল্লাহ

  • @mdabrarfayazabrarfayaz5075
    @mdabrarfayazabrarfayaz5075 4 года назад +9

    অসাধারণ আলোচনা।

  • @arifkhanjoy4928
    @arifkhanjoy4928 5 лет назад +8

    অনেক ধন্যবাদ ভাইয়া

  • @sumyeajannat7721
    @sumyeajannat7721 3 года назад +5

    Alhamdulillah... allah amader amol korer tawfiq dan korun

  • @sabrinaaktersammi3981
    @sabrinaaktersammi3981 Год назад +5

    আল্লাহ আমাদের কে সঠিক আমল করার তৌফিক দান করুন আমিন।🤲🤲🤲

  • @awalhossaindelower8528
    @awalhossaindelower8528 4 года назад +13

    আলহামদুলিল্লাহ! মহত্বরাম আপনার আলোচনা সমাজ সংস্কার এবং চরিত্রগঠন মূলক। যা মানুষের পরিবর্তন আনতে পারে যারা চায়। শাইখ আপনি যে আয়াত বলেন যদি তা সূরার নাম ও আয়াত নম্বর সহ বলতেন তাহলে আমরা আয়াতগুলো শিখতে পারতাম। জাজাকাল্লাহি খাইরান। আমিন।

  • @Tamnnarecords
    @Tamnnarecords 4 месяца назад +1

    আমি আলহামদুলিল্লাহ ৫ মাসের গর্ভবতি, আল্লাহ আমাকে আর আমার বাচ্চাকে সুস্থ শাভাবিক ভাবে বাচিয়ে রাখলে সব গুলো আমল করবো ইনশাআল্লাহ🥰

  • @mashallahhaiderarman7690
    @mashallahhaiderarman7690 4 года назад +7

    Subhanllah Ameen

  • @popiakther1053
    @popiakther1053 2 года назад +5

    দোয়াটি লিখে দিলে ভালো হয়তো

  • @karimaahmed812
    @karimaahmed812 2 года назад +6

    আল্লাহ আমাদের সবাই কে সঠিক বুঝ দান করুন আমিন

  • @ayeshaaktersuma2652
    @ayeshaaktersuma2652 6 лет назад +16

    জাযাকাল্লাহ! অনেক সুন্দর বর্ণনা!

  • @mariamjalalmariam9803
    @mariamjalalmariam9803 4 года назад +7

    *উইযুকুমা বিকা লিমা তিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতয়ানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল ল্লাম্মা*

    • @rumpaakther126
      @rumpaakther126 4 года назад

      Ae tA kon doa

    • @salimreza9100
      @salimreza9100 4 года назад

      উইযুকুমা তো মনে হয় বহুবচন,একবচনে কি বলতে হবে?

    • @loveforeverir1270
      @loveforeverir1270 3 года назад

      @@salimreza9100 উয়ীযুকা

  • @mohammadmonirulislam70
    @mohammadmonirulislam70 2 года назад +3

    আলহামদুলিল্লাহ

  • @lutfunnesa663
    @lutfunnesa663 4 года назад +9

    Masallah onk sondor😍

  • @mdrubelhassanronju9217
    @mdrubelhassanronju9217 3 года назад +2

    alhamdulillah onek sundor bornona Allah apnake hayat daraz korun

  • @mssumaiya7682
    @mssumaiya7682 3 года назад +5

    Hujur dua korben amr sontaner jonno allah jeneno take soitan theke hefajot koren abong amr sintan jeno nek sontan hoi ..

  • @sayedalam4887
    @sayedalam4887 4 года назад +7

    মাশা-আল্লাহ অনেক কিছু শিখতে পারলাম

  • @BabuSk-oz1pn
    @BabuSk-oz1pn 2 года назад +8

    আমি বাবা হতে যাচ্ছি সবাই আমার বাচ্চার জন্যে সবাই দোয়া করবেন। 11 টি আমি যানো পালন করতে পারি।

    • @BabuSk-oz1pn
      @BabuSk-oz1pn 2 года назад +1

      আলহামদুলিল্লাহ আমার ছেলে শিশু হয়েছে 28,1,2022 নাম দিয়েছি আনাস সেখ Aanas sekh.

  • @tayanislam7817
    @tayanislam7817 Год назад +2

    Mashallah nice topic very good 👍

  • @begamaktarbegamaktar2501
    @begamaktarbegamaktar2501 Год назад +1

    Alhamdulillah alhamdulillah alhamdulillah

  • @masudfaraji8238
    @masudfaraji8238 4 года назад +7

    আল্লাহ আমাদেরকে সঠিক আমলকরার তৌফিক দানকুরুন আমিন

  • @md.asaduzzaman9320
    @md.asaduzzaman9320 2 года назад +1

    Jazaka Allahu khairan...

  • @shahinalam5654
    @shahinalam5654 2 года назад +1

    Alhamdulillah, khub valo laglo.

  • @mdmon9317
    @mdmon9317 4 года назад +5

    ধন্যবাদ ভাই